খুবই খারাপ লাগলো। তবে যারা রিক্সা চালায় তাদের খুব কষ্ট হয় । আরও কষ্ট হয় যখন দেখি অনেক মানুষ রিক্সা ওয়ালার সাথে খারাপ ব্যবহার করে। যাই হোক বোন আপনাকে এবং সাংবাদিক ভাইকে স্যালুট । আল্লাহূ আকবর যেনো এই বোনটি কে একটি সুন্দর ও ভালো ব্যবস্থা করে দেয়।
*বাংলা ভিশন যখন এত সুন্দর মায়া ভরা একটি প্রতিবেদন আমাদের মাঝে তুলে ধরেছেন, আমি বাংলাভিশনকে জোর হাত ধরে বলছি ওর পাশে দাড়াতে, তাতে বাংলাভিশনের মান সম্মান এবং শ্রদ্ধাবোধ মানুষের আরও বেড়ে যাবে*
মা তোকে হাজার সালাম চোখের কোনায় কয়েকবার পানি চলে আসলো,, মা ক্ষমা কর তোমাদের মতন মা দের জন্য এদেশ কিছুই করতে পারল না 😭😭😭😭😭😭😭 মা আমি এক গরিব মানুষ আমি তোমার রিক্সা চালাতে দিতে পারিনা তোমার জন্য একটা দোকান করে দেওয়া জাই কিনা চেস্টা করছি
খুব কষ্ট লাগলো,,চোখে পানি চলে আসলো,,,মা যে এক অমুল্য সম্পদ,,,সমাজে বিত্তবানরা যদি তার পাশে এসে সাহায্যে হাত বাড়িয়ে দিতেন তাহলে হয়ত সংগ্রামী মা টার উপকার হতো
এমন অসহায় মানুষকে যখন দেখি তখন নিজেকে অনেক সুখী মনে হয়। কারণ আল্লাহ তায়ালা আমাদের অনেক ভালো রেখেছেন। আজ বোনটির কষ্টে আমার চোখে পানি চলে আসছে।। আমি সরকার এর দৃষ্টি আকর্ষণ করছি তিনি যেন এসব মানুষদের জন্য দ্রব্য মূল্যের দাম কমিয়ে রাখে।।
কিছুদিন আগে আমি অটোরিকশা ওয়ালাদের পক্ষে কথা বলেছিলাম। অনেকে আমার বিপক্ষে কথা বলেছিল। কিছু মানুষ এসব অটোরিকশা অবৈধ ও পায়ে চালিত রিক্সার কথা বলেছিল। তারা গরিবের কষ্ট কি বুঝবে? কিন্তু এসব গরিবদের কষ্ট দেখে চোখে পানি এসে পরে। আল্লাহ এসব গরিবদের সাহায্য করুন।
সকল রিক্সা চালক কে অনেক সম্মান ও শ্রদ্ধা করি কারন আমার বাবাও ছিলেন একজন রিক্সা চালক খুব কষ্ট. করে বাবা আমাদের মানুষ করেছেন"""" সবাই দোযা করবেন আমার বাবার জন্য আল্লাাহ যেন আমার বাবাকে জান্নাত বাসি করে,,,,,I love you baba ,,,I miss you baba,,,,😥😥😥
সর্ব প্রথম ধন্যবাদ জানাই সাংবাদিক ভাইকে,সেলুট জানাই সেই বোনকে যে তার স্বামী সন্তানের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে যাচ্ছেন। একজন নারী হয়ে নিজেকে রোদ বৃষ্টি অপেক্ষা করে নিজেকে পুরে ছারখার করে দিয়েছেন। যে মেয়ে মানুষ সব সময় নিজেকে নিজের শরীরকে আরামে আয়াশে রাখতে বদ্ধপরিকর সেই মেয়ে মানুষি স্বামী সন্তানের জন্য নিজেকে পুরছে - হে আল্লাহ তুমি এই বোনটির জন্য সর্বোচ্চ সহায় হও।
যেই দেশে মহিলা রিক্সা চালায় এক বেলা খাওয়ার জন্য।আর সেই দেশের প্রধান মন্ত্রী মহিলা হয়ে বলে দেশ ডিজিটাল, স্মার্ট, ঘরে ঘরে মোবাইল, এইটাই তো তার স্বভাব।একটু লজ্জা শরম ও নাই।
প্রথমত আমি স্যালুট জানাই এই বোনটিকে যে তার পরিবার ও পরিজনের জন্য নিজের সুখকে নিজের চাহিদাকে বিসর্জন দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করছে আর এবং আরো স্যালুট জানাই যে এই সমাজে সুস্থ স্বামী রেখে মেয়েরা পরকীয়া করে অন্যের সংসার চলে যায় অথচ তিনি অসুস্থ স্বামীর জন্য নিজেই সংসারের হাল ধরেছেন কে খারাপ বলল এটা বোন তোমার যায় আসে না তুমি ভালো হয়ে চলো আল্লাহ তোমায় সহায়ক হবে ইনশাআল্লাহ
খবর নিয়ে দেখেন দেশের প্রতিটি জেলায়, সড়ক ছাড়া লাক লাক টাকা কয়টা ব্রিজ নিমার্ণ করে দেশের টাকা অপচয় করা হয়েছে। যে ব্রিজগুলা জনগণের উপকারের পরিবর্তে জন দুর্ভোগে পরিণত হয়েছে আর অর্থ পাচারেরটা নাই বল্লাম।
যারা আপনাকে নিয়ে খারাপ মন্তব্য করে। তারা মানুষ না। রিক্সা চালানো তো কোন পাপ নাই। বিখ্যাত খাচ্ছেন পরিশ্রম করতেছেন। আপনার জন্য দোয়া করি আপনার ছেলে-মেয়ে নিয়ে আপনি সুখে থাকেন শান্তিতে থাকেন আপনি যেন পৃথিবীতে আরও উন্নত করতে পারেন
এই নিউজ কনটেইনের আয় দিয়ে সাথী আপার জন্য রিক্সা কিনে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। আমার চ্যানেলের আয় থাকলে আমিও দিতাম। আপাতত মিয়ানমারের ভিডিও থেকে আয় হয়নি। হলে আমি সাথী আপার মতো মানুষের পাশে দাড়াতাম। সবাই দোয়া করবেন
বোন আপনি যে কাজ করছেন এটা নিয়ে কখনও দিধাবোধ করবেন না please কারণ আপনি কাজ করে জীবিকা নির্বাহ করছেন কোন অসৎ উপাই অবলম্বন করে নয় ।একমাএ আমাদের বাংলাদেশে নারীরা কোন কাজ করতে গেলে সেটা নিয়ে নানান ধরনের ভেদাভেদ তৈরী করা হই কিন্ত আমি বিদেশে দেখেছি অনেক মহিলাকে texi চালাতে এমনকি কেউ কেউ profession হিসেবে ট্রাকও চালাই সুতারাং যে কাজ করছেন সেটা করতে থাকুন আপনার এই profession ছোট করে দেখার কিছু নেই যারা দেখবে তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে
এই দরিদ্র দেশ,,মানুষের কতই না কষ্ট দেশে নাকি উন্নয়নের জোয়ার,,,আহা একটা মহিলার এত কষ্ট,, রিকশা চালিয়ে সংসার চালাতে হয়,,আর প্রধানমন্ত্রি বলেন,মেয়েরা উন্নত সুবিধা পাচ্ছে,,রওশন এরশাদ বলেছিলেন,, সংসদে আমি আপনি যোগ্য আসনে বসে আছি,,তাই বলে তো সব মেয়েই সুবিধা পায়নি,,,সেই কথাকে ব্যঙ্গ করেছিলো শেখ হাসিনা,,আজ এই মহিলা পেটের ক্ষুধায় যদি যৌনকর্মী হতো,,সমাজ তাকে ধিক্কার দিত,ঘেন্না করতো,,আবার এই সমাজেরই কিছু মানুষ তার খরিদ্দার হতো,,তারাই বাহিরে এসে ভদ্র বেশে তার দিকে থুথু ফেলতো,, এই হলো আমাদের উন্নত দেশ,,, উন্নত সমাজ,, রাস্তায় রাস্তায় মানুষ না খেয়ে পড়ে থাকে,,,মা বোনেরা অমানুষিক কষ্টের কাজ বেছে নিতে বাধ্য হচ্ছে,,আল্লাহ তুমি কবে সুষ্ঠু সুন্দর সমাজ আমাদের দিবে।।। এত কষ্ট যে আর সইনা,,,যে দিকে তাকায় শুধু খুন,গুম,ধর্ষন,কোথাও কারো নিরাপত্তা নাই,আল্লাহ তুমি আমাদের একমাত্র ভরসা। 😥
মা বাবা কত কষ্টে আমার মত সন্তানদের ছোট থেকে বড় করে। কিন্তু আমরা ছোট ছোট কিছু ব্যাপার নিয়ে মা বাবাকে কষ্ট দেই। কিন্তু আমরা ভুলে যাই যে, আমরাও তো একদিন মা বাবা হবো, সেদিন যদি সন্তানেরা কষ্ট দেয়। যাই হোক কারও কষ্ট দেখলে, খুব কষ্ট হয়, চোখে পানি চলে আসে। মা বাবা কে যেন ভালো রাখতে পারি। এটাই সব সময় চাই।
জীবন যে কি তা অল্প সময়ের জন্য হলেও উপলব্ধি করতে পারি যখন এরকম কিছু চোখের সামনে চলে আসে।ভালো থাকুক সাথীরা, ভালো থাকুক সংগ্রামী মায়েরা। ধন্যবাদ সাংবাদিক ভাই কে!!
মা - বাবা কষ্টে থাকলে ও তারা সন্তানকে সুখে রাখতে চায়, দোয়া করি এমন মা বাবাকে,,,, স্যালুট জানাই মা তোমায়... সব সন্তানকে মা বাবার কষ্ট বুঝার তৌফিক দাও আল্লাহ
কান্না করার কিছু নেই বোন,, তুমি সঠিক পথই বেচে নিয়েছ, বিদেশ যাওয়ার চেয়ে অন্যের হাতে নির্যাতিত হওয়ার চেয়ে রিক্সাচালানো অনেক ভাল,,, তবে রিক্সাটি নিজেন হলে ভাল হত
ধন্যবাদ জানাই সাংবাদিক ভাইকে,,,,,, কিন্তু এর পাশাপাশি ঐ পরিবারকে একটা মোবাইল নাম্বার দিলে হয়তো বোনের পরিবারের প্রতি অনেক মানুষ সাহায্যর হাত বাড়িয়ে দিতেন
একজন মায়ের আত্মত্যাগের বিনিময়ে সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য ক্রমাগত চেষ্টা করে। মায়ের কোনো তুলনা হয়না। যার কাছে মা বেঁচে নেই তার থেকে বড় অভাগা আর কেহ হতে পারেনা। ভালোবাসি মা। পৃথিবীর সব মাকে হাজারো সম্মান আর ভালোবাসা জানাই। ওপারে ভালো থেকো মা। বড্ড মিস করি মা তোকে😢😢
চোখে জল এসে গেল । দেশের দয়াবান বিত্তশালীরা সাথী দেবীকে সাহায্যের হাত বাড়িয়ে দেন । এছাড়া আর বলার কিছু নেই । কারণ অসহায় মানুষকে সাহায্য করার মতো আর্থিক ক্ষমতা ঈশ্বর আমাদের দেন নি।
স্যালুট বোন!! আপনার সততা ও অদম্য সাহসের প্রতিদান করুনাময় অবশ্যই অবশ্যই দেবেন! সাংবাদিক ভাইকে অনেক অনেক ধন্যবাদ এই বোনকে তুলে আনার জন্য। উনার নিজের একটা রিক্সা ব্যাবস্থা করে দেয়া যেত অথবা উনার উপযুক্ত কোনো চাকরির ব্যাবস্থা করে দেয়া যেত , তাহলে সবচেয়ে ভালো হতো।
সরকারের কাছে আকুল ভাবে আবেদন যানাচ্ছি এই অসহায় পরিবার পাশে দাঁড়ানোর জন্য এই মা একটি নিদিষ্ট ভাবে ভালো কাজ দেওয়া হোক যাতে পরিবার কে নিয়ে ভালো থাকতে পারে...
মানুষ কি বলবে? এইসব নিয়া ভাবলে জিবনে কিছু করতে পারবে নাহ,,, অভাবে থাকলে কেউ পাশে থাকে নাহ,,, টাকা আছে তোহ তুমি সবার কাছে প্রিয়, টাকা নেই তোমার কেউ নেই 💔 টাকাই সব
বাংলা দেশের যেকোন সরকার খমতায় আসবে আমার অনুরোধ হচ্ছে এতিম গরীব বিধভাদের রেশন কার্ড চালু করে তাদেরকে দেখা শোনা করে আর্থিক সাহায্য করার অনুরোধ করছি। এবং সরকারি আমলাদের বেতন কমিয়ে অসহায় মানুষের খেদমত করার আইন চালু করা উচিৎ মনে করি। আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের খেদমত করার তৌফিক দান করুন। আমীন আমীন।
সর্বপ্রথম ধন্যবাদ জানাতে চাই সাংবাদিক ভাইকে যিনি এত সুন্দর করে এই গরিব মানুষদেরকে নিয়ে রিপোর্ট করেছেন সত্যিই চোখে পানি পড়ে গেল।।
প্রশাসনের কাছে তারা গেলে হয়তো সাহায্য করতো
Tik bolasen
Ppppp0pp00pp00ppppppp
মায়ের জন্য দোয়া রইলো
God bless you 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
আমি সাংবাদিক ভাইকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি যে এই সমস্ত গরিব মানুষ গুলোর ভিডিও তুলে ধরার জন্য
একজন মা সন্তানের জন্য কি না করে বেঁচে থাকুন সকল মা দোয়া রইল সকল মায়ের জন্য
জীবন এত কষ্টকর,এই খবরটা আমাকে এতটা ব্যতিত করলো যে চুখের পানি ধরে রাখতে পারলাম না, স্যেলুট জানায় এই মমতাময়ী মাকে,
Ola natok janos ni be Bangladesh filmy award deoaa hoibo tore
Unar bikash number dile, sobai mile help korte parto. Ekta choto dokan dile valo hoto.
আসলে এই মায়ের কষ্ট দেখে চোখের পানি রাখতে পারলাম না আসলে মায়েরা সন্তানের জন্য কত কষ্ট করে। আল্লাহ যেন এই দুদিন মায়ের প্রতি সহায় হন।
খুবই খারাপ লাগলো। তবে যারা রিক্সা চালায় তাদের খুব কষ্ট হয় । আরও কষ্ট হয় যখন দেখি অনেক মানুষ রিক্সা ওয়ালার সাথে খারাপ ব্যবহার করে। যাই হোক বোন আপনাকে এবং সাংবাদিক ভাইকে স্যালুট । আল্লাহূ আকবর যেনো এই বোনটি কে একটি সুন্দর ও ভালো ব্যবস্থা করে দেয়।
Amin
Ameen.
Ameen.
👍💪🏻💪🏻👍👍👍👍
অতি উওম কথা আর সহ মত ভাই এর সাথে
নারীরা অনেক ভাবেই টাকা উপার্জন করতে পারে কিন্তু এই বোন নিজের পরিশ্রম দিয়ে টাকা উপার্জন করছে ধন্যবাদ
সাংবাদিক ভাই কে স্যালুট জানাই ❤ এবং আল্লাহ যেন এই বোনটা কে একটা রিক্সার ব্যবস্তা করে দিন..আমিন
এমন মানুষদের জন্য যদি আল্লাহ তায়ালা কিছু করার জন্য সামর্থ্য দিতো। তাহলে মনের ভেতরে জমা অনেক পাপ মুছে ফেলার সুযোগ পেতাম।
এই আপুটাকে একটা রিক্সা অথবা একটা মুদি দোকানের ব্যবস্থা করে দেওয়া উচিত
এনাকে রিক্সা না কিনে দিয়ে একটা অফিসে বা হাসপাতালে কাজ দিলেও সম্মানের সাথে কাজ করতে পারবেন।
উনার লোকেশন এবং মোবাইল নম্বর ম্যানেজ করে দবেন প্লিজ আমি সহযোগিতার ব্যবস্থা করে দিতে চাই
প্লিজ এই মাকে কেউ রিক্সা কিনে দিবেন না। ওনার জন্য একটা ছোট্ট দোকানের ব্যাবস্থা করে দিলে খুব ভাল হয়।মহিলার জন্য পর্দার ব্যাপারও আছে।
মা এমনই হয়🖤🖤
আল্লাহ স্বচ্ছলতা দান করুক।
তার ছেলেকে অনেক বড় করুক❤️❤️
Se to bou o! Jamay bacchader jonno nije koto kosto kore
Ameen
কত মানুষকে দেখি সাহায্য করে,,এই মা টাকে কেউ একটা রিকশা কিনে দিলে অনার অনেক উপকার হতো,মা তুমি সেরা 🙏🙏🙏🙏
রাইট ভাই
Ekta choto khato dokan diea dile ontoto Erkm kosto
krte hato na,sorkar jdi ekto dekto,
কোটি কোটি টাকা অপচয় না করে রাষ্ট্রের উচিৎ আগে দেশের দারিদ্র্য মুক্ত করা
Akmot
Ji
হম রাইট বলেছেন
রাইট
হুম
আল্লাহ যেন এই অসহায় মাকে রিকশা চালানো বাদ দিয়ে নিরাপদ ও সুন্দর জীবিকা দান করেন, আমিন।
আমিন
মুমিন
chokher pani eshe gelo ...vai Allah jno ei maa er jonno apnar dua khub taratari kobul koren ...Ameen
Ameen
Amin
জীবনের এই প্রথম কোন নিউজ দেখে চোখের পানি আটকাতে পারলাম না , এই মা জন্য দোয়া করি আল্লাহ যেন ওনার সকল দুঃখ ও অভাব দূর করে দেয় ।
ধন্যবাদ জানাই সাংবাদিক ভাই কে এমন একটা খবর প্রচার করার জন্য
*বাংলা ভিশন যখন এত সুন্দর মায়া ভরা একটি প্রতিবেদন আমাদের মাঝে তুলে ধরেছেন, আমি বাংলাভিশনকে জোর হাত ধরে বলছি ওর পাশে দাড়াতে, তাতে বাংলাভিশনের মান সম্মান এবং শ্রদ্ধাবোধ মানুষের আরও বেড়ে যাবে*
মা তোকে হাজার সালাম চোখের কোনায় কয়েকবার পানি চলে আসলো,, মা ক্ষমা কর তোমাদের মতন মা দের জন্য এদেশ কিছুই করতে পারল না 😭😭😭😭😭😭😭 মা আমি এক গরিব মানুষ আমি তোমার রিক্সা চালাতে দিতে পারিনা তোমার জন্য একটা দোকান করে দেওয়া জাই কিনা চেস্টা করছি
আমিন
আমিন
👍💗💗💗💗💗
👍🏻👍🏻👍🏻
আল্লাহ মালিক, আল্লাহ সহায় এর বেশি কিছু বলার বা করার কিছু নাই, মায়ের সমতুল্য (বোন)
আল্লাহ বোনকে আপনি সব বিপদ বালা মুসিবত থেকে হেফাজত রাখুন। এবং রহমত দান করুন।
খুব কষ্ট লাগলো,,চোখে পানি চলে আসলো,,,মা যে এক অমুল্য সম্পদ,,,সমাজে বিত্তবানরা যদি তার পাশে এসে সাহায্যে হাত বাড়িয়ে দিতেন তাহলে হয়ত সংগ্রামী মা টার উপকার হতো
এমন অসহায় মানুষকে যখন দেখি তখন নিজেকে অনেক সুখী মনে হয়। কারণ আল্লাহ তায়ালা আমাদের অনেক ভালো রেখেছেন। আজ বোনটির কষ্টে আমার চোখে পানি চলে আসছে।। আমি সরকার এর দৃষ্টি আকর্ষণ করছি তিনি যেন এসব মানুষদের জন্য দ্রব্য মূল্যের দাম কমিয়ে রাখে।।
চোখের পানি ধরে রাখতে পারলাম না,,,,,হে আল্লাহ তুমি এই মা কে ভালো একটা উপার্যনের ব্যবস্থা করে দাও,,! নিশ্চয়ই আল্লাহ সমস্ত সমস্যার সমাধান কারি,,,!!
মানবতার সেবক ফারাজ করিম চৌধুরীর দৃষ্টি আকর্ষন করছি।
ধন্যবাদ আপনাকে এই কথা টা বলার জন্য ফারাজ করিম চৌধুরী ভাই এবং ফিরোজ ভাই কে অনুরোধ করছি তারা এই আপার পাশে এসে দাঁড়ায়
হেডার সেবক
Faraz karim Chowdhury
কিছুদিন আগে আমি অটোরিকশা ওয়ালাদের পক্ষে কথা বলেছিলাম। অনেকে আমার বিপক্ষে কথা বলেছিল। কিছু মানুষ এসব অটোরিকশা অবৈধ ও পায়ে চালিত রিক্সার কথা বলেছিল। তারা গরিবের কষ্ট কি বুঝবে? কিন্তু এসব গরিবদের কষ্ট দেখে চোখে পানি এসে পরে। আল্লাহ এসব গরিবদের সাহায্য করুন।
ধন্যবাদ জানাই বাংলা ভিশন কে।। গরীব দুখিনী মানুষের পাশে থাকার জন্য।। খুব কষ্ট লাগে, ঘটনা দেখে চোখের কুনে পানি এসে যায়।।।
এই মহিলাকে একটা সিএনজি দেয়া উচিত।
তিনি প্রশিক্ষন নিয়ে নিজে অটো রিক্সা চালাতে পারেন। আমাদের সমাজ কল্যাণ মন্ত্রানালয় কি করে?
ওতো বাটপার মহিলা, আমি ভালো করে চিনি। ওর স্বামী আছে, সম্পূর্ণ সুস্থ আছে। সারাদিন গুলিস্তান পার্টি অফিসের সামনেই থাকে। ওরা দুজনেই ধান্দা করে বেড়ায়।
আল্লাহ এই সৎ বান বোনটিকে নেকহায়াত ও সৎ কাজে সহায়তা করুক সকল বিপদআপদ থেকে হেফাজত করুক,,শীঘ্রই তার পুরষ্কার পাবে,ইনশাআল্লাহ
Amin
চোখের পানি অনেক চেষ্টা করেও আটকাতে পারি নি।দোয়া করি এই মায়ের যেন ভাল একটা ব্যবস্থা হয়।
দুর্নীতি বাজ মন্ত্রীরা এর পর ও বলেবে বাংলাদেশের মানুষ গুলো বেহেশতে আছে, ইংল্যান্ড, আমেরিকার থেকে।😭😭😭😭😭
😭😭😭😭😭😭😭😭😭
🤣🤣🤣🤣
বেহেশত অর্থ কি জিজ্ঞেস করিয়েন যারা কথায় কথায় বেহেশতের সাথে দুনিয়ার তুলনা করে তাদেরকে
বেহায়াদের কথা আর বইলেন না!!এদেরকে জুতা পেটা করলেও বলবে বেহেশত থেকে রহমত নাজিল হচ্ছে!
Kk ji
সকল রিক্সা চালক কে অনেক সম্মান ও শ্রদ্ধা করি কারন আমার বাবাও ছিলেন একজন রিক্সা চালক খুব কষ্ট. করে বাবা আমাদের মানুষ করেছেন"""" সবাই দোযা করবেন আমার বাবার জন্য আল্লাাহ যেন আমার বাবাকে জান্নাত বাসি করে,,,,,I love you baba ,,,I miss you baba,,,,😥😥😥
মা কিজিনিস জার মা নেই সেই বুঝে😢😢😢
আপা আমি একজন ডাক্তার। আমাকেও কথা শুনতে হয়। তাতে কিছু আসে যায় না। আপনি আপনার কাজ করে যান। আল্লাহ ভরসা
কান্না ছাড়া উপায় নেই ভিডিওটি দেখার পর। বেচে থাকেন মা অনেক বছর। স্যালুট মা আপনাকে।।😭😭😭
চোখের পানি ধরে রাখতে পারলাম না,,, পৃথিবীতে যার মা নেই সেই শুধু বোঝে মা ছাড়া জীবন কেমন,, আল্লাহ সকল মাকে ভালো রাখুক,,,, আমিন
☹️
আপনার সন্তানরা অনেক ভাগ্যবান, তারা একজন সংগ্রামী এবং আর্দশবান হেরে না যাওয়া মায়ের সন্তান 🖤
সর্ব প্রথম ধন্যবাদ জানাই সাংবাদিক ভাইকে,সেলুট জানাই সেই বোনকে যে তার স্বামী সন্তানের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে যাচ্ছেন। একজন নারী হয়ে নিজেকে রোদ বৃষ্টি অপেক্ষা করে নিজেকে পুরে ছারখার করে দিয়েছেন। যে মেয়ে মানুষ সব সময় নিজেকে নিজের শরীরকে আরামে আয়াশে রাখতে বদ্ধপরিকর সেই মেয়ে মানুষি স্বামী সন্তানের জন্য নিজেকে পুরছে - হে আল্লাহ তুমি এই বোনটির জন্য সর্বোচ্চ সহায় হও।
একমাত্র ছেলে মেয়ের সুখের জন্য,নিজের সুখ ত্যাগ করে প্রবাস জীবন বেছে নিয়েছি😢ওনিই প্রকৃত মা😥😥
সন্তানের জন্য পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা একজন মা পারেনা, ভালো থাকুক পৃথিবীর সব মায়েরা ❤️❤️
খুবই কষ্ট লাগলো দেখে,এমন মানুষের পাশে আমাদের ১০০% দাড়ানো উচিৎ আমিন
অথচ এই সন্তানেরাই হয়তো একদিন মাকে ভুলে যাবে। বলবে তুমি আমাদের জন্য কি করছো 😪😪😪
Othocho ai bou der key aksomoy husband ra kosto dey...hedayot dan korun purush der ke
যেই দেশে মহিলা রিক্সা চালায় এক বেলা খাওয়ার জন্য।আর সেই দেশের প্রধান মন্ত্রী মহিলা হয়ে বলে দেশ ডিজিটাল, স্মার্ট, ঘরে ঘরে মোবাইল, এইটাই তো তার স্বভাব।একটু লজ্জা শরম ও নাই।
প্রথমত আমি স্যালুট জানাই এই বোনটিকে যে তার পরিবার ও পরিজনের জন্য নিজের সুখকে নিজের চাহিদাকে বিসর্জন দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করছে আর এবং আরো স্যালুট জানাই যে এই সমাজে সুস্থ স্বামী রেখে মেয়েরা পরকীয়া করে অন্যের সংসার চলে যায় অথচ তিনি অসুস্থ স্বামীর জন্য নিজেই সংসারের হাল ধরেছেন কে খারাপ বলল এটা বোন তোমার যায় আসে না তুমি ভালো হয়ে চলো আল্লাহ তোমায় সহায়ক হবে ইনশাআল্লাহ
ও আল্লাহ তুমি এই বোনটার জীবনের দিকে একটু তাকাও
এই হচ্ছে দেশের মানুষের জান্নাতে থাকার নমুনা। কোন অভাব নেই,দুঃখ কষ্ট নেই। কোটি কোটি টাকা অপচয় না করে রাষ্ট্রের উচিৎ আগে দেশের দারিদ্র্য মুক্ত করা
ভাই কে কোটি কোটি টাকা খরচ করছে, দেশতো এগিয়ে যাচ্ছে, আপনি জানেন না, দে
খবর নিয়ে দেখেন দেশের প্রতিটি জেলায়, সড়ক ছাড়া লাক লাক টাকা কয়টা ব্রিজ নিমার্ণ করে দেশের টাকা অপচয় করা হয়েছে। যে ব্রিজগুলা জনগণের উপকারের পরিবর্তে জন দুর্ভোগে পরিণত হয়েছে আর অর্থ পাচারেরটা নাই বল্লাম।
অসাধারণ নিউজ হাজার সালাম এ-ই বোন টার জন্য জন্য দোয়া রহিলো এ-ই মা টার পরিবারের সকল সদস্য দের জন্য । নিজের অজান্তে কখোন চোখেরজল চলে এসেছে ।
হুম
যারা আপনাকে নিয়ে খারাপ মন্তব্য করে। তারা মানুষ না। রিক্সা চালানো তো কোন পাপ নাই। বিখ্যাত খাচ্ছেন পরিশ্রম করতেছেন। আপনার জন্য দোয়া করি আপনার ছেলে-মেয়ে নিয়ে আপনি সুখে থাকেন শান্তিতে থাকেন আপনি যেন পৃথিবীতে আরও উন্নত করতে পারেন
রিক্সা না চালিয়ে , গার্মেন্টস এ চাকুরী কর। রিজিকের মালিক মহান আল্লাহ।
এই নিউজ কনটেইনের আয় দিয়ে সাথী আপার জন্য রিক্সা কিনে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। আমার চ্যানেলের আয় থাকলে আমিও দিতাম। আপাতত মিয়ানমারের ভিডিও থেকে আয় হয়নি। হলে আমি সাথী আপার মতো মানুষের পাশে দাড়াতাম। সবাই দোয়া করবেন
সাথী বেগমের সংবাদটা প্রচার করার জন্য সাংবাদিক ভাই আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার মাধ্যমে সাথীর পাশে অনেক বিত্তবানরা দাঁড়াবে এটাই আমার আশা রাখি ধন্যবাদ
বোন আপনি যে কাজ করছেন এটা নিয়ে কখনও দিধাবোধ করবেন না please কারণ আপনি কাজ করে জীবিকা নির্বাহ করছেন কোন অসৎ উপাই অবলম্বন করে নয় ।একমাএ আমাদের বাংলাদেশে নারীরা কোন কাজ করতে গেলে সেটা নিয়ে নানান ধরনের ভেদাভেদ তৈরী করা হই কিন্ত আমি বিদেশে দেখেছি অনেক মহিলাকে texi চালাতে এমনকি কেউ কেউ profession হিসেবে ট্রাকও চালাই সুতারাং যে কাজ করছেন সেটা করতে থাকুন আপনার এই profession ছোট করে দেখার কিছু নেই যারা দেখবে তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে
শুধু সন্তানের মুখের পানে চেয়ে আজ আপনার এই জীবন যুদ্ধ ৷
আপনাকে হাজার সালাম ও সাধুবাদ জানাই ৷
এই দরিদ্র দেশ,,মানুষের কতই না কষ্ট দেশে নাকি উন্নয়নের জোয়ার,,,আহা একটা মহিলার এত কষ্ট,, রিকশা চালিয়ে সংসার চালাতে হয়,,আর প্রধানমন্ত্রি বলেন,মেয়েরা উন্নত সুবিধা পাচ্ছে,,রওশন এরশাদ বলেছিলেন,, সংসদে আমি আপনি যোগ্য আসনে বসে আছি,,তাই বলে তো সব মেয়েই সুবিধা পায়নি,,,সেই কথাকে ব্যঙ্গ করেছিলো শেখ হাসিনা,,আজ এই মহিলা পেটের ক্ষুধায় যদি যৌনকর্মী হতো,,সমাজ তাকে ধিক্কার দিত,ঘেন্না করতো,,আবার এই সমাজেরই কিছু মানুষ তার খরিদ্দার হতো,,তারাই বাহিরে এসে ভদ্র বেশে তার দিকে থুথু ফেলতো,, এই হলো আমাদের উন্নত দেশ,,, উন্নত সমাজ,, রাস্তায় রাস্তায় মানুষ না খেয়ে পড়ে থাকে,,,মা বোনেরা অমানুষিক কষ্টের কাজ বেছে নিতে বাধ্য হচ্ছে,,আল্লাহ তুমি কবে সুষ্ঠু সুন্দর সমাজ আমাদের দিবে।।। এত কষ্ট যে আর সইনা,,,যে দিকে তাকায় শুধু খুন,গুম,ধর্ষন,কোথাও কারো নিরাপত্তা নাই,আল্লাহ তুমি আমাদের একমাত্র ভরসা। 😥
মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি সহযোগিতা র জন্য
মা বাবা কত কষ্টে আমার মত সন্তানদের ছোট থেকে বড় করে। কিন্তু আমরা ছোট ছোট কিছু ব্যাপার নিয়ে মা বাবাকে কষ্ট দেই। কিন্তু আমরা ভুলে যাই যে, আমরাও তো একদিন মা বাবা হবো, সেদিন যদি সন্তানেরা কষ্ট দেয়। যাই হোক কারও কষ্ট দেখলে, খুব কষ্ট হয়, চোখে পানি চলে আসে। মা বাবা কে যেন ভালো রাখতে পারি। এটাই সব সময় চাই।
জীবন যে কি তা অল্প সময়ের জন্য হলেও উপলব্ধি করতে পারি যখন এরকম কিছু চোখের সামনে চলে আসে।ভালো থাকুক সাথীরা, ভালো থাকুক সংগ্রামী মায়েরা। ধন্যবাদ সাংবাদিক ভাই কে!!
সাংবাদিক ভাইকে ধন্যবাদ'এমন একটি রিপোর্ট করার জন্য!
সমাজের বিত্তবান কোন ব্যাক্তির যদি করুনা হয় এই মায়ের পাশে দাঁড়ানোর জন্য অনুরুধ রইলো।
কোন মাটি দিয়ে তৈরীরে তুই "মা"..স্যালুট জানাই এই মাকে।।😍
কি বলিবো বা কি লিখিবো
আমি জানিনা ?
শুধু লিখিবো মাগো আমি লজ্জিত
কারণ আমি ব্যার্থ পুরুষ,
মা সালুট তোমায়
এই মা কে সালাম জানাই আল্লাহ আপনার মনের আসা পুরন করেন আমিন। ।
Amin
আল্লাহ্ তুমি রহমত করে সব অসহায় মানুষ গুলো সুস্থ ভালো রেখ।
মা ও মা এই জন্যই আল্লাহ পাক মায়ের পায়ের নিছে জান্নাত দিছে❤️❤️❤️❤️❤️
যার মা তার জান্নাত আছে যার মা নাই তার কিচ্ছু নাই😭😭
শুধু সাথি নয় সব মেয়েকেই উচিত কিছু না কিছু কাজ করা,কোন কাজ লজ্জার না, সালাম এমন নারীদের যারা নিজে পরিশ্রম করে ফ্যামিলি চালায়। ❤❤
মা - বাবা কষ্টে থাকলে ও তারা সন্তানকে সুখে রাখতে চায়, দোয়া করি এমন মা বাবাকে,,,, স্যালুট জানাই মা তোমায়... সব সন্তানকে মা বাবার কষ্ট বুঝার তৌফিক দাও আল্লাহ
খুবই দুঃখ লাগলো মায়ের কথা গুলো শুনে,, আল্লাহ যেনো তার দুঃখ কষ্ট দুর করে দেই।
😢😢হায়রে আমার উন্নয়নশীল দেশ।নেতাদের এতো উন্নয়ন হলো আর সাধারণ জনগণ সেই আগের অবস্থায় পড়ে রইলো।😢
এই আপাকে আমার পক্ষ থেকে হাজারো সালাম। এই সাংবাদিক ভাইকে ধধন্যবাদ জানাচ্ছি একটি সুন্দর খবর তুলে ধরার জন্য।
মা মা ই....❤️😭 সন্তানের ক্ষুদার্থ মুখ যার কাছে সবচেয়ে বড় জিনিস ❤️
যেখানে পরিমনি ও মাহিয়া মাহির গর্ভধারণ নিয়ে নিউজ এর ছরাছরি। সেখানে এমন একটা নিউজ করার জন্য আপনাকে এবং আপনার চ্যানেলকে ধন্যবাদ।
কান্না করার কিছু নেই বোন,, তুমি সঠিক পথই বেচে নিয়েছ, বিদেশ যাওয়ার চেয়ে অন্যের হাতে নির্যাতিত হওয়ার চেয়ে রিক্সাচালানো অনেক ভাল,,, তবে রিক্সাটি নিজেন হলে ভাল হত
এরা হচ্ছে প্রকৃত মা এদের মন দোয়া ও ভালোবাসা জানাই। আল্লাহ তুমি সহায়ক
উনি যাতে সম্মানের সাথে কাজ করতে পারে।এমন কাজ দেওয়া দরকার।
আল্লাহ তায়ালা নিশ্চয় সাথীর ভালো দিন খুব শীঘ্রই ফিরিয়ে দিবে (আমিন)।
মনের ভিতর অনেক কষ্ট ছিল তোমার কষ্টগুলা দেইখা আমার কষ্টগুলো এখন কোন কষ্টই মনে হইতেছে না
ধন্যবাদ জানাই সাংবাদিক ভাইকে,,,,,, কিন্তু এর পাশাপাশি ঐ পরিবারকে একটা মোবাইল নাম্বার দিলে হয়তো বোনের পরিবারের প্রতি অনেক মানুষ সাহায্যর হাত বাড়িয়ে দিতেন
আওয়ামী লীগের পাটি অফিসে প্রতি দিন আসেন সে
একজন মায়ের আত্মত্যাগের বিনিময়ে সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য ক্রমাগত চেষ্টা করে।
মায়ের কোনো তুলনা হয়না। যার কাছে মা বেঁচে নেই তার থেকে বড় অভাগা আর কেহ হতে পারেনা।
ভালোবাসি মা। পৃথিবীর সব মাকে হাজারো সম্মান আর ভালোবাসা জানাই।
ওপারে ভালো থেকো মা। বড্ড মিস করি মা তোকে😢😢
আলহামদুলিল্লাহ বোন আল্লাহ্ আপনার সুস্থ রাখুক। এবং একটি সুব্যবস্থা করে দেন দোয়া করি। আমিন 💖💖💖💖
আপুর জন্য দোয়া এবং শুভকামনা রইলো
চোখে জল এসে গেল । দেশের দয়াবান বিত্তশালীরা সাথী দেবীকে সাহায্যের হাত বাড়িয়ে দেন । এছাড়া আর বলার কিছু নেই । কারণ অসহায় মানুষকে সাহায্য করার মতো আর্থিক ক্ষমতা ঈশ্বর আমাদের দেন নি।
স্যালুট বোন!! আপনার সততা ও অদম্য সাহসের প্রতিদান করুনাময় অবশ্যই অবশ্যই দেবেন! সাংবাদিক ভাইকে অনেক অনেক ধন্যবাদ এই বোনকে তুলে আনার জন্য। উনার নিজের একটা রিক্সা ব্যাবস্থা করে দেয়া যেত অথবা উনার উপযুক্ত কোনো চাকরির ব্যাবস্থা করে দেয়া যেত , তাহলে সবচেয়ে ভালো হতো।
স্যালুট বোন,বাংলাদেশে গরিবদের অভাব আমাদের সমাজে সবার চোখে পড়ে😭 কিন্তু দুর্ভাগ্য বাংলার জনগণের,দুর্নীতিগ্রস্ত,অন্ধ সরকারের🤑 চোখে গরিবদের হাহাকার কারো চোখে পড়ে না।
দোয়া রইলো আল্লাহ যেন তাকে হেফাজত করেন
এই বোনটার কথা শুনে চোখে পানি এসে গেলো
ইয়া আল্লাহ দুনিয়ার সকল অসহায় মানুষের সহায় হোন
🙂
দোয়া করি পরিশ্রমী বোনটির জন্য। ভালো থাকুক তার পরিবার। সাংবাদিক ভাইকে ধন্যবাদ এমন সংবেদনশীল রিপোর্ট প্রকাশের জন্য।
সরকারের কাছে আকুল ভাবে আবেদন যানাচ্ছি এই অসহায় পরিবার পাশে দাঁড়ানোর জন্য এই মা একটি নিদিষ্ট ভাবে ভালো কাজ দেওয়া হোক যাতে পরিবার কে নিয়ে ভালো থাকতে পারে...
মানুষ কি বলবে? এইসব নিয়া ভাবলে জিবনে কিছু করতে পারবে নাহ,,, অভাবে থাকলে কেউ পাশে থাকে নাহ,,, টাকা আছে তোহ তুমি সবার কাছে প্রিয়, টাকা নেই তোমার কেউ নেই 💔 টাকাই সব
মা- তো -মা- ই মার মতো আর কেউ এমন হতে পারে নাহ। তবে এই মায়ের কষ্ট দেখে আর চোখের পানি ধরে রাখতে পারলাম নাহ 😭😭
আললাহ সকল মা বাবা কে আপনি সুস্থ রাখুন আমিন
মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি
স্যালুট বোন,,,আল্লাহ আপনার সহায় হউন। খুব কষ্ট লাগলো এই দৃশ্য দেখে,,, মা পৃথিবীর সেরা সম্পদ, আপনি তা আবারো প্রমান করলেন। স্যালুট আপু
আমাদের দেশে কত দুঃখী মানুষ আছে তাদের কথা শুনলে চোখের পানি ধরে রাখা যায় না। মহান আল্লাহ তাকে ধৈর্য্য ধরান করার মত ক্ষমা দয়। এই দোয়া করি।
বোনরে তোমার মতো একটা মেয়ে একটা ছেলের কপালে থাকাটা তার জন্য গোটা একটা পৃথিবীর মতো
মা তোমায় সালাম
আহ্,,,,, "মা" পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ যার কোনো তুলনা হয় না। মহান রব আপনার সহায় হউক। আমিন।
বাংলা দেশের যেকোন সরকার খমতায় আসবে আমার অনুরোধ হচ্ছে এতিম গরীব বিধভাদের রেশন কার্ড চালু করে তাদেরকে দেখা শোনা করে আর্থিক সাহায্য করার অনুরোধ করছি। এবং সরকারি আমলাদের বেতন কমিয়ে অসহায় মানুষের খেদমত করার আইন চালু করা উচিৎ মনে করি। আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের খেদমত করার তৌফিক দান করুন। আমীন আমীন।
আল্লাহ তুমি আমাকে শক্তি দাও আমি যেনও অসহায় মানুষের পাশে দারাতে পারি
একটি অক্ষরের খুব ছোট্ট শব্দ মা
আর এই ছোট্ট শব্দটির ভেতরেই জমানো আছে পৃথিবীর সমস্ত মধু
নিজের অজান্তেই চোখে পানি চলে এসেছে।
যারা রিস্কা চালায় তাদের সাথে সম্মান দিয়ে কথা বলা উচিত,
আমি নিজে ততটা পরিশ্রমী নাকি জানি না তবে পরিশ্রমী মানুষদের অন্তর থেকে সালাম জানাই
কান্না চলে এলো। রব হেফাজত করুন বোনকে
এটাই নারী অধিকারের নাম,
Right