Ekhono Alo Ashe by Mehedi Hasan Nil

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • Lyric : Rudro Mohammod Shohidullah
    Piano : Imtiaz Mozumdar Bibek
    Acoustic Guitar : Emon Chowdhury
    Electric Guitar : Shuvendu Das Shuvo
    Tune & Composition, Vocal, Recording, Mixing & Mastering : Mehedi Hasan Nil
    Lyrics :-
    নিখিল দিয়েছিলো নরক নগ্নতা,
    আমার চোখে ছিল অমলিন দৃষ্টি।
    হৃদয় ছুঁয়েছিল মেঘের মগ্নতা,
    তবুও ঝরলো না প্রার্থিত বৃষ্টি।
    গুটিয়ে নিলে হাত,
    আঙুল সোনালিমা,
    ফোটালে পাথরের বুক জুড়ে কান্না।
    সহসাই কণ্ঠে নেমে এলো কালিমা,
    ঝরে গেলো মাটিতে আলোকিত পান্না।
    এখনও আলো আসে,
    জানালা খোলা রাখি,
    পেছনে গান গায়,
    খাঁচায় পোষা পাখি।
    আলতো ছুঁয়ে গেলে এমন কুয়াশায়,
    আশায় বাঁধে ঘর হলুদাভ রাত্রি।
    জ্যোৎস্না পাতা ঝরে মাটিতে শিহরায়,
    উদাসী প্রান্তর উদাসীন যাত্রী।
    এখনও আলো আসে,
    জানালা খোলা রাখি,
    পেছনে গান গায়,
    খাঁচায় পোষা পাখি।

Комментарии • 2

  • @Munaf67743
    @Munaf67743 Год назад +7

    Onek valo hoiche gaan ta

  • @ClusterBurgX
    @ClusterBurgX Год назад +5

    thanks for the lyrics video🤎