Himangshu Dutta : An Interpretation by KABIR SUMAN 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • Shooting on February 12, 2012
    Concept - Sumit Das
    Producer - Rituparna Das
    Camera - Ashis Roy & Debabrata Majumdar
    Edit - Debabrata Dey
    ২০১২-র বসন্ত আসন্ন। রাজি হলেন গানওলা। ক্যামেরাম্যান আশিসদা, দেবব্রত। সঙ্গে ঋতুপর্ণা আর আমি। সে এক মেজাজ! আশিসদা ঘরের আলো খানিক বদলে দিলেন। আশিসদার ক্যামেরা ছিল হাতে। দেবব্রতর মাস্টার ক্যামেরা উইথ সাউন্ড। এরপর মন খুললেন কবীর।
    পরে এডিট করলেন দেবব্রত দে। দেড় মাস ধরে পেশাদার নিউজ চ্যানেলে প্রোমো চলল। ৫ সহকর্মীর পেশাদারী প্রচেষ্টার পর - অনুষ্ঠানটি চালান হয়নি।
    একটা অপরাধবোধ কাজ করছিল। বাংলা আধুনিক গানের এই অসামান্য মুহূর্ত, যা "সুমন ছাড়া ঘটে না", তা রেকর্ড করেও টেলিকাস্ট হল না। ৫ বছর হতে চলল, যারা কলামন্দির- আধুনিক বাংলা গানের ও "সংগীত"-এর অলিগলিতে থাকেন, যাদের সুমনে দেখা হয় বা হয়না, যারা সামনের বছর "তোমাকে চাই ২৫"- তাদের সব্বার জন্য।

Комментарии • 22