১৬ শতক থেকে আবারো ৩ লাখ টাকার মরিচ ! ভাইরাল সেই সাইফুলের এখন মাসিক আয় দেখে , অবাক হবেন আপনিও

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • বছর দুই আগে বগুড়া শেরপুর উপজেলার স্মার্ট কৃষকের ১৫ শতকে ৩ লক্ষ টাকার মরিচের ভিডিওটি বেশ জনপ্রিয়তা পায় । সেবছর ৩ লাখ টাকার বেশীই মরিচ বিক্রি করে সাইফুল । এবারও সেই একই জমিতে মরিচ চাষ করেছেন তিনি । ইতিমধ্য ১ লক্ষ টাকার মরিচ উঠিয়েছেন এবং আশা করা যায় এ বছরও তার জমি থেকে ৩ লাখ টাকার বেশী আয় করতে পারবেন । মরিচ ছাড়াও তিনি ছোট ছোট প্লটে বিভিন্ন ফসলের ক্রপ মিউজিয়াম তৈরি করেছেন । যেটা তার স্মার্ট ডিলারশীপের ব্যবসাকেও বাড়াতে সাহায্য করছে । স্মার্ট কৃষক , স্মার্ট ডিলারের পাশাপাশি তিনি এখন একজন কন্টেন্ট ক্রিয়েটরও । ১৬ শতক থেকে আবারো ৩ লাখ টাকার মরিচ ! ভাইরাল সেই মরিচ সাইফুলের গল্পটিই তুলে ধরবো আজকের এই ভিডিওতে ।
    আগাম মরিচ চাষ পদ্ধতি বেশ কঠিন ও ঝুকিপূর্ণ ফসল। অনেকেই আগাম মরিচ চাষ করতে গিয়ে লস করে বসেন , কারন আগাম মরিচ চাষ করতে গিয়ে মরিচের বিভিন্ন ধরনের রোগবালাই এর সম্মুখীন হতে হয় । এর পাশাপাশি আগাম মরিচ চাষ করতে গিয়ে প্রতিকূল পরিবেশেরও সম্মুখীন হতে হয় । এসব ঝুঁকি বুঝেও অনেকেই আগাম মরিচ চাষ করতে আগ্রহী হন । কিন্তু সনাতন পদ্ধুতিতে আগাম মরিচ চাষ না করে স্মার্ট পদ্ধতিতে আগাম মরিচ চাষ করলে রোগবালাই এর আক্রমণ কম হওয়ার পাশাপাশি প্রতিকূল পরিবেশেও গাছকে টিকিয়ে রাখা যায় । যেমনটি চাষ করেছেন বগুড়া শেরপুরের সেই সাইফুল ভাই । স্মার্ট পদ্ধতিতে আগাম মরিচ চাষে জাত হিসবে তিনি বেছে নিয়েছেন এগ্রো-১ সীডের ওয়ানপ্লাস । এর পাশাপাশিই তিনি বক্সার জাতের বেগুণ , স্মার্ট ১২১৭ জাতের আগাম টমেটো ও লিডার জাতের করলা চাষ করেছেন। সব মিলিয়ে বলা যায় আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক অনুপ্রেরণা মূলক হতে যাচ্ছে। পুরষ্কার গ্রহণকারী ১০জনের তালিকায় থাকতে ভিডিওটি বেশী বেশী শেয়ার দিন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ।
    tag:
    কালো মরিচ চাষ , শীতকালীন মরিচ চাষ , মালচিং পদ্ধতিতে মরিচ চাষ, বোম্বাই মরিচ চাষ, বারো মাসি মরিচ চাষ,ওগ্রো-১ মরিচ চাষ,ওয়ান প্লাস জাতের মরিচ চাষ, মরিচ চাষ a to z , মরিচ চাষ পদ্ধতি টবে , মরিচ চাষের আধুনিক পদ্ধতি , মরিচ চাষে সার প্রয়োগ , মরিচ চাষের সঠিক সময় , মরিচের রোগবালাই দমন ।
    🏟️ আমাদের ঠিকানা -
    🔰কর্পোরেট অফিসঃ রোডঃ২০ , হাউজঃ৩৬ , উপশহর , বগুড়া সদর, বগুড়া ।
    🔰ফার্ম অফিসঃ মাটিডালি থেকে উত্তরে, রংপুর রোড , বাঘোপাড়া , মহিষবাথান , বগুড়া সদর, বগুড়া।
    🔰মেহেরপুর শাখাঃ চাঁদবিল, ইমপ্যাক্ট নার্সিং ইন্সটিটিউট সংলগ্ন, মেহেরপুর সদর , মেহেরপুর।
    .
    📱 বিনামূল্যে স্মার্ট কৃষি সেবা পেতে কল করুন - 0967 866 2828
    📲স্মার্ট কৃষি বিষয়ক পোস্ট পেতে এগ্রো-১ ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন 📲
    agro1bd
    🚚 আমাদের সকল পণ্য বাসযোগে এবং কুরিয়ার এর মাধ্যমে বাংলাদেশের যেকোনো প্রান্তে সরবরাহ করা হয়।
    .
    🌱আধুনিক কৃষি সম্পর্কিত ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করুন এগ্রো-১ ইউটিউব চ্যানেল🌱
    ➡ / agroone1
    🌱বিস্তারিত জানতে ভিজিট করনঃ
    ➡ agro1seed.com
    .
    #এগ্রো১
    #এগ্রো১_সীড
    #এগ্রো১_গ্লোবাল_লিমিটেড
    #আধুনিক_কৃষি
    #স্মার্ট_কৃষি
    #agro1
    #agro1_global_ltd
    #agro1_seed
    #smart_agriculture
    #modern_farming
    .
    👨‍🌾Agro-1
    -Creating Successful Agripreneurs🌱

Комментарии • 447