Rongo River Homestay ll Northbengal offbeat Tourist spot ll Rongo dooars ll offbeat kalimpong ll

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • Rongo River Homestay ll Northbengal offbeat Tourist spot ll Rongo dooars ll offbeat kalimpong
    rongo
    rongo river valley homestay
    dooars tour
    dooars tourist spot
    north bengal tour
    offbeat places in north bengal
    river side homestay in north bengal
    rongo river camp and cottage
    dooars tour
    offbeat places in north bengal
    আমার কাছে rongo tour এক অসাধারণ travel vlog . আপনারাও rongo sarjeeling এর tour plan করতে পারেন।
    weekend tour near offbeat places in north bengal এর জন্য একটি rongo offbeat tourist place .
    ❤️❤️❤️ রঙ্গো রিভার ভিলেজ ❤️❤️❤️
    পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চলের ছোট্ট একটি মনোরম পাহাড়ী গ্রাম ভুটান সীমান্তের কাছে অবস্থিত রঙ্গো, পাহাড়ি নদীর ধারে সুন্দরী অফবিট মনোরম ঠিকানা। যেখানে কম ভিড় এবং তবুও প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। হোমস্টে ঝুলং নদীর ঠিক পাশে অবস্থিত এবং সুন্দর রঙ্গো বন এবং পর্বত দ্বারা বেষ্টিত। হোমস্টের পাশে ঝুলং ঝোরা এঁকেবেঁকে গিয়ে মিশেছে জলঢাকা নদীতে। নদীর ওপরে ছট্টো একটা ব্রিজ, পা দিতেই নড়ে উঠবে দোলনা ব্রিজটা। সব মিলিয়ে দিন কয়েকের নিরিবিলি ঠিকানা হতে পারে রঙ্গো। এবং অফবিটের জন্য উপযুক্ত সেরা জায়গা এই রঙ্গো। এই ছোট্ট মনোরম গ্রামটি একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। গৈরিবাস থেকে 7'কিলোমিটার একটি চড়াই রাস্তা আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে। এবং চালসা থেকে কুমানি গৈরিবাস হয়ে পথ গিয়েছে ঝালং-এ। ঝালংয়ের কোল ঘেঁষে বয়ে চলেছে জলঢাকা নদী। ঝালং থেকে পাহাড়ি পথে ছোট্ট গ্রাম প্যারেন হয়ে ভুটান সীমান্তে ভারতের শেষ জনপদ বিন্দু। পথে পড়বে ঝালং-এ জলঢাকা হাইডেল পাওয়ার প্রজেক্ট, প্যারেনে রঙিন রঙিন কাঠের বাড়িঘর আর রাস্তার ধারে কমলালেবুর বাগান। ছবির মতো পাহাড়ি গ্রাম বিন্দু। কালিম্পং মহকুমার অধীনে এবং ঝোলং নদীর তীরে অবস্থিত, রঙ্গো একটি ছোট গ্রাম যা তার সিনচোনা বাগানের জন্য বিখ্যাত। এটি নেওরা ভ্যালি ন্যাশনাল পার্কের অন্যতম দ্বার। বিন্দুতে জলঢাকা ব্যারেজের ওপারে ভুটান। বাঁধের ওপর পায়ে হেঁটে ওঠা যায়, ছবি তোলা নিষেধ। হেঁটে আসা যায় ওপারে ভুটানের চৌহদ্দি থেকেও। নদীর গা থেকে খাড়াই উঠে গেছে ভুটান পাহাড়। আকাশ পরিষ্কার থাকলে বিন্দু থেকে হিমালয়ের বরফশৃঙ্গ দেখা যায়। শিলিগুড়ি থেকে রঙ্গোর দূরত্ব ৯৮'কিমি। ঝালং থেকে রঙ্গোর দূরত্ব ১৩'কিমি। রঙ্গো থেকে দলগাঁও হয়ে ঝালং, বিন্দু বেরিয়ে নেওয়া যায়।
    ★হোমস্টের খরচ-খরচা ----
    @১,৩০০/- টাকা মাথাপিছু প্রতিদিন সমস্ত মিলসহ ।
    ★ নিউ মাল জংশন থেকে রিজার্ভ গাড়ি ভাড়া (আনুমানিক) @৩৫০০/- টাকা মতো খরচ পরতে
    আমরা যেই হোস্টেতে ছিলাম সেটার নাম হচ্ছে Atithi Riverside Homestay
    ph no - 7407914217/8945884160
    তথ্য সংগ্রহ ❤️
    গুগল ওপেন সোর্স
    তথ্য কোনো ভুল থাকলে দয়া করে সঠিক তথ্য দিয়ে সাহায্য করবেন।
    #Rongo #kalimpong #malbazar #touristspot #travelblogger #bengalivlog #highlightseveryone l #travelblog #travelling #northbengaltourism #northbengaldiaries #northbengaltrip #kalimpongtourism #kalimpongdiaries #touristguide #travelinformation #information #NorthBengal #NorthBengalOffbeat #rongorivervillage #Dooars

Комментарии • 19