হিন্দি বা বাংলায় নির্মিত দেবদাস দেখেছি কিন্তু এত অনবদ্য চরিত্র গুলি কোথাও মনকাড়া অভিনয় দেখিনি। বাংলাদেশের দেবদাস দেখে মনপ্রাণ এত তৃপ্ত হল যে ভাষায় প্রকাশ করতে পারছি না। মাহফুজ, তারিনের অভিনয় মনকে ভারি নাড়া দিয়েছে। চন্দ্র মুখী কেও ভাল লেগেছে। পরিচালক এবং অন্যান্য শিল্পীদের কাজ ও মানুষের প্রশংসা পাবেন আশা রাখি। সার্থক চলচ্চিত্র। ধন্যবাদ🙏💕
সত্যিকারের ভালবাসা এমনি করেই হারিয়ে যায়। কখন পূর্ণতা পায় না। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কেটে যায়, একজন আর একজনকে দেখার আশায় ছটফট করে। হায়রে ভালবাসা,,,,,,,,,, তোর পূর্ণতা কি শুধুই হাহাকার, আর দুচোখে অশ্রু।
ভারতবর্ষ থেকে বলছি - পশ্চিমবঙ্গেও এই সিনেমাটি পরবর্তীকালে (বলিউডে শাহরুখ-ঐশ্বরিয়া অভিনীত সিনেমার অনেক আগে) হয়েছিল। মহানায়ক উত্তমকুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, সুপ্রিয়াদেবী,সুমিত্রা মুখোপাধ্যায় ও আরও অনেক বিখ্যাত অভিনেতা,অভিনেত্রী সেই ছবিতে অভিনয় করেছিলেন।
দেবদাস চরিত্রে অনেকে অভিনয় করেছেন কিন্তু বুলবুল আহাম্মদ এর মত এত প্রানবন্ত করে ফুটিয়ে তুলতে পারেনি কেউ। বুলবুলআহাম্মদ, কবরি,আনোয়ারার মত এত নিখুঁতভাবে কেউ চরিত্রগুলি ফুটিয়ে তুলতে পারেনি।
Very Beautiful Movie by great artists of Bangladesh. I had seen this movie in the year of 1980 in Delhi, acted by Late Soumitra Chatterjee & Late Sumitra Mukherjee of West Bengal.
দেবদাস প্রথম অভিনয় করেছেন প্রমথেশ বড়ুয়া,দিলিপ কুমার করছেন সাথে সুচিত্রা সেন, বুলবুল আহমেদ করেছেন সাথে কবরি। শাহরুখ খান করেছেন ঐশ্বরিয়ার সাথে।আর মাহফুজ তারিনের সাথে।মূল্যায়ন করতে চাইনা ।তবে নিঃসন্দেহে সাহসিকতার পরিচয় দিয়েছেন।
কাহিনীটা পড়েছেন কিনা জানি না তবে এগুলো ই অরিজিনাল কাহিনী অনেকটা সাদামাঠা। বলিউডের মুভি তে যেমনটা আধুনিকতা বা জাঁকজমক দেখানো হয়েছে তা মূল গল্পের সাথে যায় না।
ভারত পঃ বঙ্গের অভিনীত সৌমিত্রচট্টোপাধ্যায় , সুপ্রিয়া দেবী সুমিত্রা মুখার্জি ও চুনীলালের ভূমিকায় উত্তম কুমরের অভিনয় টা দেখলে পার্থক্য বুঝতে পারবেন। এখানে চুনীলাল একদম বেমানান অভিনয়। তারিন জাঁজান ঠিক আছে,। দেবদাসের খাস ভৃত্য র ভূমিকায় সত্য বন্দোপাধ্যায় এখানে যে অভিনেতা দারুণ করেছেন। আর মেহফুজ আহমেদ এর বহু অভিনয় ভাল লাগলেও এখানে দেবদায় চরিত্রায় পরিচালকের ঘাটডি আছেই। মেহফুজ কে আরও অনুধাবন করতে হত দেবদাসের ভূমিকা টি রূপায়িত করতে। শরঃচন্দ্র চট্রোপাধ্যায়ের কাহিনী নিয়ে বই করতে হলে আরও আরও অ নুধাবন দরকার। তবু বলব এই দেশের অভিনেতারা সাহসের পরিচয় দিয়েছেন হিন্দু ব্রাগ্মণ চরিত্রে অভিনয় করে। তারিণ কে পারুর ভূমিকায় যথেষ্ট ভাল অভিবয়ের জন্য ধন্যবাদ। অপি করিম চন্দ্রমুখীর রোল টি ঠিক ঠিক ফোটাতে পারতেন তাকে নিলে।
হিন্দি বা বাংলায় নির্মিত দেবদাস দেখেছি কিন্তু এত অনবদ্য চরিত্র গুলি কোথাও মনকাড়া অভিনয় দেখিনি। বাংলাদেশের দেবদাস দেখে মনপ্রাণ এত তৃপ্ত হল যে ভাষায় প্রকাশ করতে পারছি না। মাহফুজ, তারিনের অভিনয় মনকে ভারি নাড়া দিয়েছে। চন্দ্র মুখী কেও ভাল লেগেছে। পরিচালক এবং অন্যান্য শিল্পীদের কাজ ও মানুষের প্রশংসা পাবেন আশা রাখি। সার্থক চলচ্চিত্র। ধন্যবাদ🙏💕
7 2:01:32 2:01:38
😢 BH BH in. Hu hu hu hu hu hu
,z av
ছোটবেলায় আমি ৩বার এই গল্পের বই পড়ছিলাম। আমার খুব প্রিয় একটা গল্প। একবার সিনেমার পর্দায় দেখেছিলাম।আজ আরো একবার দেখার সৌভাগ্য হয়ে গেল, ধন্যবাদ।
সত্যিকারের ভালবাসা এমনি করেই হারিয়ে যায়। কখন পূর্ণতা পায় না। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কেটে যায়, একজন আর একজনকে দেখার আশায় ছটফট করে। হায়রে ভালবাসা,,,,,,,,,, তোর পূর্ণতা কি শুধুই হাহাকার, আর দুচোখে অশ্রু।
যত দেবদাস দেখেছি। শরত বাবুর সত্যিকারের দেবদাস দেখলাম। মাহফুজ খুব ভাল করে ফুটিয়েছে।সবাই অনবদ্য।👌👌👌👌
💯right ❤️.....gratitude from 🇮🇳 RANCHI ❣️
কবরী বুলবুল আহমেদের দেবদাসের স্বাদের বেশ কমতি এখানে!
এভাবেই সকল ভালোবাসার মৃত্যু হয়
বংশ মর্যাদা সার্থ ও আভিজার্তের কাছে ❤❤❤❤❤❤
সকল অভিনেতা ও অভিনেত্রী চমৎকার অভিনয় করেছেন
ভারতবর্ষ থেকে বলছি - পশ্চিমবঙ্গেও এই সিনেমাটি পরবর্তীকালে (বলিউডে শাহরুখ-ঐশ্বরিয়া অভিনীত সিনেমার অনেক আগে) হয়েছিল। মহানায়ক উত্তমকুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, সুপ্রিয়াদেবী,সুমিত্রা মুখোপাধ্যায় ও আরও অনেক বিখ্যাত অভিনেতা,অভিনেত্রী সেই ছবিতে অভিনয় করেছিলেন।
খুব ভাল হয়েছে। সকলের অভিনয়ই মনোমুগ্ধকর। চুনিবাবুর অভিনয় খুবই ভাল লেগেছে।
দেবদাস চরিত্রে অনেকে অভিনয় করেছেন কিন্তু বুলবুল আহাম্মদ এর মত এত প্রানবন্ত করে ফুটিয়ে তুলতে পারেনি কেউ। বুলবুলআহাম্মদ, কবরি,আনোয়ারার মত এত নিখুঁতভাবে কেউ চরিত্রগুলি ফুটিয়ে তুলতে পারেনি।
এতো কম বাজেটে এতো সুন্দর নির্মাণ, ❤❤
ভালবাসার কাল জয়ী উপন্যাস দেবদাস হিন্দি বাংলায় অনেক সিনেমা নির্মান করা হয়েছে।যগ যুগ ধরে প্রেমের মর্মান্তিক কাহিনী আজও অনেকের চোখে নিরবে অশ্রু ঝরে।সবার অভিনয় ভালো লেগেছে।
বেশ ভালো লাগলো মন ছোঁয়া ! কালজয়ী দেবদাস " অমর দেবদাস ' সুন্দর অন্যন্য কাহিনী চিরকালের জনপ্রিয় ,,, * শরৎ চন্দ্র নেই কিন্তু তার সৃষ্টি দেবদাস" রবে বৈচিত্রময় কায়দায় অভিব্যক্তি তে শৈল্পিক দৃষ্টি তে সকলের অন্তরে ,,, অনন্ত কাল ,,,,,❤❤❤❤❤,, ( * আমার স্বরচিত ,,,, সৃষ্টি ক্ষুদ্র প্রয়াস দেবদাস অবলম্বনে একটি অডিও গান আছে - - ওগো দেবদাস" নামে ইউটিউবে কন্ঠ শিল্পী choumi " চমি ' বেতার শিল্পী-' @ গীতিকার কল্পনা সরকার❤😢❤😂😂😂
দেবদাস পার্বতী চন্দ্রমুখী চুনীলাল এর ভূমিকায় অভিনয় টা খুব ভালো লেগেছে।
ভালোবাসার মানুষ কে হারানোর যে কি বেদনা ছবিটা দেখে অনুভব করা যায়। চোখে পানি চলে আসছে 😓।
অনেক বার খোঁজেছি।এখন পেলাম। ধন্যবাদ।
Very Beautiful Movie by great artists of Bangladesh.
I had seen this movie in the year of 1980 in Delhi, acted by Late Soumitra Chatterjee & Late Sumitra Mukherjee of West Bengal.
এতো কম বাজেটে এতো সুন্দর অভিনয়।
Speechless, awesome, outstanding excellent.Hats off all the team.
এটা কত সালের নির্মিত ছবি জানিনা,,আজও দেখলাম ভিশন ভালো লাগছে
দেবদাস রা কখনও মরে না,আমাদের মধ্যে বারে বারে ফিরে আসে শত শত দেবদাস,সকলের অভিনয় নিঃসন্দেহে ভাল, বিশেষ করে চুণীলাল
শিশুকালে দেখেছিলাম, তখন তেমন কিছুই বুঝতাম না। আমি বেশ আগে অনেক খুঁজে ছিলাম, পাই নি।
আজ পেয়ে গেলাম❤️
দেবদাস প্রথম অভিনয় করেছেন প্রমথেশ বড়ুয়া,দিলিপ কুমার করছেন সাথে সুচিত্রা সেন, বুলবুল আহমেদ করেছেন সাথে কবরি। শাহরুখ খান করেছেন ঐশ্বরিয়ার সাথে।আর মাহফুজ তারিনের সাথে।মূল্যায়ন করতে চাইনা ।তবে নিঃসন্দেহে সাহসিকতার পরিচয় দিয়েছেন।
Sodo mahfuzar jonn natok deki
a
India Tay Devdas aro 6 baar onyo bhasha Tay shoot kora hoyechilo including Dev D by Anurag Kashyap.
কাহিনীটা পড়েছেন কিনা জানি না তবে এগুলো ই অরিজিনাল কাহিনী অনেকটা সাদামাঠা। বলিউডের মুভি তে যেমনটা আধুনিকতা বা জাঁকজমক দেখানো হয়েছে তা মূল গল্পের সাথে যায় না।
Ferdousi Mojumdar o korecilen Debdash ke cilo mone nai
খুবই ভালো লাগলো সবার অভিনয় ❤
its a telefilm not cinema.
and it thousand times better than bengali debdas movies
💯right ❤️
ক্লাস ফোরে থাকতে দেখেছিলাম ২০০২ এ
Bhalo laglo, from Kolkata 🙏
শহীদুজ্জামান সেলিম এর ঠোঁটে হারমনিয়াম সমেত আসিফের গান জুড়ে দেওয়াটা হাস্যকর লাগলো।
valo laglo movie ta
কত সালে মুভি অসাধারণ
Kothai tareen r kothai tomalika.tareen chara ar kewke manayna.👍👍👍
ভারত পঃ বঙ্গের অভিনীত সৌমিত্রচট্টোপাধ্যায় , সুপ্রিয়া দেবী সুমিত্রা মুখার্জি ও চুনীলালের ভূমিকায় উত্তম কুমরের অভিনয় টা দেখলে পার্থক্য বুঝতে পারবেন। এখানে চুনীলাল একদম বেমানান অভিনয়। তারিন জাঁজান ঠিক আছে,। দেবদাসের খাস ভৃত্য র ভূমিকায় সত্য বন্দোপাধ্যায় এখানে যে অভিনেতা দারুণ করেছেন। আর মেহফুজ আহমেদ এর বহু অভিনয় ভাল লাগলেও এখানে দেবদায় চরিত্রায় পরিচালকের ঘাটডি আছেই। মেহফুজ কে আরও অনুধাবন করতে হত দেবদাসের ভূমিকা টি রূপায়িত করতে। শরঃচন্দ্র চট্রোপাধ্যায়ের কাহিনী নিয়ে বই করতে হলে আরও আরও অ নুধাবন দরকার। তবু বলব এই দেশের অভিনেতারা সাহসের পরিচয় দিয়েছেন হিন্দু ব্রাগ্মণ চরিত্রে অভিনয় করে। তারিণ কে পারুর ভূমিকায় যথেষ্ট ভাল অভিবয়ের জন্য ধন্যবাদ। অপি করিম চন্দ্রমুখীর রোল টি ঠিক ঠিক ফোটাতে পারতেন তাকে নিলে।
Nice very nice
আমি ১৫ বছর আগে দেখেছি
🙌👍👌✌️💯
পারুর শেষ সিন টা আর একটু দেখালে ভালো লাগতো
Nice but I want chai baper taka movie upload chai today yes or no? please reply dan vai
Thank you. We'll try our best.
Nice
বুকের ভেতরটা কেমন যেন করছে, এক অজানা ঝড়ে সব ওলটপালট হয়ে যাচ্ছে
বুলবুল আহমেদ ও কবরির মতো একটিও হবে না
Jamidarir. Rakte. Bivinna. Avisap. Ayeb. Er. Samajhke. Nasta. Karar. Sab. Badgun. Chhilo. Achhe. Thakbei. Ara. VikhiriO. Hae. A. Karanei. Pranam. Sri. Saratchandrachatterjee. Ter. Lekhani. Upomahadesher. Ati. Mulyaban Sampad.
Rabeya Bosri Mukta, I love you. I am your husband kamrul.
Amar..Jeboner,sesto.ophar,,Amar...paruparu, paru
তানিয়া আহমেদ কে অবিকল মাধুরী দীক্ষিত এর মত লাগে, পারবতী চরিত্রে তারিনের পরিবর্তে তমালিকা হলে ঐশ্বরিয়ার মত লাগত।
শাকিব খানের আগে এ মুভিটি নির্মান হয়💝
Humm cagole khan
Shes ta valo hoyni
Natok Movie na
আমি খুব কষ্টে আছি