জিল্লুর ভাই বাংলাদেশে তিন যায়গায় রাজনীতি নিষিদ্ধ করলে ভাল হত।যেমন শিক্ষালয়,আদালত এবংসাংবাদিক। এই তিন প্রতিষ্ঠানের কেউ রাজনীতি করতে পারবেনা। সব মানুষই কোননা কোন দলের লোক কিন্তু সরাসরি রাজনীতি করবেনা।
শুধু তিন জায়গায় নয়, রাজনীতিকে সব জায়গা থেকে বাদ দেয়া উচিত। যারা রাষ্ট্র পরিচালনা করবে, তারাই রাজনীতি করবে। এ দেশে কোন সাধারণ মানুষ নেই। সবাই কোন না কোন দলের সাথে সম্পৃক্ত। এই পরিস্থিতি তৈরি করেছে রাজনৈতিক দলগুলো, তাদের নিজেদের স্বার্থে। একটি দেশের সাধারণ মানুষগুলোকে তারা বিভক্ত করে দিয়েছে। সে কারণেই কেউ নিজ দলের পক্ষের বাইরে যত ন্যায় কথাই হোক, তারা অনিচ্ছা স্বত্তেও বলতে পারেনা। এই পরিস্থিতি এক দিনে তৈরি হয়নি। এর থেকে বের হওয়া জরুরী।
অথচ হাসিনা যখন আপনার পরিবার, পৈতৃক ভিটায় আক্রমণ চালিয়েছিলো তখন কোনো সাংবাদিক একটা বিবৃতিও দেয়নি সত্যটা বলেনি। আপনি ঠিকই সত্য বলছেন। স্যালুট আপনাকে আপনার সততার জন্য।
সেই টিনএজ বয়সে আপনার শো দেখা শুরু করি এখন বয়স ৫৩+ আজ ও দেখি কেন জানেন?? শুধু নিরপেক্ষ কথা শুনি তাই। এদেশে আপনি, নুরুল কবির এদের মতো হাতে গোনা বেশ কয়েকজন সাংবাদিক কে এদেশের মানুষের আজীবন সম্মাননা প্রদান করা উচিত। দোয়া ও শুভকামনা রইলো অবিরাম
আমাদের এখন ইংলিশ টিভি চ্যানেল প্রয়োজন যেখানে স্মার্ট ও সমসাময়িক জ্ঞানে চৌকস কর্মী থাকবে যারা ইন্ডিয়ার ছড়ানো মিথ্যার জবাবে সত্যের বয়ান তৈরি করতে পারবে।ভুলে গেলে চলবে না এই সরকার সবার সরকার তাই দায়িত্ব সবার ঘাড়েই আছে।
সাংবাদিক , মিডিয়া এখন বিটিভি । মানুষ এখন সাংবাদিকদের সন্মান করে না। দুই , একজন একটু আলাদা । আমি ২০০০সাল থেকে সচিবালয়ে যায় ---সাংবাদিকদের দেখছি,৷ যা করে তা লজ্জাজনক --দুঃখজনক।
আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন টা করুন যে এই সময়ে মানে ৫ আগষ্টের পর থেকে বাংলাদেশের সাংবাদিকতা, সংবাদপত্র, টিভিমিডিয়া কি এখন নিরপেক্ষ ও সত্যিকার সাংবাদিকের ভুমিকা রাখতে পারছে বা রাখার সাহস পাচ্ছে???
আপনার একটা মোটামুটি ভালো Unbiased ভাবমূর্তি ছিল। যেদিন হঠাৎ এক দলের অকালকুসমান্ড পৈত্রিক সূত্রে তথাকথিত এক দলীয় প্রধান কে নিয়ে অহেতুক এক বক্তব্য দিলেন সেদিন থেকে হারালেন আপনার জনপ্রিয়তা।
তারা হত্যা করেন নি। হত্যায় উৎসাহ দিয়েছেন, সাফাই গেয়েছেন। যারা অন্যায় করেছেন তারা আইনের আওতায় আসা দরকার। অপরাধীর পরিচয় একটাই, সে অপরাধি। এভাবেই দেখা উচিত, তার প্রফেশনকে দেখা উচিত নয়।
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ, জিল্লুর রহমান সাহেব কেমন আছেন? আপনার কথা গুলো খুবই তাৎপর্যপূর্ণ বলে আমি আপনার কথা গুলো শুনি এবং আপনার চ্যানেলকে ও সাবসক্রাইব করেছি। কথা হলো পূর্বে আমি দেখেছি অনেক দর্শক আপনাকে অনুরোধ করেছিলেন যেন আপনার বক্তব্যের শুরুতে সালাম দিয়ে বক্তব্য শুরু করার জন্য। এবার আমি ও অনুরোধ করছি, "আল হামদু লিল্লাহ" মহান রব এত মেহেরবানী করে আপনাকে আমাকে সুন্দর করে কথা বলার সুযোগ দিয়েছেন অথচ আপনি ১৫ মিনিটের ভিডিও তে একটি বারের জন্য মহান রবের কাছে কৃতজ্ঞতা স্বরুপ আল্লাহর শুকরিয়া আদায় করেন না! মুসলমানের প্রথম কথা হবে সালাম কিন্তু আপনি তার সম্পূর্ণ বিপরীত। আশা করবো যেহেতু আপনি একজন মুসলমান তাই অনুরোধ করবো সালাম দিয়ে আপনার বক্তব্যটা শুরু করবেন.
জিল্লুর রহমান স্যার আপনি অত্যন্ত বিচক্ষণ মানুষ। তবে আমি যতটুকু জানি সাংবাদিকতা বা সংবাদমাধ্যম বা পত্রের মূল একটা নীতি রয়েছে অবশ্যই তা মুন্নি ও ফারজানা রুপা সহ আরো কিছু সাংবাদিক নামক সাংগাতিক রয়েছেন তাদেরকে সাংবাদিক বলবো ভালো কথা কোন সংবাদ এর সাংবাদিক বলব?অপ-সাংবাদিক নাকি বলন?
ডিজিটাল চাঁদাবাজি নাম হলো সাংবাদিক।ভালো ইনকাম হয় এই অর্ধ মূর্খ গুলোর। তবে ২% ভালো হতে পারে।আমি দেখেছি দল বেঁধে ৫-১০ মটর সাইকেল নিয়ে গিয়ে দুই পক্ষকে ধরে। সামনে ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও বানায় তার পর গাড়ি ভাড়া নামক প্রথম চাঁদাবাজি করে তার পর মোবাইল নাম্বার নিয়ে বলে সন্ধ্যা আসো কাল পত্রিকা ছাপিয়ে দিবো ১০- ৫ হাজার সর্বনিম্ম ১- ২ হাজার হয়।পাটি বুজে।তার পরদিন ছাপিয়ে আরো কিছু দাবী করেন। এবং পরদিন অন্য গ্রুপ যাই।এর ভিতর কারো কারো সাথে থানার পুলিশের সঙ্গে আতআত আছে সেখানে দালালি হয়,আমি নিজে এর ভুক্তভোগী। আপনারা বিশ্বাস না করলেও এটি বাস্তবতা। আল্লাহ স্বাক্ষী।তাই বৃটিশ কাফের খ্রিস্টানদের তৈরি কৃত আইন আজো আমাদেরকে হারাম শিক্ষা দিচ্ছে আর খাওছে।বাংলাদেশ পরিচালনা করে খ্রিস্টান বৃটিশদের আইন দিয়ে নাউজুবিল্লাহ। আল্লাহ আইন বাদ দিয়ে। তাই ভাইেরা সাবধান ফিতনা,আওয়ামী, বি,এন,পি,পুলিশ ও আদালত এবং সাংবাদিক লাগে এমন কোন কাজ করবেনা।এরা যুগের নিকৃষ্ট ভয়াবহ ভয়ংকর খারাপ ফিতনা নাউজুবিল্লাহ মিন জালিক। ধরুন আপনার ঘরে যদি দুইশত বছর ডাকাত,ডাকাতি করে তবে আপনার ধর্ম,রাষ্ট্র, সমাজ, স্ত্রী, সন্তান, নাতি, নাতনী,জমিজমা, ঘরে, বাড়ি, শিক্ষা, দীক্ষা সবাই হবে ডাকাতের মন মতো।তেমনই বৃটিশরা এদেশে দুইশত বছর ডাকাতি করে রেখে গেছে তাদেরে মত করে সব,আর মুসলমানদের জন্য রেখে গেছে গণতন্ত্র ও কাদিয়ানী সম্প্রদায়ের মত কাফের বানানো ডিজিটাল স্মার্ট টেকনোলজির মেশিন। সরকার তাদের তাগুতি আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, আর আলেমসমাজ তাদের গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম এর দিবাস্বপ্ন দেখে,আর নাস্তিক গুলো এবং মডারেট মুসলিম গুলো তো ওদের ঔরসজাত ফিতনা।ইংরেজরা এই ভারতীয় উপমহাদেশে বমি করে রেখে গেছে সেই অপবিত্র, নাপাক, নিকৃষ্ট খারাপ দুর্গন্ধযুক্ত বমি গায়ে মেখে ঘুরে উপমহাদেশে কথিত, বুদ্ধিজীবী,কুশীলসমাজ, তাগুত সরকার ও সরকারের রাষ্ট্র যন্ত্র, দালাল মিডিয়া, নাপাক এন,জি,ও।নাপাক কাফের গুলো।নাপাক, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় গুলোর নাপাক অধ্যাপক গণ এরা এই বমি গবেষণা করে নাস্তিক প্রজন্ম তৈরি করে।কতক আলেম নামের জাহেল গুলি এই তালিকায় আছে। তাইতো তারা তাগুত সরকারের পা চাটে কোন কিছুতেই মুখ খুলনা।আমাদের বেরিয়ে আসতে হবে ইংরেজদের দেয়া নাপাক জীবন পরিচালনা থেকে।বাস্তবতা এটাই।আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং খেলাফত কায়েমের জন্য চেষ্টা করতেই হবে ইনশাআল্লাহ।তাই আসুন সবাই মিলে নাপাক গণতন্ত্র কে বাদ দিয়ে ইসলাম স্বীকৃত দাওয়াত ও কেতাল ফি সাবিল্লিলাহ উপর অটুট থেকে খেলাফত কায়েমের চেষ্টা করি ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের বিজয় দিবেন।আগে নিজে সকল নাপাকি থেকে বাঁচার চেষ্টা করি আমিন।
Your fearless pursuit of truth and commitment to uncovering the stories that matter inspire respect and admiration. Brave journalism shines a light where others fear to tread, ensuring voices are heard and justice is sought..... Respect 🙏
আপনি অনেক ন্যায্য বিষয় নিয়া কথা বলেন এবং বলতেছেন, যার দরুন দেশ ও জাতি উপকৃত হচ্ছে। আপনার প্রতি আহবান বাংলাদেশ বার কাউন্সিল এর এনরোমেন্ট এবং এনরোলমেন্ট পরীক্ষা পদ্ধতি কে কাজে লাগিয়ে প্রহসন চালিয়ে বাণিজ্যের যে অদ্ভুত লিলা-খেলা তা নিয়া একটু কথা বলুন Please. আপনার প্রতি বিনীত অনুরোধ রইলো।
On August 21, about 30 people died in the grenade attack and over 300 people were injured. What happened? Was this a lie? Is this the judiciary? What country do we live in? Our country has become a joke.
ওইটা স্পস্ট তদন্ত রিপোর্ট ছাড়া আটক করা যাবেনা, এখন আটক করা যাবে দুর্নীতির মামলায়। বিডিয়ার বিদ্রোহের কোন তদন্ত হবে মনে হচ্ছেনা। কারন এখনো গোয়েন্দাসংস্হা ভারতের নিয়ন্ত্রণে বলতে গেলে
সত্য কখনো চাপা থাকে না ন্যায় বিচার আল্লাহর পক্ষ থেকে আসে তোমাদের অত্যাচার তোমাদের মিথ্যা মামলা তোমাদের শেখ হাসিনার জুলুম মানুষ অনেক সহ্য করছে এখন আল্লাহর পক্ষ থেকে মানুষকে এসব মিথ্যা মামলার সমাধান হইতেছে
উচিত ছিল পুনঃ তদন্তে শেখ হাসিনাকে প্রধান আসামি করে চুড়ান্ত প্রতিবেদন দিয়ে তাকে ফাঁসির আদেশ দেওয়া।যেভাবে বাতিল হওয়া মামলাটি সর্বোচ্চ প্রভাব খাঁটিয়ে করেছিল?
স্যার , আপনি চাইলেই ত প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টাদের সাথেও দেখা করে কথা বলতে পারেন তবে কেন বলছেন না। এ সব কথা আমরা সাধারণ মানুষ শুনে কি করতে পারবো। আমাদে দেশে কেউ চেয়ার ছেড়ে দেয় না যোগ্যতা অনুযায়ী আসন আদায় করে নিতে হয়। আপনার যোগ্যতা অনুযায়ী দেশ গঠনে ভূমিকা রাখুন। এখনই উপযুক্ত সময়।
মুন্নী সাহার বিষয়টি আপনি মভ বলছেন। অথচ মুন্নী সাহা একজন সাংবাদিকতার নামে দেশের মুসলমানদের বিরুদ্ধে যে ভুমিকায় ছিল। সেই তুলনায় জনগণ যথেষ্ট ধর্যের প্রমাণ দিয়েছে
জিল্লুর ভাই উইথ ইউ রেসপেক্ট, আপনি যেভাবে বললেন বাংলাদেশে পত্রিকা বলতে প্রথম আলো আর ডেইলি স্টার ভাই আপনার সাথে ১০০% সহমত হতে পারতাম যদি আপনি মেনে নিতেন গত ১৭বছর প্রধানমন্ত্রী বলতে শেখ হাসিনা, যার বিকল্প উনি নিজেই। কথা আছে না দুষ্ট লোক যতই বিদ্বান হোক তারে পরিত্যাজ্য উত্তম।
আপনার মতের সাথে অন্যের মতের মিল না হলেই সে খারাপ মানুষ এই সংস্কৃতিই চলছে৷ আপনি যা শুনতে পচন্দ করেন না এইটা যারা বলেছে বা বলবে তারাই এখন অপরাধী। এইটাই কী এখনের স্বাধীনতা।
To me, Munni shahas one was a drama to create a racial attack on Hindu! Luckily it was failed..I might be wrong, but that is what I believe. You're defending those so-called journalists, but whatever they have done, they destroyed journalism... The nation will remember them for their hypocritical activities... They are not above the law and should brought to justice for their wrong doing, but at the same time, they should get justice as a citizen of the country like everyone does.
সত্যি বলতে কি যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা এবং সম্মান করি ন্যায় সংগত কথা বলার জন্য কিন্তু আমি এই আলোচনায় দেখতে পেলাম আপনি যথেষ্ট পরিমাণ ইনিয়ে-বিনিয়ে আওয়ামী সুশীল স্টাইলে কথা বলার চেষ্টা করছেন তাই বলে আমি বলছি না আপনি আওয়ামী লীগের সহযোগিতা থেকে কথাগুলো বলছেন, যে অন্যায় করে এবং যে অন্যায়কে প্রশ্রয় দেয় দুজনেই সমান অপরাধী, কি মনে করেন আপনি জানিনা তবে এটা সত্যি যে সাধারণ মানুষের সেন্স আপনি ও পড়তে পারেনি বাংলাদেশের বর্তমানে সবচেয়ে অজনপ্রিয় দালাল হিসেবে চিহ্নিত ভাবে খুব ফেমাস প্রথম কালো, ডেইলি স্টার মানুষ শুধু ফলো করার চেষ্টা করে এই বাটপার গুলো কি লিখছে যার কারণেই সংবাদপত্রগুলো এখনো বিক্রি হচ্ছে যা মানুষকে মাথায় নিতে হবে এই ক্রয় করাও বন্ধ করে দিতে হবে এদের সংবাদপত্র তাহলেই আমাদের রাজনৈতিক এবং আপনাদের মত ইনিয়ে-বিনিয়ে বলা সুশীল অভিনয় করা মানুষগুলো অন্ততপক্ষে বুঝতে পারবেন আসলে কতটা অজনপ্রিয় প্রথম কালো এবং ডেইলি স্টার পত্রিকাগুলো। জনগণের পারসেপশন যদি না বুঝতে পারেন পরিপূর্ণভাবে তাহলে আমরাও আপনার কথা শোনা বন্ধ করে দিব ইনশাল্লাহ। আবার ইনশাল্লাহ বলার জন্য আপনি আমাকে জামাত মনে কইরেন না ভাই কারণ জামাত ইসলাম একমাত্র ইসলামের ধারক এবং বাহক এই জিনিসটা আপনাদের অনেকের মাথায় ঘুরপাক খায় যা সম্পূর্ণভাবেই ভুল ধারণা আমি মুসলিম হিসেবে আমার আমার ধর্মকে প্র্যাকটিস করা এটা আমার দায়িত্ব এবং কর্তব্যের ভিতরে অত্যাবশ্যকীয় পর্যায়ে পড়ে।
ভাই আপনার তৃতীয় মাত্রায় প্রত্যেক প্রোগ্রামে সকল মতাদর্শের লোকজন তাদের নিজস্ব মতামত ব্যক্ত করেছেন স্বাধীনভাবে রুমিন ফারহানা, মোয়াজ্জেম হোসেন আলাল, শামসুজ্জামান ধুধু,রেগুলার সরকার যদি আলোচনা করেছেন, এবং আমি আমরা প্রতিটি দ্বিতীয় মাত্রার প্রোগ্রাম দেখেছি, এবং আপনি শতভাগ নিরপেক্ষ থেকে কাজ করেছে এগুলো কি আজ মিথ্যা বলবেন বা অস্বীকার করবেন।
ভাই আপনাকে পছন্দ করি আপনার কাজ গুলোও পছন্দ করি,আপনি যেখানে আছেন সেখানে থাকেন,, প্রথম আলো ডেইলি স্টার সম্পর্কে কিছু বলতে হলে ভাল করে এনালাইস করবেন তার পরে বলবেন,,প্রথম আলো ডেইলি স্টার প্রথম সারি পত্রিকা হলে যে তাদের বিরুদ্ধে কিছু বলা যাবেনা এটা কি করে হয়,, ৭১ টিভি DBC টিভি সময় টিভি আরো অনেক আছে ১৬ বছর এই পত্রিকা টিভি গুলো সেখ হাসিনার কারাপ কাজ গুলো ভাল কাজ হিসাবে মানুষের কাছে তুলে ধরেছে.... আপনি কি মনে করেন আপনার সন্তান ৫ ওয়াক্ত নামাজ পড়ে কারাপ অভ্যাস নাই তাই বলে কি সে জংলী -? আপনার অনেক কথা ভাল লেগেছে কোনো সাংবাদিক হত্যার সাথে জরিত এটা মানানসই নয়,,মামলা করতে হলে বুঝে শুনে সত্যি যেটা আছে সেটাই মালায় তুলে ধরার দরকার,,কোনো পত্রিকা বন্ধ হউক সেটা চাইনা কিন্তু যে কোনো পত্রিকার সাংবাদিক যদি অপপ্রচার সংবাদ প্রচার করে তাদের বিচার অবশ্যই চাই...
জিল্লুর ভাই বাংলাদেশে তিন যায়গায় রাজনীতি নিষিদ্ধ করলে ভাল হত।যেমন শিক্ষালয়,আদালত এবংসাংবাদিক। এই তিন প্রতিষ্ঠানের কেউ রাজনীতি করতে পারবেনা। সব মানুষই কোননা কোন দলের লোক কিন্তু সরাসরি রাজনীতি করবেনা।
”যেমন শিক্ষালয়,আদালত এবংসাংবাদিক” ও জনপ্রশাসন (মোট ৪ প্রতিষ্ঠান)
মেডিকেল কলেজ হাসপাতাল
শুধু তিন জায়গায় নয়, রাজনীতিকে সব জায়গা থেকে বাদ দেয়া উচিত। যারা রাষ্ট্র পরিচালনা করবে, তারাই রাজনীতি করবে। এ দেশে কোন সাধারণ মানুষ নেই। সবাই কোন না কোন দলের সাথে সম্পৃক্ত। এই পরিস্থিতি তৈরি করেছে রাজনৈতিক দলগুলো, তাদের নিজেদের স্বার্থে। একটি দেশের সাধারণ মানুষগুলোকে তারা বিভক্ত করে দিয়েছে। সে কারণেই কেউ নিজ দলের পক্ষের বাইরে যত ন্যায় কথাই হোক, তারা অনিচ্ছা স্বত্তেও বলতে পারেনা। এই পরিস্থিতি এক দিনে তৈরি হয়নি। এর থেকে বের হওয়া জরুরী।
অথচ হাসিনা যখন আপনার পরিবার, পৈতৃক ভিটায় আক্রমণ চালিয়েছিলো তখন কোনো সাংবাদিক একটা বিবৃতিও দেয়নি সত্যটা বলেনি। আপনি ঠিকই সত্য বলছেন। স্যালুট আপনাকে আপনার সততার জন্য।
That was his investment and now he is becoming millionaire to billionaire with in short time .ones morning we will find he is a owner of a TV channel
সাংবাদিক ইলিয়াস হোসেন কথা বলেছিলেন। আমি নিজে তা শুনেছি।
সেই টিনএজ বয়সে আপনার শো দেখা শুরু করি এখন বয়স ৫৩+ আজ ও দেখি কেন জানেন?? শুধু নিরপেক্ষ কথা শুনি তাই। এদেশে আপনি, নুরুল কবির এদের মতো হাতে গোনা বেশ কয়েকজন সাংবাদিক কে এদেশের মানুষের আজীবন সম্মাননা প্রদান করা উচিত। দোয়া ও শুভকামনা রইলো অবিরাম
আমাদের এখন ইংলিশ টিভি চ্যানেল প্রয়োজন যেখানে স্মার্ট ও সমসাময়িক জ্ঞানে চৌকস কর্মী থাকবে যারা ইন্ডিয়ার ছড়ানো মিথ্যার জবাবে সত্যের বয়ান তৈরি করতে পারবে।ভুলে গেলে চলবে না এই সরকার সবার সরকার তাই দায়িত্ব সবার ঘাড়েই আছে।
সাংবাদিক দের মধ্যে যারা অপরাধের জড়িত তাদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে, স্বৈরাচারী সরকারের দালালি করা মিথ্যা সংবাদ প্রকাশ করা অপরাধ নয় কি?
মুন্নি সাহার বিপুল সম্পদের উৎস জানতে চাই।
সাংবাদিক , মিডিয়া এখন বিটিভি ।
মানুষ এখন সাংবাদিকদের সন্মান করে না। দুই , একজন একটু আলাদা ।
আমি ২০০০সাল থেকে সচিবালয়ে যায় ---সাংবাদিকদের দেখছি,৷ যা করে তা লজ্জাজনক --দুঃখজনক।
Thanks, We and Bangladesh 100% agreed.
প্রচুর দুর্নীতির সাথে যুক্ত সেটার বিচার হোক
সাংবাদিকদের ব্যাংক হিসাব তলব করাটাকে নেতিবাচক হিসেবে দেখার সুযোগ নেই।
ভুল মিথ্যা উদ্দেশ্যমুলক বিভ্রান্তি ছড়ানো সংবাদ প্রাকাশ করলে শাস্তির আইন কি আছে ।
আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন টা করুন যে এই সময়ে মানে ৫ আগষ্টের পর থেকে বাংলাদেশের সাংবাদিকতা, সংবাদপত্র, টিভিমিডিয়া কি এখন নিরপেক্ষ ও সত্যিকার সাংবাদিকের ভুমিকা রাখতে পারছে বা রাখার সাহস পাচ্ছে???
একাধিক হত্যা মামলার আসামি হয়ে শুধুমাত্র অসুস্থতার অযুহাতে জামিন পান কিভাবে মুন্নি সাহা।
Agree with you 👌
আপনার একটা মোটামুটি ভালো Unbiased ভাবমূর্তি ছিল। যেদিন হঠাৎ এক দলের অকালকুসমান্ড পৈত্রিক সূত্রে তথাকথিত এক দলীয় প্রধান কে নিয়ে অহেতুক এক বক্তব্য দিলেন সেদিন থেকে হারালেন আপনার জনপ্রিয়তা।
সত্যি কথা বললেই একজন সৎ মানুষের গ্রহনযোগ্যতা কমে যায়না। জিল্লুর ভাইয়ের গ্রহনযোগ্যতা কখনোই কমবেনা, আপনার অপছন্দের কারনে।
KADO AMLIK KADO
😂😂😂 কেমনে কি? আওয়ামী সন্ত্রাসী লীগের চামচ?
তারা হত্যা করেন নি। হত্যায় উৎসাহ দিয়েছেন, সাফাই গেয়েছেন। যারা অন্যায় করেছেন তারা আইনের আওতায় আসা দরকার। অপরাধীর পরিচয় একটাই, সে অপরাধি। এভাবেই দেখা উচিত, তার প্রফেশনকে দেখা উচিত নয়।
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ, জিল্লুর রহমান সাহেব কেমন আছেন? আপনার কথা গুলো খুবই তাৎপর্যপূর্ণ বলে আমি আপনার কথা গুলো শুনি এবং আপনার চ্যানেলকে ও সাবসক্রাইব করেছি।
কথা হলো পূর্বে আমি দেখেছি অনেক দর্শক আপনাকে অনুরোধ করেছিলেন যেন আপনার বক্তব্যের শুরুতে সালাম দিয়ে বক্তব্য শুরু করার জন্য।
এবার আমি ও অনুরোধ করছি, "আল হামদু লিল্লাহ" মহান রব এত মেহেরবানী করে আপনাকে আমাকে সুন্দর করে কথা বলার সুযোগ দিয়েছেন অথচ আপনি ১৫ মিনিটের ভিডিও তে একটি বারের জন্য মহান রবের কাছে কৃতজ্ঞতা স্বরুপ আল্লাহর শুকরিয়া আদায় করেন না! মুসলমানের প্রথম কথা হবে সালাম কিন্তু আপনি তার সম্পূর্ণ বিপরীত।
আশা করবো যেহেতু আপনি একজন মুসলমান তাই অনুরোধ করবো সালাম দিয়ে আপনার বক্তব্যটা শুরু করবেন.
জাযাকাল্লাহ খাইর।
আৃমিও আমরা নিয়মিত আপনার কথা শুনি। কোন ফায়দা হয় না। যারা শুনলে ফায়দা হতো আমার, আমাদের সকলের জন্য তারা বোধহয় শুনে না।
জিল্লুর রহমান স্যার আপনি অত্যন্ত বিচক্ষণ মানুষ। তবে আমি যতটুকু জানি সাংবাদিকতা বা সংবাদমাধ্যম বা পত্রের মূল একটা নীতি রয়েছে অবশ্যই তা মুন্নি ও ফারজানা রুপা সহ আরো কিছু সাংবাদিক নামক সাংগাতিক রয়েছেন তাদেরকে সাংবাদিক বলবো ভালো কথা কোন সংবাদ এর সাংবাদিক বলব?অপ-সাংবাদিক নাকি বলন?
সহমত
সাংবাদিকরা যে কর্মের জন্য দায়ী এর সুষ্ট বিচার এর জন্য কি ব্যবস্থা নেওয়া যায়। হত্যা মামলায় নাম দেওয়া সমর্তন করিনা কিন্তু বিকল্প ব্যবস্থার পরামর্শ দিন।
অপেক্ষা করছিলাম আপনার ভিডিওর ভাই
ডিজিটাল চাঁদাবাজি নাম হলো সাংবাদিক।ভালো ইনকাম হয় এই অর্ধ মূর্খ গুলোর। তবে ২% ভালো হতে পারে।আমি দেখেছি দল বেঁধে ৫-১০ মটর সাইকেল নিয়ে গিয়ে দুই পক্ষকে ধরে। সামনে ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও বানায় তার পর গাড়ি ভাড়া নামক প্রথম চাঁদাবাজি করে তার পর মোবাইল নাম্বার নিয়ে বলে সন্ধ্যা আসো কাল পত্রিকা ছাপিয়ে দিবো ১০- ৫ হাজার সর্বনিম্ম ১- ২ হাজার হয়।পাটি বুজে।তার পরদিন ছাপিয়ে আরো কিছু দাবী করেন। এবং পরদিন অন্য গ্রুপ যাই।এর ভিতর কারো কারো সাথে থানার পুলিশের সঙ্গে আতআত আছে সেখানে দালালি হয়,আমি নিজে এর ভুক্তভোগী। আপনারা বিশ্বাস না করলেও এটি বাস্তবতা। আল্লাহ স্বাক্ষী।তাই বৃটিশ কাফের খ্রিস্টানদের তৈরি কৃত আইন আজো আমাদেরকে হারাম শিক্ষা দিচ্ছে আর খাওছে।বাংলাদেশ পরিচালনা করে খ্রিস্টান বৃটিশদের আইন দিয়ে নাউজুবিল্লাহ। আল্লাহ আইন বাদ দিয়ে। তাই ভাইেরা সাবধান ফিতনা,আওয়ামী, বি,এন,পি,পুলিশ ও আদালত এবং সাংবাদিক লাগে এমন কোন কাজ করবেনা।এরা যুগের নিকৃষ্ট ভয়াবহ ভয়ংকর খারাপ ফিতনা নাউজুবিল্লাহ মিন জালিক। ধরুন আপনার ঘরে যদি দুইশত বছর ডাকাত,ডাকাতি করে তবে আপনার ধর্ম,রাষ্ট্র, সমাজ, স্ত্রী, সন্তান, নাতি, নাতনী,জমিজমা, ঘরে, বাড়ি, শিক্ষা, দীক্ষা সবাই হবে ডাকাতের মন মতো।তেমনই বৃটিশরা এদেশে দুইশত বছর ডাকাতি করে রেখে গেছে তাদেরে মত করে সব,আর মুসলমানদের জন্য রেখে গেছে গণতন্ত্র ও কাদিয়ানী সম্প্রদায়ের মত কাফের বানানো ডিজিটাল স্মার্ট টেকনোলজির মেশিন। সরকার তাদের তাগুতি আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, আর আলেমসমাজ তাদের গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম এর দিবাস্বপ্ন দেখে,আর নাস্তিক গুলো এবং মডারেট মুসলিম গুলো তো ওদের ঔরসজাত ফিতনা।ইংরেজরা এই ভারতীয় উপমহাদেশে বমি করে রেখে গেছে সেই অপবিত্র, নাপাক, নিকৃষ্ট খারাপ দুর্গন্ধযুক্ত বমি গায়ে মেখে ঘুরে উপমহাদেশে কথিত, বুদ্ধিজীবী,কুশীলসমাজ, তাগুত সরকার ও সরকারের রাষ্ট্র যন্ত্র, দালাল মিডিয়া, নাপাক এন,জি,ও।নাপাক কাফের গুলো।নাপাক, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় গুলোর নাপাক অধ্যাপক গণ এরা এই বমি গবেষণা করে নাস্তিক প্রজন্ম তৈরি করে।কতক আলেম নামের জাহেল গুলি এই তালিকায় আছে। তাইতো তারা তাগুত সরকারের পা চাটে কোন কিছুতেই মুখ খুলনা।আমাদের বেরিয়ে আসতে হবে ইংরেজদের দেয়া নাপাক জীবন পরিচালনা থেকে।বাস্তবতা এটাই।আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং খেলাফত কায়েমের জন্য চেষ্টা করতেই হবে ইনশাআল্লাহ।তাই আসুন সবাই মিলে নাপাক গণতন্ত্র কে বাদ দিয়ে ইসলাম স্বীকৃত দাওয়াত ও কেতাল ফি সাবিল্লিলাহ উপর অটুট থেকে খেলাফত কায়েমের চেষ্টা করি ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের বিজয় দিবেন।আগে নিজে সকল নাপাকি থেকে বাঁচার চেষ্টা করি আমিন।
21 শে আগস্টের রায় নিয়ে কিছু বলেন।
প্রথম আলো, ডেইলি স্টার, একাত্তর কিংবা সময় টিভি যা করে/করতে চায়, তার স্বাধীনতা দিলে বাংলাদেশ পরাধীন হতে টাইম লাগবে না!!
বিভিন্ন শ্রেনী পেশার সংগঠন গুলো কে রাজনৈতিক দলের লেজুড়বৃত্তিক সংগঠন হিসাবে থাকতে পারবে না মর্মে নিষিদ্ধ করার আইন করা উচিৎ।
শুধুই কি সাংবাদিক দেশের প্রত্যেকটা সেক্টরে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যবসায়ী এবং প্রবাসীদেরকে ও রাজনীতির কেন্দ্র পরিণত করেছিল দলীয়করণ হয়েছে।
Your fearless pursuit of truth and commitment to uncovering the stories that matter inspire respect and admiration. Brave journalism shines a light where others fear to tread, ensuring voices are heard and justice is sought..... Respect 🙏
আপনি অনেক ন্যায্য বিষয় নিয়া কথা বলেন এবং বলতেছেন, যার দরুন দেশ ও জাতি উপকৃত হচ্ছে।
আপনার প্রতি আহবান বাংলাদেশ বার কাউন্সিল এর এনরোমেন্ট এবং এনরোলমেন্ট পরীক্ষা পদ্ধতি কে কাজে লাগিয়ে প্রহসন চালিয়ে বাণিজ্যের যে অদ্ভুত লিলা-খেলা তা নিয়া একটু কথা বলুন Please. আপনার প্রতি বিনীত অনুরোধ রইলো।
On August 21, about 30 people died in the grenade attack and over 300 people were injured. What happened? Was this a lie? Is this the judiciary? What country do we live in? Our country has become a joke.
জিল্লুর ভাই, আপনার দর্শক দিন দিন কমছে কেন? আমি আপনার একজন "নিদারুন ভক্ত"।
আপনার আবিষ্কারের গুন্ আছে।
কে বললো আপনাকে? শেখ হাসিনা বলেছে? সাংবাদিক জিল্লুর রহমান ভাই এর জনপ্রিয়তা কমেছে? আপনার আপার চেয়ে অধিক জনপ্রিয় জিল্লুর রহমান ভাই।
ব্রাহ্মণবাড়িয়ার প্রচুর এরকম মামলা হয়েছে
আচ্ছা, যদি কারও ব্যাংক হিসাবে অসংগতি পূর্ণ লেনদেন থাকে তবে তাদের ব্যাংক হিসাব জব্দ করায় অসুবিধা কোথায়?
সেটা পরিষ্কার করতে হবে।
বাংলাদেশের সাংবাদিক যত টা সাংঘাতিক, সারা বিশ্বের আর কোথাও পাওয়া যাবে না, ইন্ডিয়া ছারা
Don't be distinct dear Jillur vai. Because you should be idolized by future generation. ❤
Zillur vaier kono video ache naki Munni shahar kache, just curious mind wants to know 😃
এখন সব বিটিভি !!!
কি বলছেন সাংবাদিক রা কি ফেরেস্তা আজব তো 😂
Right
২১শে আগষ্ট হামলার রায় নিয়ে কিছু বলেন। আমরা অপেক্ষায় আছি আপনার নিরপেক্ষতা দেখার জন্য ।
প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট না হলেও পরোক্ষভাবে সংশ্লিষ্ট এবং আপনিও এর ব্যতিক্রম নন।
তিনি নিজে স্বিকার করেন একসময় ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন তাই তাদের অধপতন দেখে খারাপ লাগায় স্বাভাবিক
জিললূর ভাই মূননীসাহ কি করে ছাড়া পেলেন?এ মহিলা বি ডি আর সময় তাহার ভূমিকা অনেক অপরাধ করেছে
ওইটা স্পস্ট তদন্ত রিপোর্ট ছাড়া আটক করা যাবেনা, এখন আটক করা যাবে দুর্নীতির মামলায়।
বিডিয়ার বিদ্রোহের কোন তদন্ত হবে মনে হচ্ছেনা। কারন এখনো গোয়েন্দাসংস্হা ভারতের নিয়ন্ত্রণে বলতে গেলে
সাংবাদিক আর সাংঘাতিক এর মধ্যে তফাৎটা একটু রাখবেন আগে।সাংবাদিক নামধারী হলেই সাতখুন মাফ এই ধারণা থেকে আগে বের হতে হবে।
Prothom alo not yet reported HC acquits report about 21st August. Why? Do they journalism?
আপনি নিজেও তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতি করেছে বলেছেন আপনার তৃতীয় মাত্রায় কিন্তু এখন সুর পাল্টিয়েছেন।
Unfortunate
কি বলেন আগের স্ক্রিপ্টের মতন হয়ে গেল, আগে এত বাজে স্ক্রিপ্ট ছিল? এত বাজে মামলা ছিল?
ওরা সাংবাদিক না রাজনৈতিক কর্মী তাদের লেখা কর্মকান্ড তাই প্রমাণ করে।বিশেষ করে জংগী নাটকে জরিত
সাংবাদিকের গায়ে আঘাত লেগেছে তাই আপনার গায়ে লেগেছে। বুজেন এবার সাধারণ কি পরিমাণ অশান্তিতে আছে।
আপনি কাকে বলছেন?বিরোধী সাংবাদিক সচিবালয়ে গেলে গোপন খবর বের হয়ে যেতে পারে!
Allah tumi rahom karo
❤❤❤❤❤❤
ধন্যবাদ ভাই
সাংবাদিক এবং চ্যানেলগুলো কনটেন্ট ক্রিয়েটর হয়ে গেছে😅
আজকে ২১ আগস্ট গ্রেনেড হামলার এই ন্যাক্কারজনক রায়ের বিরুদ্ধে এপিসোড আশা করেছিলাম।
সত্য কখনো চাপা থাকে না ন্যায় বিচার আল্লাহর পক্ষ থেকে আসে তোমাদের অত্যাচার তোমাদের মিথ্যা মামলা তোমাদের শেখ হাসিনার জুলুম মানুষ অনেক সহ্য করছে এখন আল্লাহর পক্ষ থেকে মানুষকে এসব মিথ্যা মামলার সমাধান হইতেছে
Ashmer ulfa neta Poresh borua dhakai chilo. 10 track osro. Koto jaigai koto district boma hamla. International khela. Amra konodin janbo na
উচিত ছিল পুনঃ তদন্তে শেখ হাসিনাকে প্রধান আসামি করে চুড়ান্ত প্রতিবেদন দিয়ে তাকে ফাঁসির আদেশ দেওয়া।যেভাবে বাতিল হওয়া মামলাটি সর্বোচ্চ প্রভাব খাঁটিয়ে করেছিল?
এখন কোথায় স্বাধীনতা সাংবাদিকদের, কার্ড বাতিল করা হয়
সাধু হোন কিন্তু সাধু সাজার চেষ্টা করবেন না।
আপনি কোন গোয়াল ঘরের সাধু? কোলকাতার সুভেন্দুর গোয়াল থেকে?
অসাধারণ বিশ্লেষণ
মুন্নি সাহা অরজিনাল বিএনপির সাংবাদিক সমন্বয়ক রা চিনতে পারিনি প্রথমে😅
ato voy akhon channel gula je 5 august er por dakati hoise seta to bollen na
স্যার , আপনি চাইলেই ত প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টাদের সাথেও দেখা করে কথা বলতে পারেন তবে কেন বলছেন না। এ সব কথা আমরা সাধারণ মানুষ শুনে কি করতে পারবো। আমাদে দেশে কেউ চেয়ার ছেড়ে দেয় না যোগ্যতা অনুযায়ী আসন আদায় করে নিতে হয়। আপনার যোগ্যতা অনুযায়ী দেশ গঠনে ভূমিকা রাখুন। এখনই উপযুক্ত সময়।
There are available reporter who always say all are right till now.
এখানেতো কোনও কমেন্টের উত্তর দেননা। আপনার মতে কি মাহমুদুর রহমান সাংবাদিক নয়?
তাহলে সে কি তাও স্পষ্ট করা দরকার।
মুন্নী সাহার বিষয়টি আপনি মভ বলছেন। অথচ মুন্নী সাহা একজন সাংবাদিকতার নামে দেশের মুসলমানদের বিরুদ্ধে যে ভুমিকায় ছিল। সেই তুলনায় জনগণ যথেষ্ট ধর্যের প্রমাণ দিয়েছে
যেমন, মুসলমানদের বিরুদ্ধে কি ভূমিকা ছিল ?
বিডিআর হত্যাকান্ডে জড়িত
কোথায় আগের মতো? আগের চেয়ে অনেক বেশী জঘন্য. তুলনা করতেও জানেন না!
গত ১৫ বছর কই ছিলেন
সব থেকে বড় কথা হচ্ছে আপনাদের মত জ্ঞানী মানুষরা সুযোগ করে দিচ্ছেন, কেউ প্রতিবাদ করছেন না,
ন্যায় নিষ্ঠ সাংবাদিকতা কাম্য।
এখমো কিছু নামে মাত্র অনলাইন পোর্টাল টাকার বিনিময়ে মানুষকে হেয় প্রতিপন্ন করে রিপোর্ট করভে এদের ব্যাপারে কি পদক্ষেপ নেয়া যায়
কমল দে র ব্যাপারে কিছু বলেন
কিন্তু দুঃক্ষের বিষয় আপনি যখন আর্কান্ত হয়ে ছিলেন তখন কুন সাংবাদিক এভাবে বলেন নি
জিল্লুর ভাই উইথ ইউ রেসপেক্ট, আপনি যেভাবে বললেন বাংলাদেশে পত্রিকা বলতে প্রথম আলো আর ডেইলি স্টার ভাই আপনার সাথে ১০০% সহমত হতে পারতাম যদি আপনি মেনে নিতেন গত ১৭বছর প্রধানমন্ত্রী বলতে শেখ হাসিনা, যার বিকল্প উনি নিজেই। কথা আছে না দুষ্ট লোক যতই বিদ্বান হোক তারে পরিত্যাজ্য উত্তম।
আপনার মতের সাথে অন্যের মতের মিল না হলেই সে খারাপ মানুষ এই সংস্কৃতিই চলছে৷ আপনি যা শুনতে পচন্দ করেন না এইটা যারা বলেছে বা বলবে তারাই এখন অপরাধী। এইটাই কী এখনের স্বাধীনতা।
গণমাধ্যমের স্বাধীনতা বলতে কি যা ইচ্ছা তাই বলা.?
ভাই সম্মনয়করা কি এখন মব
To me, Munni shahas one was a drama to create a racial attack on Hindu! Luckily it was failed..I might be wrong, but that is what I believe. You're defending those so-called journalists, but whatever they have done, they destroyed journalism... The nation will remember them for their hypocritical activities... They are not above the law and should brought to justice for their wrong doing, but at the same time, they should get justice as a citizen of the country like everyone does.
আপনি শুধু প্রশ্ন করে গেলেন?
Koreni j tar promanki
সত্যি বলতে কি যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা এবং সম্মান করি ন্যায় সংগত কথা বলার জন্য কিন্তু আমি এই আলোচনায় দেখতে পেলাম আপনি যথেষ্ট পরিমাণ ইনিয়ে-বিনিয়ে আওয়ামী সুশীল স্টাইলে কথা বলার চেষ্টা করছেন তাই বলে আমি বলছি না আপনি আওয়ামী লীগের সহযোগিতা থেকে কথাগুলো বলছেন, যে অন্যায় করে এবং যে অন্যায়কে প্রশ্রয় দেয় দুজনেই সমান অপরাধী, কি মনে করেন আপনি জানিনা তবে এটা সত্যি যে সাধারণ মানুষের সেন্স আপনি ও পড়তে পারেনি বাংলাদেশের বর্তমানে সবচেয়ে অজনপ্রিয় দালাল হিসেবে চিহ্নিত ভাবে খুব ফেমাস প্রথম কালো, ডেইলি স্টার মানুষ শুধু ফলো করার চেষ্টা করে এই বাটপার গুলো কি লিখছে যার কারণেই সংবাদপত্রগুলো এখনো বিক্রি হচ্ছে যা মানুষকে মাথায় নিতে হবে এই ক্রয় করাও বন্ধ করে দিতে হবে এদের সংবাদপত্র তাহলেই আমাদের রাজনৈতিক এবং আপনাদের মত ইনিয়ে-বিনিয়ে বলা সুশীল অভিনয় করা মানুষগুলো অন্ততপক্ষে বুঝতে পারবেন আসলে কতটা অজনপ্রিয় প্রথম কালো এবং ডেইলি স্টার পত্রিকাগুলো। জনগণের পারসেপশন যদি না বুঝতে পারেন পরিপূর্ণভাবে তাহলে আমরাও আপনার কথা শোনা বন্ধ করে দিব ইনশাল্লাহ। আবার ইনশাল্লাহ বলার জন্য আপনি আমাকে জামাত মনে কইরেন না ভাই কারণ জামাত ইসলাম একমাত্র ইসলামের ধারক এবং বাহক এই জিনিসটা আপনাদের অনেকের মাথায় ঘুরপাক খায় যা সম্পূর্ণভাবেই ভুল ধারণা আমি মুসলিম হিসেবে আমার আমার ধর্মকে প্র্যাকটিস করা এটা আমার দায়িত্ব এবং কর্তব্যের ভিতরে অত্যাবশ্যকীয় পর্যায়ে পড়ে।
ভাই আপনার তৃতীয় মাত্রায় প্রত্যেক প্রোগ্রামে সকল মতাদর্শের লোকজন তাদের নিজস্ব মতামত ব্যক্ত করেছেন স্বাধীনভাবে
রুমিন ফারহানা, মোয়াজ্জেম হোসেন আলাল, শামসুজ্জামান ধুধু,রেগুলার সরকার যদি আলোচনা করেছেন, এবং আমি আমরা প্রতিটি দ্বিতীয় মাত্রার প্রোগ্রাম দেখেছি,
এবং আপনি শতভাগ নিরপেক্ষ থেকে কাজ করেছে এগুলো কি আজ মিথ্যা বলবেন বা অস্বীকার করবেন।
আগের চেয়ে এখন আরো খারাপ দেখছি। আশা ছিল হবে ভালো কিন্ত পরিস্হিতি ভয়াবহ হচ্ছে।
ভাই নাইমুল ইসলাম খান সুুবাস রায় ফারজানা মুন্নী সোমা ইসলাম এদের বিচার চাই
তা না হলে ভবিষ্যতে এমন তথাকথিত সাংঘাতিক আরো বাড়বে
Pinaki nij sarthe manus ke uskai detase.
কেন আমার দেশ পত্রিকা, মানবজমিন বা মাহমুদুর রহমান মান্নার মত কয়জন সাহসী সাংবাদিক বাংলাদেশে আছে?
অবশ্যই এই মহিলা জড়িত
সাংবাদিক জিল্লুর রহমান মোটামুটি নিরপেক্ষ কথা বলে।
ভাই আপনাকে পছন্দ করি আপনার কাজ গুলোও পছন্দ করি,আপনি যেখানে আছেন সেখানে থাকেন,, প্রথম আলো ডেইলি স্টার সম্পর্কে কিছু বলতে হলে ভাল করে এনালাইস করবেন তার পরে বলবেন,,প্রথম আলো ডেইলি স্টার প্রথম সারি পত্রিকা হলে যে তাদের বিরুদ্ধে কিছু বলা যাবেনা এটা কি করে হয়,, ৭১ টিভি DBC টিভি সময় টিভি আরো অনেক আছে ১৬ বছর এই পত্রিকা টিভি গুলো সেখ হাসিনার কারাপ কাজ গুলো ভাল কাজ হিসাবে মানুষের কাছে তুলে ধরেছে....
আপনি কি মনে করেন আপনার সন্তান ৫ ওয়াক্ত নামাজ পড়ে কারাপ অভ্যাস নাই তাই বলে কি সে জংলী -? আপনার অনেক কথা ভাল লেগেছে কোনো সাংবাদিক হত্যার সাথে জরিত এটা মানানসই নয়,,মামলা করতে হলে বুঝে শুনে সত্যি যেটা আছে সেটাই মালায় তুলে ধরার দরকার,,কোনো পত্রিকা বন্ধ হউক সেটা চাইনা কিন্তু যে কোনো পত্রিকার সাংবাদিক যদি অপপ্রচার সংবাদ প্রচার করে তাদের বিচার অবশ্যই চাই...