আপনাকে দিয়ে কি প্রোগ্রামিং হবে ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 авг 2024
  • আপনাকে দিয়ে কি প্রোগ্রামিং হবে ? প্রোগ্রামার হতে গেলে কি কি মানবিক গুণ আপনার থাকতেই হবে?
    কোন প্রশ্ন থাকলে comment section এ comment করতে পারেন। সেই সাথে আমাদের একটি Facebook Group আছে। সেখানেও আপনার প্রশ্ন করতে পারেন। সব প্রয়োজনীয় link নিচে দেয়া হলো -
    👍 Facebook Group - / learnwithsumit
    👍 Like our Facebook Page - / letslearnwithsumit
    👍 Follow our GitHub Profile - github.com/lea...
    👍 Follow us at Instagram - / learnwithsumit
    👍 Follow me at - / sumit.analyzen
    👍 Learn with Sumit Official VS Code Theme - lwsbd.link/vst
    #learnwithsumit

Комментарии • 315

  • @ittehadabdullah1820
    @ittehadabdullah1820 10 месяцев назад +46

    প্রোগ্রামিং কি আপনার জন্য?
    ১. প্রব্লেম সলভিং কি আপনার ভালো লাগে?
    ২. আপনি কি লজিক্যালি বা যৌক্তিকভাবে কথা বলেন?
    ৩. আপনি ধৈর্যশীল এবং লেগে থাকতে পারেন কি না?
    ৪. যে কোন বিষয়ে বিস্তারিত জানার আগ্রহ আপনার আছে কি না?
    ৫. অংকে কি আপনি খুব কাচা? (হাই-স্কুল লেভেল পর্যন্ত)
    ৬. জানার প্রবল ইচ্ছা আছে কি না?
    ৭. কোন একটি সমস্যার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার প্রবনতা আছে কি না?
    ৮. যেকোন সিচুয়েশনে মানিয়ে নিতে পারেন কি না?
    ৯. আপনার কমিউনিকেশন স্কিল কেমন?
    ১০. রিসোর্স একত্রিত করতে ভালোবাসেন?
    ১১. আপনি কি ক্রিয়েটিভ?
    ১২. চেষ্টা তো করি পরে দেখা যাবে…এরকম করে ভাবতে পারেন কি না?
    ১৩. শেখার আগ্রহ কেমন?
    ১৪. বারবার চেষ্টা করে ব্যার্থ হলে হাল ছেড়ে দেন?
    ১৫. আপনি কি প্যাশনেট? নাকি শুধুই টাকা দরকার?
    ১৬. নিজে নিজে শেখার সামর্থ্য আছে কি না?
    ১৭. সব সময় শর্টকাট খুজেন কি না?
    ১৮. আপনি কি টিম প্লেয়ার কি না?
    ১৯. অন্যের সমালোচনা করে পাশবিক আনন্দ পান?
    ২০. অন্যোকে শ্রদ্ধা করতে ভালো লাগে?
    ২১. শিক্ষার ক্ষেত্রে টাকা খরচ করতে কার্পন্য লাগে?
    ২২. রিডিং হ্যাবিট একেবারেই নাই? স্ক্যান করতে অভ্যস্ত?
    ২৩. নিজে সব জানেন মনে হয়? অন্যকে প্রশ্ন করতে লজ্জা করে?
    ২৪. অন্যের সাহায্য ছাড়া কিছুই করতে পারেন না?
    ২৫. ইঙ্গরেজি একেবারেই জানেন না?

    • @mdtouhid3381
      @mdtouhid3381 10 месяцев назад

      সটকাট খুঁজি,,, তবে অন্যের সমালোচনা শুনলে
      যে আমার সামনে সমালোচনা করে,, তারে পিটনা
      দিতে ইচ্ছা করে
      আর কমিউনিকেশন,, সেটা ভালো না,, কারও সাথে কথা বলার আগে,, মনে হয় সে যোদি কথা,, না বলে,, পাঠ দেখায় তাহলে তো আমি লজ্জা পাবো,, তার চেয়ে ভালো সে তার মতো কাজ করুক আড় আমি আমার মতো,,
      হে,, alhamdulillah দাইক্তি থেকে কখনো পিছু হাটা নাই কুনো,,
      একটা বদ অভ্যাস আছে,,, যে কোন সাধারণ বিষয় বা জটিল,, সেটা গুঁড়া থেকে,, সম্পূর্ণ ভাবে বুঝার আগে,, আমার খাওয়া দাওয়া off,,
      অঙ্ক কাচা কিনা জানিনা,, কিন্তু অঙ্ক আমার কখনো বিরক্তি লাগে না,
      শুধূ বিরক্তি লাগে আমার সিলেবাস এর অঙ্ক,,
      সহজ অঙ্ক,, করতে ইচ্ছা করে না
      কিন্তু জটিল অঙ্ক,, বুঝি আড় না বুঝি,, সেটার পিছনে,, মাথা খাটানো ভালো লাগে

    • @imranhossen8010
      @imranhossen8010 10 месяцев назад +1

      ❤❤❤

    • @iftekharahmed5718
      @iftekharahmed5718 7 месяцев назад

      ❤❤❤

    • @Developer_Dihad
      @Developer_Dihad 2 месяца назад

      all clear
      thanks

  • @alamincoders
    @alamincoders 11 месяцев назад +80

    Checklist are:
    1. Problem solving
    2. Logically thinking
    3. Patience and Persistence
    4. Interested to see details
    5. Basics of math
    6. Want to know more
    7. Ownerships
    8. Adaptability every situations
    9. Communication
    10. Research about resource
    11. Creativity
    12. Just Focus on learning. not future predictions
    13. Interest in learning
    14. Try to keep up
    15. Be passionate. Don't run behind just for money
    16. Self learning
    17. Don't look to any shortcut
    18. Team Player
    19. Don't criticism of others
    20. Respect others
    21. Invest in education
    22. Reading habits
    23. Don't wait for help from others. Solve it yourself
    24. English communicate
    25. Programming Mindsets
    Note: Programming is an art, not all science 🎨🧬

  • @md.bidyuth6441
    @md.bidyuth6441 11 месяцев назад +20

    সুমিত স্যার এবং আনিসুল স্যারের মধ্যে যে জিনিসটা লক্ষ্য করি বেশী যে উনারা ভালোমানুষ হওয়ার ব্যাপারে যথেষ্ট গুরুত্বআরোপ করেন সবসময়।যেটা খুবই প্রশান্তিদায়ক।❤

  • @IamFahim09
    @IamFahim09 11 месяцев назад +67

    আপনার রিয়েক্ট টিউটরিয়ালে যে গুলোতে মনিটরে ঘড়ি দেখা যাচ্ছিলো মাঝেমাঝেই খেয়াল করলে দেখেছি রাত ৩টা, ৫টা বাজে। কোনো দ্বায়বদ্ধতা নেই তারপরেও সারাদিন কর্মব্যস্ততার পর আবার রাত জেগে আমাদের শেখার পথ সহজ করার জন্য ধন্যবাদ।

    • @LearnwithSumit
      @LearnwithSumit  11 месяцев назад +81

      আপনাদের জন্য কেন বানাবোনা ভাই? বাংলাদেশের মানুষ আমাকে তো তাদের ট্যাক্সের টাকায় পড়াশুনা করিয়েছে। আমার দায় আছে। আর আপনি যেটা বললেন এরকম অসাধারণ মানসিকতার ভাই দের জন্য কাজ করতেও ভাল লাগে। ভালবাসা রইলো

    • @stacksagar
      @stacksagar 11 месяцев назад +1

      ​@@LearnwithSumit❤❤

    • @jubayergeorge
      @jubayergeorge 11 месяцев назад +1

      ​@@LearnwithSumit❤❤❤❤❤❤

    • @muniburmeskat
      @muniburmeskat 11 месяцев назад

      প্রিয় সুমিত ভাইয়া, আপনার প্রতি আমরা কৃতজ্ঞ। আপনার টিউটোরিয়ালগুলো আমাদেরকে অনেক বেশি হেল্প করছে। আপনার জন্য শুভকামনা রইলো ❤

    • @sahadathossenmiraj3525
      @sahadathossenmiraj3525 11 месяцев назад +1

      ভালো মানুষ গুলোর সৌরভে সুরভিত হউক আমাদের এই পৃথিবী

  • @huraiah821
    @huraiah821 11 месяцев назад +6

    ভাই আমি ভালো প্রোগ্রামার হতে পারি কিংবা না পারি ! আপনি যে আমাদের জন্য ফ্রিতে এত রিসোরস এবং আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদের জন্য ইনভেস্ট করছেন। এইসব গুলোর জন্য পার্সোনালি আমি মন থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

    • @LearnwithSumit
      @LearnwithSumit  11 месяцев назад +2

      ভালবাসা নিবেন ভাই

    • @huraiah821
      @huraiah821 11 месяцев назад

      ভাই ভালোবাসা আমার প্রাপ্য না ,ভালোবাসা আপনার প্রাপ্য । ধন্যবাদ ভাই 🥰

  • @hossainh6877
    @hossainh6877 11 месяцев назад +3

    জাস্ট স্পিছলেস, একটা মানুষ কিভাবে এতটা ডেডিকেটেড, হাম্বল, প্যাশনেট হইতে পারে।আমার দিনের শুরু হয় আপনার ভিডিও দিয়ে শেষটাও হয় আপনার ভিডিও দিয়ে । আপনি চিন্তাও করতে পারবেন না আমি আপনার প্রতি কতটা কৃতজ্ঞ + ঋণী। শেখার প্রতি যেই আগ্রহ সেটা আপনার কাছ থেকেই শেখা।
    অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা লিডার ❤️

    • @LearnwithSumit
      @LearnwithSumit  11 месяцев назад

      ❤️❤️❤️❤️❤️🥰🙏

  • @execudemy
    @execudemy 7 месяцев назад +3

    এই ভিডিওর গাইডলাইনস শুধু ওয়েব ডেভেলপমেন্ট নয় আমি মনে করি সব প্রফেশনের জন্য প্রযোজ্য। এটি একটি চমৎকার গাইডলাইনস। থ্যাংক ইউ সুমিত ভাই।আমি আশা করছি প্রত্যেক মানুষ এই ভিডিও থেকে উপকৃত হবেন।

  • @md.najmulhasan1742
    @md.najmulhasan1742 11 месяцев назад +4

    স্যার,,জীবনে প্রোগ্রামার হতে পারবো কিনা জানিনা,, তবে আপনার এই ভিডওর সবকিছু নোট করে রাখলাম,,অনেক কাজে আসবে হয়তো,,আপনার জন্য দোয়া,, আল্লাহ আপনাকে আরো তোফিক দান করুক আরো বেশি মানুষকে শেখানোর

  • @mdjasimuddin7739
    @mdjasimuddin7739 11 месяцев назад +3

    প্রতিটি কথাই আমার জীবনে অনেক অনেক কাজে লাগবে । দোয়া ও শুভকামনা রইলো

  • @shapana93
    @shapana93 10 месяцев назад +1

    খুব ভালো লাগলো, 2010 থেকে 2012 পর্যন্ত বাংলায় টিউটোরিয়াল অনেক খুঁজেছি পাইনি।
    বাংলা ভাষায় টিউটোরিয়াল দেখে অনেক খুশি হলাম। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইলো আল্লাহর কাছে।

  • @Raqibul-Islam-Howlader
    @Raqibul-Islam-Howlader 11 месяцев назад +2

    ভাই, আপনার এই ২৫ টা বাক্য আমার প্রোগ্রামিং এ অনেক help করবে। দোয়া করি ভাই। কথাগুলা একটা মানুষের জীবনকেও সুন্দর করতে সাহায্য করবে। thanks a lot. সেলুট ভাই।

  • @Jobayer_Ahmed.
    @Jobayer_Ahmed. 11 месяцев назад +4

    লম্বা প্রশংসা করবোনা, দোয়াটাই আসল। আপনি আসলে এই কমিউনিটির জন্য আশীর্বাদ; বিশেষ করে আমার জন্য। আপনার সুস্থতা এবং সাফল্য কামনা করছি, প্রিয়ভাই ❤💙🤍

    • @LearnwithSumit
      @LearnwithSumit  11 месяцев назад +4

      ভাই দোয়াটা করবেন। এটাই আমার জন্য সব। আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আমার ভালবাসা এবং কৃতজ্ঞতা জানবেন। আমি প্রশংসা চাইনা

  • @MasudRahman-co7nd
    @MasudRahman-co7nd 11 месяцев назад +1

    আপনাদের মত মানুষ দের জন্য আজকে প্রতিনিয়ত এতো কিছু শিখতে পারছি।
    ভালোবাসা রইলো,
    শিক্ষা গুরুর মর্যাদা কবিতা মত❤
    আপনারা শুধু ভালো প্রোগ্রামার হওয়ার কথা বলেন না পাশাপাশি ভালো একটা মানুষ হওয়ার কথা বলেন যা আমার কাছে খুবই ভালো লাগে।

    • @LearnwithSumit
      @LearnwithSumit  11 месяцев назад +1

      ভাই এটা বুঝার ক্ষমতা সবার থাকেনা। আপনি অসাধারণ তাই আপনার কাছে ভাল মানুষ হবার গুরুত্ব এতো বেশি।

  • @sajibahmed7007
    @sajibahmed7007 4 месяца назад

    কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ।
    পোগ্রামার হতে পারি আর না পারি😂
    গাইডলাইন গুলো মেনে চলতে পারলে, ভালো কিছু আশা করা যায়।
    ধন্যবাদ আপনাকে,
    আপনাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের শেখানোর জন্য,
    আমরা যে কতটুকু উপকৃত হই, তা হয়তো ধন্যবাদ দিয়ে বুঝানো যাবেনা।
    তবে আল্লাহ নিশ্চয়ই এর উত্তম প্রতিদান দিবেন।❤❤

  • @shohailislamshohel2233
    @shohailislamshohel2233 6 месяцев назад +2

    ভিডিওটা অনেক হেল্পফুল! দেখে অনেক ভালো বোধ করলাম। কৃতক্ষতা ভাই।

  • @rafiul124
    @rafiul124 4 месяца назад +1

    আমাকে আজ একটি লাইফের যুগান্তকারী সিদ্ধান্ত নিতে সাহায্য করলেন,অনেক অনেক ধন্যবাদ ❤❤

  • @SadikHasan_2024
    @SadikHasan_2024 2 месяца назад

    আসাধারণ কিছু দিক নির্দেশনা পেলাম,, প্রোগ্রামার না হলেও, সব ক্ষেত্রেই এই গুন গুলো দরকার,, Thank you Sumit vai❤

  • @Farhan-Hasan
    @Farhan-Hasan 11 месяцев назад +5

    I think your the first one who have been able to find the core problems among programmers and gave them a great guidelines. Thank you vaiya for your generous guidelines 🙏 . We feel very blessed to have you in the programming community ❤

  • @ferdousahmed7024
    @ferdousahmed7024 11 месяцев назад +2

    আগামী জেনারেশনের জন্য শুভকামনা, এই ভিডিও টা একটা দিক-নির্দেশনা নয় বরং জীবন-নির্দেশনা হয়ে থাকবে।
    তবে পরবর্তীদের জন্য খারাপ ও লাগছে! আমরা যে লিভিং সুমিত সাহা দাদাকে পেয়েছি, তারা এটা পাবে না।
    ভালোবাসা এবং সম্মান অবিরাম, দাদা❤️

  • @chefsourrin
    @chefsourrin 2 месяца назад

    খুব সহজেই বুঝতে পারলাম। নিজের কি কি গুন থাকা দরকার ও উন্নয়ন প্রয়োজন। অসংখ্য ধন্যবাদ সুমিত স্যার।❤❤

  • @shilachatterjee2492
    @shilachatterjee2492 5 месяцев назад

    স্যার আপনি ১০০%সব ই উপকৃত কথা আমাদের উপকার এর জন্য একসময় ব্যথা করলেন, তার জন্য আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করলাম,,😊

  • @smsaikat9329
    @smsaikat9329 11 месяцев назад +7

    Next.js টিউটোরিয়াল দিলে খুবই উপকৃত হবে।

  • @md.salmanurrahman1486
    @md.salmanurrahman1486 11 месяцев назад +1

    ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, সাথে বেশ উপকারী ছিল ভাই।
    ব্যক্তিগত মনোভাব : শুধু প্রোগ্রামিং সেক্টরে যে/যারা আছেন তাঁদের জন্যই যে ছিল তা নয়, ভিডিওতে আপনার বলা দিকগুলোর বেশিরভাগ'ই প্রত্যেকটা স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রজোয্য এবং অধিক গুরুত্বপূর্ণ।
    আশা করছি যে/যারা আগামীতে প্রোগ্রামিং করবে বা করার ইচ্ছেপোষণ করেছে, তাদের ক্ষেত্রে সকল দ্বিধা কাটিয়ে নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে বেশ উপকারে আসবে ভিডিওটি।
    সবমিলিয়ে সহজ-সাবলীল ভাবে বিষয় গুলো উপস্থাপন করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে ভাই। 💚🤍

  • @tuhsharkantisamanta8103
    @tuhsharkantisamanta8103 11 месяцев назад +2

    খুব ভালো লাগলো। অনেক কিছু শিখতে পারলাম। অনেক অনেক ধন্যবাদ।। From INDIA

  • @junaithbineliaskhan102
    @junaithbineliaskhan102 11 месяцев назад +15

    I am very glad that you have posted this video on this topic. This video has so much topic focused and relevant information that a beginner who is seeking guideline on this or about his passion on programming he doesn’t need not to go anywhere else. This one video is a master of all.
    I wish I had this video around 2020!!
    Take lots of love from me.
    A humble well wisher of Learn With Sumit Saha. You are becoming my tech idol Bhaia.

    • @LearnwithSumit
      @LearnwithSumit  11 месяцев назад +3

      This is one of the best comment and appreciation I have ever received in my youtube journey. God bless you vai.

    • @junaithbineliaskhan102
      @junaithbineliaskhan102 11 месяцев назад +2

      @@LearnwithSumit ❤️❤️❤️

  • @mainulhasanlaskar9109
    @mainulhasanlaskar9109 10 месяцев назад

    Satti khub valo laglo sompurno vedio ta dekhe, ei je bisoy guli nie alochona korlen ei guli sudhu computer science er jonno noy ei jinis guli somosto kajer jonno ei bisoy guli khub i important.Thank you khub i valo laglo.

  • @MahmudHasan-it1ju
    @MahmudHasan-it1ju 2 месяца назад

    আমি কখনো প্রোগ্রামিং করবো কিনা জানিনা তবে আপনার ভিডিও দেখে নিজেকে যাচাই করতে পারলাম। আমি চাইলে পারবো এতটুকু আত্নবিশ্বাস আছে, আপনার চেকলিষ্টের সব গুণাগুন আমার মাঝে আছে দেখছি।

  • @user-su6pi5ng9u
    @user-su6pi5ng9u 7 месяцев назад +1

    koding to Learn wit.... ❣❣❣❣❣❣❣

  • @muniburmeskat
    @muniburmeskat 11 месяцев назад

    প্রিয় সুমিত ভাইয়া, আপনার প্রতি আমি কৃতজ্ঞ। আপনার টিউটোরিয়ালগুলো আমাকে অনেক বেশি হেল্প করছে। আপনার জন্য শুভকামনা রইলো ❤

  • @CodersSchoolBD
    @CodersSchoolBD 11 месяцев назад +1

    অনো ভাল লাগলো ভাইয়া
    কথা গুলা একে বারেই সঠিক

  • @saidulzayan
    @saidulzayan 3 месяца назад

    Sumit Saha, anisul isalm sir both are my lovely person, May Allah bless them

  • @taanveer7576
    @taanveer7576 11 месяцев назад +1

    awesome guideline... problem solving e kivabe expert haoa jay ar logic building e expert haoa jay... etar guidelines video chai... etai main problem face korteci programming korte gie

  • @Anik-to4qy
    @Anik-to4qy 9 месяцев назад

    Take love Broo
    Dhonnobad diea soto korbo na mon thake valobasha roilo.🥰🥰🥰🥰🥰

  • @anirbanmondal8096
    @anirbanmondal8096 11 месяцев назад +5

    After comprehending the entire thing, I note it down on paper and attempt to apply most of your suggestions. Thank you sumit sir, love from India❤❤❤

    • @LearnwithSumit
      @LearnwithSumit  11 месяцев назад +1

      love from amazing Bangladesh 🇧🇩 vai

  • @bablurrashid3722
    @bablurrashid3722 5 месяцев назад

    বেশ ভালো মোটিভেশনাল বক্তব্য। I'm expressed & I wpuld like to be a programmer at 48.

  • @ashrafulrahmansakil9612
    @ashrafulrahmansakil9612 11 месяцев назад +1

    আলহামদুলিল্লাহ, মোটামুটি অনেক কিছু আছে তবে আরও শিখতে হবে ও মেনে চলতে হবে।

  • @md.sabbirhassanmurad3977
    @md.sabbirhassanmurad3977 11 месяцев назад +2

    "EGO IS THE KILLER" very right words.... Thanks

  • @sazzadhossain6234
    @sazzadhossain6234 11 месяцев назад +1

    just awesome mota moti sobkicu amar majhe dekhlam mone hoy. tobu missing kicu thakle sekhar cesta korbo inshaallah
    😊😊

  • @AbdulHai-wi6yf
    @AbdulHai-wi6yf 10 месяцев назад

    Assalamu Alikum Wa... অনেক ধন্যবাদ ভাই মুল্যবান দিক নির্দেশনা দিয়ে সহায়তা করার জন্য | You are asset our IT industries. I pray to GOD that you always fresh good health.

  • @HalimaKhatun-qr7uy
    @HalimaKhatun-qr7uy 4 месяца назад

    খুব সুন্দর আলোচনা করেছেন, ধন্যবাদ।

  • @sounaksaha1455
    @sounaksaha1455 11 месяцев назад

    India theke comment korchi Sumit Dada...... Sotti apnaar kotha gulo 100% mene cholaar puro prochesta korbo.... btw amio Ekjon engineer.... recently full time join korechi...... Ashirbaad korben jaate life a sob somoy kichu sikhte paari, jante paari, nijeke aro grow kore tulte paari.....
    r hya fb te aaje baaje page like thakto...... ekhn apnar page tao like kore dilam..... asha rakchi onek valuable lesson okhan thekeo paabo

  • @TipsGit
    @TipsGit 11 месяцев назад +1

    As a community leader we Expects this kind of moral information from you. which is really impactful to our community and code learners. we suffer in a crisis moment where is Expecting respect is like a crime. people just want anything for free from another person, but they haven't left any morality in their inside. our social is getting forgot to show respect, manner, behaviour. again thanks for sharing your good thoughts to make community good.

  • @Anik-to4qy
    @Anik-to4qy 9 месяцев назад

    Take love Broo
    Dhonnobad diea soto korbo na mon thake valobasha roilo.🥰🥰🥰🥰🥰
    For give our this nice video

  • @polashdas3592
    @polashdas3592 11 месяцев назад +1

    Hare Krishna, sumit Vai ,apnar Kotha golu theke onk inspiration pelam🥰🥰

  • @NayanKarmokar-qu9og
    @NayanKarmokar-qu9og 4 месяца назад

    অসাধারণ কিছু কথা,,ধন্যবাদ।।

  • @md.sabbirhoshen2419
    @md.sabbirhoshen2419 3 месяца назад

    Alhamdulillah ❤ Programing for me.😊

  • @user-fw1zr6hu1u
    @user-fw1zr6hu1u 5 месяцев назад

    আসসালামু আলাইকুম, আপনার কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ভাল লাগলো,

  • @programmingwithrahi
    @programmingwithrahi 11 месяцев назад

    1. 50%
    2. Done
    3. Done
    4. Done
    5. 50%
    6. 70%
    7. Done
    8. 50%
    9. Done
    10. 80%
    11. 30%
    12. Done
    13. Done
    14. 80%
    15. Done
    16. Done
    17. Done
    18. Done
    19. Done
    20. Done
    21. 50%
    21. Done
    22. Done
    23. 50%
    24. Done
    25. Done
    Alhumdulillah 🥰
    চোখ দিয়ে পেন্ট ভিজিয়ে ফেলছি😁😁

  • @amibangladesh24
    @amibangladesh24 11 месяцев назад

    আপনার কথাগুলো আমার মানসিক শক্তি বাড়ায়। ধন্যবাদ।

  • @rakibulshawonorib
    @rakibulshawonorib 11 месяцев назад

    onek sundor kore point gula clear vabe tule dorar jonno Thank you so much.

  • @ashikelasker8959
    @ashikelasker8959 11 месяцев назад

    je kono topic 1 month gap er fole ami vule jetam onekta... ai problem ta dekhe vebesilam amr dara programing hbe na... but ajke apnar ai vule jaoar sgsn ta onk help korlo amay... thanks a lot sir...

  • @ashrafulalam7042
    @ashrafulalam7042 11 месяцев назад +1

    With due respect,, I was planning/thinking to learn programming but because of age confused and haven’t start yet which was my wrong decision. After watch ur this video I compare all these topics with my character and found me such a person who love to agree ur 25 tips. So will not wait anymore,, thanks for ur kind valuables advice. Regards

    • @LearnwithSumit
      @LearnwithSumit  11 месяцев назад

      apnar jonno ekta chotto suggestion. apni web development er front end or back end jekono ektate focus korun ekhon. ektate specialize korte parben serious hole 2-3 years e

  • @DJdisko6
    @DJdisko6 6 месяцев назад

    Dada love from INDIA. great work dada

  • @sumonchandra5992
    @sumonchandra5992 11 месяцев назад

    আরেকটা অসাধারণ কন্টেন্ট । অনেক অনেক ভালোবাসা ❤❤

  • @abdullahjahangir95
    @abdullahjahangir95 4 месяца назад

    সম্পুর্ণ ভিডিও না দেখে পারিনা❤❤

  • @subhajitsahoo4341
    @subhajitsahoo4341 11 месяцев назад

    khubi vlo laglo vii kotha gulo sune, ak dom khati kotha bolechen. Love from India.

  • @kazolhedaetul67
    @kazolhedaetul67 11 месяцев назад

    ❤❤❤ valobasar roilo prio summit Vai..beyadob der kothai kosto paben na,Amra asi always lws Ar sathe❤❤

  • @sabbirahamedmaruf322
    @sabbirahamedmaruf322 11 месяцев назад

    Apnar advice tar jonno dhonnobad Vai. Ai video ta onek opokar a asbe to change myself for being a developer.

  • @bdfunnykings
    @bdfunnykings 5 месяцев назад

    প্রিয় ভাই❤❤ আপনার প্রত্যেকটি ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ✅ আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই😊😊❤❤।

  • @MdImran-wu6xw
    @MdImran-wu6xw 11 месяцев назад

    খুব ভাল লাগলো, এবং খুবি উপকৃত হলাম,, ধন্যবাদ।❤️❤️

  • @developermsmahadi
    @developermsmahadi 11 месяцев назад

    Thank you so much dada
    apnr JS video dekha sikhteci. tobuo video ta dekhlam
    onk kicu sikhte peraci
    Thanks again☺☺

  • @shohailislamshohel2233
    @shohailislamshohel2233 6 месяцев назад

    এক কথায় অসাধারণ উপস্থাপন ছিলো ভাই!

  • @tahmidchy
    @tahmidchy 11 месяцев назад

    ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান সময় খরচ করে সম্পূর্ণ বিষয় টা আমাকে বুঝানোর জন্য !

  • @ZahidurRahman1980
    @ZahidurRahman1980 11 месяцев назад

    Very well explained. Will be helpful to the next generations who are unrest, arrogant & silly minded.

  • @shiblinoman1763
    @shiblinoman1763 11 месяцев назад

    অনেক ধন্যবাদ ভাই মুল্যবান দিক নির্দেশনা দিয়ে সহায়তা করার জন্য

  • @baishnab5253
    @baishnab5253 11 месяцев назад

    Sudu mugdo hoe suntecilam apner ek ek ta word. thank you sir onek kicu sikte parlam ai vedio take.

  • @AbdulMannan-kj9hc
    @AbdulMannan-kj9hc 11 месяцев назад

    Sir, I object using these words . .'pashobik anondo' no other beasts except human (not many) burst out with joy in ugly manners. Your every content is very helpful for programming learners. .

  • @RubaidFerdousSwapnil
    @RubaidFerdousSwapnil 11 месяцев назад

    When I start coding everything was messy for me...Now, learning with consistency....Good talk Sumit bhai❤❤❤

  • @zisunvlogs2002
    @zisunvlogs2002 11 месяцев назад

    onek dhonnobad dada, amar moto beginner er jonno video ta onek besi Dorkar cilo, Inshallah sobgulo bisoy mathay rekhe egiye jabo
    😇

  • @mdhasanali4707
    @mdhasanali4707 11 месяцев назад

    Well Done Pinaki Bhattcharya. 👏

    • @LearnwithSumit
      @LearnwithSumit  11 месяцев назад

      kisher moddhe ki ajebaje boltesen?

    • @noushadBug
      @noushadBug 11 месяцев назад

      hahaha @LearnwithSumit vai uni apnake problem solve korte disen

  • @manikullahme
    @manikullahme 11 месяцев назад +1

    সুমিত ভাই, আপনার কাছে একটা রিকুয়েষ্ট। আপনার সময় হলে একটা Laravel Vs. Node.js এর একটা ভিডিও বানিয়েন। ঠিক যেমন React-Vue নিয়ে করেছিলেন। দুটার প্রোস-কন্স, কোনটা কোন সময় লাগবে, কোনটার মার্কেট ডিম্যান্ড কীরকম এসব বিস্তারিত নিয়ে। ধন্যবাদ। :)

  • @kdroy139
    @kdroy139 11 месяцев назад

    খুব ভালো বলেছেন। খুবই অনুপ্রাণিত হলাম।

  • @h.m.mahbubrabbani679
    @h.m.mahbubrabbani679 11 месяцев назад

    Golden Checklists to Become a Programmer with a Successful Personality.

  • @khaledabegum-w9k
    @khaledabegum-w9k 11 месяцев назад

    Thank you for such a wonderful and useful video.. I matched 34.5 skills out of 35 , hopefully I can be a programmer. After being a banker for 13 years I switched to programming.. learned a lot from you.. can’t repay you anything but hope to becoming a programmer as a return gift..

  • @riajulpro6946
    @riajulpro6946 11 месяцев назад +1

    Thinking of having a great solution and trying to watch the full video attentively.

  • @mojarcoder
    @mojarcoder 11 месяцев назад

    alhamdulillah ei sob gula bishoy amar majhe ache.

  • @Md_Muhaiminul_Islam
    @Md_Muhaiminul_Islam 11 месяцев назад

    আলহামুলিল্লাহ।
    অনেক মোটিভেটেড হলাম।❤

  • @shamimurrahman9116
    @shamimurrahman9116 11 месяцев назад

    I have just started learning with HTML to become a font- end developer in future. I am also a subscriber of your RUclips channel. To learn HTML, I searched at first your channel. But, when I did not find HTML playlist in your RUclips channel, then I moved to other channel. I hope when I learn JAVA SCRIPT after CSS, I will start at first with your java script playlist. I have watched your every motivational video from your RUclips channel. I think this is one of the best motivational contents of your
    channel. From the point of my personal view, some of the points of this motivational content is not only for a programmer but also for all the mankind. Pray for you, brother. This is my first comment to your channel. Please pardon me if anything mistake
    unintentionally.❤❤❤

    • @LearnwithSumit
      @LearnwithSumit  11 месяцев назад +1

      Dear vai, I am grateful to your for watching the video with patience. In this impatience world, a very few people do this. I wish you all the best. Take love

  • @protapghosh3491
    @protapghosh3491 11 месяцев назад

    অসাধারণ কন্টেন্ট ছিল দাদা। অনেক ভালোবাসা রইল ❤❤

  • @ratanjsr
    @ratanjsr 11 месяцев назад

    Excellent said. It will help those who need it desperately. Thank you very much.

  • @md.razunmia9879
    @md.razunmia9879 7 месяцев назад

    What a resourceful video it was!!!! Thank you so much for this video Sumit bhaiya.👌👌

  • @muniburmeskat
    @muniburmeskat 9 месяцев назад

    প্রিয় সুমিত ভাইয়া, শ্রদ্ধা নিবেন। আপনি আমাদের প্রোগ্রামিং জগতের পথপ্রদর্শক। আপনি আমাদেরকে যে ফ্রি রিসোর্সগুলো দিচ্ছেন সেটার জন্য আমরা আপনার প্রতি কৃতজ্ঞ।
    আপনি ভিডিওর শেষে যে লোকের কথা বলেছেন এরকম নিচু মানসিকতার দুই একটা লোক সব জায়গায় থাকে। এরা মানুষের উপকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে নাহ। আর এসব লোকদের কারণে বাকিরা ক্ষতিগ্রস্থ হয়।
    ভাইয়া, এরকম দু-একটা আবর্জনার কথা বাদ দিলে, আমরা বিশাল সংখ্যক শুভাকাঙ্খি আপনার সাথে আছি। আপনার কাছে আমরা চিরঋণী হয়ে থাকবো।

    • @LearnwithSumit
      @LearnwithSumit  9 месяцев назад

      আমি সেটা জানি ভাই। আপনাদের জন্য আমি যতদিজ শারীরিক ভাবে পারবো কনটেন্ট বানিয়ে যাব। পাশে থাকবেন।

    • @muniburmeskat
      @muniburmeskat 9 месяцев назад

      @@LearnwithSumit 💖💖

  • @munaimpro
    @munaimpro 10 месяцев назад

    One of the best video of Sumit viaya, Thanks for such a creation vai ❤

    • @LearnwithSumit
      @LearnwithSumit  10 месяцев назад

      Take love vai

    • @munaimpro
      @munaimpro 10 месяцев назад

      @@LearnwithSumit Never stop please, we need you, Ali vai, Hasin vai, Rabbil vai, Zhankar vai in our community. ❣

  • @user-gb9el9pn9p
    @user-gb9el9pn9p 11 месяцев назад

    ভাইয়া ভিডিওটা হাম্বল মানুষদের অনেক কাজে লাগবে। তাদের ভালবাসায় আপনি আরো অনেক দুর এগিয়ে যাবেন।

  • @mdnuralamsiddque1600
    @mdnuralamsiddque1600 11 месяцев назад

    I appreciate for sumit bhai. I think you're the boss.

  • @SadmanRyanRiad
    @SadmanRyanRiad 11 месяцев назад

    Thank you so much for your contribution to the society Sumit sir. You're one of my favorite content creator and teacher.

  • @SkillsAddaSabbir
    @SkillsAddaSabbir 11 месяцев назад

    Vlo laglo onk kichu e mile gece r kichu adopt korte hbe.

  • @user-nb3xr5ni4j
    @user-nb3xr5ni4j 9 месяцев назад

    vai apni dekhte kichuta acter jovan ar moto
    ar vai apni khub valo bujhan

  • @user-ol4rd4on3l
    @user-ol4rd4on3l 7 месяцев назад

    Brother, it is an outstanding video that has aided me a lot because I have been searching for information about programming. After watching this video, I have found all the answers of my questions and now, I am absolutely clear that programming is not for me. Thanks a lot, brother. Go ahead and keep making like this informative video.

  • @OjitDebNath
    @OjitDebNath 11 месяцев назад

    So much informative video and for beginner programmers for really amazing guidelines ❤

  • @freecodebd8654
    @freecodebd8654 11 месяцев назад

    apnar help nia amara onek dur jete parsi 😊😊

  • @abdussamadtusher5491
    @abdussamadtusher5491 11 месяцев назад

    Thank You, Sir.
    I need to work on improving my soft skills, specifically those listed as (3, 13, 14, 15, 17, 22).

  • @LiaquatAli-iv8cz
    @LiaquatAli-iv8cz 11 месяцев назад

    100% right , very impressive awesome suggestions.

  • @fysalahmedahmed3554
    @fysalahmedahmed3554 10 месяцев назад

    thank you for your valuable speaking; you are a good man and good luck.

  • @arifhossain4959
    @arifhossain4959 11 месяцев назад

    ভাই আমি অনেক দিন ধরে শিখতেছি html css javascript and Python আপনার সাথে কথা বলতে পারতাম আমি খুবই খুসি হোতাম ❤

    • @LearnwithSumit
      @LearnwithSumit  11 месяцев назад

      linkedin e amake ekta knock diyen

  • @monibbormon6406
    @monibbormon6406 11 месяцев назад

    The Points can be follow from all aspects of life and any working field I think. God Bless ❤❤

  • @mdfahimpathan61
    @mdfahimpathan61 11 месяцев назад

    অসাধারণ একটি কন্টেট!🫡..

  • @ahmed-gi4hh
    @ahmed-gi4hh 11 месяцев назад

    Thanks sir very informative video

  • @aponsit6532
    @aponsit6532 11 месяцев назад

    আমি
    Diploma in computer science and technology
    এর 4 years এর কোর্স শুরু করেছি ইনশাআল্লাহ।
    আপনারা CSE /non CSE
    এদের নিয়ে অনেক কথা বলেন ,এর সাথে আমাদের নিয়ে একটু কিছু বললেও পারেন 😅
    আমি
    ful stack web developer +
    web flow expert
    হতে চাই এখন আপনার পক্ষ থেকে আমার জন্য কী উপদেশ থাকছে?
    ❤❤❤❤❤❤❤

  • @anamulhaque5669
    @anamulhaque5669 11 месяцев назад

    বস❤❤❤❤!!!!