Kazi Mukhlesur Rahman vs Bangladesh |কাজী মোখলেছুর রহমান বনাম বাংলাদেশ |Land boundary agreement 1974

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 июн 2024
  • সংবিধান বা সাংবিধানিক আইন পড়তে গেলে আইন-শিক্ষার্থীদের বাধ্যতামূলকভাবেই পড়তে হয় ‘কাজী মোখলেছুর রহমান বনাম বাংলাদেশ’ শীর্ষক মামলাটি; কেননা বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্তৃক প্রদত্ত এই মামলার সিদ্ধান্তের আলোকেই বাংলাদেশকে আনয়ন করতে হয়েছিল সংবিধানের তৃতীয় সংশোধনী। আর এর মধ্য দিয়েই শেষপর্যন্ত আলোর মুখ দেখেছিল ভারত এবং বাংলাদেশের মধ্যকার ছিটমহল বিনিময়-সংক্রান্ত ১৯৭৪ সালে সম্পাদিত এবং স্বাক্ষরিত ঐতিহাসিক মুজিব-ইন্দিরা চুক্তি তথা দিল্লী চুক্তি’টি। কেবল তাই নয়, এই মামলার মধ্য দিয়েই প্রথমবারের মতো দ্বার খুলে যায় জনস্বার্থে মামলা দায়ের তথা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের। কিন্তু এমন ঐতিহাসিক বিষয়াবলী জড়িত রয়েছে যেই মামলায় সেই মামলাটি ঠিক কোন্ প্রেক্ষিতে দায়ের করা হয়েছিল; কোন কোন বিষয় আলোচিত হয়েছিল মামলাটিতে; কী পরিণতিই-বা বরণ করতে হয়েছিল মামলাটির; এবং মামলাটির ফলাফল কী প্রভাব রেখেছিল আমাদের সাংবিধানিক আইনের বিপুল জগতে?- সে সম্পর্কে বিস্তারিত জানেন না অনেকেই। এই বিষয়ে পরিস্কার একটা ধারণা দিতেই আমরা নির্মাণ করেছি ‘কাজী মোখলেছুর রহমান ও অপর একজন বনাম বাংলাদেশ’ শীর্ষক মামলা নিয়ে এই এপিসোডটি।
    এই মামলার মূল কেন্দ্রবিন্দু বেরুবাড়ি ইউনিয়ন নিয়ে প্রথমে ১৯৫৯ সালে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল একটি মামলা, যে মামলাটি বহুল পরিচিত ‘বেরুবাড়ি ইউনিয়ন মামলা, ১৯৬০’ নামে। পরবর্তীকালে একই ইউনিয়ন নিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টেও দায়ের হয় ‘কাজী মোখলেছুর রহমান ও অপর একজন বনাম বাংলাদেশ’ শীর্ষক মামলাটি। এমন একটি ইউনিয়ন নিয়ে সম্পাদিত চুক্তিকে কেন এবং কীভাবে শেষপর্যন্ত দুই দেশের সর্বোচ্চ আদালতে পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল- এই গুরুত্বপূর্ণ বিষয়টিও জানা যাবে এপিসোডটি থেকে।
    এপিসোডটির গ্রন্থনা করেছেন কে আর চৌধুরী, উপস্থাপন করেছেন ব্যারিস্টার সাজ্জাদ হায়দার, পাঠ করেছেন মিশকাত শুকরানা আর নির্মাণ করেছেন কামরুল হাসান ইমরান।
    #LawTubeBD #বেরুবাড়িইউনিয়ন #BerubariCase1974 #BangladeshIndiaLandBoundaryAgreement1974
    আইন সম্পর্কে আপডেট পেতে
    ল'টিউববিডি-র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন 👇👇
    / @lawtubebd
    আমাদের ফেসবুক পেইজঃ / lawtubebd

Комментарии • 161

  • @aminulislamfaridpur819

    অনেক অজানা বিষয় জানতে পারলাম। ধন্যবাদ

  • @hasanhawladar2233

    ধন্যবাদ কাজী মুখলেচুর রহমান কে।

  • @nihersarbadhikary4444

    Thank you @LawTubebd for Berubari Union (Episode -2)

  • @mdataulla

    দিয়েই গেলাম,তাও হেগর ওয় নাহ 😂

  • @nabendubikashsarbadhikary7885

    অনেক না জানা বিষয় অনেক ধন্যবাদ ল টিউব

  • @NurJahan-un1ig

    Informative

  • @Shimulflash

    History 🎉

  • @swapnachandboral9790
    @swapnachandboral9790 28 дней назад +3

    😢thanks. All. For. Open. To. Publics🎉

  • @user-zr9of2bj1q

    জানার জন্য একটি চমৎকার এপিসোড।

  • @m.s4181

    দহগ্রাম ও আঙ্গুলপোতায় যাতায়াতের জন্য তিন বিঘা রাস্তার বিনিময়ে ভারত দক্ষিণ বেরুবাড়ি বুঝে পেলেও, বিনিময়ে তিনবিঘা করিডোর আজো অধরা ও সমস্যায় জর্জরিত বাংলাদেশের জন্য। যে কারণে বাংলাদেশের মানুষের এই ছিটমহল দহগ্রাম-আঙ্গরপোতায় চলাচলের কোন স্বাধীনতা নেই

  • @hridoymiah3310

    ঐতিহাসিক এপিসোড। খুব ভালো লাগলো। বাংলাদেশের মূল তিনটি আইন। যথা: পেনাল কোড,ফৌজদারী কার্যবিধি এবং সাক্ষ্য আইন। এ প্রত্যেকটি আইনের আলাদা আলাদা এপিসোড চাই

  • @abdullahal-farooqfarooq2070

    Informative and well explained.

  • @theeventor8712

    Informative Episode

  • @NayanBhuiyan-bd8jt

    সালে বেরুবাড়ি ইউনিয়ন নিয়ে বিভিন্ন আইনি লড়াইয়ের পর অবশেষে বাংলাদেশের সাথে কিভাবে যুক্ত হলো তা নিয়ে এই ঐতিহাসিক মামলা সম্বন্ধে পরিপক্ক ধারণা পেলাম আপনাদের কাছ থেকে... Thank you Lawtubebd

  • @robertsmith5678

    Thank you sir. Correct

  • @abdulhakimkhan929

    দারুণ উপস্থাপনা।❤️

  • @SerajulTabrezali-js6xb

    Very good presentation brother

  • @zahirahmeduk

    Excellent. Continue please

  • @jahidislam2271

    ধন্যবাদ ❤️

  • @misilbongobasi7640

    Its a historical episode.