ভিডিওতে তো দেখা যাচ্ছে যাত্রী নিরাপত্তা রক্ষীকে আকরে ধরে মারামারি করছে এবং তাকে কোন ভাবেই ছাড়ানো যাচ্ছিলো না। তখন হয়তো তাকে ছাড়ানোর জন্য আঘাত করা হয়েছে। এ ছাড়া প্রভাসীকে আলাদা ভাবে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে তা তো দেখা যায়নি। এমন পরিস্থিতিতে, আপনারা কি চান যাত্রী নিরাপত্তা রক্ষীর গায়ে হাত তুলবে, মারধর করবে আর নিরাপত্তারক্ষী অনাকাঙ্ক্ষিত ঘঠনা (মারামারি) এড়াতে পালিয়ে যাবে? এতে আপনার দেশের বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল হবে?? তাহলে যে কেও নিরাপত্তা রক্ষীকে মেরে সরিয়ে দিয় বিমানবন্দরে ঢুকে বিমানবন্দরকে অনিরাপদ করে তুলবে।
"এটা কি সিনেমা যে আপনাকে আমি আলাদা আলাদা সিনেমা দেখাবো? " - অফিসারের এই একটা কথা বলার প্যাটার্ন-ই প্রমাণ করে আপনারা কতটা এরোগেন্টলি কথা বলেন এয়ারপোর্টে যাত্রীদের সাথে।
বাংলাদেশ বিমানবন্দরের কতটা লজ্জাজনক অবস্থা তা সবাই জানে। বদনামের শেষ নেই। প্রবাসী বা জনগণের গায়ে হাত দেওয়া মারা আগের অভ্যাস হয়ে গেছে। কিভাবে একজনকে হ্যান্ডেল করতে হবে তাই জানে না এটাই বাস্তবতা @@khirulislamsohag
গায়ে কে হাত তুলছে? ভিডিওতে তো দেখা যাচ্ছে যাত্রী নিরাপত্তা রক্ষীকে আকরে ধরে মারামারি করছে এবং তাকে কোন ভাবেই ছাড়ানো যাচ্ছিলো না। তখন হয়তো তাকে ছাড়ানোর জন্য আঘাত করা হয়েছে। এ ছাড়া প্রভাসীকে আলাদা ভাবে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে তা তো দেখা যায়নি। এমন পরিস্থিতিতে, আপনারা কি চান যাত্রী নিরাপত্তা রক্ষীর গায়ে হাত তুলবে, মারধর করবে আর নিরাপত্তারক্ষী অনাকাঙ্ক্ষিত ঘঠনা (মারামারি) এড়াতে পালিয়ে যাবে? এতে আপনার দেশের বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল হবে?? তাহলে যে কেও নিরাপত্তা রক্ষীকে মেরে সরিয়ে দিয় বিমানবন্দরে ঢুকে বিমানবন্দরকে অনিরাপদ করে তুলবে।
একজন কর্তব্যরত ইউনিফর্ম পরিহিত সদস্য ততোক্ষণ আপনার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে যতোক্ষন পর্যন্ত আপনি তার সাথে ভাল ব্যবহার করবেন। আপনার ব্যক্তিগত হেডাম দেখাতে আসবেন আর কেউ হাত গুটিয়ে বসে থাকবে তা হয় কেমনে? আত্নরক্ষা বলতে একটা শব্দ আছে। কতিপয় কিছু জনৈক ভদ্রলোক অন্যত্র থেকে দেশে আসলে দেশের মানুষ রে মানুষ মনে করে না...ঘাড় মোটা হয়ে যায়।
আপনি নিরাপত্তা বাহিনীর দিকে তেড়ে যাবেন এবং অন্য প্রবাসীদের নিরাপত্তার কাজে বিঘ্ন ঘটাবেন তাহলে আপনার আচরণ তো সন্ত্রাসীর মত লাগে.. আপনাকে কী আদর করবে নাকী..
প্রবাসে যদি অপরাধ অন্যায় করে থাকে তার শাস্তি হবে তার গায়ে হাত দেওয়া হচ্ছে কেন!! আমি একজন প্রবাসী প্রবাসী হিসেবে এ ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাছি!
আমার দেশের বিমান বাহিনীর সেনাকে এর চাইতে বেশি সম্মান দিতে হবে। সাহস কিভাবে হয় সেনার সাথে অসভ্য আচরণ করার এবং তাকে ধাক্কা দেওয়ার? গায়ে কে হাত তুলছে আগে? যেই বীর সেনারা আমার দেশের প্রতিরক্ষার কাজে নিয়োজিত তুমি ব্যাটা প্রবাসী আইসা তার উপর চড়াও হইবা। তার গায়ে ধাক্কা দিবা? সাহস কিভাবে হয়? সারা বাংলাদেশের জনগণকে অপমান করছে এই প্রবাসী। ওকে রিমান্ডে নেওয়া হোক।।
এভাবে মারার অধিকার কে দিয়েছে?? সে অন্যায় করলে তাকে আইনের হাতে তুলে দেওয়া যেতো,কিন্তু সেটা না করে আইন নিজেদের হাতে নিয়ে একজন প্রবাশী কে এভাবে মেরে রক্তাক্ত করার অধিকার আপনারা কোথায় পেয়েছেন???????????
@DiptoDev-v5g এই প্রবাসের জন্য কি বাংলাদেশে কোন আইন ছিল না? তাকে এভাবে সঙ্ঘবদ্ধ হয়ে মাটিতে ফেলে মারা হলো কেন সে কি কোন জঙ্গি ছিল সে একজন প্রবাসী সে যদি কোন অপরাধ করে থাকে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া উচিত তাকে এভাবে সঙ্ঘবদ্ধ হয়ে মাটিতে ফেলে মারা কতটুকু উচিত কাজ হলো।
একজন কর্তব্যরত ইউনিফর্ম পরিহিত সদস্য ততোক্ষণ আপনার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে যতোক্ষন পর্যন্ত আপনি তার সাথে ভাল ব্যবহার করবেন। আপনার ব্যক্তিগত হেডাম দেখাতে আসবেন আর কেউ হাত গুটিয়ে বসে থাকবে তা হয় কেমনে? আত্নরক্ষা বলতে একটা শব্দ আছে। কতিপয় কিছু জনৈক ভদ্রলোক অন্যত্র থেকে দেশে আসলে দেশের মানুষ রে মানুষ মনে করে না...ঘাড় মোটা হয়ে যায়।
ভাই সবাইরে এক ভাবেন না কি হয়ছে এটা জানা দরকার কিছু মূখ লোকের কারনে সব প্রবাসিরে তো এক ভাবা যাবে না যার সাথে এরকম হইছে ওই নিশ্চিত কিছু ভুল করছে। আইন মানতে চান নাই।
প্রবাসীর আচরণ আক্রমনাত্মক ছিলো অনেকটা যা স্পষ্ট দেখা যাচ্ছে। নিরাপত্তা কর্মীকে শুরু থেকেই শান্ত করার চেষ্টা করেছিলো বলে মনে হচ্ছে। আমাদের অধিকার অতিরিক্ত ফলাতে গিয়ে অনেক সময় অতিরিক্ত করে ফেলি। আইনের তোয়াক্কা করি না।
ভাই এটা মানুষকে নতুন করে বুঝানোর কোন কিছু নেই ! যাত্রী হয়তো ভুল করেছে ! তাই বলে এত অন্যায় ভাবে তাকে পিটানো হবে ? আরে ভাই এভাবে তো ছাত্রলীগ ও কখনো মানুষকে পিটাই নাই😢
আমি ভিডিও ফুটেজ দেখে যতটুকু বুঝেছি আমি একজন প্রবাসী হয়ে যাহা সত্য তাই বলবো ভিডিও ফুটেজে যতটুকু দেখতে পাচ্ছি সম্পূর্ণ প্রবাসীর দূষ দোষীকে আইনের আওতায় আনা হোক
তুমি মিয়া আনতাজে কথা বলো।দোষ ঠিক আছে তার বিচার হতো। কিন্তু তাকে সবাই মিলে মারধর করলো সেটার দায়িত্ব কে নিবে সেটার বিচার তুমি করবা মিয়া। তুমি মিয়া প্রবাসে বসে হাজার অন্যায় করলেও এমন করে তোমার গায়ে কেউ হাত তুলে না।আর তুমি এতো বছর পরে দেশে গেলে তোমার গায়ে হাত তুললে তোমার কেমন লাগতো
যাদের টাকায় বেতন আসে তাদের সাথে আচরণ ভাল করলে কি হয়,, আচরণ ভাল করলে তো আর কারও সাথে হাতাহাতি হয় না,,এতোটুকুও শিক্ষা যাদের মাঝে নেই তারা কি করে এয়ারপোর্টের মতো যায়গায় চাকরি পায়,,বুঝে আসে না
অতি আবেগী জাতি প্রবাসীর হয়ে চেতনার গল্প বলার আগে চোখ খুলে একটু খেয়াল করলেই বোঝা যায় কে আগ বাড়িয়ে ঝগড়া মারামারি শুরু করছে! তার পরে দায়িত্বরত কর্মকর্তার দোষ খুঁজতে হবে । হালার এমন অবস্থা যেনো প্রবাসী বলে পুরো এয়ারপোর্টের সিকিউরিটি সিষ্টেম উনার জন্য উন্মুক্ত করে দেয়া লাগবে 😡 এরে আরো ইচ্ছে মতো কয়টা দেয়া উচিত ছিলো নয়তো ভবিষ্যতে এর দেখাদেখি পলাতক অন্যান্য আসামিরাও দেশে ফিরলে এই সুযোগ নিবে তারাও তো এখন প্রবাসী 😆😆😆
বিমানবন্দরে যাত্রী পিটিয়ে ই কি সমাধান?? প্রবাসির যতই দোষ থাকুক তাকে এভাবে মারবে কেন।তারা আইনের লোক হয়েই আইন নিজের হাতে তুলে নিবে কেন??? ভালভাবে খেয়াল করুন নিরাপত্তা কর্মি পাশে থাকা মুরুব্বী হুজুর কে আগে ধাক্কা দেয়। আজকে একজন প্রবাসী দোষ করেছে, সারা বছর লাগেজ থেকে জিনিস পত্র চুরি করে এসব আনসার, তখন কি তাদের কেউ মারে???চুরি ও লাগেজ নষ্ট করার জন্য কয়জনের শাস্তি হইছে? বিমানবন্দরে নিরাপত্তা কর্মিদের আরো সহনশীল হতে হবে।
আমি একজন প্রবাসী সবাইকে রেমিটেন্স বন্ধ করার জন্য আহ্বান জানাচ্ছি এরকম পরিস্থিতি আমিও পড়েছিলাম এয়ারপোর্টে আনসার বাহিনীর দায়িত্ব থাকা কালীন এদের আচার-আচরণ খুবই খারাপ আমি আজ থেকে ব্যাংকের মাধ্যমে টাকা ছাড়া বন্ধ করে দিলাম এর সঠিক বিচার না হওয়া পর্যন্ত আপনারা সবাই ব্যাংকের মাধ্যমে টাকা ছাড়া বন্ধ করে দিন
এই অপদার্থ ম্যাজিস্ট্রেটকে চাকরি থেকে বরখাস্ত করা উচিত। একজন যাত্রীকে চরম ভাবে নিগৃহীত করার পর, তার কোন বিচার না করে উল্টো উক্ত প্রবাসীকেই হয়রানি করা হচ্ছে।
এই অফিসারের কথাগুলো শুনে আমার কাছে খুব খারাপ লাগলো। সে তার সহকারী কর্মীদের পক্ষে কথা বলছে। কথা সুর যেন ভয় পায়ে দিতাছে প্রবাসী ভাইয়ে কে। এ ধরনের অপরাধী কাজ যে সমস্ত পুলিশরা করেছে তাদেরকে গ্রেফতারের আওতায় আনা হোক।
এই প্রবাসী ভাই যদি কোন অপরাধ করে থাকে আপনারা থাকে গ্রেফতার করতে পারতেন অথবা আইনের আওতায় নিতে পারতেন! কিন্তু আপনাদেরকে গায়ে হাত তুলে রক্তাক্ত করার অধিকার দিয়েছে কে!
আমিও একজন প্রবাসি একজন প্রবাসী হয়ে বলছে ওনার এরকম আচরণ ঠিক হয় নাই ,,,,প্রবাসীদের সুবিধা দেওয়ার জন্য আমরা দাবি করছি কিন্তু কি এই সুবিধা পাওয়ার পর যদি আমরাই ,,,, যারা আমাদের রক্ষা করবে তাদের সাথে খারাপ আচরণ করে তাহলে ,,,আমাদেরকে সম্মান দেওয়ার মতো কেউই থাকবে না ধন্যবাদ
বিমানবন্দরের সমস্ত প্রশাসনকে আইনের আওতায় আনা হোক, কারণ তারা এতদিন প্রবাসীদের অর্থ সম্পদ লোপাট করে খেয়েছে,এটা মিডিয়া সহ সব জনগণেরই জানা আছে, তাই এদেরকে কঠিনতম শাস্তির আওতায় আনা হোক, যাতে করে প্রবাসীদের সাথে খারাপ ব্যবহার করার সাহস আর কোন সিকিউরিটি অথবা বিমানবন্দরের প্রশাসন না পায়।
কোনো প্রকার গায়ে হাত তোলার কোনো সুযোগ নেই এবং কোনো আইন নেই তাই এই আইনের অপব্যবহারের দায়ে এয়ার পোর্টের যাত্রীর উপর হামলাকারীকে চাকরি থেকে বরখাস্ত করার আহ্বান জানাই
উনি যদি ভুল করে তাহলে তার বিরুদ্ধ ব্যবস্থা নিত কিন্তু একজন প্রবাসীকে মেরে এভাবে রক্তাক্ত করার অধিকার এয়ারপোর্ট কতৃপক্ষের নাই।যারা তার গায়ে হাত দিয়েছে তাদের শাস্তির ব্যবস্থা করা হোক।
অপরাধ করলে #গ্রেফতার করুন। কিন্তু... কারো গায়ে হাত তোলার অধিকার কে দিয়েছে❔😡
Apnader ke airport er security ke marar right ke dease ?
ভিডিওতে তো দেখা যাচ্ছে যাত্রী নিরাপত্তা রক্ষীকে আকরে ধরে মারামারি করছে এবং তাকে কোন ভাবেই ছাড়ানো যাচ্ছিলো না। তখন হয়তো তাকে ছাড়ানোর জন্য আঘাত করা হয়েছে। এ ছাড়া প্রভাসীকে আলাদা ভাবে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে তা তো দেখা যায়নি।
এমন পরিস্থিতিতে, আপনারা কি চান যাত্রী নিরাপত্তা রক্ষীর গায়ে হাত তুলবে, মারধর করবে আর নিরাপত্তারক্ষী অনাকাঙ্ক্ষিত ঘঠনা (মারামারি) এড়াতে পালিয়ে যাবে?
এতে আপনার দেশের বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল হবে??
তাহলে যে কেও নিরাপত্তা রক্ষীকে মেরে সরিয়ে দিয় বিমানবন্দরে ঢুকে বিমানবন্দরকে অনিরাপদ করে তুলবে।
রাইট
মার একটু কম হয়েছে আরেকটু ভালো ভাবে দেয়ার দরখার ছিলো
pagol hoye gece
আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেয়া হোক।
এর জন্য দায়ী আমাদের মনোভাব, আমরা অন্য দেশের লোকেদের প্রতি অত্যন্ত আন্তরিক, কিন্তু নিজের দেশের লোকেদের সম্মান দিতে চাই না, এটা প্রতিটা ক্ষেত্রে।
সি সি ফুটেজের ঘরির টাইম নাই কেন? কাটা ছেরা হয়েছে মনে হয়
Ami aschi kalke amar lageg bangche compelen korte gechi tkhon bole eita savabik😂 ki ekta abosta
১০০% ঠিক কথাই বলেছে ভাই আমি আপনার সাথে এক সহ মত। আওয়ামীলীগ থাকলে বলতাম যে পুলিশ খমতা দেখাইছে?
"এটা কি সিনেমা যে আপনাকে আমি আলাদা আলাদা সিনেমা দেখাবো? " - অফিসারের এই একটা কথা বলার প্যাটার্ন-ই প্রমাণ করে আপনারা কতটা এরোগেন্টলি কথা বলেন এয়ারপোর্টে যাত্রীদের সাথে।
তো কি বলবে ?
ফুটেজ একটানা রানিং এটা নাইঐটা নাই বললে কি বলবো ?
বিমান বাহিনীর গায়ে হাত তোলার মতো এত বড় অপরাধ করছে ঐটা চোখে পরে না ?
Ek hate tali baje na
বাংলাদেশ বিমানবন্দরের কতটা লজ্জাজনক অবস্থা তা সবাই জানে। বদনামের শেষ নেই। প্রবাসী বা জনগণের গায়ে হাত দেওয়া মারা আগের অভ্যাস হয়ে গেছে। কিভাবে একজনকে হ্যান্ডেল করতে হবে তাই জানে না এটাই বাস্তবতা @@khirulislamsohag
প্রবাসীরা কিছু বলেনা?এখানে প্রবাসীর দোষ।সে ভাবদেখাইতে গিয়া ধরা
ঠিক বলেছেন
গায়ে হাত তুলবে কেন????
গায়ে কে হাত তুলছে? ভিডিওতে তো দেখা যাচ্ছে যাত্রী নিরাপত্তা রক্ষীকে আকরে ধরে মারামারি করছে এবং তাকে কোন ভাবেই ছাড়ানো যাচ্ছিলো না। তখন হয়তো তাকে ছাড়ানোর জন্য আঘাত করা হয়েছে। এ ছাড়া প্রভাসীকে আলাদা ভাবে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে তা তো দেখা যায়নি।
এমন পরিস্থিতিতে, আপনারা কি চান যাত্রী নিরাপত্তা রক্ষীর গায়ে হাত তুলবে, মারধর করবে আর নিরাপত্তারক্ষী অনাকাঙ্ক্ষিত ঘঠনা (মারামারি) এড়াতে পালিয়ে যাবে?
এতে আপনার দেশের বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল হবে??
তাহলে যে কেও নিরাপত্তা রক্ষীকে মেরে সরিয়ে দিয় বিমানবন্দরে ঢুকে বিমানবন্দরকে অনিরাপদ করে তুলবে।
একজন কর্তব্যরত ইউনিফর্ম পরিহিত সদস্য ততোক্ষণ আপনার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে যতোক্ষন পর্যন্ত আপনি তার সাথে ভাল ব্যবহার করবেন। আপনার ব্যক্তিগত হেডাম দেখাতে আসবেন আর কেউ হাত গুটিয়ে বসে থাকবে তা হয় কেমনে? আত্নরক্ষা বলতে একটা শব্দ আছে। কতিপয় কিছু জনৈক ভদ্রলোক অন্যত্র থেকে দেশে আসলে দেশের মানুষ রে মানুষ মনে করে না...ঘাড় মোটা হয়ে যায়।
আপনার গায়ে কেউ হাত তুললে আপনি কি করবেন
আপনি নিরাপত্তা বাহিনীর দিকে তেড়ে যাবেন এবং অন্য প্রবাসীদের নিরাপত্তার কাজে বিঘ্ন ঘটাবেন তাহলে আপনার আচরণ তো সন্ত্রাসীর মত লাগে.. আপনাকে কী আদর করবে নাকী..
😂😂😂😂
প্রবাসে যদি অপরাধ অন্যায় করে থাকে তার শাস্তি হবে তার গায়ে হাত দেওয়া হচ্ছে কেন!!
আমি একজন প্রবাসী প্রবাসী হিসেবে এ ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাছি!
ভিডিও স্পষ্ট দেখা যাচ্ছে, কে আগবাড়িয়ে আগে কার গায়ে হাত তুলেছে।
এটা অনেক বড় মাপের পরিকল্পিত ঘটনা। যেটা আমি আপনি জানি না।
বিমানবন্দরে নিরাপত্তা কর্মীদের আইনের আওতায় আনা হোক
কিসের জন্য? আইনের আওতায় আনা হবে সেই প্রবাসীকে। সাহস কতো বড়ো? আমার দেশের বিমান বাহিনীর সাথে বেয়াদবি করে। আবার আগ বাড়িয়ে তাকে ধাক্কা দেয়? হাতাহাতি করে?
No
আপনি বড় বড় কথা বলবেন আগে গায়ে হাত দিবেন নিরাপত্তা কমী কি আঙ্গুল চুষবে।
মেয়াদ উত্তীর্ণ গাজা খাইছে মনে হয়
ঠিক
গায়ে হাত তোলার কোনো রাইট আছে,
Apni ekjon er gayer upor uthe jaben . Ora air force police o na
😂😂😂😂
এয়ারপোর্টে এখন কার সকল প্রশাসনকে বহিষ্কার করা হোক
মুখের কথা বললেই হলো
আপনি সরকার হয়ে যান
সবাইকে বহিষ্কার করে আপনার চাচা মামা খালুকে ওখানে দায়িত্ব দেওয়া হোক
The vary mindset of the whole airport security team is inappropriate.
মুর্খের মত কথা না বলে দোষ কার সেটা বল?
প্রবাসীদের সম্মান দিতে হবে, অন্যায় করলে আইনের আওতায় আনা হোক তাই বলে গায়ে হাত তুলবে?
আমার দেশের বিমান বাহিনীর সেনাকে এর চাইতে বেশি সম্মান দিতে হবে। সাহস কিভাবে হয় সেনার সাথে অসভ্য আচরণ করার এবং তাকে ধাক্কা দেওয়ার? গায়ে কে হাত তুলছে আগে? যেই বীর সেনারা আমার দেশের প্রতিরক্ষার কাজে নিয়োজিত তুমি ব্যাটা প্রবাসী আইসা তার উপর চড়াও হইবা। তার গায়ে ধাক্কা দিবা? সাহস কিভাবে হয়? সারা বাংলাদেশের জনগণকে অপমান করছে এই প্রবাসী। ওকে রিমান্ডে নেওয়া হোক।।
প্রবাসীকে কে অধিকার দিছে একজন আইনের লোককে হাত তুলতে।
এদিকে আইন-শৃঙ্খলা বাহিনীর গায়ে হাত তুলবে, আবার বলতেছেন সম্মান দিতে !সম্মান কি এভাবে আসে নাকি?
এভাবে মারার অধিকার কে দিয়েছে?? সে অন্যায় করলে তাকে আইনের হাতে তুলে দেওয়া যেতো,কিন্তু সেটা না করে আইন নিজেদের হাতে নিয়ে একজন প্রবাশী কে এভাবে মেরে রক্তাক্ত করার অধিকার আপনারা কোথায় পেয়েছেন???????????
ওরে বাটপার ওরে সিটার
@@HasenaHasena-wx3pcআইনের লোক আইনের হাতে তুলে দিবে 🤣🤣 বেশি স্বাধীনতা পাইয়া কে কি সেটাই ভুলে গেছেন না।
আপনি নিজেকে প্রবাসী বলেন?আপনাকে সামরিক বাহিনীর সদস্যের গায়ে হাত তুলার অধিকার কে দিছে?তুমি মিয়া গায়ে হাত তুলবা আর তোমারে আদর করব?
আমি প্রবাসী। আমার মনে হচ্ছে আগে প্রবাসী হাত তুলছে। যার কারনে ঘটনার সূতপাত।
@HasenaHasena-wx3pc তোদের মত কিছু মুর্খ আছে তারাই এই ভাবে বিচার চায় কোনো কিছু বিবেচনা না করে
সমস্ত প্রবাসী একসাথে হন
এখানে প্রবাসী লোকটার দোষ ছিল,
কেন দোস তো ওই ভাইয়ের তাহলে সমস্ত প্রবাসী কেন এক হবে
@Fahimakidsjoon উস্কানি দেওয়া, লীগ এর স্বভাব
ভাই তোমারা আন্দোলন গড়ে তোলৈ😂
বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদেরকে কঠিন শাস্তি দেওয়া হোক,
প্রথম মারামারি টা প্রবাসী করে ছিলো তার আচরণ ছিলো ভয়ঙ্কর।।
@@DiptoDev-v5gহেডা আছিল,, তার বাবার থেকে মোবাইল নেওয়ার চেষ্টা করেছিল কেন।। ভিডিও করতে বলা কোন আইনে অপরাধ
@DiptoDev-v5g এই প্রবাসের জন্য কি বাংলাদেশে কোন আইন ছিল না? তাকে এভাবে সঙ্ঘবদ্ধ হয়ে মাটিতে ফেলে মারা হলো কেন সে কি কোন জঙ্গি ছিল সে একজন প্রবাসী সে যদি কোন অপরাধ করে থাকে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া উচিত তাকে এভাবে সঙ্ঘবদ্ধ হয়ে মাটিতে ফেলে মারা কতটুকু উচিত কাজ হলো।
এটা প্রবাসী না এটা মনে হয় উগ্রবাদী
তার আচরণ ছিলো ভয়ংকর তাইনা?? মোবাইল ধরে নিয়ে যাওয়ার চেষ্টা টা কি উচিৎ ছিলো??@@DiptoDev-v5g
দোষ করলে বিচার করে শাস্তি হবে, কিন্তু যাত্রীকে মারধর করার অধিকার কে দিলো ? আমরা সরকারি কর্মীদের কাজ কর্ম ভিডিও করবো এটি আমাদের অধিকার।
এই নিউজটা শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সুনাম বেড়ে গেছে আইনের কি অবস্থা
যদি প্রবাসী অন্যায় করে তাহলে আপনারা বিচার করেন দেশের আইন কানুন ব্যবস্থা আছে কিন্তু আপনারা সবাই মিলে তাকে অনেক অত্যাচার করেছেন মারধর করেছেন
সরকার এই মাজেসটেড সহ সবাই বিচার করতে হবে। নয়তো আবার রেমিট্যান্স বন্ধ হয়ে যাবে।
অন্যায় করলে সবার শাস্তি পেতে হবে,সে দেশি হউক বা বিদেশি
এই মেজিস্টিটের কথার মধ্যেেই তো আওয়ামী লীগের গন্ধ
বাল বন্ধ হবে। এসব অভদ্রের জন্য প্রবাসীরা রেমিট্যান্স বন্ধ করবে না।
@@EvrooSosi aballlll
নিজেদের দোষ ঢাকার চেষ্টা 😅
রাইট
একজন কর্তব্যরত ইউনিফর্ম পরিহিত সদস্য ততোক্ষণ আপনার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে যতোক্ষন পর্যন্ত আপনি তার সাথে ভাল ব্যবহার করবেন। আপনার ব্যক্তিগত হেডাম দেখাতে আসবেন আর কেউ হাত গুটিয়ে বসে থাকবে তা হয় কেমনে? আত্নরক্ষা বলতে একটা শব্দ আছে। কতিপয় কিছু জনৈক ভদ্রলোক অন্যত্র থেকে দেশে আসলে দেশের মানুষ রে মানুষ মনে করে না...ঘাড় মোটা হয়ে যায়।
এখনো বিমানবন্দরে আনসার লীগ চাকরি করে???
আমি সৌদি আরব প্রবাসী আমাদের মতো প্রবাসীদের দুর্ভাগ্য বাংলাদেশে জন্ম নিয়ে তীব্র নিন্দা জানাচ্ছি বাংলাদেশ সরকারকে
ওই প্রবাসীর যে আছে সেটা তো বলছেন না।
ভাই সবাইরে এক ভাবেন না কি হয়ছে এটা জানা দরকার কিছু মূখ লোকের কারনে সব প্রবাসিরে তো এক ভাবা যাবে না যার সাথে এরকম হইছে ওই নিশ্চিত কিছু ভুল করছে। আইন মানতে চান নাই।
নিন্দা জানাই
আমাদের চোখ কি অন্ধ আমরা দেখতেছিনা..!
এটার সঠিক বিচার করে হবে,
সত্য তুলে ধরার জন্য ধন্যবাদ ❤
সকল প্রবাসীদের অনুরোধ করবো এই ঘটনার বিচার না হওয়া পর্যন্ত কোন রেমিট্যান্স পাঠাবেন না।
ধন্যবাদ এভাবে এয়ারপোর্টে সব করমকতাদের সজাগ থাকবেন।
সকলকেই আইনের প্রতি শ্রদ্ধা থাকা উচিত ।
প্রবাসীর আচরণ আক্রমনাত্মক ছিলো অনেকটা যা স্পষ্ট দেখা যাচ্ছে।
নিরাপত্তা কর্মীকে শুরু থেকেই শান্ত করার চেষ্টা করেছিলো বলে মনে হচ্ছে।
আমাদের অধিকার অতিরিক্ত ফলাতে গিয়ে অনেক সময় অতিরিক্ত করে ফেলি। আইনের তোয়াক্কা করি না।
সুন্দর কথা
ভাই এটা মানুষকে নতুন করে বুঝানোর কোন কিছু নেই !
যাত্রী হয়তো ভুল করেছে !
তাই বলে
এত অন্যায় ভাবে তাকে পিটানো হবে ?
আরে ভাই এভাবে তো ছাত্রলীগ ও কখনো
মানুষকে পিটাই নাই😢
😂 Apne satru league selen maybe age.
ওর বউ ব্যবসা ভালো যাচ্ছে না বুঝতে হবে@@ArafatHosan-q9t
কাট করে বাতিল করছে ফুটেজ
রাইট
জাগো প্রবাসী জাগো তুমি তোমার ন্যায্য অধিকারের জন্য লড়াই করো । তুমি কে আমি কে প্রবাসী প্রবাসী ॥
প্রবাসীরা কান খুলে শুনে নাও, এদেশের সরকার যেই হোক তোমরা প্রবাসীদের কোনোদিন শান্তি হবে না।
বিমানবন্দরে অনেক অনিয়ম হয়
রেমিট্যান্স বন্ধের ডাক দিন। এর বিচার অবশ্যই হওয়া উচিত।
Shawar bishar chan miah dosh kar ki chockhe dekhen na
Tomadr family tomgo talak dibo pagla
রেমিট্যান্স বন্ধের ডাক দিলে আমরাও তোমাদের জন্য এয়ারপোর্ট বন্ধের ডাক দিবো। চোরের মার বড়ো গলা? বিমান বাহিনীর সেনাকে ধাক্কা মারো? আবার রেমিট্যান্স বন্ধের হুশিয়ারি??
@@MdjahedHossain-o1e দোষ প্রবাসীর তাই বলে তোমার বাপেরা ১০/১২ জন মিলে হামলা করবে এই আইন পাইছো কই।
যে বা যারা গায়ে হাত তুলেছে সবাই কে 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে।
অন্যায় করলে তাকে গ্রেফতার করা হোক, আইনের আওতায় আনা হোক। কিন্তু গণধলাই কেন, রক্তাক্ত কেন ?
বিদেশে গেলে আইন কানুন মনে থাকে বাংলাদেশে আসে মাস্তান হয়ে যায়
রেমিট্যান্স যোদ্ধার গায়ে হাত তুলতে হবে।
রেমিট্যান্স পাঠানো বন্ধ করা হোক।
Airport maintain দায়িত্ব অন্যদেশের সভ্য মানুষ দিয়ে। এদের দারা ভালো ব্যাবহার আর সম্ভব নয়।
যখন আমি একা আশি তখন আমি ব্যক্তি,, প্রবাসীরা যখন এক হই তখন আমরা শক্তি,,
আমাদের সাধারন জনগন রা আইন বাহিনীদের ও আইনের উপর সম্মান করতে শিখেনি , যার কারনে এই অবনতি ।
আনসার বাহিনী কে নিষিদ্ধ করা হোক।
বিমান বাহিনীর সদস্য
আনসার নয় বিমান বাহিনীর সদস্য
মনে হচ্ছে ভদ্রলোক মূর্খ পরিচয় দেন কেন
@@haniasinwarবিমান বাহিনী না এপিবিএম সদস্য এরা।
কানা ভালো করে দেখ
ভাই ভালো করে দেখেন, ভালো করে দেখেন ধাক্কা দিসে আপনারা তো এটাই পারবেন সব সময় ভুলটা বোঝাতে
রেমিট্যান্স পাঠানো বন্ধ করা হোক তা হলে সব গুলো টের পাবে কেমন লাগে।
টাকার বিনিময়ে ম্যাজিস্ট্রেট।আইন জানেনা বলেই জরিমানা করেছে? প্রবাসীদের উচিত এর সঠিক বিচার হবার আগ পর্যন্ত রেমিট্যান্স বন্ধ করে দেয়া।
গোয়া মারা দেয় গিয়ে
তীব্র নিন্দা জানাই
আমি ভিডিও ফুটেজ দেখে যতটুকু বুঝেছি আমি একজন প্রবাসী হয়ে যাহা সত্য তাই বলবো ভিডিও ফুটেজে যতটুকু দেখতে পাচ্ছি সম্পূর্ণ প্রবাসীর দূষ দোষীকে আইনের আওতায় আনা হোক
Oil your own machine. This topic is out of your knowledge.
তুমি মিয়া আনতাজে কথা বলো।দোষ ঠিক আছে তার বিচার হতো। কিন্তু তাকে সবাই মিলে মারধর করলো সেটার দায়িত্ব কে নিবে সেটার বিচার তুমি করবা মিয়া। তুমি মিয়া প্রবাসে বসে হাজার অন্যায় করলেও এমন করে তোমার গায়ে কেউ হাত তুলে না।আর তুমি এতো বছর পরে দেশে গেলে তোমার গায়ে হাত তুললে তোমার কেমন লাগতো
সমস্ত প্রবাসী একসাথে হয়ে এই অন্যায়ের প্রতিবাদ করুন
আপনারা গায়ে কেনো হাত দিবেন। আপনারা দের বেতন দেই আমরা
বিচার চাই
নিরাপত্তা বাহিনীকে আরো ধৈর্যশীল এবং আইনের প্রতি কঠোর হওয়ার দাবি জানাচ্ছি
নিরাপত্তা বাহিনী এমন কি বলেছে যাতে যাত্রী রাগান্বিত হয়েছে নিশ্চয়ই এমন কিছু বলেছে
রাইট
প্রত্যেকটা কর্মকর্তার গায়ে
ক্যামেরা লাগানো হোক
ভিডিও এবং অডিও
রেকর্ডিং এর ব্যবস্থা থাকবে
রিমান্ডে দেওয়া দরকার ছিলো 🤬
তোর বাবাদের টাকা দিয়ে দেশ চলে
2:30 second e valo kore dekhen chacha ke age dakka diche
Oi mia or chele dakka dise r jar sate fight hoise o dharai kotha boltasilo
চাচা আগে উত্তেজিত হয়ছে, এই বয়সে শরীরে এত জোস আসে কোত্থেকে 🙂
প্রবাসী ব্যক্তি মূল আকামের হোতা, সেই মূলত প্রথমে গায়ে হাত তুলেছে কর্তব্যরত ব্যক্তির উপরে।
Ararpot Jara acha sob batparer dol..
সাধারণ মানুষকে ওরা প্রজা মনে করে এটাই সমস্যা। ওরা বেশি বুঝে। ওরাই শিক্ষিত। ওরাই সব রাজার কর্মী। অথচ সাধারণ মানুষ তাদের boss। এটাই তারা মানতে পারে না।
যাদের টাকায় বেতন আসে তাদের সাথে আচরণ ভাল করলে কি হয়,, আচরণ ভাল করলে তো আর কারও সাথে হাতাহাতি হয় না,,এতোটুকুও শিক্ষা যাদের মাঝে নেই তারা কি করে এয়ারপোর্টের মতো যায়গায় চাকরি পায়,,বুঝে আসে না
যারা আমাদের নিরাপত্তার জন্য দিন রাত্রে কাঠে তাদের সাথে ভালো আচরণ করলে সমুস্যা কি-??
@@ahmedsuhen8287 are camcar baccha tai bole ki gaye hat tulbe
টাকা বেশি তো লাফালাফি করাও বেশি
মরলে যে লাথি দিয়ে ঘর থেকে বের করে দেবে এটা চিন্তা করে না
বিমান বাহিনীর গায়ে হাত তুলবা আর বলবা আমার টাকায় বেতন চলে কত কথা ।
ট্যাক্স দেয় না দুই টাকা আর কথায় কথায় আমার টাকায় বেতন চলে
অতি আবেগী জাতি প্রবাসীর হয়ে চেতনার গল্প বলার আগে চোখ খুলে একটু খেয়াল করলেই বোঝা যায় কে আগ বাড়িয়ে ঝগড়া মারামারি শুরু করছে!
তার পরে দায়িত্বরত কর্মকর্তার দোষ খুঁজতে হবে । হালার এমন অবস্থা যেনো প্রবাসী বলে পুরো এয়ারপোর্টের সিকিউরিটি সিষ্টেম উনার জন্য উন্মুক্ত করে দেয়া লাগবে 😡 এরে আরো ইচ্ছে মতো কয়টা দেয়া উচিত ছিলো নয়তো ভবিষ্যতে এর দেখাদেখি পলাতক অন্যান্য আসামিরাও দেশে ফিরলে এই সুযোগ নিবে তারাও তো এখন প্রবাসী 😆😆😆
এখানে প্রবাসী টা যেভাবে এগিয়ে যাচ্ছে ঝগড়া করার জন্য এটা ঠিক না ওরাও তো আমরা তো সবাই ভাই ভাই ওরা চাকরি করে আমাদের দুজনেরই
প্রবাসী ভাইয়ের গায়ে হাত দেওয়া উচিত হয়নি দোষ দুজনেরই আছে
প্রবাসির আচরন খুবই খারাপ ছিল, তাকে গ্রেফতার করা উচিত ছিলো।
মাদারি
বিমানবন্দরে যাত্রী পিটিয়ে ই কি সমাধান??
প্রবাসির যতই দোষ থাকুক তাকে এভাবে মারবে কেন।তারা আইনের লোক হয়েই আইন নিজের হাতে তুলে নিবে কেন???
ভালভাবে খেয়াল করুন নিরাপত্তা কর্মি পাশে থাকা মুরুব্বী হুজুর কে আগে ধাক্কা দেয়।
আজকে একজন প্রবাসী দোষ করেছে, সারা বছর লাগেজ থেকে জিনিস পত্র চুরি করে এসব আনসার, তখন কি তাদের কেউ মারে???চুরি ও লাগেজ নষ্ট করার জন্য কয়জনের শাস্তি হইছে?
বিমানবন্দরে নিরাপত্তা কর্মিদের আরো সহনশীল হতে হবে।
আমি একজন প্রবাসী সবাইকে রেমিটেন্স বন্ধ করার জন্য আহ্বান জানাচ্ছি এরকম পরিস্থিতি আমিও পড়েছিলাম এয়ারপোর্টে আনসার বাহিনীর দায়িত্ব থাকা কালীন এদের আচার-আচরণ খুবই খারাপ আমি আজ থেকে ব্যাংকের মাধ্যমে টাকা ছাড়া বন্ধ করে দিলাম এর সঠিক বিচার না হওয়া পর্যন্ত আপনারা সবাই ব্যাংকের মাধ্যমে টাকা ছাড়া বন্ধ করে দিন
ডিউটি রত অহরহ গায়ে হাত তুলবে কেন
এই অপদার্থ ম্যাজিস্ট্রেটকে চাকরি থেকে বরখাস্ত করা উচিত। একজন যাত্রীকে চরম ভাবে নিগৃহীত করার পর, তার কোন বিচার না করে উল্টো উক্ত প্রবাসীকেই হয়রানি করা হচ্ছে।
😂😂😂
Tmr heda
এই বিয়াদবির প্রশ্রয় দেওয়া হলো, ভবিষ্যতে যেন এমন হলেও সমস্যা না হয়
ইউরোপে থাকে তো একটু পাওয়ার দেখাতে চেয়েছিল 😂😂😂
প্রবাসী লীগ
অপরাধীদের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে
যাত্রী যদি আইনের বাইরে কিছু করে তবে উনাকে গ্রেফতার করবেন - মাইর পিট করা তো নিয়ম না।
আগে গায়ে কে হাত তুলেছে ?
বিমান বাহিনীর লোকের গায়ে হাত তোলার স্পর্ধা কি করে দেখায় ?
এই অফিসারের কথাগুলো শুনে আমার কাছে খুব খারাপ লাগলো। সে তার সহকারী কর্মীদের পক্ষে কথা বলছে। কথা সুর যেন ভয় পায়ে দিতাছে প্রবাসী ভাইয়ে কে। এ ধরনের অপরাধী কাজ যে সমস্ত পুলিশরা করেছে তাদেরকে গ্রেফতারের আওতায় আনা হোক।
আমাদের আসিফ নজরুল তো বড় বড় কথা বলতো প্রবাসীদেরকে নিয়ে এখন সে কই
এই প্রবাসী ভাই যদি কোন অপরাধ করে থাকে আপনারা থাকে গ্রেফতার করতে পারতেন অথবা আইনের আওতায় নিতে পারতেন! কিন্তু আপনাদেরকে গায়ে হাত তুলে রক্তাক্ত করার অধিকার দিয়েছে কে!
কঠিন শাস্তি দেওয়া হোক এই ঘটনার সাথে জড়িত প্রত্যেক সদস্যকে
অপরাধীর শাস্তি চাই
একজন ক্লায়েন্টের সাথে কীভাবে কথা বলবেন তাইতো আপনাদের শিখানো হয় নাই, কীভাবে একজন ক্লায়েন্টেকে সম্মান দিয়ে কথা বলতে হয় সেই প্রশিক্ষণ নিন...!
আমরা প্রবাসীরা রেমিট্যান্স পাঠাবো না ইউনুস যতদিন থাকবে ইনশাআল্লাহ
আমিও একজন প্রবাসি একজন প্রবাসী হয়ে বলছে ওনার এরকম আচরণ ঠিক হয় নাই ,,,,প্রবাসীদের সুবিধা দেওয়ার জন্য আমরা দাবি করছি কিন্তু কি এই সুবিধা পাওয়ার পর যদি আমরাই ,,,, যারা আমাদের রক্ষা করবে তাদের সাথে খারাপ আচরণ করে তাহলে ,,,আমাদেরকে সম্মান দেওয়ার মতো কেউই থাকবে না ধন্যবাদ
বিমানবন্দরের সমস্ত প্রশাসনকে আইনের আওতায় আনা হোক, কারণ তারা এতদিন প্রবাসীদের অর্থ সম্পদ লোপাট করে খেয়েছে,এটা মিডিয়া সহ সব জনগণেরই জানা আছে, তাই এদেরকে কঠিনতম শাস্তির আওতায় আনা হোক, যাতে করে প্রবাসীদের সাথে খারাপ ব্যবহার করার সাহস আর কোন সিকিউরিটি অথবা বিমানবন্দরের প্রশাসন না পায়।
রেমিট্যান্স শাট ডাউন
মামার বাড়ির আবদার
আমি মনে করি প্রবাসীদের সাথে যারা অন্যায় করে তাদের সবাইকে একদিন না একদিন বিচার করতেই হবে
বিমানবন্দর কর্তৃপক্ষে আইনের আওতায় আনা
২৪ ঘন্টার মাঝে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। তা না হলে প্রবানীদের উচিত আবারো রেমিট্যান্স সাট ডাউনের ঘোষণা দেওয়া
সব ঠিক আছে, যাত্রীর গায়ে হাত তোলার অধিকার সরকারি লোকদের কে দিছে। এখন মনে হয় কেমড়া দেখায়না এখন আবার নির্যাতন করতেছে। ঐ অফিসার কে আইনের আওতায় আনা হোক।
কোনো প্রকার গায়ে হাত তোলার কোনো সুযোগ নেই এবং কোনো আইন নেই তাই এই আইনের অপব্যবহারের দায়ে এয়ার পোর্টের যাত্রীর উপর হামলাকারীকে চাকরি থেকে বরখাস্ত করার আহ্বান জানাই
সমস্ত প্রবাসীদের এক হওয়ার আহবান জানাই কে এর কঠিন বিচার হওয়া উচিত প্রবাসীদের গায়ে হাত দেয়া এত সাহস কোথায় পেল
যাত্রী শত অপরাধ করলেও তার গায়ে হাত তোলা দন্ডনীয় অপরাধ। আইন আছে।
প্রবাসী কি আইন মেনেছিলো?
আর আপনি গায়ে হাত তোলার কথা যে বললেন সেটা প্রথমে প্রবাসী আক্রমণ করেছে আর নিরাপত্তাকর্মীরা কি তাকে চুমা খাবে বলেন।
রেমিটেন্স বন্দর ডাক দিন সকল প্রবাসী এক হও এদের উচিত শিক্ষা দেওয়া দরকার
Remittance bondo kora houk jodi Eder shobike bohishkar na kora hoy
Yes officer snach his mobile
Interview was not helpful, Interview is in favour of officer .
Onek bro bro Golpo akhon koi gelo sei golpobas lok gulo
অবশ্যই গায়ে হাত দিয়েছে তা না হলে এমন ঘটনা ঘটতো না
Remittance should be shut down until we get justice
যতই অন্যায় করুক জনগণের ওপর হাত তুলা অন্যায়।তীব্র নিন্দা জানাই ও আনসার দের চাকরি থেকে বাদ দিয়ে উপযুক্ত শাস্তি চাই।
বিমানবন্দরে যারা চাকরি চাকরি করে তাদের সবাইকে প্রবাসী দেশের সাথে ভালো ব্যবহার করতে হবে আর না হলে তাদের চাকরি অব্যাহতি দিতে হবে অব্যাহতি দেওয়া উচিত
খালি জরিমানা নয় এই প্রবাসীকে সঠিক বিচার করতে হবে
উনি যদি ভুল করে তাহলে তার বিরুদ্ধ ব্যবস্থা নিত কিন্তু একজন প্রবাসীকে মেরে এভাবে রক্তাক্ত করার অধিকার এয়ারপোর্ট কতৃপক্ষের নাই।যারা তার গায়ে হাত দিয়েছে তাদের শাস্তির ব্যবস্থা করা হোক।
Er ager video dekhano hocchena kano??bar bar blche mobile nia niache oi video koi??airport a ki camera 1 ta e?? Er ager clip koi
Where full videos 😡😡
He is a remittance fighter
You can be arrested if he does any crime
Why administration beat him😡😡😡😡😡
মূল ভিডিও কোথায়, পুরাটা দেখান।
এমন অন্যায়ের বিরুদ্ধে তিব্র নিন্দা জানাচ্ছি