I've watched numerous videos on e-returns, but none have simplified the First Return process as effectively as this Bangla video. It's the perfect resource for first-timers looking to file their returns. Thanks for sharing!
আসসালামু আলাইকুম, আমি চাকরি করি তার পরও অন্য এক ব্যক্তির থেক একটা জমি রেজিষ্ট্রেশন বায়না করি, পরবর্তীতে রহিম এর কাছে বেশি টাকায় বিক্রি করি, জমির মূল মালিক রহিমকে সরাসরি সাব কবলা দলিল দিয়ে দেন, এবং আমাকে লাভের টাকা দিয়ে দেয় আমার এই লাভের টাকা কি আয়কর রিটার্ন এ দেখাতে পারবো। জানালে উপকৃত হবো।
আসসালামু আলাইকুম ভাই, আমি আমার অনলাইন প্রথমবার ২০২২-২০২৩ রিটার্ন দাখিল এর সময় নন এগ্রিকালচার প্রপার্টিতে ক্রয় কৃত ভূমির ক্রয় মূল্য দেখালাম কিন্তু ভুলক্রমে লাস্ট ইয়ার ভ্যালুর ঘরে শূন্য ছিল আমি খেয়াল করি নাই এই কারণে অনলাইনে প্রোপারটি আসছে কিন্তু তার ভ্যালু আর মূলসিটার সাথে যোগ হয় নাই, তাই আমি আমার যে সম্পদ সেটাকে বাকি যেটা থাকে সেটাকে আমি নগদ ক্যাশ ব্যাংক দেখাইয়া দিছি এই ভুল আমি কিভাবে সংশোধন করতে পারি। যেমন আমি টোটাল দেখাইছি ২৫ লাখ কিন্তু এখান থেকে সাড়ে সাত লাখ বাদ যাবে জমি ক্রয়ের মূল্য তো আমার ওই ব্যাংক ব্যালেন্সের আমি ২৫ লাখ টাকা দিয়ে দিছি ভুলে এক্ষেত্রে কি করা যায়।
আস সালামুয়াইকুম স্যার ই টিন রেজিস্ট্রেশন করতে চাচ্ছি কিন্তু স্মার্ট কার্ড বা এনআইডি তে কার্ড নাম্বার দিলেও Registration already exists for this NID এই লেখাটি আসছে। এখন কিভাবে জানব যে আমার স্মার্ট কার্ড বা এনআইডি কার নামে ব্যবহার হয়েছে বা আমি কিভাবে আমার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারি। অসাধারন, সময়োপযোগী এবং ব্যক্তি গুরুত্বপুর্ন বিষয় নিয়ে তথ্যবহুল ভিডিও দেওয়ার জন্যে আপনাকে ধন্যবাদ ।
40 বছর পূর্বে অরথাৎ আমার বয়স যখন আট বছর তখন আমার পিতা আমার নামে ত্রিশ শতাংশ জমি সওর হাজার টাকা দিয়ে ক্রয় করে দিয়াছেন। তখন কোন ব্যাংক ছিল না। তিনি এক জন কৃষক মানুষ ছিলেন। তাহার কৃষি ফসল বিক্রয় লন্ধ আয় থেকে ক্রয় করে দিয়াছেন। এখন আমি আমার আয়কর রিটার্নে ঐ জমি কি ভাবে প্রদর্শন করবো। দয়া করে বলবেন কি?
আমি টিন সার্টিফিকেট নিয়েছি এবছর ১৫-০৫-২০২২ এ এবং এবছর ১০-৬-২০২২ এ ১৫ লক্ষ টাকার সঞ্চয় পত্র ক্রয় করেছি যার টাকার উৎস ডিপিএস হিসেব থেকে। আমার সম্পদ হিসেবে ২০০১ এবং ২০০২ সালে ১০০ শতাংশ জমি ক্রয় রয়েছে। সেই জমি ক্রয় এর টাকার হিসাব কি এখন দিতে হবে কিনা?
Very useful information sir. I am having lots of issue to filing tax for my parents who doesn't want to pay proper tax or show wealth. They even didn't maintain all the previous bank or savings documents.
ভাইয়া আমার জন্ম ১৯৯৫ সালে। ২০১১ সাল থেকে আমি খুচরা কাচামাল শাক সবজি ব্যবসা করি। এখন ২০২২ সালে আমার মোট সম্পত্তি ২২ লাখ টাকা। এখন যদি আমি আয়কর রিটার্নে সম্পত্তি ২২ লাখ টাকা দেখায় তাহলে কি ফাইল অডিটে পরবে?
ভাই আমি লোন নিয়ে জমি কিনেছি কিন্তু ওই জমির দলিল এখনো বের হয়নি এবং অন্য কোন কাগজপত্র আমার কাছে নেই এবং আরো একটা জমি আছে সেটারও কাগজপত্র আমার কাছে নেই বা দলিল নেই তাহলে আমি কি রিটার্ন দাখিল করার সময় ওই জমিগুলো দেখাতে পারবো আশা করি আমার প্রশ্নের উত্তরটা দিবেন ইনশাআল্লাহ।
আমি ডাকঘর সঞ্চয় পত্র কেনার জন্য ২০২০ সালে ই-টিন সার্টিফিকেট করেছি এবং সঞ্চয় পত্র কিনেছি। আমার বাবা বাহিরে থাকে সম্পূর্ণ সেই টাকা দিয়ে সঞ্চয় পত্র কেনা, আমার একটি ছোট ব্যবসা আছে ট্রেড লাইসেন্স আছে সেটা দেখিয়ে ২১-২২ রিটার্ন দাখিল করেছি।এখন মেন কথা হচ্ছে রিটার্নে সঞ্চয় পত্র প্রদর্শন করিনি কোনো সমস্যা হবে?সঠিক উওর দিয়ে সহযোগিতা করবেন ধন্যবাদ।
ভাইয়া আমার বাবা পৈত্রিক সম্পদ বিক্রি করে সঞ্চয়পত্র করেছে ২০ লাখ আর,,, ব্যাংকে আছে ২০ লাখ এখন এক্ষেত্রে আমাদের কি আয়কর আসবে।।। আমার বাবার ইনকাম নেই শুধু সঞ্চয়পত্র থেকে যা আসে তা,,,,,
আমার মা ,১৯৯৭ সাল থেকে প্রাইমারি স্কুলের শিক্ষক. বাবা ২০০০ সাল থেকে বিদেশে কর্মরত। এখন ২০১৫ সালে মা, বাবার টাকা দিয়ে ২৯ ডিসিম জায়গা কিনছে। গত বছর রিটার্ন দাখিল করতে গিয়ে ওরা ফাইল আলাদা করে রাখছে। এখন, টাকার ব্যাংক statement নিয়ে কী ফাইল জমা দিতে হবে? গত বছর আম্মু যার হাতে রিটার্ন দাখিল করেছে তিনি ঠিক মতো দাখিল করতে পারে নাই
Though the question is silly itself!"...answer is much expected.. যদি আমি বছরে 30 লক্ষ টাকা আয় করি এবং গাড়ি কেনা বা আমার বাড়ি বা যা যা চাই তা তৈরি করার জন্য 15 লক্ষ অপচয় করি এবং বাকি 15 লক্ষ আমার কাছে থেকে যায়। তাহলে সেই নির্দিষ্ট বছরে 30 লক্ষ বা 15 লক্ষ কত ট্যাক্স দিতে হবে......note income ta hobe online: international e-commerce business and difference between income tax and income tax return
Vaiya ami akta job janno tin cirtificate khulece amr job ta pre hoynai akon amr upai ki... but 13 November 2022 khulece ami akon pjontto kisu krinai but ami kivabe ki krbo bujte parcena aktu jodi bistarito vabe bolten tahole ami aktu upokirito hbo
Credit card limit 50K no EMI or have 40 K EMI, kivabe return e show korbo? Liabilities e EMI dekhsbo? Liabilities e credit card and credycard limit dekhabo? Bank account and savings amount o dekhabo e return e? Thanking you.
গত অর্থবছরে আমি ৫.০০লক্ষ টাকার সঞ্চয়পত্র ক্রয় করেছি এবং টিন সার্টিফিকেট নিয়েছি। জানতে পারলাম ৫.০০লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয় পত্রের জন্যে আয়কর রিটার্ন জমা দিতে হবে না। এক্ষেত্রে আমকে আয়কর রিটার্ন জমা দিতে হবে কিনা, দয়াকরে জানাবেন। উল্লেখ্য যে আমার অন্য কোনো আয়ের উৎস নাই।
ভাইয়া আমার ৫ লক্ষ টাকার সঞ্জয়পত্র আছে...যেহেতু 5 লক্ষ টাকায় টিন সাটিফিকেট লাগেনা ... আমি রিটার্ন দাখিল এর সময় যদি ৫ লক্ষ টাকার সঞ্চয়পত্র না দেখালে কি কোনো সমস্যা হবে...???? প্লিজ ভাই জানাবেন।
tnx,sir, 2021 sale july maser por tin kuli,, amr ma pention pan,amr mayer name soncoypotro kena ace,,, amdr pention ar vata r soncoypotrer munafa cara barti kono income nei,,, r j taka ta pan ta o khub simit akn a moto obostay amr mayer ki ayy kor return dakil kora baddota mulok naki na korle somossa nei,, pls janaben,,,
আমি যদি অতিত জীবনে সঞ্চয় হিসেবে প্রথম বছরে ১০ লক্ষ টাকা নগদ দেখিয়ে পরবর্তী বছর ৯ লক্ষ টাকা সঞ্চয়পত্র ক্রয় দেখিয়ে নগদ টাকা হ্রাস করি তাহলে কি সমস্যা হবে? প্লিজ জানাবেন। এই টাকা ৫ বছর স্থির রাখতে হবে কিনা।
#পরামর্শঃ মা যদি তার সন্তানকে জমি দানপত্র করে তাহলে তথ্যের মধ্যে Gift নাকি Donation পূরণ করবো টাকার পরিমাণ কত দিব আর কিভাবে জিরো রির্টান জমা দিব বিস্তারিত অনুগ্রহ করে সহযোগিতা করবেন ধন্যবাদ
আমি শিক্ষক 9ম গ্রেড 22000 টাকায় 6300টাকা ডিপিএস আছে আমার অন্য কোনো আয় নেই। বাবার সংসারে আছি। টিন আছে আমি কি কর মুক্ত? জানালে উপকৃত হব। ভিডিওর জন্য শুভকামনা রইল।
আচ্ছা ভাই আমার বাবার ত টিন সাটিফিকেট নাই কিন্তু আমার নামে সন্চয় পত্র কেনা এখন ইরিটানে যে টাকার পাওয়ার মাধ্যম হল বাবা তার কাছ থেকে গিফট পাইছি তাহলে বাবার ত টিন নাই এক্ষত্রে কি বাবার নাম উল্ৰেখ করে দিলে হবে নাকি টিন নাম্বার বাধ্যতা মুলক দিতে হবে
আপনার ভিডিও আমি দেখি। আমি একটু বুঝতে সমস্যা হচ্ছে। আমার ৩০ লাখ টাকার সনচয়পএ আছে। আমি একজন সরকারি চাকুরীজিবী।আমার ৩৬৪০০০টাকা। ২০২১ জুলাই থেকে ৪১৭ করে Salary থেকে ৪১৭টাকা করে কর কেটে আসছি। এবার আমি সনচয়পএের কর এবং salaryকর কিভাবে দেখাব। যদি মতামত দেন প্লিজ।
পরিবার আত্মীয়-স্বজন এর কাছ থেকে টাকা নিয়েছি সেটা তো অতীতে তখন তো আর ব্যাংকের মাধ্যমে টাকা নেই নাই । কিন্তু আয় করে রিটানে যদি সেই টাকা দেখাইতে চাই তাহলে ব্যাংকিং চ্যানেল কিভাবে ব্যবহার করবো । তখন তো আর টিন সার্টিফিকেট ছিল না । টিন করেছি 2022 সালে সে ক্ষেত্রে কিভাবে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করবো । সে সম্পর্কে ভাইয়া বুঝিয়ে দিন দয়া করে ।
ধন্যবাদ ভাই। ভাই ব্রোকারী / মিডিয়া / দালালী করতে কি কোন লাইসেন্স করতে হবে ???? যদি হয় তাহলে সেটা কি লাইসেন্স, কোথা থেকে, কিভাবে করতে হয় জানালে উপকৃত হবো।
আসসালামু আলাইকুম আমি 2013 সাল থেকে ইনকাম ট্যাক্স দিয়ে আসতেছি আমি আম্মার কাছ থেকে অথবা আমার ওয়াইফের কাছ থেকে 10 লাখ টাকা ব্যাংকের মাধ্যমে উপহার নিয়ে তাকি উক্ত টাকার কর দেওয়া লাগবে কিনা
সালাম ভাই, খুবি গোছানো আলোচনা, প্রশ্ন হচ্ছে এইবার আমার প্রথম রিটার্ন সাবমিট করবো।আমি টিন ওপেন করেছি ২০১৭ সালে কিন্তু রিটার্ন করিনি। আমার তেমন কোনো রেগুলার ইনকামও ছিলোনা। আসলে আমার বাবার সঞ্চয়পত্র মেচিউরড হওয়ার পর, 2019 এ ব্যাংক এর মাধ্যমে আমার একাউন্টে টাকাটা ট্রান্সফার করে আমি সঞ্চয়পত্র কিনি, যেহেতু বাবা বয়সের কারনে উনি এখন আর এসব মেইনটেইন করতে পারছেন না। যার এমাউন্ট ২৫ লক্ষ টাকা। দুক্ষের বিষয় বাবাও রিটায়ার্ড করে অসুস্থ হওয়ার পর ২০০৫ এর পর উনি আর টেক্স রিটার্ন করেননি। টেক্স অফিসের লোক বলছে "এই টাকা লিগ্যাল হলেও আপনি বাবার কাছ থেকে পেয়েছেন তা দেখানোর কোনো উপায় নেই,এটা পুর্বের সঞ্চয় হিসেবে দেখাতে হবে "।। আপনার ভিডিও আজকে দেখার পর এখন মনে হচ্ছে সঞ্চয় দেখালেতো ঝামেলায় পরার বিরাট সম্ভাবনা আছে। আমার কি করা উচিত? আগামি কালকে সাবমিট করার কথা, প্লিজ এক্টু জানাবেন, যদি বেপারটা গুছিয়ে করার উপায় থাকে? আর যদি আপনার সাথে ফোনে একটু আলোচনা করতে পারতাম তাহলে খুব উপকার হতো। ধন্যবাদ।
মিনিমাম ট্যাক্স অ্যামাউন্ট কি করঅঞ্চল অনুযায়ী নির্ধারিত হয় নাকি বর্তমান কর্মস্থল অনুযায়ী নির্ধারিত হয় জানাবেন প্লিজ। আর কর অঞ্চল কি অনলাইনের মাধ্যমে পরিবর্তন করা যায়।ভাই ,আমি একটি বেসরকারি ব্যাংকে চাকরি করি।
vaya ami 2021/22 a Zero ( 0) E- return joma diasi online a,,, but amr 2020-21 er option astese na,,,eta ki due naki dia lagbe na konta bujhte parsi na,,
ভাই, আমার বোনের ২৫ লক্ষ টাকার এফ ডি আর আছে, টাকাটা তার শশুর গিফট করেছে এবং তার নামে ৪ কাঠা জমি রয়েছে উত্তরাধিকার সুত্রে, জমিটা রিটার্নে না দেখালে কোন সমস্যা আছে কি? এবং সেটা কি জিরো রিটার্ন হবে??
আসসালামু আলাইকুম ভাই সোনালী ব্যাংক এ আমার একটি ১০ বছর মেয়াদী DPS(MDS) আছে ১৮-১-২০১৬ থেকে মাসিক ১০০০ টাকার প্রতি বছরের শেষ দিন ব্যাংক ইন্টারেস্ট ইসু করে এবং TDS কর্তন করে, মেয়াদ শেষ হবে ১৮-১-২০২৬ সালে। এই বছর আমার প্রথম রির্টান, আমি কি Interest & TDS এখন থেকে প্রতি বছরে দেখাব নাকি মেয়াদ শেষ হলে DPS বাঙানোর পরে একসাথে দেখাব। জানালে উপকৃত হবো। ধন্যবাদ দাদা
Vai ami 2020 year e prothom return joma diyechi. Kintu 2021 year e return joma dei nai ekhon 2022 year er return joma dilei hobe naki ek sathe 2 year er ta dite hobe?
ভাই আমি সব সময় আপনার বিডিও দেখি আমার একটা সন্চয়পএ আছে, আমি যদি প্রবাশে চলে যাই আর ওদিকে আমার সন্চয়পএ মেয়াদ শেষ হয়ে যায়,তাহলে আমার টাকা একাউনটে আসবে,এমনো হতে পারে সন্চয়পএ মেয়াদ শেষ হবার দু বছর পর আমাকে দেশে আসতে হলো,প্লিজ প্লিজ প্লিজ এটা নিয়ে একট বিডিও বানাবেন
আমি একজন প্রবাসী,প্রবাসে আমার কোন ভিসা নাই,যার কারনে আমি আমার রেমিট্যান্স আমার নামে পাঠাইতে পারি না,আমার বন্ধুদের নামে আমার সহধর্মিণীর একাউন্টে পাঠাইতে হয়,এক্ষেত্রে আমার সহধর্মিণীর নামে রিটার্ন দিতে গেলে, আমার করনীয় কি করলে ভাল হবে
বিদেশ থেকে রেমিট্যান্স গেছে, ব্যাংক থেকে এস্টেমেন্ট নেওয়া যাবে,কিন্তু টাকাটা যাচ্ছে, অন্যজনের নামে,এক্ষেত্রে কি করতে হবে,আর গত দুই বছর আগে প্রায় ৬০ লক্ষ টাকার জায়গা বিক্রি করছি,ওটাও কি দেখানো যাবে?
ভাই আমার মার ১১ লক্ষ্য টাকার সঞ্চয়পত্র কিনব এখনো কিনি নাই।আমি গত সপ্তাহেই টিন করেছি।এখন ব্যাংকের লোক বলছে রিটার্ন জমা দিয়ে ভেরিফিকেশন কপি নিয়ে যেতে। আমি কি তবে এই বছরের টা জিরো রিটার্ন সাবমিট করব? আর যেহেতু কয়েকদিনের মধেই সঞ্চয়পত্র কিনব তো রিটার্ন এ সম্পত্তির পরিমান কেমন কি দেখালে ভালো হয় প্লিজ ভাই খুব আর্জেন্ট কোন মতামত জানালে উপকৃত হব
ভাইয়া আমি এই বছরে সঞ্চয়পত্র ক্রয়ের জন্য ০১.০৩.২০২২ সালে টিন সার্টিফিকেট বানালাম। কিন্তু কোনো কারণ বশত কারণে আমার সঞ্চয়পত্র ক্রয় করা হয়নি। গত ২৮.০৯.২০২২ তারিখে যখন আমি সঞ্চয়পত্র ক্রয় করতে গেলাম তখন আমাকে টিন রির্টান সার্টিফিকেট দিতে বলা হয়। কিন্তু আমি রির্টান করিনি। এখন যদি আমাকে রির্টান করতে হলে জিরো রির্টান কিভাবে করবো তেমন ভিডিও দিলে উপকৃত হবো। আমি চাকুরিজীবি যা বছরের ৩ লক্ষ টাকার উপর নয়। কিন্তু আমার কাছে আমার কাছে ২০ লক্ষ টাকা আছে যেটা দিয়ে সঞ্চয়পত্র ক্রয় করতে চেয়েছিলাম। কিভাবে জিরো রির্টান করবো সেই ভিডিও দিলে বেশি উপকৃত হবো। আমার মত এমন সমস্যা অনেকের আছে। ভিডিওটি দেখলে সবার উপকার হবে।
ভাইয়া আদাব নিবেন, প্লিজ একটু ক্লিয়ার করবেন আমার প্রদেয় কর ৫৩২৫ টাকা। আমি সঞ্চয় পত্রের উৎসে কর প্রদান করেছি ১৬৫৬০টাকা।এখন আমাকে নতুন করে কোনো টাকা সরকারকে প্রদান করতে হবে কিনা?
I've watched numerous videos on e-returns, but none have simplified the First Return process as effectively as this Bangla video. It's the perfect resource for first-timers looking to file their returns.
Thanks for sharing!
টিন নিয়ে আমি ১৫ লক্ষ টাকার পরিবার সঞ্চয় পত্র ক্রয় করি। কিন্তু এই ১৫ লক্ষ টাকা বিগত বছরের সঞ্চয়পত্র ছিল। এখন আমি এই টাকা কিভাবে সম্পদ এ উল্লেখ করবো।
অনেক সুন্দর আলোচনা। দোয়া করি আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য। (মনির ভিয়েনা)
ধন্যবাদ প্রিয় ভাই ❣️❣️❣️
পরিস্কার করে বোঝানোর জন্য ধন্যবাদ ৷
ধন্যবাদ প্রিয় দাদা
আয়কর রিটার্নে আপনার আলোচনা ই বুঝতে সুবিধা হয় ৷
Thanks
আপনার ভিডিও দেখে আমি সব সময়ই উপকৃত হই ,বিশেষ করে এই ভিডিও দেখে আমার সব কিছুই পরিবর্তন হয়ে গেল৷ আপনার জন্য দোয়া এবং শুভ কামনা রইলো৷
Thanks Vaiya
Nice informative video. Thanks for your valuable knowledge.
আসসালামু আলাইকুম, আমি চাকরি করি তার পরও অন্য এক ব্যক্তির থেক একটা জমি রেজিষ্ট্রেশন বায়না করি, পরবর্তীতে রহিম এর কাছে বেশি টাকায় বিক্রি করি, জমির মূল মালিক রহিমকে সরাসরি সাব কবলা দলিল দিয়ে দেন, এবং আমাকে লাভের টাকা দিয়ে দেয় আমার এই লাভের টাকা কি আয়কর রিটার্ন এ দেখাতে পারবো। জানালে উপকৃত হবো।
সুন্দর আলোচনা করেছেন।
Tax exempted Income এর ঘরে তো কোন কিছু লিখা যায়না! আপনি কিভাবে লিখে zero বানালেন? আপনি কী অফলাইনে জমা দেয়ার প্রসেস বলেছেন?
অনেক সুন্দর আলোচনা, ধন্যবাদ। লোন পরিশোধ কোথায় কিভাবে দেখাতে হবে তার উপর যদি একটা ভিডিও দিতেন, খুব উপকার হতো।
ভাইয়া, আপনি কি আমার রিটার্ণ কিভাবে লিখব তা লিখে দিতে পরবেন। আমি নিজে ভালো বুঝি না। দয়াকরে জানান।
asslamualaikum vai.
apnr chamber kothay?
apnr maddhome return baniye nite chassilam.
খুব সুন্দর হয়েছে ভিডিও । ধন্যবাদ
আসসালামু আলাইকুম ভাই, আমি আমার অনলাইন প্রথমবার ২০২২-২০২৩ রিটার্ন দাখিল এর সময় নন এগ্রিকালচার প্রপার্টিতে ক্রয় কৃত ভূমির ক্রয় মূল্য দেখালাম কিন্তু ভুলক্রমে লাস্ট ইয়ার ভ্যালুর ঘরে শূন্য ছিল আমি খেয়াল করি নাই এই কারণে অনলাইনে প্রোপারটি আসছে কিন্তু তার ভ্যালু আর মূলসিটার সাথে যোগ হয় নাই, তাই আমি আমার যে সম্পদ সেটাকে বাকি যেটা থাকে সেটাকে আমি নগদ ক্যাশ ব্যাংক দেখাইয়া দিছি এই ভুল আমি কিভাবে সংশোধন করতে পারি। যেমন আমি টোটাল দেখাইছি ২৫ লাখ কিন্তু এখান থেকে সাড়ে সাত লাখ বাদ যাবে জমি ক্রয়ের মূল্য তো আমার ওই ব্যাংক ব্যালেন্সের আমি ২৫ লাখ টাকা দিয়ে দিছি ভুলে এক্ষেত্রে কি করা যায়।
খুব চমৎকার বুঝাবার ধরন
ধন্যবাদ ❣️❣️
ভাইয়া জিরো রিটার্ন সাবমিট করার কি কোন ভিডিও আসবে না ??
আস সালামুয়াইকুম স্যার
ই টিন রেজিস্ট্রেশন করতে চাচ্ছি কিন্তু স্মার্ট কার্ড বা এনআইডি তে কার্ড নাম্বার দিলেও Registration already exists for this NID এই লেখাটি আসছে। এখন কিভাবে জানব যে আমার স্মার্ট কার্ড বা এনআইডি কার নামে ব্যবহার হয়েছে বা আমি কিভাবে আমার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারি।
অসাধারন, সময়োপযোগী এবং ব্যক্তি গুরুত্বপুর্ন বিষয় নিয়ে তথ্যবহুল ভিডিও দেওয়ার জন্যে আপনাকে ধন্যবাদ ।
40 বছর পূর্বে অরথাৎ আমার বয়স যখন আট বছর তখন আমার পিতা আমার নামে ত্রিশ শতাংশ জমি সওর হাজার টাকা দিয়ে ক্রয় করে দিয়াছেন। তখন কোন ব্যাংক ছিল না। তিনি এক জন কৃষক মানুষ ছিলেন। তাহার কৃষি ফসল বিক্রয় লন্ধ আয় থেকে ক্রয় করে দিয়াছেন। এখন আমি আমার আয়কর রিটার্নে ঐ জমি কি ভাবে প্রদর্শন করবো। দয়া করে বলবেন কি?
ডিফেন্স চাকরি যারা করে তারা কিভাবে আয়কর রিটার্ন দিবে তার একটা ভিডিও বানান
ব্যাংক একাউন্ট এর বিভিন্ন ধরনের কর্তন খরচের কোন কলামে রিটার্নের কোথায় দেখাবো যদি বলতেন তাহলে উপকৃত হতাম।
আজকে টিন ওপেন করলে সাথে সাথে প্রাপ্তি স্বীকারপত্র পাওয়ার উপায় কি?
আমি টিন সার্টিফিকেট নিয়েছি এবছর ১৫-০৫-২০২২ এ এবং এবছর ১০-৬-২০২২ এ ১৫ লক্ষ টাকার সঞ্চয় পত্র ক্রয় করেছি যার টাকার উৎস ডিপিএস হিসেব থেকে। আমার সম্পদ হিসেবে ২০০১ এবং ২০০২ সালে ১০০ শতাংশ জমি ক্রয় রয়েছে। সেই জমি ক্রয় এর টাকার হিসাব কি এখন দিতে হবে কিনা?
Very useful information sir. I am having lots of issue to filing tax for my parents who doesn't want to pay proper tax or show wealth. They even didn't maintain all the previous bank or savings documents.
01722628475
আপু আপনার সমস্যা সমাধান হয়েছে কি ?
বাবা থেকে প্রাপ্ত টাকা, ( ব্যাংক চেনেল) টেক্স ফাইলে কোথায় দেখাব, জানালে উপকৃত হবো।
ধন্যবাদ স্যার, ভালো থাকবেন।
অন্যান্য প্রাপ্তির ঘরে দেখাবেন
A lot of thanks for your crystal clear describe..
ভাইয়া আমার জন্ম ১৯৯৫ সালে। ২০১১ সাল থেকে আমি খুচরা কাচামাল শাক সবজি ব্যবসা করি। এখন ২০২২ সালে আমার মোট সম্পত্তি ২২ লাখ টাকা। এখন যদি আমি আয়কর রিটার্নে সম্পত্তি ২২ লাখ টাকা দেখায় তাহলে কি ফাইল অডিটে পরবে?
অডিটে পড়ার সম্ভাবনা কম
ভাই আমি লোন নিয়ে জমি কিনেছি কিন্তু ওই জমির দলিল এখনো বের হয়নি এবং অন্য কোন কাগজপত্র আমার কাছে নেই এবং আরো একটা জমি আছে সেটারও কাগজপত্র আমার কাছে নেই বা দলিল নেই তাহলে আমি কি রিটার্ন দাখিল করার সময় ওই জমিগুলো দেখাতে পারবো আশা করি আমার প্রশ্নের উত্তরটা দিবেন ইনশাআল্লাহ।
আমি ডাকঘর সঞ্চয় পত্র কেনার জন্য ২০২০ সালে ই-টিন সার্টিফিকেট করেছি এবং সঞ্চয় পত্র কিনেছি। আমার বাবা বাহিরে থাকে সম্পূর্ণ সেই টাকা দিয়ে সঞ্চয় পত্র কেনা, আমার একটি ছোট ব্যবসা আছে ট্রেড লাইসেন্স আছে সেটা দেখিয়ে ২১-২২ রিটার্ন দাখিল করেছি।এখন মেন কথা হচ্ছে রিটার্নে সঞ্চয় পত্র প্রদর্শন করিনি কোনো সমস্যা হবে?সঠিক উওর দিয়ে সহযোগিতা করবেন ধন্যবাদ।
Source tax যদি net tax থেকে বেশি হয়, তবে প্রতাপন হবে, নাকি ঐ বছরেই adjust হয়ে যাবে?
Thanks a lot Bhaia for your most helpful advice .
Clean advice ❤
ধন্যবাদ
ভাইয়া আমার বাবা পৈত্রিক সম্পদ বিক্রি করে সঞ্চয়পত্র করেছে ২০ লাখ আর,,, ব্যাংকে আছে ২০ লাখ এখন এক্ষেত্রে আমাদের কি আয়কর আসবে।।।
আমার বাবার ইনকাম নেই শুধু সঞ্চয়পত্র থেকে যা আসে তা,,,,,
রেমিট্যান্স কত টাকা করমুক্ত দেখা যায়?
Bhalo bolesen , Dhonnobad.
ধন্যবাদ
ভাইয়া আয়কর আমি গত বছর অনলাইনে সাবমিট করছিলাম।এ বছর অনলাই না করে অন্য ভাবে কি করা যাবে?
Jabe apu
বারের মত আরকর রিটানের মেসেজ আসছিলো। এখনো আমি রিটার্ন ফরম দাখিল করি নাই। এখন কি করতে পারবো বা এখন কি করা জাবে কিনা?
ভাই, আমি নতুন ট্যাক্স রিটার্ন দিবো, আপনি কি আয়কর আইনজীবী? তাহলে একটু হেল্প নিতাম।
আমার মা ,১৯৯৭ সাল থেকে প্রাইমারি স্কুলের শিক্ষক. বাবা ২০০০ সাল থেকে বিদেশে কর্মরত। এখন ২০১৫ সালে মা, বাবার টাকা দিয়ে ২৯ ডিসিম জায়গা কিনছে। গত বছর রিটার্ন দাখিল করতে গিয়ে ওরা ফাইল আলাদা করে রাখছে। এখন, টাকার ব্যাংক statement নিয়ে কী ফাইল জমা দিতে হবে? গত বছর আম্মু যার হাতে রিটার্ন দাখিল করেছে তিনি ঠিক মতো দাখিল করতে পারে নাই
Though the question is silly itself!"...answer is much expected..
যদি আমি বছরে 30 লক্ষ টাকা আয় করি এবং গাড়ি কেনা বা আমার বাড়ি বা যা যা চাই তা তৈরি করার জন্য 15 লক্ষ অপচয় করি এবং বাকি 15 লক্ষ আমার কাছে থেকে যায়। তাহলে সেই নির্দিষ্ট বছরে 30 লক্ষ বা 15 লক্ষ কত ট্যাক্স দিতে হবে......note income ta hobe online: international e-commerce business and difference between income tax and income tax return
Vaiya ami akta job janno tin cirtificate khulece amr job ta pre hoynai akon amr upai ki... but 13 November 2022 khulece ami akon pjontto kisu krinai but ami kivabe ki krbo bujte parcena aktu jodi bistarito vabe bolten tahole ami aktu upokirito hbo
এই বছরে জিরো রিটার্ন দাখিল করেন
ভাই, গতবছর আমি সম্পদের মুল্য দেখিছি,এবারে ও কি মূল্য দেখা তে হবে?যদি মুল্য না দেখাই তবে নিট সম্পদ কিভাবে মিলবে?
আমার প্রাইজবন্ড কেনা আছে ১৫০টি ১৫০০০টাকা কোথায় কি হিসেবে দেখাব? বাধ্যতামূলক কিনা?
Credit card limit 50K no EMI or have 40 K EMI, kivabe return e show korbo?
Liabilities e EMI dekhsbo?
Liabilities e credit card and credycard limit dekhabo?
Bank account and savings amount o dekhabo e return e?
Thanking you.
জি দায় এর ঘরে দেখাবেন
@@ezitax Thanking you again.
@@ezitax Bank account and savings Kon segment e dekhabo?
@@AhmedR7AH IT 10B তে দেখাবেন
@@ezitax Kono specific field ase bank account savings dekhanor IT 10B section e?
গত অর্থবছরে আমি ৫.০০লক্ষ টাকার সঞ্চয়পত্র ক্রয় করেছি এবং টিন সার্টিফিকেট নিয়েছি। জানতে পারলাম ৫.০০লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয় পত্রের জন্যে আয়কর রিটার্ন জমা দিতে হবে না। এক্ষেত্রে আমকে আয়কর রিটার্ন জমা দিতে হবে কিনা, দয়াকরে জানাবেন। উল্লেখ্য যে আমার অন্য কোনো আয়ের উৎস নাই।
ami o jante cai
ভাইয়া আমার ৫ লক্ষ টাকার সঞ্জয়পত্র আছে...যেহেতু 5 লক্ষ টাকায় টিন সাটিফিকেট লাগেনা ... আমি রিটার্ন দাখিল এর সময় যদি ৫ লক্ষ টাকার সঞ্চয়পত্র না দেখালে কি কোনো সমস্যা হবে...????
প্লিজ ভাই জানাবেন।
ভাই উকিল সাহেব নীট সম্পদ দিয়েছে ৬৫০০০০০/-আমার একটা মোটরসাইকেল আর ৫ শতক জমি আছে।বাবার জমি এখনো ভাগ হয় নাই।এখন???
tnx,sir,
2021 sale july maser por tin kuli,,
amr ma pention pan,amr mayer name soncoypotro kena ace,,,
amdr pention ar vata r soncoypotrer munafa cara barti kono income nei,,,
r j taka ta pan ta o khub simit akn a moto obostay
amr mayer ki ayy kor return dakil kora baddota mulok naki na korle somossa nei,,
pls janaben,,,
আমি যদি অতিত জীবনে সঞ্চয় হিসেবে প্রথম বছরে ১০ লক্ষ টাকা নগদ দেখিয়ে পরবর্তী বছর ৯ লক্ষ টাকা সঞ্চয়পত্র ক্রয় দেখিয়ে নগদ টাকা হ্রাস করি তাহলে কি সমস্যা হবে? প্লিজ জানাবেন। এই টাকা ৫ বছর স্থির রাখতে হবে কিনা।
#পরামর্শঃ
মা যদি তার সন্তানকে জমি দানপত্র করে তাহলে তথ্যের মধ্যে Gift নাকি Donation পূরণ করবো টাকার পরিমাণ কত দিব আর কিভাবে জিরো রির্টান জমা দিব বিস্তারিত অনুগ্রহ করে সহযোগিতা করবেন ধন্যবাদ
আমি ই রিটান পিলাপ করি কিন্তু জমা দেই নাই । কিন্তু পরে জমা দিতে চাইলে প্রথম পেজ থেকে যেতে পারি না কেন?
যেতে পারবেন
আমার ঋণের বিপরীতে যে সুদ দিয়ে থাকি তার উপর কোন কর রেয়াত পাবো কিনা? দয়া করে উত্তর দিলে উপকৃত হতাম।
আমি শিক্ষক 9ম গ্রেড 22000 টাকায় 6300টাকা ডিপিএস আছে আমার অন্য কোনো আয় নেই। বাবার সংসারে আছি। টিন আছে আমি কি কর মুক্ত? জানালে উপকৃত হব। ভিডিওর জন্য শুভকামনা রইল।
আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন। সব সময় তো অপেক্ষায় থাকি কখন আপনি ভিডিও দিবেন।
আচ্ছা ভাই আমার বাবার ত টিন সাটিফিকেট নাই কিন্তু আমার নামে সন্চয় পত্র কেনা এখন ইরিটানে যে টাকার পাওয়ার মাধ্যম হল বাবা তার কাছ থেকে গিফট পাইছি তাহলে বাবার ত টিন নাই এক্ষত্রে কি বাবার নাম উল্ৰেখ করে দিলে হবে নাকি টিন নাম্বার বাধ্যতা মুলক দিতে হবে
আপনার ভিডিও আমি দেখি। আমি একটু বুঝতে সমস্যা হচ্ছে। আমার ৩০ লাখ টাকার সনচয়পএ আছে। আমি একজন সরকারি চাকুরীজিবী।আমার ৩৬৪০০০টাকা। ২০২১ জুলাই থেকে ৪১৭ করে Salary থেকে ৪১৭টাকা করে কর কেটে আসছি। এবার আমি সনচয়পএের কর এবং salaryকর কিভাবে দেখাব। যদি মতামত দেন প্লিজ।
আমার সঞ্চয় পত্রের মেয়াদ পূর্ণ হয়েছে, টাকাও ফেরত দিয়েছে ব্যাংকে.আমি কি এখন সঞ্চয় অফিস থেকে প্রত্যয়নপত্র পাব?
পাবেন ভাইয়া
protroyon potro ki kaje lge pls,janaben ,,,
ami to kno protroyon potro anini,taka peyeci,,,
স্যার, আমার tin করা 2018 এ, এখনও রিটার্ন দেওয়া হয়নি, এবার কি দিতে পারবো?
Viyya amer 1 ta car chelo akhon sel kory dese akhon ke kono i.kor dety hoby ba problem hoby
পরিবার আত্মীয়-স্বজন এর কাছ থেকে টাকা নিয়েছি সেটা তো অতীতে তখন তো আর ব্যাংকের মাধ্যমে টাকা নেই নাই । কিন্তু আয় করে রিটানে যদি সেই টাকা দেখাইতে চাই তাহলে ব্যাংকিং চ্যানেল কিভাবে ব্যবহার করবো । তখন তো আর টিন সার্টিফিকেট ছিল না । টিন করেছি 2022 সালে সে ক্ষেত্রে কিভাবে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করবো । সে সম্পর্কে ভাইয়া বুঝিয়ে দিন দয়া করে ।
ধন্যবাদ ভাই।
ভাই ব্রোকারী / মিডিয়া / দালালী করতে কি কোন লাইসেন্স করতে হবে ???? যদি হয় তাহলে সেটা কি লাইসেন্স, কোথা থেকে, কিভাবে করতে হয় জানালে উপকৃত হবো।
জি লাইসেন্স লাগবে।
আসসালামু আলাইকুম আমি 2013 সাল থেকে ইনকাম ট্যাক্স দিয়ে আসতেছি আমি আম্মার কাছ থেকে অথবা আমার ওয়াইফের কাছ থেকে 10 লাখ টাকা ব্যাংকের মাধ্যমে উপহার নিয়ে তাকি উক্ত টাকার কর দেওয়া লাগবে কিনা
ji na lagbe na
গ্রামের সমিতিতে টাকা জমিয়েছি সেগুলো কি দেখাতে হবে??
সালাম ভাই, খুবি গোছানো আলোচনা, প্রশ্ন হচ্ছে এইবার আমার প্রথম রিটার্ন সাবমিট করবো।আমি টিন ওপেন করেছি ২০১৭ সালে কিন্তু রিটার্ন করিনি। আমার তেমন কোনো রেগুলার ইনকামও ছিলোনা। আসলে আমার বাবার সঞ্চয়পত্র মেচিউরড হওয়ার পর, 2019 এ ব্যাংক এর মাধ্যমে আমার একাউন্টে টাকাটা ট্রান্সফার করে আমি সঞ্চয়পত্র কিনি, যেহেতু বাবা বয়সের কারনে উনি এখন আর এসব মেইনটেইন করতে পারছেন না। যার এমাউন্ট ২৫ লক্ষ টাকা। দুক্ষের বিষয় বাবাও রিটায়ার্ড করে অসুস্থ হওয়ার পর ২০০৫ এর পর উনি আর টেক্স রিটার্ন করেননি। টেক্স অফিসের লোক বলছে "এই টাকা লিগ্যাল হলেও আপনি বাবার কাছ থেকে পেয়েছেন তা দেখানোর কোনো উপায় নেই,এটা পুর্বের সঞ্চয় হিসেবে দেখাতে হবে "।। আপনার ভিডিও আজকে দেখার পর এখন মনে হচ্ছে সঞ্চয় দেখালেতো ঝামেলায় পরার বিরাট সম্ভাবনা আছে। আমার কি করা উচিত? আগামি কালকে সাবমিট করার কথা, প্লিজ এক্টু জানাবেন, যদি বেপারটা গুছিয়ে করার উপায় থাকে? আর যদি আপনার সাথে ফোনে একটু আলোচনা করতে পারতাম তাহলে খুব উপকার হতো। ধন্যবাদ।
মিনিমাম ট্যাক্স অ্যামাউন্ট কি করঅঞ্চল অনুযায়ী নির্ধারিত হয় নাকি বর্তমান কর্মস্থল অনুযায়ী নির্ধারিত হয় জানাবেন প্লিজ। আর কর অঞ্চল কি অনলাইনের মাধ্যমে পরিবর্তন করা যায়।ভাই ,আমি একটি বেসরকারি ব্যাংকে চাকরি করি।
আমি প্রথম বার কি অনলাইনে রিটার্ন দাখিল করলে কোন প্রকার জটিলতা হবার সম্ভাবনা আছে???
Biyer GOLD er hisab ta niye ekta vedio den...please
Basic plus festive bonus greater than 3 lks. Then applicable.
কর দিতে হবে
উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি বিক্রি করলে সেই বিক্রির টাকা কি ইনকাম হিসাবে ধরা হবে?
জি অবশ্যই
এটা কি ইনকাম হবে, নাকি ক্যাপিটাল গেইন হবে? ইনকাম হলে tax আসবে । ক্যাপিটাল গেইন হলেতো tax আসবে না । pls explain.
ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করলাম। বন্দুর থেকে 40 লক্ষ টাকা পাব সেটা দেখানো হয় নাই। ব্যাংক একাউন্টে কিভাবে ঢুকালে ট্যাক্স এর আওতায় আসবে না।
আগে রিটার্ন এ দেখাতে হবে তারপরে ট্যাক্স এর হিসাব।
আমরা দুই ভাই আপনার মাধ্যমে রিটার্ন তৈরি করে নেওয়া জন্য ইমোতে ছবি পাঠিয়েছিলাম সেটার খবর কি??
Vaiya Processing a ache
Excellent Video.❤
ধন্যবাদ
vaya ami 2021/22 a Zero ( 0) E- return joma diasi online a,,, but amr 2020-21 er option astese na,,,eta ki due naki dia lagbe na konta bujhte parsi na,,
ভাই, আমার বোনের ২৫ লক্ষ টাকার এফ ডি আর আছে, টাকাটা তার শশুর গিফট করেছে এবং তার নামে ৪ কাঠা জমি রয়েছে উত্তরাধিকার সুত্রে, জমিটা রিটার্নে না দেখালে কোন সমস্যা আছে কি? এবং সেটা কি জিরো রিটার্ন হবে??
Vai grros 23lak ami basik pension and sonchypatra munafa 1 pater ritan 10 no and 12 no tax kivabe dekabo reply deben. Thanks
১ পাতার রিটার্ন এর আলাদা ভিডিও দেয়া আছে দেখেন ভাইয়া
অনলাইন নাক অফলাইন?
কীভাবে রিটার্ন জমা দিলে ভালো?
Income 161000 one page gha 2023 form এ দেওয়া যাবে কিনা।
Conditions fill up hole dite parben
আসসালামু আলাইকুম ভাই। আমি ভুল করে একটা জমি গতবার দেখাই নাই। এটা এবছর কিভাবে দেখাবো একটু বলবেন কি
এই সম্পর্কে আলাদা ভিডিও দেয়া আছে ভাইয়া দেখুন
আসসালামু আলাইকুম ভাই
সোনালী ব্যাংক এ আমার একটি ১০ বছর মেয়াদী DPS(MDS) আছে ১৮-১-২০১৬ থেকে মাসিক ১০০০ টাকার প্রতি বছরের শেষ দিন ব্যাংক ইন্টারেস্ট ইসু করে এবং TDS কর্তন করে, মেয়াদ শেষ হবে ১৮-১-২০২৬ সালে।
এই বছর আমার প্রথম রির্টান, আমি কি Interest & TDS এখন থেকে প্রতি বছরে দেখাব নাকি মেয়াদ শেষ হলে DPS বাঙানোর পরে একসাথে দেখাব।
জানালে উপকৃত হবো।
ধন্যবাদ দাদা
আসসালামু আলাইকুম। ভাই আপনার সাথে আমার কথা বলা অনেক জরুরি প্রয়োজন
আপনার অনুমতি পেলে কথা বলতাম।
জি ভাইয়া বলুন
Vai ami 2020 year e prothom return joma diyechi. Kintu 2021 year e return joma dei nai ekhon 2022 year er return joma dilei hobe naki ek sathe 2 year er ta dite hobe?
kono income nai but jomi kinar jonno TIN kora lagche ekn return dile koto taka dekhabo?
লাগবে নাহ
ভাই আপনার একটা সুপারিশ চাই, আমার একটা গাড়ি কিনার সময় টিন নিয়ে ছিলাম আমার কি টিন দিতে হবে।
ভাই, আমার share market-সহ ২০লাখ টাকা আছে আমার বয়স ৪৫ আমি কি অতীত income হিসাবে দেখাতে পারবো।
বাস্তবতার নিরিখে দেখাবেন।
@@ezitax ধন্যবাদ ভাই
ভাই আমি সব সময় আপনার বিডিও দেখি
আমার একটা সন্চয়পএ আছে, আমি যদি প্রবাশে চলে যাই আর ওদিকে আমার সন্চয়পএ
মেয়াদ শেষ হয়ে যায়,তাহলে আমার টাকা একাউনটে আসবে,এমনো হতে পারে সন্চয়পএ মেয়াদ শেষ হবার দু বছর পর আমাকে দেশে আসতে হলো,প্লিজ প্লিজ প্লিজ এটা নিয়ে একট বিডিও বানাবেন
Many many Thanks
ব্যাংক জমানো আছে ৫লাখ সেটার জন্যও কি কর দিতে হবে?
Thanks you sir
ধন্যবাদ ❣️❣️❣️
আমি একজন প্রবাসী,প্রবাসে আমার কোন ভিসা নাই,যার কারনে আমি আমার রেমিট্যান্স আমার নামে পাঠাইতে পারি না,আমার বন্ধুদের নামে আমার সহধর্মিণীর একাউন্টে পাঠাইতে হয়,এক্ষেত্রে আমার সহধর্মিণীর নামে রিটার্ন দিতে গেলে, আমার করনীয় কি করলে ভাল হবে
ভাইয়া এটার ক্ষেত্রে কর দিয়ে ফাইল দাখিল করতে হবে। তবে বৈধ কাগজপুত্র থাকলে করমুক্ত।
বিদেশ থেকে রেমিট্যান্স গেছে, ব্যাংক থেকে এস্টেমেন্ট নেওয়া যাবে,কিন্তু টাকাটা যাচ্ছে, অন্যজনের নামে,এক্ষেত্রে কি করতে হবে,আর গত দুই বছর আগে প্রায় ৬০ লক্ষ টাকার জায়গা বিক্রি করছি,ওটাও কি দেখানো যাবে?
@@Asmitadasgupta2022 জমি বিক্রি দেখাতে পারবেন। তবে রেমিট্যান্স এর জন্য ব্যাংক স্টেটমেন্ট নিয়ে দেখাতে পারেন। অডিটে পড়লে তখন ঝামেলায় পড়বেন।
কি রকম জামেলা হতে পারে ভাই? একটু ব্যাখ্যা করলে ভাল হতো
@@Asmitadasgupta2022 আপনার ওই আয়ের উপরে জরিমানাসহ আয়কর দিতে হতে পারে। তবে অডিটে না পড়লে সমস্যা নেই।
ভাই আমার মার ১১ লক্ষ্য টাকার সঞ্চয়পত্র কিনব এখনো কিনি নাই।আমি গত সপ্তাহেই টিন করেছি।এখন ব্যাংকের লোক বলছে রিটার্ন জমা দিয়ে ভেরিফিকেশন কপি নিয়ে যেতে। আমি কি তবে এই বছরের টা জিরো রিটার্ন সাবমিট করব? আর যেহেতু কয়েকদিনের মধেই সঞ্চয়পত্র কিনব তো রিটার্ন এ সম্পত্তির পরিমান কেমন কি দেখালে ভালো হয় প্লিজ ভাই খুব আর্জেন্ট কোন মতামত জানালে উপকৃত হব
Thank you.
ভাই আপনার ঠিকানাটা বলবেন কি? আমি আপনার সাথে দেখা করতে চাই। বা কিভাবে আপনার সাথে যোগাযোগ করব জানালে উপকৃত হতাম
মিরপুর ১৩, কাফরুল থানার পাশেই
রেমিট্যান্স যদি বিকাশে পাটালে তাহলে কোনো ওয়ে আছে?
if i sold gold which was received as gift was shown in return file . please let me know i have to pay tax- yes or no
Va Amin a year June masa tin Karachi amar ki return dakhil korta hyba bala upkito hobo
ভাইয়া আমি এই বছরে সঞ্চয়পত্র ক্রয়ের জন্য ০১.০৩.২০২২ সালে টিন সার্টিফিকেট বানালাম। কিন্তু কোনো কারণ বশত কারণে আমার সঞ্চয়পত্র ক্রয় করা হয়নি। গত ২৮.০৯.২০২২ তারিখে যখন আমি সঞ্চয়পত্র ক্রয় করতে গেলাম তখন আমাকে টিন রির্টান সার্টিফিকেট দিতে বলা হয়। কিন্তু আমি রির্টান করিনি। এখন যদি আমাকে রির্টান করতে হলে জিরো রির্টান কিভাবে করবো তেমন ভিডিও দিলে উপকৃত হবো। আমি চাকুরিজীবি যা বছরের ৩ লক্ষ টাকার উপর নয়। কিন্তু আমার কাছে আমার কাছে ২০ লক্ষ টাকা আছে যেটা দিয়ে সঞ্চয়পত্র ক্রয় করতে চেয়েছিলাম। কিভাবে জিরো রির্টান করবো সেই ভিডিও দিলে বেশি উপকৃত হবো। আমার মত এমন সমস্যা অনেকের আছে। ভিডিওটি দেখলে সবার উপকার হবে।
অডিটে পড়লে কি কি সমস্যা হতে পারে?
সার রিটার্ন জমার কতো দিন পরে এন বি আর সার্ভারে অনলাইন হয়
সংশ্লিষ্ট আয়কর অফিসের উপরে নির্ভর করে।
ঠিক আছে তার পরেও একটা আইডিয়া দিলে ভালো হইতো?
ভাইয়া আদাব নিবেন,
প্লিজ একটু ক্লিয়ার করবেন আমার প্রদেয় কর ৫৩২৫ টাকা। আমি সঞ্চয় পত্রের উৎসে কর প্রদান করেছি ১৬৫৬০টাকা।এখন আমাকে নতুন করে কোনো টাকা সরকারকে প্রদান করতে হবে কিনা?
Taxes Zone Transfer er jnno ki ki korte hobe jodi aktu bolten khub help hoto bhai