কি লজ্জা দিলেন এই মার্কিন বাংলাভাষী II Shahed Alam

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • লাইলাতুল সরকার : লাইলাতুল ও বিরোধী দল
    ফিরে দেখা ২০১৮ ভোট: আমার জবাব ও বিরোধী দল নিয়ে শংকা -~-
    ভাষা নিয়ে আমাদের কতই না আবেগ। ২১ শে উদযাপন করি মহা ধুমধামে। ভাষা-প্রেম, ভাষা-গর্ব, আর ভাষা-প্রেমের বাস্তবতায় খুব সুক্ষ ভুলগুলিকে আমরা ভুল মনে করিনা। একজন মার্কিন নাগরিক একে বারে শুদ্ধ বাংলা ভাষায় বুঝিয়ে দিলেন, একটু একটু করে আমরা নিজেরা কিভাবে মায়ের মুখ থেকে শব্দমালাগুলো নিজেদের মুখেই একটু একটু করে মেরে ফেলছি। যারা দেখবেন একবার, দ্বিত্বীয়বার এই ভুল করলে শুধরে নেবেন। তাহলে-ই বাচবে আপনার প্রিয় বাংলা ভাষা। first language

Комментарии • 545

  • @Fu_ri_O_sa
    @Fu_ri_O_sa 6 лет назад +7

    আমি সত্যিই খুব অবাক হলাম ... একজন বিদেশিনী কেমন করে এভাবে বাংলায় বলে আমাদের বাংলা বলার নীয়ম শিখিয়ে দিলেন....খুব লাগলো মন থেকেই মনে হলো আমিও সত্যিই আজকে থেকে চেষ্টা করবো এমন #খিচুরী# ভাষা আর না বলতে প্রথম প্রমাণ... মন্তব্য ইংরেজী তে করবনা তাই বাংলা লেখার অ্যাপ ডাউলোড দিয়ে মন্তব্য করলাম.......সবাই এ চেষ্টা করবেন আশা করি... একবুক ভালোবাসা ওনার জন্য....😍

  • @manoranjankundu8006
    @manoranjankundu8006 5 лет назад +41

    বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলা ভাষার উন্নতির জন্য কাজ করা দরকার।

    • @bdnow6527
      @bdnow6527 4 года назад

      পশ্চিম বঙ্গের মানুষকে হত্যা করতে হবে।

    • @idc4089
      @idc4089 4 года назад +2

      @@bdnow6527 Faltu kotha bolben na...

    • @idc4089
      @idc4089 4 года назад

      Right

    • @anindyadasgupta3537
      @anindyadasgupta3537 4 года назад +2

      @@bdnow6527 APNI DUI BANGLAR BANGALIR SOBCHEYE BORO SOTRU.

    • @bdnow6527
      @bdnow6527 4 года назад

      Bashgupta@ বাংলাদেশকে অপমান করা বাদ দে। না হয় কোপানো হবে। দুই বাংলা বললে বাংলাদেশের শহীদরা অপমানিত হয়। শ্যামাপ্রসাদ এর জঙ্গী গোষ্ঠী বোঝ স না ক্যা? ভারতের বাংলা বলে কিছু সব হিন্ডিন ভাষর লিঙ্গ পুঁজা দিয়ে ভাত জোগাড় করে। আবালব চুদা এসব দ্বিমুখী শয়তান পূজারী কম চুদে বাংলাদেশ। কোথায় জঙ্গি, দাঙ্গাবাজ, শয়তান পূজারী দেশ কোথায় বাংলাদেশ। ভারতের সাথে বাংলাদেশ আছে। আর কোনো বাঙালি নাই কিছু কুকুরের জাত আছে বাংলাদেশের বর্ডার অঞ্চলে বেশির ভাগ যারা শয়তন্নপুজা করে

  • @rafiqnoor4912
    @rafiqnoor4912 6 лет назад +103

    এই বিদেশিনী কে জানাই লাখো সালাম আর ধন্যবাদ ।
    তিনি আমার অনুভূতিকেই প্রকাশ করেছেন ।
    আমিও বাংলা ভাষা ব্যবহারের দৈন্যতাকে নিয়ে একজন সত্যিকারের বাঙালি হিসেবে যুগপত্ লজ্জা ও কষ্ট পাই। আরও বেশি আহত হই যখন বাংলা শব্দকে ইংরেজি ঢঙে উচ্চারণ করতে শুনি। এটা আমাদের ভাষা শহীদ ভাইদের এবং আমাদের জাতিস্বত্তার জন্য চরম লজ্জা আর অপমানের ।
    আমাদের বাংলা ভাষার প্রতি এই ধরনের প্রেম দেখলে শুধু এই বিদেশিনীই নয় গোটা বিশ্ববাসী হাসবে।
    আর আমাদের সংস্কৃতি, ঐতিহ্য আর জাতিস্বত্তা চরম অপমানে লান্ছিত হবে । আরও লান্ছিত হবে ভাষা শহীদ ভাইদের মাতৃভাষার জন্য আত্মত্যাগ ।
    আসুন মাতৃভাষাকে সম্মানের সাথে লালন করি । এর লিখিত ও মৌখিক ব্যবহারে বাংলা ভাষার সরল সৌন্দর্যকে ধরে রাখতে আরও সচেতন ও আন্তরিক হই ।

    • @azmulsheikh.azmulsheikh1309
      @azmulsheikh.azmulsheikh1309 6 лет назад +1

      Rafiq Noor ভাই,আপনার,কথা,একদম,ঠিক,আমি,আপনার,সাথে,,একমত,আমি,একজন,ভারতীয়,বাঙালি,মাতৃভাষাকে,ধরে,রাখা,আমাদের,উচিত

    • @KHOBOR18
      @KHOBOR18 6 лет назад +1

      ঢাকার বুবুদের তো মুখ দিয়ে বাংলা বেরুতেই চাই না ।

    • @rafiqnoor4912
      @rafiqnoor4912 6 лет назад

      Azmul sheikh. Azmul sheikh
      ভাইয়া আমি আপনার উত্তরের notification পাইনি ।
      এখন হঠাৎ করে এই videoটি সামনে আসায় আপনার উত্তরটি চোখে পড়লো।
      আপনাকে অজস্র ধন্যবাদ ।

    • @firakita2620
      @firakita2620 5 лет назад +1

      Rafiq Noor
      আমার মনের কথা বলে দিলেন এই বিদেশি ভদ্র মহিলা। আমার আরো একটা দু:খ আমরা যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইংরেজি ফ্রন্টে বাংলা লিখি তা নিয়ে। এতে আমাদের বাংলা বর্ণমালাকে অপমান করা হয়। এতে ভাষা শহীদের দাবি অবজ্ঞা করা হয়। কারণ তাদের অন্যতম দাবি ছিল, অন্য কোন বর্ণমালায় বাংলা লেখার অপকৌশল চিরতরে বন্ধ করা।
      এটা একমাত্র ব্যবহার হতে পারে তখনই যখন অন্য কোন ভাষার প্রাপ্তবয়স্ক মানুষ প্রাথমিকভাবে নিজ ভাষায় বাংলা ভাষা শেখার চেস্টা করে।

  • @mdabdulazizriyad5990
    @mdabdulazizriyad5990 4 года назад +5

    খিচুড়ি ভাষায় শিক্ষিত জাতি
    সত্যি ই মনে দাগ লাগিয়ে দিলেন
    ভিন জাতির এই নারী 😥

  • @NomanAtahar
    @NomanAtahar 10 лет назад +135

    সুন্দর রিপোর্ট, শাহেদ। চালিয়ে যান এই ধরনের গঠনমূলক সাংবাদিকতা।
    আপনার জন্য শুভকামনা রইলো।

    • @wanderingwonderer5442
      @wanderingwonderer5442 6 лет назад +1

      Abu Noman M. Atahar Ali, PhD
      হ‍্যাঁ, আর নামের সাথে PhD লাগাতে ভুলবেন না কিন্তু। লোকজন জানুক যে PhD করেছেন। বারে বাহ্, উনার PhD ডিগ্রী আছে!

  • @kjfkjf33
    @kjfkjf33 4 года назад +30

    বিদেশীর ভদ্র মহিলার কথা গুলা কলিজায় আঘাত গুলার মত 😔

  • @harun24hrs
    @harun24hrs 10 лет назад +47

    সালাম , রফিক, শফিক , বরকত এর রক্তে কেনা এই বাংলা ভাষা । আসলেই দুঃখের ব্যাপার আমরা হারাতে বসেছি আমাদের মায়ের মুখ থকে শেখা শব্দ ভাণ্ডার । সত্যিই পরিতাপের বিষয় ।

  • @নিঃস্বার্থভালোবাসা-ন১ফ

    আমরা বাংলা ভাসার জন্য তাজা রক্ত দিয়েছি তাই আমাদের বাংলা ভাসা আমাদের কাছে প্রিয়

  • @mmbadsha2050
    @mmbadsha2050 10 лет назад +39

    অভিবাদন, শেকড় থেকে খবর বের করে আনার এক জাদুকরী সাংবাদিক, যার কন্ঠের মোহমায়া আর শব্দের বেড়াজালে যুগশ্রেষ্ঠ এমন অনেক খবরই জানতে এবং দেখতে পেয়েছি....খুব গর্বিত মনে হয় এমন একজন সাংবাদিকতার ব্যবহারিক শিক্ষককে, বাংলাদেশের টেলিভিশন জগতে পেয়ে.....

    • @wanderingwonderer5442
      @wanderingwonderer5442 8 лет назад

      একটু বেশি চাটুকারিতা হয়ে গেল। এই ধরনের প্রতিবেদন দেয়াই তো সাংবাদিকদের কাজ। এখানে অসাধারন কিছু করা হয়নি।

  • @nasrinbristy5012
    @nasrinbristy5012 5 лет назад +5

    আমাদের মাতৃভাষা বাংলা😍,রাজপথে তাজা রক্তে রঞ্জিত করে বেদনার ব্যথা নিয়ে কেনা এই ভাষা,যা পৃথিবীর কোনো জাতি নিজের মাতৃভাষার জন্য প্রাণ দেই নি।পৃথিবীর মানচিত্রে আমরা সেই জাতি যাদের সম্মান ভাষার জন্য অনেক উপরে।হাত জোড় করে অনুরোধ রইলো যারা এই মন্তব্য টি পড়বেন আর ভিডিও টি দেখবেন আমার অসংখ্য অনুরোধ নিজের মাতৃভাষাকে সম্মান দেওয়াটা বিশেষভাবে আমাদের মতো বাংলাদেশীদের দায়িত্ব। পড়াশোনা করে শিক্ষিত হয়ে কি করবেন যদি নিজ সত্তা, সংস্কৃতি কে লালন করতে না পারেন।যেখানে আমার দেখা প্রচুর বিদেশি আছে তারা বাংলা ভাষাকে অজস্র সম্মান করে,এ ভাষায় কথা বলার জন্য কত আগ্রহী।আর আমরা এ রক্তের বিনিময়ে কেনা ভাষা কে অনবরত অপমান করি। উপস্থাপক, যারা বাংলা নাটকের সংলাপ লিখেন,যারা বই লিখেন তাদেরকে আমার অনেক অনেক অনুরোধ যখন বাংলা লিখবেন বা বলবেন শুধু সাহিত্য দিয়ে শুদ্ধ বাংলা বলবেন,যদি ইংরেজি খুব পারেন তো ইংরেজি বলার সময় দয়া করে বাংলা বলবেন না।আমি একজন তরুণ প্রজন্ম বলছি,আপনারা এভাবে যদি সম্প্রচার করেন, তাহলে নতুন প্রজন্ম এগুলোই শিখবে,যা একটি জাতি হিসেবে বিশ্বের কাছে আমাদের লজ্জার সম্মুখীন করবে।শুধু তাই নই,যারা প্রাণ দিয়েছে এই মাতৃভাষার জন্য তাদের কাছে আমরা অপরাধী হয়ে থাকবো।🙂😣

  • @user-xb5yf5vf1v
    @user-xb5yf5vf1v 5 лет назад +1

    এই প্রতিবেদনটা যে কতোবার দেখেছি তার শেষ নেই। আর যতোবারই দেখেছি ততোবারই মুগ্ধ হয়েছি...

  • @bakibillah1454
    @bakibillah1454 6 лет назад +175

    মার্কিন এই নাগরিক দারুণ বলেছেন

  • @mahfuzarrahman8897
    @mahfuzarrahman8897 4 года назад +100

    ভদ্রমহিলা অনেক জ্ঞানী, তার কাছ থেকে অনেক কিছু শিখলাম।

  • @Ferdous_amin
    @Ferdous_amin 5 лет назад +4

    মহিলাটি খুব দামী কথা বলেছে।
    আমি উনার সাথে পুরোপুরি একমত।

  • @KamrulHasan-nd5uc
    @KamrulHasan-nd5uc 6 месяцев назад +1

    ভাই
    এর জন্য এদেশের মা বাবা-ই সবচাইতে বড় দায়ী

  • @YEON__18
    @YEON__18 3 года назад +2

    বলার মত কিছু নাই। ভিনদেশীরা বাংলাকে কত ভালো বাসে।

  • @bokulchowdhury6657
    @bokulchowdhury6657 5 лет назад +1

    বিদেশী নাগরিক হলেও সে বাংলা ভাষা নিয়ে ভাবে খুব ভাল লাগলো

  • @nazmaakter5276
    @nazmaakter5276 5 лет назад +1

    একজন বিদেশী হয়েও কত সুন্দর করে বাংলা ভাষায় কথা বলে। আর আমরা বাঙ্গালী হয়েও নিজের মাতৃভাষাকে সম্মান দিতে পারি না।

  • @shawontwenty2707
    @shawontwenty2707 3 года назад +1

    একদম মনের মতন করে গুছিয়ে কিছু মানুষদের ধুয়ে দিলেন। বাহ্ 👏👏👏

  • @ArifurRahman-xq2yk
    @ArifurRahman-xq2yk 4 года назад

    খুবই গুরুত্বপূর্ন কথা বলেছে। বাংলার ভিতরে ইংরেজি। ভাবলেই লজ্জা লাগে যে, বাংলাই ভূলে গেছি। জানিনা যা লিখলাম এর মধ্যে কত ভূল আছে।

  • @jahirulsaddam517
    @jahirulsaddam517 4 года назад

    মার্কিনী মহিলার কাছ থেকে বেশ কিছু শিখতে পারলাম।আমাদের ইংরেজি বা অন্য ভাষা শিক্ষা বা জানা দরকার আছে কিন্তু এটা করতে গিয়ে যেন নিজের ভাষা টা কে ছোট না করি,প্রাণের ভাষার সম্মান দিয়ে কথা যেন বলি।
    আল্লাহর রহমতে আমরা সকলে ভালো থাকবো।ধর্মীয় নিয়ম নীতি মানবো।

  • @randomvideochannel9042
    @randomvideochannel9042 5 лет назад

    ওনার মতো মহান একজন নারীর কাছ থেকে আমি সংবর্ধনা পেয়েছিলাম।
    ওনি অক্সফোর্ড ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী।
    বাংলাদেশে ইনস্টিটিউশন অব ওয়েল বিং এর পরিচালক।
    দীর্ঘায়ু কামনা করছি।
    শ্রদ্ধা রইল।

  • @sdpvlogs116
    @sdpvlogs116 4 года назад

    ভাষার প্রতি শ্রদ্ধা দেখিয়েছেন আমরা তাদেরকে এবং তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই,

  • @Shivambasu
    @Shivambasu 4 года назад

    বাংলাদেশী বাংলা,বাংলা ও আরবী ভাষার একটি অদ্ভুত মিশ্রণ। পার্থক্যটি হল আরবীরা পেরেছে তাঁদের সংস্কৃতি ও ভাষা জোরপূর্বক বা যেমন ভাবেই হক ছড়াতে আর আমরা তা কখনও করতে চাইনি।

  • @shuvodip6307
    @shuvodip6307 4 года назад +1

    মার্কিন আন্টির কথা সেই লাগছে।সুপার।তিনি খুবই প্রান খোলা।ইচ্ছা করছিল তার সাথে গিয়ে আমি কথা বলি।যারা কথা বলার মাঝে সুন্দর হাসি দেয় তাদের সাথে কথা বলতে বেশি ভাল লাগে

  • @hamidulhoque1699
    @hamidulhoque1699 3 года назад +1

    অসাধারণ ‌। ঐ মার্কিন আপার অসাধারণ বাংলা গান

  • @nightmarecrack6495
    @nightmarecrack6495 4 года назад

    অসাধারণ একটা রিপোর্ট। আমাদের দেশে কিছু স্মার্ট মেয়েরা আমাদের রক্তের বাংলা ভাষাকে কলঙ্কিত করে বেশি। তাঁরা মনে করে মাঝে মাঝে ইংরেজি শব্দ ব্যবহার মানেই অনেক কিছু।😥😢

  • @pratimaroy4760
    @pratimaroy4760 4 года назад

    বাংলা আমার মাতৃভাষা ,এই ভাষা অনন্তকাল বেঁচে থাক ধরিত্রীর বুকে।

  • @VIPshofol
    @VIPshofol 5 лет назад

    আপনার অনেক প্রতিবেদন youtube প্রতিবেদন দেখা হলেও আবার পূনাবৃত্তি করি। আপনি সবসময় বস্তু নিষ্ঠ বিবেকের কাছে ন্যয় থাকার যে চেষ্ঠাটা করেন এই জন্যই আপনার প্রতি এত শ্রদ্ধা ও ভালবাসা। আমি ব্যক্তিগতভাবে অনেকটাই বেশি ইসলাম অনুশীলনে পছন্দ করি। বিভিন্ন জাতিভেদ মতাদর্শ বিতর্ক নিয়ে বলতে গিয়ে আপনাকে বাড়াবাড়ি করতে দেখিনি কখনও।

  • @masumtechnologyvlogs1092
    @masumtechnologyvlogs1092 5 лет назад

    সত্য কথা বলেছে। আমরা হারড়িয়ে ফেলছি আমাদের নিজেদের বৈচিত্র নিজেদের ভাষা যে ভাষার জন্য প্রান দিয়েছে বাংলাদেশিরা। অথচ এটাকে আমরা ইংরেজি মিক্স করে বলি। খুব কম লোক আছে যে প্রকৃত বাংলা ভাষায় কথা বলে।

  • @mdabusalehakon1108
    @mdabusalehakon1108 3 года назад

    ভদ্র মহিলা খুব সুন্দর একটা জ্ঞানের কথা বলেছেন, তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে।

  • @golammostafaanik6913
    @golammostafaanik6913 5 лет назад

    আপনার খবরটা অনেক ভাল লাগছে, শাহেদ আলম। নিরপেক্ষ খবর তৈরী করবেন সবসময় ভাল লাগবে সারা জীবন। জাতির উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ বার্তা। আমাদের সবার অন্য ভাষার মিশ্রণ পরিহার করা উচিত।

  • @bipulray206
    @bipulray206 4 года назад +1

    2020 সাল 11 জানুয়ারি শুনলাম খুব ভালো লাগলো এবং কষ্ট পেলাম

  • @BDSmartTV
    @BDSmartTV 4 года назад +1

    মার্কিন এই নাগরিক সত্যিই অসাধারণ শিক্ষা দিলো

  • @nahidujjamanshuvo248
    @nahidujjamanshuvo248 5 лет назад

    আপনার সব প্রতিবেদনের মধ্যে এটাই সর্বোত্তম। ভালোবাসি তোমাকে ভাই।

  • @selfishbijoy
    @selfishbijoy 5 лет назад

    ভাইয়া, বেশ কিছুদিন ধরে আপনার Bangla Infotube চ্যানেলটি প্রতিদিন দেখছি। বর্তমান ঢিল ছুড়াছুড়ি রাজনীতি বেশ অপছন্দের। তাই ভিন্নধর্মী একটি ভিডিও তে কমেন্ট করলাম। তবে আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ দিয়ে বলতে চাই, আপনার গুছিয়ে বলা কিছু সত্য ঘটনাগুলোর প্রতিটি কথা শুনে বুঝেছি অনেক কিছুই। সত্য বলতে কি মনে করবেন জানি না, কখনো বিরক্ত লাগে নি আপনার ২০-৩০ মিনিটের লেকচার শুনতে। কেননা তা যদি ৬০-১২০ মিনিটেরও হয় তবুও শুনবো জানার জন্য বুঝার জন্য। জানি না কমেন্টটি আপনি দেখবেন কি না। তবে আমার মন থেকে অসংখ্যা ভালোবাসা শ্রদ্ধা সম্মান এবং শুভেচ্ছা রইলো। এমন অনেকেই আছে হয়তো সত্যের পথে চির অটল, কিন্তু আমার দেখা শুধুমাত্র আপনি একজন। আল্লাহ আপনার সুস্থতা দান করুন।

  • @alokedeb1852
    @alokedeb1852 5 лет назад +12

    চেষ্টা করি নির্ভেজাল বাংলাভাষায় কথা বলতে। সবসময় পেরে উঠিনা। বোধহয় অল্পবিদ‍্যা আর শহুরে মানসিকতাই এর জন্যে দায়ী।

  • @nibeditadas6381
    @nibeditadas6381 4 года назад

    মার্কিন এই নাগরিককে জানাই প্রণাম...দারুন বলেছেন

  • @shuvohasan3627
    @shuvohasan3627 10 лет назад +155

    আজ থেকে বাংলা ইংরেজি জগাখিছুরি বন্ধ।শপথ করলাম।

    • @altrnatvthinker
      @altrnatvthinker 4 года назад +3

      কথা বলার সময় কোন কিছু মিশিয়ে বলার কোন যুক্তি নেয় , আর আমার মনেহয় তা শুনতে ও ভালো লাগে না ,

    • @roodrohalder9605
      @roodrohalder9605 4 года назад +3

      @@altrnatvthinkerভাই যুক্তি একটা আছে,,,,,,,, সেটা হল ওরা না জানে ভাল ইংরেজি না জানে বাংলা

    • @altrnatvthinker
      @altrnatvthinker 4 года назад +2

      @@roodrohalder9605 সেটা ও সঠিক বলেছেন ।যাচ্ছে তাই এরা

    • @Saaniat
      @Saaniat 4 года назад

      🙏🙏🙏

  • @bakibillah3657
    @bakibillah3657 6 лет назад +192

    এর জন্য দায়ী এফএম রেডিও আর প্রাইভেট ইউনিভারসিটি....

    • @littlebabymanha5984
      @littlebabymanha5984 5 лет назад

      Keno ora ki korese nijer dus porer upore chapan keno

    • @altrnatvthinker
      @altrnatvthinker 5 лет назад +6

      er jonno কেও দায়ি নয় আপনারা নিজেই দায়ি ,ভাসা শিক্ষা বিভিন্ন ভাশাই কথা বলতে শিক্ষা বা শিখা এটা একটা অর্জন জ্ঞান অর্জন কিন্তু কথা বলার সময় ১০০ % বাংলা বলা এটা আপনার ইনটেলিজেন্ট অ্যান্ড দক্ষতার পরিচয় ,আপ্নি কেন মিশিয়ে বলবেন? আপনি হয় বাংলা না হয় ইংরেজিতে বলুন তার একটা লজিক আছে কিন্তু ঐ ভাবে বলা ঠিক না , ধন্যবাদ।

    • @altrnatvthinker
      @altrnatvthinker 4 года назад

      @Khalid Hashan আমি যখন কথা বলি তখন আমি মিশিয়ে বলি না ।আপনি লিখতে পারেন যেমন ভাবে পয়ারেন যদি তা সহজ শুজা আর শর্ট খাটে হয়। সময়ের ব্যাপার আছে,বুঝলেন কিচ্ছু??? আমি এখানে লিখছি কথাবলি না ,এতো ফ্যানাটিক হএয়া ঠিক হয় , ব্যাপার টা বুঝতে শিখুন আর বেশি বখাটে হওয়াও ঠিক নয়।আপ্নি আপনার ভাশা্তে কথা বলবেন তা হিন্দি বা ইংরেজি বলতে যাবেন কেন? আর লিখুন যে ভাবে পারুন এটা অন্য ব্যাপার অবশ্য যদি আপনি মানতে চান।আপ্নাদের কুয়ালি টি এতো খারাপ তা বলার মত না ।

    • @altrnatvthinker
      @altrnatvthinker 4 года назад

      @Khalid Hashan zodi আপনি মানতে চান ""- আমি তো বলে ই দিয়েছি । ইনটেলিজেন্ট এর চেয়ে বুদ্দিমান লেখা সহজ কিনা তা এক্সপেরিমেন্ট বা পরিক্ষা করে দেখিনি , তবে দুই টার একটা টে কিচ্ছু যায় আসে বলে আমি মনে করি না । আর বলেছি তো এতো বখাটে হওা ঠিক না, অবশ্যয় কেন?? মুক্ত লিবারাল চিন্তআ ভাবনা করতে শিখুন। আর মনে করবেন না যে যেটা আপনি ভাবেন সেটাই এক্কেবারে কারেক্ট। য়ার আমি অনেক অনেক দিন দেশের বাইরে থাকি। যাই হোক আমি যখন কথা বলি আমি তখন মিশিয়ে বলি না বা বলা পচন্দ করি না-আমি মনে করি না সেটা সঠিক কমিউনিকেশন ।

    • @altrnatvthinker
      @altrnatvthinker 4 года назад

      @Khalid Hashan আপনি থিক্কি বলছেন বা বুঝাতে চেয়েছেন তা আমি ঠিক বুঝতে পারছি না তবে ভাষার মিস্রন ঐ কারনে হয় তা আমি মনে করি না/ কারন আমি লিখেছি যে বাংলাদেসিদের পারসোনালিটি প্রব্লেম আছে,। ইংরেজি আমাদের second language হতে পারে কিন্তু কথাবলার সময় তা ব্যবহার করবেন কেন? এটা জাতিও গউরবের ব্যাপার সাপার আছে। আমি যেমন মনে করি কথা বলার সময় যেমন মিস্রন ক্রয়া ঠিক না ঠিক তেমনি ৪৭ সালে ভাষার জন্য মিসিল এটাও ঠিক না কারন কারর ভাষা ৩০০ মিলিওন মানুশের ভাষা বিলুপ্ত হই না কি ।এ সব বিকৃত চিন্তা ভাবনা যেটা পারসোনালিটি প্রব্লেম এর এক অংশ/ পার্ট । হা জা বলছিলাম যে বুদ্দিমান ভদ্র শিক্ষিত লোকেরা কথা বলার সময় মিশিয়ে বলে না,আমি তিন দশকের বেশি হল্যান্ড থাকি ,এখানে লেখা পড়া করেছি,আমি শিখিনি কথা বলার সময় প্রয়োজন ছাড়া মিশিয়ে বলা,কন ডাচ তা করে না আর কেও করে কিনা জানিনা সেটা সুধু বাংলাদেশেই আমি দেখেছি আর বাঙ্গালিদের মুখে দেখেছি/শুনেছি।,আর হা আমি এটা ও মনে করি আপনি যে ভাবে পারুন লিখুন,জদি আপনি সহজ মনে করেন যেমন অকে(অল কারেক্ট) এটা বাংলাই বলা যাই না ,তাই বুঝতে শিখতে হবে আপনি লেখা র সময় জত শর্ট খাট বা জে ভাবে সহজ লিখুন ,আপনার সময় আর স্রম কে সাচ্রায়ন করুন ,সেটা ভাল,আর আপনি না বুঝতে চায়লে আমার কোন মাথা বাথা নেই। টেকনিক্যালি চিন্তা ভাবনা করা শিখবেন ,(আমি এখন আর আপ্নাদে র মত অনর্গল আরইভাবে বাংলা বল্তে পারি না কিন্তু আমি যখন বলি একটা ভেবে চিনতে বলি আর ১০০ % বাংলা শব্দ বলার চেষ্টা করি কারন সেটা আমার কাছে শুন্দর আর জথাজথ মনে হয়)। আর শুনুন বাংলাদেশ এ কিন্তু সামাজিক ভাবে পিছিয়ে - ওদেশের লোক সঠিক চিন্তা ভাবনা থেকে অনেক পিছিয়ে তাই ওখানে জত হাঙ্গামা বিস্রিঙ্খলা বিয়াদবি রাহা জনি আর একে ওন্যের প্রতি অশম্মান দেখায়,আম্রা এখানে ও ভাবে চলি না ।

  • @sonjitmondaln4281
    @sonjitmondaln4281 5 лет назад +1

    I am Bengali.. I love Bangali language ..I love you West Bengal. I love you Bangladesh. I Love You Bengali .Bengali people is very very good . I love Sheik Mujibur Rahman

  • @satyajitray7000
    @satyajitray7000 6 лет назад

    21se February sunlei mone porejai Kabir Sumaner sei bikhhato gaan.. Je Bhasar Jonne emon honne....... Salute to this Lady

  • @milonhossain5623
    @milonhossain5623 7 лет назад +19

    শহিদ জিয়ার কারনে পেয়েছি বাংলাভাষা তাই শহীদ জিয়াকে স্যালুট জানাই

    • @অনিকমাহম্মুদ
      @অনিকমাহম্মুদ 6 лет назад +10

      Milon Hossain শহীদ জিয়ার কারণে বাংলা ভাষা পেয়েছেন এইটা জীবনের প্রথম বার শুনলাম।

    • @53894
      @53894 6 лет назад +4

      অনিক মাহম্মুদ amio jibone prothom shunlam.

    • @norsingdi1600
      @norsingdi1600 6 лет назад +3

      Milon Hossain কি? এই পাগল কইত্থেইক্কা আইলো?

    • @anikraj3518
      @anikraj3518 6 лет назад +3

      Milon Hossain pagolcoda

    • @mushfiqmuhim8271
      @mushfiqmuhim8271 6 лет назад +2

      lol ar kisu bollam na

  • @naughtygoutam
    @naughtygoutam 5 лет назад

    akjon bideshini aaina dekhalen,aamra amader swakiwata hariye phelchi......onake dhanyabad....

  • @md.mehedihasan3031
    @md.mehedihasan3031 5 лет назад +3

    প্রিয় শাহেদ ভাই,
    আমরা আবার এই বাঙলায় আপনাকে সাংবাদিক হিসেবে দেখতে চাই ।

  • @mijanurrahman9948
    @mijanurrahman9948 10 лет назад +38

    ভাষা শহীদের কাছে ক্ষমা চেয়ে বলছি... আগামিদিনে ১০০ ভাগ বাংলা অথবা 100% English বলব। ইনশা-আল্লাহ.

    • @TheProloy
      @TheProloy 10 лет назад +4

      It is impossible speaking 100 per cent khati Bangla or English or any language these days. Coz, globalization and friendly exchange in languages have made everything a compound. Without support of English or french or arabic or spanish or chinise and of course Sanskrit..it is impossible speaking Bangla..the lady does not know that even English is not a pure language ...the style of speaking depends on the culture of a given country in a given time. ...language grows and flows taking hands of other language..thats the liveliness of a language...

    • @sarwar005
      @sarwar005 10 лет назад +2

      You are not totally clear about what the American lady said in her speech, seems to me. I am clearing the idea she told us is to use unnecessary words in speaking own language whereas the words are available. Always a language takes words from other language. I have a doubt whether you know the real pleasure of speaking pure Bangla or pure English. You are not also clear about speaking 100 percent pure Bangla, thinks to me. When you speak Bangla using the words it has avoiding unnecessary words is called 100 percent pure Bangla.

    • @wanderingwonderer5442
      @wanderingwonderer5442 8 лет назад

      +Rahul Raha এত ইংরেজী দৌড়াবার কি দরকার? তাও আবার ঐ ইংরেজীর মধ‍্যে ভুল।

    • @swarnenduroy2312
      @swarnenduroy2312 5 лет назад +1

      100% english নয়। একশ ভাগ ইংরেজি।

  • @shamsularfin8827
    @shamsularfin8827 4 года назад

    আপা অনেক ধন্যবাদ আপনাকে।আমি চেষ্টা করব যেন বাংলা বাংলাই থাকে ইংরাজি যেন না হয়

  • @mdhosen-yk4jb
    @mdhosen-yk4jb 6 лет назад +3

    সাহেদ ভাই আপনার এই রিপোর্টটা আমার অনেক ভালো লাগে

  • @KHOBOR18
    @KHOBOR18 6 лет назад +11

    মেয়েটি Universal
    তাকে শ্রদ্ধা জানাই ।

  • @rajibislambabu3060
    @rajibislambabu3060 7 лет назад +182

    আজ থেকে সপথ নিলাম আর কোন দিন আমারা বাংলা ভাষার সাথে ইংলিশ বলবো না আমিন ...

    • @natabarlal4472
      @natabarlal4472 5 лет назад +7

      বাংলার সঙ্গে আরবী মিশিয়ে কথা বলেন ।

    • @faridbhuiyan3108
      @faridbhuiyan3108 5 лет назад

      @@natabarlal4472 hahahahaha

    • @abidshimanto4524
      @abidshimanto4524 5 лет назад +1

      ইংরেজি

    • @mohammadzahidhasan872
      @mohammadzahidhasan872 5 лет назад

      @@natabarlal4472 কি আরবী মেশানো হলো?

    • @swarnenduroy2312
      @swarnenduroy2312 5 лет назад

      ইংলিশের বাংলা নেই?

  • @mdkhalidrahman3792
    @mdkhalidrahman3792 9 лет назад +13

    আসলেই .... কিছু বলার নেই ।

  • @ashimkumarchowdhury7840
    @ashimkumarchowdhury7840 4 года назад +1

    আমাদের দেশের অংশ ছিলো আবার আমাদের হবেই, জয় হিন্দ ।

    • @MasudRana-ql9uj
      @MasudRana-ql9uj 4 года назад

      😁😁😁 দীল্লির কাছ থেকে তোদের স্বাধীন করবো চিন্তা করিস না।

    • @ashimkumarchowdhury7840
      @ashimkumarchowdhury7840 4 года назад

      হা হা হা হাম হিন্দুসথানি দিল মে রহেতে হে, দিমাগ মে নেহি । আরে মূর্খ তোরা আমাদের কি স্বাধীন করবি, বাপ ব্যাটাকে জন্মায় ব্যাটা বাপকে নয় । যা আগে তোর মায়ের কাছে নিজের বাপের পরিচয় জেনে আয়, মুসলিম হয়ে যখন উর্দুর বিরুদ্ধেই লড়াই করিস তখন তোর বাপদের জন্য আমাদের দুঃখ হয় আর হ্যা একটা কথা ভারত মহাসাগরের সঙ্গে বাংলাদেশের ডোবার তুলনা করিস না অস্তিত্ব খুজে পাবি না । জয় হিন্দ, আমিন ।

    • @MasudRana-ql9uj
      @MasudRana-ql9uj 4 года назад

      @@ashimkumarchowdhury7840 অার তোরা যখন কেন্দ্রের/দিল্লির থেকে বঞ্চিত, শোষিত,অামিত শা বলে হিন্দি ভারতের জাতীয় ভাষা,পার্লামেন্টে হিন্দিতে
      ভাষন দিতে হয়, ট্রেনে শুধুই হিন্দি লেখা থাকে তখন অামাদের করুনা হয়।
      অার তোমরা মেরুদণ্ড হীন পশ্চিমবঙ্গের মানুষ দিল্লীকে বাপ মানতে পারো।অামরা কাউকে বাপ মানি না।অামরা অামাদের মতো চলি।
      জাতিসংঘে যেখানে দাড়িয়ে ডোনাল্ট ট্রাম্প ভাষন দেয়, ঠিক সেখানে দাড়িয়ে শেখ হাসিনা বাংলায় ভাষন দেয়।
      অামাদের কোনো অাফসোস নেই বা অনুশোচনা নেই ভারতে না থাকতে পাড়ার কারনে।অারন,অামাদের অাছে এতিহ্য ও অহংকার করার মতো ইতিহাস।
      ভাষার জন্য দেশের জন্য অামরা যে ত্যাগ শিকার করেছি তা বিশ্বে অন্যতম।

    • @bimalpaul4596
      @bimalpaul4596 4 года назад

      অসীম কুমার চৌধুরী, আপনার সত্যিকার পরিচয় কি , জানিনা। কিন্তু, জানলাম আপনি কত নিকৃষ্ট একজন মানুষ।

  • @abdullahsadiq4930
    @abdullahsadiq4930 5 лет назад

    অন্য দেশের ভাষা শেখা যেখানে শুধুই দক্ষতা বৃদ্ধি সেখানে আমাদের দেশের গরীবের জন্য জন্য জীবন এবং জীবিকার প্রশ্ন। সেকারনেই ইন্টারভিউ বোর্ডে গিয়ে ঘেমে নেয়ে একাকার ইংরেজিতে উত্তর না দিতে পারলে স্বপ্নতো দুরে থাক জীবনই বরবাদ হয়ে যাবে। সালাম রফিক জব্বার যে ভাষার জন্য প্রান দিলেন সেই ভাষায় উচ্চতর ডিগ্রি অর্জন করা যায় না। উচ্চ বেতনের চাকরি পাওয়া যায় না। ভাষার প্রতি ভালোবাসা? ক্ষুধার্ত মানুষের কাছে বুক পকেটে থাকা ব্রোঞ্জমেডেলের মত।

  • @abcdtv1172
    @abcdtv1172 4 года назад

    প্রতিবেদনটিতে এক বিদেশিনী বলেন, আমরা যখন যে ভাষায় কথা বলব, সে ভাষা টাই ব্যবহার করা উচিত। বাংলা বললে পুরো বাংলা, ইংরেজি বললে পুরো ইংরেজি । এই হচ্ছে তাদের চিন্তা-চেতনা। আমাদের দেশে অনেক পত্র-পত্রিকা রয়েছে, যেসব পত্রিকা বাংলা সংবাদ পরিবেশন করে। কিন্তু ইংরেজি নাম। যেমন বাংলা ট্রিবিউন, ঢাকাটাইমস। এসব বিষয়ে আমাদের একটু হলেও ভাবা উচিত, যে ভাষার জন্য ভাষা শহীদরা জীবন দিয়েছেন, সেই দেশে বাংলা সংবাদ পরিবেশন করে কিন্তু ক্রিকেট নাম ইংরেজি। এটা আমার মতে ভাষা শহীদদের প্রতি অসম্মান করা।

  • @SSShadhin
    @SSShadhin 4 года назад

    আমি ইদানিং খুব অদ্ভুত পরিস্থিতিতেও পড়ছি। কথাবার্তায় বিভিন্ন বাংলা শব্দ বলতে গিয়ে চিন্তা করতে হচ্ছে যে আমার কথাটা শুনছে সে আমার বলা শব্দটা বুঝবে কি না। খুব সহজ সহজ শব্দ। কিন্ত শব্দগুলো চোখের সামনে দিয়ে অপ্রচলিত হয়ে যাচ্ছে বুঝতে পারছি।

  • @easylifebd4243
    @easylifebd4243 6 лет назад +1

    খুভ কষ্ট লাগে যে ভাষার জন্য প্রান দিয়েছে বাংলার শ্রেষ্ট সন্তানেরা আজ সে ভাষা আমরা বলতে সম্মান বোদ করিনা,চি চি জাতী হিসাবে আমি লজ্জিত,ইংরেজি বললে নিজেকে অনেক বড় মনে করি,,চি চি এ কেমন জাতী আমরা,,,

    • @manishksingha1987
      @manishksingha1987 4 года назад

      শ্রেষ্ট না শ্রেষ্ঠ, বোদ না কথাটা বোধ। কেন আপনারা এই সব ভুল করেন বলবেন?

  • @saifulislamrana1020
    @saifulislamrana1020 4 года назад +1

    একটা দারুন শিক্ষা নিলাম

  • @mdatikyeasir2580
    @mdatikyeasir2580 6 лет назад +19

    এরাই প্রকৃত শিক্ষিত

  • @Hiron-tb4lv
    @Hiron-tb4lv 4 года назад +1

    আন্তরিক অভিবাদন বিদেশি মহিলাকে!

  • @sujitpaitandi6146
    @sujitpaitandi6146 5 лет назад +6

    বিশ্বের সবচেয়ে মিষ্টি ভাষা আমাদের মাতৃভাষা? জয় বাংলা

  • @gamingworld9400
    @gamingworld9400 4 года назад +1

    বাংলা আমার মাতৃ ভাসা।

  • @mhforhad1090
    @mhforhad1090 5 лет назад +1

    মার্কিন বাংলাভাষীর কাছে আসলেই আমরা লজ্জিত!!! কোথায় যাচ্ছে আমাদের বাংলা সংস্কৃতি 😭😭😭

  • @rubelahmed4622
    @rubelahmed4622 4 года назад +1

    মাকিন মহিলা টা ঠিকই বলেছে। কিছু ফইন্নি আছে রাইস খাবো কেন ভাত বলা যাই না। আমি একটা Tea পান করে আসি কিরে ফইন্নি চা বলা যাইনা। এভাবে আরও কত কি।

  • @Art_technic_abutaher
    @Art_technic_abutaher 4 года назад

    বৃদ্ধ মহিলার কথা টি একদম সত্য

  • @tamalmajumder7771
    @tamalmajumder7771 5 лет назад

    বিশেষ করে আমারা বাঙালিরা বাংলা ভাষায় কথা বলার সময় যদি কোনো অবাঙালিদের সাথে কথা বলি তখন তাদের ভাষা ব্যবহার করি খেয়াল করে দেখুন যার সঙ্গে কথা বলছেন তিনি কিন্তু বাংলা ভাষায় কথা বলার চেষ্টা করে। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে অথচ আমারা বাঙালিরা বাংলা ভাষার বদলে ইংরাজী ভাষা ব্যবহার করে শুভেচ্ছা বিনিময় করছি। শুধুমাত্র একটি ভাষার জন্য একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম সারা পৃথিবীতে আর একটাও নেই তাই বাংলা ভাষা আমার অহংকার আমার অহংকার আমি বাঙালি বাংলা ভাষায় কথা বলি। কলকাতা থেকে।

  • @জাতীয়ফলকাঁঠাল

    আমরা ভাষার জন্য যুদ্ধ করিছি। তাহলে কেন ২১ ফেব্রুয়ারি ইংরেজি মাসের নামে হয়।
    বাংলা তারিখে আমরা কেন ভাষা দিবস পালন করিনা ।
    এটা বাংলা তারিখে হয়না কেন।

  • @emonbiswas5299
    @emonbiswas5299 3 года назад +1

    We need to learn from this nice lady

  • @saifulislamrana1020
    @saifulislamrana1020 4 года назад +1

    খুব ভালো লাগলো

  • @sodrulislam964
    @sodrulislam964 5 лет назад

    বিদেশির কথায় অনেক লজ্জা পেলাম. আজ থেকে আর বাংলার সাথে ইংরেজি মিশাব না.....Love you Bangladesh

  • @kabilhassnat111
    @kabilhassnat111 6 лет назад +11

    ভাই আমাদের দেশে এ দানিং কিছু শিল্পীর আবির্ভাব হয়েছে অভিনয় শিল্পী, এবং অন্যান্য নায়ক, নায়িকা এরা বাংলা ভাষায় কথা বলতে পারে না এবং ইংরেজি ও বাংলা সংমিশ্রণে কথা বলে। আপনি দেখতে পারবেন টেলিভিশনের পর্দায় তারকা আলাপকালে ইংরেজি ও বাংলার ঝড় বয়ে যাচ্ছে।

    • @nisshongonishachari88
      @nisshongonishachari88 5 лет назад +1

      আপনার কথার সাথে শতভাগ সহমত পোষণ করছি। বুঝতে পারছি আপনি কোন অভিনয় শিল্পীদের কথা বলছেন। আসলে, আমি ব্যক্তিগত ভাবে ঐসব তথাকথিত অভিনয় শিল্পীদের, শিল্পী হিসেবে গোণায়ই ধরি না।
      বা*মান, ছ্যাবলা, ছিঃআম সহ ওদের দলের অন্তর্ভুক্ত লোকগুলোকে যখন অভিনয় শিল্পী হিসেবে দেখি, তখন আর পর্দায় বাংলা শিল্পকর্ম দেখার আগ্রহ থাকে না।তাছাড়াও, এরা আমাদের বাঙালি সংস্কৃতি টাকেও হুমকির মুখে ফেলে দিয়েছে, পশ্চিমা সংস্কৃতির প্রচার-প্রসারের মাধ্যমে।
      সত্যি বলতে কি, এসব নিম্ন শ্রেণির নামধারী শিল্পীদের বাংলাদেশের বিনোদন মাধ্যমে দেখার পর, এখন আর পর্দায় বাংলা শিল্পকর্ম দেখি না। এসব নিম্নমানের তথাকথিত শিল্পকর্ম দেখার থেকে ইংরেজি চলচ্চিত্র দেখা হাজার গুণে ভালো, কারণ সেগুলোর মান, ঐসব জগাখিচুড়ী ভাষায় তৈরীকৃত শিল্পকর্ম থেকে অনেক উপরে ।

  • @alammhabub415
    @alammhabub415 5 лет назад

    I salute you mom for understand our beautiful language.

    • @manishksingha1987
      @manishksingha1987 4 года назад

      আরেকটা আবাল। পুরো ভিডিও টা থেকে তো কিছু বুঝলই না, উল্টে ভুল ইংরেজি লিখছে

  • @sksahaalam4797
    @sksahaalam4797 6 лет назад

    কি বলে সম্মোধন করবো বুজতে পারছিনা ওই মার্কিনি মহিলাকে কারণ
    যদি খিচুড়ি ভাষা বেরহয়ে যায়,
    ধন্যবাদ বাংলা ভাষা কে সম্মান দেওয়ার জন্য,

  • @jotansarker3190
    @jotansarker3190 4 года назад

    ভালো সাংবাদিক শাহেদ ভাই, অথচ রাজনীতির বেড়াজালে তিনি আজ দেশছাড়া 😥😥

  • @ashimkumarchowdhury7840
    @ashimkumarchowdhury7840 4 года назад +1

    পশ্চিমবঙ্গে স্বাগত জানাচ্ছি , বাংলার আঁতুরঘর পশ্চিমবঙ্গ অনেক মনীষীদের পদধূলি নিয়ে ইতিমধ্যেই ইতিহাস রচনা করেছে ।

    • @shawonabdulla9115
      @shawonabdulla9115 4 года назад

      In your dreams bro. People around the the world doesn’t even know where West Bengal is. Whenever they heard the name Bangla they recall that it’s the official language of Bangladesh. And only Bangladeshis did make 21st February the international mother language day

  • @akashmondal8181
    @akashmondal8181 5 лет назад +3

    ওরা আরো ভালো বাংলা ভাষা শিখতে পারতো যদি india তে West bengla এ এসে শিখতো । কারন বাংলাদেশের বাংলা ভাষাটা সভ্য নয় একটু কেমন আমাদের শুনতে কটূ লাগে ।

    • @bimalpaul4596
      @bimalpaul4596 4 года назад

      আপনার কথার প্রতিবাদ করি। ভাষায় একটু আঞ্চলিক প্রভাব থাকবেই। ওটা কোন দোষের নয়। টান বা দরদ টাই বড় কথা।

    • @bimalpaul4596
      @bimalpaul4596 4 года назад

      আপনার কথার প্রতিবাদ করি। ভাষায় একটু আঞ্চলিক প্রভাব থাকবেই।ওটা দোষের নয়। টান বা দরদ টাই বড় কথা।

  • @krishnendukarmakar312
    @krishnendukarmakar312 4 года назад

    Dada khub valo laglo west bengal murshidabad

  • @AbdurRahim-kd7xz
    @AbdurRahim-kd7xz 5 лет назад

    শাহেদ ভাই আপনাকে ধন্যবাদ বলে ছোট করবো না আপনি অসাধারণ

  • @saromanahned100
    @saromanahned100 6 лет назад +6

    সুন্দর এক টা কথা় বলছে বিদেশ আপু
    বলছে যারা বেশি পড়া শুনায় করে তারা তো
    English বই পড়ে তারা আর বাংলা বই পড়ে না
    এভাবে হাড়িয়ো যাবে বাংলা ভাষা 😰😰😰

    • @Uri_smol_universe
      @Uri_smol_universe 5 лет назад

      ডিসলাইক ১৩৭ টা হয়ে গেছে।

    • @swarnenduroy2312
      @swarnenduroy2312 5 лет назад

      English বই নয়। ইংরেজি বই ।

  • @mohammadsharif1929
    @mohammadsharif1929 5 лет назад

    অনেকদিন পরে সাহেদ ভাইকে দেখেছি, খুব ভালো লাগলো ।

  • @banglaprunkcpt7496
    @banglaprunkcpt7496 5 лет назад

    shead bai apner pogroms daky mone hoy your are the best Bangladeshi and you have receipt full for Bangladesh

  • @mdemranhasan7814
    @mdemranhasan7814 3 года назад

    উপস্থাপক ১ বাক্যের মধ্যে এত্তগুলা ইংরেজি বলে ফেললেন। বাহ্, বাংলাপ্রেমী বাহ্!!

  • @এপিটাফ_এর_লেখা

    excellent reporting. thanks to the reporter & Channel 24.
    ..and thanks for uploading.

    • @mdopi5197
      @mdopi5197 4 года назад +1

      হায়রে হায়! এতকিছুর পরও ইংরেজি লেখাটা চেতনার ক্ষয়ের স্পষ্ট উদাহরণ

  • @mdharun-or-rashid4547
    @mdharun-or-rashid4547 5 лет назад +3

    আমি একজন বাঙালি এবং বাংলা বিভাগের ছাত্র হিসেব এ গর্বিত।

  • @MDAkram-lv5zf
    @MDAkram-lv5zf 5 лет назад

    Wow what a Bengali speaker...superb yrrr...mind Blowing

  • @shohaelhossin3538
    @shohaelhossin3538 4 года назад +1

    যে মাতৃভাষার জন্য দেশ স্বাধীন হয়েছিলো এখন সেই ভাষাকে সবাই এড়িয়ে চলছে

  • @zosimuddinofficial4371
    @zosimuddinofficial4371 3 года назад

    রিপোর্টের কে অন্তর থেকে জানাচ্ছি ধন্যবাদ

  • @moynulhasan94
    @moynulhasan94 5 лет назад +1

    আমাদের মার্কিন ম্যাডামের কথায় লজ্জা পাওয়া দরকার টিক বলেছেন ম্যাডাম

    • @manishksingha1987
      @manishksingha1987 4 года назад

      টিক না, কথাটা ঠিক। বাংলাদেশীরা কি করে এ রকম সাধারণ বানান ভুল করে তা ভাবা যায় না ।

  • @roserose-cu9iz
    @roserose-cu9iz 4 года назад

    ওরা সত্যি কারের দেশ প্রেমিক

  • @nazmulhossan9945
    @nazmulhossan9945 4 года назад

    আমার মনে হয় এর জন্য বাংলার এক শ্রেণির শিক্ষিত মানুষ দায়ী...

  • @masumbillah2727
    @masumbillah2727 6 лет назад +13

    রিপোর্ট এর শেষ পর্যায়ে Avoid, এরপর Interesting, তারপর Sorry এবং সর্বশেষ দু:খিত .................

  • @sanjidahmedsanju2408
    @sanjidahmedsanju2408 5 лет назад +4

    বাংলাদেশকে নিয়ে কটুক্তি করা ঐ মানুষ গুলো কে এসব মানুষ থেকে কিছু শেখা উচিত

  • @jonaidshafi938
    @jonaidshafi938 2 года назад

    দুঃখজনক হলেও এটাই সত্য

  • @pavelkhan8960
    @pavelkhan8960 10 лет назад +4

    আধুনিকতার নামে যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আমরা অনেক কিছুই হারিয়ে ফেলছি :(
    তখন সবচেয়ে লজ্জা লাগে যখন কোন কিছুর বাংলা নামটা ভেবে পাইনা ( হয়ত জানি ই না!! ), মুখ দিয়ে ইংরেজি নামটা বের হয়ে আসে।

  • @AbdulHakim-ed2tv
    @AbdulHakim-ed2tv 6 лет назад +2

    আমরা বাঙালীদের কোয়ান্টিটি আছে অর্থাৎ জনসংখ্যার দিক দিয়ে বাঙালী অনেক বড় কিন্তু আমাদের কোন কোয়ালিটি নেই। না ভাষায়,না পোষাকে,না খাদ্যে।

  • @TheNazmul27
    @TheNazmul27 5 лет назад

    আমার এখানে মন্তব্য লিখতেই হচ্ছে। লক্ষ্য করে দেখেছি আমরা যারা শিক্ষিত তারা প্রায় সবাই এই ধরণের ভুল করে থাকি। এবং আমাদের অনুজদেরও এই ভাবে ভুল শিখিয়ে থাকি। যেমন খবরে, এফএম রেডিও ইত্যাদি জায়গা ভুল এবং মিশ্র বাংলা বলে থাকি। আবার আমরা অনেকেই এটাকে আধুনিক বলে মনে করে থাকি। কিন্তু যারা লক্ষ্য করে তারা এটাকে কতটা ক্ষেত ভেবে মনে মনে হাসে।
    আমার মনে হয় বিশেষ করে এফএম রেডিও, প্রতিবেদনে শুদ্ধ বাংলা চর্চা করা উচিৎ। যেমন প্রতিবেদক বাবু কামরুজ্জামান কে অনুসরণ করা যেতে পারে।
    আমি সব প্রতিবেদককে বলব আপনারা আগে বাংলা শিখুন তার পর আমাদের সামনে আসুন। প্রয়জনে বাবু কামরুজ্জামানকে দেখুন, কাজে লাগবে।

  • @banglatube5010
    @banglatube5010 6 лет назад +1

    ভিডিওটির অাংশিক আমি কয়েক বছর আগে দেখেছিলাম। তখন থেকে নিজেকে পরিবর্তনের চর্চা করেছি। আপনার বেশ ক'টি ভিডিও দেখেছি। আপনার প্রতিবেদন ও বিশ্লেষণ আমাকে প্রতিদিন নতুন করে ভাবতে অনুপ্রেরিত করে। শুধু জানতে ইচ্ছা কোন ঘটনার প্রেক্ষিতে আপনারে দেশ ত্যাগ করতে বিদেশে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করতে হলো? কোন ঘটনার কারণে সরকার আপনার গলাচিপে ধরেছে? কেন স্বৈরাচারের কালো থাবা আপনার উপর পরেছে, যেমনটা মাহমুদুর রহমানের উপর পরেছে।

  • @prioty05
    @prioty05 10 лет назад

    I was just awestrucken after seen this report of foreigners !! Excellent !!

  • @magoffar7620
    @magoffar7620 4 года назад

    ধন্যবাদ ম্যাডাম

  • @mdhabibharun5951
    @mdhabibharun5951 4 года назад +1

    আমি বাংলায় গান গাই বাংলায় কথা বলি বাংলায় সুর করী আমি গর্বিত আমি সন্তুষ্ট

  • @bashir1597
    @bashir1597 4 года назад

    আমার ভাষাকে আমি মনে প্রাণে ভালোবাসি দেখা যায় যে আমরা স্বাভাবিক কথা বললেও ইংরেজি মেরে বসেই থাকি দয়াকড়ে নিজেদের জন্মভূমি ও ভাষাকে রক্ষাকরার শেষ্টা করোন