বিটিসিএলের ব্যাপক আধুনিকায়ন ঘটিয়ে ফাইবার অপটিক কানেকশন ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত নিয়ে যাওয়া হোক, স্কুল কলেজ হাস্পাতাল সহ সরকারী যেকোন অফিসে বিটিসিএল কানেকশন থাকলে ভাল নিরাপত্তা থাকবে। সাইবার আক্রমন হ্যাকিং মেলওয়ার জনিত সমস্যা কম হবে।
এই মানুষটিকে কি বলবো বুঝতে পারছি না। জানেনা কিছুই ভাব ধরে সব জান্তার মত। সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে নিরবিচ্ছিন্ন ওয়াই-ফাই সেবা প্রদানের জন্য আন্ডার গ্রাউন্ড কানেক্টিভিটি মেরুদন্ড হিসেবে কাজ করছে। ধন্যবাদ আওয়ামী সরকারকে। এলোমেলো কথা এবং আন্দাজে দোষারোপ করা দল কানাদের লক্ষন।
ভাইরে এই সমস্ত জায়গায় সেই সময়ের ,উপসচিব এবং সচিব দের আগে বিচারের আওতায় আগে আনা হক। আসল জাগায় আমরা কেউ হাত দিছি না।
পাসপোর্টে আমরা আফগানিস্তান, ফিলিস্তিনের সমান Ranking a.অত্যন্ত দুঃখজনক। আমরা হতাশ।
এসবের আগে দরকার ছিল বাংলাদেশের চিকিৎসা ব্যবস্হার দিকে নজর দেওয়া, বিশেষ করে ক্যানসর চিকিৎসার যন্ত্রপাতি দিক থেকে দেশ অনেক পিছিয়ে আছে।
Kintese
wait please for glorius future.
ধান্দাটা শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলো স্যার আইজেক পলক!
বিটিসিএলের ব্যাপক আধুনিকায়ন ঘটিয়ে ফাইবার অপটিক কানেকশন ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত নিয়ে যাওয়া হোক, স্কুল কলেজ হাস্পাতাল সহ সরকারী যেকোন অফিসে বিটিসিএল কানেকশন থাকলে ভাল নিরাপত্তা থাকবে। সাইবার আক্রমন হ্যাকিং মেলওয়ার জনিত সমস্যা কম হবে।
এই মানুষটিকে কি বলবো বুঝতে পারছি না। জানেনা কিছুই ভাব ধরে সব জান্তার মত। সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে নিরবিচ্ছিন্ন ওয়াই-ফাই সেবা প্রদানের জন্য আন্ডার গ্রাউন্ড কানেক্টিভিটি মেরুদন্ড হিসেবে কাজ করছে। ধন্যবাদ আওয়ামী সরকারকে। এলোমেলো কথা এবং আন্দাজে দোষারোপ করা দল কানাদের লক্ষন।
ল্যাব বানানোর মধ্যে সমস্যা কী? ডিজিটার স্টার্টআপ কে সহযোগিতা করলে সমস্যা কী? নিজে পড়াশোনা করুন