আমার দাদা শশুরের কোলকাতার ভিক্টোরিয়া পাচটা বাড়ি, দাদা শশুরের নামে হাসপাতাল, ফেলে দেশ ভাগের পর ৪৭ শের পর চলে আসতে হয়েছিল,আমার শশুরের সবচেয়ে প্রিয় বন্ধু মহানায়ক উত্তর কুমার কে ছেড়ে আসা সেটা হৃদয় বিদারক দৃশ্য ছিল, কত ছোট বেলার স্মৃতি, কত ছবি তার সাথে আছে,আমার শশুর সে সব কথা মনে করলে নিরব ইস্তব্দ হয়ে যেত
এটা হয়তো মুসলিম দের নিতি আল্লাহ ছাড়া কাউকে কিছু বলেনা🌏✌️🤲 না হলে কতো বিহারি মুসলিম বাংলাদেশে আসছিলো একটা ঘটনা বলি একজন ভদ্রলোক তিনার পরিবারের বড় ভাইকে মেরে ফেলা হয়েছে এক বোন আর ২ ভাই বাবা মা কে নিয়ে তখনকার সময় কোটি টাকার সম্পত্তির বিনিময়ে বাংলাদেশে চলে আসা পরিবারের সাথে আলাপ হয়েছিলো 😭..আরেক পরিবার অই বিহারি ছিলো এদের হিস্ট্রি তারা শুধু সয় সম্পত্তির বিনিময় প্রাণ ভিক্ষা পেয়েছিলো এবং তারকাটা পার করে দেয়া হয়েছিলো 🧐🧐 তাই আসলে খারাপ ভালো সব ধর্মের মাঝে আছে. কিন্তু কোথাও বেশি আর কোথাও কম😔 যেমন বাংলাদেশে এখন আমার চুখে দেখার মাঝে হয়েছে মন্দির ভাংচুর কিন্তু ভারতের হিসেব টা ভিন্ন তাব্রেজ আনসারি কিলিং. তারপর বিলকিস বানো পরিবার কিলিং আবার আসামিদের ছাড়া ফুল দিয়ে বরন. তার পর তাদের গরু মায়ের মাংসো পাওয়ার অপরাধে মানুষ সহো গাড়ির ভিতরে পুরিয়ে মেরে ফেলা. সুধু তাই নয় এদের সরকারে মন-মানসিকতা খুবি জঘন্য সেটা মুসলিম দের নামের শহর গ্রামের নাম পরিবর্তন মসজিদ মাদ্রাসা তাদের সরকার ভাংগার পারমিট কিনবা তার দেশের কিছু হাসপাতাল শুধুমাত্র একটা ধর্মের ধারণা দিয়ে মুসলিম দের চিকিৎসা করেনা 😒কি বলবো সবিতো প্রমাণিত আগের ইতিহাস বাদ দেন নিজে হয়তো দেখিনাই,, কিন্তু জা দেকছি তাতে কি বুঝা জায় অতিতের হিসেবটাও মিলাতে পারবেন 🌏🧐🧐 ধন্যবাদ ভালো থাকবেন 🤝
Will you and your community returns that property? If does, then only your emotions can be proved. Don't just hit around the bush. Because we know what you people are.
কতো হৃদয় বিদারক ঘটনা নিজের মাতৃভূমি ছেড়ে শুধু মাত্র রাজনৈতিক কারনে ভিন দেশে বাসবাস করা। ঐদেশে দেহ মন থাকলেও কিন্তু এদেশেই পড়ে থাকে আত্না। সত্যি অনেক কষ্টকর।
রুদ্রকর থেকে বলছি, আপনাদের স্মৃতিকাতরতা দেখে খুবই মুগ্ধ হলাম।জন্মভূমির প্রতি প্রতিটি মানুষের যদি এরকম ভালোবাসা থাকে তাহলে আমাদের এই বাংলা সত্যিই সোনার বাংলা হবে।
আমি কাউকে চিনি না। আমার বাড়ি চট্টগ্রামে । খুব মনোযোগ সহকারে দেখলাম অনেক দিন মনে থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মাতৃভূমি যে কি মধুর মায়া ময় তা অনুভব করা যায় সম্পুর্ণ অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।
যে বাড়িতে বসে খাওয়া দাওয়া হলো সেটা আমাদের মামা বাড়ি ছিল। হাছন মিঞার তত্ত্বাবধানে ছিল। জায়গাটা দেখে খুব ভালো লাগলো। বাংলাদেশে কোনদিন যাইনি বটে, তবুও কেন জানিনা নাড়ির টান অনুভব করি। বাংলাদেশের প্রতিটি মানুষ ভালো থাকুন সুস্থ থাকুন।
Apnara 3.2 million square km area desher manush Bangladesh choto desh valoei korcen India jey Icha korle without passport visa chara Mumbai Chennai Delhi Jharkand bihar Asam gujrati jete parcen job korar jonno porar jonno tour er jonno Kashmir theke Konnakumari Bhuj theke Arunachal free visa passport
Sir আমার পূর্ব পুরুষ ও রুদ্রকর গ্রাম e ছিলেন।নীলমণি চক্রবর্তী র আমরা বংশধর।আমি এই বছরেই ঘুরে এসেছি।একটা বহু পুরনো গড় আছে,যেটা ওনারা বানিয়েছিলেন।আমাদের বাড়িতে বাবুর বাড়ি বলেই সবাই জানেন।এখন তাই বলেন সবাই। রূদ্রকর নীলমণি উচ্চ বিদ্যালয় টি আমার পূর্বপুরুষের নামেই আছে।আমরা যখন গেলাম ওই মানুষ জন এইভাবেই যত্ন করে সব দেখিয়ে ছিলেন।আপনাদের ভিডিও দেখে এত ভালো লাগলো যে না লিখে পারলাম না।জানি না,আপনাদের সঙ্গেও আমাদের কোনো আত্মীয়তা আছে কি না।আমার দাদীর নাম ইন্দু ভূষণ চক্রবর্তী,বাবার নাম মন্মথ ভূষণ, আর জেঠু ছিলেন স্বাধীনতা সংগ্রামী বীরু ভূষণ চক্রবর্তী।উনি আন্দামান সেলুলার জেল এ বন্দী ছিলেন।অনেক কথা লিখলাম।কিছু মনে করবেন না।ভালো থাকবেন।🙏
রুদ্রকরের চক্রবর্তী জমিদাররা শুনেছি রাজশাহী থেকে আমার পূর্বপুরুষদের অধ্যাপনা করার জন্য রুদ্রকর গ্রামে এনেছিলেন। রুদ্রকর হোগলা গ্রামে আমার পূর্বপুরুষের অন্তত ৪/৫ প্রজন্মের বাস ছিল। তারা মূলত টোলে পড়াতেন এবং জমিদারের নায়েব হিসেবে নিযুক্ত ছিলেন বলে শুনেছি। পরবর্তীকালে দেশভাগ হলে ঠাকুরদা সহ তার দুই ভাই কলকাতায় চলে আসেন।
অসাধারণ এবং আবেগঘন অনুভূতি।শিকড়ের সন্ধানে ঘর থেকে বেরিয়ে আসা এই মানুষগুলোর প্রতি আমার ভালোবাসা অবিরত ❤❤ সব পাখি নীড়ে ফিরতে চাই, কেউ পারে, আর কেউ পারেনা।। সুস্বাগতম পূর্বপুরুষদের জন্মভিটায়।।
ওহ মনটা ভরে গেল। আমাদের দেশের মানুষ গুলো দেশ বিভাগের জন্য কত স্বপ্ন, কত ইতিহাস কত সুসম্পর্ক নষ্ট হয়ে গেছে, সোনার দেশের সোনার মানুষ গুলোকে আমরা হারিয়ে ফেলেছি যাহা খুবই কষ্টের ব্যাপার, অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল ড. সাহেব ও ড. সাহেবের পরিবারের সম্মানিত সকল সদস্যদের জন্য ❤❤❤❤🇧🇩
আপনার আপনার ভিডিওটা দেখে কি পরিমান মুগ্ধ হলাম যা ভাষায় প্রকাশ করার মতো না সেলুট জানাই উনাদের পূর্বপুরুষদের যারা এ দেশে জন্মগ্রহণ করেছিলেন আশা করি আবার আসবেন ❤❤
খুব ভাল লাগলো, ভারত থেকে এসে পৈত্রিক সম্পত্তি, বাড়ীঘর খুঁজে পেয়ে আপনারা যতটুকু আনন্দ পেলেন, আমরা দর্শকরাও আনন্দ পেলাম। আমার কাছে বিশেষ ভাল লাগলো এই রুদ্রকর মৌজার জরিপ কাজে আমি সরকারী কর্মচারী হিসাবে অংশগ্রহন করেছিলাম ১৯৮৮ সালে। ধন্যবাদ আপনাদের সকলকে।
অনেক সুন্দর দৃশ্য দেখতে পেলাম, আরো বেশি ভালো লেগেছ আপনার অনবদ্য উপাস্হপনা,আমি এর আগে "সিমান্ত রেখা" নামে একটা ডকুমেন্টারী দেখে নিজেকে সামলাতে পারি নাই, আজ আবারও আবেগী হলাম, এই দেশ ভাগে আমাদের বাংলা ভাসা কে বিভক্ত করেছে, আমি একজন প্রবসী ইউকে থাকি মাঝে মধ্যে দেশে যাই দেশের মানুষের দেখা করি, নাগেলে খুব খারাপ লাগে, আর যারা নিজের বাড়ি জমি জমা ফলে গিয়েছে তাদের যে কেমন লাগে তা ডাক্তার সাহেবের বাবা কে দেখেলেই বোঝা যাচ্ছে, আমার অন্তরস্হল থেকে ডাক্তার সাহেব কে ছালাম রইল, ওনি কিভাবে বাবা কে তার জন্ম স্হান দেখালেন এ এক অভুতোপূর্ব দৃশ্য সারা জীবন মনে থাকবে, আপনাদের সকল এ-র প্রতি শ্রদ্ধাশীল ভালো বাসা রইল ধন্যবাদ।
দয়া করেন একবার এসে ঘুরে যান। আমাদের দেশের মানুষ আপনাকে কখনো ধর্মের ভিত্তিতে দুরব্যবহার করবে না। সেখানে আপনার পরিচয় হবে আপনার গ্রামের। তারা আপনাকে নিজ গ্রামবাসী হিসেবে গ্রহণ করে খুশি হবে
আমরা সকল মানুষ আদম ও হাওয়া থেকে এসেছি, সবার রক্ত এক, এবং সবাই সবার আত্বীয়। শুধু ধর্মের কারনে প্রিয়ো দেশ ভাগ হলো ও প্রিয়ো মানুষগুলো দুরে চলে গেলো। ভিডিওটা যতোবার দেখেছি ততোবার অশ্রু শিক্ত হয়েছি।
আমি ভারত থেকে বলছি। আমার মামা বাড়ী ছিল রুদ্রকরের কাছে চর সোনামুখী (হোগলার চর) গ্রামে। শৈশবে আমি ওখানে অনেক যাওয়া আসা করতাম। আমার অনেক স্মৃতি বিজড়িত গ্রাম। বড়ো দীঘি আর দীঘির পারে বহু উঁচু একটি হিন্দু মঠ আজও আমার চোখের সামনে ভেসে ওঠে।
ভিডিও টা পুরোপুরি দেখলাম বিশেষ করে সারকে দেখে ওনার আবেগ দেখে , আমি ও সেই পুরনো দিনের হারিয়ে যাওয়া সৃতী গুলো একের পর এক চৌখের সামনে ভেসে উঠল । সত্যি অসাধারণ একটি দৃশ্য
উপমহাদেশ তথা ভারত পাকিস্তান বাংলাদেশ শুধু ভাঙ্গে নাই ভেঙ্গেছে অনেক মানুষের স্বপ্ন সংসার, জীবন, আহা কি দারুন হতো যদি সবাই মিলে মিশে এক সাথে থাকতে পারতাম। তাহলে আমরাই হতাম পৃথিবীর শ্রেষ্ঠতম জাতি।
এই সব বলবেন না ভাই । কাফিরদের তাড়ানো ভুল হয়েছে বললে আপনার নামে ফাতওয়া বেরিয়ে যেতে পারে। একসঙ্গে মিলে মিশে থাকতে গেলে, সব ধর্মের আরাধ্য দেব দেবীর প্রতি শ্রদ্ধাশীল হওয়া দরকার । সেটা তো সম্ভব নয় এক সম্প্রদায়ের।
আমার খুব ইচ্ছা বাংলাদেশ যাবার। আমার ঠাকুর্দা ভবভূষন হালদার, বাড়ি ছিল কালিগঞ্জে। বাসাবাড়ি ও ব্যবসাপত্তর/দোকান ছিল ঝিনাইদহ বাসস্ট্যান্ডের কাছে। বাবার মুখেই শুনেছি বড় দোকান, সেখানে লোহলক্কর, মুদি-সামগ্রী, হাঁড়িকুড়ি সব পাওয়া যেত। বড় সাধ জাগে একবার ঘুরে আসি বাপ-ঠাকুর্দার ভিটেমাটিতে। আপনাদের ধন্যবাদ, যেন আমার পূর্ব পুরুষের ঘরবাড়ি ঘুরে এলাম।
Hindu Muslim can never be Brothers or friends. Don't make any comments from emotions Speak only from brain judgment from the History itself. Lastly Oil and water can never be soluable under any circustances!
এই ধরনের মিলনে আমার যে কতো ভালো লাগে, তা আমি, ভাষায় প্রোকাশ করতে পারবো না, ইতিহাস খুবেই সুন্দর, আবার অনেক কঠিন। তবে আমার বাড়ি মাদারীপুর ছিলার চর ইউনিয়ন। তাই আমার অনেক ভালো লাগলো।
একেই বলে নাড়ীর টান তার পর একই বাংগালি । আগের দিনে হিন্দু মুসলিম এর মিলন ছিল মধুর তার নমুনা দেখুন । এ দিরসো দেখে চোখে পানি এসে গেল সুদুর আমেরিকায় বসে । ধন্যবাদ দাদা আমি খুলনার এক বাংগাল ।
পুরোন স্মৃতি মনে পড়লেই মনটা কেমন যেন উদাস হয়ে যায়। স্মৃতির ক্যানভাসে ভেসে ওঠে সুখ দু'খ হাসি কান্না ভরা সেই দিনগুলো। ফিরে যেতে ইচ্ছে হয় আগামী দিনগুলোতে। দিন চলে যায় আর মনে হয় কত সুখেরই ছিল সেই মায়াবী দিনগুলো। স্মৃতি সততই সুখের।
পুরোনো স্মৃতি বিজড়িত দঋশ্যপট গুলি তখন দেখি তখন আমার মন হ্রইদয় ভারাক্রান্ত হয়ে যায় মনের অজান্তেই চোখে পানি চলে আসে ঝাপসা হয়ে আসে সব কিছু উলট পালট হয়ে যায়,কেন এমন হলো?
খুবই ভালো লাগলো আপনাদেরকে দেখে। যারা ইন্ডিয়া, পশ্চিম বঙ্গ থেকে বাংলাদেশে আসবেন পূর্ব পুরুষদের ভিটেমাটি দেখতে সবাই এভাবে ভিডিও ব্লগে ছেড়ে দিবেন। যাতে করে আমরা সবাই বুঝতে পারি আপনারা একটা সময় আমাদের প্রতিবেশী আপনজন ছিলেন। ধন্যবাদ।
এই দৃশ্য দেখে (ড: অরূপ চক্রবর্তীর বাংলাদেশ ভ্রমণ) আমাদের বাপ-দাদার বহু সম্পত্তি পশ্চিম বাংলায় (বশিরহাটে) ফেলে আসার কথা বেদনার্ত ভাবে স্মরণ করিয়ে দিচ্ছে। দেশ ভাগাভাগির করুন পরিণতি! কারও পৌষ মাস কারও সর্বনাশ এটাই বোঝাযায়।
@@md.salimhossen303বাধ্যই তো হবে। পুরো ভারতজুড়ে দাঙ্গা হচ্ছিল তখন। হিন্দু মুসলিম যে যেভাবে পারে পালিয়ে বেঁচেছে তখন।অবাক হওয়ার কিছু নেই।ব্রিটিশরা সফল হয়েছে।আমাদের ভাগ করে টুকরোটুকরো করে দিয়েছে।
খুব ভালো লাগলো আপনার ভিডিওটা দেখে রুদ্রকরের পাশে আমার বাড়ি, রুদ্রকর গ্রামটা বিখ্যাত হলো বাবুর মঠের জন্য, এবং গ্রামটা অনেক সুন্দর স্যারকে দেখে খুব ভালো লাগলো❤️❤️❤️ নাড়ির টানে অনেকদিন পর আবার ছুটে আসলেন খুব ভালো লাগলো, 🌹🌹🌹♥️
খুবই চমৎকার ভিডিও, অতীত পরিচয় খুঁজে ফেরা ড. অরূপ চক্রবতী | আমার পূর্বরপুরুষও মুর্শিদাবাদ থেকে বাংলাদেশে এসেছিলো হয়তো ১৫০ / ১৬০ বছর আগে! আমারও দেখতে মন চায় পূর্ব পুরুষদের সেই ঠিকানা,
আহা কি সৃতিকাতরতা😭😭😭😭আমার পুর্বপুরুষ বাপ দাদার ভিটাবাড়ি মুর্শিদাবাদ। ৭১ আমার আব্বা রাজশাহী চলে আসে। 😢খুব মিসকরি বাপ দাদার ভিটাবাড়ি 😭😭😭😭😭কাটাতার বুকটা দুইভাগে বিভক্ত করেছে😢 হিন্দু মুসলিম আমরা একই জমির ধানের ভাত খাই ✌️✌️🇧🇩❤️🇮🇳 ডাক্তার সাহেবের বাবাকে বিনম্র শ্রদ্ধা। উনি কথা বলার সময় কান্না জরিত হয়েগেছেন❤❤❤
একটা সুন্দৰ পৱিবেশ ছোট বড় সকলেৱ মন বড়ই উদাৱ খুব ভালো লাগছে। এখনো উনাদেৱ পূৰ্ব পুৰুষদেৱ সন্মান কৱেন ও ভালোবাসেন। যাৱ সাক্ষি এই বাড়ি ঘৱগুলো। কত যত্নে তাৱা ৱেখেন। কত পুৱানো তিনপুৱুষ পূৰ্বে ফেলে যাওয়া ভিটা। যাৱ খবৰ তাৱা ৱাখেন নি। অথচ এই গ্ৰামেৱ মানুষগুলো সুৱক্ষিত অবস্থায় ৱেখেছেন। উনাদেৱ চলাচল ছিলো বলেই তো এখনো মানুষেৱ ঘৱ বাড়ি বলে হয়। নয় তো ভুত প্ৰেতেৱ বাড়ি হয়ে যেত। হয়তো ভুতেপ্ৰেতেৱ ছবি বানাতে হলে এই বাড়িকেই বেছে নিতো। ৮০ বছৱেৱ পৱিত্যাক্ত পুৱানো কাঠেৱ ঘৱগুলো এক একটা ভুতেৱ পুৱি হতো। ধন্যবাদ ও কৃতজ্ঞ ঐ সকল মানুষগুলোকে যাৱা এখনো এৱ যত্ন কৱছেন। ঐ এলাকাৱ মানুষ গুলো আসলে পৰোপকাৰী ও সৎ মানুষ। লোভ বলতে নেই। হিন্দু মুসলিম মিলে মিশে আছে। যদি এক জনও অসৎ মানুষ থাকতো তবে কবেই পৱিত্যাক্ত ভুমি নিজেদেৱ নামে কৱে দখল কৱতো। আৱ একবাৱ ধন্যবাদ ঐ এলাকাবাসীকে। ভিডিও ম্যানকেও একবাৱও কৃতজ্ঞতা প্ৰকাশ কৱতে দেখিনি যে ধন্যবাদ তোমাৰদেৱ যে তোমাৰা ছিলে বলেই তো আজ আমৱা ৮০ বছৱেৱ ফেলে যাওয়া ভূমিতে সহজেই প্ৰবেশ কৱতে পেৱেছি। কাউকে কৃতজ্ঞতা প্ৰকাশ কৱতে সুনলাম না। সব চেয়ে শুনতে দৃষ্টি কটু লাগলো যে একজন গেঞ্জী পৱা লোক যিনি ঐকলকাতাৱ দাদাৱ গা ঘিসে চলতে ছিলেন। তিনি বললো। মন্দ মানুষ ও আছে খাৱাপ মানুষ ও আছে। কথা শুনে ঐ মূহুৰ্তে খাৱাপ লাগলো। কাৱন ওখানেৱ প্ৰতিটি মানুষই ছিলো ভালো ও স্বাৰ্থহীন। তাদেৱ আন্তৰিকতা তুলাহীন। বৃদ্ধ চাচা কত দূৰ পথ পাৰি দিয়ে হেটে হটে এসেছেন। বিনা স্বাৰ্থে উনাদেৱ চিনিয়ে দিতে। সবাই তাই কৱেছেন। সাধ্যমত। এখন আমাৰ মনে হচ্ছে ওখানকাৱ সবাই ভালো ছিলেন শুধু ঐ সাদা গেঞ্জীওয়ালা ব্যতিত। উনিই ফায়দা নেবাৱ জন্যই বলেছেন সবাই ভালো নয়। পৃথিৱীৰ কোথায় আছে সবাই ভালো। বৱং এই গ্ৰামেৱ মানুষ গুলোই বেশি ভালো।
ঐ সব অসহায় মানুষগুলো বাড়িতে বসবাস কৱছে বলে এখনো বাড়িগুলো ঠিক আছে। উনাৱা যাৱা আছে তাৱা ভালো মানুষ। ভোগ দখল কৱে বিক্ৰি কৱে নি বা অকৃতজ্ঞ নয়। খুব ভালো মানুষ ঐ সাধাৰণ মানুষগুলো। উনাদেৱ প্ৰতি যেন মানবিক দৃষ্টি থাকে। দীৰ্ঘ বছৱ এই সম্পদেৱ যত্ন সহকাৱে দেখভাল কৱছেন অসহায় ভুমিহীন মানুষেৱা। যে সম্পদেৱ খবৰ ভূমিৱ মালিক কখনোই ৱাখে নি। অথচ তাৱ সম্পদেৱ এতটুকু নষ্ট কৱে নি এই নিৱিহ মানুষগুলো।
অনেক সময় নিয়েই অবলোকন করলাম। মনে হয় অতীত হাজির আমিও। কেউ কেউ অনেক ধরনের কমেন্ট করেছেন তাও পড়লাম। মনে হল যেন ( কেউ কেউ)তেনারা আমাদের অতীত দেখেন নাই,অতীত শুনেন নাই আর শুনতেও চান না। আসলে আমাদের অতীত ছিল অনেক দামী স্মৃতিময়। যা উদ্ঘাটিত হলেই তা হয় চমৎকার। আর ফেস বুকে কমেন্ট? - ওতে তো কোন অর্থব্যায় হয় না, যা মনে চায় তা লিখলেই হয়! কিন্তু লিখার পূর্বে ভাবা উচিত ছিল এটি আমাদের অতীতের কথা। আমাদের জীবনের গল্প!!! আমার কমেন্টের কোন উত্তর না দিলেও চলবে।ধন্যবাদ জাহিদ রেজা নুর( জাহিদ ভাই)। মুসা কামাল ঢাকা।।
আমার দাদা শশুরের কোলকাতার ভিক্টোরিয়া পাচটা বাড়ি, দাদা শশুরের নামে হাসপাতাল, ফেলে দেশ ভাগের পর ৪৭ শের পর চলে আসতে হয়েছিল,আমার শশুরের সবচেয়ে প্রিয় বন্ধু মহানায়ক উত্তর কুমার কে ছেড়ে আসা সেটা হৃদয় বিদারক দৃশ্য ছিল, কত ছোট বেলার স্মৃতি, কত ছবি তার সাথে আছে,আমার শশুর সে সব কথা মনে করলে নিরব ইস্তব্দ হয়ে যেত
এটা হয়তো মুসলিম দের নিতি আল্লাহ ছাড়া কাউকে কিছু বলেনা🌏✌️🤲 না হলে কতো বিহারি মুসলিম বাংলাদেশে আসছিলো একটা ঘটনা বলি একজন ভদ্রলোক তিনার পরিবারের বড় ভাইকে মেরে ফেলা হয়েছে এক বোন আর ২ ভাই বাবা মা কে নিয়ে তখনকার সময় কোটি টাকার সম্পত্তির বিনিময়ে বাংলাদেশে চলে আসা পরিবারের সাথে আলাপ হয়েছিলো 😭..আরেক পরিবার অই বিহারি ছিলো এদের হিস্ট্রি তারা শুধু সয় সম্পত্তির বিনিময় প্রাণ ভিক্ষা পেয়েছিলো এবং তারকাটা পার করে দেয়া হয়েছিলো 🧐🧐 তাই আসলে খারাপ ভালো সব ধর্মের মাঝে আছে. কিন্তু কোথাও বেশি আর কোথাও কম😔 যেমন বাংলাদেশে এখন আমার চুখে দেখার মাঝে হয়েছে মন্দির ভাংচুর কিন্তু ভারতের হিসেব টা ভিন্ন তাব্রেজ আনসারি কিলিং. তারপর বিলকিস বানো পরিবার কিলিং আবার আসামিদের ছাড়া ফুল দিয়ে বরন. তার পর তাদের গরু মায়ের মাংসো পাওয়ার অপরাধে মানুষ সহো গাড়ির ভিতরে পুরিয়ে মেরে ফেলা. সুধু তাই নয় এদের সরকারে মন-মানসিকতা খুবি জঘন্য সেটা মুসলিম দের নামের শহর গ্রামের নাম পরিবর্তন মসজিদ মাদ্রাসা তাদের সরকার ভাংগার পারমিট কিনবা তার দেশের কিছু হাসপাতাল শুধুমাত্র একটা ধর্মের ধারণা দিয়ে মুসলিম দের চিকিৎসা করেনা 😒কি বলবো সবিতো প্রমাণিত আগের ইতিহাস বাদ দেন নিজে হয়তো দেখিনাই,, কিন্তু জা দেকছি তাতে কি বুঝা জায় অতিতের হিসেবটাও মিলাতে পারবেন 🌏🧐🧐 ধন্যবাদ ভালো থাকবেন 🤝
আমি রুদ্রকর নীলমনি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছি ১৯৭৩ সালে। ছোট বেলার অনেক স্মৃতি জড়িত আছে রুদ্রকর নীলমনি উচ্চ বিদ্যালয়ের সাথে।
🙏 💕 🌹 ❤
হয়তো তাকে আমি চিনিনা তবু্ও অচেনা সেই মানুষ গুলো যখন আমাদের মাঝে ফিরে আসে মনে হয় ঘর পরিবারের কত আপন
Kintu. Oe lokgulo deshe thakte tader valo mander kono khabar rakha hayni barang vinna dharmer haoate anyara kharap acharan korleo valo manushera pratibad karenni
Will you and your community returns that property? If does, then only your emotions can be proved. Don't just hit around the bush. Because we know what you people are.
কলকাতার অদিকাংশ সফল মানুষ গুলোর শিকড় আমাদের চাঁদপুরে
কতো হৃদয় বিদারক ঘটনা নিজের মাতৃভূমি ছেড়ে শুধু মাত্র রাজনৈতিক কারনে ভিন দেশে বাসবাস করা। ঐদেশে দেহ মন থাকলেও কিন্তু এদেশেই পড়ে থাকে আত্না। সত্যি অনেক কষ্টকর।
আমার দাদুর বাড়ী ছিল ২৪ পরগুনার হাবড়া থানার কলিঙ্গা গ্রামে, আমার মনটা চায় বাবা দাদুর ভিটা দেখতে আল্লাহ চাইলে অচিরেই যাবো ইনশাআল্লাহ
Kaipukur
রুদ্রকর থেকে বলছি, আপনাদের স্মৃতিকাতরতা দেখে খুবই মুগ্ধ হলাম।জন্মভূমির প্রতি প্রতিটি মানুষের যদি এরকম ভালোবাসা থাকে তাহলে আমাদের এই বাংলা সত্যিই সোনার বাংলা হবে।
কেমন আছেন সব
আমি কাউকে চিনি না। আমার বাড়ি চট্টগ্রামে । খুব মনোযোগ সহকারে দেখলাম অনেক দিন মনে থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মাতৃভূমি যে কি মধুর মায়া ময় তা অনুভব করা যায় সম্পুর্ণ অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।
যে বাড়িতে বসে খাওয়া দাওয়া হলো সেটা আমাদের মামা বাড়ি ছিল। হাছন মিঞার তত্ত্বাবধানে ছিল। জায়গাটা দেখে খুব ভালো লাগলো। বাংলাদেশে কোনদিন যাইনি বটে, তবুও কেন জানিনা নাড়ির টান অনুভব করি। বাংলাদেশের প্রতিটি মানুষ ভালো থাকুন সুস্থ থাকুন।
চলে আসুন, সময় করে।
চলে আসেন
thanks
একটু সময় নিয়ে পরিবারের সবাইকে নিয়ে চলে আসুন।
আমরা একই মাটির টান অবস্যই থাকবে চিরকাল
Eta আমাদের ও দেশ ছিল।খুব মনে কষ্ট হয় যখন এইসব দৃশ্য দেখতে পাই।আমরাও ওই দেশের মানুষ।
Apnara 3.2 million square km area desher manush Bangladesh choto desh valoei korcen India jey Icha korle without passport visa chara Mumbai Chennai Delhi Jharkand bihar Asam gujrati jete parcen job korar jonno porar jonno tour er jonno Kashmir theke Konnakumari Bhuj theke Arunachal free visa passport
didi 🙏 apnader jonno o amader dil kade😢
@@karapurboguraroadgournadi7541 আপনি কি বাংলাদেশি
ekono apnari desh. jokon khushi tokon asben apnar dese.desh bibokti hoye amrao khushi noi.
বাংলা ভাগ এর জন্য দায়ী আপনাদের পূর্ব পুরুষেরা ততা হিন্দুরাই।
নিজের পৈত্রিক ভিটায় পা রাখাটা কত'যে মধুর তা ভাষায় প্রকাশ করার মতো নয়,৭৭ বছরের পুরনো স্মৃতি সত্যিই অসাধারণ।
এই রকম অনেক মুসলিম ও ভারত থেকে বাংলাদেশে আসছে সেই সময় যেমন নায়ক রাজ রাজ্জাক
বাংলাদেশের সাবেক তিন বারের প্রধানমন্ত্রি ,বেগম খালেদা জিয়ার জন্মোস্থান ভারতে । সাবেক প্রেসিডেন্ট এরশাদের জন্মোস্তান ভারতে ।
Sir আমার পূর্ব পুরুষ ও রুদ্রকর গ্রাম e ছিলেন।নীলমণি চক্রবর্তী র আমরা বংশধর।আমি এই বছরেই ঘুরে এসেছি।একটা বহু পুরনো গড় আছে,যেটা ওনারা বানিয়েছিলেন।আমাদের বাড়িতে বাবুর বাড়ি বলেই সবাই জানেন।এখন তাই বলেন সবাই। রূদ্রকর নীলমণি উচ্চ বিদ্যালয় টি আমার পূর্বপুরুষের নামেই আছে।আমরা যখন গেলাম ওই মানুষ জন এইভাবেই যত্ন করে সব দেখিয়ে ছিলেন।আপনাদের ভিডিও দেখে এত ভালো লাগলো যে না লিখে পারলাম না।জানি না,আপনাদের সঙ্গেও আমাদের কোনো আত্মীয়তা আছে কি না।আমার দাদীর নাম ইন্দু ভূষণ চক্রবর্তী,বাবার নাম মন্মথ ভূষণ, আর জেঠু ছিলেন স্বাধীনতা সংগ্রামী বীরু ভূষণ চক্রবর্তী।উনি আন্দামান সেলুলার জেল এ বন্দী ছিলেন।অনেক কথা লিখলাম।কিছু মনে করবেন না।ভালো থাকবেন।🙏
আমিও এই বংশের সন্তান।আমার দাদুর নাম নরেন্দ্র চক্রবর্তী
রুদ্রকরের চক্রবর্তী জমিদাররা শুনেছি রাজশাহী থেকে আমার পূর্বপুরুষদের অধ্যাপনা করার জন্য রুদ্রকর গ্রামে এনেছিলেন। রুদ্রকর হোগলা গ্রামে আমার পূর্বপুরুষের অন্তত ৪/৫ প্রজন্মের বাস ছিল। তারা মূলত টোলে পড়াতেন এবং জমিদারের নায়েব হিসেবে নিযুক্ত ছিলেন বলে শুনেছি।
পরবর্তীকালে দেশভাগ হলে ঠাকুরদা সহ তার দুই ভাই কলকাতায় চলে আসেন।
কি কারণে পালালো? যারা এতো আদর যত্ন করে সব দেখিয়েছিলো, তারাই দেখেন কারিগর।
Purbo purusara kao amni chola jaini, tarano hoyachilo, soja hishab hindu biddas.
@@biplobbabo5623৪৭ এ দেশ ভাগের সময় অনেক হিন্দুরা ভারত চলে গেছে। আবার ভারত থেকে অনেক মুসলিম এখানে এসেছে। দয়া করে ঘৃণা ছড়াবেন না।
ডাক্তার সাহেব এতো বছর পারে ডাক্তার সাহেব আসছেন আমাদের শরীয়তপুর অসংখ্য ধন্যবাদ
এই ধরনের ঘটনাগুলো দেখলে সত্যিই মনটা আবেগ আপ্লুত হয়ে যায়।ভাল থাকুন ডাঃ অরূপ চক্রবর্তীর পরিবারের সদস্যরা।
চোখের পানি দরে রাখতে পারিনাই
কত কুটি টাকার সম্প ফেলে চলে গেছে কত ভালো লোক মানুষ মানুষের জন্য
ধন্যবাদ
koti takar sampotti kina janina tobe nijeder hriday ta fele asechilo ar taito ato bachar par hoya jaoar poreo dekhar ki tibro basona
সম্পদের থেকে প্রাণের মায়া বড়ো তাই সব কিছু ছেড়ে যেতে বাধ্য হয়েছে। পিতৃভূমির টান যে কি সেটা আমরাও জানি।সবাই একসাথে থাকলে ওই দেশ টা সোনার দেশ হতো।
@@dipalihalder1392 bhai akhno buje na ora
হিন্দুরা এই দেশ ছেড়ে গেছে।আর মুসলিমরা ওই দেশ।হিন্দু মুসলিম সকলে স্মৃতি জড়ানো ভিটেমাটি ছেড়েছে প্রাণ বাঁচানোর জন্য।
আমার দাদার বাড়ি ছিল রানাঘাট রেল ষ্টেশনের পাশ্ববর্তী রামেশ্বরপুর গ্রামে,যেতে খুব ইচ্ছে করে।
আমাদের বাড়ি থেকে ৫ কিমি দুরে রানাঘাট
বসিরহাট?
ভাল থাকুক এই মাটির সন্তানরা যেখানেই থাকুন ভাল থাকুন।
অসাধারণ এবং আবেগঘন অনুভূতি।শিকড়ের সন্ধানে ঘর থেকে বেরিয়ে আসা এই মানুষগুলোর প্রতি আমার ভালোবাসা অবিরত ❤❤ সব পাখি নীড়ে ফিরতে চাই, কেউ পারে, আর কেউ পারেনা।। সুস্বাগতম পূর্বপুরুষদের জন্মভিটায়।।
নারীর টান , আত্মপরিচয় সন্ধানের চেষ্টা।
খুউব ভালো লাগলো - মনে হোলো নিজেকেই খুঁজে পেলাম। কি পেলাম কি হারালাম নাইবা হিসাব করলাম ।হয়তো কাউকেই চিনি না জানি না - তবুও সবই কেমন আপন । আবেগ স্মৃতিই সম্বল। উপস্থাপককেও ধন্যবাদ সুন্দর পরিবেশনার জন্য। 🌹 🙏
নারীরা টান😅😅😅😅😅😅😅
নাড়ীর টান হবে। আপনি তো আসল মানেটাই গুলিয়ে দিচ্ছেন।
নারীর টান😊😊😊😊😊😊😊😊😊
আহ কত আবেগ, কত স্মৃতি। জন্মস্থান কখনো ভুলার নয়।
Eto emotional hoben na muslimder kache mulyaheen.
Muslim ra age dhormiya parichoitai boro bakira mulyaheen.
ভিতর থেকে একটা নাড়ির টান থাকে
ওহ মনটা ভরে গেল। আমাদের দেশের মানুষ গুলো দেশ বিভাগের জন্য কত স্বপ্ন, কত ইতিহাস কত সুসম্পর্ক নষ্ট হয়ে গেছে, সোনার দেশের সোনার মানুষ গুলোকে আমরা হারিয়ে ফেলেছি যাহা খুবই কষ্টের ব্যাপার, অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল ড. সাহেব ও ড. সাহেবের পরিবারের সম্মানিত সকল সদস্যদের জন্য ❤❤❤❤🇧🇩
আপনার আপনার ভিডিওটা দেখে কি পরিমান মুগ্ধ হলাম যা ভাষায় প্রকাশ করার মতো না
সেলুট জানাই উনাদের পূর্বপুরুষদের যারা এ দেশে জন্মগ্রহণ করেছিলেন আশা করি আবার আসবেন ❤❤
খুব ভাল লাগলো, ভারত থেকে এসে পৈত্রিক সম্পত্তি, বাড়ীঘর খুঁজে পেয়ে আপনারা যতটুকু আনন্দ পেলেন, আমরা দর্শকরাও আনন্দ পেলাম। আমার কাছে বিশেষ ভাল লাগলো এই রুদ্রকর মৌজার জরিপ কাজে আমি সরকারী কর্মচারী হিসাবে অংশগ্রহন করেছিলাম ১৯৮৮ সালে। ধন্যবাদ আপনাদের সকলকে।
আমার দাদুর বাড়িও ছিল বরিশালের কয়রাপুর গ্রামে, দাদুর মুখে শুনেছি ! পৃথিবীর অনেক দেশেই ঘুরেছি but পূর্ব পুরুষদের দেশটাই বাকি থেকে গেল
এই ভিডিও ইন্ডিয়ান স্থায়ী লোকদের দেখা উচিত যারা বিশ্বাস করেনা যে যারা দেশ ছেড়েছে বাংলাদেশে সত্যি তাদের রুপ কথার মত বাড়ি পুকুরছিলো ❤😢
অনেক সুন্দর দৃশ্য দেখতে পেলাম,
আরো বেশি ভালো লেগেছ আপনার অনবদ্য
উপাস্হপনা,আমি এর আগে "সিমান্ত রেখা" নামে
একটা ডকুমেন্টারী দেখে নিজেকে সামলাতে
পারি নাই, আজ আবারও আবেগী হলাম,
এই দেশ ভাগে আমাদের বাংলা ভাসা কে বিভক্ত
করেছে, আমি একজন প্রবসী ইউকে থাকি মাঝে মধ্যে দেশে যাই দেশের মানুষের দেখা করি,
নাগেলে খুব খারাপ লাগে, আর যারা নিজের বাড়ি জমি জমা ফলে গিয়েছে তাদের যে কেমন
লাগে তা ডাক্তার সাহেবের বাবা কে দেখেলেই
বোঝা যাচ্ছে, আমার অন্তরস্হল থেকে ডাক্তার
সাহেব কে ছালাম রইল, ওনি কিভাবে
বাবা কে তার জন্ম স্হান দেখালেন এ এক অভুতোপূর্ব দৃশ্য সারা জীবন মনে থাকবে,
আপনাদের সকল এ-র প্রতি শ্রদ্ধাশীল ভালো বাসা রইল ধন্যবাদ।
পূর্বজদের মাটি খুবই পবিত্র।সোনার চেয়েও দামি।
স্মৃতি জাগরনের দৃশ্য। আমার বাবা পূর্বপাকিস্তান ছেড়েছিলেন ১৯৪২ সালে । নোয়াখালীর দৌলতপুর । বৈরাগী বাড়ী । কখনোও কি সৌভাগ্য সাথ দেবে পূর্বপুরুষের ভিটের পরশ পাবার ? আমার অস্তাচল যে আসন্ন !
দয়া করেন একবার এসে ঘুরে যান। আমাদের দেশের মানুষ আপনাকে কখনো ধর্মের ভিত্তিতে দুরব্যবহার করবে না। সেখানে আপনার পরিচয় হবে আপনার গ্রামের। তারা আপনাকে নিজ গ্রামবাসী হিসেবে গ্রহণ করে খুশি হবে
আপনার বর্তমান নিবাস কি বেহালা?
যেখানেই যান জন্মভূমির মানুষ সবচেয়ে আপন করে বুকে টেনে নেয় সবসময় ।
@@arifulripon8149 হ্যাঁ গো কাকু, ঠিক ধরেছ ।
1942 এ তো পাকিস্তান নামে কোন দেশ ছিলনা!!
from assam ❤❤❤❤❤❤ Dr saheber bongsho khub marcent person ,& very meek gentle man,
আমরা সকল মানুষ আদম ও হাওয়া থেকে এসেছি, সবার রক্ত এক, এবং সবাই সবার আত্বীয়। শুধু ধর্মের কারনে প্রিয়ো দেশ ভাগ হলো ও প্রিয়ো মানুষগুলো দুরে চলে গেলো।
ভিডিওটা যতোবার দেখেছি
ততোবার অশ্রু শিক্ত হয়েছি।
আমি ভারত থেকে বলছি। আমার মামা বাড়ী ছিল রুদ্রকরের কাছে চর সোনামুখী (হোগলার চর) গ্রামে। শৈশবে আমি ওখানে অনেক যাওয়া আসা করতাম। আমার অনেক স্মৃতি বিজড়িত গ্রাম। বড়ো দীঘি আর দীঘির পারে বহু উঁচু একটি হিন্দু মঠ আজও আমার চোখের সামনে ভেসে ওঠে।
চোখের পানি এসে যায় , যখন 😊লোক গুলো এতদিন পর ও নিজের শিকড় ভুলে নাই
পুরানোকে ফিরে দেখার আনন্দই আলাদা।
খুব ভালো লাগলো।সব যে স্মৃতি হয়ে রয়ে যায়! ভারত, পশ্চিমবঙ্গ থেকে।
আপনাকে বাংলাদেশে আসার জন্য অভিনন্দন।
অনেক অনেক ভালোবাসা মমত্ববোধ এবং একে অপরের প্রতি হৃদয় জুড়ানো ভালোবাসা যা দেখে হৃদয়টা ভরে গেছে ভিডিওর প্রতিটি সেকেন্ড অনুভব করেছি হৃদয় দিয়ে ❤❤❤❤
পুরা ভিডিও তে যিনি তার কণ্ঠে পরিচয় করিয়াছেন খুবই মধুর তার কন্ঠ ধন্যবাদ🎉🎉
চোখ জল ধরে রাখতে পারিনি আমি এই video দেখে i miss u Bangladesh
ভিডিও টা পুরোপুরি দেখলাম বিশেষ করে সারকে দেখে ওনার আবেগ দেখে , আমি ও সেই পুরনো দিনের হারিয়ে যাওয়া সৃতী গুলো একের পর এক চৌখের সামনে ভেসে উঠল । সত্যি অসাধারণ একটি দৃশ্য
❤❤❤❤ শিকড়ের সন্ধানে। অনেক ভালো লাগলো। সারাদিন শেষে সবাই চায় শিকড়ের সন্ধান।
আমাদের পুরনো বন্ধু স্বজনরা এখন পর হয়ে গেছে। সেই পুরনো দিন গুলো একটু খুঁজে পাওয়ার চেষ্টা । খুব ভাল লাগলো।
অনেক ভালো মানুষ ছিলেন তার সবার মুখে তাতের সুনাম এর চেয়ে বড় অার কী।
পুরানো সৃতি পাতায় লেখা গুলো সৃতি দেখলে চোখের পানি রাখা দায়, মানুষ চলে যায় তাদের সৃতি থেকে যায়,
Oshombhob shundor Kotha
আপনারা যদি এ দেশ ছেড়ে না যেতেন তাহলে এ দেশের মানুষ হয়তো আরও অনেক কিছু পেতো।
কিভাবে থাকবে। সেটা তো দেখেন মাঝে মাঝে।
কি পেতো ?
ভুল কথা
আপনাদের মতো লোকেরা ছিল বলেই ভারত ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল, ধর্মান্ধ মৌলবাদী @@kaysarmahmud39
@@biplobbabo5623সব খানে সমস্যা আছে কম বেশি দাদা
দারুণ লাগলো, সবাই ফিরে পাক তাদের আপণ ঠিকানা, ফিরে যাক অতীতে, ভালবাসুক তার নিজ মাতৃভূমিকে...
আমার চোখে পানি চলে এসেছি , অনেক ভালো লাগলো
অন্যরকম একটা অনুভূতি কাজ করল কোথায় যেন হারিয়ে গেলাম
কঠিন এক বাস্তবতা। এই নষ্টালজিয়া বড় কষ্টের। ভালো লাগলো।
অনবদ্য, জানিনা কেন দেখতে দেখতে চোখে জল চলে এলো। মনে হচ্ছিল আমি ও যদি থাকতে পারতাম এই সফরে!!!
উপমহাদেশ তথা ভারত পাকিস্তান বাংলাদেশ শুধু ভাঙ্গে নাই ভেঙ্গেছে অনেক মানুষের স্বপ্ন সংসার, জীবন, আহা কি দারুন হতো যদি সবাই মিলে মিশে এক সাথে থাকতে পারতাম। তাহলে আমরাই হতাম পৃথিবীর শ্রেষ্ঠতম জাতি।
কাশ্মীরের মত বেঁচে থাকতেন। এটা যদি ভাল হয়, তাহলে ভাল।
এই সব বলবেন না ভাই । কাফিরদের তাড়ানো ভুল হয়েছে বললে আপনার নামে ফাতওয়া বেরিয়ে যেতে পারে। একসঙ্গে মিলে মিশে থাকতে গেলে, সব ধর্মের আরাধ্য দেব দেবীর প্রতি শ্রদ্ধাশীল হওয়া দরকার । সেটা তো সম্ভব নয় এক সম্প্রদায়ের।
পাগলের প্রলাপ
@@imtiazonpoint4581
Tui ki dhoroner pagole dhrmiya unmadanar pagol.
একদম ঠিক
আমার খুব ইচ্ছা বাংলাদেশ যাবার।
আমার ঠাকুর্দা ভবভূষন হালদার, বাড়ি ছিল কালিগঞ্জে। বাসাবাড়ি ও ব্যবসাপত্তর/দোকান ছিল ঝিনাইদহ বাসস্ট্যান্ডের কাছে। বাবার মুখেই শুনেছি বড় দোকান, সেখানে লোহলক্কর, মুদি-সামগ্রী, হাঁড়িকুড়ি সব পাওয়া যেত।
বড় সাধ জাগে একবার ঘুরে আসি বাপ-ঠাকুর্দার ভিটেমাটিতে।
আপনাদের ধন্যবাদ, যেন আমার পূর্ব পুরুষের ঘরবাড়ি ঘুরে এলাম।
সব সময় বাংলাদেশ আসার জন্য স্বাগতম
বড় ইচ্ছে হয় যদি আমরা একটাই বাঙ্গালী জাতি থাকতাম তবে আর কাউকেই দরকার হতোনা। বড্ড শান্তি পেতো আমার পূর্ব পুরুষ রা।
Hindu Muslim can never be Brothers or friends. Don't make any comments from emotions
Speak only from brain judgment from the History itself. Lastly Oil and water can never be soluable under any circustances!
সেটা সম্ভব নয়, ওঁরা নিজেদের বাঙালি থেকে আরব ভাবেন বেশি, আমাদের (দাদু দের) দেশের বাড়িও বরিশালের কয়রাপুরে ছিলো......
@@subirbrahma5537u r r8
এই ধরনের মিলনে আমার যে কতো ভালো লাগে, তা আমি, ভাষায় প্রোকাশ করতে পারবো না, ইতিহাস খুবেই সুন্দর, আবার অনেক কঠিন। তবে আমার বাড়ি মাদারীপুর ছিলার চর ইউনিয়ন। তাই আমার অনেক ভালো লাগলো।
অনেক ভালো লাগলো মা মাটি দেশ। ধন্যবাদ স্যার নিজের শিকর খোঁজে আসার জন্য।
সত্যি অপূর্ব,, অতীত কত সুন্দর ছিল।
অসামান্য পরিক্রমণ। সমগ্র পরিবেশনাটি দুইবার দেখলাম ও শুনলাম। গ্রন্থনা অতুলনীয়। গত পরশু দেখার পর থেকে মন যেন রুদ্রকরেই পড়ে রয়েছে। জাহীদুর রেজা নূরকে জানাই শুভেচ্ছা।
কতযে হৃদয়বিদারক,কতযে মর্মস্পর্স কাতর।সব ছেড়ে চলে যেতে হয়েছে। যতসব বিভক্তি বৈষম্য সবের মূলে ধর্ম আর রাজনীতি।
একেই বলে নাড়ীর টান তার পর একই বাংগালি । আগের দিনে হিন্দু মুসলিম এর মিলন ছিল মধুর তার নমুনা দেখুন । এ দিরসো দেখে চোখে পানি এসে গেল সুদুর আমেরিকায় বসে । ধন্যবাদ দাদা আমি খুলনার এক বাংগাল ।
আমাদের আদি বাড়ী খুলনা ডিভিশন এর বাগেরহাট জেলার কচুয়া উপজেলা মঘীয়া ইউনিয়ন। আপনি খুলনার মানুষ জেনে খুশি হলাম।
দেশের মাটি যে কত শান্তি সেটা যারা দেশ ছেড়ে বিদেশে আছে শুধু তারাই জানে নিজের দেশ শুধু নিজের ই হয়
অনেক ভালো লাগলো ভিডিওটা দেখে❤️❤️❤️🌹🌹🌹
"রুদ্রকর" কি সুন্দর নাম।
জন্মভূমির স্মৃতি ভুলা যায় না ।অশ্রু গড়িয়ে জল পড়ে ।
আমরা যতোই আধুনিক আর যত দুরেই যাইনা কেন পুরানো শিকড় তার কাছে ফিরিয়ে আনবেই...
অসম্ভব ভালো লেগেছে ভিডিওটি
পুরোন স্মৃতি মনে পড়লেই মনটা কেমন যেন উদাস হয়ে যায়। স্মৃতির ক্যানভাসে ভেসে ওঠে সুখ দু'খ হাসি কান্না ভরা সেই দিনগুলো। ফিরে যেতে ইচ্ছে হয় আগামী দিনগুলোতে। দিন চলে যায় আর মনে হয় কত সুখেরই ছিল সেই মায়াবী দিনগুলো। স্মৃতি সততই সুখের।
পুরোনো স্মৃতি বিজড়িত দঋশ্যপট গুলি তখন দেখি তখন আমার মন হ্রইদয় ভারাক্রান্ত হয়ে যায় মনের অজান্তেই চোখে পানি চলে আসে ঝাপসা হয়ে আসে সব কিছু উলট পালট হয়ে যায়,কেন এমন হলো?
তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে ভিটামাটি ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে অনেকে।আবার ভারত থেকেও চিরদিনের মত পূর্বপুরুষের ভিটেমাটি অনেককে ছাড়তে হয়েছে।
মানুষ মানুষের জন্যে -
জীবন জীবনের জন্যে-
----- ---- --
কিন্তু - - - - - - কি আর বলবো ।
আবেগ ধরে রাখা খুবই কঠিন--
খুবই ভালো লাগলো আপনাদেরকে দেখে। যারা ইন্ডিয়া, পশ্চিম বঙ্গ থেকে বাংলাদেশে আসবেন পূর্ব পুরুষদের ভিটেমাটি দেখতে সবাই এভাবে ভিডিও ব্লগে ছেড়ে দিবেন। যাতে করে আমরা সবাই বুঝতে পারি আপনারা একটা সময় আমাদের প্রতিবেশী আপনজন ছিলেন। ধন্যবাদ।
সেখান থেকে আসা মুসলিমদেরও একবার গিয়ে দেখে আসা উচিত নিজের ভিটেমাটি। তাদেরও মনে পড়ে।
আমার খুবই ভালো লাগে যে আমার মতইকিছুমানুষচৌ্দ্দপুরুষেরভিটেদেখারজন্নওবাঙলায়যায়।এটাই সত্যি কারের মানুষের পরিচয় এবং আবেগ।
এই দৃশ্য দেখে (ড: অরূপ চক্রবর্তীর বাংলাদেশ ভ্রমণ) আমাদের বাপ-দাদার বহু সম্পত্তি পশ্চিম বাংলায় (বশিরহাটে) ফেলে আসার কথা বেদনার্ত ভাবে স্মরণ করিয়ে দিচ্ছে। দেশ ভাগাভাগির করুন পরিণতি! কারও পৌষ মাস কারও সর্বনাশ এটাই বোঝাযায়।
Apnara ki sob kichu felle aste baddyo hoyechilen?
Ekmot
@@md.salimhossen303বাধ্যই তো হবে। পুরো ভারতজুড়ে দাঙ্গা হচ্ছিল তখন।
হিন্দু মুসলিম যে যেভাবে পারে পালিয়ে বেঁচেছে তখন।অবাক হওয়ার কিছু নেই।ব্রিটিশরা সফল হয়েছে।আমাদের ভাগ করে টুকরোটুকরো করে দিয়েছে।
আমার বাড়ি বসিরহাট ۔۔۔
খুব ভালো লাগলো আপনার ভিডিওটা দেখে রুদ্রকরের পাশে আমার বাড়ি, রুদ্রকর গ্রামটা বিখ্যাত হলো বাবুর মঠের জন্য, এবং গ্রামটা অনেক সুন্দর স্যারকে দেখে খুব ভালো লাগলো❤️❤️❤️ নাড়ির টানে অনেকদিন পর আবার ছুটে আসলেন খুব ভালো লাগলো, 🌹🌹🌹♥️
রুদ্রকরের সাথে হোগলা নামে কি কোনো গ্রাম ছিল?
যারা ভিটা ছেড়েছে তারা ছাড়া কেউ বুঝতে পারবে না এই অনুভূতি।
খুবই চমৎকার ভিডিও, অতীত পরিচয় খুঁজে ফেরা ড. অরূপ চক্রবতী |
আমার পূর্বরপুরুষও মুর্শিদাবাদ থেকে বাংলাদেশে এসেছিলো হয়তো ১৫০ / ১৬০ বছর আগে! আমারও দেখতে মন চায় পূর্ব পুরুষদের সেই ঠিকানা,
আহা কি সৃতিকাতরতা😭😭😭😭আমার পুর্বপুরুষ বাপ দাদার ভিটাবাড়ি মুর্শিদাবাদ। ৭১ আমার আব্বা রাজশাহী চলে আসে। 😢খুব মিসকরি বাপ দাদার ভিটাবাড়ি 😭😭😭😭😭কাটাতার বুকটা দুইভাগে বিভক্ত করেছে😢 হিন্দু মুসলিম আমরা একই জমির ধানের ভাত খাই ✌️✌️🇧🇩❤️🇮🇳 ডাক্তার সাহেবের বাবাকে বিনম্র শ্রদ্ধা। উনি কথা বলার সময় কান্না জরিত হয়েগেছেন❤❤❤
আমার বাবার জন্ম ভূমি ছিল নোয়াখালী জেলার লক্ষ্মীপুর থানার কোনো এক গ্ৰামে।
১৯৪৬ সালের দাঙ্গার সময় বাবা ভিটেমাটি ছেড়ে পশ্চিমবঙ্গে আশ্রয় নেয়।
😢
Amar vai Lokhipur thake poribar niye
স্মৃতি মানুষকে কাঁদায় আমিও কেঁদেছি।
একটা সুন্দৰ পৱিবেশ ছোট বড় সকলেৱ মন বড়ই উদাৱ খুব ভালো লাগছে। এখনো উনাদেৱ পূৰ্ব পুৰুষদেৱ সন্মান কৱেন ও ভালোবাসেন। যাৱ সাক্ষি এই বাড়ি ঘৱগুলো। কত যত্নে তাৱা ৱেখেন। কত পুৱানো তিনপুৱুষ পূৰ্বে ফেলে যাওয়া ভিটা। যাৱ খবৰ তাৱা ৱাখেন নি। অথচ এই গ্ৰামেৱ মানুষগুলো সুৱক্ষিত অবস্থায় ৱেখেছেন। উনাদেৱ চলাচল ছিলো বলেই তো এখনো মানুষেৱ ঘৱ বাড়ি বলে হয়।
নয় তো ভুত প্ৰেতেৱ বাড়ি হয়ে যেত। হয়তো ভুতেপ্ৰেতেৱ ছবি বানাতে হলে এই বাড়িকেই বেছে নিতো। ৮০ বছৱেৱ পৱিত্যাক্ত পুৱানো কাঠেৱ ঘৱগুলো এক একটা ভুতেৱ পুৱি হতো। ধন্যবাদ ও কৃতজ্ঞ ঐ সকল মানুষগুলোকে যাৱা এখনো এৱ যত্ন কৱছেন। ঐ এলাকাৱ মানুষ গুলো আসলে পৰোপকাৰী ও সৎ মানুষ। লোভ বলতে নেই। হিন্দু মুসলিম মিলে মিশে আছে। যদি এক জনও অসৎ মানুষ থাকতো তবে কবেই পৱিত্যাক্ত ভুমি নিজেদেৱ নামে কৱে দখল কৱতো। আৱ একবাৱ ধন্যবাদ ঐ এলাকাবাসীকে। ভিডিও ম্যানকেও একবাৱও কৃতজ্ঞতা প্ৰকাশ কৱতে দেখিনি যে ধন্যবাদ তোমাৰদেৱ যে তোমাৰা ছিলে বলেই তো আজ আমৱা ৮০ বছৱেৱ ফেলে যাওয়া ভূমিতে সহজেই প্ৰবেশ কৱতে পেৱেছি। কাউকে কৃতজ্ঞতা প্ৰকাশ কৱতে সুনলাম না।
সব চেয়ে শুনতে দৃষ্টি কটু লাগলো যে একজন গেঞ্জী পৱা লোক যিনি ঐকলকাতাৱ দাদাৱ গা ঘিসে চলতে ছিলেন। তিনি বললো। মন্দ মানুষ ও আছে খাৱাপ মানুষ ও আছে। কথা শুনে ঐ মূহুৰ্তে খাৱাপ লাগলো। কাৱন ওখানেৱ প্ৰতিটি মানুষই ছিলো ভালো ও স্বাৰ্থহীন। তাদেৱ আন্তৰিকতা তুলাহীন। বৃদ্ধ চাচা কত দূৰ পথ পাৰি দিয়ে হেটে হটে এসেছেন। বিনা স্বাৰ্থে উনাদেৱ চিনিয়ে দিতে। সবাই তাই কৱেছেন। সাধ্যমত। এখন আমাৰ মনে হচ্ছে ওখানকাৱ সবাই ভালো ছিলেন শুধু ঐ সাদা গেঞ্জীওয়ালা ব্যতিত। উনিই ফায়দা নেবাৱ জন্যই বলেছেন সবাই ভালো নয়। পৃথিৱীৰ কোথায় আছে সবাই ভালো। বৱং এই গ্ৰামেৱ মানুষ গুলোই বেশি ভালো।
ভাল লাগার মত একটি ভিডিও।
আমাদের বাড়ী ছিল নদীয়া জেলায়। কৃষ্ণনগর।দেশভাগ সব কিছু ওলটপালট করে দিয়েছে।
এই সেতু বন্ধনে আমি যারপর নাই আবেগ আপ্লুত। আমাদের হ্রীদয়ের দিক থেকে হিন্দু মুসলিমের বন্ধন এমনই।
আহা কোনদিন যদি যেতে পারতাম নিজের ভিটে তে কিন্তু ভয় হয়, আর যদি ছেড়ে না আসতে পারি😢
No problem,
আপনি আসতে পারেন
মানুষের প্রতি মানুষের কত ভালোবাসা
ও আমার দেশের মাটি তোমার কোলে ঠেকাই মাথা। ভিডিওটা দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ
ভিডিওটি দেখে আবেগ আপ্লূত হয়ে গেলাম। আহ্ নারির টান পূর্ব পুরুষ এর বসত ভিটা হয়তো আর দুই পুরুষ পর চিনবেনইনা
নিশি চক্রবর্তীর ওটেল সম্পত্তি ছিল চাঁদপুরে ,এখন ও ওনার নামে একটা এরিয়া আছে যেটা নিশি বিল্ডিং নামে পরিচিত
ঐ সব অসহায় মানুষগুলো বাড়িতে বসবাস কৱছে বলে এখনো বাড়িগুলো ঠিক আছে। উনাৱা যাৱা আছে তাৱা ভালো মানুষ। ভোগ দখল কৱে বিক্ৰি কৱে নি বা অকৃতজ্ঞ নয়। খুব ভালো মানুষ ঐ সাধাৰণ মানুষগুলো। উনাদেৱ প্ৰতি যেন মানবিক দৃষ্টি থাকে। দীৰ্ঘ বছৱ এই সম্পদেৱ যত্ন সহকাৱে দেখভাল কৱছেন অসহায় ভুমিহীন মানুষেৱা। যে সম্পদেৱ খবৰ ভূমিৱ মালিক কখনোই ৱাখে নি। অথচ তাৱ সম্পদেৱ এতটুকু নষ্ট কৱে নি এই নিৱিহ মানুষগুলো।
আমার দাদা দাদির পুর্বভিটা ভারতের আসাম প্রদেশে ফেলেএসেছে ।আমার দুই জন ফুপু এখোনো ভারতে রয়েগেছে ।৪৭ এর দেশ বিভাজন অনেক কষ্টের ।
একেই বলে মাতৃর ও দেশের মায়া মমতা মাতৃর টান । সার আপনাকে সেলুট জানাই দেশের মায়া মমতা আপনাকে এ দেশে এনেছে
dadar proti valobsha o doa roilo aponader janna mon kade sobai jodi niz janma vumite thakten
শিকড়ের টানে চলে আশা মানুষদের প্রতি শ্রদ্ধা রহিলো।
কৃতজ্ঞ মানুষদের খুবই ভালোলাগে
দেশ ভাগ নয় যেনো কলিজাটা ভাগ করেদেওয়া হয়েছি,কিছু সময়ের জন্য জোরালেগে শান্তি দিয়ে আবারও ভাগ হয়ে গেলো😭হায় আফচুষ হায় হায় আল্লাহ সবাইকে ভালো রেখো শান্তিতে রেখো।
সম্পূর্ণ ভিডিওটি দেখলাম খুব ভালো লাগলো মালিক ছাড়া প্রায় ১০ কোটি টাকার সম্পত্তি সাধারণ মানুষ ব্যবহার করতেছে
বাংলাদেশ আসা জন্য আপনাকেই হাজার হাজার ধন্যবাদ
অসম্ভব ভালো লেগেছে ভিডিওটি। মাতৃভূমির প্রতি মানুষের আবেগ ভালবাসা দেখে সত্যিই হৃদয় ছুঁয়ে গেল। এলাকার মানুষেরও আবেগ ছিল দেখার মত!
মনটা ভরে গেল গ্রাম দেখে
আমার গায়ে রেখে যাওয়া অনেক জমিজমা, বাপ দাদার ফেলে আসা মূহুর্ত গুলো বিদেশে বসে সরন করছি
পুরো ভিডিও ভালো করে দেখলাম,স্যার অনেক ভালো মানুষ, যিনি ভিডিও করেছেন তিনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন
জদিও আমি ফরিদপুর বাসি নই তবুও আপনাদের দেখে কেনোজানি চোখের জল এসেগেলো,
মোনটা চাচ্ছিলো জদি আপনাদের দেখতে পেতাম, একটু হাগ করতে পারতান....
অনেক সময় নিয়েই অবলোকন করলাম। মনে হয় অতীত হাজির আমিও। কেউ কেউ অনেক ধরনের কমেন্ট করেছেন তাও পড়লাম। মনে হল যেন ( কেউ কেউ)তেনারা আমাদের অতীত দেখেন নাই,অতীত শুনেন নাই আর শুনতেও চান না। আসলে আমাদের অতীত ছিল অনেক দামী স্মৃতিময়। যা উদ্ঘাটিত হলেই তা হয় চমৎকার। আর ফেস বুকে কমেন্ট? - ওতে তো কোন অর্থব্যায় হয় না, যা মনে চায় তা লিখলেই হয়! কিন্তু লিখার পূর্বে ভাবা উচিত ছিল এটি আমাদের অতীতের কথা। আমাদের জীবনের গল্প!!! আমার কমেন্টের কোন উত্তর না দিলেও চলবে।ধন্যবাদ জাহিদ রেজা নুর( জাহিদ ভাই)।
মুসা কামাল
ঢাকা।।
আমি এর পাশের গ্রামের মেয়ে । ভিডিও টি অনেক ভালো লাগলো । আমি এদের সবাইকে চিনি । আমার বড় আন্টির বাড়ি ।
অসম্ভব ভাল লাগলো।
পুরো ভিডিও টা দেখলাম খুব ভালো লাগছে