কৃষি বিষয়ক যে কোন পরামর্শ পেতে ফোন করুন 01714990496 (বিকাল ৫ টা হতে রাত ১০ টা)অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করুনfacebook.com/krishiejibon/ এছাড়া ভিজিট করুন আমাদের ওয়েব সাইট www.krishiejibon.com
ধন্যবাদ আপনাকে। এই ভিডিওটি তৈরি করতে গিয়ে ৩ উল্লেখযোগ্য ঘটনা বলি ১, রাতে বীজ ভিজানোর দৃশ্য নেয়ার পর যে রাস্তা দিয়ে বাড়ী ফিরতে হয়েছে সেখানে একটা জায়গায় জান মালের নিরাপত্তা খুব কম ২,চারা রোপণের দৃশ ধারনের পর মাঠের ফিরে আসার সময় হঠাৎ বৃষ্টি শুরু হয় তাতে আমার বাইকের চাকা পুরাই কাদায় আটকিয়ে দেড় কিমি রাস্তা ১২০ কেজি বাইকি ঠেলে আনতে হয়েছে সেটা ছিল বেশ কস্টের ৩, ফসল সংগ্রহের দিন জন বসতি থেকে ৩ কিমি দুরে হঠাৎ প্রচন্ড রকমের বজ্রপাত শুরু হয় কানের ভিতর ২ আঙ্গুল দিয়ে দুপায়ে হালকা ভর দিয়ে মাথা নিচু করে বসে ছিলাম ২০/২৫ মিনিট সেদিন বুঝেছি আমাদের কৃষক ভাইদের জীবন কত ঝুকির মধ্য থাকে, সর্বপরি ভিডিও তৈরিতে সময় লেগেছে প্রায় ৩ মাস, আপনার অনুপ্রেরণা দায়ক মন্তব্যর জন্য আবারো অংসখ্য ধন্যবাদ
বড় ভাই অনেক সুন্দর একটা ভিডিও বানাোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ এই পরজন্ত আমার দেখা সব থেকে ভালো লেগেছে এই ভিডিওটা সব কিছু ঠিক মতো বুজতে পেরেছি এগিয়ে জান বড় ভাই
শুধু লাভের অংশটা তুলে ধরে স্বপ্ন দেখানোটায় শেষ কথা না ! সিঁড়ি বেয়ে সেই স্বপ্ন পর্যন্ত পৌঁছানোর পথ দেহানোটাই মূল ! যা এই ভিডিওতে খুব সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে very nice video well done you all
৫০-৬০ টাকা কেজি দরে তরমুজ কেনা সবাই বন্ধো করুন। একবছর তরমুজ না খেলে আহামরি কিছু হয়ে যাবে না,তবে সিন্ডিকেট ব্যবসায়ীদের অনেক বড় শিক্ষা হবে। যেখানে একজন কৃষক প্রতি পিচ তরমুজের মুল্য পাচ্ছে ১০-১৫ টাকা সেখানে খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে প্রতি পিচ ৩০০-৮০০ টাকা। সবাই পরিবারের অন্যদের আপাততঃ বাজার থেকে তরমুজ কিনতে নিষেধ করে দিবেন।
অসংখ্য ধন্যবাদ স্যার। এভাবে হাতে কলমে শেখানোর জন্য। অনেক দিন ধরেই ইউটিউবে কৃষি বিষয়ক ভিডিও দেখি, উদ্বুদ্ধ হই কিন্তু কিছু শেখা সম্ভব হয় না। কারন প্রায় সব চ্যানেল শুধু উদ্বুদ্ধই করে থাকে। এত উৎপাদন,এই ব্যায় আর এত লাভ! কিন্তু সেসব ভিডিও দেখে আসলে চাষীর কোনো লাভ হয় না। স্যার একথা সত্যি যে"কাজে নামলে কাজই তাকে কাজ শেখায়, কিন্তু তার জন্য অনেক দৌড় করা লাগে। আমাদের দেশের সাধারণ বেকার তরুণদের দৌড়ানোর ক্ষমতার কথা বিবেচনায় অনলাইন মাধ্যম ই হতে পারে সবচেয়ে সহজ পথ। তাই আপনার মাধ্যমে সকল ইউটিউবার দের কাছে আমার বিশেষ অনুরোধ, শুধু মাত্র উদ্বুদ্ধ না করে শেখানোর চেষ্টা করুন। কৃষকের শ্রমে দেশের উন্নতি, আর আপনাদের একটু শ্রমে হতে পারে কৃষকের উন্নতি। অসংখ্য ধন্যবাদ স্যার। ক্যাপসিকাম চাষ পদ্ধতির উপর পূর্ণাঙ্গ ভিডিও চাই! ধন্যবাদ।
আমাদের এলাকায় কৃষি কোণ কাজের না , আমি আজ পর্যন্ত আমার এলাকায় কৃষি অফিসের কোণ কর্মকর্তাকে দেখি নাই , , আপনাদের ধন্যবাদ জানাই ,দুর্নীতি আর অনিয়মের বাংলাদেশে থেকেও মানূষের জন্য খেটে যাচ্ছেন , আল্লাহ আপনার মঙ্গল করুক
ধন্যবাদ আপনাকে, দেখুন কৃষি বিভাগের কেউ যায় না কথা সঠিক নয়, আপনার মেম্বার অথবা কমিশনার সাহেবের সাথে যোগাযোগ করুন ওনারদদের পেয়ে যাবেন, আপনার এলাকা কোথায়?
ভাই সালম রইল প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এরকম শিক্ষা মূলক পোস্ট দেওয়ার জন্য আমার দেখা মতে এটা সেরা ভিডিও আপনি তরমুজ চাষের বিস্তারিত আলোচনা করেছেন খুব ভালো লাগলো আশা করছি অনেক তরমুজ চাষিদের এই ভিডিওটা উপকারে আসবে অনেক তরুণ উদক্তা অনুপ্রাণিত হবে কৃষি কাজে আশা রাখি পরবর্তী ভিডিও গুলোতে উচ্চ লাভ জনক ফসলের ভিডিও দিবেন বিস্তারিত আলোচনা করবেন আমি দেশের বাইরে থাকি দেশে ফিরে কৃষির কাজের সাথে সম্পৃক্ত হওয়ার ইচ্ছা আছে পরিশেষে আপনার সুস্থতা কামনা করি
প্রকৃত তথ্য পাওয়া গেল। বিনিয়োগের হিসাব কষে উদ্যোক্তা চাষাবাদে নামতে পারে।চুয়াডাঙ্গায় কৃষির অনেক উন্নতি দেখা যাচ্ছে সেটা কী মাটির গুণাগুণে নাকি উদ্যোক্তার কারণে? বর্ষাকালে দেশের বিভিন্ন স্থানে যথেষ্ট পানি জমে থাকে। হাওর বা জলাভুমি এলাকা ছাড়া। এ ক্ষেত্রে উচু টিলা করে চাষ করা যায় কিনা?
osadaron akti video, ato details information e r kono video deki nai ai krishi niye, amr akti prosno chilo, jodi utto diten valo hoito, amr 5biga jaiga ache, aigulo lease ditam bibinno chas hoito, kintu amar jaigar matir doron ki seta ami jani na, kivabe jante parbo ai dowash naki bele mati ba kon jater mati? donnobad
স্যার অনেক তথ্যবহুল একটি ভিডিও, তবে অনেক সময় ভিডিওটি তৈরি করেছেন মনে হয়, কিছু মনে করবেন না এটি বিনোদনমূলক কোন ভিডিও নয় এটি শিক্ষণীয়! মানুষের অনেক উপকারে আসবে এভিডিও, এখানে আরো একটু সময় নিয়ে যদি বড় করে ভিডিওটি তৈরি করতেন আরো বিস্তারিত বুঝতে অনেকের সুবিধা হতো, ধন্যবাদ অনেক ভাল হয়েছে ভিডিওটি❤️👍
ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে বেশ কয়েকটা কোম্পানি এজাতের তরমুজের বীজ বাজার জাত করে থাকে, আপনার এলাকার বড় বীজ ব্যাবসায়ীদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি কোন এলাকাতে এ চাষটি করতে চান? যদি বীজ না পান আপনাকে কোম্পানির ফোন নাম্বার দেয়ার চেষ্টা করব।
Krishi e Jibon কৃষি ই জীবন alhamdulillah, apnake osonko donnobad. amar comments er jobab deyar jonno. ami jamlpur jelar ebong tangail er border er sathe. doya kore number ti ebong proyojoniyo muhurte sahajjo korle onek khushi hobu allahafiz.
চমৎকার এ ভিডিওটির জন্য আপনাকে ধন্যবাদ । আমার দেখা এ পর্যন্ত সেরা কৃষি বিষয়ক ভিডিও । কিভাবে কখন কী করতে হবে তা আপনার ভিডিওতে চমৎকারভাবে বর্ণণা করেছেন । আমার মতো আগ্রহীদের জন্য একেবারে ব্যবহারিক ক্লাশের মতো হয়ে গেলো । আল্লাহ আপনার ভালো করুন । আমি সিলেটের বাসিন্দা । শাবিপ্রবিতে চাকুরিরত । শখের নয়, অনেকটা নেশার কৃষক । আমার জমিতে বর্তমানে রোপা আমন ধান আছে । আমার ইচ্ছা ধান কাটার পর সরিষা (বারি ১৬ বা ১৮) চাষ করব। সরিষা পর আমি কি বারোমাসি তরমুজ চাষ করতে পারবো ? জমির মিাটি বেলে দো-আঁশ। আমি আপনার কাছ থেকে পরামর্শ ও সহযোগীতা আশা করছি।
ধন্যবাদ আপনাকে সাথে থাকুন আপনি যদি মনে করেন এই ভিডিওটি অন্যরা উপকৃত হবে তবে বন্ধুদের মাঝে শেয়ার করুন,ভিডিওটি তৈরি করতে আমার ৩ মাস সময় লেগেছিল এটার পিছনে আমি অনেক সময় এবং শ্রম দিয়েছি
Foysal Ahmed Salam Brother I'm working on this kind watermelon in Sylhet. My pilot project been on process. If you interested to visit my watermelon project, you are most welcome. Give me a call after 2pm on 01767763396 Regards Redwan
উন্নত জাত ও মানের বীজ বা দানা পাওয়া যাবে Garden Fresh Bangladesh এ। যাবতীয় সহযোগিতার জন্য যোগাযোগঃ ০১৭ ৩৬ ৩৬ ৩২ ৭৭ আমাদের ফেইসবুক পেইজঃ fb.me/GardenFresh বছরে নূন্যতম দেড় লক্ষ টাকা বিঘা প্রতি আয় করুন তরমুজ ও রকমেলন চাষ করে। ভিডিওঃ ruclips.net/video/sFtQkQWmHwY/видео.html
৬০-৭০ দিন, তবে ৭০ দিনের মধ্য ফসল সংগ্রহ করে বাজার জাত করবে নতুবা পচে যাবে, তরমুজ বিশেষ উৎসব টার্গেট করে করতে পারলে ভাল লাভ হয়, এছাড়া অাবহাওয়া জনিত কারনে বাজার আপ ডাউন হয়,প্রয়োজনে বিকাল ৫ টা থেকে রাত ১০ ফোন করতে পারেন ০১৭১৪৯৯০৪৯৬ মেসেজ করতে পারেন আমাদের ফেজবুক পেজে।
স্কোয়াসের বীজ একটি একটি করে বপন করা যায় আবার একটি মাদায় একাধিক বপন করা যায়। প্রায় ৩ ফুট দূরে দূরে একটি মাদায় ২-৩ টি বীজ বপন করা হয়। বীজ প্রায় ১ ইঞ্চি গভীরে বপন করতে হবে। চারা গজানোর পর মাটি তুলে ৬-১২ ইঞ্চি উঁচু করে দিতে হবে এবং ১-২ ফুট প্রশ্বস্থ করতে হবে। বীজ বপনের ৪-৬ সপ্তাহ পরে ফল ধরা আরম্ভ হবে।
ভাই লাইভ সাবসক্রাইব দুটৌই করে দিয়েছি। আপনি যে যে জাতের বিজ গুলোর কথা বললেন,এর মদ্ধে টবে চাষ করার জন্য কোন বীজ টা ভালো ও অধিক মিষ্টি জাতের হবে। এর বীজ থেকে চারা উতপাদন করবো কি ভাবে।বীজ গুলো ঢাকার কোথায় পাবো? উত্তর এর অপেক্ষায় রইলাম।আশা করছি ভালো উত্তর পাবো।
কৃষি বিষয়ক যে কোন পরামর্শ পেতে ফোন করুন 01714990496 (বিকাল ৫ টা হতে রাত ১০ টা)অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করুনfacebook.com/krishiejibon/ এছাড়া ভিজিট করুন আমাদের ওয়েব সাইট www.krishiejibon.com
Krishi e Jibon কৃষি ই জীবন আমাদের ভরতে এ কথা বলেনাপরামর্শপেতে যোগাযোগ করো
ভাই ব্লাক বেবি তরমুজের বীজের পেকেটে কতটা মত বীজ থাকে এবং তার দাম কত জানান
লেবার দেখি বিড়ি খায়🗣️🗣️🗣️
ভাই আমি এগ্রো ১ফোন দিছিলাম কিন্তু আমি সঠিক কোন সাড়া পায়নি
Osadaron hyce.amar dekha tormujer joto gulo vedio dekhesi ter moddhe best
এই পর্যন্ত যতগুলো তরমোজের বিডিও দেখেছি তার মধ্যে এটি হচ্ছে সবচেয়ে ভাল ও তথ্য বহুল। অসাধারন,,,অসাধারন হয়েছে,,,,
ধন্যবাদ আপনাকে। এই ভিডিওটি তৈরি করতে গিয়ে ৩ উল্লেখযোগ্য ঘটনা বলি ১, রাতে বীজ ভিজানোর দৃশ্য নেয়ার পর যে রাস্তা দিয়ে বাড়ী ফিরতে হয়েছে সেখানে একটা জায়গায় জান মালের নিরাপত্তা খুব কম ২,চারা রোপণের দৃশ ধারনের পর মাঠের ফিরে আসার সময় হঠাৎ বৃষ্টি শুরু হয় তাতে আমার বাইকের চাকা পুরাই কাদায় আটকিয়ে দেড় কিমি রাস্তা ১২০ কেজি বাইকি ঠেলে আনতে হয়েছে সেটা ছিল বেশ কস্টের ৩, ফসল সংগ্রহের দিন জন বসতি থেকে ৩ কিমি দুরে হঠাৎ প্রচন্ড রকমের বজ্রপাত শুরু হয় কানের ভিতর ২ আঙ্গুল দিয়ে দুপায়ে হালকা ভর দিয়ে মাথা নিচু করে বসে ছিলাম ২০/২৫ মিনিট সেদিন বুঝেছি আমাদের কৃষক ভাইদের জীবন কত ঝুকির মধ্য থাকে, সর্বপরি ভিডিও তৈরিতে সময় লেগেছে প্রায় ৩ মাস, আপনার অনুপ্রেরণা দায়ক মন্তব্যর জন্য আবারো অংসখ্য ধন্যবাদ
ভাই আপনার এভিডিওটি অনুসরন করে আমি আসাকরি বাংলাদেশে অনেক কৃষক-কৃষানি তরমুজ চাষে উদ্দগি হবে এজন্য আপনাকে অসংখ ধন্নবাদ।
আমাদের উদ্দেশ্য লাভ দেখে চাষ নয়, চাষ শিখে লাভ, ধন্যবাদ আপনাকে।
@@KrishieJibon ĺ
ভিডিও টি ভালো লাগলো এরকম ভিডিও আপলোড দিবেন
ধন্যবাদ সাথে থাকুন চেষ্টা করব
চমৎকার একটি দরকারী ভিডিও। তরমুজ চাষে উৎসাহীদের জন্য খুবই কাজের তথ্যে ভর্তি। অনেক ধন্যবাদ।
শুরু থেকে শেষ সব দেখানোর জন্য ধন্যবাদ
শিক্ষনীয় প্রতিবেদন আপনাকে অনেক ধন্যবাদ সার
বড় ভাই অনেক সুন্দর একটা ভিডিও বানাোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ এই পরজন্ত আমার দেখা সব থেকে ভালো লেগেছে এই ভিডিওটা সব কিছু ঠিক মতো বুজতে পেরেছি এগিয়ে জান বড় ভাই
ধন্যবাদ আপনাকে।
আপনাদের ভিডিও সবচেয়ে তথ্য নির্ভর ও সব কিছুই হাতে কলমে শিখানো হয়। অনেক ধন্যবাদ এই রকম সুন্দর ভিডিওর জন্য
Thanks
ভালো হয়েছে ভিডিও টা ভাই জান 🌹🌹🌹🌹🌹🇧🇩🥀🥀🥀🥀🥀
এত সুন্দর ভিডিও দেওয়ার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ
সুন্দর একটা ভিডিও
শুধু লাভের অংশটা তুলে ধরে স্বপ্ন দেখানোটায় শেষ কথা না ! সিঁড়ি বেয়ে সেই স্বপ্ন পর্যন্ত পৌঁছানোর পথ দেহানোটাই মূল ! যা এই ভিডিওতে খুব সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে very nice video well done you all
৫০-৬০ টাকা কেজি দরে তরমুজ কেনা সবাই বন্ধো করুন।
একবছর তরমুজ না খেলে আহামরি কিছু হয়ে যাবে না,তবে সিন্ডিকেট ব্যবসায়ীদের অনেক বড় শিক্ষা হবে।
যেখানে একজন কৃষক প্রতি পিচ তরমুজের মুল্য পাচ্ছে ১০-১৫ টাকা সেখানে খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে প্রতি পিচ ৩০০-৮০০ টাকা।
সবাই পরিবারের অন্যদের আপাততঃ বাজার থেকে তরমুজ কিনতে নিষেধ করে দিবেন।
দারুণ হয়েছে ভাই আপনার ভিডিও দেখলাম
আপনাদের ভিডিও গুলো আসাধারণ
Best Watermelon video till now i see.
Thank you very much for your very best info.
Allah apnake nek hayat dan korun.
অসংখ্য ধন্যবাদ স্যার।
এভাবে হাতে কলমে শেখানোর জন্য।
অনেক দিন ধরেই ইউটিউবে কৃষি বিষয়ক ভিডিও দেখি, উদ্বুদ্ধ হই কিন্তু কিছু শেখা সম্ভব হয় না।
কারন প্রায় সব চ্যানেল শুধু উদ্বুদ্ধই করে থাকে। এত উৎপাদন,এই ব্যায় আর এত লাভ! কিন্তু সেসব ভিডিও দেখে আসলে চাষীর কোনো লাভ হয় না।
স্যার একথা সত্যি যে"কাজে নামলে কাজই তাকে কাজ শেখায়, কিন্তু তার জন্য অনেক দৌড় করা লাগে।
আমাদের দেশের সাধারণ বেকার তরুণদের দৌড়ানোর ক্ষমতার কথা বিবেচনায় অনলাইন মাধ্যম ই হতে পারে সবচেয়ে সহজ পথ।
তাই আপনার মাধ্যমে সকল ইউটিউবার দের কাছে আমার বিশেষ অনুরোধ,
শুধু মাত্র উদ্বুদ্ধ না করে শেখানোর চেষ্টা করুন।
কৃষকের শ্রমে দেশের উন্নতি,
আর আপনাদের একটু শ্রমে হতে পারে কৃষকের উন্নতি।
অসংখ্য ধন্যবাদ স্যার।
ক্যাপসিকাম চাষ পদ্ধতির উপর পূর্ণাঙ্গ ভিডিও চাই!
ধন্যবাদ।
খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন
ধন্যবাদ সাথে থাকুন
অসাধারণ উপস্থাপনা
আমাদের এলাকায় কৃষি কোণ কাজের না , আমি আজ পর্যন্ত আমার এলাকায় কৃষি অফিসের কোণ কর্মকর্তাকে দেখি নাই , , আপনাদের ধন্যবাদ জানাই ,দুর্নীতি আর অনিয়মের বাংলাদেশে থেকেও মানূষের জন্য খেটে যাচ্ছেন , আল্লাহ আপনার মঙ্গল করুক
ধন্যবাদ আপনাকে, দেখুন কৃষি বিভাগের কেউ যায় না কথা সঠিক নয়, আপনার মেম্বার অথবা কমিশনার সাহেবের সাথে যোগাযোগ করুন ওনারদদের পেয়ে যাবেন, আপনার এলাকা কোথায়?
বিস্তারিত বলার জন্য ধন্যবাদ
সুন্দর তথ্য সংগ্রহ
Thanks for updating this kind of video
একটি পূর্ণাঙ্গ তথ্য বহুল ভিডিও,অনেক ধন্যবাদ
ধন্যবাদ
Best video ever seen about agriculture...
A lot of thanks. we always try to do something our farmer & youth enterpreneurs
ধন্যবাদ আপনাকে ভাই
দারুন দিকনির্দেশনা।
চেস্টা করি উৎপাদনের প্রতিটি পর্যায়ে চিত্র তুলে ধরতে যেন কৃষক ও তুরুন উদ্দ্যোগতারা ঝুকির মধ্য না পড়ে
দারুণ ভিডিও
অসাধারণ ডকুমেন্টারি❤️
খুব সুন্দর।
অসাধারণ তথ্য সমৃদ্ধ এবং শিক্ষনীয় ভিডিও
ধন্যবাদ
Excellent information.
কালো তরমুজ গুলো সবচেয়ে ভালো।
ভাই সালম রইল প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এরকম শিক্ষা মূলক পোস্ট দেওয়ার জন্য আমার দেখা মতে এটা সেরা ভিডিও আপনি তরমুজ চাষের বিস্তারিত আলোচনা করেছেন খুব ভালো লাগলো আশা করছি অনেক তরমুজ চাষিদের এই ভিডিওটা উপকারে আসবে অনেক তরুণ উদক্তা অনুপ্রাণিত হবে কৃষি কাজে আশা রাখি পরবর্তী ভিডিও গুলোতে উচ্চ লাভ জনক ফসলের ভিডিও দিবেন বিস্তারিত আলোচনা করবেন আমি দেশের বাইরে থাকি দেশে ফিরে কৃষির কাজের সাথে সম্পৃক্ত হওয়ার ইচ্ছা আছে পরিশেষে আপনার সুস্থতা কামনা করি
আপনার প্রতি রইল শুভ কামনা।
vi ami ai bis ta koi pabo.. ami dimla taki bolci...siraz
সেই ভাই
ধন্যবাদ আপনাকে
ধন্যবাদ ভাই আপনাকে।একটি ভিডিওতে সব তথ্যের জন্য।শতকে কি রকম সার দিব।
অসাধারন ভিডিও
ধন্যবাদ
দারুন
অনেক সুন্দর
আপনাকে অসংখ্য ধন্যবাদ
অসংখ্য ধন্যবাদ
চমৎকার এবং তথ্য বহুল একটা প্রতিবেদন।ভাই,এক বিঘা/৩৩ শতকে বারোমাসি তরমুজের মাচা করতে কত গুলো বাঁশের প্রয়োজন হয়?জানালে উপকৃত হবো।
Nice video
Thanks
বৃষ্টির সময় কি এই তরমুজ চাষ করা যাবে??
ভিডিওটি অনেক ভালো লেগেছে।
ধন্যবাদ সাথে থাকুন
অসাধারণ প্রতিবেদন, ভাল থাকবেন।।।
ধন্যবাদ
প্রকৃত তথ্য পাওয়া গেল। বিনিয়োগের হিসাব কষে উদ্যোক্তা চাষাবাদে নামতে পারে।চুয়াডাঙ্গায় কৃষির অনেক উন্নতি দেখা যাচ্ছে সেটা কী মাটির গুণাগুণে নাকি উদ্যোক্তার কারণে? বর্ষাকালে দেশের বিভিন্ন স্থানে যথেষ্ট পানি জমে থাকে। হাওর বা জলাভুমি এলাকা ছাড়া। এ ক্ষেত্রে উচু টিলা করে চাষ করা যায় কিনা?
ভাই, মালচিং না দিয়ে কালো পলিথিন দিলে সরাসরি মাটিতে লাগানো চেয়ে একটু ভাল হবে কি?
টবে লাগানো আঙ্গুর গাছের পাতা মরে যাচ্ছে এখন কি করবো
osadaron akti video, ato details information e r kono video deki nai ai krishi niye, amr akti prosno chilo, jodi utto diten valo hoito, amr 5biga jaiga ache, aigulo lease ditam bibinno chas hoito, kintu amar jaigar matir doron ki seta ami jani na, kivabe jante parbo ai dowash naki bele mati ba kon jater mati? donnobad
Please call me 01714990496
অসাধারণ
ধন্যবাদ আপনাকে
ভাই ওষুধ গুলোর নাম সুন্দর করে লিখে দিলে খুব ভালো হতো এবং কোম্পানির নাম 😍😍
স্যার অনেক তথ্যবহুল একটি ভিডিও, তবে অনেক সময় ভিডিওটি তৈরি করেছেন মনে হয়, কিছু মনে করবেন না এটি বিনোদনমূলক কোন ভিডিও নয় এটি শিক্ষণীয়! মানুষের অনেক উপকারে আসবে এভিডিও, এখানে আরো একটু সময় নিয়ে যদি বড় করে ভিডিওটি তৈরি করতেন আরো বিস্তারিত বুঝতে অনেকের সুবিধা হতো, ধন্যবাদ অনেক ভাল হয়েছে ভিডিওটি❤️👍
অসাধারন!!!!
ধন্যবাদ সাথে থাকুন।
Thanks bai
welcome
ভাই আমি পশ্চিমবঙ্গে থেকে তোমার ভিডিও দেখলাম খুব ভালো লাগছে,আমি ও চাষ করতে চাই কিন্তু বূজ পাব কোথায় জানি না
অসংখ্য ধন্যবাদ ভাই, আপনি বীজ ব্যাবসায়িদের কাছে খোজ নিয়ে দেখতে পারেন
Call01715629343
ভাই আমি ভারত থেকে বলছি
কোন মাশে লাগালে ভালো ফলন হয়।
দয়া করে বলবেন?
Great described useful video for the beginners...keep up the good work...informative and well described...valo thakben
Thanks ♥
খুব সুন্দর একটি প্রতিবেদন ধন্যবাদ আপনাকে আর এই মালচিং সীট গুলো কোথায় পাওয়া যায়
চুয়াডাঙ্গা
alhamdulillah valo laglo , apnak janai donnbad. sir amar ichsa ace chash korar moto. kintu sir biz kotha theke jugar korbo eta janale khub upkrito hoitam. ar bizer dham koto hobe donnobad
ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে বেশ কয়েকটা কোম্পানি এজাতের তরমুজের বীজ বাজার জাত করে থাকে, আপনার এলাকার বড় বীজ ব্যাবসায়ীদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি কোন এলাকাতে এ চাষটি করতে চান? যদি বীজ না পান আপনাকে কোম্পানির ফোন নাম্বার দেয়ার চেষ্টা করব।
Krishi e Jibon কৃষি ই জীবন alhamdulillah, apnake osonko donnobad. amar comments er jobab deyar jonno. ami jamlpur jelar ebong tangail er border er sathe. doya kore number ti ebong proyojoniyo muhurte sahajjo korle onek khushi hobu allahafiz.
ধন্যবাদ আপনাকে, আপনার নাম্বারটা দিন আমি আপনাকে ফোন করব।
Krishi e Jibon কৃষি ই জীবন 01903479272
Assalamualaikum,ai jater tormuj robi mousume ki chash kora jay janaben.
বাসার ছাদে করা যাবে
Good
excellent vedio. বিজ পাবার ঠিকানা দিলে আরো ভাল হত।
খাইরুল ইসলাম ০১৭২৬৬৪৯৭৩৭
my chaneel 8016791238
ভাই দুই সারির মাঝে কতটুকু জায়গা ফাঁকা রাখতে হবে মাচার জন্য?
vai apni aber osker paiben . video gula khub valo hocce .
ধন্যবাদ আপনাকে , পুরস্কারের আশায় কখনো কিছু করিনি ভাই, কৃষক ও কৃষির জন্য সামান্যতম হলেও কিছু করে যেতে চাই।
Khet er macha prepare kora toh onek kosto,so ei ek macha dea ki again chash kora possible?
২/৩বার ভাল ভাবে করতে পারবেন
ভাই,আপনার ভিডিও অনুযায়ি এক বিঘা (৩৩ শতক) জমিতে কত গুলো বেড হবে?
ভাইয়া কেও যদি বাড়িতে করতে চাই বা ছাদে করতে চাই।। সে ক্ষেত্রে কি কি করতে হবে একটু জানাবেন।।।
Best of the best. thank you.
Thanks
চমৎকার এ ভিডিওটির জন্য আপনাকে ধন্যবাদ । আমার দেখা এ পর্যন্ত সেরা কৃষি বিষয়ক ভিডিও । কিভাবে কখন কী করতে হবে তা আপনার ভিডিওতে চমৎকারভাবে বর্ণণা করেছেন । আমার মতো আগ্রহীদের জন্য একেবারে ব্যবহারিক ক্লাশের মতো হয়ে গেলো । আল্লাহ আপনার ভালো করুন ।
আমি সিলেটের বাসিন্দা । শাবিপ্রবিতে চাকুরিরত । শখের নয়, অনেকটা নেশার কৃষক । আমার জমিতে বর্তমানে রোপা আমন ধান আছে । আমার ইচ্ছা ধান কাটার পর সরিষা (বারি ১৬ বা ১৮) চাষ করব। সরিষা পর আমি কি বারোমাসি তরমুজ চাষ করতে পারবো ? জমির মিাটি বেলে দো-আঁশ। আমি আপনার কাছ থেকে পরামর্শ ও সহযোগীতা আশা করছি।
ধন্যবাদ আপনাকে সাথে থাকুন আপনি যদি মনে করেন এই ভিডিওটি অন্যরা উপকৃত হবে তবে বন্ধুদের মাঝে শেয়ার করুন,ভিডিওটি তৈরি করতে আমার ৩ মাস সময় লেগেছিল এটার পিছনে আমি অনেক সময় এবং শ্রম দিয়েছি
Foysal Ahmed
Salam Brother
I'm working on this kind watermelon in Sylhet. My pilot project been on process. If you interested to visit my watermelon project, you are most welcome. Give me a call after 2pm on 01767763396
Regards
Redwan
উন্নত জাত ও মানের বীজ বা দানা পাওয়া যাবে Garden Fresh Bangladesh এ। যাবতীয় সহযোগিতার জন্য যোগাযোগঃ ০১৭ ৩৬ ৩৬ ৩২ ৭৭ আমাদের ফেইসবুক পেইজঃ fb.me/GardenFresh বছরে নূন্যতম দেড় লক্ষ টাকা বিঘা প্রতি আয় করুন তরমুজ ও রকমেলন চাষ করে। ভিডিওঃ ruclips.net/video/sFtQkQWmHwY/видео.html
কোন মাসে বীজ রোপন করতে হবে??
ভাই ভিডিওটি ভালো লেগেছে।আমার একটিকথা জানার ছিলো সেটি হচ্ছে মালচিং পেপার বেবোহার না করে পলিথিন বেবোহার করি তাতে সমস্যা কি হবে।জানাবেন ভাই ???????
আদ্রতা সংরক্ষণের জন্য বিশেষ প্রযুক্তিতে তৈরি এই শীত বা ফিল্ম, যদি সাধারন পলিথিনে হতো তাহলে হয়তো এটা ব্যবহার না করলেও চলত এটা দাম ও বেশ
excellent sir
Thank you
বালুতে হবে???
Very good information go ahead brother
Many many thanks
Dhan bad diyen Sobai tormuj chash suru korun,,,,,
আসসালামু আলাইকুম।
টাংগাইল এর মাটিতে কি এ জাতের তরমুজ আবাদ করা যাবে???
দয়া করে জানাবেন।
ওলাইকুমুসছালাম, ওখানকার মাটির ধরন কি আপনার জানা আছে?
বেলে দো আশ, পলি ধরনের
করা যাবে
TandaCas
Grismo kaln tmeto chas ar tutirial banaben place.
ok try korbo
thanks
আমার তরমুজের জমিতে একটা প্রতিবেদব করলে খুশি হতাম
জে ভাবে বলছেন এতে অনেক খরচ হবে
এভাবে হয়তো অন্যরা বলেনা
বীজ কোথায় কিনতে পাবো?
সকল প্রকার বারোমাসি তরমুজের বীজের জন্য যোগাযোগ করুনঃ 01915-882289 চুয়াডাঙ্গা
আমার এ ধরনের খামার করতে কৃষি সহকরী দরকার, যিনি এ ধরনের খামার করতে পারৰে ৷
দয়া করে একটু বুঝিয়ে বলুন ,আপনি কোন দেশে আছেন?কি কি করতে চান?
Krishi e Jibon কৃষি ই জীবন আমি বিচ কোতাই পাব
আপনি কোন জেলাতে চাষ করতে চান?
ভাই কি মাসে তোরমুজ বিজ রপন করা হয় ও কোথায় বিজ পায়াজায় আমি এক জন কূষক আমার জেলা মানিকগনজ
মধ্য মার্চ থেকে জুলাই চাষ করা যায় তবে একটা বিষয় খেয়াল রাখা দরকার মৌসুমি জাত গুলি শেষ হবার পর যদি আপনি তরমুজ তুলতে পারেন ভাল দাম পাবেন।
ভাই এই তরমুজটি কোন জাত আর এই বিজের দাম কত একটু বলবেন প্লিজ
দয়া করে একটি তথ্য জানাবেন যে ঠিক কতদিন লাগে তরমুজ এর চারা বপন থেকে উঠানো পর্যন্ত ?
আর এই ব্যাবসায়ের লাভ কি রকম যদি ৫ বিঘায় লাগাই
৬০-৭০ দিন, তবে ৭০ দিনের মধ্য ফসল সংগ্রহ করে বাজার জাত করবে নতুবা পচে যাবে, তরমুজ বিশেষ উৎসব টার্গেট করে করতে পারলে ভাল লাভ হয়, এছাড়া অাবহাওয়া জনিত কারনে বাজার আপ ডাউন হয়,প্রয়োজনে বিকাল ৫ টা থেকে রাত ১০ ফোন করতে পারেন ০১৭১৪৯৯০৪৯৬ মেসেজ করতে পারেন আমাদের ফেজবুক পেজে।
মালচিং পেপার দিয়ে টমেটো, তরমুজ, ক্যপসিকাম, শষা সহ সকল প্রকার কৃষি তথ্য পেতে এবং মালচিং পেপার কমদামে কেনার জন্য যোগাযোগ করুন ০১৯১১৯৮২৩৯৪ এই নাম্বারে।
মালচিং শীট না দিলে হবে না?তারাতারি বলুন ভাই আমি তরমুজ চাষ করব
স্কোয়াশ গাছের বীজ কোনটা ভালো? কিভাবে কি জমি বানাবো
স্কোয়াসের বীজ একটি একটি করে বপন করা যায় আবার একটি মাদায় একাধিক বপন করা যায়। প্রায় ৩ ফুট দূরে দূরে একটি মাদায় ২-৩ টি বীজ বপন করা হয়। বীজ প্রায় ১ ইঞ্চি গভীরে বপন করতে হবে। চারা গজানোর পর মাটি তুলে ৬-১২ ইঞ্চি উঁচু করে দিতে হবে এবং ১-২ ফুট প্রশ্বস্থ করতে হবে। বীজ বপনের ৪-৬ সপ্তাহ পরে ফল ধরা আরম্ভ হবে।
আসসালামু আলাইকুম
ভাইয়া তরমুজের চারা রুপনের সময় টোকো আমাকে বলেন প্রিলিজ
ভিডিওতে উল্লেখ আছে
সুন্দর ভিডিও।
ভালো ভালো ভিডিও পেতে আমাদের সাথে থাকুন।
Nice
Cara boro korar jonno ar water deta haba ki
জ্বী ঝাঝরীতে করে
nice
Thanks
ভাই লাইভ সাবসক্রাইব দুটৌই করে দিয়েছি। আপনি যে যে জাতের বিজ গুলোর কথা বললেন,এর মদ্ধে টবে চাষ করার জন্য কোন বীজ টা ভালো ও অধিক মিষ্টি জাতের হবে। এর বীজ থেকে চারা উতপাদন করবো কি ভাবে।বীজ গুলো ঢাকার কোথায় পাবো? উত্তর এর অপেক্ষায় রইলাম।আশা করছি ভালো উত্তর পাবো।
ধন্যবাদ, বিস্তারিত জানতে 01714990496 বিকাল ৫টা হতে রাত ১০ টা
সাধারণ পলিথিন দিয়ে মালচিং করা যাবে কি?
Na
blak baby bij kothay pabo?
ফুট গাছ চাশ করবেন
এই চাষ কি মাটিতে ভালো হবে
করা যায় তবে এক পাশে স্পট পড়ে
ভাই মৌলভীবাজার জেলায় চাষ করতে চাই.... বীজ কোথায় পাব???
বেশ কিছু কোম্পানি এ বীজ বাজার জাত করে,
pls contact 01717594190
এই তরমুজ এর বীজ কি ভাবে পাওয়া য়ায়