🇩🇪 ডিপ্লোমা'র পরে কিভাবে জার্মানি তে আসবেন || Study in Germany After Diploma || Sarker Akash

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 ноя 2024

Комментарии • 840

  • @baponsarkar4042
    @baponsarkar4042 3 года назад +23

    আপনার বন্ধু কিভাবে সরাসরি ইউনিভার্সিটি তে এডমিশন নিয়ে গিয়েছিল কিভাবে কি করতে হয়।সে বিষয়ে যদি আপনার বন্ধুর একটা লাইভ ভিডিও বানাতেন সকল ডিপ্লোমা ছাত্রদের ভালো হতো এবং উৎসাহ অনুপ্রেরণা পেত।ধন্যবাদ

  • @mohammadasifsarker4831
    @mohammadasifsarker4831 5 лет назад +81

    অবশেষে এই ভিডিও পেলাম,,,অনেক রিকোয়েস্ট করেছিলাম। অনেক অনেক ধন্যবাদ❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @mehedesafin6621
      @mehedesafin6621 4 года назад +3

      জনাব আপনি কোন সাব্জেক্টে ডিপ্লোমা করেছেন?

    • @mohammadasifsarker4831
      @mohammadasifsarker4831 4 года назад +3

      @@mehedesafin6621 civil engineering

    • @bijoydas8703
      @bijoydas8703 4 года назад

      @@mohammadasifsarker4831 vi civil a math ki onek porimany aktu bolben please??

    • @alaminkhan8380
      @alaminkhan8380 4 года назад

      ভাই সিভিল ইজ্ঞিনিয়ারিং এ নাকি জার্মানিতে কোন কোর্স নাই??😓😓😓

    • @mohammadasifsarker4831
      @mohammadasifsarker4831 4 года назад

      @@bijoydas8703 engineering manei math....civil e onek math ache vai.

  • @litmaf4148
    @litmaf4148 5 лет назад +10

    এতো সুন্দর করে বুঝিয়ে বলার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই 😍😍

  • @didarulalam7600
    @didarulalam7600 5 лет назад +6

    আসলে ভাই অনেক উপকৃত হলাম। ধন্যবাদ দিয়ে ছোট করব না। ভাইয়া জার্মানিতে মেকানিক্যাল ডিপার্টমেন্টের উপর একটা ভিডিও বানান প্লিজ।

    • @mohammadmustofa129
      @mohammadmustofa129 5 лет назад

      Mechanical field e job paoar possibility kmon tao janan bhi.

    • @GrebeMdMinhazUddin
      @GrebeMdMinhazUddin 5 лет назад +3

      Germany hocche mechanical er jonno best country...

    • @kausarhabib1171
      @kausarhabib1171 2 месяца назад

      ​@@mohammadmustofa129 Ami o Mechanical bachelor of science korte jabo vai...

  • @sayemmomin3893
    @sayemmomin3893 4 года назад +2

    ভাই ডিপ্লোমার পর যে ভাবে জার্মানিতে আসবো স্টেপ বাই স্টেপ গাইড লাইন নিয়ে যদি একটা ভিডিও বানাতেন তাহলে ভালো হতো!!!!আপনি কিভাবে ডিপ্লোমা করে যে গাইডলাইন ফলো করেছিলেন স্টেপ বাই স্টেপ জানাবেন ভাই ভিডিও এর মাধ্যমে,,, এটা একটা রিকোয়েস্ট এবং দাবি ❤ভাই সবসময় আপনার ভিডিও গুলো দেখা হয়!!! অনেক হেল্পফুল আপনার ভিডিও গুলা ❤

  • @omarsekandar1571
    @omarsekandar1571 4 года назад +2

    অনেক অনেক ধন্যবাদ ভাই এমন একটা ভিডিও বানানোর জন্যে।যেহেতু আপনিও একজন ডিপ্লোমার স্টুডেন্ট বিষয় টা নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করলে উপক্রিত হব আমরা অনেক এই।

  • @rifathossain8139
    @rifathossain8139 3 года назад +9

    ধন্যবাদ ভাইয়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়ে কথা বলার জন্য। তবে ভাইয়া আপনার বন্ধু যে বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত আছে এবং আপনার জানামতে আরো বিশ্ববিদ্যালয় থাকলে সেই ওয়েব সাইট গুলো শেয়ার করুন ভাইয়া ❤️🤲🇧🇩

    • @shamimanasrin9665
      @shamimanasrin9665 2 года назад

      ডিপ্লোমা কত নম্বর থাকতে হবে

  • @toukirahmedsifat1024
    @toukirahmedsifat1024 5 лет назад +2

    ভাইয়া, আপনার ভার্সিটিতে আপনার সাব্জেক্ট নিয়ে একটি ভিডিও বানান প্লিজ। বর্তমানে কি কি রিকোয়ারমেন্ট, চান্স পাওয়ার সম্ভাবনা (ব্যাচেলর কোর্সে), খরচ, থাকার ব্যাবস্থা(শুনেছি ওখানে নাকি থাকার ব্যাবস্থা ও করে দেয়া হয়, আপনার কাছ থেকে সিউর হতে চাই), আর ইনফরমেশন ইঞ্জিনীরিং সাবজেক্ট, এটা কতটা কঠিন আসলে,(আমি এইচএসসি দিয়েছি এবার, আর আপনার সাবজেক্ট নিয়ে পড়তে ইন্টারেস্টেড) এইসব নিয়ে একটা ভিডিও বানালে খুব উপকৃত হব।

  • @nazmulshahrearphyal9441
    @nazmulshahrearphyal9441 4 года назад +12

    Brother, we need more video on this topic.please.

  • @alimranmayeen9156
    @alimranmayeen9156 3 года назад +1

    অসংখ্য ধন্যবাদ ভাইয়া। সবটুকু ভিডিও একদম মন দিয়ে দেখছি এবং সবকিছু বুঝতে পারছি।

  • @MasudRana-zv1km
    @MasudRana-zv1km 5 лет назад +2

    ভাইয়া আশা করি ভালো আছেন, আপনার ভিডিও গুলো আমি অনেক দিন থেকে দেখছি,আপনার কথা বলার স্টাইল টা আমার খুব ভালো লাগে, আপনি যে তথ্যমূলক ভিডিও গুলো বানাচ্ছেন তার জন্য আপনাকে অসংখ্য ধণ্যবাদ। আপনার পথচলা শুভ হোক,ভালো থাকবেন সবসময়।

  • @rajonshorma7965
    @rajonshorma7965 5 лет назад +9

    Thank you so much bro. You are a really good information share to diploma students. I am a diploma student.

  • @mihirbarua815
    @mihirbarua815 Год назад +1

    অসংখ্য ধন্যবাদ আপনাকে। অস্ট্রেলিয়ায় নার্সিং পড়তে যোগ্যতা, কত টাকা খরচ হবে এবং কি কি সুবিধা এবং অসুবিধা আছে?? দয়াকরে এর উপর একটা ভিডিও তৈরি করে পোষ্ট করলে উপকৃত হবো।

  • @kabirhossain491
    @kabirhossain491 5 лет назад +8

    Very much informative, bro.Thank you.

  • @nilpori7064
    @nilpori7064 3 года назад +3

    ইংরেজি বেসিক থেকে এডভান্স হওয়ার জন্য বাংলাদেশের কোন প্রতিষ্ঠানে আইইএলটিএস কোর্স করলে ভালো হবে?মেন্টোর্স?

  • @Shohagongo2.0
    @Shohagongo2.0 3 месяца назад

    বুঝানোর ব্যাপার টা অসাধারণ ভাই 💚💚💚

  • @litunurrashid3010
    @litunurrashid3010 3 года назад +2

    Informative video.Really, help a lot..👌Keep it up..vai..love from Sylhet..

  • @jewelmian9397
    @jewelmian9397 Год назад

    Ami sadaronoto kuthaw comment kori nai. apnar content ta onk valo laglo.
    ato sundor kore kew bujay na.

  • @dulalasa4416
    @dulalasa4416 5 лет назад +1

    many many tnxx via
    sob kecu valo vabe bojeye deyar jonno

  • @hablu_the_great
    @hablu_the_great 5 лет назад +2

    ভাই অনেক ধন্যবাদ আপনাকে অনেক দিন ধরে এমন একটা ভিডিও প্রত্যাশি ছিলাম।youtube এ খুজছিলাম কিন্তুু বাংলাতে এমন কোন ভিডিও পাইনি আজকে আপনার ভিডিও টা পেয়ে খুবই আনন্দিত হলাম😇😇।আপনার অনেকগুলা ভিডিওতে এই বিষয়ে ভিডিও বানানোর জন্য বলেছিলাম ভেবেছিলাম যতদিন এই বিষয়ে ভিডিও না বানাবেন তত দিন প্রতেকটা ভিডিওতে এই কমেন্ট করেই যাবো😅। আর একটা মজার বেপার হলো আজকে edumig নামের একটা প্রতিষ্ঠানের জার্মান সেমিনার ছিলো সেখানে গেলাম এবং তারা বোললো "ডিপ্লোমা শেষে নাকি জার্মানিতে কোন ভাবেই পড়া যায় না'' শুনে যখন হতাশ হয়ে বাসায় ফিরলাম😥😥😥 তখন youtube এ ডুকেই আপনার এই ভিডিও টা পেলাম😍😍😍। ভাই এতটা খুশি হলাম বলার বাইরে 😊😇।ভাই আপনার জন্য দোয়া রইলো আর রইলো অনেক শুভকামনা😇। জিবনে অনেক বড় হন এই দোয়া করি😇। আর আমাদের সবার জন্যও দোয়া কোরবেন😇এবং আরও একবার ধন্যবাদ আপনাকে💙💚💛

  • @mukulieltsworld
    @mukulieltsworld 5 лет назад +9

    vai university link ta dile valo hobe j kun kun versity direct apply kira jai

  • @waizkuruniahmedzisan3136
    @waizkuruniahmedzisan3136 3 года назад +1

    এপ্লাই করার আগে কি জার্মানি ভাষার কোর্স করতে হবে ? নাকি যোগাযোগ করার পর সময় থাকবে করার ? এছাড়া আর কোন ভাষাগত বা অন্য কোন সাইটিফিকেট লাগবে নাকি ?

  • @tawhidulislam2781
    @tawhidulislam2781 3 года назад +25

    আপনার বন্ধু জাফরের ইউনিভার্সিটির নামটা কি দয়াকরে জানাবেন। আগ্রিম ধন্যবাদ।

  • @millathossainahmed6560
    @millathossainahmed6560 2 года назад +1

    আসসালামুয়ালাইকুম,
    ভাই আমার একটা প্রশ্ন: আমার এক মাত্র ছেলে বাংলাদেশ এস এস সি পাশ করে সরকারি কম্পিউটার ইনস্টিটিউট টেলিকমিউনিকেশন টেকনোলজি বিভাগ ডিপ্লোমা করতেছে। চার বছর ৮ সেমিস্টার পাশ করে কি জাপানে স্টুডেন্ট ভিসায় আসতে পারবে কি না? এবং কি কি ডুকুমেন্ট লাগবে। দয়া করে একটু জানাবেন।

  • @hafizfarabi5235
    @hafizfarabi5235 5 лет назад +1

    ভাই ডিপ্লোমা করে কোনো ইউনিভার্সিটি থেকে ১ বছর ব্যাচেলর শেষ করে আবেদন করলেও কি ইউনি এসিস্ট এক্সেপ্ট করবে না? ডিরেক্ট আবেদনের জন্য তো ভালো কোর্স খুজে পাচ্ছি না। তাছাড়া ভালো সিটিতেও যেতে পারছি না প্লিজ ভাই এ সমন্ধে একটা ভিডিও বানান

  • @abdullahalmasud7320
    @abdullahalmasud7320 5 лет назад +2

    ভাইয়া লিভিং কস্ট আদার ওয়াইজ কস্ট নিয়ে একটা ভিডিও তৈরি করলে খুব উপকৃত হতাম।

  • @nazmulshahrearphyal9441
    @nazmulshahrearphyal9441 4 года назад +2

    Diploma + 25% credit complete + IELTS )= kore jodi uniassist er maddome apply kori, tahole ki uniassist Diploma certificate nie kono jamela korbe?? please help....................

  • @md.shahinmia9312
    @md.shahinmia9312 5 лет назад +2

    হেল্প পোষ্ট.
    .
    .✔✔আসসালামু আলাইকুম ভাইয়া.. ভালো আছেন ভাইয়া??.. প্লিজ ভাইয়া সময় হলে উত্তর দিয়েন,,
    (১)আমরা এখনো যারা ডিপ্লোমাতে পড়তেছি তারা তো ইংলিশে কথা ফ্লুয়েন্টলি বলতে পারিনা,তাহলে আমরা কিভাবে ইউনিভার্সিটির অফিসে যোগাযোগ করবো???.
    (২)আমরা যদি কোন বড় ভাইয়ের মাধ্যমে অফিসে কনটাক্ট করায় তাহলে কি কোন প্রবলেম হবে..???

  • @iftiarrahman5120
    @iftiarrahman5120 3 года назад

    আমি একটা সমস্যায় পড়েছি দয়া করে আমাকে সাহায্য করবেন প্লিজ। আমি ডিপ্লোমা শেষ করেছি এই বছর। এখন আমি বাংলাদেশ এর কোন ইউনিভার্সিটি থেকে এক বছর সম্পূর্ন করে আর সাথে IELTS করে জার্মান যেতে চাই পড়াশোনা করার জন্য। এখন আমার
    প্রশ্ন হল যে IELTS টা আমার কখন করা উচিত ? ইউনিভার্সিটির পাশাপাশি IELTS করব? নাকি আগে IELTS টা শেষ করবো তারপর ইউনিভার্সিটি পড়বো? এখন আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারতেছি না যে আমার কি করা উচিত, তাই
    দয়া করে আমাকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করবেন প্লিজ।

  • @soyayebhossain8278
    @soyayebhossain8278 5 лет назад +2

    Love u vaiya😍onek din dhore wait kortecilam ai videor jonno

  • @mnmedia2589
    @mnmedia2589 2 года назад

    ভাই আমি এস,এস,সি শেষ করে ডিপ্লোমা তে ভর্তি হয়ে সেকেন্ড সেমিস্টার চলাকালীন অবস্থায় সেখান থেকে এসে আবার এইচএসসি কমপ্লিট করেছি। এইচএসসি কমপ্লিট করার পর অনার্সএ ভর্তি হয়েছি অনার্সে ভর্তি হওয়ার ১ বছর পর আবার সেটা বাদ দিয়ে পুনরায় ডিপ্লোমাতে ভর্তি হইছে। এখন আমার প্রশ্ন হচ্ছে আমি ডিপ্লোমা কমপ্লিট করার পর আমি বাহিরের কোন কান্ট্রিতে স্কলারশিপ নিয়ে ভর্তি হতে পারবো কিনা?

  • @NazmulHasan-yd7ge
    @NazmulHasan-yd7ge 5 лет назад +13

    I’m studying diploma on electronics engineering. Can you tell me some university who can convince

  • @mdnayeem6469
    @mdnayeem6469 2 года назад

    আমি Bangladesh Technical Education Board থেকে HSC Complete করেছি ( Business Management) এর উপরে।
    আমি এখন বর্তমানে একটা প্রাইভেট ভার্সিটিতে Economics এ পড়ছি।।
    আমি জার্মানিতে ব্যাচেলর করতে চাই।
    এখন আমার প্রশ্ন হলো আমি Technical board (কারিগরি শিক্ষা বোর্ডের) থেকে HSC Complete করেছি এর জন্য কি আমার জার্মানিতে Apply করতে কিংবা embassy তে কোন সমস্যা হবে কি?? প্লিজ জানাবেন

  • @skihehshsg7453
    @skihehshsg7453 4 года назад +1

    অনেকটা অফ টপিক কমেন্ট বাট জানাটা খুবই জরুরী।ডিপ্লোমার কাগজপত্রগুলো কি শিক্ষা মন্ত্রনালয় থেকে সত্যায়িত করা লাগে নাকি সড়ক পরিবহনের ৮ তলা থেকে?
    জানালে উপকৃত হইতাম অনেক

    • @SarkerAkash
      @SarkerAkash  4 года назад

      German embassy or normal notary korlei hobe

  • @ArifulIslam-863
    @ArifulIslam-863 5 месяцев назад +1

    বাংলাদেশ মেডিক্যাল এসিস্ট্যান্ট শেষ করে কি জার্মানিতে কি উচ্চ শিক্ষা নেওয়া যায় ভাই জানাবেন প্লিজ।

  • @hridoyvideos4750
    @hridoyvideos4750 5 лет назад +3

    Love u so much vai ai Vedio tar jonno onk wait korci ❤

  • @toufiqurrahman2269
    @toufiqurrahman2269 5 лет назад +61

    ভাই, আপনি কোন পলিটেকনিক এবং কোন ডিপার্টমেন্ট থেকে পাশ করেছেন? ❤❤

    • @mdtayefchy6659
      @mdtayefchy6659 3 года назад +8

      Bhai ami diploma complete koreci,,,ekon apply ki kore kore???help Koren please....

    • @imsihabuddin
      @imsihabuddin 2 года назад

      ভাইয়া answer den
      কি সাবজেক্টে আপনি ডিপ্লোমা করেছেন ??

    • @mdrajuahamed2574
      @mdrajuahamed2574 2 года назад +1

      Answer plz

    • @NABILARAHMAN-so8cq
      @NABILARAHMAN-so8cq Год назад

      maybe CSE depertment

  • @muhammadali2291
    @muhammadali2291 2 года назад

    আমি বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি পাস করে এখন উম্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে ডিপ্লোমা করছি। আমি কি ১ বছর ডিপ্লোমা করেই জার্মানিতে ব্যাচেলর করতে পারব না ডিপ্লোমা শেষ করে ১ বছর Bsc করতে হবে?

  • @romanticrumon7873
    @romanticrumon7873 5 лет назад +1

    vedio dekher age like dilam...asa kori vlo hobe

  • @TarunKumar-kr8rr
    @TarunKumar-kr8rr 4 года назад +5

    স্যার,, অনেক ভালো লাগলো,, মনোযোগাযোগ দিয়ে পুরো ভিডিও দেখেছি,, খুব সুন্দর উপস্থাপনা, ভিডিও দেখে অনেক কিছু বুঝতে পেরেছি এবং শিকতে পেরেছি,,ধন্যবাদ স্যার, এই রকম ভিডিও আরও পেতে চাই।

  • @tarequlmostafa1233
    @tarequlmostafa1233 3 года назад +1

    আচ্ছা ভাইয়া,ডিপ্লোমা এবং একটা ইউনিভার্সিটি তে ব্যাচেলর ৩সেমিস্টার করা হয়েছে,এখন আমি আবেদন করতে হলে আমার ডিপ্লোমা এবং ব্যাচেলর এর রেজাল্ট কত পয়েন্ট থাকতে হবে মাস্ট? আর আইইএলটিএস কি প্রয়োজন? আইইএলটিএস ছাড়া এগুলো দিয়ে আবেদন করতে পারবো? জানালে খুব উপকৃত হবো ভাই

  • @muhammadpiyas898
    @muhammadpiyas898 5 лет назад +2

    ভাই ইউরোপের মাল্টা থেকে ২ সেমিস্টার দেওয়া পর জার্মানিতে আসতে কি কি প্রয়োজন

  • @Monster-ql3sg
    @Monster-ql3sg 3 года назад

    ভাইয়া আমি বাংলাদেশ ssc শেষ করে ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার এ পড়াশোনা করছি কম্পিউটার সাবজেক্ট নিয়ে।
    আমি চাচ্ছি বাংলাদেশের ডিপ্লোমা শেষ করে কানাডা যাওয়ার জন্য, কিন্তু আমি এ সম্পর্কে জানিনা এবং অনেক স্টুডেন্ট আছে যারা এ সম্পর্কে জানেনা।
    বাংলাদেশের ডিপ্লোমা কমপ্লিট করে কানাডা কিভাবে যাওয়া যায় সে সম্পর্কে যদি কিছু ইনফরমেশন দিতে পারতেন তাহলে অনেক স্টুডেন্টদের উপকার হতো‼️

  • @mix000
    @mix000 5 лет назад +3

    ভাই জার্মানিতে ডাক্তারি পড়া নিয়ে একটা ভিডিও বানান প্লিজ প্লিজ🙏

  • @emonatif9443
    @emonatif9443 5 лет назад +5

    Diploma kore jara aste chay tader onk help hobe

  • @Aii__AbdullahArafat
    @Aii__AbdullahArafat 5 лет назад +2

    viya t-shart ta joss cilo...

  • @naeemhossen4941
    @naeemhossen4941 4 года назад

    হ্যালো আসসালামু আলাইকুম আমি ডিপ্লোমা করেছি গত বছর। আমি এখন বিএসসি করতেছি।ডিপ্লোমা করে বিএসসি সাধারণত তিন বছর হয় আর এই তিন বছরের বিএসসি কি জার্মান ইউনিভার্সিটিতে আবেদন করা যাবে মাষ্টারস এর জন্য।

  • @mdsohelvai2283
    @mdsohelvai2283 2 года назад

    আমি টেক্সটাইল ডিপ্লোমা এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করে,, জব করতেছি এবং ডাইস কেমিক্যাল সম্পর্কে মোটামুটি ভালো জানা আছে,,, কিন্তু আমি দেশে আমাকে ডিভেলপ করতে পারতেছি না,,, আমি দেশের বাহিরে যাইতে চাইতেছি,, আমাকে এখন কি করতে হবে যদি একটু বলতেন,,, অনেক ভালো হতো

  • @peslover809
    @peslover809 5 лет назад +1

    ভাইয়া জিওলজি এন্ড মাইনিং সাবজেক্টের উপর একটা ভিডিও চাই। জার্মানিতে জিওলজির ডিমান্ড কেমন এবং মাষ্টার্সের জন্য জিওলজির রিকোয়ারমেন্ট কেমন?

  • @mokarromhossain4114
    @mokarromhossain4114 4 года назад +1

    আমি আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইন ডিপার্টমেন্ট পড়ি জার্মানিতে এটার মূল্য বা উচ্চ শিক্ষা বা চাকরির বাজার কেমন??

  • @afrozashema3875
    @afrozashema3875 3 года назад

    আমি আর্কিটেকচার থেকে ডিপ্লোমা কমপ্লিট করেছি তো এখন আমার জন্য কোনটা ভাল হবে সরাসরি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার।
    নাই কি নাকি বাংলাদেশে এক বছর ব্যাচেলর প্রোগ্রাম কমপ্লিট করে uni-assist এর মাধ্যমে এপ্লাই করা।

  • @fahimentertainment540
    @fahimentertainment540 4 года назад +1

    ভাইয়া....
    কেউ যদি HSC আর Diploma দুটোই করে থাকে। অর্থাৎ ১৬ বছর স্কুলিং। তাদের জন্য কিভাবে কাউন্ট হবে?

  • @mdmahmudulhasan9987
    @mdmahmudulhasan9987 Год назад

    জাফরকে খুব মিস করি, ওনাকে নিয়ে ভিডিও দিয়েন ভাই। ❣️❣️

  • @nafridmahmud5493
    @nafridmahmud5493 4 года назад +1

    আপনার বন্ধু যে এডমিশন পেয়েছিল .কোন ইউনিভারসিটি বললে ভাল হত...??? একটা বছর বেচে যেত....

  • @amitkabiraj9362
    @amitkabiraj9362 4 года назад

    vai...!! I'm impressed!! sune khub valo laglo...!! jodi kicu mone na koren apnake.. ami add kore nilam...!! fb te!! ☺☺

  • @kironsheikh3901
    @kironsheikh3901 5 лет назад +1

    ভাইয়া,,,
    বায়োলজি রিলেটেড সাব্জেক্ট এর উপরে মাস্টার্স এবং এটার জব পারপাস কেমনহবে এর উপরে একটা ভিডিও করলে খুবই উপকৃত হতাম।
    আল্লাহ আপনাকে সুস্থ রাখুন,,,

  • @atikuzzamanasad1785
    @atikuzzamanasad1785 2 года назад

    আসসালামু আলাইকুম,
    ভার্সিটি এডমিশন দিয়ে আমার কোথাও চান্স হয়নি। এখন জার্মানিতে পড়তে যাব বলে ঠিক করেছি। জার্মানিতে যাওয়ার আগে যে দেশে এক বছর শেষ করে যেতে হয় সেটা কি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে শুধু নাকি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ১বছর পড়েও যাওয়া যায়??? একটু পরামর্শ চাচ্ছি।

  • @yashirarafatemon4469
    @yashirarafatemon4469 3 года назад

    Admission nawar por study complete korar por jafor vai ar ki holo??? Please answer diben

  • @MdAseiq
    @MdAseiq 2 года назад

    ভাই আমি ৪ বছরের মেডিকেল অ‍্যাসিস্টেন্ট এ ডিপ্লোমা করছি এখন ১ বছর হলো একটা ইউনিভার্সিটি তে ব‍্যাচেলর করতেছি এখন আমি কি মেডিকেল এ কোন বিষয়ে ব‍্যাচেলর করতে পারব????

  • @millathossainahmed6560
    @millathossainahmed6560 2 года назад

    আসসালামুয়ালাইকুম,
    ভাই আমার একটা প্রশ্ন, আপনার কাছে। আশা করি দয়া করে উত্তর দিবেন।
    আমার ছেলে এস এস সি পাশ করে কম্পিউটার ইনস্টিটিউট চার বছর মেয়াদি ( টেলিকমিউনিকেশন টেকনোলজি) বিভাগ ডিপ্লোমা শেষ করে কি জাপানে স্টুডেন্ট ভিসা যেতে পারবে কি না? এবং স্টুডেন্ট ভিসায় জাপানে যাওয়ার processing একটু জানাবেন।
    ধন্যবাদ

  • @storyvibes699
    @storyvibes699 Год назад

    Vi 2023 year akhon ki rules korse agulu niya aktah video banaley khuboi valo hoito..

  • @arfansadik6165
    @arfansadik6165 5 лет назад +1

    KON ta niha porla easy hoba accounting naki bussinessmangment at nihya kindly plz ak ta video bana

  • @MBUniqueTech
    @MBUniqueTech Год назад

    কিছু দিন হলো ডিপ্লোমা ইন্জিনিয়ারিং করেছি এখন আমি কি সরাসরি ভার্সিটিতে এপ্লাই করে অফার লেটার পাবো বলবেন প্লিজ।
    এই ভিডিও ৩ বছর আগের আমি প্রিপারেশন নিতে চাই বাট যদি অফার লেটার না পাই

  • @MOHAMMEDHABIB-cj9um
    @MOHAMMEDHABIB-cj9um 2 месяца назад

    ভাই ইউনিভার্সিটি গুলো কিভাবে খুঁজবো,,, এবিষয়ে কিছু বলতেন যদি

  • @alaminahmed6844
    @alaminahmed6844 3 года назад

    আমি এখন টেকনিক্যাল এ পড়তেছি আমি কী ৪ বছর কোর্স শেষ হওয়ার আগে বিদেশ আসতে চাই student visa এখন কী আসতে পারব

  • @kaushikahamedshanto592
    @kaushikahamedshanto592 5 лет назад +7

    After Batchelor degree, with second class result, is possible to do MBA in germany?

  • @asfakhossainzisun6111
    @asfakhossainzisun6111 5 лет назад +4

    Bai Germany ta Economics subject ar job sactor kmn asa aita Nia akti full video banan plizz 🙏 ?

  • @MDSharifulIslam-pg7fp
    @MDSharifulIslam-pg7fp 3 года назад +1

    ভাই Diploma করার পর জার্মানিতে B.sc করতে এসে আমরা কি B.sc চলাকালীন পার্ট টাইম জব করতে পারবো..? নাকি বাড়ি থেকে টাকা এনে পড়াশোনার খরচ বহন করতে হবে.?

  • @md.nayemuddin1934
    @md.nayemuddin1934 3 года назад +1

    Bsc ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে, দেশের বাইরে স্কলারশিপ নিয়ে MBA করার প্রসেসটা একটু বলবেন।

  • @RabiulBhuiyanMadhumati--
    @RabiulBhuiyanMadhumati-- 5 лет назад

    একটা বিষয় স্কিপ করেছেন, ভাইয়া। ১ বছরে কত ক্রেডিট সম্পন্ন করতে হবে? ১ বছর পূর্বে একটা ভার্সিটিতে ভর্তি হই ৩৬.৭৫ ক্রেডিট সম্পন্ন করলাম। আমার জানামতে মোট ক্রেডিট ছিল ১৪৭ বাট আজকে ভার্সিটির ওয়েবে ১৬০ ক্রেডিট। মানে ৪০ ক্রেডিট সম্পন্ত করতে হবে বাট ভার্সিটি নরমাল কারিকুলামে ৩৬.৭৫ করলাম, টেনশনে পরে গেলাম ব্রো। এখন কি করব?
    আরো একটা প্রশ্ন হচ্ছে, ডিপ্লোমার পর ১ বছর স্টাডি করার পরও VPD ইউনিএসিস্টের মাধ্যমেই করতে হয় সেক্ষেত্রে কি করব?

  • @emonhossain4353
    @emonhossain4353 3 года назад

    ধন্যবাদ,, এত সুন্দর একটা ভিডিও দেয়ার জন্য

  • @imamvlog3168
    @imamvlog3168 4 года назад

    Tnx a lot amio iktu chintay silam....

  • @mdmohinuddin6718
    @mdmohinuddin6718 3 года назад

    আসসালামু আলাইকুম ভাইয়া
    আমি ২০১৬ তে ডিপ্লোমা শেষ করেছি,
    এখন ২০২১ চলে, আমি এখনো ব্যাচেলরের জন্য কোথাও এডমিশন নেই নি।
    আমি কি চাইলে ২০২২/২৩ এ এডমিশন নিতে পারবো।
    এতো বছরের গ্যাপ কি কোন সমস্যা করবে?

  • @nasimaakter1219
    @nasimaakter1219 2 года назад

    অনেক কিছু জানতে পারলাম আপনার এই ভিডিও থেকে,,অনেক ধন্যবাদ আপনাকে। আমি 21 batch e HSC exam দিয়েছি আমি জার্মানিতে পড়াশোনা করতে চাই। কিন্তু বুঝছিনা জার্মানিতে অনার্স করলে ভালো নাকি ডিপ্লোমা করলে। pls এই নিয়ে একটা ভিডিও বানান

  • @allschoolfriend7907
    @allschoolfriend7907 3 месяца назад

    আমি এখন মেরিন এ ডিপ্লোমা করছি শিপ বিল্ডিং এ আমি কি মেকারানিক্যাল বা মেরিন ইঞ্জিনিয়ারিং পড়তে পারবো ?

  • @joysarker5037
    @joysarker5037 4 года назад +2

    ভাই ডিপ্লোমা মেডিকেলের পর জার্মানিতে পড়াশুনা করার নিয়ম নিয়ে ভিডিও তৈরি করুন,,, প্লিজ

    • @abdulla6612
      @abdulla6612 3 года назад

      আমারও দরকার

  • @sheikhshifat5029
    @sheikhshifat5029 5 лет назад +3

    জাফর ভাই জার্মান ভাষায় পড়া শুনা করছে ওয়েল ডাউ নামে একটা ভার্সিটি জাফর ভাই ঢাকা পলিটেকনিক এ পড়ছে সে একটা মজার লোক

  • @mehadihasansakib1120
    @mehadihasansakib1120 3 года назад

    Vaii ete ki ILTES kora thakte hobe.....????????? Plz janaben

  • @iamariyannazmul
    @iamariyannazmul 5 лет назад +1

    Be Continue With this Topics

  • @core_Info
    @core_Info 5 лет назад +1

    ডিপ্লোমা হোল্ডার দের বিদেশ যাওয়ার ক্ষেত্রে transcript attestation টা কিভাবে করতে হবে একটু বিস্তারিত বলবেন? কারন ডিপ্লোমাদের তো মোট ৮ টা transcript থাকে।

    • @SarkerAkash
      @SarkerAkash  5 лет назад

      German embassy theke free te shob gulo transcripts attested korben. Video ta Facebook ee share korben please.

  • @rmrmsm5488
    @rmrmsm5488 2 года назад +1

    ভাই আপনি অটোমোবাইল শিক্ষা নিয়ে ভিডিও করবেন

  • @gametube0483
    @gametube0483 3 года назад

    ডিপলোমার পাশাপাশি যদি উন্মুক্ততে ইন্টার কমপ্লিট করি তাহলে কি সেটা ১৩ বছরের স্কুলিং বলে বিবেচিত হবে?

  • @sparkseosolution
    @sparkseosolution 5 лет назад +6

    Thank you vaia. Diploma then Bsc holder der Master's program in germany details video dean please

  • @explorewithniso4214
    @explorewithniso4214 4 года назад +1

    Diploma in agriculture complete kore Bsc or Bsc.ag kora jay ki na ?? Janaben plz.

  • @spreadhumanity6852
    @spreadhumanity6852 5 лет назад +1

    খুব ভালো লেগেছে অাপনার কথাগুলো
    অনেক উপকৃত হবো অাশা করছি।
    অামিও ডিপ্লোমা শেষ করেছি
    ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে
    অামার প্রশ্ন হলো,জার্মানিতে কি
    ইইই তে ব্যাচেলর করা যাবে ?
    অথবা অন্য কোন ডিপার্টমেন্ট ভালো হতে পারে অামার জন্য ?
    অাশা করি উত্তরটা দিবেন !

    • @SarkerAkash
      @SarkerAkash  5 лет назад

      Kora jabe

    • @spreadhumanity6852
      @spreadhumanity6852 5 лет назад

      সরাসরি ডিপ্লোমা লেভেল থেকে স্টুডেন্ট ভিসা পাওয়া যাবে অাপনি বলেছেন
      কিন্তু ভাইয়া কোন কোন ইউনিভার্সিটি ড্যাড অর ইউনি অ্যাসিস্ট ব্যাতীত সরাসরি এডমিশন অ্যাপ্লিকেশন একসেপ্ট করে এটা খুজে বের করাতো বেশ ডিফিকাল্ট, এক্ষেত্রে কি করা যেতে পারে ? অাপনার যে ফ্রেন্ডের কথা বলেছেন ভিডিওতে ওনার সাথে কি এই বিষয়ে কোনভাবে ডিসকাস করা সম্ভব বা অাপনিও তো জানেন নিশ্চয়।
      একটু ডিটেইলস বললে উপকৃত হব ভাইয়া। কয়েকটা ইউনিভার্সিটির নাম বললেই ইনফরমেশন কালেক্ট করতে একটু সহজ হতো অার কি !

    • @GrebeMdMinhazUddin
      @GrebeMdMinhazUddin 5 лет назад

      Submit application system ta dekhen bro...

  • @affanrimon3520
    @affanrimon3520 5 лет назад +1

    Direct university admission
    Vaia Hamburg university of applied science a আমি আমার কোর্স পেয়েছি। আমার ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যাল। আমিও ডিপ্লোমা কমপ্লিট করেছি। international office এ কিভাবে কি বিস্তারিত ডকুমেন্ট পাঠাবো ডিটেইলস টা বললে উপকৃত হতাম। আর আপনার আসা স্টেপ বাই স্টেপ টাও আপনার ভিডিওর মাধ্যমে জানতে চাই। অনুরোধ রইল এই বিষয়টা নিয়ে ভিডিও করার। এতে আমরা friend circle খুবই উপকৃত হতো

  • @Sheikh_Sakibul_Islam
    @Sheikh_Sakibul_Islam 5 лет назад +1

    Vai civil engineering a bachelors er kono uni khuje passi na ! Vai koyekta valo uni suggest koren ! Ami apnar regular viewer ! 💖

  • @dreamtextile2982
    @dreamtextile2982 3 года назад

    আসসালমুআলাইকুম ভাই ।
    আশাকরি আপনি ভালো আছেন । কিছুক্ষন আগে আপনার ভিডিও দেখার সুযোগ পেয়েছি এবং তার সাথে কিছু প্রশ্ন করার সুযোগ পেয়েছি।আশাকরি আমি আপনার থেকে ভালো পরামর্শ পাবো।
    আমি ডিপ্লোমা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ছি।আমি দেশের বাহিরে যেতে চাই ।তার জন্য কোন দেশ ভালো হবে ,বা কোন ইউনিভার্সিটি ভালো হবে সেটা আমার জানা নেই ।এই বেপারে যদি বলতেন ,তাহলে অনেক উপকার হয় ।
    অগ্রিম ধন্যবাদ💝

  • @musfiq5780
    @musfiq5780 4 года назад

    vai apna ke onek donnobad for this kind of information thanks a lot.

  • @MdAkram-pm6uw
    @MdAkram-pm6uw 3 года назад

    Onk helpful video Viya🖤🖤

  • @diplomaengineeringbd3738
    @diplomaengineeringbd3738 3 года назад +1

    ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর সকল ডিপার্টমেন্টের সকল পর্বের ক্লাস এই চ্যানেলে আপলোড করা আছে। এখন আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের কোন প্রাইভেট পড়ার দরকার নাই।

  • @AbdulAhad-em9bb
    @AbdulAhad-em9bb 3 года назад

    kon language valo hobe, English /jermani

  • @পিনিকেইঝিনিক

    ভাইয়া আমি ৪বছর মেয়াদি কৃষি ডিপ্লোমায় পরছি,আমি কি এই কৃষি ডিপ্লোমা শেষ করে বিদেশে জেতে পারবো BSC korar jonno?
    Plz janaban 🙏🙏🙏

  • @piyasxgaming3919
    @piyasxgaming3919 3 года назад

    ভাইয়া এখন কি আনাবিন এর সার্ভার আপডেট হইছে? ..... নাকি তারা এখন ও মনে করে ডিপ্লোমা 12 বছর এর স্কুলিং!!!!
    2 years+ হয়ে গেছে এখন কোন আপডেট আছে কি?

  • @setaraakterprity5914
    @setaraakterprity5914 4 года назад +3

    ভাইয়া অনেক অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
    আমি এর আগে অন্য একজনের ভিডিও দেখেছিলাম,উনি বলেছিল ডিপ্লোমা পড়ে নাকি জার্মানিতে কোনো ভার্সিটিতে এডমিশন দেয়না।😟
    কিন্তু আপনার ভিডিওটা দেখে খুবই পজিটিভ ফিল হচ্ছে!!Thank you so much❤️

  • @razzkibria326
    @razzkibria326 3 года назад

    আমি আগামী ১বছরের পরিকল্পনা নিয়ে আগাতে চাচ্ছি। আমি আগামি ২০২২ সালে জার্মানিতে মাস্টার্সের জন্য আবেদন করতে চাচ্ছি। আমার পছন্দের সাব্জেক্ট হবে ইলেক্ট্রিক্যাল রিলেটেড।
    এই বছর আমার লক্ষ্য হচ্ছে ielts এর জন্য নিজেকে প্রস্তুত করা এবং মিনিমাম ৬ উঠানোর।
    আমি ইংলিশে পারদর্শী না থাকার জন্য ৬ এর বেশি আশা করতেছিনা।
    আমি আমার শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করছি। এটি দেখে আমাকে আপনাদের অভিজ্ঞতা থেকে সাজেশন দিলে উপকার হবে।
    1-SSC PASS 2013 RESULT (3:94 out of 05:00 COMMERCE)
    2-DIPLOMA IN ENGINEERING PASS 2018. RESULT(2:73 out of 4:00 ELECTRICAL)
    3-B.sc PASS 2021.RESULT(03:00 out of 04:00 [129 credit] EEE)
    4-IELTS (06:00 GUESS)

  • @md.fahimhossain5507
    @md.fahimhossain5507 5 лет назад

    ভাইয়া, মার্কেটিং এর স্টুডেন্টদের জন্যে জার্মানিতে opportunity কেমন?? আর "রাহুল দা" ভাইয়া তো আমার জানামতে মার্কেটিং এর স্টুডেন্ট ছিলেন। উনি এখন কোন ভার্সিটিতে কোন সাবজেক্ট এর উপর মাস্টার্স করছে??

  • @hakimredoy9804
    @hakimredoy9804 3 года назад +1

    ভাইয়া, আউসবিল্ডুং কোন ভাষায় করতে হয়? ইংরেজি নাকি জার্মান, আইটি সেক্টর এর জন্য।

  • @riadriad6790
    @riadriad6790 5 лет назад

    যদি জার্মানিতে এডমিশন হয়ে যায়। তখন যাওয়ার প্রসেসিং +লেখাপড়া খরচ কেমন হবে????

  • @moriomsultana6827
    @moriomsultana6827 6 месяцев назад

    ভাইয়া ডিপ্লোমা ইন নার্সিং শেষ করে কিভাবে ব্যাচেলরস এর জন্য জার্মানি তে যাওয়া যায়?