এসি ছাড়াও যেভাবে ঘর ঠান্ডা রাখা যেতে পারে

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2024
  • #AC #Cool #withoutACCool
    আপনি যদি চান বড় অংকের টাকা খরচ না করে এসি ছাড়া ঘর ঠান্ডা রাখতে তাহলে এই কন্টেন্টটি আপনার জন্য।
    বিশেষজ্ঞরাও এসি বসানোর চাইতে এই টিপসগুলো মেনে চলতে বলেছেন। যেগুলো কার্যকর একইসাথে পরিবেশ বান্ধব।
    এমন ১৫টি টিপসের কথা এখানে জানানো হচ্ছে। এখানকার তথ্যগুলো সিবিএস, ন্যাশনাল জিওগ্রাফি, গ্রিন হোম, বিবিসিসহ বিভিন্ন সূত্র থেকে নেয়া হয়েছে।
    *******************************************
    বিবিসি নিউজ বাংলার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম।
    এখানে আপনি দেখতে পাবেন দেশ ও দেশের বাইরের সমসাময়িক গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে বস্তুনিষ্ঠ ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন, বিবিসি নিউজ বাংলার টিভি অনুষ্ঠান প্রবাহ এবং বাংলাদেশ ট্রেন্ডিং-এর সকল কন্টেন্ট। নিয়মিত ভিডিও আপডেট পেতে এবং অনুষ্ঠান দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না!
    আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:
    ওয়েবসাইট: bbcbangla.com
    ফেসবুক: / bbcbengaliservice
    টুইটার: / bbcbangla
    #BBCBangla #BBCBanglaNews #বিবিসি #বিবিসিবাংলা #BBCNews

Комментарии • 134

  • @raghupatibiswas9067
    @raghupatibiswas9067 2 месяца назад +2

    সঠিক তথ্য পরিবেশন করেছেন,ভালো লাগলো।

  • @obaidulhaqe6230
    @obaidulhaqe6230 3 месяца назад +2

    মাসাআল্লাহ সুন্দর কথা গুলো বলেছেন

  • @hamidulislam5883
    @hamidulislam5883 3 месяца назад +6

    আপনি মহা জানতা, উনি যে সব গাছের কথা বললেন তা প্রকৃতিক ভাবে পরিবেশ শীতল করে না বরং নীম গাছ পারে আমার বোধগম্য নয়, আপনি নীম গাছের কথা বললেন না অথচ একটা পরিপক্ক নীম গাছ কয়েকটন Air con এর সম পরিমান ঠান্ডা ছড়ায়

  • @zahirstutorial9366
    @zahirstutorial9366 3 месяца назад +11

    ওড়না ছাড়া পোশাক পরা কি আধুনিক ফ্যাশন?

    • @ShithiSaha-m2j
      @ShithiSaha-m2j 3 месяца назад +3

      চোখের পর্দা করেন। দেখা লাগবে না আপনার

    • @somnathchowdhury5
      @somnathchowdhury5 3 месяца назад +2

      বাজারে টিনের চশমা পাওয়া যাই
      পড়তে পারেন

    • @ah.gr5
      @ah.gr5 3 месяца назад +1

      আগে দৃষ্টিভঙ্গি ঠিক কর

    • @prithviraj4203
      @prithviraj4203 3 месяца назад +1

      নিজের সংযম কি ছুটিতে গেছে?

    • @nahidulislamvlog3329
      @nahidulislamvlog3329 3 месяца назад +1

      এটা নতুন কিছু কি বুঝলেন তারপর এখন তো অনেক গরম 😢

  • @AbdurRazzak-nb9hk
    @AbdurRazzak-nb9hk 3 месяца назад +2

    ভালো পরামর্শ

  • @Ruhulamin-ql2wo
    @Ruhulamin-ql2wo 3 месяца назад +44

    আসুন সবাই গাছ লাগাই এতে আপনি না ঠান্ডা থাকবে পুরো পৃথিবী ❤❤

  • @bdstv9982
    @bdstv9982 3 месяца назад +1

    ভায়াগ্রার ব্যবহার নিয়ে আলোচনা করলে ভাল হত

  • @livinglifewithsahriar812
    @livinglifewithsahriar812 3 месяца назад +2

    বিবিসি বাংলা ❤️

  • @TorikulIslam-ru2cu
    @TorikulIslam-ru2cu 3 месяца назад +3

    যারা এই সমস্ত টিপস দিয়েছেন খোঁজ নিয়ে দেখুন তারাও এই টিপসগুলো এসির ভিতরে বসে দিয়েছে তাহলে আর লাভ কি হলো।

  • @xmurshedz
    @xmurshedz 3 месяца назад +1

    আপনাদের দেয়া রেসিপিগুলোর বেশিভাগ শুকনো-তাপীয় (ড্রাই-হিট) দেশের জন্য প্রযোজ্য। আমাদের দেশে আদ্র-তাপীয় (হিউমিড-হিট) দেশ। এদেশে গ্রীষ্ম ও বর্ষাকালে বাতাসে প্রচুর আদ্রতা (পানি) এমনিতেই থাকে যা গরমের অস্বস্তি আরো বাড়িয়ে দেয়। তাই পানি ছড়িয়ে (পর্দা ভিজিয়ে, বরফে ফ্যান চালিয়ে ইত্যাদি) ঠান্ডা করার চেষ্টা বৃথা। দিনের বেলা জানালা বন্ধ করে রাখলে শরীর থেকে বেরিয়ে যাওয়া বাষ্প (ঘাম) ঘরে আবদ্ধ হয়ে গুমোট পরিবেশ তৈরি করে। তাই কোন যায়গা থেকে কপি করে নয় বাস্তবতার নিরিখে রিপোর্ট তৈরি করুন।

  • @onujsulaiman9934
    @onujsulaiman9934 3 месяца назад +3

    যেসব পরামর্শ দিয়েছেন তাতে গৃহকর্মীর অবস্থা কি হবে ভেবে দেখেছেন?

  • @Asaduzzaman-f4g
    @Asaduzzaman-f4g 3 месяца назад +2

    Agula die Kono kaj Hobe na. APNI ei Gula bahirer desher suggestion onujai copy korchen. 38-40 degree te eigula kaj korbe na

  • @ProdipPahan-ut1pe
    @ProdipPahan-ut1pe 3 месяца назад +2

    পরামর্শ গুলো খুব ভালো লাগলো

    • @Against_the_Current
      @Against_the_Current 3 месяца назад

      ওড়না ছড়া তার দেহও ভাল লেগেছে তাই না?!

  • @mdshahinahmed8638
    @mdshahinahmed8638 3 месяца назад +1

    গাছ লাগায় পরিবেশ রক্ষা করি।

  • @mukulahmed5829
    @mukulahmed5829 2 месяца назад

    📢

  • @MohamadImranKhan-kt6ti
    @MohamadImranKhan-kt6ti 3 месяца назад

    Ahmee bolee

  • @logbook7175
    @logbook7175 3 месяца назад

    ধন্যবাদ ❤

  • @kazmjohirjalfukazi429
    @kazmjohirjalfukazi429 2 месяца назад

    প্রবাসীদের জন্য একটা ব্যবসা আইডিয়া দেন

  • @ShawkatDhaka
    @ShawkatDhaka 3 месяца назад

    শীতল বাতাস কোথায় পাইলেন ?

  • @mehedihasan-nt1ki
    @mehedihasan-nt1ki 3 месяца назад

    Haire posakh.....

  • @MdSaddamHossain-xo5hg
    @MdSaddamHossain-xo5hg 3 месяца назад

    Faner bapar ta ki?

  • @Mohammad.Ramzan.1992
    @Mohammad.Ramzan.1992 3 месяца назад

    حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَزِيدَ الْوَاسِطِيُّ، عَنِ الْمُسْتَلِمِ بْنِ سَعِيدٍ، عَنْ رُمَيْحٍ الْجُذَامِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ إِذَا اتُّخِذَ الْفَىْءُ دُوَلاً وَالأَمَانَةُ مَغْنَمًا وَالزَّكَاةُ مَغْرَمًا وَتُعُلِّمَ لِغَيْرِ الدِّينِ وَأَطَاعَ الرَّجُلُ امْرَأَتَهُ وَعَقَّ أُمَّهُ وَأَدْنَى صَدِيقَهُ وَأَقْصَى أَبَاهُ وَظَهَرَتِ الأَصْوَاتُ فِي الْمَسَاجِدِ وَسَادَ الْقَبِيلَةَ فَاسِقُهُمْ وَكَانَ زَعِيمُ الْقَوْمِ أَرْذَلَهُمْ وَأُكْرِمَ الرَّجُلُ مَخَافَةَ شَرِّهِ وَظَهَرَتِ الْقَيْنَاتُ وَالْمَعَازِفُ وَشُرِبَتِ الْخُمُورُ وَلَعَنَ آخِرُ هَذِهِ الأُمَّةِ أَوَّلَهَا فَلْيَرْتَقِبُوا عِنْدَ ذَلِكَ رِيحًا حَمْرَاءَ وَزَلْزَلَةً وَخَسْفًا وَمَسْخًا وَقَذْفًا وَآيَاتٍ تَتَابَعُ كَنِظَامٍ بَالٍ قُطِعَ سِلْكُهُ فَتَتَابَعَ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ ‏.‏ وَهَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ
    তিরমিজী হাদিস নম্বরঃ ২২১১
    ২২১৪.
    আলী ইবন হুজর (রহঃ) .....
    আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,
    তিনি বলেন,
    রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
    গনীমত সম্পদ যখন ব্যক্তিগত সম্পদ বলে গণ্য করা হবে,
    যাকাত হবে জরিমানা বলে,
    দ্বীনী উদ্দেশ্য ছাড়া ইলম অর্জন করা হবে,
    পুরুষরা স্ত্রীদের আনুগত্য করবে,
    এবং মা’দের অবাধ্য হবে,
    বন্ধূদের নিকট করবে আর পিতাকে করবে দূর,
    মসজিদে শোরগোল করবে,
    পাপাচারীরা গোত্রের নেতা হয়ে বসবে,
    নিকৃষ্ট লোকেরা সমাজ নেতা হবে,
    অনিষ্টের আশংকায় একজনকে সম্মান করা হবে,
    গায়িকা ও বাদ্যযন্ত্রের বিস্তার ঘটবে,
    মদ্যপান দেখা দিবে,
    উম্মতের শেষ যুগের লোকেরা
    প্রথম যুগের লোকদেরকে অভিসম্পাত করবে
    তখন তোমরা অপেক্ষা করবে
    অগ্নিবায়ু, ভূমিকম্প, চেহারা বিকৃতি,
    পাথর বর্ষণের আযাবের এবং
    আরো আলামতের যা পরপর নিপতিত হতে থাকবে,
    যেমন একটি পুরান হারের সূতা ছিড়ে গেলে
    একটার পর একটা দানা পড়তে থাকে।
    .....মিশকাত ৫৪৫০,
    তিরমিজী হাদিস নম্বরঃ ২২১১
    [আল মাদানী প্রকাশনী]
    طَلَبُ ا لۡعِلۡمِفَرِيۡضَةࣨعَلٰيكُلِِّمُسۡلِمٍ
    [উচ্চারণ] তলাবুল্ল এল্মীফারিদতুন্ন
    আল্লা কুল্লি মুসল্লি মিন্ন
    [অর্থ] ইসলামিক ধর্মীয় শিক্ষা অর্জন
    করা প্রতিটি মুসলিম
    ছেলে এবং মেয়ের জন্য শতভাগ ফরয

  • @Sarder1020
    @Sarder1020 3 месяца назад

    ফ্যানের সামনে বড়ফ রাখা
    এটা সবচেয়ে বেশি কায্যকর

  • @sahabu2
    @sahabu2 3 месяца назад

    আপনাদের দেয়া টিপসের চেয়ে এসির খরচ অনেক কম😂😂😂

  • @mohamedmashud30
    @mohamedmashud30 3 месяца назад

    ঘরে জানালা না থাকলে

  • @muhammadsharifhossain3735
    @muhammadsharifhossain3735 3 месяца назад

    Window film, Insulation, Double layered glass in window, Painting window glasses with white color, Wooden floor tiles - there is a limit of bullshitting. Our construction types, local climate, exterior & interior types, lifestyle, income level and overall living standard do not support any of your suggestions. Translating google contents in Bangla is all you did. A little more effort would have saved you from this embarrassment 🤦🙆‍♀

  • @Ge_jo_
    @Ge_jo_ 3 месяца назад

    ফালতু কথা

  • @mdmizanhossainmdmizanhossa297
    @mdmizanhossainmdmizanhossa297 3 месяца назад

    আমি প্রাই সময় দেখি আপনি খবর উপস্থাপন করার সময় আপনি, আপনার দুধ দেখাতে অনেক স্বাছন্দ বোধ করেন। ঘরে দুধ দেখার মানুষ নাই মনে হয়।
    কথা টা এর চেয়ে শালীন ভাষায় বলতে পারলাম না( সরি)

  • @raselkhandoker8283
    @raselkhandoker8283 3 месяца назад +1

    এই মহিলার কি ওরনা নাই? নাকি নিজের বক্ষ দেখিয়ে ভিউ বাড়াতে চায়?

    • @batuk1992
      @batuk1992 3 месяца назад +1

      বয়স তো পর্যচুর হলো আপনার। এসব দিকে নজর না দিলেই ভালো। নিজেই চোখ আর মানসিকতা পাল্টান। বুঁকের দিকে তাকানো বাদ দিন। বিকৃতি মানসিকতা

  • @amanullah4444
    @amanullah4444 3 месяца назад +1

    তোমরা মেয়েরা এমন কেন ? শরীর দেখাতেই হবে .... কিন্ত কেন ? ঢেকেও কি কাজ করা যায় না।

    • @bpyoutube1997
      @bpyoutube1997 3 месяца назад +1

      এ ভাই তোমার মুখটা দেখা যাচ্ছে কেনো??? মুখ ঢাকা রাখতে পারো না????😂😂😂

    • @batuk1992
      @batuk1992 3 месяца назад

      নিজের মানসিৎকতা পাল্টান।, টিপিকাল মুল্লা

  • @Learner24hours
    @Learner24hours 3 месяца назад +1

    আপনি নিজেই তো গরমে নিজের উরনা ফেলে দিয়েছেন😂।নিজেকে কিভাবে ঠান্ডা রাখা যায় সেই কাজ করেন।

  • @ismailkhan5264
    @ismailkhan5264 3 месяца назад

    এটি বড় লোকের জন্য
    যার ঘর নেই সে কি করবে?

  • @bigzeroo3041
    @bigzeroo3041 3 месяца назад

    গাছ লাগাই আর আওয়ামী লীগের সাংবাদিক রা এসে বলবে খাস জায়গায় গাছের প্র নিবেদন করব।

  • @bapon7741
    @bapon7741 3 месяца назад

    গাছ লাগালে কিছু হবে না, শুধু নিরামিষ খেতে হবে 😊

  • @MDsaidulIslam-b5v
    @MDsaidulIslam-b5v 3 месяца назад

    অর্ধ নগ্ন পোশাক, না পরা কনটেন্ট দেখতে চাই

  • @quranfakeaasmanikitabhai4096
    @quranfakeaasmanikitabhai4096 3 месяца назад +6

    ১৪০০ বছর আগে, যখন পৃথিবীতে শীতে ও কুয়াশায় ঢেকে যেতো তখন আল্লাহ আয়েশাকে নিয়ে বিছানায় ব্যাস্ত থাকতো কারণ আয়েশা তাকে ওঠতে দিতেন না

    • @mijanurrahman3062
      @mijanurrahman3062 3 месяца назад

      কি ছাতার মাথা বললি একটু বুঝিয়ে বল তো ভাই

    • @TanveerAhmed-dk3rp
      @TanveerAhmed-dk3rp 3 месяца назад

      নিশ্চয়ই বালকাতার কোন এক scam সেন্টার থেকে বলতেছিস তুই
      কান keer পু la

    • @anirbanray1898
      @anirbanray1898 3 месяца назад +2

      😂

    • @1s2_2p6
      @1s2_2p6 3 месяца назад

      একটু ব্যাখ্যা করে বলেন

    • @moshiurrahman1515
      @moshiurrahman1515 3 месяца назад +3

      Or ma ke nie sue silo, seta bolte parsena

  • @boysofthebangla9551
    @boysofthebangla9551 3 месяца назад +2

    এসিতে বসে এসি ছাড়া ঘর ঠান্ডা করার উপায় শেখাচ্ছে ,,,,,,,,,,,,,,, ?
    হিপোক্রেট

  • @SpiritualStudyCenter
    @SpiritualStudyCenter 3 месяца назад +2

    খুব সুন্দর প্রতিবেদন। অনেকসময় কিছু জানা কথাও কেউ বলে দিলে ভালো লাগে। আবার আপনাদের কাছ থেকে যেমন বেশকিছু নতুন তথ্য পেলাম। সমস্যাটা কোথায় জানেন(?)-আমরা নিজেদের আধুনিক বলছি ঠিকই, কিন্তু আধুনিক হওয়ার জন্য যে সাশ্রয়ী জিনিসগুলো দরকার-সেগুলো হাতের কাছে পাই না। আদ্রতা শোষণের জন্য কোনো যন্ত্র হয়-এই প্রথমবার জানতে পারলাম। কিন্তু অনলাইন শপিং ছাড়াও কাছাকাছির দোকানগুলোতে এগুলো পাওয়া জরুরি। আপনাদের কিছু suggession যদিও সর্বক্ষেত্রে প্রযোজ্য নয়,যেমন: ছাদে গাছ সেই বাড়িতেই প্রযোজ্য যে বাড়ি নিজের। ফ্ল্যাটবাড়ির ছাদে বাগান করলে অন্যান্যদের অসুবিধা হয়। কিন্তু: আপনাদের পরামর্শগুলো খুবই পরিবেশবান্ধব এবং মানবসেবার পক্ষে উপযোগী।। ধন্যবাদ/Thanks.

  • @mdreazhosen5
    @mdreazhosen5 3 месяца назад +11

    আমি এই বিষয়ে বেশ কিছু নিবন্ধ পড়েছি, ভিডিও দেখেছি বাংলা ও ইংরেজি দু'ভাষাতেই। তবে এই ভিডিওটা সবচেয়ে বিস্তারিত এবং তথ্যবহুল।

  • @RahulDas-mi4xw
    @RahulDas-mi4xw 3 месяца назад +2

    Prakritik ruber niye ekti video den

  • @gcbltd.3090
    @gcbltd.3090 3 месяца назад +1

    তাহলে সব শেষে কি দাড়ালো? সব কাজ বাদ দিয়ে শুধু ঘর ঠান্ডা রাখার উপায়গুলো চর্চা করলে ঘর এসির মতো না হলেও মোটামুটি আগের চেয়ে কিছুটা ঠান্ডা হবে।

  • @mz19747
    @mz19747 3 месяца назад +2

    In Bangladesh most of the buildings and structures are made of bricks that absorb heat at daytime and release heat at night.

  • @sayfulhowlader410
    @sayfulhowlader410 3 месяца назад +3

    আপু কিছুদিন আগে পটুয়াখালী জেলায় 3 Wheeler এ ওড়না পেচিয়ে একটি কলেজ ছাত্রী মারা গেছে। এ বিষয়ে সচেতনতা বাড়ানো জন্য একটা episode প্রচার করেন।।।।।

    • @kukijaan9346
      @kukijaan9346 3 месяца назад +2

      আপনার আপু তো ওড়নাই পরেনা।তাকে এসব বলে লাভ নেই।

    • @alaminozed9824
      @alaminozed9824 3 месяца назад

      এই জন্য আপু ওড়না ছাড়াই সামনে এসেছে

  • @HappyGoldenRetriever-qc5mp
    @HappyGoldenRetriever-qc5mp 2 месяца назад

    এরচেয়ে বেশি
    দরকারি কিছু
    বলেন

  • @SamsungM02-ue5nt
    @SamsungM02-ue5nt 3 месяца назад +1

    অনেক ধন্যবাদ BBC চেনেলকে সুন্দর ভিডিও দেওয়ার জন্য 😊😊😊

  • @naeemkhan-rk2mv
    @naeemkhan-rk2mv 3 месяца назад +1

    ধন্যবাদ বিবিসি নিউজ কে

  • @mohinbd06
    @mohinbd06 3 месяца назад +1

    সম্ভব হলে জানালাগুলো ধুয়ে নিবেন 😀

  • @freehandbyharsashaik
    @freehandbyharsashaik 3 месяца назад +2

    It’s Very good

  • @habibullahbadol9154
    @habibullahbadol9154 2 месяца назад

    বেডিমানুষ😅

  • @AutomaticallyAcceptableWay
    @AutomaticallyAcceptableWay 3 месяца назад +1

    চিন্হিত চিন্তিত সমস্যার সমাধান শ্রীমঙ্গল।

  • @razaulkorim8279
    @razaulkorim8279 2 месяца назад

    Sila kola

  • @muksudpurnewtv
    @muksudpurnewtv 3 месяца назад +3

    উড়না প‌রে উপস্থাপন কর‌লে সু‌ন্দোর হতো।

    • @Against_the_Current
      @Against_the_Current 3 месяца назад

      পতিতা মাগীরা দেহ প্রদর্শন করবে এটাই স্বভাবিক। আপনি আপনার নজর হেফাজত করুন।

    • @parijatgoswami9134
      @parijatgoswami9134 2 месяца назад

      You are Narrow Minded.

  • @shuvomatabber2483
    @shuvomatabber2483 3 месяца назад +2

    Thanks bbc News

  • @32ndtariq
    @32ndtariq 3 месяца назад +1

    ceiling fan clockwise !! ?? 😂😂

  • @Languageworldrana
    @Languageworldrana 3 месяца назад

    পানির pojapto porimaner kaj korta para

  • @MASalam-ev2ol
    @MASalam-ev2ol 3 месяца назад

    আপনারা এগুলি বাজে কমেন্ট কেন হাইলাইট করেন

  • @TonniAkter-j4w
    @TonniAkter-j4w 2 месяца назад

    ছাদে পানি

  • @mohammedsuaibali5122
    @mohammedsuaibali5122 3 месяца назад

    মশা??????

  • @shangkhachil7365
    @shangkhachil7365 3 месяца назад +4

    এভাবে ওরনা ছাড়া এশে কি প্রদর্শন করতে চাচ্ছেন!!! যদি দেখাবেনই তাহলে ভালো করেই দেখান!!!! সমাজ তো আপনাদের সাথেই নস্ট হয়।।।।

  • @taslimuddin6276
    @taslimuddin6276 3 месяца назад

    খুব গুরুত্বপূর্ণ

  • @bobgame763
    @bobgame763 3 месяца назад

    None of these are useful under 43 deg C.

  • @familylove2612
    @familylove2612 3 месяца назад

    হুম, আমিও এসি কিনলাম আর আপনারাও উপায় নিয়ে আসলেন

    • @tanjimhossain5676
      @tanjimhossain5676 3 месяца назад +1

      যে উপায় বলছে তাতে এসি কিনায় ভালো

  • @seyfulnayan
    @seyfulnayan 3 месяца назад

    আরে ভাই সারা বাড়িতে এইসকল কাজ কোরতে গেলে তো কমপক্ষে ৪ জন কাজের লোক লাগবে,আর জনপ্রতি বেতন কমপক্ষে ৫০০০৳ তাতে সবমিলিয়ে মাসে ২০০০০৳ খরচ,আর কাউ মাউ ফাও।আর ৫০০০৳ কারেন্ট বিল দিলেই তো সকল সমস্যার সমাধান, + ঠাণ্ডাও বেশি। কি বলেন আপা?

    • @rakib9420
      @rakib9420 3 месяца назад

      Sob kaj e kajer lok lagbe? Ato olosh hole cholbe...

    • @jannatshabnam6108
      @jannatshabnam6108 3 месяца назад

      😂😂😂😂😂​@@rakib9420

  • @mdjahedhassan3187
    @mdjahedhassan3187 3 месяца назад

    Tq❤

  • @electrician8879
    @electrician8879 3 месяца назад +1

    গুরুত্বপূর্ণ ও সুন্দর পরামর্শ দিয়েছেন

  • @abdulquium8127
    @abdulquium8127 3 месяца назад

    ধন্যবাদ বইন!

    • @Against_the_Current
      @Against_the_Current 3 месяца назад

      বইন না এটা একটা পতিতা।

  • @raselkhandoker8283
    @raselkhandoker8283 3 месяца назад +1

    এই মহিলার কি ওরনা নাই? নাকি নিজের বক্ষ দেখিয়ে ভিউ বাড়াতে চায়?

  • @saeedkhan4669
    @saeedkhan4669 3 месяца назад +1

    Not bad and Thanks 🇸🇦🇧🇩🤲

  • @emon9208
    @emon9208 3 месяца назад

    যে বিশেষজ্ঞ এই পরামর্শ দিয়েছে,,তারা নিজেরাই তো এসি রুমে থাকে,,এসি রুমে বসেই পরামর্শ দেয়।আর আপনারা এসি রুমে বসেই সংবাদ প্রচার করেন।সো পরামর্শ দিয়ে কাজ হবে না।

    • @MonjurAlamAziz
      @MonjurAlamAziz 3 месяца назад

      সবাই কি এসি তে থাকতে পারে?