এই পর্ব টা খুবই সংক্ষিপ্ত হল,কার্শিয়াং এ আরও ভাল ভাল ভিউ পয়েন্ট আছে। আমি দীর্ঘ দিন ছিলাম। তাই ভাবলাম পুরাতন ও ভাল লাগার জায়গা গুলো আবার দেখতে পাব।হতাশ হলাম। ধন্যবাদ জানাই। শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা জানাই।
Shibaji da ami aj 1st time apnar video te comment korchi….apnar video te kokhono kono negative comment korar kotha ami vabtai parina…apnar protita video asadharon hoi….kintu ajker video dekhe ektu obak holam video ta Vison osumpurnno mneholo…r akta kotha na bole parchina boudir bybohar khub chokhe laglo….unar mnehoi mood akdom valo chilo na…😊valo thakben🙏🏻🙏🏻
I am from Dow Hill School..my entire childhood revolves around this place..thanks for visiting missed the nostalgia you could have captured had you taken a tour of the school but just the glimpse made my ❤ melt..it's a 1879 built school by the British and the inside is as beautiful as the outside..the notion n rumour that it's a haunted place and stands out in the list is negligible..I have had my growing up years here n we have never witnessed anything.. Kurseong tour was too short there's so much more to its beauty n serenity..you guys exploring and giving us wonderful places to holiday, educative, wonderful and absolutely beautiful. Thankyou Explorer Shibaji and Prithwijit👍🙏😊🙌👌♥️ Bon Voyage, Jhimli Das.
I am from Dow Hill school too. I do remember Jhimli Das but I don't know if she remembers me. Thank you Shibaji da and Prithijit da for showing my school, but there were many other things that you could explore about Kurseong. Anyway I enjoyed the video very much
মনটা বেশ খারাপ লাগছে, এ যে শুরু না হতেই শেষ - বড্ড ভাল লাগছিল সব, নতুন জায়গাটাও বেশ। ডেথ রোডটা গা ছমছমে বটে, দিনের বেলাতেই ঝিঝির ডাক - রাতের চেহারা কি হতে পারে 🤔 চিন্তা করতেই আমি নির্বাক। পর্ব ছোট্ট সন্দেহ নাই, তবে পাহাড়ের সুন্দরতায় নেই ঘাটতি - পরের যাত্রা যাচ্ছো কোথায়, নাকি নিচ্ছো ছোট্ট বিরতি। 👍 শুভ নববর্ষ সবাই কে 😊
সে এক সময় গেছে, সময় এর সাথে সব কিছুই বদলে যায়। place গুলো এত ভাল লাগল আপনার blog এ , কি আর বলি । একটা সময়, পূজোর পর থেকেই February পর্যন্ত picnic করতে এই সব জায়গাতেই যেতাম। তখন তো আর এত সাজানো গোছানো ছিল না, আমাদের day out program থাকতো। নতুন করে আবার দেখে বেশ ভাল লাগল, কিছু অতীত আবার মনে পড়ে গেল।
Didir kopal o dekhchi amar motoi..mase 4 din borer sathe khete bostam...hotel industry te chakri ...3/4 bochor baire transfer ..sob miliye bichchiri obostha..apnader juti sustho r akkhoy thakuk..👍👍🙏🙏❤❤❤
পৃথ্বী বাবু আর মৈত্রেয়ী দেবী বাঙ্গালী তাই লুচি পরোটা ভালোবাসেন। শিবাজী বাবু খাদ্যাভ্যাসে বাঙ্গালী নন বলে বোধ হয়। তবে এই ভিডিও টা বড্ড ছোট হয়ে গেলো দাদা।
Ei malta Bangladeshi oi jonno breakfast na nasta kore. NRC kore bar korbo etake. Jedin theke kuri taka k bish taka boleche sedin theke sondeho ache amar
@@MrArgha007 # "তোর গাঁড় মারবে ভূতে, আর জল পাবিনা ধুতে..!" হাতে ফ্রী ডাটা আছে বলে 'গান্ডু'-র মতো যা খুশি কমেন্টস করবার আগে দশ বার ভেবে করবি..বুঝলি 'সোগো.. মারানী..??'🖕💩
Karshiang r vedio khub bhalo laglo...bises kore pine bon r ga chomchom kora death road..bhalo thakben.R breakfast luchi porota r kache r kichu r jaiga nei.
Pritwijit sir is very humorous in the truest sense of words and his reaction and chit chat with Shibaji sir is like finding some 'rabdi's amidst 'rosmalai'...and it's needless to say that more often than not it enhances the whole story upto a new dimension... Keep it up...we all are loving your vlogs at different places at different times.
Kurseong sotti sundor! Ar Nepali ra cooking darun kore, simple but tasty, healthy! Moitreyi boudir moto amar bou o okhankar flowers dekhe mohito hoye gechilo!
Dear Shibaji and Prithwijit....I have started watching your videos lately and my husband and I love to watch your travel videos. You make it so interesting and funny... please carry on and keep up your good work. We stayed in kalimpong for five years and have visited Darjeeling and Kurseong many a times...but the places you show are new to us😊 Thank you
I am a lover of ur vlogs. Excellent. Amazing..... Mindblowing.... I am from garbeta. Pashchim medinipur. Gongoni. The grand Canyon of garbeta. Asun.... Fantastic natural beauty.... Ami anek u tuber ar blog dekhi. Kintu o gulo holo artificial. But it very very natural and fresh... Related to the soil . air. light. plants water and over all the universe... Very..... Nice... We are enjoying....
ওগো পাইন ঝির ঝির করছে ঝর্ণা দেখাচ্ছে কি ফাইন ওগো পাইন টেনিদার উপন্যাস ঝাউবাংলোর রহস্য এ সাতকরি সাতরা এই কবিতাটি নীল পাহাড়ি থেকে আমাদের শুনিয়েছেন । আজ অনেক দিন বাদে পাইন বন দেখে এটি মনে পড়ে গেল । চিমনি গ্রাম ও করিশীয়ং এর অসাধারণ হোম স্টে তে শেষের দিন অনবদ্য লাগলো । তবে মাথা হীন বালকের সন্ধান পেলে আরো মজা হতো । পৃথ্বী বাবুর কারণ দর্শানো অত্যন্ত মজাদার । আজকের প্রতিবেদন অপেক্ষাকৃত সংক্ষিপ্ত হলেও প্রতিদিনের মত অসাধারণ ।
আপনারা আমার বাড়ির জায়গা ঘুরে আনন্দ পেয়েছেন দেখে ভালো লাগছে।ওই সময় আমরাও ছিলাম সেখানে।ডাউহিলের প্যারালাল দূরত্বে st helens school এর পাশে আমাদের বাড়ী।একটা কথা বলি, জন্ম থেকেই এই যে প্রচলিত কথা যেটা মানুষ প্রচার করে থাকে ডাউহিলে ভূত আছে, haunted church ,death road ইত্যাদি শুনে আসছি।ওই পথে সবসময় যাওয়া আসা আমাদের, স্কুল ও আমার নীচেই,,,, কোনোদিন ওইসব জায়গা haunted মনে হয়নি বা কেউ কিছু দেখেনি। জায়গাটি কে fame দিতে কিছু মানুষ ও ড্রাইভারদের বানানো কথা প্রচারিত হয়েছে ইচ্ছাকৃত ভাবে।আবার আসবেন আমাদের এই ছোট্ট পাহাড়ি জনপদে।তবে অবশ্যই শীতকালে।veiw যা দেখবেন তখন পাহাড় ও কাঞ্চনজঙ্ঘা র মনে গেঁথে থাকবে।ভালো থাকবেন।
Dada, bodi to akdom thik kothi bolechen, lunch table e. Karon aapnader duijoner aksathe lunch korakhub kom e hoy. Aabar etao thik je aapni jodi boudir songe roj lunch er table e company diten, tahole aamader moto oshonkho dorshok ato sundor sundor jayga aapnar chokh diye dekhte petam na !sei jonne, akhtre boudio thik/ aapnio thik.... Thank you dada...
Shibaji sir ami apnake onekdin dhorei follow korchi Dow Hill e je Old Chapel church and area take haunted bollen ota purotai rumor. Church ta Victoria Boys School'r boundary'r modhe pore and every Sunday okhane prayer hoy. Ei rumor tar jonno tourist er bhir bereche thiki, but okhankar school administration and local der kothay voye guardians ra student pathache na schoole. Ei rumor tar jonno area tar onek bodnam hoche. Asha korchi apni ektu khotiye dekhben erokom kono rumor e kan deoar age. Apnar video gulo khub valo lage and asha korchi agami dineo evabe amader ghure beranor inspiration Apnar theke pete thakbo❤❤
Sibaji da আপনার description দেখে আমরা এখন চারটে family মিলে Gangtok এ Hotel Rumtek Dzonge আছি. হোটেল ভালো কিন্তু Gangtok এর MG Marg থেকে 17 km দূরে. আমাদের প্রত্যেক দিন ম্যাল এ যেতে হলে 1000-1500/- গাড়ি ভাড়া করে যেতে হচ্ছে. এই হোটেলের কাছাকাছি কিছুই নেই একেবারে নির্জন জায়গা.
আমরা zen La কে বলি আন্টির হোমস্টে যখন খুশি যাই আর ব্যালকনি র ঘর টা তে থাকি।।আন্টির হাতের বাদাম এর চাটনি জাস্ট দারুন তবে আন্টির বাড়ির কাছের মোনাস্ট্রি আর আন্টির বাড়ির বুদ্ধের মন্দির খুবই সুন্দর
Happy subho noborsho dada. Today we return from kurseong and we stay at amirah homestay. Actually first we go to sukhiapokhri and sandakphu then kurseong then bengal safari.
শুভ নববর্ষ শিবাজি আর পৃথ্বীজিৎ! খুব ভালো কাটুক তোমাদের ১৪৩০।। বলছি,তোমাদের পরের কোনো শীতকালীন পাহাড়ি ভ্রমনের পরিকল্পনা আছে কি(arranged group tour)?? এই উত্তরবঙ্গের পাহাড়ই! তাহলে সামনের জ্যানুওয়ারি'24 নাগাদ তোমাদের সঙ্গ নিতাম ৫-৬ দিনের জন্য!
Church kokhono haunted hoi na dada..Okhankar local lokera kokono haunted bolena...amar bhai oikhanei schooling korecehe..Eisob totally rumour.Ha tobe ektu gaa chom chom kore.Dada apnar notun blogger ashai thaki....Prithiraj da is a fantastic guy.Good luck!
ডাউহিলের সিকোয়েন্সে অযাচিত হন্টেড স্টাইলের এডিটিং না থাকায় খুব ভালো লাগলো।
আমি আপনার সব ভিডিও টানা দেখি একটুও স্কিপ করি না এবং প্রতিটা ভিডিওই ভীষণই মন ছুঁয়ে যায়, কিন্তু এই পর্বটা ঠিক জমলো না বড্ড সংক্ষিপ্ত হোলো....
এই মার্চ এ ২২-২৪ তিনদিন থেকে এলাম Zen La হোমস্টে থেকে।খুব ভালো পরিষেবা আর ওনাদের ব্যাবহারও খুব ভালো।
এই পর্ব টা খুবই সংক্ষিপ্ত হল,কার্শিয়াং এ আরও ভাল ভাল ভিউ পয়েন্ট আছে। আমি দীর্ঘ দিন ছিলাম। তাই ভাবলাম পুরাতন ও ভাল লাগার জায়গা গুলো আবার দেখতে পাব।হতাশ হলাম।
ধন্যবাদ জানাই।
শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা জানাই।
অপরূপ সুন্দর ভ্রমনের জায়গা, মন ফিরতে চাই না সত্যি,
ফেলুদা জটায়ু এই গল্পে যেনো ব্যোমকেশ আর অজিত, সঙ্গে সত্যবতী❤❤
Shibaji da ami aj 1st time apnar video te comment korchi….apnar video te kokhono kono negative comment korar kotha ami vabtai parina…apnar protita video asadharon hoi….kintu ajker video dekhe ektu obak holam video ta Vison osumpurnno mneholo…r akta kotha na bole parchina boudir bybohar khub chokhe laglo….unar mnehoi mood akdom valo chilo na…😊valo thakben🙏🏻🙏🏻
I am from Dow Hill School..my entire childhood revolves around this place..thanks for visiting missed the nostalgia you could have captured had you taken a tour of the school but just the glimpse made my ❤ melt..it's a 1879 built school by the British and the inside is as beautiful as the outside..the notion n rumour that it's a haunted place and stands out in the list is negligible..I have had my growing up years here n we have never witnessed anything.. Kurseong tour was too short there's so much more to its beauty n serenity..you guys exploring and giving us wonderful places to holiday, educative, wonderful and absolutely beautiful. Thankyou Explorer Shibaji and Prithwijit👍🙏😊🙌👌♥️ Bon Voyage, Jhimli Das.
I have studied in hills too was in St Paul's my sister was at DowHill Beas Paul Chowdhury even I was at Little Flower School Kurseong for a yr
I am from Dow Hill school too. I do remember Jhimli Das but I don't know if she remembers me. Thank you Shibaji da and Prithijit da for showing my school, but there were many other things that you could explore about Kurseong. Anyway I enjoyed the video very much
Please suggest me which place will be better to stay this homestay or in the premises of school? TIA
মনটা বেশ খারাপ লাগছে,
এ যে শুরু না হতেই শেষ -
বড্ড ভাল লাগছিল সব,
নতুন জায়গাটাও বেশ।
ডেথ রোডটা গা ছমছমে বটে,
দিনের বেলাতেই ঝিঝির ডাক -
রাতের চেহারা কি হতে পারে 🤔
চিন্তা করতেই আমি নির্বাক।
পর্ব ছোট্ট সন্দেহ নাই,
তবে পাহাড়ের সুন্দরতায় নেই ঘাটতি -
পরের যাত্রা যাচ্ছো কোথায়,
নাকি নিচ্ছো ছোট্ট বিরতি। 👍
শুভ নববর্ষ সবাই কে 😊
Prithvijit Babu eto witty, j apnader Vlog gulor moja tai barie dei. Thank u , both.
আচমকা নোটিফিকেশন আজ চমক দিলেন দাদা। কার্সিয়াং শহরটা ঘুরে দেখালে ভালো লাগত। সুন্দর পরিবেশন, ভালো থাকবেন দাদারা ❤️🙏
May mashe jachchi bagora. Aaj e book korlam, tarpor apnar video dekhlam
Namasker dada apner prai sob vlog gulo dekhi khub bhalo lage...
ব্যোমকেশ অজিত ও সত্যবতী ...👌
Hasio pay sotti
সে এক সময় গেছে, সময় এর সাথে সব কিছুই বদলে যায়। place গুলো এত ভাল লাগল আপনার blog এ , কি আর বলি ।
একটা সময়, পূজোর পর থেকেই February পর্যন্ত picnic করতে এই সব জায়গাতেই যেতাম।
তখন তো আর এত সাজানো গোছানো ছিল না, আমাদের day out program থাকতো। নতুন করে আবার দেখে বেশ ভাল লাগল, কিছু অতীত আবার মনে পড়ে গেল।
খুব ভালো লাগলো। মনে পড়ে গেল অনেক পুরনো স্মৃতিগুলো। আমার ছেলের ভিক্ষা মা র বাবার বাড়ি ঐ খানে। দারুন জায়গা।
My most favourite Bengali tour vlogger. Ami wait kore thaki tomader vdo dekhar jonno.Khub enjoy kori o anek kichu jante pari
Ki darun lage dada tomar sob vdo gulo।।।। Akdin dyakha korar khu। Icche roilo।।। Tomader sathe।।। Amrao khub mojar manush
ডাও হিলটা দারুন লাগলো| হোমস্টের ঘরগুলো ভালোই| বেশ জমিয়ে বসেছিলাম কিন্তু ভিডিওটা আজ বড্ড ছোটো হয়ে গেলো| ম্যাডামের কেনা গাছগুলো দেখতে চাই|
Prithwijit is d icing on Shibaji's da 's cake ..awsm pair , incomplete without each other 😊❤ perfect Tom nd Jerry 😂
Didir kopal o dekhchi amar motoi..mase 4 din borer sathe khete bostam...hotel industry te chakri ...3/4 bochor baire transfer ..sob miliye bichchiri obostha..apnader juti sustho r akkhoy thakuk..👍👍🙏🙏❤❤❤
Amra just ajkei thik korlam j kurseong jabo...r ajkei ei vdo ta aslo...darun laglo❤❤❤
পৃথ্বী বাবু আর মৈত্রেয়ী দেবী বাঙ্গালী তাই লুচি পরোটা ভালোবাসেন। শিবাজী বাবু খাদ্যাভ্যাসে বাঙ্গালী নন বলে বোধ হয়। তবে এই ভিডিও টা বড্ড ছোট হয়ে গেলো দাদা।
Aapnake ke boleche Shibaji babu Khabar byapare bangali na.. don't be so judgemental 🙏 na Jane boka boka comments Korben na .
Ei malta Bangladeshi oi jonno breakfast na nasta kore. NRC kore bar korbo etake. Jedin theke kuri taka k bish taka boleche sedin theke sondeho ache amar
Bou er sathe gieo Prithwi er sathe soy malta. Sure ratre ponga mara mari kore😂
@@MrArgha007 # "তোর গাঁড় মারবে ভূতে, আর জল পাবিনা ধুতে..!"
হাতে ফ্রী ডাটা আছে বলে 'গান্ডু'-র মতো যা খুশি কমেন্টস করবার আগে দশ বার ভেবে করবি..বুঝলি 'সোগো.. মারানী..??'🖕💩
😂😂😂😂
Shibaji da great,kono kotha hobe na.sudhu du chok dea deklam r haria gelam ai sundor prakiti mche❤❤❤🎉🎉🎉,joy shibaji maharajer joy.
7 min e ki kore 14 min er video dekhe nilo vai ???😅😂😂😂😂
Karshiang r vedio khub bhalo laglo...bises kore pine bon r ga chomchom kora death road..bhalo thakben.R breakfast luchi porota r kache r kichu r jaiga nei.
শিবাজী দা কে আজ একটু বেশি খুশি মনে হচ্ছে
বৌদি কে কাছে পেয়ে । ❤❤❤❤
Ki dheklam rki dhekhalen darun laglo ❤❤❤❤
হাল ছেড়োনা বন্ধু বরং নতুন হাল খাতা খোল তবে
দেখা হবে তোমার আমার বৈশাখীময় ভোরে।
ঘুম ভাঙানি সকাল গায়, নব হরষে নব বরষে
নব আনন্দে জাগো আজি নব রবি কিরণে
সোনালী সবুজ ঘেরা নিবিড় সজল
সহজ আচ্ছাদনে। 🙏🙏❤️❤️
আপনাকে ও পৃথ্বীজিৎ কে নববর্ষের অফুরান শুভেচ্ছা।।
🙏❤️
Pritwijit sir is very humorous in the truest sense of words and his reaction and chit chat with Shibaji sir is like finding some 'rabdi's amidst 'rosmalai'...and it's needless to say that more often than not it enhances the whole story upto a new dimension...
Keep it up...we all are loving your vlogs at different places at different times.
Shubho nabobarsher anek shubhechha aar bhaloasha roilo tomader jonno
Kurseong sotti sundor! Ar Nepali ra cooking darun kore, simple but tasty, healthy! Moitreyi boudir moto amar bou o okhankar flowers dekhe mohito hoye gechilo!
শিবাজী মৈত্রেয়ী দারুন দারুন লাগছে 👌👌👍
Ai time a amio Kurseong chilam ,, what a co-incidence dada. Ai downhill ta amr beshi pochonder place. Ar karseong er pahari rasta 😊 nice video.
Dear Shibaji and Prithwijit....I have started watching your videos lately and my husband and I love to watch your travel videos. You make it so interesting and funny... please carry on and keep up your good work. We stayed in kalimpong for five years and have visited Darjeeling and Kurseong many a times...but the places you show are new to us😊 Thank you
Ajker episode khub bhalo laglo 👌👍 Subho Nobo Borsho r Priti o shubheccha janai sobaike, bhalo thakun ❤
Amra o giyechilam Kurseong,March end a...... Megh chilo khub...... Cochrane Place a chilam.....darun ambience.......
Really coming back from Kolkata this is heaven.
Just beautiful.
আবার একটা অসাধারণ ভিডিও দেখলাম 👍❤️ দারুন লাগলো 👍
Sundar ekta vlog visonvabe upovog korlam,sobaike amar subho nobo borsha.
Khub shundor 👌 👌
Sir madam ke ekshathe dekhte ro valo laglo 😊😊❤❤
Dow hill দেখে সত্যি গা ছমছম করে🙂
নতুন বছরে তোমাদের জন্য অনেক শুভেচ্ছা রইল আর প্রচুর উন্নতি করো Australia থেকে
I am a lover of ur vlogs. Excellent. Amazing..... Mindblowing.... I am from garbeta. Pashchim medinipur. Gongoni. The grand Canyon of garbeta. Asun.... Fantastic natural beauty.... Ami anek u tuber ar blog dekhi. Kintu o gulo holo artificial. But it very very natural and fresh... Related to the soil . air. light. plants water and over all the universe... Very..... Nice... We are enjoying....
স্যার আমি আপনার সব ব্লগ দেখি । আমি আপনার খুব বড়ো একজন ফ্যান, মেদিনীপুর থেকে । ভালো থাকবেন স্যার ।
Khub enjoy korlaam Kurseong series.
asadharon pine bon, darun homestay r tar phooler bahar, asadharon paharer rup
স্ত্রী সান্নিধ্যে সব বিবাহিত পুরুষদের কণ্ঠস্বর কেমন কেমন যেন হয়ে যায় , তাই না পৃত্থিজিত বাবু ? শুভকামনা শিবাজী বাবু .....
আমি আপনার সব ব্লগ গুলো দেখি,
খুব ভালো লাগে । 🇧🇩🇧🇩🇧🇩
শিবাজি দা কিন্তু দারুণ রোমান্টিক আর বউদি কেও দারুণ লাগলো ❤
Amra gechilmmm july mnth a...asadharon lage....sotti bhuture bhab e lageeeee.....
ওগো পাইন
ঝির ঝির করছে ঝর্ণা
দেখাচ্ছে কি ফাইন ওগো পাইন
টেনিদার উপন্যাস ঝাউবাংলোর রহস্য এ সাতকরি সাতরা এই কবিতাটি নীল পাহাড়ি থেকে আমাদের শুনিয়েছেন ।
আজ অনেক দিন বাদে পাইন বন দেখে এটি মনে পড়ে গেল ।
চিমনি গ্রাম ও করিশীয়ং এর অসাধারণ হোম স্টে তে শেষের দিন অনবদ্য লাগলো । তবে মাথা হীন বালকের সন্ধান পেলে আরো মজা হতো । পৃথ্বী বাবুর কারণ দর্শানো অত্যন্ত মজাদার ।
আজকের প্রতিবেদন অপেক্ষাকৃত সংক্ষিপ্ত হলেও প্রতিদিনের মত অসাধারণ ।
শিবাজী দা ভিডিও অনেক ভালো লাগে। তাই ভিডিও গুলির সময়টা আরেকটু বেশী করার জন্য অনুরোধ রইলো। সুস্হ ও ভালো থাকুন। ধন্যবাদ। 🇧🇩🇧🇩🇧🇩
Zen La homestay te theke aslm ....khub bhalo chilo 💕
আপনারা আমার বাড়ির জায়গা ঘুরে আনন্দ পেয়েছেন দেখে ভালো লাগছে।ওই সময় আমরাও ছিলাম সেখানে।ডাউহিলের প্যারালাল দূরত্বে st helens school এর পাশে আমাদের বাড়ী।একটা কথা বলি, জন্ম থেকেই এই যে প্রচলিত কথা যেটা মানুষ প্রচার করে থাকে ডাউহিলে ভূত আছে, haunted church ,death road ইত্যাদি শুনে আসছি।ওই পথে সবসময় যাওয়া আসা আমাদের, স্কুল ও আমার নীচেই,,,, কোনোদিন ওইসব জায়গা haunted মনে হয়নি বা কেউ কিছু দেখেনি। জায়গাটি কে fame দিতে কিছু মানুষ ও ড্রাইভারদের বানানো কথা প্রচারিত হয়েছে ইচ্ছাকৃত ভাবে।আবার আসবেন আমাদের এই ছোট্ট পাহাড়ি জনপদে।তবে অবশ্যই শীতকালে।veiw যা দেখবেন তখন পাহাড় ও কাঞ্চনজঙ্ঘা র মনে গেঁথে থাকবে।ভালো থাকবেন।
Ma'am kono homestay er sondhan dite parben? Dowhill road er
@@megharoy7524 আপনি গুগলে সার্চ করুন পেয়ে যাবেন।kurseong ছোট্ট জনপদ। অনেক অফ বিট জায়গাতেও ওখানে সুন্দর হোমে স্টে আছে স্টেশন সংলগ্ন। ধন্যবাদ।
Dowhill এর কাছে hill 66 বলে একটা homestay আছে।বেশ সস্তা।গুগলে পেয়ে যাবেন।
আমরা ১৮ই জুন wow Gateway এর মাধ্যমে North Bengal tour গিয়েছিলাম, এরা
আপনার প্রত্যেকটা ভিডিও অসাধারণ দাদা,😮❤😮
পৃথ্বী দার সেন্স অফ হিউমর অসাধারন...
Wao.....peace....sotti pahar is always best
Madam er tree kena ta dekhiyen.
Khubsundar Valo laglo.
Shuvo nababarsha
অসাধারণ উপহার দিলেন যা মন ছুঁয়ে গেল
Dada, bodi to akdom thik kothi bolechen, lunch table e. Karon aapnader duijoner aksathe lunch korakhub kom e hoy. Aabar etao thik je aapni jodi boudir songe roj lunch er table e company diten, tahole aamader moto oshonkho dorshok ato sundor sundor jayga aapnar chokh diye dekhte petam na !sei jonne, akhtre boudio thik/ aapnio thik.... Thank you dada...
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
দাদা আপনার ভিডিও গুলোতে সবরকম মজা আছে 🥰🥰
Prithijit bhai has good sense of humor
Tmi r prithijit da bonding guphi bagha r golpo mone koriye dai .❤❤❤❤
Shibaji sir ami apnake onekdin dhorei follow korchi
Dow Hill e je Old Chapel church and area take haunted bollen ota purotai rumor. Church ta Victoria Boys School'r boundary'r modhe pore and every Sunday okhane prayer hoy. Ei rumor tar jonno tourist er bhir bereche thiki, but okhankar school administration and local der kothay voye guardians ra student pathache na schoole. Ei rumor tar jonno area tar onek bodnam hoche.
Asha korchi apni ektu khotiye dekhben erokom kono rumor e kan deoar age.
Apnar video gulo khub valo lage and asha korchi agami dineo evabe amader ghure beranor inspiration Apnar theke pete thakbo❤❤
ভিডিও দারুন হয়েছে এককথায় অসাধারণ লেগেছে
apnar asol inspiration ta ebar bojh galo
Khub sundor lagchhe puro series ta. 1st comment korlam
খুব ভালো লাগলো ভিডিও টা,দাদা আমিও বৌদির মতো খুব গাছ পছন্দ করি,আর ফুল এর গাছ হলে তো কথাই নেই।😊
My most favourite bengali tour vlogger
Love you both sir ❤️❤️
Sibaji Da , Eaktu Chupa Galo Mona Hoy. ( Boudir Kacha).
Amar meye 88 theke 95 dow hill school eporeche tai oi school er protita ghor amar chena r aapon .khub valo laglo l
আজকের পর্ব খুব ভালো লাগলো😌❤
বই পড়লে জ্ঞান বাড়ে,
ভ্রমণ করলে জ্ঞান বাড়ে,
ভ্রমণ মানুষের মানসিক স্বাস্থ্য ভালো রাখে।
Bari jalpaiguri tai bhubar giyechi tobe apnar chokhe dekhai alada,
পর্বটা ভালো লাগলো, তবে হন্টেড রোডে ভুত দেখতে পেলে আরও ভালো হতো।
দারুন লাগলো এই series টা
Dow hill ektu sondhye belar samaye jete hoye. Kichui nei but the warmth of the place will give you a feeling. Pls ek bar Ei samaye jaaben.
First viewer khub bhalo lage apnar travel vlogs dakta
Just Awesome ❤❤❤...Looks Like A Full Team Of Byomkesh Bakshi ☺️☺️☺️
your expression after awesome is remarkable just touch the heart.
খুব ভালো লাগলো এই পর্ব টা 👍👍😊
Khubb Shundar laglo. 👌👌👌👌
খুব সুন্দর ভিডিও।🙏🙏🙏🙏
Prithwijit is debota! ❤
Sibaji da আপনার description দেখে আমরা এখন চারটে family মিলে Gangtok এ Hotel Rumtek Dzonge আছি. হোটেল ভালো কিন্তু Gangtok এর MG Marg থেকে 17 km দূরে. আমাদের প্রত্যেক দিন ম্যাল এ যেতে হলে 1000-1500/- গাড়ি ভাড়া করে যেতে হচ্ছে. এই হোটেলের কাছাকাছি কিছুই নেই একেবারে নির্জন জায়গা.
দাদা আপনাদের জানায় শুভ নববর্ষের শুভেচ্ছা। জায়গা টা খুবই সুন্দর। এক কথায় অসাধারণ।
আমি দুজনকে খুব ভালবেসে ফেলেছি, শিবাজিও পৃথ্বিরাজ দুজনকেই |
আমরা zen La কে বলি আন্টির হোমস্টে যখন খুশি যাই আর ব্যালকনি র ঘর টা তে থাকি।।আন্টির হাতের বাদাম এর চাটনি জাস্ট দারুন
তবে আন্টির বাড়ির কাছের মোনাস্ট্রি আর আন্টির বাড়ির বুদ্ধের মন্দির খুবই সুন্দর
আজকেই পেয়ে গেলাম!! বাহ ❤❤❤
শিবাজিদা তো অসাধারণ, তবে পৃথবিজিৎদা অতুলনীয়।
Happy subho noborsho dada. Today we return from kurseong and we stay at amirah homestay. Actually first we go to sukhiapokhri and sandakphu then kurseong then bengal safari.
খুব ভালো হয়েছে সিরিজটা। কিন্তু কার্শিয়াং এর ভিডিওটা অনেকটা ছোট মনে হল। যতটা details এ আপনি বাকি ভিডিও গুলো করেন সেটা একটু missing laglo.
শেষে এসে 11:54 বৌদিদি যেভাবে তোমাকে ভালোবেসে ধমক টা দিলো😅😅… আমরা খুব ভালো থেকো দুজনে❤❤❤
শুভ নববর্ষ শিবাজি আর পৃথ্বীজিৎ!
খুব ভালো কাটুক তোমাদের ১৪৩০।।
বলছি,তোমাদের পরের কোনো শীতকালীন পাহাড়ি ভ্রমনের পরিকল্পনা আছে কি(arranged group tour)?? এই উত্তরবঙ্গের পাহাড়ই!
তাহলে সামনের জ্যানুওয়ারি'24 নাগাদ তোমাদের সঙ্গ নিতাম ৫-৬ দিনের জন্য!
Subho Nonobarsha 🙏🙏🙏 Ebar Malaysia ta chole i asun dada 😊
দারুণ লাগলো, আর কি কি গাছ কিনলেন সেটাও দেখাবেন
Church kokhono haunted hoi na dada..Okhankar local lokera kokono haunted bolena...amar bhai oikhanei schooling korecehe..Eisob totally rumour.Ha tobe ektu gaa chom chom kore.Dada apnar notun blogger ashai thaki....Prithiraj da is a fantastic guy.Good luck!
সুন্দর ভ্লগ! ভালো লাগলো দেখে
❤❤❤❤wow nice to see your wonderful bloging.
Amar dekha apni all India sera RUclips volgar.❤❤❤❤❤❤❤❤❤❤❤😂
Mon valo kora VDO.