সাহসী মানুষের গল্প

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 июл 2024
  • সাহসী মানুষের গল্প #ইসলামেরআলো #ইসলামিক_কাহিনী
    তায়েফের পথে আলোর পথিক
    ভাবছেন আর ভাবছেন নবী মুহাম্মদ (সা)।
    কী করবেন এখন?
    মক্কার শত্রুদের আক্রমণ দিনে দিনে বাড়ছে। উত্তপ্ত আবহাওয়ায় মক্কা নগরী বিষাক্ত। অশান্ত লু হাওয়া। আপাতত আর মক্কায় থাকা চলবে না। এখানে এখন ইসলাম প্রচার করা সম্ভব নয়।
    তাহলে? কিছুক্ষণ ভেবে নিলেন নবী (সা)। তারপর।-
    তারপর সুদূরের পথ তায়েফ। বহু বহু দূরের পথ। নবীজী (সা) মক্কা থেকে সাময়িক বিদায় নিয়ে তায়েফের পথে রওয়ানা হলেন।
    মরুভূমির পথ। বালি আর বালি। কোথাও কোনো গাছ নেই। নদী নেই। শুধু আছে ধু-ধু মাঠ। আর আছে ছোট বড় পাহাড় পর্বত। পাথরের নুড়ি। বহু পথ অতিক্রম করে চলে এসেছেন নবী (সা)। প্রায় সত্তর মাইল। পায়ে হেঁটে। বন্ধুর পথ। উঁচু-নিচু। পাথরের নুড়ি ছড়ানো। বহু কষ্টে হেঁটে
    চলেছেন দয়ার নবীজী (সা)।
    বাস নেই। প্লেন নেই। জাহাজ কিংবা লঞ্চও নেই। এক আছে গাধা এবং উট। প্রিয় নবীর সাথে সেসব বাহনও নেই। তিনি চলেছেন পায়ে হেঁটে। ক্রমাগত হাঁটছেন তিনি।
    সাহসী মানুষের গল্প। ৯

Комментарии •