আসসালামুয়ালাইকুম স্যার। স্যার আমার মামাতো ভাই এর রেজিঃ করব কিন্তু মামা অনেক আগে থেকেই বিদেশ থাকে সে Nid করতে পারেনি। nid বদলে কি পাসপোর্ট দিয়ে কি আবেদন হবে। স্যার আরেকটি জিনিস মামাতো ভাইয়ের জন্ম নিবন্ধনে ইংলিশ নামের একটি অক্ষর ভুল ছিলো সংশোধনের জন্যে আবেদন করা হইছে কিন্তু এখনো সংশোধন হয়নি। এখন কি করতে পারি?
@@ICTCORNER আমি ০০০০০০ দিয়ে করছি স্যার নিছে। আর একটা বিষয় স্যার আপনি টট লিস্টে বিষয় কোড গুলো যেভাবে দিয়েছে ও ভাবেই দিতে হবে। ক্লাস ৮ এ তো জীবন ও জীবীকা ছিল সেটা তো দেখলাম না।
মাশা-আল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। ভালো ভাবে বুঝানোর জন্য স্যার,
ব্যানব্যাইজ কাজ করা একটু ভিডিও দিবেন।❤
ভাইয়া ক্লাস এইট এ যদি রেজিস্ট্রেশনের মাতার নাম ভুল হয় সে ক্ষেত্রে প্রতিষ্ঠানের মাধ্যমে নাম সংশোধন করা যায়?
স্যার রাজশাহী বোর্ডের রেজিষ্ট্রেশন এর লাস্ট ডেট কবে আর আপনার সাথে সরাসরি কথা বলা জরুরি
স্যার রেজিষ্ট্রেশন এর কাজ কি অফিস সহকারী দ্বায়িত্ব না প্রধান যাকে দ্বায়িত প্রদান করে।
যদি ফাইল সার্বিট করেফেল তারপর অন্য কাউকে রেজিষ্ট্রেশন করা যাবে?
আসসালামু আলাইকুম স্যার ৮ম শ্রেণীর রেজিস্ট্রেশন কার্ড বা রেজাল্ট,আর সার্টিফিকেট কবে কোথা থেকে পাওয়া যাবে????
একবার সাবমিট হয়ে গেলে কি নতুন করে রেজিট্রেশন করা যাবে??
না
স্যার আমি নিবন্ধনের কাজ করেছি কিন্তু পরে কনর্ফাম করতে হয়, কি না। তা আমি সঠিক জানি না তারপর আর কিছু করতে হবে কি না
*স্যার দিনাজপুর বোর্ডের লিঙ্ক টা দিবেন একটু প্লিজ।*
অষ্টম শ্রেণির রেজিস্টেশন নতুন কারিকুলাম এর বিষয়সমূহ নেই কেন? বিগত বছরের বিষয়সমূহ দেওয়া আছে?
স্যার ওয়ার্ডে কম্পোজ কি বাধ্যতামূলক ? এটার কাজ কি ?
৬ ষ্ঠ রেজিঃ কার্ডে ছাবি আসে নাই। প্রায় ৮০ % শিক্ষার্থীর । এর কারণ কি হতে পারে স্যার ?
স্যার যাদের বাবা বা মায়ের এনআইডি নাই, জন্ম নিবন্ধনও নাই তাদের কি করব?
আমার রেজিস্ট্রেশন করাটা অনেকটা জরুরী
স্যার আমি 15 বছর বয়সে অষ্টম শ্রেণীতে পড়ি, আমার অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশন কার্ড হবে কি প্লিজ জানাবেন?😢😭😭
পার্সোনাল কথা বলতে চাই
আমার স্কুলে ইউনিক আইডি হয়েছে ইউনিক আইডি বন্ধ করার কোন উপায় আছে কি প্লিজ জানাবেন??
আসসালামুয়ালাইকুম স্যার। স্যার আমার মামাতো ভাই এর রেজিঃ করব কিন্তু মামা অনেক আগে থেকেই বিদেশ থাকে সে Nid করতে পারেনি। nid বদলে কি পাসপোর্ট দিয়ে কি আবেদন হবে। স্যার আরেকটি জিনিস মামাতো ভাইয়ের জন্ম নিবন্ধনে ইংলিশ নামের একটি অক্ষর ভুল ছিলো সংশোধনের জন্যে আবেদন করা হইছে কিন্তু এখনো সংশোধন হয়নি। এখন কি করতে পারি?
সঠিক নাম টা রেজিষ্ট্রেশন এ দিয়ে দেন,,জন্মসনদ এ চেন্জ করে নিয়েন
আপনার কাছ থেকে আমার রেজিস্ট্রেশন করতে চাই একটু রিপ্লাই দেন অনেক জরুরী আপনার সাথে কথা বলতে চাই আপনি রেজিস্ট্রেশন করে দিতে পারবেন পিলিজ
স্যার কোন ছাত্রের মায়ের nid (মারা গেলে) না থাকলে কি করবো???
পিতার জাতীয় পরিচয় পত্র দিয়ে শেষ এর ১_২ ডিজিট পরিবর্তন করে দিলেই হবে।
@@ICTCORNER আমি ০০০০০০ দিয়ে করছি স্যার নিছে। আর একটা বিষয় স্যার আপনি টট লিস্টে বিষয় কোড গুলো যেভাবে দিয়েছে ও ভাবেই দিতে হবে। ক্লাস ৮ এ তো জীবন ও জীবীকা ছিল সেটা তো দেখলাম না।
স্যার ৮ম শ্রেনি রেজিষ্ট্রেশন তো হয়ে গেছে। চট্টগ্রাম বোর্ডের।
এটা রাজশাহী শিক্ষা বোর্ডের জন্য।
@@ICTCORNER ধন্যবাদ স্যার।