বহুদিন আগে শিলিগুড়িতে ভগবান মালি কে ভায়োলিন বাজাতে দেখেছি এবং আমরাও দল বেঁধে উনার ভায়োলিন বাজানো শুনেছি। আজ ওনাকে দেখে খুবই ভালো লাগছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সুস্থ থাকুন।
একদম ঠিক কথা তা না হলে ভারতের আনাচে কানাচে ছড়ানো প্রতিভা ফেলে অন্য দেশ থেকে লোক এনে তাদের প্রতিভা তৈরি করে দিয়েই গালাগাল খায়। প্রতি টি রিয়েলিটি শো তে এ দেশের ছেলে মেয়েরা চান্স পায় না,অথচ অন্য জায়গার লোক এনে উচ্চারন শেখাতেও লোক রাখা হয়।
সত্যি বলতে কান্না থামলো না আমার। একজন শিল্পীকে যে কিভাবে মানুষ পারে এভাবে রাস্তায় থাকতে দিতে। আর কেমন ছেলেরা চিন্তা করুন। সরিতা মালি অসাধারণ নারী আপনি। এভাবেই থাকুন এই সুরে মিশে থাকুন। আপনার মতো জীবন সঙ্গী যেনো সকল মানুষ পায়। মানুষ টার মুখে কি মলিনতা। কি নেশা বাজানোর। থামছেই না তার সুর। কান্না থামল না আমার। । আসল মূল্যবান রত্নরা এভাবেই বোধহয় হারিয়ে যায়। কেউ না খেতে পেয়ে, কেউ ঠাই না পেয়ে। TV9বাংলা আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি এনাদের মত মানুষকে একটা প্লাটফর্ম দেন তাহলে এমন শিল্পীদের দেখে আমরা ধন্য হবো। ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। ধন্যবাদ।
আমাদের বিডন স্ট্রিট আর রাতে বিডন রো উত্তর কলকাতার চলচ্চিত্র জগতে, প্রায়শই শুটিং, গানের মেলা, সব কিছুই ঐতিহাসিক।ভগবানের সানিধ্য বহুদিনের।tv9কে ধন্যবাদ, এমন সুন্দর প্রতিবেদনের জন্য👍💐💐💐
অসাধারণ প্রতি ভা।প্রতি ভা কে কূরনিস করেছি আপনার।ভগবান যেন ভগবানের মঙ্গল করেন। অনেক মানুষ আপনার ভায়োলিন শোনার সুযোগ পায় যেন। মুম্বাই থেকে আপনার ডাক আসুক। অসাধারণ👏✊👍
সংযোগ করিয়ে দেওয়া । জীবনের শেষ লগ্নে এসে উনি যেমন আত্ম মর্যাদা পাবেন , তেমন উনিও চীর কাল অমর হোয়ে থাকবেন । এই পৃথিবীর বুকে যত দিন গান বাজনা থাকবে , ততদিন । এ সুযোগ হাত ছাড়া হতে দেওয়া চলবে না । অসংখ্য ধন্যবাদ । নমস্কার ।
ভিডিও ক্যামেরা যাঁর হাতে ছিল তাঁকে অনেক সাধুবাদ। খুব ভালো লাগলো। আর এই ভগবানের মতো কত ভগবান রোজ হারিয়ে যায় মানুষের ভিড়ে। মনে পড়ে গেল ছোট বেলায় সোনা দিওয়ানা হুয়া বাদল, এক বাবা তার ছোট্ট ছেলের হাত ধরে এসে বাজাত আর আমরা বারান্দায় দাঁড়িয়ে শুনতাম। TV9 ঘড়ির কাঁটা অনেকটা পিছিয়ে নিয়ে গেল সেই ছোট বেলায়...
চোখ বেয়ে জল গড়িয়ে এলো ❤❤এতো প্রতিভা ওনার, কিন্তু ভাগ্যের কি খেলা যে রাজপথে ঘুরে বেড়াতে হচ্ছে ওনাকে ❤😭যাই হোক ওনার প্রতিভা টা তুলে ধরার জন্য Tv9 bangla চ্যানেল কে অনেক ধন্যবাদ।
হে মহান শিল্পী তোমাকে জানাই প্রণাম , শিল্পএই শিল্পীকে বাঁচিয়ে রাখে , নাই বা রইলো বিরাট অডিয়েন্স , অনেক সংবর্ধনা , স্রেফ শিল্প বাঁচলো শিল্পীর হাতে , মনে , প্রাণে , এটাই তার শ্রেষ্ট সংবর্ধনা . এরকম হাজার হাজার বোনের ফুল বোনে ফোটে আর বনেই ঝরে যায় পৃথিবীর গান গেয়ে ............
অপূর্ব বেহালা যেন কথা বলছে। অনেক ভালোবাসা, অভিনন্দন। "সুরেই জীবন, সুরেই সব সুরেই অব্যক্ত কথা সুরেই প্রকাশ, জীবন বাণী বুকটাতে কত যে ব্যথা। (এ দাস।) Aruneswar das.islampur, u.d.
এই রকমই একজন বেহালা বাদককে চিনতাম আমার ছোট বেলায় --ষাটের দশকে কলকাতার ভবানীপুরে। সুমনের গানে যে বেহালা বাদকের কথা পাই তিনি সেই একই জন ছিলেন কিনা আন্দজের বিষয় , নিশ্চিত জানা নেই।
I am interested to learn Violin from him against the required fees as per his demand. But contact point is urgently needed. Most importantly his senses of tuning is superbly beyond any imagination. Excellent skills 👌
আমাদের পাড়াতেও ভদ্রলোক এসে ওঁনার বেহালার শুরে আমাদের মাতিয়ে রাখতেন হ্যামিলনের বাঁশিওয়ালার মোতোন।আমরা অবাক দৃষ্টিতে তাকিয়ে শুনতাম ওঁনার প্রাণের বাদ্যযন্ত্র বেহালার সুড়।অনেক দিন পর টিভি ৯ এর পর্দায় ওঁনাকে দেখে ভালো লাগলো, ওঁনার সঙ্গে যোগাযোগ করার ইচ্ছা আছে। ভগবানের শিল্পকে কুর্নিশ জানাই।
আমার বিশেষ পরিচিত এই ভগবান দাস, মালদার মানুষ। এই গুনী শিল্পীর পাশে সরকারের দাঁড়ানো উচিত। Tv9 চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ এই গুনী শিল্পীকে জনসমক্ষে তুলে ধরার জন্য•••🙏
Asadharan bajan uni.Jalpaiguri te sunechi.Barite deke anek gan sunechilam.Besi kotha bolen na. Malda te bari bolechilen.Taka poysa nite chan ni.Jor korei deoa hoyechilo.
Help this "Man of Soil" "God gifted Intellect" Inborn Inherent talent..... Salute....him.... "the God of Violin" Aap ke a awaz hi pahechan hey..... Sottikar Vogobaner Doridro Besh.... Give Him Actual Honour.....👏👏👏👏👏👏👏👏👏
ভগবান মালি কে আমি ছোটবেলা থেকেই শিলিগুড়িতে রাস্তাঘাটে বিভিন্ন বিয়ে বাড়িতে Violin বাজানো শুনেছি। উনি প্রায় ৩৫/৪০ বছর যাবৎ শিলিগুড়িতেই বেশি থেকেছেন।
উনি সত্যি ভগবান, যিনি নিজের অভুক্ত থাকেন, অথচ,বিশ্ব কে আনন্দে রাখেন।
ruclips.net/video/rJcoggEKH_4/видео.html
ঠিক বললেন, সত্যিই উনি ভগবান
Darun bolechen 🙏
ভালো মানুষ রইল ভাঙ্গা ঘরে
মন্দ যে সে সিংহাসনে চড়ে'
Hruclips.net/video/rJcoggEKH_4/видео.html
আমিও সহমত,
যা বলেছেন দাদা, সত্য বচন!
Chirokaler Sotti Kotha.
Kon Mondo lok Singhason e Choreche Dada ? Boro Boro Musician ra ki Mondo lok.?
ভায়োলিনের সুরের মধ্যে থেকে বেঁচে থাকুক হাজার ভগবান!
প্রতিভার দাম নেই, না হলে এইরকম প্রতিভাবান লোক আজ রাজপথে কেন? tv9 কে এই সম্প্রচার টির জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।
Aj dami jinis er dam nei tai Aj Corona eseche
অনেক অনেক সুভকামনা ভদ্র লোক টির জন্য
😥😥😥😥😥😥
ঠিক বলে ছেন
দক্ষিন এসিয়াই সব গুলো বালের দেশ। ও দেশে কোন কিছুর দাম নেয় , একটা মানুষের জিবনের মুল্য ও মাত্র ২০০ টাকা ও কোন কোন সময় ।
বহুদিন আগে শিলিগুড়িতে ভগবান মালি কে ভায়োলিন বাজাতে দেখেছি এবং আমরাও দল বেঁধে উনার ভায়োলিন বাজানো শুনেছি। আজ ওনাকে দেখে খুবই ভালো লাগছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সুস্থ থাকুন।
Apni kichu sahajóo koren ni
@@pintudas556 সেই সময় আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সবাই কিছু আর্থিক সাহায্য করেছিলাম।
এই প্রতিভাকে সামনে আনার জন্য চ্যানেল কর্তৃপক্ষকে অভিনন্দন জানাই... 👌👌👌
এমন মানুষকে আরও অনেকের সামনে নিয়ে আসার জন্য ধন্যবাদ ।
কী করুণ অবস্থা এ দেশের কত শিল্পীর !
On plhhj
b
Ghhhh
Hhhhj
Hg
Hhhhj
v gjbhvf5cv nb3cv
Hg
Hughhiyyu898hyui
TV9 যেন এই ব্যতিক্রম সারাজীবন ধরে রাখতে পারে। মানুষ হয়ে মানুষের কথা শোনান, নেতা নেত্রীরা আসবে যাবে মানুষ থাকবে।
Chaleye jao
জীবন্ত ভগবান, এটাই ভগবানের চেহারা, ইনি ভগবান❤️❤️
এই রকম প্রতিভাবান শিল্পীর কি রাস্তা ছাড়া আর কোন গতি নেই। ভগবান সহায় হোন এই রকম পথ হারা শিল্পীর জন্য। অসাধারণ, ধন্যবাদ।
অন্য চ্যানেল গুলোর নোংরামি কচকচানি থেকে বেরিয়ে ভালো খবর।থ্যাঙ্ক ইউ টিভি নাইন।
এই পোড়া দেশে প্রতিভা র কোনও দাম নেই.... না হলে পথে পথে ঘুরতে হয় এই শিল্পী কে
Dede vai j deshe juto bikri hoi ac te r boi bikri hoi footpath a sei deshe r ke asha koben.
Khub sundor bolechen
একদম ঠিক বলেছেন।
টাকা থাকলেই তোমার প্রতিভা না থাকলেও দাম থাকে
একদম ঠিক কথা
তা না হলে ভারতের আনাচে কানাচে ছড়ানো প্রতিভা ফেলে অন্য দেশ থেকে লোক এনে তাদের প্রতিভা তৈরি করে দিয়েই গালাগাল খায়। প্রতি টি রিয়েলিটি শো তে এ দেশের ছেলে মেয়েরা চান্স পায় না,অথচ অন্য জায়গার লোক এনে উচ্চারন শেখাতেও লোক রাখা হয়।
এ ভগবান কে সৃষ্টি করেছেন স্বয়ং ভগবানই 🙏🙏🙏🙏🙏🇮🇳
হৃদয় ছুঁয়ে যাওয়া বেহালার সুর শুনলাম ভগবান বাবুর কাছে। এমন শিল্পী কে অনেক অনেক শ্রদ্ধা জানাই।
সত্যি বলতে কান্না থামলো না আমার। একজন শিল্পীকে যে কিভাবে মানুষ পারে এভাবে রাস্তায় থাকতে দিতে। আর কেমন ছেলেরা চিন্তা করুন।
সরিতা মালি অসাধারণ নারী আপনি। এভাবেই থাকুন এই সুরে মিশে থাকুন। আপনার মতো জীবন সঙ্গী যেনো সকল মানুষ পায়। মানুষ টার মুখে কি মলিনতা। কি নেশা বাজানোর। থামছেই না তার সুর। কান্না থামল না আমার। । আসল মূল্যবান রত্নরা এভাবেই বোধহয় হারিয়ে যায়। কেউ না খেতে পেয়ে, কেউ ঠাই না পেয়ে। TV9বাংলা আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি এনাদের মত মানুষকে একটা প্লাটফর্ম দেন তাহলে এমন শিল্পীদের দেখে আমরা ধন্য হবো।
ভুল ত্রুটি হলে মার্জনা করবেন।
ধন্যবাদ।
"দিল দিয়াহে জান ভি দেঙ্গে এ ওয়াতান তেরে লিয়ে.."। দুর্দান্ত ❤️
Na, eta diwana hua badal, from kasmir ki koli.
@@sudipta23 3 নম্বর গান এটাই... পুরোটা শুনতে হবে তো!
ধন্যবাদ Tv9 চ্যানেল, পথচলা প্রতিভাবান পাশে দাঁড়ানো জন্য। ভগবান যেন ভগবান পাশে দাঁড়ায়। 🙏
অসাধারণ প্রতিভা! প্রার্থনা করি ঈশ্বর মনসকামন পুরন করুন। tv9 কে ধন্যবাদ।
প্রাণটা জুড়িয়া গেল। আহা! কত বড় এক শিল্পী। শ্রদ্ধা জানাই ওনাকে। ভালো থাকুন , সুস্থ থাকুন এটাই ভগবানের কাছে প্রার্থনা করি।
এমন অজস্র শিল্পী পথেই হারিয়ে যায়।
TV9 বাঙলার প্রচেষ্টা কে সাধূবাদ জানাই।
Hats of TV9 Bangla
অনবদ্য সৃষ্টি ,অসাধারন TV9
Gruclips.net/video/rJcoggEKH_4/видео.html
হে ভগবান, একটু চোখের জল ছাড়া কিছুই দিতে পারলাম না।
ঠিক দিদিভাই
আমি ও, দাদা,
খুব খুব কান্না এলো😥😥😥
Ak dom thik 🙏
হে ভগবান তোমায় অন্তর থেকে শ্রদ্ধা জানাই । জীবনের শেষ পর্যন্ত খুব ভাল থেকো🙏🙏
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি, মানুষ কি পেতে পারেনা ।
ruclips.net/video/rJcoggEKH_4/видео.html
ধন্যবাদ
Manus to abossoi manuser jonne.. bt ekta chele ki ekta pitar jonne noy... Age sei chele guloke khuje bes kore thangano darkar....
পৃথিবীতে এমন মানুষ খুব কমই দেখা যায় , ইশ্বর আপনার মঙ্গল করুন 🙏🏻🙏🏻🙂🙂
ধন্যবাদ ❤️👍👍
আমাদের বিডন স্ট্রিট আর রাতে বিডন রো উত্তর কলকাতার চলচ্চিত্র জগতে, প্রায়শই শুটিং, গানের মেলা, সব কিছুই ঐতিহাসিক।ভগবানের সানিধ্য বহুদিনের।tv9কে ধন্যবাদ, এমন সুন্দর প্রতিবেদনের জন্য👍💐💐💐
অনেকের 🎻 বাজানো শুনেছি কিন্তু এনার বাজানো তো একদম আলাদা ।
অনেক নামী দামী শিল্পীর বাজানো শুনেছি কিন্তু এইরকম ফিলিংস আসেনি ❤️❤️❤️❤️
"ভাল যে জন রইলো ভাঙা ঘরে
মন্দ সে জন সিংহাসনে চড়ে "
কতই রঙ্গ দেখি দুনিয়াই ।
প্রতিভার কথা কি বলব।উনার বেহালা শুনে আমার চোখে জল এসে গেল । ঈশ্বর উনাকে যেন সঠিক জায়গা করে দেন।
ভগবান মালী একজন সত্যিকারের শিল্পী। একেই বলে সত্যিকারের সাধনা। খুব গর্ব করার মতো। শিল্পী কে আমার নমস্কার ।
অপূর্ব 🙏🏻।
প্রতিভা একেই বলে❤️।ঈশ্বর হয়তো সব দেননা।তাই প্রতিভা দিয়েই হয়তো ছেড়ে দিয়েছেন।কামনা করি সুস্থ থাকুক।🙏🏻
একজন গুণী শিল্পীর কী নিদারুন অবস্থা ! কত দিনের সাধনা! জীবন যন্ত্রনা সুরের মধ্যে দিয়ে ফুলের মতো ঝ'রে পড়ছে। অসাধারণ প্রতিভা।এইরকম শিল্পীকে শত জনমের শ্রদ্ধা জানাই। TV9 বা্ংলাকে অজস্র ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ টিভি9 চ্যানেল কে 🙏ধন্যবাদ সোস্যাল মিডিয়া কে ,এই ধরণ এর প্রতিভা কে সকলের সামনে তুলে ধরার জন্য,
আহা মন ভরে গেল ভগবানজী ! এইভাবেই আপনি ভালোবাসার সুর সবার মনে প্রাণে ছড়িয়ে দিন 🙏
আমার অনুরোধ এই মানুষটিকে কেউ সাহায্য করুন
এমন প্রতিভা আজ রাস্তাতে। দুখঃ লাগে
Thik bolechen dada,enar satti karer sahajjoo darkar
সাহায্য করতে চাই
@@shreyamitra9600 as Early As Possible. Let Be God With You.
এমন অনেক মানুষ আছে যারা ভগবানের দুত হয়ে আসে ভগবান বাবু ও রকম এক মানুষ ওনার ভায়োলিন অসাধারণ অনবদ্য । আপনাকে ধন্যবাদ ও প্রনাম ।🙏🙏🙏🙏👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
আহা কি প্রতিভা,,,,
তার বেহালার সুর আমাকে কাঁদিয়েছে, আসল প্রতিভার মূল্যায়ন খুব কমই হয় এই জগতে❤️❤️❤️
ক্ষমা করবেন, এদেশে লাখো মানুষ এর জীবন ব্যর্থতা খচিত।
লজ্জা পাই ঘৃণা লাগে
তবু কষ্ট করে ভুলে থাকি।
মনে ধরলো, ভালো থাকবেন । ধন্যবাদ।
obak byapar eder kono vata nai.....
এরকম প্রতিভাবান শিল্পী অনেক আছে। কে কটার খোঁজ রাখে? এটার বিষয়ে বিশেষ মিডিয়া র ব্যবস্থা করে এদের জীবন এব্্ আর্থিক বিষয়ে ভাবনা চিন্তা করা।
Tv9 বাংলা কে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর প্রতিভা কে তুলে ধরার জন্য ধন্যবাদ
অসাধারণ প্রতি ভা।প্রতি ভা কে কূরনিস করেছি আপনার।ভগবান যেন ভগবানের মঙ্গল করেন। অনেক মানুষ আপনার ভায়োলিন শোনার সুযোগ পায় যেন। মুম্বাই থেকে আপনার ডাক আসুক। অসাধারণ👏✊👍
মন ছুয়ে গেল, চোখ ভরে এল
অসামান্য প্রতিভা। আপনি সত্যিই ভগবান। কি অপূর্ব । প্রণাম 🙏
খাটি রত্ন, এত ভালো শিক্ষক পথে.... সত্যি কলকাতা তুমিই তিলোত্তমা
সংযোগ করিয়ে দেওয়া । জীবনের শেষ লগ্নে এসে উনি যেমন আত্ম মর্যাদা পাবেন , তেমন উনিও চীর কাল অমর হোয়ে থাকবেন । এই পৃথিবীর বুকে যত দিন গান বাজনা থাকবে , ততদিন । এ সুযোগ হাত ছাড়া হতে দেওয়া চলবে না । অসংখ্য ধন্যবাদ । নমস্কার ।
উনি যদি রাজি থাকেন তবে,ওনার দায়িত্ব আমি নিতে চাই।😥😥😥
ভিডিও ক্যামেরা যাঁর হাতে ছিল তাঁকে অনেক সাধুবাদ। খুব ভালো লাগলো।
আর এই ভগবানের মতো কত ভগবান রোজ হারিয়ে যায় মানুষের ভিড়ে। মনে পড়ে গেল ছোট বেলায় সোনা দিওয়ানা হুয়া বাদল, এক বাবা তার ছোট্ট ছেলের হাত ধরে এসে বাজাত আর আমরা বারান্দায় দাঁড়িয়ে শুনতাম। TV9 ঘড়ির কাঁটা অনেকটা পিছিয়ে নিয়ে গেল সেই ছোট বেলায়...
আপনাকে অনেক প্রণাম। ঈশ্বর আপনার মঙ্গল করুক।
চোখ বেয়ে জল গড়িয়ে এলো ❤❤এতো প্রতিভা ওনার, কিন্তু ভাগ্যের কি খেলা যে রাজপথে ঘুরে বেড়াতে হচ্ছে ওনাকে ❤😭যাই হোক ওনার প্রতিভা টা তুলে ধরার জন্য Tv9 bangla চ্যানেল কে অনেক ধন্যবাদ।
Money only is not the standard of value, the violin player played his priceless tune is ultimate joy of life.
ভালো প্রতিভাবানেরা এগিয়ে যেতে চাইলে ও লোভি না থাকলে সমস্ত প্রতিভা নিভে যায়
অসংখ্য ধন্যবাদ অভিনন্দন টিভি 9 কে
Many many thanks TV9Bangla.
ওঁকে প্রণাম🙏🙏🙏🙏🙏🙏
অসাধারণ প্রতিভা রাস্তায় শেষ হয়ে যায়... এদের শুধু ভগবানের নামক অস্তিত্ব টা ভরসা...
আমাদের বাড়ির থেকে কিছু টা দুর এ বাড়ি।খুব খুব সুন্দর বাজাই।
একটু সাহায্য করবেন। সম্ভব হলে এই থ্রেডে জানান আমরা কী করে সাহায্য করতে পারি।
Please help the god .
অনুগ্রহ করে পারলে এলাকার ক্লাব থেকে এনাকে একটা মিউজিক স্কুল খুলে দিতে সাহায্য করুন....
ektuuuu dekhoo vai...monta khub e koste acheee enake dekhe...ini asol |"VAGOBAN"
আমি যতটা পারবো করবো।
ভগবানের মধ্যে খুঁজে পেলাম বেহালা-ঈশ্বরকে, যার সুরের মূর্ছনায় চোখের কোণ কখন জলে ভরে উঠেছে টের পাইনি।
ধন্যবাদ tv9 বাংলা, ভগবান কে দেখলাম।
এমনই অজানা কতনা প্রতিভা পৃথিবীর সভ্যসমাজে বিকাশ ঘটিনী। কোন টা শুরুতেই ঝরে গেছে আবার কোন টা গুরুত্ব পাইনি সমাজের ঝলমল রঙ্গমঞ্চে তবুও ওরা হত ভাগা মানুষ। ধন্যবাদ টিভি ৯ বাংলার,,,,,
বর্তমান সময়ে, সত্যি কথা, প্রতিভার কোন দাম নেই।
হে মহান শিল্পী তোমাকে জানাই প্রণাম , শিল্পএই শিল্পীকে বাঁচিয়ে রাখে , নাই বা রইলো বিরাট অডিয়েন্স , অনেক সংবর্ধনা , স্রেফ শিল্প বাঁচলো শিল্পীর হাতে , মনে , প্রাণে , এটাই তার শ্রেষ্ট সংবর্ধনা . এরকম হাজার হাজার বোনের ফুল বোনে ফোটে আর বনেই ঝরে যায় পৃথিবীর গান গেয়ে ............
অবশ্য ই একটা ইস্কুল খুলতে পারেন। talent কখনো ব্যর্থ হয় না।
শিল্পীর এই অবস্থা দেখে বড়ই কষ্ট পেলাম।।
ঈশ্বর তুমি ওনাদের ভালো রেখো।।
অনেক ভালোবাসা রইলো তোমাদের প্রতি । সুর শুনে আমি মুগ্ধ ।
অপূর্ব বেহালা যেন কথা বলছে।
অনেক ভালোবাসা, অভিনন্দন।
"সুরেই জীবন, সুরেই সব
সুরেই অব্যক্ত কথা
সুরেই প্রকাশ, জীবন বাণী
বুকটাতে কত যে ব্যথা।
(এ দাস।)
Aruneswar das.islampur, u.d.
টিভি 9 বাংলা - কে এই ভিডিও টি মানুষের সামনে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ 🙏🙏🙏
অসাধারণ বেহালা বাদক । এমন গুণী মানুষ তো সহজে পাওয়া যায়না। তাঁকে সহায়তা দেয়া জরুরি ।
ঈশ্বর, 🙏দয়া করে প্রতিভাবানদের পরিস্ফুটিত হবার সুযোগ করে দাওl
এই রকমই একজন বেহালা বাদককে চিনতাম আমার ছোট বেলায় --ষাটের দশকে কলকাতার
ভবানীপুরে।
সুমনের গানে যে বেহালা বাদকের কথা পাই তিনি সেই একই জন ছিলেন কিনা আন্দজের বিষয় , নিশ্চিত জানা নেই।
I am interested to learn Violin from him against the required fees as per his demand. But contact point is urgently needed. Most importantly his senses of tuning is superbly beyond any imagination. Excellent skills 👌
প্রণাম শিল্পিকে। বারংবার হাজার বার।বাংলাদেশ থেকে।
ভগবান, আপনি ভালো থাকুন
আমাদের পাড়াতেও ভদ্রলোক এসে ওঁনার বেহালার শুরে আমাদের মাতিয়ে রাখতেন হ্যামিলনের বাঁশিওয়ালার মোতোন।আমরা অবাক দৃষ্টিতে তাকিয়ে শুনতাম ওঁনার প্রাণের বাদ্যযন্ত্র বেহালার সুড়।অনেক দিন পর টিভি ৯ এর পর্দায় ওঁনাকে দেখে ভালো লাগলো, ওঁনার সঙ্গে যোগাযোগ করার ইচ্ছা আছে। ভগবানের শিল্পকে কুর্নিশ জানাই।
সত্যি আমরা কতো নিষ্ঠুর। কিভাবে ওনার পাশে দাঁড়াতে পারবো জানাবেন প্লিজ। tv9 কে অনেক ধন্যবাদ।
Amra o chai oner pase thakte r kichu help korte , present address ta janale valo hoto.
Ami o chai
আমার বিশেষ পরিচিত এই ভগবান দাস, মালদার মানুষ। এই গুনী শিল্পীর পাশে সরকারের দাঁড়ানো উচিত। Tv9 চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ এই গুনী শিল্পীকে জনসমক্ষে তুলে ধরার জন্য•••🙏
Malda thik kothai bari ektu bolben plz.ami maldar 6ele
He is original Malda,amra onk street performance sunechi,sokolei onr fan,onk request korechi kintu sekhan na
যারে,,,, যারে উড়ে যারে পাখি🎵🎶🎻
আহা❣️
খুবই ভালো লাগলো ❣️❣️❣️
কতো প্রতিভা শেষ শুধু পরিসেবার অভাবে।🙏🏿
Mon voregalo.somobedonachara. Kii ba dite pari
বাংলাদেশ থেকে বলছি। ভায়োলিনের সুরে বিমুগ্ধ। এই গুণী মানুষটির একটু হলেও মূল্যায়ণ হোক। এই প্রত্যাশা ভারতবাসীর কাছে।
It's my humble request to the music companies to give him a prestigious position so that his talent may be rewarded.🙏
💦💚🍃ভীষণ ভালোবেসে চোখের জল দিলাম দাদু, তোমার চরণে ভক্তি, সত্যিকারের ভগবান তুমি
Asadharan bajan uni.Jalpaiguri te sunechi.Barite deke anek gan sunechilam.Besi kotha bolen na. Malda te bari bolechilen.Taka poysa nite chan ni.Jor korei deoa hoyechilo.
এই সুর শুনেই ভালোবাসা হলো,আহা মন ভালো হয়ে গেল ভগবান মালীর স্ত্রীর এই কথা শুনে। এতো দারিদ্র্য, কলকাতার ইঁট কাঠ পাথরের ফুটপাতের শতচ্ছিন্ন জীবন মূহুর্তে আলোয় ভরে গেল। বেহালার সুর এই কিনু গোয়ালার গলি ছাড়িয়ে ক্রমশঃ পৌঁছে যায় ছায়াপথ, নীহারিকা পুঞ্জে। ধন্যবাদ TV9।।
Respected man❤️❤️❤️
অসাধারন বাজানো। প্রনাম এই প্রতিভাকে। জানি না সমাজের ঋন শোধ হবে কিনা। বিডন স্ট্রিটে গিয়ে দেখা পাইনি ওনার। ইচ্ছে ছিল দেখা করার।
তাই হয়তো সবাই বলে, যেখানে সরস্বতী থাকে সেখানে laxmi থাকে না।
💚💚💛💛💜💜💙💙
একদম
শিল্পী
সত্যিই শিল্পী...
উনি কারোর নয়
উনি শুধু নিজের.....
চোখে জল এসে যায়..
মন ভরে গেল❤️❤️❤️
ওনার সুর শুনে আমার কান্না পেলোউনি সওতি ভোগোবাণে 🙏🏼🙏🏼
Dumdum station a 1jon manus khub valo bashi bajan.onake o apnara highlight korun🙏🙏
ঘরে দুমুথ ভাতের অভাব
কিন্তু তার কাছে প্রথিভার
কোন অভাব নেই। মা
স্বরসতী যেন নিজেই তার
কাছে এসে ধরা দিয়েছেন
ভালো থাকুন শিল্পী এই
পাথনা করি ভগবানের কাছে
Tv9 k onk dhonnobad....rong chorano news na dakhiya....বাস্তব tule dhoranor jonno ❤
অসাধারণ!
হৃদয় প্রসন্ন হয়ে গেল!
ওনার প্রতিভার উপযুক্ত সম্মান প্রদর্শন করা উচিত।
এই যুগে প্রতিভার কোনো মূল্য নেই, মূল্য আছে তার,যার আছে প্রচুর টাকা আর "sorce "
ওনার এই প্রতিভা সর্ব সাধারণের কাছে তুলে ধরার জন্য আপনাদের ঐকান্তিক প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।
Tv9 Bangla mane onyo rokom, mon bhalo kora khobor, manusher pashe thakar khobor...
চোখ ভিজে যায়, বুক ভিজে যায়। ভালোবাসা অবিরাম
❤️❤️ খুব সুন্দর
ভালোবাসা হয়তো একই বলে। ভগবান বাবুর স্ত্রী আমার মাতৃসম। তিনি বুঝিয়ে দিলেন ভালোবেসে সুরের টানে ঘর বাঁধা যায়। জীবনের শেষ দিন পর্যন্ত।এমনকি রাস্তাতেও
Shilpi tumi srestho❤❤🙏🙏🙏🙏🙏pronaam nio vogobaan❤❤❤❤❤❤
একজন সত্য প্রতিভাবান শিল্পী। আমি মনোমুগ্ধ।।।।।।।😇😇😇
আমি আজকে জানলাম এনার বাড়ি মালদহ
আমি জানতাম যে আমাদের এখানে শিলিগুড়ি
কাকা চলে আসো এখানেই ❤
কেন এমন হয়
ওনার প্রতিভা কি
কারো চোখে পড়েনি
আমরা কি তাহলে সত্যি সত্যি
অন্ধ হয়ে গেছি
Help this "Man of Soil" "God gifted Intellect" Inborn Inherent talent.....
Salute....him.... "the God of Violin"
Aap ke a awaz hi pahechan hey.....
Sottikar Vogobaner Doridro Besh....
Give Him Actual Honour.....👏👏👏👏👏👏👏👏👏
ভগবান মালি কে আমি ছোটবেলা থেকেই শিলিগুড়িতে রাস্তাঘাটে বিভিন্ন বিয়ে বাড়িতে Violin বাজানো শুনেছি। উনি প্রায় ৩৫/৪০ বছর যাবৎ শিলিগুড়িতেই বেশি থেকেছেন।