সুন্দর ভিডিও.. এক সমৃদ্ধ জনপদ উঠে এলো ইতিহাসের পাতা থেকে। মানস বাংলা না থাকলে এমন সব মূল্যবান অতীতকথা হয়েতো আমার অজানাই রয়ে যেতো। জনহিতকারী সম্ভ্রান্ত পরিবারটির অবদান দেখে মুগ্ধ হতে হয়, শ্রদ্ধায় বুক ভরে আসে। মানস ভাইয়ের মৌলিক উপস্থাপনা আর অফুরন্ত এনার্জিকে অভিবাদন। 💐🙏💐
আমাদের রাজবাড়ির ইতিহাস এত সুন্দর করে তুলে ধরার জন্য প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমাদের গ্ৰাম এত সুন্দর তা আপনার ভিডিও এর মাধ্যমে জানতে পারলাম। এত দিন ধরে বাড়ির পিছনের পরিখা কোনে দিন সম্পূন ভাবে চোখে দেখা হয় নি, আপনার ভিডিওর মাধ্যমে এত সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করতে পারলাম, অসংখ্য ধন্যবাদ।
মানস বাংলার জন্যই পশ্চিম বঙ্গের অজানা অনেক ইতিহাস জানতে পারছি। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। ধন্যবাদ জানাই তালিব পুরের জমিদার বংশের বংশধরদের যারা খুব ভালো আন্তরিকতা দেখিয়েছেন।
বাংলা RUclips channel এর ঐতিহাসিক ভিডিও মানেই তো মানসবাবুর মানস বাংলা। আমাদের পশ্চিমবঙ্গে যে কত ঐতিহাসিক স্থান আছে, তা জানার জন্য ও আপনার অনবদ্য ঐতিহাসিক তথ্য উপস্থাপনার জন্য ই আজ আমি এই channel এর subscriber. (বেলঘরিয়া নিমতা থেকে অভিক মজুমদার বলছি)।
প্রথমে বলি রাস্তার কথা মন হারিয়ে যাওয়া রাস্তা। তার পর তালিবপুর জমিদার বাড়ি সত্যি সুন্দর। তবে মন খারাপ করা সুন্দর। সব ইতিহাস হয়ে থাকবে ভালো থাকবেন আপনারা নমস্কার।
নমস্কার দাদা, তালিবপুর জমিদারী প্রথা, দশ হাজার বিঘা সম্পত্তি, মানে, সত্যি সত্যি এ এক অসাধারণ এবং সুবৃহৎ ঐতিহাসিক জমিদারী প্রথা, আজ সত্যিই অভূতপূর্ব একটা ইতিহাস সম্বন্ধে শুনলাম ও জানলাম, অনেক নামজাদা ব্যক্তিদের সম্বন্ধেও জানলাম যারা এই বংশেরই বংশধর এবং সুপ্রতিষ্ঠিত ও উজ্জ্বল নক্ষত্র, যদিও তাদের অনেকেই আজ আর জীবিত নেই, তবে অবশ্যই বংশের সুনাম বজায় রেখেছেন কিংবা আজও রাখছেন, যাইহোক, ভীষণ রকমের ভালো লাগলো গোটা বিষয়টা ...…... অনেক অনেক সাবধানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন আপনারা সবাই, ধন্যবাদ
এতো কাছের একটা ইতিহাস জানা, এ এক চরম প্রাপ্তি ! ওদের অতিথিওতা দেখে ভালো লাগলো ! এ এক অনন্য ভিডিও ! দারুণ লাগলো। মানস ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ! ভালো থাকবেন !
তালিবপুরের কাছেই হামিদহাটি পিলখুন্ডি গ্রামে আমার বাড়ি। প্রয়োজনে অনেকবারই তালিবপুর জমিদার বাড়ির পাশ দিয়ে গিয়েছি। জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে খুব বেশি কিছু জানা ছিল না। ভিডিওটি দেখে অজানা অনেককিছু জানতে পেরে সমৃদ্ধ হলাম।
নিয়ামুল ইসলাম ভাই " বাংলাদেশ থেকে তালিব পুর জমিদার বাড়ি দেখতে আসার খুবই ইচ্ছা আছে। ভাষা সৈনিক আবুল বরকত তালিব পুর স্কুলের ছাত্র শুনে খুবই ভালো লাগলো। তাছাড়া বাংলাদেশের সিনেমার খলনায়ক আহম্মেদ শরীফ এই জমিদার বাড়ির সন্তান শুনে আরও বিস্মিত হলাম। আহম্মেদ শরীফ খুবই বড় মনের মানুষ কেননা জমিদার বংশের মানুষ বলে কথা। যাইহোক ভাইয়া আগামী এক দুই বছর আল্লাহ পাক বাচিয়ে রাখলে আপনাদের ওখানে যাবো ইনশাআল্লাহ, তখন অবশ্যই পাশে থাকবেন আশাবাদী। ভালো থাকবেন দোয়া ও শুভ কামনা রইলো।
মানস দা একথা অবশ্যই অকপটে আমিতো স্বীকার করবোই যে আপনাকে ছাড়া পশ্চিমবাংলার তথা সমগ্র ভারতের ইতিহাস একদমই অসম্পূর্ণ আমার খুব খুব খুব ভালো লেগেছে মানস দা অনেক অজানা ইতিহাস আপনার জন্যই জানতে পারি আমরা আর ড্রোন ক্যামেরার ছবিগুলো খুব সুন্দর মানস দা আরো বেশি আপলোড চাই মানস দা আরো বেশি করে ইতিহাস জানতে চাই দাদা
আপনি থাকেন কোথায়? আপনি কি প্লাটিনা বাইকটি নিয়ে ভ্রমন করেন? আমি আপনার ভিডিও দেখে অত্যান্ত আপ্লুত,, এবং আমি যেন, সেইখানে চলে যাই,একটা রোমাঞ্চকর অনুভূতি হয় অসাধারণ অপূর্ব অভূতপূর্ব 🙏🙏🙏
তালিবপুর গ্রাম কোন সাধারণ গ্রাম নয়,, এই গ্রাম আধুনিক অট্টালিকায় পূর্ণ,, আর জমিদার পরিবারের বংশ ধর থেকে গ্রামবাসীরা মনে হলো সবাই ভীষণ আন্তরিক, আমি তোমাকে ভালোবাসি তালিবপুর ।আর আপনাকে কিছু বলার নেই মানস দা,, শুধু বলি যতদিন আপনি চালিয়ে যাবেন, আমিও আছি আপনার সঙ্গে। ধন্যবাদ।
Felt nostalgic. Our ancestral house was at Talibpur. In my childhood I visited the with my father, a physician by profession who was also posted as a Medical Officer atTalibpur Hospital. Years together we spent our holidays wth our parents in the quarters of the MO. I had heard many stories from our grandparents and father... I have many memories associated with the village. Your video made them animated making me ride the Time Machine to make me feel living in the days of my yester years. Thank you for taking me back in the days of my childhood. Thank you once more.
সত্যি ই অপূর্ব মানুষ দা, আপনার প্রতি টা ভিডিও আমি দেখি, কিন্তু কম্যান্ড করা হয় না, লাইক এবং শেয়ার করি, আমার বাড়ী নবগ্রাম থানার আয়রা গ্রামে,৩৪নম্বর জাতীয় শড়কের পাশে, এখন কোলকাতায় থাকি, আপনি ভালো থাকুন সুস্থ থাকুন, এবং এই রকম ভিডিও গুলো চালিয়ে যাওয়ার জন্য, ইতিহাস কে তুলে ধরার জন্য ধন্যবাদ,,,
I am of HARINNYA GRAM , DIPANKAR SARKAR ,S/O - HARI CHARAN SARKAR I AM VERY MUCH HAPPY & PROUD SEEING THAT EPISODE REGARDING TALIB-PUR GRAM . HAT'S OFF MANAS-DA
অন এতটাই মধুর মনে হল আগের মানুষগুলো এত ভাল ছিল এত কিছু দান করে দিয়ে যায় এই এই প্রজন্মে তো এটা দেখাই যায়না যেটা দেয়া প্রাপ্য সেটাই তো দেয় না এক্সট্রা দেয়া তো দূরে থাক এই জমিদার পরিবারের সবার জন্য দোয়া রাখে আল্লাহ তাদের কিছুই সালামতে রাখুন এবং তাদের পূর্বপুরুষ যারা মরে গিয়েছে যারা ভালো কাজ করেছে ভালো কিছু করেছে তাদের সবাইকে বেহেস্ত নসিব করুক এই দোয়া করি এবং সামনে যারা ভালো কাজ করবে ভবিষ্যতে এই ইতিহাস গুলোকে ধরে রাখবে তাদের সবাই সহিসালামতে থাকুক এই দোয়া রাখি পূর্বপুরুষের এবং বর্তমান পুরুষদের সবার প্রতি সালাম রইল
মানুষ চলে যায়, থাকে কীর্তি। সমস্ত ভিডিও দেখে এটাই সবার আগে মনে হচ্ছে। মানস বাংলার ইতিহাসের প্রতি নিষ্ঠা তো নতুন নয়। আলোয় আসে কত আড়ালে থাকা ঐতিহাসিক নিদর্শন। এবারের অমূল্য প্রাপ্তি জমিদারের বংশধর ও গ্রামবাসীদের আতিথেয়তা। মনকে ছুঁয়ে যায়। দয়া করে একটু সাবধানতা অবলম্বন করুন ধ্বংসাবশেষ ঘোরার সময়। আপনাদের অনেক ধন্যবাদ। সেই সঙ্গে অনুরোধ- করোনা কাল কাটলে কলকাতায় আসুন। অন্ধকুপ হত্যা, মহারাজা নন্দকুমারের ফাঁসি স্থান আরও অনেক ঐতিহাসিক বিষয় গুলি নিয়ে একটি ভিডিও করার জন্য আন্তরিক অনুরোধ জানাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক শুভকামনা জানাই
ধন্যবাদ মানস বাংলা"কে, আপনার সোনারোন্দি ভিডিও ক্লিপে আমি কমেন্টে আবেদন রেখে ছিলাম যে তালিবপুর রাজামিঞার রাজবাড়ীর ভিডিও করুন, এবং আমাদের তালিবপুর বাড়ির ঠিকানা ও দিয়েছিলাম,ঐ গ্রাম আমার জন্মস্থান, আপনি কথা রেখেছেন,অবস্য অনেকেই হয়তো আবেদন রেখেছিলেন, ভিডিও টি দেখলাম খুব ভালো উপস্থাপনা, ধন্যবাদ রইলো আপনাকে,
ওখানে যাওয়ার আগে আপনাকে ফোন করার চেষ্টা করেছিলাম কিন্তু আপনি যে নম্বর দিয়েছিলেন তাতে একটা সংখ্যা কম ছিল। যাইহোক জমিদার পরিবারের সদস্য তথা গ্রামের মানুষের ভীষণ সহযোগিতা পেয়েছি।
তালিবপুরের জমিদারদের কাহিনী জানতে পেরে খুব ভালো লাগলো । মানস বাবুকে অসংখ্য ধন্যবাদ । তালিবপুরের জমিদারদের বাড়ি দেখতে যেতে এবার বড্ড ইচ্ছা জাগছে । west bengal, birbhum, rampurhat, bud stand, Singi bagan , 731224, jonas Jeniva building থেকে ।
স্যার আপনার ভিডিওগুলো যত দেখছি ততই মুগ্ধ হয়ে আগে আপনার ভিডিও দেখতাম কিন্তু অতটা মনোযোগ দিতাম না গত দু'দিন ধরে ওয়াশরুম আর খাওয়ার সময় টা ছাড়া বাকি সব সময় টা আমি আপনার ইতিহাসের তুলে ধরা সত্য ঘটনাগুলো দেখছি আর ততটা অবাক হচ্ছি আসলে আমাদের পৃথিবীতে কত হাজার হাজার কোটি কোটি ইতিহাস রয়েছে সবগুলোই কত সুন্দর কত নির্মম কত গম্ভীর গায়ের লোম দাঁড়িয়ে যায় এগিয়ে যান আমরা সবাই আছি আপনার সাথে love you sir আপনি হচ্ছেন একজন আসল বাঙালি যে তার নিজের দেশের ইতিহাসকে তুলে ধরে এটা নিয়ে অনেকেই লিখে না বাও ভিডিও করতে চায় না অনেক বিরক্তিকর মনে করে কারন এটার উপরে পড়াশোনা করতে হয় ধৈর্য রাখতে হয় অনেক কিছু জেনে বুঝে তারপরে কাজ করতে হয় অনেকের ধৈর্যই হয়না আপনাকে অনেক অনেক নমস্কার
ভাষা শহীদ “আবুল বরকত” এর পাঠ লাভ করা স্কুল দেখতে পেরে মনটা আপ্লূত হয়ে গেল। ধন্যবাদ মানস’দা। বাংলাদেশ থেকে ভালোবাসা জানবেন দাদা।
অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার তালিবপুর কে আপনার চোখ দিয়ে দেখতে অপূর্ব লাগল।
সুন্দর ভিডিও.. এক সমৃদ্ধ জনপদ উঠে এলো ইতিহাসের পাতা থেকে। মানস বাংলা না থাকলে এমন সব মূল্যবান অতীতকথা হয়েতো আমার অজানাই রয়ে যেতো। জনহিতকারী সম্ভ্রান্ত পরিবারটির অবদান দেখে মুগ্ধ হতে হয়, শ্রদ্ধায় বুক ভরে আসে।
মানস ভাইয়ের মৌলিক উপস্থাপনা আর অফুরন্ত এনার্জিকে অভিবাদন। 💐🙏💐
ধন্যবাদ দাদা 💙
অসাধারণ দাদা।
আহমেদ শরীফ বাংলাদেশ চলচ্চিত্র এর নামকরা খল অভিনেতা। এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারলাম দাদা। অনেক ধন্যবাদ
উনি কি আমাদের চলচ্চিত্রের খল অভিনেতা আহমেদ শরীফের কথা বলছেন?
তালিবপুর এককথায় অসাধারণ লাগলো। ভিডিও টি দেখার পর একবার ঘুরে আসতেই হবে। অনেক অজানা তথ্য জানা গেল। আপনাকে অনেক ধন্যবাদ।
খুব ভাল লাগলো, পশ্চিমবঙ্গের আর ও একটা অজানা ইতিহাস সম্পর্কে জানতে পারলাম।
আমাদের রাজবাড়ির ইতিহাস এত সুন্দর করে তুলে ধরার জন্য প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমাদের গ্ৰাম এত সুন্দর তা আপনার ভিডিও এর মাধ্যমে জানতে পারলাম। এত দিন ধরে বাড়ির পিছনের পরিখা কোনে দিন সম্পূন ভাবে চোখে দেখা হয় নি, আপনার ভিডিওর মাধ্যমে এত সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করতে পারলাম,
অসংখ্য ধন্যবাদ।
দাদা তোমাদের সম্পর্কে অনেকে কিছু জানতে পারলাম
@@sayandipsinghababu9597 ধন্যবাদ... আমি দাদা নয়. আমি উনার মেয়ে।
@@littleangel811 আমাদের সিমলা পাল একদিন এসো। তোমার বয়স কত আমার বয়স 21।বোন। আমি সিমলা পাল রাজবংশের বংশধর। আমার ইতিহাস নিয়ে ভিডিও বানাবেন কি
মামস দা ভিডিও টা খুবসুন্দর হয়েছে ধন্যবাদ
কি যে চমৎকার লাগছে বুঝতে পারবোনা, দাদা আবারও ধন্যবাদ 🧡🧡💛 🧡💛🧡💛🧡💛🧡💛🧡💛🧡💛🧡💛🧡💛🧡💛🧡💛
খুব সুন্দর আর হারিয়ে যাওয়া ইতিহাস খুজে বার করে তা দেখানো ও সুন্দর ভাবে বিবরণ করার জন্য আপনাকে ধন্যবাদ
এতোদিন ধরে জানি বিশিষ্ট অভিনেতা আহমেদ শরীফের বাড়ি কুষ্টিয়া জেলায়, আজ তার নতুন পরিচয় পেলাম। ধন্যবাদ আপনাকে।
মানস বাংলার জন্যই পশ্চিম বঙ্গের অজানা অনেক ইতিহাস জানতে পারছি। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। ধন্যবাদ জানাই তালিব পুরের জমিদার বংশের বংশধরদের যারা খুব ভালো আন্তরিকতা দেখিয়েছেন।
L
খুব ভালো লাগলো মানসবাবু। এই ভিডিওর মধ্য দিয়ে অনেক অজানা ইতিহাস জানতে পারলাম। ভালো থাকবেন।
খুব ভাল লাগলো। আমি আপনার চ্যানেল নিয়মিত দেখি। খুব ভাল লাগে আপনি যেভাবে বর্ণনা করে বলেন। আপনি খুব ভাল থাকবেন।
খুব ভাল লাগল আপনার নতুন ভিডিও দেখে অজানা ইতিহাসের তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ জানাই ।
Beautiful khub sundor laglo khub valo laglo apnar a video amar mon mughdo hoyagalo thank you very much
গ্রামে গেলে এরকম সুন্দর আতিথেয়তা পাওয়া যায় তাদের মন সহজ,সরল প্রকৃতির
গ্রামে গেলেই অন্য রকম একটা ভাল লাগা কাজ করে।
তালিবপুরের ইতিহাস এবং ঐতিহ্য দেখে আমি অভিভূত। আমি এর আগে কোন জমিদারদারদের এত সমাজসেবামুলক কর্মকান্ড দেখিনি। পশ্চিম মেদিনীপুর-কেশপুর।
বাংলা RUclips channel এর ঐতিহাসিক ভিডিও মানেই তো মানসবাবুর মানস বাংলা। আমাদের পশ্চিমবঙ্গে যে কত ঐতিহাসিক স্থান আছে, তা জানার জন্য ও আপনার অনবদ্য ঐতিহাসিক তথ্য উপস্থাপনার জন্য ই আজ আমি এই channel এর subscriber. (বেলঘরিয়া নিমতা থেকে অভিক মজুমদার বলছি)।
প্রথমে বলি রাস্তার কথা মন হারিয়ে যাওয়া রাস্তা। তার পর তালিবপুর জমিদার বাড়ি সত্যি সুন্দর। তবে মন খারাপ করা সুন্দর। সব ইতিহাস হয়ে থাকবে ভালো থাকবেন আপনারা নমস্কার।
নমস্কার দাদা, তালিবপুর জমিদারী প্রথা, দশ হাজার বিঘা সম্পত্তি, মানে, সত্যি সত্যি এ এক অসাধারণ এবং সুবৃহৎ ঐতিহাসিক জমিদারী প্রথা, আজ সত্যিই অভূতপূর্ব একটা ইতিহাস সম্বন্ধে শুনলাম ও জানলাম, অনেক নামজাদা ব্যক্তিদের সম্বন্ধেও জানলাম যারা এই বংশেরই বংশধর এবং সুপ্রতিষ্ঠিত ও উজ্জ্বল নক্ষত্র, যদিও তাদের অনেকেই আজ আর জীবিত নেই, তবে অবশ্যই বংশের সুনাম বজায় রেখেছেন কিংবা আজও রাখছেন, যাইহোক, ভীষণ রকমের ভালো লাগলো গোটা বিষয়টা ...…... অনেক অনেক সাবধানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন আপনারা সবাই, ধন্যবাদ
একেবারে মুগ্ধ হবার মতো ভিডিও।
Very nice historical video. Thanks for you.
তালিবপুর স্কুলের একসময় হেড মাস্টার ছিলেন আমার নানা চৌধুরী খোরশেদ হোসেন । খুব ভালো লাগলো ভিডিও টা। বাবা মায়ের কাছে অনেক শুনেছি এই স্কুলের নাম।
বাহ, খুব ভালো লাগল, কোন সালে ছিলেন উনি? আমি বর্তমানে ঐ স্কুলেই শিক্ষকতা করি
@@vagabond1682 আমি সাল টা সঠিক বলতে পারবো না । আমার নানা বাড়ি শেখ পাড়া, সালার। আমাদের দাদার বাড়ি ও সালারে। ভালো থাকবেন। ধন্যবাদ।
এখন কোথায় থাকেন? আলাপ করার ইচ্ছা রইলো।
এতো কাছের একটা ইতিহাস জানা, এ এক চরম প্রাপ্তি ! ওদের অতিথিওতা দেখে ভালো লাগলো ! এ এক অনন্য ভিডিও ! দারুণ লাগলো। মানস ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ! ভালো থাকবেন !
অনেক সুন্দর উপস্থাপন দাদা
ইতিহাস শুনে অনেক ভালো লাগলো।
দাদা আপনাকে ধন্যবাদ। এত সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। উত্তর চব্বিশ পরগনা জেলার উপর ভিডিও বানিন
ভিডিওটা দেখে আমি আমার গ্রামকে আরেকবার নতুন করে চিনলাম
তালিবপুরের কাছেই হামিদহাটি পিলখুন্ডি গ্রামে আমার বাড়ি। প্রয়োজনে অনেকবারই তালিবপুর জমিদার বাড়ির পাশ দিয়ে গিয়েছি। জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে খুব বেশি কিছু জানা ছিল না। ভিডিওটি দেখে অজানা অনেককিছু জানতে পেরে সমৃদ্ধ হলাম।
নিয়ামুল ইসলাম ভাই " বাংলাদেশ থেকে তালিব পুর জমিদার বাড়ি দেখতে আসার খুবই ইচ্ছা আছে। ভাষা সৈনিক আবুল বরকত তালিব পুর স্কুলের ছাত্র শুনে খুবই ভালো লাগলো। তাছাড়া বাংলাদেশের সিনেমার খলনায়ক আহম্মেদ শরীফ এই জমিদার বাড়ির সন্তান শুনে আরও বিস্মিত হলাম। আহম্মেদ শরীফ খুবই বড় মনের মানুষ কেননা জমিদার বংশের মানুষ বলে কথা।
যাইহোক ভাইয়া আগামী এক দুই বছর আল্লাহ পাক বাচিয়ে রাখলে আপনাদের ওখানে যাবো ইনশাআল্লাহ, তখন অবশ্যই পাশে থাকবেন আশাবাদী। ভালো থাকবেন দোয়া ও শুভ কামনা রইলো।
নিজের কর্মস্থলকে আজ অন্যভাবে দেখলাম, খুব ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে, আমি ঐ স্কুলেই শিক্ষকতা করি
আপনি ও আরিফ অনেক পরিশ্রম করে এই ভিডিও টি করেছেন, খুবই আনন্দ পেলাম। আগামী তে এই ধরনের ভিডিও র আশায় রইলাম। ধন্যবাদ অনেক অনেক। কলকাতা থেকে।
আমি বাংলাদেশী দোবাই তেকে দেখি আপনার বিডিও অনেক ভাল লাকে দোয়া রইলো
21fav asben dkte paben
This is my village, awesome,love you
খুবই ভালো লাগল নিজের বংশ সম্পর্কে জানতে পেরে ।
সত্যি অসাধারণ লাগলো। "তালিব পুর জমিদার রাজ বাড়ির" ইতিহাস। বিস্ময়কর, ভাবনার সাগরে ভেসে যেতে মন চায়। কত কিছু দেখলাম যা, মনের গভীরে এখনোও স্মৃতি হয়ে ফুটে আছে। মানুষের সুন্দর ব্যাবহারের কাছেই, সবকিছু তুচ্ছ ----- বাড়ি,গাড়ি, সম্পত্তি কিছু ই না। অসংখ্য কৃতজ্ঞতা ও ভালোবাসা এবং চির শুভেচ্ছা জানাই 🙏🌷💕
অপূর্ব,আপনার জন্যে অনেক অজানা ইতিহাস জানতে পারছি,ধন্যবাদ মানষ দা।
খুউব ভালো লাগলো। ঐ বাড়ির ছেলে শামীম মেহবুব ভাই আমার ফুপাতো ভাসুর। উনি বাংলাদেশ কুষ্টিয়াতে আমাদের বাড়ি অনেক এসেছেন।
মানস দা একথা অবশ্যই অকপটে আমিতো স্বীকার করবোই যে আপনাকে ছাড়া পশ্চিমবাংলার তথা সমগ্র ভারতের ইতিহাস একদমই অসম্পূর্ণ আমার খুব খুব খুব ভালো লেগেছে মানস দা অনেক অজানা ইতিহাস আপনার জন্যই জানতে পারি আমরা আর ড্রোন ক্যামেরার ছবিগুলো খুব সুন্দর মানস দা আরো বেশি আপলোড চাই মানস দা আরো বেশি করে ইতিহাস জানতে চাই দাদা
Khub bhalo laglo apnar protibedon ti dekhe ...
খুব সুন্দর ভিডিও দিয়ে আমাদের তালিবপুরের ইতিহাস জানবেন অনেক মানুষ" ধন্যবাদ দাদা ধন্যবাদ"
Awesome fatafati video dada darun barita bose upnar video upobog korsi..amon..aro video chai.
আপনি থাকেন কোথায়?
আপনি কি প্লাটিনা বাইকটি নিয়ে ভ্রমন করেন?
আমি আপনার ভিডিও দেখে অত্যান্ত আপ্লুত,, এবং আমি যেন, সেইখানে চলে যাই,একটা রোমাঞ্চকর অনুভূতি হয়
অসাধারণ অপূর্ব অভূতপূর্ব 🙏🙏🙏
❤❤❤❤খুব সুন্দর 🤗🤗
তালিবপুর গ্রাম কোন সাধারণ গ্রাম নয়,, এই গ্রাম আধুনিক অট্টালিকায় পূর্ণ,, আর জমিদার পরিবারের বংশ ধর থেকে গ্রামবাসীরা মনে হলো সবাই ভীষণ আন্তরিক, আমি তোমাকে ভালোবাসি তালিবপুর ।আর আপনাকে কিছু বলার নেই মানস দা,, শুধু বলি যতদিন আপনি চালিয়ে যাবেন, আমিও আছি আপনার সঙ্গে। ধন্যবাদ।
অসাধারণ মানস দা
দারুন লাগলো আপনার ভিডিও
Khub bhalo laglo Manas da apner jonno anek ajana jayga dekhte abon sekhanker totho jante parchi
খুব ভালো লাগলো । অনেক অজানা ইতিহাস জানতে পারলাম ।
Very good . Khub valo laglo
বরাবরের মতো এবারও সুন্দর উপস্থাপনা
বাংলাদেশে কবে আসবেন ? বাংলাদেশের মৃত প্রায় পুরাতন ইতিহাস গুলির জন্য আপনার মত গবেষণা লব্ধ প্রতিবেদন খুব প্রয়োজন ।
মাশা আল্লাহ! অনেক সুন্দর ভিডিও! বাংলাদেশ থেকে.....
Felt nostalgic. Our ancestral house was at Talibpur. In my childhood I visited the with my father, a physician by profession who was also posted as a Medical Officer atTalibpur Hospital. Years together we spent our holidays wth our parents in the quarters of the MO.
I had heard many stories from our grandparents and father... I have many memories associated with the village. Your video made them animated making me ride the Time Machine to make me feel living in the days of my yester years.
Thank you for taking me back in the days of my childhood. Thank you once more.
Ki bolbo manas babu apna ke.ki sundor apnar selection.oh.darun .
G.
দাদা❤️❤️❤️ খুব ভালো লাগলো❤️❤️ এককথায় অসাধারন🙏
আপনার মার্জিত উপস্থাপনায় পশ্চিমবঙ্গের ইতিহাসের একটি লিংক সুন্দর ভাবে উন্মচিত হল । আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
সত্যি ই অপূর্ব মানুষ দা, আপনার প্রতি টা ভিডিও আমি দেখি, কিন্তু কম্যান্ড করা হয় না, লাইক এবং শেয়ার করি, আমার বাড়ী নবগ্রাম থানার আয়রা গ্রামে,৩৪নম্বর জাতীয় শড়কের পাশে, এখন কোলকাতায় থাকি, আপনি ভালো থাকুন সুস্থ থাকুন, এবং এই রকম ভিডিও গুলো চালিয়ে যাওয়ার জন্য, ইতিহাস কে তুলে ধরার জন্য ধন্যবাদ,,,
আমি মানুষ অবশ্যই কিন্তু নাম টা মানস। যাইহোক ভালো থাকবেন।
ভালোবাসা রইলো দাদা -- বাংলাদেশ থেকে
নমস্কার দাদা.........🙏🙏🙏
আপনার পরিবেশনা খুব খুব দারুণ ও শিক্ষণীয়......✌✌✌
আপনার সুস্থ ও মঙ্গলময় জীবন কামনা করি.........🙏🙏🙏🙏
মানস দা ভিডিও টা ভালো লাগলো ! Thanks
ভীষন তথ্যবহুল ভিডিও 👌 খুব ভালো লাগলো দাদা 👍
দাদা সময় করে একবার মেদিনীপুর জেলাগুলোতে ভিডিও করবেন।।। এখানে প্রচুর ঐতিহাসিক স্থান আছে
ভাই খুব মিস করে গেলাম আপনি আমাদের গ্রামে এসেছিলেন অথচ আপনার সাথে দেখা হলো না
আপনার উপস্থাপন অনেক সুন্দর। বাংলাদেশের পক্ষ থেকে শুভকামনা সবসময়
Ononnoshadharon vhai , Mugdho Holam , Shomreddho Holam .
Shuvo Kamona Roilo .
খুব সুন্দর লাগলো । বিশেষত পারিবারিক তথ্য সম্মলিত বইটি । রক্ষণাবেক্ষণ বিষয়ে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত ।
খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে দাদাবাবু
খুবই ভাল লেগেছে দাদা। আমি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা থেকে ।
I am of HARINNYA GRAM , DIPANKAR SARKAR ,S/O - HARI CHARAN SARKAR I AM VERY MUCH HAPPY & PROUD SEEING THAT EPISODE REGARDING TALIB-PUR GRAM . HAT'S OFF MANAS-DA
khub assa laga. valo laglo dhonnobad vaia
অন এতটাই মধুর মনে হল আগের মানুষগুলো এত ভাল ছিল এত কিছু দান করে দিয়ে যায় এই এই প্রজন্মে তো এটা দেখাই যায়না যেটা দেয়া প্রাপ্য সেটাই তো দেয় না এক্সট্রা দেয়া তো দূরে থাক এই জমিদার পরিবারের সবার জন্য দোয়া রাখে আল্লাহ তাদের কিছুই সালামতে রাখুন এবং তাদের পূর্বপুরুষ যারা মরে গিয়েছে যারা ভালো কাজ করেছে ভালো কিছু করেছে তাদের সবাইকে বেহেস্ত নসিব করুক এই দোয়া করি এবং সামনে যারা ভালো কাজ করবে ভবিষ্যতে এই ইতিহাস গুলোকে ধরে রাখবে তাদের সবাই সহিসালামতে থাকুক এই দোয়া রাখি পূর্বপুরুষের এবং বর্তমান পুরুষদের সবার প্রতি সালাম রইল
Apnader onek bhalobasha dhanyabad onek ajana k janlam aro onek kichu natun janbo asha niye bhalo thakun susto thakun subha sandhya
Kub vlo laglo video ta dhaka
Khub sundor 💕💕💕💕💕💕
ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
মানস দাদাকে অনেক ধন্যবাদ , always nice video. We are very happy to see your video. Really excellent. Thanks.
আবুল বরাকাত এই স্কুলে পড়েছন দারুন আমি আগে জানতাম না।
Yes. তালিবপুর সম্বন্ধে আরও জানাতে হলে, contact. Please. Quiz master. F. Rahaman. Wapp. 8514986523.thanks
@@fazlurrahaman333 ohh
মানুষ চলে যায়, থাকে কীর্তি। সমস্ত ভিডিও দেখে এটাই সবার আগে মনে হচ্ছে। মানস বাংলার ইতিহাসের প্রতি নিষ্ঠা তো নতুন নয়। আলোয় আসে কত আড়ালে থাকা ঐতিহাসিক নিদর্শন। এবারের অমূল্য প্রাপ্তি জমিদারের বংশধর ও গ্রামবাসীদের আতিথেয়তা। মনকে ছুঁয়ে যায়। দয়া করে একটু সাবধানতা অবলম্বন করুন ধ্বংসাবশেষ ঘোরার সময়। আপনাদের অনেক ধন্যবাদ। সেই সঙ্গে অনুরোধ- করোনা কাল কাটলে কলকাতায় আসুন। অন্ধকুপ হত্যা, মহারাজা নন্দকুমারের ফাঁসি স্থান আরও অনেক ঐতিহাসিক বিষয় গুলি নিয়ে একটি ভিডিও করার জন্য আন্তরিক অনুরোধ জানাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক শুভকামনা জানাই
Video ta dakta sotti khub khub valo laglo☺
Thank you dada onek diner moner ichhe puran holo
Khub sundor hoya6e dada best of luck for next video
অসাধারণ পরিবেশনা
দাদা আপনাকে হাজার সালাম ' আমি বাংলাদেশ থেকে আপনার কারনে পশ্ছিম বাংলার অনেক কিছু দেখতে পারি ৷
Ashadharon apnar prottyekti uposthapona...... Chotobalay itihas jato beshi voyer chilo, aaj tatotai apnar uposthapona'r jonnyo unmukh kore tole. Bhobissyote apnar songi hoy aaro anondo neoar itcha roilo. Bhalo thakben🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Being a son of the soil of Kagram a near by village of Talibpur it was most informative and interesting presentation to me. Please keep it up.
ধন্যবাদ মানস বাংলা"কে,
আপনার সোনারোন্দি ভিডিও ক্লিপে আমি কমেন্টে আবেদন রেখে ছিলাম যে তালিবপুর রাজামিঞার রাজবাড়ীর ভিডিও করুন, এবং আমাদের তালিবপুর বাড়ির ঠিকানা ও দিয়েছিলাম,ঐ গ্রাম আমার জন্মস্থান,
আপনি কথা রেখেছেন,অবস্য অনেকেই হয়তো আবেদন রেখেছিলেন, ভিডিও টি দেখলাম খুব ভালো উপস্থাপনা, ধন্যবাদ রইলো আপনাকে,
ওখানে যাওয়ার আগে আপনাকে ফোন করার চেষ্টা করেছিলাম কিন্তু আপনি যে নম্বর দিয়েছিলেন তাতে একটা সংখ্যা কম ছিল। যাইহোক জমিদার পরিবারের সদস্য তথা গ্রামের মানুষের ভীষণ সহযোগিতা পেয়েছি।
তালিবপুরের জমিদারদের কাহিনী জানতে পেরে খুব ভালো লাগলো । মানস বাবুকে অসংখ্য ধন্যবাদ । তালিবপুরের জমিদারদের বাড়ি দেখতে যেতে এবার বড্ড ইচ্ছা জাগছে । west bengal, birbhum, rampurhat, bud stand,
Singi bagan , 731224, jonas Jeniva building থেকে ।
স্যার আপনার ভিডিওগুলো যত দেখছি ততই মুগ্ধ হয়ে আগে আপনার ভিডিও দেখতাম কিন্তু অতটা মনোযোগ দিতাম না গত দু'দিন ধরে ওয়াশরুম আর খাওয়ার সময় টা ছাড়া বাকি সব সময় টা আমি আপনার ইতিহাসের তুলে ধরা সত্য ঘটনাগুলো দেখছি আর ততটা অবাক হচ্ছি আসলে আমাদের পৃথিবীতে কত হাজার হাজার কোটি কোটি ইতিহাস রয়েছে সবগুলোই কত সুন্দর কত নির্মম কত গম্ভীর গায়ের লোম দাঁড়িয়ে যায় এগিয়ে যান আমরা সবাই আছি আপনার সাথে love you sir আপনি হচ্ছেন একজন আসল বাঙালি যে তার নিজের দেশের ইতিহাসকে তুলে ধরে এটা নিয়ে অনেকেই লিখে না বাও ভিডিও করতে চায় না অনেক বিরক্তিকর মনে করে কারন এটার উপরে পড়াশোনা করতে হয় ধৈর্য রাখতে হয় অনেক কিছু জেনে বুঝে তারপরে কাজ করতে হয় অনেকের ধৈর্যই হয়না আপনাকে অনেক অনেক নমস্কার
অসাধারণ ❣️
Good after noon my dear friend how are you my dear friend thank you make video
ভালো লাগলো video টা
এই টা হলো আমার দাদা বাড়ি first blood..... রাজা-মি হোলেন আমাদের বড় বাবা । আর আমরা এখন বাংলাদেশে থাকি।
অনেক ভাল লাগল দাদা।
ধন্যবাদ মানস দা। অনেক অজানা কিছু জানতে পারলাম
ইতিহাস প্রেমি হিসেবে অনেক তথ্য জ্ঞান পাচ্ছি মানস বাংলা থেকে সংগে আছি দাদা এগিয়ে যাও।।
Amader village er ato sundor video korar jonno theke you ser
খুব ভালো লাগলো মানসদা
অনেক ধন্যবাদ মানসদাকে।কুয়েত থেকে।
মানসদা আমি আপনার বড়ো ভক্ত
লা-ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ (সাঃ)
খুব সুন্দর লাগছে, ভারত ,আসাম
Apnar poribesona darun r sikhniyo 👍🙏👍
ধন্যবাদ।
দাদা সময় পেলে একবার লালগোলা রাজবাড়ী নিয়ে যদি একটা করেন... খুঁজে পেলাম না...
আচ্ছা