যেভাবে আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো | Nagorik TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2024

Комментарии • 221

  • @reziaspathshala7238
    @reziaspathshala7238 Месяц назад +255

    কয়েকদিন পরপর এসব ভিডিও আপলোড করতে থাকবেন। যেন মানুষ ভুলে না যায়।

  • @ashrafulkabir7464
    @ashrafulkabir7464 Месяц назад +100

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জানাই স্যালুট।

  • @md.zahidhasan5712
    @md.zahidhasan5712 Месяц назад +57

    প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি জাতি চিরকৃতজ্ঞ।

  • @mijanurrahman4823
    @mijanurrahman4823 Месяц назад +48

    যতবারই এ ভিডিও দেখে কান্না করি ঐ সময় গুলো ছিল খুব কঠিন।আর ছাত্র ভাইদের জন্য দোয়া করি

    • @Jayed-v5k
      @Jayed-v5k Месяц назад +5

      এখন আরো কান্না আসে যখন আমার শহীদ ভাইদের অমর্যাদা দেখি😢 আল্লাহ ওদের ভালো রাখুক আর আমাদের ওদের চাওয়া শান্তির দেশ গড়ার তৌফিক দান করুক।

  • @morshedalam3142
    @morshedalam3142 Месяц назад +27

    প্রাইবেট বিশ্ববিদ্যালয়ের ছাএদের অবদান জাতির কাছে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। জাতির এই বীর সেনাদের শতসহস্র সালাম।

  • @abdullahsadek
    @abdullahsadek Месяц назад +56

    এই আন্দোলনের মৃত্যু হয়ে যেত যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা নেমে না আসতো।

  • @সৌজন্যে-শ৯দ
    @সৌজন্যে-শ৯দ Месяц назад +96

    প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলনের নতুন মাত্রা দিয়েছে

    • @adnanbabu2868
      @adnanbabu2868 Месяц назад +2

      জাতি শ্রদ্ধাভরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনদের অবদান স্মরণ করবে।

  • @khushtaher6812
    @khushtaher6812 Месяц назад +26

    আল্লাহর রহমতে সেদিন প্রাইভেটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা না নামলে আন্দোলন বেগবান হত না। স্যালুট তাদের।😊

  • @akandasatter7452
    @akandasatter7452 Месяц назад +1

    ধন্যবাদ সাংবাদিক ভাই কে

  • @amir22233
    @amir22233 Месяц назад +14

    প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাত্ররা যদি না নাম তো তাহলে ওই দিন থেকে আন্দোলনের চ্যাপ্টার ক্লোজ হয়ে যেতে এই আন্দোলনের বড় একটা রোল প্লে করেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাত্ররা

  • @mdmahfujurrahmanmahfuj9990
    @mdmahfujurrahmanmahfuj9990 Месяц назад +28

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ভূমিকা কম নয় কিন্তু।

  • @radipahmed6200
    @radipahmed6200 Месяц назад +12

    প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ছিলো অনেক

  • @mustafakamal5318
    @mustafakamal5318 Месяц назад +20

    তোমাদের এই ঋন কোনদিন শোধ হবে না।

  • @night_light_3471
    @night_light_3471 Месяц назад +6

    Student দের প্রতি কৃতজ্ঞতা রইলো

  • @zubaidaarzu9788
    @zubaidaarzu9788 Месяц назад

    আমাদের অকুতোভয় ছেলেমেয়েদের এই সাহস দেখে সেইসময় রক্তে আগুন ধরে গিয়েছিল। একজন শিক্ষক এবং অভিভাবক হিসেবে আমি আর ঘরে বসে বসে থাকতে পারিনি। আমিও প্রতিটি দিন তাদের সাথে রাজপথে নেমেছিলাম। তোমাদেরকে স্যালুট। এত প্রানের বিনিময়ে পাওয়া এই নতুন বাংলাদেশকে তোমরা হেরে যেতে দিও না। আল্লাহর কাছে দুহাত তুলে দেশের জন্য দোয়া করছি প্রতিনিয়ত।

  • @NUA-57
    @NUA-57 Месяц назад +1

    প্রাইভেট ইউনিভার্সিটির student রা ছিল “ middle order Batsman”, খুব সুন্দর ভাবে সাহায্য করেছে ম্যাচ জিতাতে । ম্যান অফ দ্য। ম্যাচ

  • @kaisaralam58
    @kaisaralam58 Месяц назад +30

    প্রাইভেটইউনিভার্সিটির অভূতপূর্ব কর্মসূচি দেখে সেদিন দেশবাসী অভিভুত হয়েছিল

  • @stevequiah2290
    @stevequiah2290 Месяц назад

    সকল ভাইবোনদের জানাই শ্ধ্যা

  • @happyobserver-u3q
    @happyobserver-u3q Месяц назад +9

    I don't think anyone thought of them. See the spirit and do not ignore

  • @Jayed-v5k
    @Jayed-v5k Месяц назад +2

    এদেশের মানুষের ভুলে যাওয়ার রোগ আছে তাই মাঝে মাঝে মনে করিয়ে দেবেন, ধন্যবাদ ☺️

  • @rehmanrezan6531
    @rehmanrezan6531 Месяц назад +2

    প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলনের নতুন মাত্রা দিয়েছে. আপনাদের এই অবদান আমরা কখনো ভুলবনা.

  • @smshoaib851
    @smshoaib851 Месяц назад +6

    এক সাথেই আমরা uttora য় বাংলাদেশের সবচেয়ে বড় কাবিল বিশ্ববিদ্যালয় আন্দোলনগড়ে তোলেছিাম যেখানে প্রায় ২০-২৫ টি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসার শিক্ষার্থী গড়ে তুলি, এমনকি চাকরিজীবী ছাত্রদের সহ সবাই উপস্থিত ছিল সেখানে

  • @acs5233
    @acs5233 Месяц назад +1

    প্রতি মাসে ঐ দিনের সাথে সাথে তারিখ মিলিয়ে প্রতিবেদন প্রকাশ করবেন, আমরা দেখবো । আমাদের এইসব দেখলে অনেক ভালো লাগে। স্বাধীনতার স্বাদ পাই মনে।

  • @rokonsdreamyworld02
    @rokonsdreamyworld02 Месяц назад +2

    বাংলাদেশের ইতিহাসে তোমরা সবাই স্বরণীয় হয়ে থাকবে।

  • @abulkalamajad6268
    @abulkalamajad6268 Месяц назад

    প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অবদান এ জাতি কখনোই ভুলে যাবে না

  • @AshrafulAlam-tk6vk
    @AshrafulAlam-tk6vk Месяц назад +10

    প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র উপদেষ্টা না হওয়ায় আমরা তীর্ব নিন্দা জানাই।

    • @Sentry_-_-_-_11
      @Sentry_-_-_-_11 Месяц назад

      তাদের কেউ কি প্রধান সমন্বয়ক ছিল?

    • @ollinrahman3269
      @ollinrahman3269 Месяц назад

      ​@@Sentry_-_-_-_11আপনারা তো পালালেন ১৮ জুলাই আমরা তো গুলি মুখে ছিলাম তখন

    • @ollinrahman3269
      @ollinrahman3269 Месяц назад

      সারছিস আমাদের রামপুরা আশ্রয় নেয়

  • @SaiyeemaMuna
    @SaiyeemaMuna Месяц назад +7

    সাহসী সন্তানেরা

  • @jashimuddin1888
    @jashimuddin1888 Месяц назад +10

    বেসরকারি ইউনিভার্সিটি ছাত্রছাত্রীদেরকে আমি স্যালুট জানাই আমার অন্তরের অন্তস্থল থেকে তাদের ভালোবাসা জানাই তাদের সম্পর্কে আমার ধারণা ছিল তারা এমবিএ বিবিএ করবে কম্পিউটার সায়েন্স পড়বে আর বিদেশে চলে যাবে কারণ তাদের বাবার টাকা আছে কিন্তু আমার ধারণা পুরাপুরি ভুল। বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনে অনেকটা ভাটা হয়ে গিয়েছিল কিন্তু বেসরকারি ইউনিভার্সিটি ছাত্ররা জিয়ারা করে আন্দোলনের আগুন জ্বালিয়ে দিয়েছিল ফলে আন্দোলন আরও চাঙ্গা হয়ে গিয়েছিল বোমার মত আন্দোলন ফেটে উঠেছিল ধন্যবাদ জানাই এ বেসরকারি ইউনিভার্সিটি ছাত্র ভাইদের অসংখ্য ধন্যবাদ ভাইরা বাংলাদেশের ক্লান্তিলগ্নে এভাবে আন্দোলনে শরিক হবেন আশা করি

  • @AffectionateGreatDane-qe9oe
    @AffectionateGreatDane-qe9oe Месяц назад

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রিদের প্রতি হাজার ও সেলুট।

  • @binamozumdar1069
    @binamozumdar1069 Месяц назад

    বেশি বেশি করে এগুলো আপলোড করুন। প্রাইভেট বিশ্ববিদ্যালয় এর ছাত্রদের আন্দোলন দেখুক সবাই। এখন সব ঢাকা বিশ্ববিদ্যালয় আর সমন্বয়করা সব করছে।

  • @ShahAlam-dt8yn
    @ShahAlam-dt8yn Месяц назад

    সঠিক।

  • @mdshohag7981
    @mdshohag7981 Месяц назад +1

    এ জাতির যে কোনো ক্রান্তিলগ্নে সর্বাগ্রে ছাত্ররাই এগিয়ে এসেছে এবং ভবিষ্যতে ও আসবে

  • @nuretasmia9484
    @nuretasmia9484 Месяц назад

    তারা না থাকলে এই আন্দোলন সফল হতো না।বিনা স্বার্থে বিবেকের তাড়নায় তারা জীবন দিয়েছে।স্যালুট❤❤❤

  • @sfareza
    @sfareza Месяц назад +1

    এই আন্দোলনের সোনালী ইতিহাস অবিলম্বে জাতীয় শিক্ষা কারিকুলামের অংশ হোক। নাটকসহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এর ব্যপক প্রচার ও প্রসার ঘটানো হোক। স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্রজনতার জুলাই ২০২৪ এর গৌরবগাঁথা সরকারী উদ্যোগে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।

  • @mst.sharminrahman9526
    @mst.sharminrahman9526 Месяц назад

    Bangladesar sob school college r student der vumika selo osadharon.oder jonnoiy aj des sadhen❤❤❤❤❤

  • @MasudRana-on9so
    @MasudRana-on9so Месяц назад +1

    আমার মুক্তিযোদ্ধা ভাইদের স্যালুট। 🫡🫡🫡🫡🫡

  • @AzizurRahman-d9f
    @AzizurRahman-d9f Месяц назад

    চীর কৃতজ্ঞ বিশ্ববিদ্যালয় ছাত্রদের প্রতি।

  • @alihossaindukhu
    @alihossaindukhu Месяц назад

    ধন্যবাদ সকল ছাত্র ছাত্রী দের কে❤❤❤❤

  • @abuyousuf7384
    @abuyousuf7384 Месяц назад

    Salute you my private university students in bangladesh. We are proud of you

  • @PropertyNestbd
    @PropertyNestbd Месяц назад +11

    আর ফল ভোগ করছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা।

    • @fahad_2519
      @fahad_2519 Месяц назад +5

      Bro আমি private university এর। এখানে আমার কোনো অভিযোগ নেই। আপনার সমস্যা কি? আপনি কি আফসোস লীগ?

    • @AbdullahMamun-hg6mv
      @AbdullahMamun-hg6mv Месяц назад

      ​@@fahad_2519আপনি ভন্ড সব জায়গায় একই কমেন্ট কেনো করেন

    • @fahad_2519
      @fahad_2519 Месяц назад +1

      @@AbdullahMamun-hg6mv সব জায়গায় না যেখানে প্রয়োজন সেখানে করেছি। আপনার সমস্যা কি? লীগের দালাল নাকি?

    • @ollinrahman3269
      @ollinrahman3269 Месяц назад

      সহমত জানাই

  • @drisahaqueali5261
    @drisahaqueali5261 Месяц назад

    এটাই সত্য

  • @MdfarukRahaman-xc3ef
    @MdfarukRahaman-xc3ef Месяц назад

    কৃতগ্গতা রইলো সকল মুক্তি যোদ্ধার প্রতি।।

  • @nigersultana2854
    @nigersultana2854 Месяц назад

    Salute ❤

  • @abutaher-cj6ks
    @abutaher-cj6ks Месяц назад

    Their contribution is great

  • @smsalmanfarsy8379
    @smsalmanfarsy8379 Месяц назад +1

    পাবলিক বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ ছেলেদের ফ্যামিলিতে আর্থিক অনটন লেগেই থাকে যার দরুন তারা রাজনীতিতে আসলে তাদের মধ্যে খাই খাই স্বভাবটা বেশি থাকে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ভিন্ন তাদের কখনো রাজনীতির মাধ্যমে টাকা ইনকাম করার চিন্তাভাবনা থাকে না প্রাইভেটের ছেলেরা যদি রাজনীতিতে আসে তবেই দেশ এর উন্নতি হবে।

  • @NurAmin-rh6ku
    @NurAmin-rh6ku Месяц назад +1

    প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রভাইয়েরা তোরা আমাদের জাত ভাই।

  • @mrmn453
    @mrmn453 Месяц назад +1

    Private universities actually lead this protest. Private universities, colleges, schools all were legends . It proves for a national interest we are united and can fight together for our country. ❤❤❤❤.

  • @harunrashid8796
    @harunrashid8796 Месяц назад +1

    Thik.

  • @primeministerhakim5397
    @primeministerhakim5397 Месяц назад +1

    পাব্লিক বিশ্ববিদ্যালয় গুলা হাপিয়ে পড়েছিল,সেখানে নতুন মাত্রা যোগ করে দিয়েছিল প্রাই ভারসিটি
    ধন্যবাদ প্রাইভেট ভারসিটি।
    ভালোবাসা অবিরাম❤

  • @ShahidulIslam-bo1lp
    @ShahidulIslam-bo1lp Месяц назад

    আমি প্রথম থেকেই এই কথাটা বলে এসেছি । এই আন্দোলনে সেদিনই শেষ হয়ে যেত যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মাঠে না নামতো ।

  • @MdBipulMiah-p2m
    @MdBipulMiah-p2m Месяц назад

    দিনগুলো ভুলে যাওয়ার মতে নয়

  • @simonmahmud8344
    @simonmahmud8344 Месяц назад

    ছাত্র ছাত্রী সমন্বয়করা দল করুক দেশের সাধারণ মানুষের ভোট তারাই পাবেন। ❤❤❤

    • @ShakhawateShimul
      @ShakhawateShimul Месяц назад

      Boro akta Bangladesh uphar ditey hobey. ❤️🤔🇧🇩

  • @Noobgaming-mp3jv
    @Noobgaming-mp3jv Месяц назад

    Love from European University of Bangladesh 🕊️🤝🏻💞💞💞💞

  • @mdatiqulislammridha3191
    @mdatiqulislammridha3191 Месяц назад

    ঠিক

  • @stepbrother9319
    @stepbrother9319 Месяц назад +3

    কিন্তু আজকে প্রাইভেট ইউনিভার্সিটির একজনও সমন্বয়ক হিসেবে নেই কেও ব্র্যাক ইস্ট ওয়েস্ট এর নাম ও নেয় না।😢

    • @khadijatanni4071
      @khadijatanni4071 Месяц назад

      প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সব সময় রাজনীতি থেকে দূরে থাকে।

    • @farukmadaniBD
      @farukmadaniBD Месяц назад +1

      জাতিসংঘে গেছে যে মেয়ে সে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ❤

  • @sujonkumer8233
    @sujonkumer8233 Месяц назад

    আন্দোলন সফল করেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়

  • @mst.sharminrahman9526
    @mst.sharminrahman9526 Месяц назад

    Ai video gulu ami o bar bar dakte ci .ai desar bassara bagghar bassa❤❤❤❤❤❤❤

  • @alrushdictg
    @alrushdictg Месяц назад

    Right

  • @ascbd6301
    @ascbd6301 Месяц назад +1

    Right 👍👍▶️

  • @ShakhawateShimul
    @ShakhawateShimul Месяц назад

    Amra boro akta dhoni Bangladesh uphar ditey chai . ❤️🤔🇧🇩

  • @shahriyarshan8235
    @shahriyarshan8235 Месяц назад

    রাইট বেসরকারি কলেজ ভার্সিটির অবদান সবচেয়ে বেশি এই স্বাধীনতায়❤️✊

  • @movieclipsabdnnur333
    @movieclipsabdnnur333 Месяц назад

    ধন্যবাদ, সেদিনের ঘটনাকে অন্য এঙ্গেলে দেখানোর জন্য

  • @aminamin6548
    @aminamin6548 Месяц назад

    Yes right

  • @rajiburrahman8176
    @rajiburrahman8176 Месяц назад

    এই আন্দোলনের সবচেয়ে বেশি অবদান তাদের।

  • @mahmudhassan-bl9xi
    @mahmudhassan-bl9xi Месяц назад

    অন্তর্বর্তী সরকারে দুই জন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবি করছি।

  • @shorifulislam1701
    @shorifulislam1701 Месяц назад

    অথচ আজ আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির অবদান কেউ স্বীকার করেনা। সব কৃতিত্ব নাকি ঢাকা ইউনিভার্সিটির। অথচ আমরা প্রতিদিন আন্দোলনে যাইতাম তখন।

  • @khadijatanni4071
    @khadijatanni4071 Месяц назад

    প্রাইভেট বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ,এমনকি কিছু কিছু যায়গায় স্কুল ও কলেজের শিক্ষার্থীরাও মাঠে ছিলো।

  • @gazimdsaidurrahmansohel
    @gazimdsaidurrahmansohel Месяц назад +4

    পাবলিক আর প্রাইভেট বুঝি না আমরা সবাই ছাত্র। সবাই সবার সহযোগীতায় এগিয়ে দেশকে নতুন এক দেশ গড়তে চাই যেখানে কোন বৈষম্য থাকবে না।

  • @sumiakter2143
    @sumiakter2143 Месяц назад

    অথচ এই হিরোদের কথা কেউ বলেই না। এমন কি সমন্বয়করা ও না। এদের কোনো খোঁজ ও নেয়না। এদের মধ্যে অনেকেই আহত নিহত হয়েছে। আমরা তোমাদের ভুলব না।

  • @abuhasnu9402
    @abuhasnu9402 Месяц назад

    ইতিহাস এর সোনালি দিনগুলো।।।
    সময়ের সাহসী সন্তানদের সালাম।।।

    • @ShakhawateShimul
      @ShakhawateShimul Месяц назад

      Shonali din siniye antey hobey. ❤️🤔🇧🇩
      Boro akta dhoni Bangladesh er ashay thaki. 🤔

  • @JumahYounus
    @JumahYounus Месяц назад

    প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অবদান অনেক ছিল।

  • @reaz5213
    @reaz5213 Месяц назад +1

    we never forget it, #private university of Bangladesh.

  • @yousufhosain4705
    @yousufhosain4705 Месяц назад

    এই সমস্ত ভিডিওগুলো যখন দেখি তখন শরীরের রক্ত তীব্র থেকে আরো তীব্র ভাবে শরীরে মনে হয় প্রভাবিত হয়

  • @SANN6950
    @SANN6950 Месяц назад

    পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে বলছি, এই আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ভোলার মতো না। তাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না।

  • @mahfuzhoque-it1uq
    @mahfuzhoque-it1uq Месяц назад

    বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অবদান বেশি। কিন্তু ভালো ভালো জায়গায় শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আসলে অতুলনীয়, আন্দোলনের জায়গা আন্দোলন,আন্দোলন শেষে এখন তারা তাদের নিজেদের পড়াশুনা নিয়ে ব্যস্ত। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মারামারি নিয়ে ব্যস্ত, বেচারা তোফাজ্জল কে কিভাবে নিষ্ঠুরভাবে হত্যা করলো। স্যালুট বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের❤❤❤

  • @SaaziaHasan
    @SaaziaHasan Месяц назад

    যুদ্ধ যুদ্ধ মুক্তির যুদ্ধ কি ভয়াবহ ছিলো দিনগুল মনে হলে গায়ে কাটা দিয়ে উঠে। আমরা দিন গুলো ভুলতে চাইনা ভুলার মতোও না। মনের ভিতর সাহসি চেতনা থাকার জন্য ভিডিও গুলো কিছুদিন পর পর তুলে ধরবেন জাতির কাছে সবাই যেন ঐক্যের কথা ভুলে না যায় একতায় যেন থাকে সবাই দেশ বাঁচাতে হবে।

  • @habibrajon3378
    @habibrajon3378 Месяц назад

    18 তারিখে সবচাইতে ভয়াবহ হয়েছিল হয়েছিল উত্তরা BNS সেন্টার সেটাও কিন্তু উত্তরার প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা করেছিলো

  • @mrsohag598
    @mrsohag598 Месяц назад +1

    তবে পদগুলো সব ঢাকা বিশ্ববিদ্যালয়ের দখলে। হয়তো এখানে কোন বৈষম্য হয়নি।

  • @syedmalireza2316
    @syedmalireza2316 Месяц назад

    Private University students and Schools College students played a very strong role in the July-August revolution. Students led the movement and it was beacuase of the Students for which it turned to a Revolution. Political parties were just followoers, behid the secene. Political parties can not get the credit of this successful revolution after 1990. All credit goes to the Students

  • @sonovies6546
    @sonovies6546 Месяц назад +1

    tader amra vulbo na

  • @Mdshahinur-vr5ex
    @Mdshahinur-vr5ex Месяц назад

    ❤❤❤

  • @AbdullahAlMamun-ec1jh
    @AbdullahAlMamun-ec1jh Месяц назад +14

    আমার প্রশ্ন বর্তমানে উপদেষ্টাদের মধ্যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কেউ নাই কেন?
    আর দু চারজন যা আছে তারা সবাই পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে কেন?
    আরেকটি প্রশ্ন, আন্দোলনটা ছিল বর্তমান জেনারেশনদের, কিন্তু এরপরেও কেন আগের জেনারেশনের নেতারা এখনো দেশ চালাচ্ছে?🤔

    • @fahad_2519
      @fahad_2519 Месяц назад +5

      Bro আমি private university এর। এখানে আমার কোনো অভিযোগ নেই। আপনার সমস্যা কি? আপনি কি আফসোস লীগ?

    • @saklainmustake8251
      @saklainmustake8251 Месяц назад

      ব্র্যাক ইউনিার্সিটির একজন মেয়ে সমন্বয়ক কে ড. মো ইউনুস তার সফর সঙ্গী হিসেবে জাতিসংঘে নিয়ে গেছেন। তাদের কে যথাযথ সম্মান দিয়ে তাদের সাথে আলোচনা হয় যেটা হাইলাইট করার মত না তাই হয়তো আমরা তেমন দেখিনা। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো ঠিকভাবে ক্লাস শুরু হয়নি। কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্বাধীনতার কিছুদিন পর থেকে ক্লাস শুরু করে দিয়েছে। তারা দেশ স্বাধীন করে আবার নিজ কক্ষে ফিরে গেছে। সুতরাং না বুঝে উল্টাপাল্টা বলার কিছু নাই।

    • @Sentry_-_-_-_11
      @Sentry_-_-_-_11 Месяц назад +1

      ৭১ এর যুদ্ধ করলো তো মুক্তিযোদ্ধারা, তাহলে মন্ত্রী হইল অন্যরা কেন! দেশ চালাতে অভিজ্ঞতা লাগে।

    • @ollinrahman3269
      @ollinrahman3269 Месяц назад

      ​@@fahad_2519ভাই আপনি কোন বিশ্ববিদ্যালয় শুনি আপনারা রাজনীতি করতে জানেন আমরা মানুষের পাশে থাকতে শিখেছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় অবদান ছিল। উপদেষ্টা পদে একজন হওয়া দরকার ছিল

    • @ollinrahman3269
      @ollinrahman3269 Месяц назад

      ​@@fahad_2519এটা বৈষম্য হয়েছে যা ভুলার নয় বাদ দেন সুন্দর দেশ গঠন হলে হয়

  • @tarekulislam9914
    @tarekulislam9914 Месяц назад

    আসলেই আন্দোলন যখন ঘুমিয়ে গিয়েছিল তখনই মূল খেলাটাই খেলেছে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী রা

  • @moinuddinraihan
    @moinuddinraihan Месяц назад +1

    iiuc from chattogram

  • @muhammadabulkalam9086
    @muhammadabulkalam9086 Месяц назад

    অথচ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের, ঢাবির ছাত্ররা কোন আমলেই নিচ্ছে না

  • @muhammadasifnoor4395
    @muhammadasifnoor4395 Месяц назад

    Manush onek kisu vule jcche
    Esob upload dtw
    Thkben

  • @romanha9071
    @romanha9071 Месяц назад

    প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা সাধারনত ছাত্ররাজনীতি না করলেএ দেশ উদ্ধারে সঠিক সিদ্ধান্তই নিয়েছিল... সকল শহিদ ও বীরদের আবারো শ্রদ্ধা ❤️🇧🇩❤️

  • @kabirprodhan9608
    @kabirprodhan9608 Месяц назад

    Amra 15 trik thekei chilam private university ekdom ses prjonto

  • @mohammadraihanuddin437
    @mohammadraihanuddin437 Месяц назад

    Salute private University k... Onnai er birodde lodar jnno ❤

  • @shahjahansiraj5661
    @shahjahansiraj5661 Месяц назад

    বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাড়া এ আন্দোলন টিকিয়ে রাখা সম্ভব ছিল না। মিরপুর ১০ এ যখন বেসরকারি বিশ্ববিদ্যালয় নেমেছে তখন আন্দোলন হয়েছে আগে করদ যায়নি

  • @hachimel3786
    @hachimel3786 Месяц назад

    প্রাইভেট দের ডাকা হতো ফার্মের মুরগী এখন বলো

  • @choitykulsum2139
    @choitykulsum2139 Месяц назад

    আহারে আজ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ফল ভোগ করতেছে আর প্রাইভেট University এর ছেলেরা জীবন দিল ! যারা বেঁচে আছে তাদের ও মুল্যায়ন করা হলো না! সত্যি খুব দুঃখ জনক!

    • @md.fahimulislam7832
      @md.fahimulislam7832 Месяц назад

      Public University te police Janwar er moto Hamla koresilo..... Eita vular moto noi....

    • @fahad_2519
      @fahad_2519 Месяц назад +1

      Bro আমি private university এর। এখানে আমার কোনো অভিযোগ নেই। আপনার সমস্যা কি? আপনি কি আফসোস লীগ?

    • @md.fahimulislam7832
      @md.fahimulislam7832 Месяц назад +1

      @@fahad_2519 thanks brother.... Sobari Sahosi Bhumika Silo....

    • @arifurrahman4350
      @arifurrahman4350 Месяц назад

      @@fahad_2519 আপনি কি একাই প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েন?

    • @choitykulsum2139
      @choitykulsum2139 Месяц назад

      ⁠@@fahad_2519আপনি কি শিবির লীগ? আফসোস লীগ দের সাথে তো দেখি আপনাদের খাতির!

  • @mango-people.
    @mango-people. Месяц назад +1

    প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাত্রের অনেক অবদান আছে এটা মানতেই হবে।

  • @shobu6036
    @shobu6036 Месяц назад

    Amar kache ederkei shobcheye boro hero lage

  • @kazishaneelahi8894
    @kazishaneelahi8894 Месяц назад

    1952 te privet university chilo na first privet university 1992 te north south unversity 1993 te Independent University, Bangladesh 1994 a American International University- Bangladesh er age kono privet university chilo na

  • @mdpalashali590
    @mdpalashali590 Месяц назад +1

    থমকে যাওয়া আন্দোলন প্রাণ ফিরে পায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে।
    সেই সাথে স্কুল কলেজের শিক্ষার্থীদেরও ভুলে গেলে চলবে না।

  • @faysalafsarybd6079
    @faysalafsarybd6079 Месяц назад

    নেতারা বিক্রি হতে পারে
    কিন্তু ছাত্ররা কখনও বিক্রি হয়না

  • @LutfunNahar-c2g
    @LutfunNahar-c2g Месяц назад

    তোমাদের এই ঋণ কোনদিন শোধ হবে না।

  • @touhid.ahmed.16
    @touhid.ahmed.16 Месяц назад +1

    Proud to be a student of BRAC University

  • @keyasultana2544
    @keyasultana2544 Месяц назад

    Sudu university na, school, college, madracha, private, public sob shikkharthi der obodan cilo.