দোকানথেকে কিনার সময় দুটি ফুল ছিল কয়েকটা কুড়ি আছে ফুল নষ্ট হয়ে গেছে আর ফুল ফোটে নি গাছটি র পাতা নিচ থেকে নষ্ট হয়ে গেছে ২ দিন আগে ডেপ সার দিয়েছি এখন কি করনিয়
পাতা কোকড়ানো মূলত হয়ে থাকে মাকরের আক্রমণের জন্য এর থেকে রেহাই পাবার জন্য আপনি Propargite 57% EC কম্পোজিশনের যেকোনো ধরনের কীটনাশক ব্যবহার করতে পারেন ১ লিটার জলে ১ এম এল এবং গাছের ফ্যাকাসে হয়ে যাবার সমস্যা থেকে গাছকে রেহাই দেওয়ার জন্য আপনি মাসে একবার এক গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট ১ লিটার জলে গাছের স্প্রে করতে পারেন এতে গাছের ক্লোরোফিলের সংখ্যা অনেক বৃদ্ধি পাবে এবং গাছ সবুজ থাকবে।
গাঁদা গাছে প্রথম ফুলের কুঁড়ি এলে বলা হয়, ছেঁটে দিতে গাছ ঝাঁকড়ানো করার জন্য। 1.) আমি বলতে চাইছি ডগা কেটে দিলে ভালো হবে? না.. কুঁড়ি কাটলে ভালো হবে, কোনটা best? 2.) পিনচিং কী চার পাঁচ বার করা যায় অক্টোবর মাসের প্রথম সপ্তাহে গাছ লাগানোর পর?
১. প্রথম কুড়ি এলে ডগা থেকে হাত দিয়ে আলতো করে কুড়িটাকে তুলে ফেলে দিলেই হবে। ২. হ্যাঁ অক্টোবরে প্রতিস্থাপন করলে আপনি চার থেকে পাঁচবার যদি পিন্টিং করেন তাহলে কিন্তু গাছ অনেক বেশি ঝোপালো হয়ে উঠবে এবং তাতে আপনি অনেক বেশি ফুলও দেখতে পাবেন।
Nice vedio.important vedio
ভিডিওটা খুব informative. আমার গাছের পাতাগুলো শুকিয়ে কালো হয়ে যাচ্ছে কেনো একটু বলবেন pls🥰💐
ছত্রাকনাশক দশদিনে একবার গাছে স্প্রে করবেন।
@@PikasGardening Thank you so much🥰🎉
Akhon punching kora jabe
হ্যাঁ
@PikasGardening dhonnobad
কিন্তু কি সার দিয়ে গাছ বুশি করা যায় সেটা বললেন না । সেটা শোনার জন্য আরো একটি এপিসোড , আশ্চর্য ।
1. Organic compost
2. Mustered cake liquid fertilizer
আমার করবী ফুলের গাছে বেশ কিছুদিন হল ফুল হচ্ছেনা । কি করলে আবার ফুল হবে।
Korobir ekhon dormency time
Insect free korte ki dite habe ?
নিম তেল সপ্তাহে একবার করে স্প্রে করবেন।
Dada koto bar korbo pinching?
Joto bar apnar icche, apni joto ta gach ke jhakra korte chan.
@PikasGardening thank you 😊
দাদা কতবার পিঞ্চ করবো?
যতক্ষণ না গাছ ঝোপালো হচ্ছে
Gada gach koto inchi tobe bosate pari
6 inch
Ok thanks
Ei gach ki sara bochor rakha jae?
Na bij rakhte parben
গাঁদা গাছে কি সার দিলে গাছটা দ্রুত বৃদ্ধি পাবে আর ফুল দেবে।
আমার দুই একটা গাছে কিছু পাতা হলুদ হয়েছে কি করবো?
এক দুটো পাতা হলুদ হবে এতে বিচলিত হবার কিছু নেই, শীতের সমস্ত কাছে একটাই খাবার প্রয়োগ করবেন সেটা হচ্ছে সর্ষের খোল পচা জল।
Mati ke ki dite hoe.Subscibe korlam
ডিএপি এবং সর্ষের খোল পচা জল প্রয়োগ করুন, আর কোন কিছু দরকার পড়বে না।
দাদা...গাঁদা চারার বয়স কতদিন হলে পিংচিং করতে হবে
ছোট থেকেই পিনচিং করতে পারবেন।
দোকানথেকে কিনার সময় দুটি ফুল ছিল কয়েকটা কুড়ি আছে ফুল নষ্ট হয়ে গেছে আর ফুল ফোটে নি গাছটি র পাতা নিচ থেকে নষ্ট হয়ে গেছে ২ দিন আগে ডেপ সার দিয়েছি এখন কি করনিয়
কিছুদিন ছেড়ে দিন গাছ আগে তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক নতুন ডালপালা বের হোক তবেই কোন রকমের খাবার গাছকে প্রদান করবেন।
কি পদ্ধতিতে গাছ আরও ঝাঁকড়া করা হয় সেটাইতো দেখালেন না
পিনচিং করে
আমার ইনকা গাঁদার পাতা গুলো ফ্যাকাসে হয়ে যাচ্ছে আর ফুল গুলো কুকড়ে ফুটছে,
কি ব্যাপার বলতে পারবেন?আর উপায়?
পাতা কোকড়ানো মূলত হয়ে থাকে মাকরের আক্রমণের জন্য এর থেকে রেহাই পাবার জন্য আপনি Propargite 57% EC কম্পোজিশনের যেকোনো ধরনের কীটনাশক ব্যবহার করতে পারেন ১ লিটার জলে ১ এম এল এবং গাছের ফ্যাকাসে হয়ে যাবার সমস্যা থেকে গাছকে রেহাই দেওয়ার জন্য আপনি মাসে একবার এক গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট ১ লিটার জলে গাছের স্প্রে করতে পারেন এতে গাছের ক্লোরোফিলের সংখ্যা অনেক বৃদ্ধি পাবে এবং গাছ সবুজ থাকবে।
ইনকা গাদা কতবার কুঁড়ি কাটা যায়?
যতবার আপনার ইচ্ছে
গাঁদা গাছে প্রথম ফুলের কুঁড়ি এলে বলা হয়, ছেঁটে দিতে গাছ ঝাঁকড়ানো করার জন্য।
1.) আমি বলতে চাইছি ডগা কেটে দিলে ভালো হবে? না.. কুঁড়ি কাটলে ভালো হবে, কোনটা best?
2.) পিনচিং কী চার পাঁচ বার করা যায় অক্টোবর মাসের প্রথম সপ্তাহে গাছ লাগানোর পর?
১. প্রথম কুড়ি এলে ডগা থেকে হাত দিয়ে আলতো করে কুড়িটাকে তুলে ফেলে দিলেই হবে।
২. হ্যাঁ অক্টোবরে প্রতিস্থাপন করলে আপনি চার থেকে পাঁচবার যদি পিন্টিং করেন তাহলে কিন্তু গাছ অনেক বেশি ঝোপালো হয়ে উঠবে এবং তাতে আপনি অনেক বেশি ফুলও দেখতে পাবেন।
দাদা আমার গাছে তিন চারটি কুড়ি এসে গেছে এখন কুড়ি কেটে দিলে কোন প্রবলেম হবে না তো? পরে আবার কুড়ি আসবে তো? প্লীজ জানাবেন🙏