পাবনা জেলা জামায়াতের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ১০টি ব্যাটারী চালিত ভ্যান বিতরণ 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 окт 2024
  • পাবনা জেলা জামায়াতের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ১০টি ব্যাটারী চালিত ভ্যান বিতরণ,,,,,
    বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান উন্নয়নের লক্ষ্যে ব্যাটারী চালিত অটো ভ্যান বিতরণ করা হয়েছে। আজ শনিবার (১৫ জুন,২০২৪) ঈশ্বরদীর সাহাপুরস্থ একটি মাদ্রাসা প্রাঙ্গণে প্রতিটি উপজেলার অসহায় দুঃস্থ হতদরিদ্রদের মধ্যে ১০টি অটো ভ্যান বিতরণ করা হয়।
    মহতী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভ্যান গুলো বিতরণ করেন জামায়াতে ইসলামীর পাবনা জেলা আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল।
    প্রধান অতিথি অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, জামায়াতে ইসলামী সবসময় অসহায়, দুঃস্থ, হতদরিদ্র মানুষের সহযোগিতা করে থাকে। প্রান্তিক জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থানের চেষ্টা করে জামায়াত।
    অটো ভ্যান গ্রহীতাদের উদ্দেশ্যে তিনি বলেন, গাড়ি গুলো যত্নসহকারে ব্যবহার করবেন এবং আত্মকর্মসংস্থানেই কাজে লাগাবেন। তিনি তাদের কুরআন ও হাদিসের আলোকে নিজেদের জীবন পরিচালিত করার আহ্বান জানান।
    #পাবনা #জেলা #জামায়াত #আত্মকর্মসংস্থানে #অটো #ভ্যান #ব্যাটারি #videos #videoviral #videosviral #videooftheday #Pabna #pabnanews #জনগোষ্ঠী #পাবনা৪ #pabna4 #bangladeshjammatislami

Комментарии •