স্বপ্নপুরী পার্ক দিনাজপুর | Shopnopuri Dinajpur | ভূতের বাড়ী | Park BD
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- স্বপ্নপুরী , দিনাজপুর ভ্রমন গাইড ২০২৩ ||স্বপ্নপুরী পার্ক, দিনাজপুর | Shopnopuri Dinajpur | Shopnopuri Dinajpur || Sopnopuri tour 2023
দিনাজপুর শহর থেকে ৫২ কিমি দক্ষিণে নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে স্বপ্নপুরী অবস্থিত। ঢাকা সহ যেকোন জায়গা থেকে বাস যোগে অথবা রেলযোগে যাওয়া যেতে পারে । আর এজন্য নামতে হবে ফুলবাড়ী রেলস্টেশন/বাসস্টেশন। তারপর স্ট্যান্ড থেকেই অটোরিক্সা করে যাওয়া যায়। অটোরিক্সায় করে জনপ্রতি ২৫ থেকে ৩০ টাকা ভাড়ায় আসতে পারবেন সরাসরি স্বপ্নপুরীর সামনে। অথবা অটো রির্জাভ নিতে পারবেন সেক্ষেত্রে ভাড়া ১০০/১২০ টাকা নিবে।
স্বপ্নপুরীতে বর্তমান প্রবেশ মূল্য জনপ্রতি ১০০ টাকা। তবে ভিতরের চিড়িয়াখানা, Fish World, কৃত্রিম বন ও পশুদুনিয়া ইউনিট আছে। সেগুলোতে ঢুকতে জনপ্রতি ৪০ টাকা টিকেট লাগবে । এছাড়া বিভিন্ন রাইডে আলাদা আলাদা করে টিকেট সংগ্রহ করতে হয় তার মূল্য ২০ টাকা থেকে ৫০ টাকা নেয়।
স্বপ্নপরীর ভিতরেই রাত্রী যাপনের জন্য এসি এবং নন এসি অনেক গুলো রেস্ট হাউস আছে। নন এসি ১০০০ টাকা এবং এসি ২০০০ টাকা। চাইলে এক রুমে ৩/৪ জনও থাকতে পারবেন। এছাড়া খাওয়া দাওয়া করার জন্য এর ভিতরেই রয়েছে রেষ্টুরেন্ট ও ফাষ্টফুডের দোকান আছে তবে বাহিরের তুলনাই দাম একটু বেশি।
নিরাপত্তা, সৌন্দয্য সব দিক থেকে আমার কাছে স্বপ্নপুরী একটি স্বয়ংসম্পূর্ণ বিনোদন কেন্দ্র মনে হয়েছে। আমার মনে হয় যে কারোরেই ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন।
স্বপ্নপুরী রেস্ট হাউস, ভাড়া : ২৫০০ টাকা থেকে ১০০০০ টাকা পর্যন্ত (প্রতি রাত)
যোগাযোগ :01712-134095
হোটেল স্বপ্নপুরী রেসিডেন্ট, ভাড়া : ৩০০০ টাকা থেকে ১৬ হাজার টাকা পর্যন্ত (প্রতি রাত) যোগাযোগ :01778-764148
#স্বপ্নপুরী
#স্বপ্নপুরী_পার্ক_দিনাজপুর
#shopnopuri
#sopnopuriparkdinajpur