বারাসাত, পশ্চিমবঙ্গ, ভারত থেকে দেখছি.. দেশভাগ না হলে আর পূর্বপুরুষরা এপারে চলে না এলে এই বৃহত্তর সুন্দরবনের খুলনার দাকোপের বাসিন্দা হয়ে হয়তো বা দুবলার চর তথা ওপার বঙ্গের সুন্দরবনকে খুব কাছ থেকে দেখতাম.. সেই নাড়ির টান নিয়েই আপনার ভিডিওগুলো দেখতে বসি বারেবার... বড্ড কাছের মনে হয় তাই। আগামী সিজনের অপেক্ষায় রইলাম.. অনেক ভালবাসা রইলো আপনি, সর্দার সহ সকলের প্রতি
@@MohsinULHakimসার আমি পিয়াস। আপনার এমন কোন পর্ব নাই যে আমি না দেখি। আপনি যেখান থেকে ধরবেন আমি বলে দিতে পারবো। সার আমি দেখা পর্বও বারে বারে দেখি। ❤আই লাভ ইউ ❤সার
জনাব,আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা।আপনার প্রতি একটা অনুরোধ যে, আপনি সুন্দরবনের মানুষদের নিজ নিজ ধর্ম পালনে উদ্বুদ্ধ করবেন।নিজেও সবাইকে নিয়ে নামাজ পড়বেন ঠিকমতো।ওখানকার মানুষদের জঙ্গল আর সাগরের জীবন।বলাতো যায়না কখন কাকে সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে চলে যেতে হয়! তাই পরকালের জন্যও প্রস্তুতি দরকার।
@@MohsinULHakimভাই আপনাকেও ধন্যবাদ জানাই, আসাকরি আগামি সিজন খুব তারাতাড়ি দেখতে পাব, এবং সেই সিজনে.. মাস্টার ভাই, বড় ভাই ওনাদের দুইজনকে দেখাবেন আমার খুব ভালো লাগে এই দুই ব্যাক্তিকে বিশেষ করে মাস্টার ভাই কে, ভালো থাকবেন প্রিয়❤️
ভাই অনেক ভালো লাগলো পুরু পরবোটা সুন্দর বনের মানুশেরা অনেক ভালো । আর বেলায়েত ভাই ও তার সাথের লোক জন অনেক ভালো মনের মানুশ ❤❤ সবার জন্য অনেক ভালো বাসা ও শুভ কামনা ।
১থেকে ২৬ তারপর শেষ পর্ব, দেখলাম। দারুন ভালো লাগলো।আজ প্রায় ৪২বছর আমি ভারতে। ইচ্ছে করলেই আমি হিমালয়ের বিভিন্ন জায়গায় চলে যাই, পাহাড় ,পাহাড়ি মানুষগুলোকে অনেক কাছ থেকে জানি চিনি। আজ আপনার সুন্দরবনের উপর এই পর্ব গুলো এতটাই ভালো লাগলো যে একটা আত্মার সম্পর্ক তৈরী করে গেলেন। বলা বাহুল্য আগের সিজনে অন্য পর্বগুলোও দেখেছি তবে বিচ্ছিন্ন ভাবে। আগামী বছর দুবলার চরে যাওয়ার ইচ্ছে রইলো। অনুপ্রেরণাটা আপনার। ধন্যবাদ, ভালো থাকবেন।
সব মিলে এই এপিসোড বেশ মজার ছিল। মহসিন ভাইয়ের দাওয়াতও ছিল অনেক। আবার বলতে পারেন অনুকূল ভাইয়ের চলে যাওয়াটাও অনেক বেদনার ছিলো। ভাই আশা করছি খুব দ্রুত নতুন এপিসোড নিয়ে আসবেন। অবশ্যই অবশ্যই অবশ্যই অপেক্ষায় থাকবো। ইনশাআল্লাহ ❤️
আসসালামু আলাইকুম মহাসিন ভাই বিদায়ের কথা শুনলে মনটা কেঁপে ওঠে আমি আশা করি যত তাড়াতাড়ি সম্ভব আবার নতুন সিজন শুরু করবেন। আপনাদের সবার জন্য শুভ কামনা রইলো 💞💞
প্রিয় ভাই আমি কাতার থেকে দেখতাছি,,আপনার কোনো সিজেন ই মিস করি না কখন ও,,খুব ভালো লাগে ভাই যখন দেশের বাহিরে থেকে দেখি আমাদের দেশের সুন্দরবনএর ভিডিও,,,মন ভরে যায় সত্যিই ভাই,,,আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ ভাই,,ভালোবাসা অবিরাম,,,ভালোবাসি প্রিয় জন্মভূমি বাংলাদেশ ❤️❤️❤️
Tanpurari chuti , khub taratari firben . Full episode er shab series khub bhalo lagche. Thanks to you Moshin Ul Hakim Dadabhai, Belayet Sarder Bhai and kazi Monjur Bhai. 💓👍🙏🇮🇳 Kalkata 🙏
অপেক্ষায় আছি পরর্বতী সিজনের জন্য আল্লাহ ভালো ও নিরাপদ রাখুক সাগরে বাস করা মানুষ গুলোকে। ধন্যবাদ সাংবাদিক মহসিন ভাইকে জেলেদের সংগ্রামী জীবন তুলে ধরার জন্য।
যানি না অপেক্ষার অবশান আবার কবে হবে।তবে এটুকু বুজতে পারি আপনার ও সর্দারের সঙ্গে থাকতে থাকতে সুন্দরবন আর জেলেভাইদের অনেকের সঙ্গে যেন পরিচিত হয়ে পরেছি।কত চরাই উত্তরাই এর মধ্যেয়ো এই মানুষগুলো কত প্রানৌচ্ছল ।শুধু এইটুকু প্রার্থনা মানুষগুলো যেন মাছের ন্যাজ মূল্য পায়।আবার সুন্দরবনে দুবলার চরে দেখা হবে ভাই।সহযাত্রীদের অনেক শুভেচ্ছা।ভালো থাকবেন।ভারতবর্ষ থেকে বলছি।🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
আবার কিছু দিন আপনাকে ও বেলায়ত ভাই কে মিস করবো। তারাতারি ফিরবেন বেশিদিন অপেক্ষায় রাখবেন না। জেলে ভাইদের মাছের সঠিক দাম পাবার যে যুদ্ধে আপনি নেবেছেন তা সফলতা পাক। খুব মিস করবো কদিন। শুভকামনা রইলো ভালো থাকবেন।
কেন জানি এই বারের সিজন টা শেষ হতে দেখে খুব মন খারাপ হচ্ছে। দিন শেষে কর্মব্যাস্ত যান্ত্রিকতায় ফেরা, এই তিক্ততা টুকুই জীবনের স্বাদের উপলব্ধি করায়। ধন্যবাদ মহসিন ভাই, ভালো থাকবেন।
প্রিয় মহসীন ভাই দয়া করে বেশী অপেক্ষায় রাখবেন না,, সইতে পারবো না এ বিচ্ছেদ,,,, আমরা যারা আপনাকে নিয়মিত দেখি। 😞😞😞 অনেক বেশি ভালোবেসে ফেলেছি আপনি সহ পুরো টিমেকে,,,, miss করবো সুন্দরবনকে miss করবো দুবলার চরের সহজ সরল মানুষ গুলুকে। miss করবো বেলায়েত ভাইয়ের খুনসুটি এবং তাঁর ট্রলারের রান্না 😞😞😞। ভালো থাকবেন আপনারা সকলেই,,, অনেক অনেক দোয়া রইলো সকলের পক্ষ থেকে 💓💓💓
একটা নেশার মত হয়ে গেছে ৯টা বাজলে মন চুটে যায় সুন্দর বনের জীবন গল্পে, আপনার মাধ্যমে সুন্দর বন জীব বৈচিত্র্য দেখি, খুব মিস মিস করবো, আসা করি খুব শিগরই দেখতে পাবো সুন্দর বনের জীবন গল্প
জার্মানি থেকে : প্রিয় ভাই শুভেচ্ছা নিবেন , সারাদিন কর্ম ব্যস্ততার মাঝে ভাবতে থাকি বাসায় ফিরে নামাজ শেষে আপনার নিত্য নতুন ভিডিও দেখবো সুন্দরবন নিয়ে ! কিন্তু আজ শেষ পর্ব হয়ে গেলো সত্যি মনটা খুব খুব খারাপ লাগছে ! যাই হোক অতিশিগ্রই আবার ফিরে আসবেন আমাদের অহংকার সুন্দরবন নিয়ে সেই প্রত্যাশায় থেকে আপনার এবং আপনার টিমের সবার ভালো থাকার কামনা করছি ! ভালোবাসা অবিরাম ۔۔۔🌹❤🌻😍
রবিবার সপ্তাহিক ছুটির দিন আজ সারাদিন RUclips channel এ আমাদের প্রিয় মহসিন ভাই বেলায়েত ভাই❤ আগের ভিডিও আবার নতুন করে দেখা ভারতের পশ্চিমবঙ্গ থেকে ভালোবাসা অবিরাম❤
আসসালামু আলাইকুম ভাই আমি ওমান থেকে আপনার সব গুলো এপিসোড আমি দেখি খুব ভালো লাগে আজ বিদায়ের পর্ব টা দেখে খুব খারাপ লেগেছে মনে হচ্ছে সুন্দর বন ছেড়ে চলে যাচ্ছি আপনাকে বেলায়েত ভাই আপনার সহ পাটি সবাই কে ভিষন মিস করব সুন্দর বনের জেলেদের চিত্র তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ সুন্দর বনের জেলেদের এত কষ্ট তা আপনার মাধ্যমে দেখা হয়েছে আমি দোয়া করি তাদের সুন্দর দিন ফিরে আসবে সামনের সিজনের অপেক্ষাই থাকব শুভেচ্ছা ও ধন্যবাদ আপনাকে
আবারও অপেক্ষার পালা।কবে আসবে সিজন ১৬। ভালো থাকুক এই প্রন্তিক মানুষগুলো। ভালো থাকুক আমাদের মহসিন ভাই, ভালো থাকুক বেলায়েত ভাই আর ভালো থাকুক আমাদের সুন্দরবন।
সমস্ত ভিডিও গুলো দেখেছি এই এপিসোড টা খুবই ভালো লাগলো আর কিছু বলার নেই শুধু ভগ্ন হৃদয়ে আপনাদের ও বিদায় জানিয়ে আবার অপেক্ষায় থাকার আশায় শেষ করলাম তবে ভাই আপনার শেষ কথাটায় বুক তা যে ভরে গেলো ।
মুখের বলায় যদি মনটা ভালো হতো তাহলে বেলায়েত ভাইয়ের মুখের দিকে তাকানোটাই বলে দিত যে বেলায়েত ভাই ভালো মনে আপনাকে বিদায় দিচ্ছেন না খারাপ মনে বিদায় ভাষাটা শুনলেই মনটা খারাপ হয়ে যায় তবুও ভালোবাসার মহাসিন ভাই ভালোবাসা বেলায়েত সরদার ভালবাসা সুন্দরবনের সকল জেলে ভাইদের প্রতি❤❤❤
বিদায় শব্দটা যদিও অনেক কষ্টের😥 তবুও হাসিমুখে বিদায় নিচ্ছি এই ভেবে যে, সামনের সিজন আশা করি খুব শীঘ্রই পাবো ইনশাল্লাহ🖤 ভালোবাসা রইলো আপনার উপর❤️ ভালোবাসা রইলো বেলায়েত সরদারের উপর❤️ ভালোবাসা রইলো পুরো সুন্দর বনের মানুষের উপর ❤️
আসসালামু আলাইকুম ভাইয়া। আমি আপনার খুব একজন বড় ভক্ত। অনেক অনেক দোয়া রইল আপনার জন্য। আমার বাসা আপনার বাসার পাশেই নওগাঁ , আপনার পাড়া তে।হাকিম চাচা অনেক ভালো মানুষ, আপনার সাথে দেখা করার খুব ইচ্ছা ভাইয়া। ভালো থাকবেন।
সুন্দরবন বিদায় আসলে অনেক কষ্টের ছিলো জানিনা আবার কবে সুন্দর এপিসোড গুলো দেখতে পাবো যাইহোক তারপর ও আপনার জন্য শুভ কামনা রইলো প্রিয় মহসীন ভাই আবার আমাদের মাঝে নতুন পর্ব উপহার দিবেন
নতুন ইপিসোড আসার অপেক্ষায় রইলাম দেখা হবে ইনশাল্লাহ। যদি এমন হতো দুবলার চরের মানুষদের জন্য জরুরি চিকিৎসার ব্যবস্থা করা যেতো অনেক খুশি হতাম। দোয়া করি আল্লাহ আপনাকে এ রকম ভালো কাজ করার তাওফিক দান করুক।
ভাইজান আপনার সুন্দরবনের পর্বগুলো আমি প্রতিদিন দেখি। খুব ভালো লাগে আপনাদের এই ভিডিওগুলো আজ শেষ পর্ব দিয়েছেন সত্যি বলতেই খারাপ লাগছে এই পর্ব টা দেখার পর যে কাল থেকে আর নতুন পর্ব আপলোড হবে না। সর্বোপরি আপনার কাছে একটাই আবেদন আবার নতুন পর্ব নিয়ে হাজির হন যত তাড়াতাড়ি সম্ভব আপনি বেলায়েত ভাই এবং আপনার টিম সবাই মিলে আবার নতুন কোন পর্ব নিয়ে হাজির হবেন আশা করি যত তাড়াতাড়ি সম্ভব। খুব মিস করবো আপনাকে বেলাল ভাইকে আপনার পুরো টিমকে এবং সুন্দরবনকে। ভালো থাকবেন আপনারা সবাই এই দোয়া রইল।
ভালো কিছু আমার সহ্য হয় না ভাবছিলাম আর কিছু দিন থাকবেন এবং দুবলার চর সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য ও সহজ সরল প্রান্তিক মানুষের কথা তুলে ধরবেন। সবচেয়ে বড় কথা আপনার প্রতিবেদন গুলো দেখে বিলাসীতার কোন ইচ্চা নাই।
দাদা বিদায় বলবেন না, বড়ো শুন্যতা অনুভব হয়, বলুন আবার দেখা হবে, অপেক্ষায় রইলাম পরের season এর জন্য। আপনি ও বেলিয়াৎ ভাই এবং আপনার সঙ্গী রা ভালো থাকবেন এবং ভালোবাসা নেবেন।
বারাসাত, পশ্চিমবঙ্গ, ভারত থেকে দেখছি..
দেশভাগ না হলে আর পূর্বপুরুষরা এপারে চলে না এলে এই বৃহত্তর সুন্দরবনের খুলনার দাকোপের বাসিন্দা হয়ে হয়তো বা দুবলার চর তথা ওপার বঙ্গের সুন্দরবনকে খুব কাছ থেকে দেখতাম.. সেই নাড়ির টান নিয়েই আপনার ভিডিওগুলো দেখতে বসি বারেবার... বড্ড কাছের মনে হয় তাই।
আগামী সিজনের অপেক্ষায় রইলাম.. অনেক ভালবাসা রইলো আপনি, সর্দার সহ সকলের প্রতি
ভারত থেকে কে কে দেখছেন হাত তুলেন, আমি ভারত থেকে দেখছি 🇮🇳♥️
আমি দেখছি
Khub sundor video gullu 👌🖐️🖐️👍
আমি দেখছি ভারত থেকে, পশ্চিম বংগো থেকে
Ami
আসাম শিলচর থেকে আমি❤️
Apnar family key neay akta blog korben jatey anpr parebar er sabar parichye thakbey and apnar karmakhetra details apnar bari thakbey
From kolkata
আজ শেষ পব জ্যন মন খারাপ লাগতাছে
মহসিন ভাই,সুন্দরবনের এই লোকগুলো একেকজন একেকটা ঠান্ডা পীর।
নতুন সৃজন আসা পর্যন্ত ভীষণভাবে মিস করব দুবলার চর আর সুন্দরবনকে 🥹😭
আমারো মনে পড়ছে
@@MohsinULHakimসার আমি পিয়াস। আপনার এমন কোন পর্ব নাই যে আমি না দেখি। আপনি যেখান থেকে ধরবেন আমি বলে দিতে পারবো। সার আমি দেখা পর্বও বারে বারে দেখি। ❤আই লাভ ইউ ❤সার
আশা করি খুব তাড়াতাড়ি আবার দেখতে পারবো
জনাব,আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা।আপনার প্রতি একটা অনুরোধ যে, আপনি সুন্দরবনের মানুষদের নিজ নিজ ধর্ম পালনে উদ্বুদ্ধ করবেন।নিজেও সবাইকে নিয়ে নামাজ পড়বেন ঠিকমতো।ওখানকার মানুষদের জঙ্গল আর সাগরের জীবন।বলাতো যায়না কখন কাকে সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে চলে যেতে হয়! তাই পরকালের জন্যও প্রস্তুতি দরকার।
আপনি এবং বেলায়েত সরদার এক সাথে থাকলে অনেক ভালো লাগে ❤️
"বিদায় সুন্দরবন" দেখেই মনের ভিতর একটা কস্ট অনুভব করছি, জানিনা আবার কবে দেখতে পাব, তবে এতটুকু বলতে পারি মনটা ভরে যায় যখন রাত নয়টায় আপনাকে দেখি.. দেখি সুন্দরবনের প্রান বৈচিত্র্য দেখি দুবলার চরের সাধারণ জেলেদের জীবন মান, দেখি বেলায়েত ভাইর খুনসুটি, খুব মিস করবো আপনাকে, নতুন সিজনের অপেক্ষায় রইলাম ভালো থাকবেন প্রিয় ❤️🌿
অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন
@@MohsinULHakimভাই আপনাকেও ধন্যবাদ জানাই, আসাকরি আগামি সিজন খুব তারাতাড়ি দেখতে পাব, এবং সেই সিজনে.. মাস্টার ভাই, বড় ভাই ওনাদের দুইজনকে দেখাবেন আমার খুব ভালো লাগে এই দুই ব্যাক্তিকে বিশেষ করে মাস্টার ভাই কে, ভালো থাকবেন প্রিয়❤️
ভাই অনেক ভালো লাগলো পুরু পরবোটা সুন্দর বনের মানুশেরা অনেক ভালো । আর বেলায়েত ভাই ও তার সাথের লোক জন অনেক ভালো মনের মানুশ ❤❤ সবার জন্য অনেক ভালো বাসা ও শুভ কামনা ।
দাদা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে আপনার ফ্যান বলছি, অপেক্ষায় থাকলাম নতুন সিজিন এর জন্য
Monta kharap Hoye gelo. biday sundorbon shune
আপনিও ভালো থাকবেন। দোয়া করি আল্লাহ যেনো আমাদের সবাইকে হেফাজতে রাখে। আল্লাহ হাফেজ,,, আবার দেখা হবে।
আল্লাহ হাফেজ বিদায় দুবরাজ চর আপনার জন্য শুভকামনা রইলো।
🔱ইশ্বরের আরেক সুন্দর নিদর্শন হল আমাদের এই সুন্দরবন 🌿🌿🌿🌿🌿
💙
জয় শ্রী রাম
💐💐💐
💙💙💙💙
🌸🌸🌸
Ami From West Bangal 🇮🇳
আপনি যেভাবে এই জেলেদের জীবন মান উন্নায়নে ও প্রাকৃতিক সম্পদের প্রতি সচেতনতা সৃষ্টি করাচ্ছেন তাদের সত্যি এটা একটা revolution of sundarban
১থেকে ২৬ তারপর শেষ পর্ব, দেখলাম। দারুন ভালো লাগলো।আজ প্রায় ৪২বছর আমি ভারতে। ইচ্ছে করলেই আমি হিমালয়ের বিভিন্ন জায়গায় চলে যাই, পাহাড় ,পাহাড়ি মানুষগুলোকে অনেক কাছ থেকে জানি চিনি। আজ আপনার সুন্দরবনের উপর এই পর্ব গুলো এতটাই ভালো লাগলো যে একটা আত্মার সম্পর্ক তৈরী করে গেলেন। বলা বাহুল্য আগের সিজনে অন্য পর্বগুলোও দেখেছি তবে বিচ্ছিন্ন ভাবে। আগামী বছর দুবলার চরে যাওয়ার ইচ্ছে রইলো। অনুপ্রেরণাটা আপনার। ধন্যবাদ, ভালো থাকবেন।
সব মিলে এই এপিসোড বেশ মজার ছিল। মহসিন ভাইয়ের দাওয়াতও ছিল অনেক। আবার বলতে পারেন অনুকূল ভাইয়ের চলে যাওয়াটাও অনেক বেদনার ছিলো।
ভাই আশা করছি খুব দ্রুত নতুন এপিসোড নিয়ে আসবেন। অবশ্যই অবশ্যই অবশ্যই অপেক্ষায় থাকবো। ইনশাআল্লাহ ❤️
খুব ভাল লাগছে ভাই
মোহসিন উল হাকিম ভাই এর দেখানো সুন্দরবন আরো সুন্দর।
মোহসীন ভাই আপনার ভিডিওতে ....আপনাদের সকলের হাসি খুসি , খুনসুটিগুলো খুব ভালো লাগে , আপনার প্রতি সম্মান ও ভালোবাসা জানাই 💝
বিদায় সুন্দরবন টাইটেল দেখেই মনটা খারাপ হয়ে গেলো। আগামীর অপেক্ষায় রইলাম ইনশা আল্লাহ্।
কাভি আলবিদা না ক্যাহ্ না... খুবই বড় হৃদয়ের মানুষ মহসিন ভাই,বেলায়েত সর্দার সহ অনেকে। আপনারা ভালো থাকবেন...
আসসালামু আলাইকুম মহাসিন ভাই বিদায়ের কথা শুনলে মনটা কেঁপে ওঠে আমি আশা করি যত তাড়াতাড়ি সম্ভব আবার নতুন সিজন শুরু করবেন। আপনাদের সবার জন্য শুভ কামনা রইলো 💞💞
অনেক শুভকামনা রইলো
💕 💕 Ajjke onek din por baap put dui sardar ke ek sathe dekhte parlam 💕 valo thakuk dui sardar 💕
Bhai.mon.ta.kharap.lagche.seson.15.ses.holo.abar.kobe.suru.hobe.sey.protikhay.thabo. 🇮🇳❤️
প্রিয় ভাই আমি কাতার থেকে দেখতাছি,,আপনার কোনো সিজেন ই মিস করি না কখন ও,,খুব ভালো লাগে ভাই যখন দেশের বাহিরে থেকে দেখি আমাদের দেশের সুন্দরবনএর ভিডিও,,,মন ভরে যায় সত্যিই ভাই,,,আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ ভাই,,ভালোবাসা অবিরাম,,,ভালোবাসি প্রিয় জন্মভূমি বাংলাদেশ ❤️❤️❤️
ভিডিও প্রতিদিনই দেখি কমেন্ট করি না আজকে যেহেতু শেষ তাই কমেন্ট করলাম মহসিনুল হাকিম ভাই আপনাকে ধন্যবাদ সুন্দর সুন্দর দৃশ্য দেখানোর জন্য
বিদায় নয় বলুন আবার দেখা হবে অতি সত্বর। ভালো থাকুন সবাই। 👍
আপনিও ভালো থাকবেন
Tanpurari chuti , khub taratari firben . Full episode er shab series khub bhalo lagche. Thanks to you Moshin Ul Hakim Dadabhai, Belayet Sarder Bhai and kazi Monjur Bhai. 💓👍🙏🇮🇳 Kalkata 🙏
Monta kharap hoye gelo..... Opekkhai roilam next episode er jonno... Valo thakben Sir... Valo thakben Belayet vai... Love from India 🇮🇳🇮🇳❤️❤️❤️
অপেক্ষায় আছি পরর্বতী সিজনের জন্য আল্লাহ ভালো ও নিরাপদ রাখুক সাগরে বাস করা মানুষ গুলোকে। ধন্যবাদ সাংবাদিক মহসিন ভাইকে জেলেদের সংগ্রামী জীবন তুলে ধরার জন্য।
আল্লাহ পাকের আরেক সুন্দর নিদর্শন হল আমাদের এই সুন্দরবন 🇧🇩🇧🇩🇧🇩🍀☘️🌲🌱🌷
❤️
Khub valo laglo session 15...abaro opekhay railam session 16 janne...valo thakben bhai
বেলায়েত ভাই ও বেলায়েত ভাইয়ের খুনসুটি পুরাই অস্থির
মানুষের এত কষ্ট মন খারাপ হয়ে যায়।
সুন্দরবনের জেলেদের জীবন বিচিত্র রকমের। ঢেউয়ের সাথে, জোয়ার ভাটার সাথে জীবন চলে।
ধন্যবাদ মহসিন ভাই, ধন্যবাদ আপনার সফর সাথীদের।
অনেক ধন্যবাদ আপনাকে
যানি না অপেক্ষার অবশান আবার কবে হবে।তবে এটুকু বুজতে পারি আপনার ও সর্দারের সঙ্গে থাকতে থাকতে সুন্দরবন আর জেলেভাইদের অনেকের সঙ্গে যেন পরিচিত হয়ে পরেছি।কত চরাই উত্তরাই এর মধ্যেয়ো এই মানুষগুলো কত প্রানৌচ্ছল ।শুধু এইটুকু প্রার্থনা মানুষগুলো যেন মাছের ন্যাজ মূল্য পায়।আবার সুন্দরবনে দুবলার চরে দেখা হবে ভাই।সহযাত্রীদের অনেক শুভেচ্ছা।ভালো থাকবেন।ভারতবর্ষ থেকে বলছি।🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
ভাই আপনি এতো ভালো মানুষ,আল্লাহর কাছে আপনার সুস্থথা কামনা করি।ভালো থাকবেন ভাই
খুব সুন্দর সকাল খুব ভালো লাগলো
দেখে thankyou মহসিন ভাই
আবার কিছু দিন আপনাকে ও বেলায়ত ভাই কে মিস করবো। তারাতারি ফিরবেন বেশিদিন অপেক্ষায় রাখবেন না। জেলে ভাইদের মাছের সঠিক দাম পাবার যে যুদ্ধে আপনি নেবেছেন তা সফলতা পাক। খুব মিস করবো কদিন। শুভকামনা রইলো ভালো থাকবেন।
এই সৃজন তো সত্যিই অসাধারণ ছিল, ধন্যবাদ ভাই জান ❤️
সিজন ১৫ সবগুলা পর্ব আমি দেখেছি ধন্যবাদ মহসিন ভাই
সবচাইতে যে জিনিসটা ভালো লাগে সেটা হলো আপনার ভয়েস আপনার একটা ভিডিও মিস করি না সব মিলিয়ে অসাধারণ ভাই
কেন জানি এই বারের সিজন টা শেষ হতে দেখে খুব মন খারাপ হচ্ছে। দিন শেষে কর্মব্যাস্ত যান্ত্রিকতায় ফেরা, এই তিক্ততা টুকুই জীবনের স্বাদের উপলব্ধি করায়।
ধন্যবাদ মহসিন ভাই, ভালো থাকবেন।
অসাধারণ একটি সিজন উপভোগ করলাম, শুভ কামনা রইলো
২ নম্বর, দেব কাকার ডিপো একটি আবেগের ঠিকানা 💜
প্রিয় মহসীন ভাই দয়া করে বেশী অপেক্ষায় রাখবেন না,, সইতে পারবো না এ বিচ্ছেদ,,,, আমরা যারা আপনাকে নিয়মিত দেখি। 😞😞😞 অনেক বেশি ভালোবেসে ফেলেছি আপনি সহ পুরো টিমেকে,,,, miss করবো সুন্দরবনকে miss করবো দুবলার চরের সহজ সরল মানুষ গুলুকে। miss করবো বেলায়েত ভাইয়ের খুনসুটি এবং তাঁর ট্রলারের রান্না 😞😞😞। ভালো থাকবেন আপনারা সকলেই,,, অনেক অনেক দোয়া রইলো সকলের পক্ষ থেকে 💓💓💓
অনেক অনেক শুভকামনা৷ ভালো থাকবেন
@@MohsinULHakim ❤️
একটা নেশার মত হয়ে গেছে ৯টা বাজলে মন চুটে যায় সুন্দর বনের জীবন গল্পে, আপনার মাধ্যমে সুন্দর বন জীব বৈচিত্র্য দেখি, খুব মিস মিস করবো,
আসা করি খুব শিগরই দেখতে পাবো সুন্দর বনের জীবন গল্প
সুন্দরবনের ভিডিওগুলো দেখলে ভালোই লাগে তবে যাক বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফেজ
Wonderful Season. All the Episodes was a Amazing. Thank you.
জার্মানি থেকে :
প্রিয় ভাই শুভেচ্ছা নিবেন , সারাদিন কর্ম ব্যস্ততার মাঝে ভাবতে থাকি বাসায় ফিরে নামাজ শেষে আপনার নিত্য নতুন ভিডিও দেখবো সুন্দরবন নিয়ে ! কিন্তু আজ শেষ পর্ব হয়ে গেলো সত্যি মনটা খুব খুব খারাপ লাগছে ! যাই হোক অতিশিগ্রই আবার ফিরে আসবেন আমাদের অহংকার সুন্দরবন নিয়ে সেই প্রত্যাশায় থেকে আপনার এবং আপনার টিমের সবার ভালো থাকার কামনা করছি ! ভালোবাসা অবিরাম ۔۔۔🌹❤🌻😍
💕 beche thakuk sundor bon, valo thakuk jele Bhai era 💕
নতুন সিজন আসার আগ পর্যন্ত সবাই কে অনেক মিস করবো।।।
আমারো আপনাদের মনে পড়বে
@@MohsinULHakim 💖💖💖
রবিবার সপ্তাহিক ছুটির দিন আজ সারাদিন RUclips channel এ আমাদের প্রিয় মহসিন ভাই বেলায়েত ভাই❤ আগের ভিডিও আবার নতুন করে দেখা ভারতের পশ্চিমবঙ্গ থেকে ভালোবাসা অবিরাম❤
amader o bhalo shomoy keteche apnader video deke,donnobad apnara amader. janar shujug kore dewar jonno,shuvo kamona roilo apnar team ar jonno.
মানিক ভাই ব্যাক্তিটা কে বেশ ভালো লাগে।❤❤❤❤
আমি ভারতের ত্রিপুরা রাজ্য থেকে দেখছি
নতুন ইপিসোডের অপেক্ষাই রইলাম মহসিন ভাই।।।।।।।।।খুব মিস করবো আপনাদের।।।।।।।।।
আসসালামু আলাইকুম ভাই আমি ওমান থেকে আপনার সব গুলো এপিসোড আমি দেখি খুব ভালো লাগে আজ বিদায়ের পর্ব টা দেখে খুব খারাপ লেগেছে মনে হচ্ছে সুন্দর বন ছেড়ে চলে যাচ্ছি আপনাকে বেলায়েত ভাই আপনার সহ পাটি সবাই কে ভিষন মিস করব সুন্দর বনের জেলেদের চিত্র তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ সুন্দর বনের জেলেদের এত কষ্ট তা আপনার মাধ্যমে দেখা হয়েছে আমি দোয়া করি তাদের সুন্দর দিন ফিরে আসবে সামনের সিজনের অপেক্ষাই থাকব শুভেচ্ছা ও ধন্যবাদ আপনাকে
আবারও অপেক্ষার পালা।কবে আসবে সিজন ১৬। ভালো থাকুক এই প্রন্তিক মানুষগুলো। ভালো থাকুক আমাদের মহসিন ভাই, ভালো থাকুক বেলায়েত ভাই আর ভালো থাকুক আমাদের সুন্দরবন।
কখনও না গিয়েও এই সুন্দরবনের প্রতি, এই মানুষগুলোর প্রতি এক গভীর মায়ায় জড়িয়ে গিয়েছি।
খুব ভালো লাগলো।সবাই কে খুব মিস করবো। আবার সবাই কে দেখবো এ আশায় রইলাম।
সমস্ত ভিডিও গুলো দেখেছি এই এপিসোড টা খুবই ভালো লাগলো আর কিছু বলার নেই শুধু ভগ্ন হৃদয়ে আপনাদের ও বিদায় জানিয়ে আবার অপেক্ষায় থাকার আশায় শেষ করলাম তবে ভাই আপনার শেষ কথাটায় বুক তা যে ভরে গেলো ।
Assalamualaikum apnader sobay k onnk miss korbo Sundarban je ato sundor apnar video na dekhle bujhtam na.
ধন্যবাদ ভাই খুব সুন্দর একটি সিজন উপহার দেবার জন্য।
অপেক্ষা থাকলাম নতুন সিজন এর জন্য।
সত্যিই খুব ভালো লাগলো, ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন, আবার দেখা হবে,
Ami. Kolkathai. Taki.
মুখের বলায় যদি মনটা ভালো হতো তাহলে বেলায়েত ভাইয়ের মুখের দিকে তাকানোটাই বলে দিত যে বেলায়েত ভাই ভালো মনে আপনাকে বিদায় দিচ্ছেন না খারাপ মনে বিদায় ভাষাটা শুনলেই মনটা খারাপ হয়ে যায় তবুও ভালোবাসার মহাসিন ভাই ভালোবাসা বেলায়েত সরদার ভালবাসা সুন্দরবনের সকল জেলে ভাইদের প্রতি❤❤❤
অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনার টিম কে। আমরা গর্বিত যে সুন্দরবনের প্রকৃত সুন্দয্য তুলে ধরার জন্য।
অসাধারণ ছিল এই season টা. অনেক ভালো লাগা ছিলো
বিদায় শব্দটা যদিও অনেক কষ্টের😥
তবুও হাসিমুখে বিদায় নিচ্ছি এই ভেবে যে, সামনের সিজন আশা করি খুব শীঘ্রই পাবো ইনশাল্লাহ🖤
ভালোবাসা রইলো আপনার উপর❤️
ভালোবাসা রইলো বেলায়েত সরদারের উপর❤️
ভালোবাসা রইলো পুরো সুন্দর বনের মানুষের উপর ❤️
অনেক অনেক শুভকামনা
আসসালামু আলাইকুম অনেক মিস করব আপনাদেরকে প্রতিদিন কাজে থেকে এসে আপনার ভিডিওর অপেক্ষায় দোয়া ও ভালোবাসা রইলো জেদ্দা থেকে
আসসালামু আলাইকুম ভাইয়া। আমি আপনার খুব একজন বড় ভক্ত। অনেক অনেক দোয়া রইল আপনার জন্য। আমার বাসা আপনার বাসার পাশেই নওগাঁ , আপনার পাড়া তে।হাকিম চাচা অনেক ভালো মানুষ, আপনার সাথে দেখা করার খুব ইচ্ছা ভাইয়া। ভালো থাকবেন।
Kothay Jano haray jasse monta koster maje rekhe sesh hosse sundor bon season ... 15...
অপেক্ষায় রইলাম পরবর্তী সিরিজের জন্য। তাড়াতাড়ি ফিরবেন। ততদিন ভালো থাকবেন।
তাড়াতাড়ি ফিরবেন ভাই, আমরা আপনার সিরিজের অপেক্ষায় থাকবো। ভালো থাকবেন।
খুব মিস করি আপনি শেষ করলে।তাড়াতাড়ি আবার ফিরবেন এই কামনা করি।
সুন্দরবন বিদায় আসলে অনেক কষ্টের ছিলো জানিনা আবার কবে সুন্দর এপিসোড গুলো দেখতে পাবো যাইহোক তারপর ও আপনার জন্য শুভ কামনা রইলো প্রিয় মহসীন ভাই আবার আমাদের মাঝে নতুন পর্ব উপহার দিবেন
Apnr moto valo manus ase bole world very beautiful.....thank you so much...I'm waiting for next season....😻👌
মানিক ভাই যথেষ্ট ভালো লোক। ❤️
নতুন ইপিসোড আসার অপেক্ষায় রইলাম দেখা হবে ইনশাল্লাহ।
যদি এমন হতো দুবলার চরের মানুষদের জন্য জরুরি চিকিৎসার ব্যবস্থা করা যেতো অনেক খুশি হতাম। দোয়া করি আল্লাহ আপনাকে এ রকম ভালো কাজ করার তাওফিক দান করুক।
সম্পূর্ণ সিরিজ গুলো খুব ভালো লাগলো ❤️আসায় রইলাম আবার খুব তাড়াতাড়ি আপনার দেখা পাবো,god bless you ❤️
ভাইজান আপনার সুন্দরবনের পর্বগুলো আমি প্রতিদিন দেখি। খুব ভালো লাগে আপনাদের এই ভিডিওগুলো আজ শেষ পর্ব দিয়েছেন সত্যি বলতেই খারাপ লাগছে এই পর্ব টা দেখার পর যে কাল থেকে আর নতুন পর্ব আপলোড হবে না। সর্বোপরি আপনার কাছে একটাই আবেদন আবার নতুন পর্ব নিয়ে হাজির হন যত তাড়াতাড়ি সম্ভব আপনি বেলায়েত ভাই এবং আপনার টিম সবাই মিলে আবার নতুন কোন পর্ব নিয়ে হাজির হবেন আশা করি যত তাড়াতাড়ি সম্ভব। খুব মিস করবো আপনাকে বেলাল ভাইকে আপনার পুরো টিমকে এবং সুন্দরবনকে। ভালো থাকবেন আপনারা সবাই এই দোয়া রইল।
ভালো কিছু আমার সহ্য হয় না ভাবছিলাম আর কিছু দিন থাকবেন এবং দুবলার চর সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য ও সহজ সরল প্রান্তিক মানুষের কথা তুলে ধরবেন। সবচেয়ে বড় কথা আপনার প্রতিবেদন গুলো দেখে বিলাসীতার কোন ইচ্চা নাই।
India thakay ..onak din thakay apnake follow korchi...onak valobasa o subeccha roilo apnar team er jonno....onak iccha jabo akdin inshallah ❤️
আলহামদুলিল্লাহ নতুন সিজনের অপেক্ষায় নিয়ে দোয়া ও শুভেচ্ছা রইলো সবসময় আপনার জন্য বিউটিফুল লাইফ চ্যানেলের পক্ষ থেকে ❤❤❤❤❤
মনটা খারাপ করে দিলেন ভাই। নতুন সিজন দ্রুত চাই
নতুন সিজনের অপেক্ষায় থাকব
অবশেষে সিজন ১৫ শেষ হলো নতুন সিজনের অপেক্ষায় রইলাম ভাই
"বিদায় সুন্দরবন" দেখেই মনের ভিতর একটা কস্ট অনুভব করছি
mohsin vai miss korbo new episode asa porjonto and dowa roilo sobar jonno
♥♥♥
নতুন এপিসোড এর জন্য অপেক্ষা থাকবো ভাই আপনাকে আর সরদার ভাই কে খুব মিস করবো। একটু তাড়াতাড়ি করে নতুন এপিসোড দিবেন।
মহসিন ভাই ফেরার পর্ব টা দেখে মনটা খুব খারাপ লাগছে।
এমনই থাকেন, আপনার সরলতার জন্য আপনাকে দেখি। আর কিছু না...
ঢাকা থেকে দেখছি অনেক ভালো লাগলো ।
দাদা বিদায় বলবেন না, বড়ো শুন্যতা অনুভব হয়, বলুন আবার দেখা হবে, অপেক্ষায় রইলাম পরের season এর জন্য। আপনি ও বেলিয়াৎ ভাই এবং আপনার সঙ্গী রা ভালো থাকবেন এবং ভালোবাসা নেবেন।
মন খারাপ থাকলে আমি দেখি, মনটা ভালো হয়ে যাই,প্রতিদিন দেখি আমি আরো ভালো ভিডিও দিন সুন্দরবনের আপনি ভালো আছেন।
নতুন সিজনের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন সবসময় ।
কবে আবার ফিরা হবে
আপনাকে আবারও সুন্দরবনে দেখার অপেক্ষায় রইলাম😊।।