আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার প্রতিটি পর্ব আমার জন্য নিখাদ আনন্দের বার্তা বহন করে..… আমার নয়ন জুরায়,প্রান উল্লাসে গায়,ধমনী তে শিহরন বয়ে যায় এক পবিত্র ভালোলাগায়....এই লিখা একজন ভক্তের.....যোজন যোজন মাইল দূরে আমাদের অবস্থান,তারপরও আপনার " ভাই" সম্মোধন আমাকে আমার "পিতার" কথা স্মরন করিয়ে দেয়, তিনিও কারো মাঝে তফাৎ করতেন না.... আর আপনার ভিউয়ারদের সাথে যোগাযোগ রক্ষায় যে চেস্টা তা কিন্তু অবচেতনভাবেই আমাদের সবার মনের গহীনে আপনাকে প্রবেশ করায়.... সবার থেকে আপনি অন্যতম কারন আপনার আছে গভীর অন্তদৃস্টি এবং দুরদৃস্টির এক প্রখর গতি....আর আমরা নিমিষেই ভুলে যাই আপনার আর আমাদের সময়ের বিস্তর ফারাক....আপনি সম্মুকে দ্বার খুলে দিয়েছেন আমেরিকার অনেক আশ্চর্যের...আর আপনার ব্লগ দেখার সাথে সাথে পাই শুদ্ধ চেতনার পরিপূর্ণ আরাম.....আপনার অনুসন্ধিৎসু মনকে সাধুবাদ জানাই....থেমে যায় না যেন এই অগ্রযাত্রা.... সমুজ্জ্বল শুভকামনায়.... প্রথম কমেন্ট আপনার কাছে "ওসাম " আপনি ভাইয়া , এখন তো আপনি ওসামের উপরে দেখলাম আমি চাইয়া... হাজার তর প্রশ্ন আমার ছিল বহুর কিছুর বায়না , আমার কমেন্ট এ রাগেন না হাসেন বুঝা তো আর যায়না !!! ইচ্ছে ছিল অফিসিয়াল মুডে দেখব ফারুক ভাইকে, ঝাড়ি দিবেন এই ভয়েই তো মুখে কুলুপ দিতাম কমেন্ট করতে... খুব ইচ্ছে ছিল আমিও একজন পাইলট এর প্রেমে পড়ব, মেঘের সাথে হাত মিলিয়ে নীল আকাশে উড়ব ... আমি থাকব তার পাশে বসে সে উড়বে আকাশে, মুগ্ধতায় আমি ভেসে যাব মুক্ত আকাশের বাতাসে... আপনাকে দেখে সে না পাওয়ার বেদনা উটল আবার জাগি... বিহবল হয়ে বসে থাকলাম হইলাম যেন বিবাগী... বিলাবেন আনন্দ এমনি করে আনন্দের ফেরিওয়ালা, নিন্দুকের কথায় পাত্তা না দিয়ে কানে দিবেন তালা ... আপনাকে দেখতে পেয়ে খুব ভাল সময় কাটালাম, অলস দুপুরের পাখি আপনি যাকে পেয়ে সবাই সৌভাগ্যবান ...
একজন মানুষ একসাথে প্রতিভাবান , বিনয়ী , পরোপোকারী ও পরিশ্রমী হলেই এই রকম একটি শিক্ষামূলক ভ্লগ বানাতে পারে । ভাই আপনি সত্যই একজন অসাধারন ব্যত্ত্বিতের অধিকারী।
দাদা আমি একজন বুড়ি মানুষ, india থেকে বলছি আপনার সব vedio গুলি আমি খুব মনযোগ দিয়ে দেখি আমার খুব সুন্দর লাগে। আল্লাহ আপনাকে অনেক অনেক আশীর্বাদ করুন। ভগবানের কাছে এই প্রাথনা করি।
ফারুক ভাই আপনার অতিতের জীবন কিভাবে কেটেছে। এতো কষ্ট করেছেন। এতো সুন্দর করে বর্ননা করলেন সত্যি আমি মুগ্ধ হয়েগেছি। আপনি একজন সাদা মনের মানুষ।আপনার প্রতি আরো শ্রদ্ধা বেড়ে গেলো। দোয়া করি পরিবার নিয়ে সুখী দাম্পত্য জীবন যাপন করেন।❤💛💚💙💜💕💕💕💕💕💕💕
আপ্নি একমাত্র ব্যক্তি যার ভিডিও আমি না টেনে পুরোটা দেখি এবং ভিডিও শেষ হলে মনে হয় আর একটু বড় হল না কেন! আপ্নি একজন অসাধারণ মানুষ।আপ্নাকে আমার অসম্ভব রকম ভাল লাগে।
auncle ,apni eto bochor usa thakar por o eto sundor kore bangla accent e kotha bolte paren seta dekhe obak holam . Nijer roots ke mone rakhar jonno osongkho dhonnobad.
36 মিনিটের একটি ভিডিও যেন কয়েক সেকেন্ডে শেষ হয়ে গেলো। প্রতিটি কথা মন মুগ্ধ করে এবং নিজেকে আত্মবিশ্বাসী করে তোলে। আপনার থেকে অনেক কিছু শিখার আছে.. অবশেষে দোয়া রইলো আপনার এবং পুরো পরিবারের জন্য। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক..আমিন।
Puro ta dekhar aagei likhte boshlam U r so focussed and hard working person...an inspiration really Khub bhalo laglo U love ur country too Proud of u being a bangali Ajkal kar chhele meyera toh baba ma der thekei sob sujog subidhe asha kore..nijera khaate kom😢 Bhalo thakben
uncle apni amr babar boyshi. apnader family ke onek salam roilo. ajker video dekhe eta share krte chai je foreign life ta khub khub struggling, but lege thakle future outcome bright. karo life e struggle kom, karo life e beshi. tai bole venge porle cholbe na. vancouver canada theke onk valobasha
খুবই সুন্দর ও সাবলীল শব্দাবলী যোগে গঠিত বাক্যগুলো ব্যবহার করে প্রশ্নের উত্তর দিয়েছেন যা সচরাচর দেখতে ও শুনতে পাই না। অপ্রয়োজনীয় কথা বর্জন করে ভিডিওর মান আরও ত্বরান্বিত করেছেন। ধন্যবাদ।
কানাডা থেকে স্টুডেন্ট ভিসায় রিফিউজড হলাম কয়েকমাস হলো..মন খারাপ করে থাকতাম প্রায়ই,কিন্তু আপনার কিছু কিছু কথায় সত্যিই খুব উৎসাহ পাই, ভালো লাগে..দোয়া করবেন আমার জন্য আপনার সুস্বাস্থ্য কামনা করি ♥♥
ধন্যবাদ দিয়ে শুরু করি-আমেরিকা যাওয়ার-থাকার-দীর্ঘ কষ্টের জীবন যাত্রার-পথপরিক্রমার, বাস্তব জীবনের তিক্ত -কখনও মধুর অভিজ্ঞতার অনেক কথা শুনলাম। মনে হল জীবনটা একটা জার্নি-মাঝে মাঝে আমরা যাত্রা বিরতি করি মাত্র। জীবনের এই চলার-বলার পরিসমাপ্তি ঘটে প্রতিটি মানুষের মৃত্যু- নামক মহা সত্যকে আলিঙ্গন করে। প্রবাস জীবনের যে বাস্তব গল্প শুনালেন-আপনার বাংলা ভাষার সাবলিল সুন্দর উপস্থানার গুণে ভালো লাগার মধ্য দিয়ে কখন যেন শেষ হয়ে গেল। ভালো থাকেন। আপনার সার্বিক সুস্থতা কামনা করি। খোদা হাফেজ।
Excellent experience and this is the real life of USA. Bhai I support you to show real US experiences. 1st time I came to US 1986 in Cleveland, Ohio, my husband was PHD ( Chemical Engineering’s ) student in Case Western University. We had same experience just like u .
আগে তেমন আপনার Video গুলো দেখা হয়নি। যখন থেকে আপনার video দেখার শুরু করি আর এখন প্রতিদিন রাতে আপনার video গুলো দেখার জন্য বসে পরি। আপনার video যতগুলো দেখেছি এত যে ভালো লাগে বলে বুঝাতে পারবো না। special reason হচ্ছে আপনার কথার বলার ধরন বা কথা বলার গুলো এতো যে স্পষ্ট খুব ভালো লাগে। আর বিশেষ করে আপনার video গুলো খুব Long 29/30 min... up.
আমি ইউটিউবে আরেকজন বাংলাদেশী ভদ্রলোকের ভিডিও দেখি উনি অস্ট্রেলিয়াতে থাকে এবং পৃথিবীর বিভিন্ন দেশে ট্রাভেল করে ভিডিও আপলোড দেয় কিন্তু এখন পর্যন্ত আপনার মত কথা বলার স্টাইল কার দেখিনি। আপনার হোস্টিং অসাধারন এবং আমার দেখা ইউটিউবে বেস্ট হোস্টিং। ভাল থাকবেন আঙ্কেল।
Dear Abid hasan, apni money hoi boni amin uncle er kotha bolchen, jodi tai hoi, tobe bolbo, they are totally different, faruq uncle onek polite, onek soft, onek misti, onek romantic, one think similar they both loves their birth place, Bangladesh
আপনি যদি বনি আমিন এর কথা বলে থাকেন তাহলে বলব বনি আমিন হচ্ছেন কিছুটা নাক উঁচু স্বভাবের এবং নিজের শো-অফ করেন অনেক সময়। আর ফারুক আংকেল হচ্ছেন সম্পূর্ণ বিপরিত।
Ur Mrs r too lucky. U r too dedicated to ur love. Please don't misunderstand on my previous question. I want to show to new generation that ---bidesha joyo may be easy but tar jonno onek kichu charta hoy. Echa thaklay o Kora Sambhab hoy na. Sucharita (Kolkata)
আপনার অনেক গুলো ভিডিও দেখলাম। আপনার উপস্থাপনা অনেক প্রানবন্ত। বাংলাদেশি সম্পর্কে আপনার মূল্যায়ন ১০০ ভাগ সত্তি।আপ্নার কোন এক ভিডিও তে বলেছিলেন, আমরা যেখানে যাই কালচার সাথে করে নিয়ে যাই। কথাটা আসলেই ঠিক। সপ্নের দেশ সম্পর্কে আপনার মূল্যায়ন চমতকার । ভাল থাকুন সুস্থও থাকুন। [বি. দ্র. : আপনার ছেলে আমার পেশাতেই আছে জেনে ভাল লাগলো]
আপনার u.tube video গুলো অসাধারণ ।আপনার চিন্তাশীল ও বুদ্ধিদীপ্ত উপস্থাপনা অত্যন্ত মনোগ্রাহী ।আমিও একজন বাঙালি, পূর্ব পুরুষদের দেশ বাংলাদেশ, একজন বাঙালি হিসেবে আপনাকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি ।
আমি আমেরিকায় এসেছি বেশিদিন হয়নি আমি বৈধ আমেরিকান অধিবাসী। কর্মের সূত্রে আমাকে ফ্লোরিডার বিভিন্ন শহরে কাজ করতে হয়। আপনার ওই একটা বক্তব্য সাথে আমি একমত এখানে আপনি প্রচুর খারাপ নিম্ন শ্রেণীর বাংলাদেশী পাবেন যেটা আপনি বাংলাদেশ কারো সাথে সম্মুখীন হননি। কথাটা কাউকে ছোট করে বলার জন্য বলা হয়নি তারপরও বাস্তব অভিজ্ঞতা থেকে কথাটা বলা হল।
Vishon valo laglo apnar golpo ta .. kokhono Jodi Jai ekbar holeu alap korbo apnar sathe. Apnar golpo ta sune nijer kotha Mone porechilo .. Ami new Jersey te thaktam.
Very inspirational video! I came to the U.S with my parents and thought had it tough while my father supported me. Watching this video made me appreciate what my parents did to help me. :) This is by far my favorite video on your channel.
Khub sndr ...Ki vivid ..Koto moner vetorer sahoz kotha ...Tachara kato bisoy jana galo ... Ami america jete chai na ...Kintu onk jnte chai ..Jnte eche kore ... Upnr vid dekhe onk kichu sikhte pari ... Thanks a lot....
khata gulo khub mulloban.....khub monojoj diya khata gulo sunaci.majkhana choqa pani chola acaca apnr kastar khata gulo suna.vlo thakban.God bless u and ur family.valobaca niyan
খুব ভাল লাগলো.... অনেক অনেক ধন্যবাদ প্রযুক্তিকে..... প্রযুক্তির কারনেই কানে হেডফোন লাগিয়ে আপনার মত ব্যাক্তির কাছ থেকে বড় ভাইয়ের কাছ থেকে গল্প শুনার মত খুব মনযোগ দিয়ে শুনলাম, যেটা কিনা ফিজিক্যালি আপনার সামনে বসে শুনা হয়ত অসম্ভব। যদিও এটা আমার অপ্রয়োজনীয় তবুও ফ্যান্টাসি থেকে শুনলাম। ইয়াং দের খুব কাজে লাগবে।
ফারুক স্যার আপনার কথা ও কথাবলার ধরণ সবকিছুই খুবই সুন্দর |আমার খুব ভালো লাগলো জেনে যে আপনি খুব বাস্তববাদী একজন মানুষ |আপনার ভক্ত আমি অনেক আগেই হয়েছি কিন্তু আপনার বিদেশে ছাত্র জীবনের সংগ্রামী গল্প শুনে আপনার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আরো অনেক গুনে বৃদ্ধি পেলো | অনেকেই বিদেশে গিয়ে নিজেকে বিদেশী বানিয়ে ফেলে কিন্তু আপনি তেমনটা করেননি |বিদেশে গিয়েও নিজের ভালোবাসার মানুষটিকে আপনি সর্বদা স্বরণে রেখেছিলেন এবং তাকেই জীবন সঙ্গী করেছেন তার জন্য আপনাকে স্যালুট | আপনার ভালোবাসা নাকি এক তরফা কিন্তু ভালোবাসা সত্য ছিল এবং আজও নিশ্চয়ই আছে | বিদেশের সুন্দর জীবনের পিছনে যে কতটা সংগ্রাম ও ত্যাগ লুকিয়ে আছে তা শুধু আপনি তুলে ধরেন | আপনার ব্লগ যত সময়েরই হোক শেষ হলে মনে হয় আরো একটু হলে ভালো হতো | এই ভ্লগটি পরপর তিনবার দেখে কমেন্ট করছি | আসলে বুঝতে পারছিলাম না যে কি লিখবো অনেক কিছু লিখার আছে | আপনার সম্পূর্ণ ব্লগ পূর্ণাঙ্গ মনোযোগ দিয়ে দেখি | এত মনোযোগ দিয়ে পড়ালেখা করি কিনা সন্দেহ আছে |
As usual excellent video, তবে যদি আমেরিকা কখনওই যাই, অবশ্যই একবার ডিনার করবো। প্রতিটি ব্লগের মতো এটিও খুব ভালো লেগেছে। অনেক না জানা কথা জানতে পেরেছি। আপনার অভিজ্ঞতা আমাদের হয়তো কোনো কাজে লাগতে পারে। আপনার ও নিশ্চয়ই ভালো লেগেছে আমাদের সাথে শেয়ার করে। পুরনো কথা মনে করতে সবারই ভালো লাগে। সে যেমনই হোক। পুরোনো কষ্ট, সুখ সবই ভালো লাগে। আপনার বলার স্টাইলে মনেই হয়নি যে কতক্ষন কেটে গেলো। অনেক অনেক ধন্যবাদ। এরকম আরো অনেক গল্প আমাদের সাথে করবেন নিশ্চয়ই। খুব ভালো লাগার সাথে আবারো ধন্যবাদ। ভালো থাকবেন ইনশাআল্লাহ।
গত দুই পর্বে আমার এই প্রিয় ব্যক্তিত্বের অনেক অজানা জীবনী জানতে পারলাম !! মনে আছে ভাই ? আপনার জীবনী নিয়ে একটা এপিসোড তৈরি করার জন্য ইনবক্সে অনুরোধ করেছিলাম ? আস্তে আস্তে আমাদের সব চাওয়াই পূরণ করে যাচ্ছেন !! আপনার প্রথম প্রবাস জীবনের দিনগুলোর কথা শুনে আমার ঠিক আপনারই বয়সে মস্কোর সেই প্রবাসী ছাত্রজীবনের দিনগুলিতে হারিয়ে গিয়েছিলাম !! একজন বাংলাদেশি দেখলে কি না করতাম ?? মজার ব্যাপার - আমার সাবজেক্টও ছিলো পেট্রাকেমিক্যাল 😊😊 !! আপনার ছাত্র জীবনের ছবি দেখলাম নাকি আমাদের স্বাধীন কে দেখলাম !!🥰🥰 একেবারে অবিকল !!! সবকিছু ছাপিয়ে আমাদের মালা ভাবী র জন্য আপনার কমিটমেন্ট , প্রত্যাশা আর নিজের করে নেওয়ার গল্প টাই মনে ধরলো- যার পরিণতি আমাদের এই অসম্ভব প্রিয় একটি জুটি 💝💝। ভালো থাকবেন ভাই । ভাবীকে সালাম ।
Ahmed Ashique Raazi 😲 আপনার ও সাবজেক্ট ছিল পেট্রোলিয়াম!! আপনি কোন সনে গিয়েছিলেন? রিকোয়েষট এর কথা অবশ্যই মনে আছে। এ জন্যই তো পোস্ট করছি। অনেক ধন্যবাদ ভাই।
@@AdventureTube21 Petrochemical- Faculty : Refinery.. 90 সালের শেষ দিকে গিয়েছিলাম । কিন্তু লাভ কি ? Switch করে শেষ পর্যন্ত হয়েছি ব্যাংকার 😆😁.... আল্লাহ্ যে রিযিক দিয়েছেন তাতেই সন্তুষ্ট । আলহামদুলিল্লাহ ।
ভাই আমি নিউইয়র্ক এ থাকি । আপনার ভিডিও ইউটিউবে দেখি আপনার কন্ঠ , আপনার শুদ্ধ বাচন ভূঙ্গি , বুনিয়াদি ঢঙের কথা বার্তা আর সর্বোপরি বাংলা ভাষাকে আপনার সম্মান প্রদর্শন একথায় সবার মত আমাকেও মুগ্ধ করে । আমার কাছে জীবনের মানে হলো নিজের মহৎ গুন গুলো অন্যের মাঝে বিতরণ করা যাতে সবাই উপকৃত হতে পারে । আপনার সু স্বাস্হ্য কামনা করছি । আর একটা কথা আপনার ভিডিওর মান আগের থেকে উন্নত ।
অনেক ধন্যবাদ আপনার জীবন নের অনেক কথা শেয়ার করলেন। বিদেশ জীবন আসলেই কষ্টের। বিদেশে প্রথম ভাত খাওয়া কথা বলতে গেয়ে আপনার ইমোসন একবারে ফুটে উঠছিল। ভাল থাকবেন।
Asadhran bhai, apnar bolar dharan ebong subject ekdom mon vorie deyi. Jekhane konodin jaoa hobe na sei desh ta dekhano, chenanor janya ekjan Indian boro Bhai er valobasa roilo.
Apnar sab blog e khub sundar. Well informative. Not like other Bangladeshi bloggers with very less or misguided information. And very nice family. I like your younger son shaddin. He is very fluent front of camera. I am from West Bengal now in South Carolina. Stay safe and take care.
Ami khub enjoy kori apnar protita video. Akhane ashar por apnar life kemon holo ar apnar ager kichu chobi dekhlam akdom apnar dui chele r moto apnar face. Khub valo laglo . Amar akti chele o USA te porashuna kore. Amar chele r jonoo dua korben bhaia.
Mahbubul Alam ভাই প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি দেরিতে উত্তর দেয়ার জন্য। এই মাত্র কমেনট দেখলাম। আপনার ছেলের জন্য অনেক দোয়া করছি। আমাদের জন্যও দোয়া করবেন। অনেক ধন্যবাদ ভাই। ভাল থাকুন।
আমার একটা বিশেষ অনুরোধ , খোকন ভাইয়ের সাথে একটা সাক্ষাৎকার, আমেরিকায় তিনি কিভাবে আসলেন,কবে আসলেন দেশের বাড়ীতে কে কে আছে তার নিয়ে একটি প্রতিবেদন plz plz
Uncle ekta bisoi share krbn plz.ami jante chai je family visa te principal candidate jdi jai thle tar familyr kew jdi unfortunately na tar sthe thle ki jawar somoi prblm hbe.mane amr ma principle candidate se jabe sathe Mi amr baba.akhn apply sobar jnnoi kra hoice. sobai jawar ktha but principle candidate cara jekono duijoner mane amr baba ba ami jdi amr mayer sthe na jai thle baki duijoner jawar ki kono prblm hbe?
Hi there you just brought back so many memories for me .I am bit older than you came here in 1979 at the age of 18 .I can relate to so many of your stories .i used earn 180 dollars a month ( 1.90 an hour )working at the cafeteria , that was plenty for my studio apartment , food and you know what .Any way my brother enjoyed it .Love from Atlanta
খুব ভালো লাগল ভিডিওটি দেখে।আপনি খুব সুন্দর এবং সহজ ভাবে বোঝাতে পেরেছেন বাস্তবতা সম্পর্কে।যারা আমেরিকা যেতে আগ্রহী তাদের খুব কাজে লাগবে।আর বাংলাদেশীদের নিয়ে যা বলেছেন আমি সে বিষয়ে এক মত।আমাদের এখানে ও অনেক selective হতে হয়।Otherwise you will have to face so many problems. Stay blessed with the lovely family.
ধন্যবাদ আংকেল এমন একটা ভিডিও চেয়েছিলাম যেটাতে আপনার আমেরিকার প্রথম জিবনের অভিজ্ঞতা থাকবে। এরপর আপনার দৈনন্দিন কর্মজিবন এবং সাধারন আমেরিকানদের সাথে আপনার চলাফেরা এবং মেলামেশার একটা ভিডিও চাই।।।
Hats off to you ....n I'm speechless for your speech ..you r great person with lots of skills great personality n very good human ...rupa from Florida USA
This video and your early stage of student life story just changed my mind, I'm saying it because as I mentioned you before, I am married, mother of a 6 years old daughter, I was young when I got married, was studying Electrical and Telecommunication Engineering in Bangladesh. I got information that our country education system doesn't match with American education system, meaning you have to go over with entire major even though you finished your honors or something like that. So I told my husband I should stop study here and start everything once I start living in America. I am happy to say that fortunately I am in my junior year now. This country education and on top of that majoring in Computer Engineering is not that easy. I was telling myself why did I chose my life this way!? I was happy in my hometown. After watching this video and hearing what you been through totally made me emotional in a good way. I know this journey is very hard for me but I am very happy that I heard your story, so I hope Allah will be always with me and I will try to be patient more than before (as I don't have patience 😌). Uncle! Please do share your story more and more. I'm looking forward to watch your future videos.
Afsana Akter Uncle thank you for sharing your thoughts. Which state are you in now? You can write me if you like. adventureTube21@gmail.com Sorry for the late response. Thank you.
Amazing life story bai Even though i born in london it gave me such a motivation because now my mother and father is no more i am the youngest in family Everyone is everyones Life huh 🤔 Allhamdulilah have faith in Allah and will overcome all clamitys May Allah bless us all Ameen 🙏 dua korben apnar jonnoh dua royloh bai 💙💙
আসসালামু আলাইকুম ভাইয়া,
আপনার প্রতিটি পর্ব আমার জন্য নিখাদ আনন্দের বার্তা বহন করে..… আমার নয়ন জুরায়,প্রান উল্লাসে গায়,ধমনী তে শিহরন বয়ে যায় এক পবিত্র ভালোলাগায়....এই লিখা একজন ভক্তের.....যোজন যোজন মাইল দূরে আমাদের অবস্থান,তারপরও আপনার " ভাই" সম্মোধন আমাকে আমার "পিতার" কথা স্মরন করিয়ে দেয়, তিনিও কারো মাঝে তফাৎ করতেন না.... আর আপনার ভিউয়ারদের সাথে যোগাযোগ রক্ষায় যে চেস্টা তা কিন্তু অবচেতনভাবেই আমাদের সবার মনের গহীনে আপনাকে প্রবেশ করায়....
সবার থেকে আপনি অন্যতম কারন আপনার আছে গভীর অন্তদৃস্টি এবং দুরদৃস্টির এক প্রখর গতি....আর আমরা নিমিষেই ভুলে যাই আপনার আর আমাদের সময়ের বিস্তর ফারাক....আপনি সম্মুকে দ্বার খুলে দিয়েছেন আমেরিকার অনেক আশ্চর্যের...আর আপনার ব্লগ দেখার সাথে সাথে পাই শুদ্ধ চেতনার পরিপূর্ণ আরাম.....আপনার অনুসন্ধিৎসু মনকে সাধুবাদ জানাই....থেমে যায় না যেন এই অগ্রযাত্রা.... সমুজ্জ্বল শুভকামনায়....
প্রথম কমেন্ট আপনার কাছে
"ওসাম " আপনি ভাইয়া ,
এখন তো আপনি ওসামের
উপরে দেখলাম আমি চাইয়া...
হাজার তর প্রশ্ন আমার
ছিল বহুর কিছুর বায়না ,
আমার কমেন্ট এ রাগেন না
হাসেন বুঝা তো আর যায়না !!!
ইচ্ছে ছিল অফিসিয়াল মুডে
দেখব ফারুক ভাইকে,
ঝাড়ি দিবেন এই ভয়েই তো
মুখে কুলুপ দিতাম কমেন্ট করতে...
খুব ইচ্ছে ছিল আমিও একজন
পাইলট এর প্রেমে পড়ব,
মেঘের সাথে হাত মিলিয়ে
নীল আকাশে উড়ব ...
আমি থাকব তার পাশে বসে
সে উড়বে আকাশে,
মুগ্ধতায় আমি ভেসে যাব
মুক্ত আকাশের বাতাসে...
আপনাকে দেখে সে না পাওয়ার
বেদনা উটল আবার জাগি...
বিহবল হয়ে বসে থাকলাম
হইলাম যেন বিবাগী...
বিলাবেন আনন্দ এমনি করে
আনন্দের ফেরিওয়ালা,
নিন্দুকের কথায় পাত্তা না
দিয়ে কানে দিবেন তালা ...
আপনাকে দেখতে পেয়ে
খুব ভাল সময় কাটালাম,
অলস দুপুরের পাখি আপনি
যাকে পেয়ে সবাই সৌভাগ্যবান ...
Ishrat Islam
প্রশংসা করার ভাষা হারিয়ে ফেলেছি ইসরাত, তুমিও অসাম অসাম অসাম 🌺
ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার এই কমেন্ট পড়ে সত্যিই একটো immotional হয়ে পরেছিলাম। চোখ ভিজে উঠেছিল, খুশিতে। এত সুন্দর লিখার ক্ষমতা দিয়েছে আল্লাহ আপনাকে মাশাল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। 💚💚💚
Israt apu kmn asen.uncle ar vlog Sara apnaketo paina.sob somoier moto nice kobita.valothakben.dua korben
Adventure Tube21
কোন কথা হবে না আজ ।শুধু ইসরাতের জন্য ভালোবাসা 🌹🌹।
ও মোর আল্লাহ !!!!ইসরাত কি লিখলে ? আমি বার বার পড়ছি অদ্ভুত সুন্দর ।💙🌺💙🌺
একজন মানুষ একসাথে প্রতিভাবান , বিনয়ী , পরোপোকারী ও পরিশ্রমী হলেই এই রকম একটি শিক্ষামূলক ভ্লগ বানাতে পারে । ভাই আপনি সত্যই একজন অসাধারন ব্যত্ত্বিতের অধিকারী।
Ibnul Hossain ধন্যবাদ ভাই।
আপনি ও ভালো।
দাদা আমি একজন বুড়ি মানুষ, india থেকে বলছি আপনার সব vedio গুলি আমি খুব মনযোগ দিয়ে দেখি আমার খুব সুন্দর লাগে। আল্লাহ আপনাকে অনেক অনেক আশীর্বাদ করুন। ভগবানের কাছে এই প্রাথনা করি।
ফারুক ভাই আপনার অতিতের জীবন কিভাবে কেটেছে। এতো কষ্ট করেছেন। এতো সুন্দর করে বর্ননা করলেন সত্যি আমি মুগ্ধ হয়েগেছি। আপনি একজন সাদা মনের মানুষ।আপনার প্রতি আরো শ্রদ্ধা বেড়ে গেলো। দোয়া করি পরিবার নিয়ে সুখী দাম্পত্য জীবন যাপন করেন।❤💛💚💙💜💕💕💕💕💕💕💕
Rahmatullah Rahmatullah অনেক ধন্যবাদ ভাই। Sorry for the late response.
@@AdventureTube21 ok 👍💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
Rahmatullah Rahmatullah 🥰💕😍
আপনার ভিডিও দেখলে বোঝা যায় আপনি অনেক পরিশ্রমী। দেখে ভালো লাগলো।👌
Thank you
আমি একজন ভারতীয় । আপনার এত বিনয়ী কথা ও মার্জিত ব্যবহার তাতে আমি মুগ্ধ ।
আমি আপনার চ্যানেল subscribe korechi... অনেক ভাল থাকবেন ।
s s ধন্যবাদ ভাই। Appreciate your support.
ভালো লাগল, অনেকে উপকৃত হবে,আপনার পরামর্শের জন্য ধন্যবাদ জানাই।
Welcome dear
আপ্নি একমাত্র ব্যক্তি যার ভিডিও আমি না টেনে পুরোটা দেখি এবং ভিডিও শেষ হলে মনে হয় আর একটু বড় হল না কেন!
আপ্নি একজন অসাধারণ মানুষ।আপ্নাকে আমার অসম্ভব রকম ভাল লাগে।
খুব ভালো লাগলো কমেন্ট পড়ে। অনেক ধন্যবাদ।
Same to you bro
সেম আমি ও
Amio...unar video gula valo lage
Amr o valo lage onek
auncle ,apni eto bochor usa thakar por o eto sundor kore bangla accent e kotha bolte paren seta dekhe obak holam . Nijer roots ke mone rakhar jonno osongkho dhonnobad.
My pleasure dear. Thank you.
আপনার কথা বলার ধরন খুব ই অসাধারন.মানুষের ব্যাবহারেই তার শিক্ষাগত যোগ্যতা চেনা যায়৷
Rasel Hawlader ধন্যবাদ 🥰
36 মিনিটের একটি ভিডিও যেন কয়েক সেকেন্ডে শেষ হয়ে গেলো।
প্রতিটি কথা মন মুগ্ধ করে এবং নিজেকে আত্মবিশ্বাসী করে তোলে।
আপনার থেকে অনেক কিছু শিখার আছে..
অবশেষে দোয়া রইলো আপনার এবং পুরো পরিবারের জন্য।
আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক..আমিন।
FAISAL WORLD TV ধন্যবাদ।
অনেক ভাল লাগল! যে পারে সবসময় পারে। এখন আমাদের যুগে এত সহজ সবকিছু তাও আমরা হতাশায় থাকি। নতুন শক্তি পেলাম। ধন্যবাদ স্যার
Puro ta dekhar aagei likhte boshlam
U r so focussed and hard working person...an inspiration really
Khub bhalo laglo
U love ur country too
Proud of u being a bangali
Ajkal kar chhele meyera toh baba ma der thekei sob sujog subidhe asha kore..nijera khaate kom😢
Bhalo thakben
Lipika Mukherjee অনেক ধন্যবাদ। দোয়া করি ভাল থাকুন।
🙏
This is the most worthy story behind the true American life for a Bengali
Thank you 😊
আপনার কথা শুনে মনে হল আমার পরিচিত কোনো আত্মীয় আমাকে তার বিদেশের গল্প শুনাচ্ছে। এত ভালো লাগে আপনার কথা শুনতে। লাভ ইউ।
Azaan Khan অনেক ধন্যবাদ।
uncle apni amr babar boyshi. apnader family ke onek salam roilo. ajker video dekhe eta share krte chai je foreign life ta khub khub struggling, but lege thakle future outcome bright. karo life e struggle kom, karo life e beshi. tai bole venge porle cholbe na. vancouver canada theke onk valobasha
GLORIA DAS Walaikum assalam uncle. Sorry for the late response. Thank you.
খুবই সুন্দর ও সাবলীল শব্দাবলী যোগে গঠিত বাক্যগুলো ব্যবহার করে প্রশ্নের উত্তর দিয়েছেন যা সচরাচর দেখতে ও শুনতে পাই না। অপ্রয়োজনীয় কথা বর্জন করে ভিডিওর মান আরও ত্বরান্বিত করেছেন। ধন্যবাদ।
Welcome dear 🥰
আপনার অসাধারণ, অসম্ভব সুন্দর বাচনভঙ্গি এবং স্পষ্টবাদীতার জন্য আমি ধীরে ধীরে আপনার চ্যানেলের প্রেমে পড়ে যাচ্ছি !!❤😃
Mymona Frn অনেক ধন্যবাদ চ্যানেলের প্রেমে পরার জন্য। ❤️💕
কানাডা থেকে স্টুডেন্ট ভিসায় রিফিউজড হলাম কয়েকমাস হলো..মন খারাপ করে থাকতাম প্রায়ই,কিন্তু আপনার কিছু কিছু কথায় সত্যিই খুব উৎসাহ পাই, ভালো লাগে..দোয়া করবেন আমার জন্য
আপনার সুস্বাস্থ্য কামনা করি ♥♥
আমি আছি মদিনায় আজ ২২ বছোর
আপনার কথা গুলো খুবেই ভালো লাগে
ধন্যবাদ
You are welcome ভাই।
গল্পের মতো লাগলো আপনার মুখে আমেরিকার আসার অভিজ্ঞতার কথা। কষ্টের পর ই যে কেষ্ট মেলে তা একেবারেই সত্য কথা।
ধন্যবাদ 😊💕
আঙ্কেল, আস্সালামুআকাইকুম।
আপনার মত সমাজের প্রতি দায়বোধ সম্পন্ন মানুষ খুব কমই আছে বর্তমান সমাজে।। আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে।।
Mahafujur rahaman ওয়ালাইকুম আসসালাম আংকেল। অনেক ধন্যবাদ।
ধন্যবাদ দিয়ে শুরু করি-আমেরিকা যাওয়ার-থাকার-দীর্ঘ কষ্টের জীবন যাত্রার-পথপরিক্রমার, বাস্তব জীবনের তিক্ত -কখনও মধুর অভিজ্ঞতার অনেক কথা শুনলাম। মনে হল জীবনটা একটা জার্নি-মাঝে মাঝে আমরা যাত্রা বিরতি করি মাত্র। জীবনের এই চলার-বলার পরিসমাপ্তি ঘটে প্রতিটি মানুষের মৃত্যু- নামক মহা সত্যকে আলিঙ্গন করে। প্রবাস জীবনের যে বাস্তব গল্প শুনালেন-আপনার বাংলা ভাষার সাবলিল সুন্দর উপস্থানার গুণে ভালো লাগার মধ্য দিয়ে কখন যেন শেষ হয়ে গেল। ভালো থাকেন। আপনার সার্বিক সুস্থতা কামনা করি। খোদা হাফেজ।
You are very welcome 💕
Wonderfully Helpful and Revealed the Ground Reality. Thanks Sir.
It seems you are into Aviation Industry.
Assalamualaikum. ..apnar all video e amr onk valo laga..because apnar all video ta e onk shikhonio kichu thaka👍👍👍👍
Sharmin Chowdhury Walaikum assalam. Thank you.
@@AdventureTube21 welcome sir
কিছু কথা শুনে হাসিও পেল। আবার ভালো ও লাগলো। বাস্তব বড় কঠিন। দুরে থেকে সবই ভালো লাগে।
অনেক অভিজ্ঞতা হলো...কথাগুলো শুনে....স্বপ্নের আমেরিকা বলে কথা...
Thank you
Great man with a good attitude. Lots of respect for u..
Apnar video gulo oshadharon lage.agulo dekhe sune bohu manusher nishchoi onek upokar hobe.kintu Ami dekhi apnar jiboner ai choto choto ghotona gulo sunte....ato sundor o porishkar bhabe bekto koren j prosngsha ne kore thaka jaye na......Nomoshkar Dada,bhalo thakben.
Many thanks dear.
আমি আপনার সব ভিডিও দেখি
আসলে আপনি অনেক ভাগ্যবান
আল্লাহ তায়ালা আপনার সব স্বপ্ন পূরণ করেছেন
হাজারও স্বপ্ন ছিল জানি না পূরণ হবে কি না
দোয়া করবেন
আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার সব স্বপ্ন পূর্ণ করেছেন। দোয়া করেন, ইনশাল্লাহ আপনার ও হবে। ধন্যবাদ ভাই।
আপনার ব্লগ গুলো দেখি সবসময়। আপনার মতো এতো গুছিয়ে কথা বলা খুব কম দেখা যায়।
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনার প্রতি।
ধন্যবাদ 🥰💕
Excellent experience and this is the real life of USA. Bhai I support you to show real US experiences. 1st time I came to US 1986 in Cleveland, Ohio, my husband was PHD ( Chemical Engineering’s ) student in Case Western University. We had same experience just like u .
Thank you for sharing dear.
আগে তেমন আপনার Video গুলো দেখা হয়নি। যখন থেকে আপনার video দেখার শুরু করি আর এখন প্রতিদিন রাতে আপনার video গুলো দেখার জন্য বসে পরি। আপনার video যতগুলো দেখেছি এত যে ভালো লাগে বলে বুঝাতে পারবো না। special reason হচ্ছে আপনার কথার বলার ধরন বা কথা বলার গুলো এতো যে স্পষ্ট খুব ভালো লাগে। আর বিশেষ করে আপনার video গুলো খুব Long 29/30 min... up.
আমি ইউটিউবে আরেকজন বাংলাদেশী ভদ্রলোকের ভিডিও দেখি উনি অস্ট্রেলিয়াতে থাকে এবং পৃথিবীর বিভিন্ন দেশে ট্রাভেল করে ভিডিও আপলোড দেয় কিন্তু এখন পর্যন্ত আপনার মত কথা বলার স্টাইল কার দেখিনি। আপনার হোস্টিং অসাধারন এবং আমার দেখা ইউটিউবে বেস্ট হোস্টিং। ভাল থাকবেন আঙ্কেল।
অনেক অনেক ধন্যবাদ আঙ্কেল।
Dear Abid hasan, apni money hoi boni amin uncle er kotha bolchen, jodi tai hoi, tobe bolbo, they are totally different, faruq uncle onek polite, onek soft, onek misti, onek romantic, one think similar they both loves their birth place, Bangladesh
আপনি যদি বনি আমিন এর কথা বলে থাকেন তাহলে বলব বনি আমিন হচ্ছেন কিছুটা নাক উঁচু স্বভাবের এবং নিজের শো-অফ করেন অনেক সময়। আর ফারুক আংকেল হচ্ছেন সম্পূর্ণ বিপরিত।
abid hassan বনি আমিন সাহেব অহংকারী, উগ্র স্বভাবের। তার আচরণে বিনয়, নমনীয়তার অনেক অভাব।
@@sudo8227 exactly.thanks
আস্সালামু আলাইকুম।
আপনার এই এপিসোড টা ছিল অসম্ভব ভাল।
খুব শিক্ষনীয় কথাবার্তা ছিল।
সবারই খুব কাজে দেবে এই ব্লগ টা।
ধন্যবাদ আপনাকে।
Walaikum assalam. It is my pleasure dear. Thank you 😊
Ur Mrs r too lucky. U r too dedicated to ur love.
Please don't misunderstand on my previous question. I want to show to new generation that ---bidesha joyo may be easy but tar jonno onek kichu charta hoy. Echa thaklay o Kora Sambhab hoy na.
Sucharita (Kolkata)
Thank you.
ওয়াও আংকেল, আপনি এত সুন্দর করে কথা বলেন🥰
আর খুব ভালো মনের মানুষ।
আমি জানতাম আমেরিকায় গেলেই অহংকারী, উগ্র হয়ে যায় 😥 কিন্তু আপনি একদম ভিন্ন মানুষ
Thank you dear uncle
You are such a wonderful speaker sir!
Lots of love from Kolkata.
Namaskar neben.
Shuvam Ghosh Thank you dear.
অাপনার গল্প গুলো মন ছুয়ে গেলো।সত্যি কথা গুলা তুলে ধরার জন্য ধন্যবাদ।ভালো থাকবেন।
Thank you.
১ ২ ৩ ভালো লেগেছে। অসাধারণ। শুভ কামনা, শুভেচ্ছা।
Many thanks.
আপনার অনেক গুলো ভিডিও দেখলাম। আপনার উপস্থাপনা অনেক প্রানবন্ত।
বাংলাদেশি সম্পর্কে আপনার মূল্যায়ন ১০০ ভাগ সত্তি।আপ্নার কোন এক ভিডিও তে বলেছিলেন, আমরা যেখানে যাই কালচার সাথে করে নিয়ে যাই।
কথাটা আসলেই ঠিক।
সপ্নের দেশ সম্পর্কে আপনার মূল্যায়ন চমতকার । ভাল থাকুন সুস্থও থাকুন।
[বি. দ্র. : আপনার ছেলে আমার পেশাতেই আছে জেনে ভাল লাগলো]
দারুণ সুন্দর । অপুরব আপনার উপস্থপনা।ম্ন ভরে গেল। হয়ত ক্্ক্ষনো ভিসা পেলে বেড়াতে জাব।ধ্ন্যবাদ।
আপনার u.tube video গুলো অসাধারণ ।আপনার চিন্তাশীল ও বুদ্ধিদীপ্ত উপস্থাপনা অত্যন্ত মনোগ্রাহী ।আমিও একজন বাঙালি, পূর্ব পুরুষদের দেশ বাংলাদেশ, একজন বাঙালি হিসেবে আপনাকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি ।
Thank you dear 💕
আমি আমেরিকায় এসেছি বেশিদিন হয়নি আমি বৈধ আমেরিকান অধিবাসী। কর্মের সূত্রে আমাকে ফ্লোরিডার বিভিন্ন শহরে কাজ করতে হয়। আপনার ওই একটা বক্তব্য সাথে আমি একমত এখানে আপনি প্রচুর খারাপ নিম্ন শ্রেণীর বাংলাদেশী পাবেন যেটা আপনি বাংলাদেশ কারো সাথে সম্মুখীন হননি। কথাটা কাউকে ছোট করে বলার জন্য বলা হয়নি তারপরও বাস্তব অভিজ্ঞতা থেকে কথাটা বলা হল।
Imran Ahmed কথাটা শুনতে খারাপ লাগবে অনেকের ই। কিন্তু বাস্তবতা মেনে না নেয়া ও বোকামি। ধন্যবাদ।
ইমরান ভাই আপনার সাথে একটু কথা বলতে চাই।
আমিও একমত।
আমি জাপান থেকে বলছি।
এখানে ও আছে।
আসসালামুয়ালাইকুম আমি একজন প্রবাসী সৌদি ইমরান ভাইয়া আপনার আমেরিকান মোবাইল নাম্বারটা আমার একটু দরকার একটু কথা বলার জন্য ভাই
American d.b lotteryr karone Bangladesher joto sutoloker manush ase, tara chole ashese America moto smart countryte
Vishon valo laglo apnar golpo ta .. kokhono Jodi Jai ekbar holeu alap korbo apnar sathe. Apnar golpo ta sune nijer kotha Mone porechilo .. Ami new Jersey te thaktam.
Nesh karunesh এখন কোথায় থাকেন? আমরা থাকি South Jersey. Thank you.
এখন আমি ইন্ডিয়া তে চলে এসেছি। এখানেই এখন সেটেল্ড ডাউন । তবে এবার আমেরিকায় গেলে আমিশ ভিলেজে যাবো।
আমি এডিসন সিটি তে থাকতাম । 2010 e ফিরে আসি ইন্ডিয়া তে
অনেক ভাল লাগল আপনার আমেরিকা যাওয়ার প্রথম অবিঙ্গতার কথা শুনে😍😍
আজ প্রথম আপনার ভিডিও দেখলাম আপনার জীবন কাহিনী শুনে অনেকক্ষন নিরব হয়ে ছিলাম। যেমন কষ্ট লেগেছে আবার ভালো ও লেগেছে এই জন্য যে এখনতো ভালো আছেন।
Tahrina Khan হ্যা ভাই। আল্লাহর রহমতে এখন আলহমদুলিললাহ ভাল আছি। ধন্যবাদ।
Your younger son looks exactly like your younger self ! Awesome video as usual !
Thank you.
Khub sundor bolen apni.... bhalo thakun
bappaditya das Thank you.
Very inspirational video! I came to the U.S with my parents and thought had it tough while my father supported me. Watching this video made me appreciate what my parents did to help me. :) This is by far my favorite video on your channel.
Shah Khan Thank you brother. Sorry for the late response. Thank you.
@@AdventureTube21 Better late than never! :)
Apnar video gulo onk vhalo lage, apnar subject gulo onk attarctive puro video te apni apnar vewer der sathe khub sundor vhabe connect thaken
Kawsar parvin Chowdhury Many thanks dear.
Your life story are amazing...I listening minimum 2-3 time..Thx ...
Khub sndr ...Ki vivid ..Koto moner vetorer sahoz kotha ...Tachara kato bisoy jana galo ... Ami america jete chai na ...Kintu onk jnte chai ..Jnte eche kore ...
Upnr vid dekhe onk kichu sikhte pari ...
Thanks a lot....
My pleasure dear. Thank you 🥰
Shadhin Vai Puroe Apanr Moto Hoache, First Flight ar Story ta Onk Moja chilo, Onk Vlo laglo...
R Ramzan ar Iftar Video Pabo?
Phoroshop Thunder ইনশাল্লাহ।
khata gulo khub mulloban.....khub monojoj diya khata gulo sunaci.majkhana choqa pani chola acaca apnr kastar khata gulo suna.vlo thakban.God bless u and ur family.valobaca niyan
Rifat Haider অনেক ধন্যবাদ। May Allah bless us all.
😍😍😍 ধন্যবাদ আপনাকে।
অতীতের স্মৃতিগুলো আসলেই বিমোহিত করে মানুষকে।
খুব ভাল লাগলো আপনার স্মৃতিচারণামূলক এই এপিসোড দেখে । অনেক কিছু জানলাম । শুভকামনা ।
ধন্যবাদ।
Great reminiscence...great advice...soothing deliberation bhaijaan...!!!
Thank you.
খুব ভাল লাগলো....
অনেক অনেক ধন্যবাদ প্রযুক্তিকে.....
প্রযুক্তির কারনেই কানে হেডফোন লাগিয়ে আপনার মত ব্যাক্তির কাছ থেকে বড় ভাইয়ের কাছ থেকে গল্প শুনার মত খুব মনযোগ দিয়ে শুনলাম, যেটা কিনা ফিজিক্যালি আপনার সামনে বসে শুনা হয়ত অসম্ভব। যদিও এটা আমার অপ্রয়োজনীয় তবুও ফ্যান্টাসি থেকে শুনলাম। ইয়াং দের খুব কাজে লাগবে।
Anis Rahman You are very welcome. We all thank science.
অনেক সরল মনের মানুষ আপনি💝
ফারুক স্যার আপনার কথা ও কথাবলার ধরণ সবকিছুই খুবই সুন্দর |আমার খুব ভালো লাগলো জেনে যে আপনি খুব বাস্তববাদী একজন মানুষ |আপনার ভক্ত আমি অনেক আগেই হয়েছি কিন্তু আপনার বিদেশে ছাত্র জীবনের সংগ্রামী গল্প শুনে আপনার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আরো অনেক গুনে বৃদ্ধি পেলো | অনেকেই বিদেশে গিয়ে নিজেকে বিদেশী বানিয়ে ফেলে কিন্তু আপনি তেমনটা করেননি |বিদেশে গিয়েও নিজের ভালোবাসার মানুষটিকে আপনি সর্বদা স্বরণে রেখেছিলেন এবং তাকেই জীবন সঙ্গী করেছেন তার জন্য আপনাকে স্যালুট | আপনার ভালোবাসা নাকি এক তরফা কিন্তু ভালোবাসা সত্য ছিল এবং আজও নিশ্চয়ই আছে | বিদেশের সুন্দর জীবনের পিছনে যে কতটা সংগ্রাম ও ত্যাগ লুকিয়ে আছে তা শুধু আপনি তুলে ধরেন | আপনার ব্লগ যত সময়েরই হোক শেষ হলে মনে হয় আরো একটু হলে ভালো হতো | এই ভ্লগটি পরপর তিনবার দেখে কমেন্ট করছি | আসলে বুঝতে পারছিলাম না যে কি লিখবো অনেক কিছু লিখার আছে | আপনার সম্পূর্ণ ব্লগ পূর্ণাঙ্গ মনোযোগ দিয়ে দেখি | এত মনোযোগ দিয়ে পড়ালেখা করি কিনা সন্দেহ আছে |
Nowrin Noor Samanta অনেক ধন্যবাদ এত সুন্দর কমেনটের জন্য। অনেক দুক্ষিত এত দেরি করে উত্তর দেয়ার জন্য। কমেনট টা এই মাত্র দেখলাম। ভাল থাকুন ভাই।
@@AdventureTube21 Thanks for reply.
Nowrin Noor Samanta You are very welcome dear.
Sir very gentle presentation.I really appreciate this.GOD bless you.
Thank you.
Hello uncle,
Apnar video gula amar khub khub valo lage.
Thank you dear
Very informative video.
And the last pic was awesome!
Sabrina Sifat Thank you.
As usual excellent video, তবে যদি আমেরিকা কখনওই যাই, অবশ্যই একবার ডিনার করবো। প্রতিটি ব্লগের মতো এটিও খুব ভালো লেগেছে। অনেক না জানা কথা জানতে পেরেছি। আপনার অভিজ্ঞতা আমাদের হয়তো কোনো কাজে লাগতে পারে। আপনার ও নিশ্চয়ই ভালো লেগেছে আমাদের সাথে শেয়ার করে। পুরনো কথা মনে করতে সবারই ভালো লাগে। সে যেমনই হোক। পুরোনো কষ্ট, সুখ সবই ভালো লাগে। আপনার বলার স্টাইলে মনেই হয়নি যে কতক্ষন কেটে গেলো। অনেক অনেক ধন্যবাদ। এরকম আরো অনেক গল্প আমাদের সাথে করবেন নিশ্চয়ই। খুব ভালো লাগার সাথে আবারো ধন্যবাদ। ভালো থাকবেন ইনশাআল্লাহ।
অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকুন দুয়া করি।
Indeed, you are a good guy and interesting person....
I really like you. And your assist mentality...
God bless you for ever...💜
Assalamu alaikum brother apne kemon asen ? Sotti kub ee vhalo video deke atho vhalo lagce . Sotti onek kicu shikar ase and jante parlam apnar otit kotha gulu atho sundor cilo . Enjoy korlam onek beshi vhalo laglo . Thank you bhai .proti video dekar jonno wait kori .
Lablu Chowdhury Walaikum assalam. Alhamdulillah valo. Many thanks.
Welcome baiya apnar deser vromon anonder houk r sundor video dekar oppekkay roilam .
গত দুই পর্বে আমার এই প্রিয় ব্যক্তিত্বের অনেক অজানা জীবনী জানতে পারলাম !! মনে আছে ভাই ? আপনার জীবনী নিয়ে একটা এপিসোড তৈরি করার জন্য ইনবক্সে অনুরোধ করেছিলাম ?
আস্তে আস্তে আমাদের সব চাওয়াই পূরণ করে যাচ্ছেন !!
আপনার প্রথম প্রবাস জীবনের দিনগুলোর কথা শুনে আমার ঠিক আপনারই বয়সে মস্কোর সেই প্রবাসী ছাত্রজীবনের দিনগুলিতে হারিয়ে গিয়েছিলাম !! একজন বাংলাদেশি দেখলে কি না করতাম ??
মজার ব্যাপার - আমার সাবজেক্টও ছিলো পেট্রাকেমিক্যাল 😊😊 !!
আপনার ছাত্র জীবনের ছবি দেখলাম নাকি আমাদের স্বাধীন কে দেখলাম !!🥰🥰
একেবারে অবিকল !!!
সবকিছু ছাপিয়ে আমাদের মালা ভাবী র জন্য আপনার কমিটমেন্ট , প্রত্যাশা আর নিজের করে নেওয়ার গল্প টাই মনে ধরলো- যার পরিণতি আমাদের এই অসম্ভব প্রিয় একটি জুটি 💝💝।
ভালো থাকবেন ভাই । ভাবীকে সালাম ।
Ahmed Ashique Raazi 😲 আপনার ও সাবজেক্ট ছিল পেট্রোলিয়াম!! আপনি কোন সনে গিয়েছিলেন?
রিকোয়েষট এর কথা অবশ্যই মনে আছে। এ জন্যই তো পোস্ট করছি। অনেক ধন্যবাদ ভাই।
@@AdventureTube21
Petrochemical- Faculty : Refinery..
90 সালের শেষ দিকে গিয়েছিলাম ।
কিন্তু লাভ কি ? Switch করে শেষ পর্যন্ত হয়েছি ব্যাংকার 😆😁....
আল্লাহ্ যে রিযিক দিয়েছেন তাতেই সন্তুষ্ট ।
আলহামদুলিল্লাহ ।
Ahmed Ashique Raazi আলহমদুলিললাহ।
ভাই আমি নিউইয়র্ক এ থাকি । আপনার ভিডিও ইউটিউবে দেখি আপনার কন্ঠ , আপনার শুদ্ধ বাচন ভূঙ্গি , বুনিয়াদি ঢঙের কথা বার্তা আর সর্বোপরি বাংলা ভাষাকে আপনার সম্মান প্রদর্শন একথায় সবার মত আমাকেও মুগ্ধ করে । আমার কাছে জীবনের মানে হলো নিজের মহৎ গুন গুলো অন্যের মাঝে বিতরণ করা যাতে সবাই উপকৃত হতে পারে । আপনার সু স্বাস্হ্য কামনা করছি । আর একটা কথা আপনার ভিডিওর মান আগের থেকে উন্নত ।
Arshad Ali অনেক ধন্যবাদ সুন্দর কমেনটের জন্য ভাই। Sorry for the late response. Thank you.
My email adventureTube21@gmail.com
Sir you are really honest 🙂🙂
And your journey is really inspiring ❤❤
Riyad Abdullah Thank you.
Really thank you sir for share it
অনেক ধন্যবাদ আপনার জীবন নের অনেক কথা শেয়ার করলেন। বিদেশ জীবন আসলেই কষ্টের। বিদেশে প্রথম ভাত খাওয়া কথা বলতে গেয়ে আপনার ইমোসন একবারে ফুটে উঠছিল। ভাল থাকবেন।
fahim hasan ধন্যবাদ। Sorry for the late response.
মাশা'আল্লাহ্ খুবই সুন্দর শিক্ষণীয় একটি পোস্ট।
ভাই আপনার জীবনের বৃত্তান্ত নিয়ে এগুলো শোনার অপেক্ষায় ছিলাম 🌷🌷
GREAT EFFORT.
Shows how Empathetic you are..
Great!
TROLL FIRE Thank you.
Asadhran bhai, apnar bolar dharan ebong subject ekdom mon vorie deyi. Jekhane konodin jaoa hobe na sei desh ta dekhano, chenanor janya ekjan Indian boro Bhai er valobasa roilo.
Samir Roy Dhonnobad vai.
Thanks for sharing your past experiences in US
Welcome.
Apnar sab blog e khub sundar. Well informative. Not like other Bangladeshi bloggers with very less or misguided information. And very nice family. I like your younger son shaddin. He is very fluent front of camera. I am from West Bengal now in South Carolina. Stay safe and take care.
just emotional and struggle life you had in your American life
ভাই আপনার এই ভিডিওটা বার বার দেখি। এ এক ইতিহাস সৃষ্টি । আমার ভীষণ ভালো লাগে।
ধন্যবাদ 💕
thanks for the honest review uncle. keep up the good work
Welcome.
Ami khub enjoy kori apnar protita video. Akhane ashar por apnar life kemon holo ar apnar ager kichu chobi dekhlam akdom apnar dui chele r moto apnar face. Khub valo laglo . Amar akti chele o USA te porashuna kore. Amar chele r jonoo dua korben bhaia.
Mahbubul Alam ভাই প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি দেরিতে উত্তর দেয়ার জন্য। এই মাত্র কমেনট দেখলাম।
আপনার ছেলের জন্য অনেক দোয়া করছি। আমাদের জন্যও দোয়া করবেন।
অনেক ধন্যবাদ ভাই। ভাল থাকুন।
কথাগুলো খুবই মূলবান,মনোযোগ সহকারে শুনেছি, ধন্যবাদ ভাইজান।
kazi murad thank you.
আমার একটা বিশেষ অনুরোধ , খোকন ভাইয়ের সাথে একটা সাক্ষাৎকার, আমেরিকায় তিনি কিভাবে আসলেন,কবে আসলেন দেশের বাড়ীতে কে কে আছে তার নিয়ে একটি প্রতিবেদন plz plz
Nice speech!!! May ALLAH bless you & your family!!!!
shamiul huda May Allah bless us all. Thank you.
Khub valo lagse...nijer probas jiboner sathe onekta mile geche...ekta bepare amio ekmot oi level er manuser khub ovab ...
monna chowdhury ধন্যবাদ ভাই। Sorry for the late response.
আসসালামুআলাইকুম,,,
আপনাকে অনেক ধন্যবাদ গুরুক্তপূর্ন ভিডিওটি তৈরি করার জন্য।
Md nuhas ওয়ালাইকুম আসসালাম। অনেক ধন্যবাদ।
Uncle ekta bisoi share krbn plz.ami jante chai je family visa te principal candidate jdi jai thle tar familyr kew jdi unfortunately na tar sthe thle ki jawar somoi prblm hbe.mane amr ma principle candidate se jabe sathe Mi amr baba.akhn apply sobar jnnoi kra hoice. sobai jawar ktha but principle candidate cara jekono duijoner mane amr baba ba ami jdi amr mayer sthe na jai thle baki duijoner jawar ki kono prblm hbe?
ভিসার মেয়াদ যতদিন থাকবে তার মধ্যে গেলে সমস্যা হওয়ার কথা না। Please contact the embassy for more information. Thank you dear.
Hi there you just brought back so many memories for me .I am bit older than you came here in 1979 at the age of 18 .I can relate to so many of your stories .i used earn 180 dollars a month ( 1.90 an hour )working at the cafeteria , that was plenty for my studio apartment , food and you know what .Any way my brother enjoyed it .Love from Atlanta
Nice to hear from you brother. Thank you.
খুব ভালো লাগল ভিডিওটি দেখে।আপনি খুব সুন্দর এবং সহজ ভাবে বোঝাতে পেরেছেন বাস্তবতা সম্পর্কে।যারা আমেরিকা যেতে আগ্রহী তাদের খুব কাজে লাগবে।আর বাংলাদেশীদের নিয়ে যা বলেছেন আমি সে বিষয়ে এক মত।আমাদের এখানে ও অনেক selective হতে হয়।Otherwise you will have to face so many problems. Stay blessed with the lovely family.
Adnan Laskar ধন্যবাদ ভাই। Sorry for the late response. May Allah bless us all.
আসসালামু আলাইকুম, আংকেল আপনি খুবি অসাধারন একজন মানুষ এবং আপনার কথাগুলি খুবি সুন্দর এবং শিক্ষনিও।
Sadiqur Rahman ll Walaikum assalam. অনেক ধন্যবাদ আংকেল।
ধন্যবাদ আংকেল এমন একটা ভিডিও চেয়েছিলাম যেটাতে আপনার আমেরিকার প্রথম জিবনের অভিজ্ঞতা থাকবে। এরপর আপনার দৈনন্দিন কর্মজিবন এবং সাধারন আমেরিকানদের সাথে আপনার চলাফেরা এবং মেলামেশার একটা ভিডিও চাই।।।
sadman nafy Inshallah uncle. Thank you.
Good video. Pls try to brif Mala's first steps in Amirica . How she absolve USA life?
Apnar video dekhe khub bhalo laglo ... khub honest aar kothin proshongo khub sohoj bhasha e bolte paren.
Ipshita Sen অনেক ধন্যবাদ।
Hats off to you ....n I'm speechless for your speech ..you r great person with lots of skills great personality n very good human ...rupa from Florida USA
Fortnite World Thank you Rupa.
Personally apnar kotha bolar dhoron ta onek nice.onek kichu shikhar ache apnar a canel theke.thank you so much.
Amina Akther Jharna You are very welcome.
Thoroughly enjoyed!! A good thing to listen for a newcomer from an experienced one like you. Thank you.
Al Amin You are very welcome.
আপনার কথাবার্তা সত্যিই অসাধারণ।
আমি আপনার সুস্বাস্থ্য কামনা করি।
আমরা অনেক বাঙালি আছি বিদেশে গিয়েও চুরি করি।
আমাদেরকে কেমনে মানুষ বিশ্বাস করবে??
This video and your early stage of student life story just changed my mind, I'm saying it because as I mentioned you before, I am married, mother of a 6 years old daughter, I was young when I got married, was studying Electrical and Telecommunication Engineering in Bangladesh. I got information that our country education system doesn't match with American education system, meaning you have to go over with entire major even though you finished your honors or something like that. So I told my husband I should stop study here and start everything once I start living in America. I am happy to say that fortunately I am in my junior year now. This country education and on top of that majoring in Computer Engineering is not that easy. I was telling myself why did I chose my life this way!? I was happy in my hometown. After watching this video and hearing what you been through totally made me emotional in a good way. I know this journey is very hard for me but I am very happy that I heard your story, so I hope Allah will be always with me and I will try to be patient more than before (as I don't have patience 😌). Uncle! Please do share your story more and more. I'm looking forward to watch your future videos.
Afsana Akter Uncle thank you for sharing your thoughts. Which state are you in now? You can write me if you like. adventureTube21@gmail.com
Sorry for the late response. Thank you.
Ajker blog ta chilo extraordinary. Ekta shikha shofor.darun enjoy korlam .ar apner promito vasha bolar dhoron ke aro interesting koreche. Onek shuvo kamona roilo apnader jonno.
Salina afroze অনেক ধন্যবাদ। শুভ কামনা আপনার জন্যও।
Amazing life story bai
Even though i born in london it gave me such a motivation because now my mother and father is no more i am the youngest in family
Everyone is everyones
Life huh 🤔
Allhamdulilah have faith in Allah and will overcome all clamitys
May Allah bless us all Ameen 🙏 dua korben apnar jonnoh dua royloh bai 💙💙
NAZ UDDIN Prayers for you and your family. Please remember us in your prayers too. Thank you 🥰