স্যার, অাপনার এই প্রোগ্রাম অনেক ভালো লাগে। ফলের প্রতি অনেক ভালোবাসা। এ যেন প্রকৃতির প্রতিও অন্যরকম ভালোবাসা। অাপনার ব্যক্তিত্ব ও অাচরনও পজিটিভ এবং ভালো লাগে।
তালহা জুবায়ের স্যার, এসএম কামরুজ্জামান স্যারের জন্য অন্তর থেকে দোয়া ও ভালোবাসা! আমাদের এই সমস্যা জর্জরিত দেশে কিছু মানুষ নিরবে নিভৃতে যুগান্তকারী কিছু কাজ করে চলে যার প্রভাব হয় সদূর প্রসারী! আপনারা দুজন তেমনি দেশের উপকারে যুগান্তকারী কাজ করে চলেছেন! আপনারাই আমাদের দেশের সত্যিকারের জাতীয় বীর! আপনাদের দুজনের সুস্বাস্থ্য ও নেক হায়াত, উত্তোরত্তর সফলতা কামনা করি!
স্যার আমি একজন ভারতবাসী, আমি আপনার চ্যানেল বহুদিন ধরে দেখি। স্যার আমি এই নঙ্গান ফলটি দেখে খুব আগ্রহী হয়েছি এবং আমি চাই এরকম একটি গাছ নিজ বাড়িতে লাগাতে। স্যার আপনি যদি আমাকে এরকম একটি নঙ্গান এর চারা পাঠাতে পারেন তো খুব ভালো হয়। আপনার Reply অপেক্ষায় থাকবো.
Sir , প্রথমেই বলি দারুন সুন্দর ভিডিও,, আমি কোলকাতার মানুষ,, আমরা গাছপালা খুবই পছন্দ করি ,, আমার কাছে উপরি পাওনা হলো এই ফল সমেত গাছটি,, ছাদে করা সম্ভব, এবং এর স্বাদ ।। Sir , একটা অনুরোধ ছিল , আমি কি একটি চারা আমার ছাদে রোপণ করার জন্য মূল্য দিয়ে পেতে পারি ।। কোলকাতা , বালিগঞ্জ
@@Nondon... কামরুজ্জামান স্যার সরকারি চাকরি করেন না। উনি ব্যক্তিগতভাবে 6 লাখ টাকা চাইলে চাইতে পারেন। সরকারি মুল্য তালিকা না থাকায় যা ইচ্ছে তাই করা যায়। ধৈর্য ধরুন। করোনা পরিস্থিতি ঠিক হলে বেসরকারি পর্যায়ে আরো আমদানীকারক নিয়ে আসলে দাম কমে যাবে। জোবায়ের মাশরুর স্যার শুধুমাত্র লংগান চাষে আগ্রহী তুলতে চাইছেন মাত্র।
আমি ভারতে থাকি আমি আপনার সমস্ত ভিডিও দেখি সত্যি আমি আপনার ভিডিও দেখে খুব আনন্দ পাই কিন্তুু আমি গাছ গুলি কিনতে পারবো না জেনে খুব দুঃখ পাই 😢😢😢।আমার কাছে এমনিতে এতো টাকা নেই তার উপর বাংলা দেশ থেকে আনা। আমি ও সার এর মতো বাগান কোরতে চাই যদিও আমি সাধারণ গাছ নিয়ে বাড়িতে পরীক্ষা করি কিন্তুু যদি গাছ গুলি পেতাম।
আলহামদুলিল্লাহ, আমি এই লঙ্গানের চাষ শুরু করছি, , আমাদের এখানে এটাকে পেয়াচফল বলা হয়, আমাদের এখানে এগুলোর অনেক চাহিদা, এবং, প্রতিটা বারিতে এক গাছ কম পক্ষে আছেই। আমাদের এখানে পাইকারি ১০০ থেকে ৪০০ টাকা কেজি বিক্রি হয়।
Our main Goal is to show the world how beautiful Bangladesh is; we will target Bengali culture, village life of Bangladesh, things BD Fish & Fishing Life.
অামি সিঙ্গাপুর সহ কয়েকটি দেশের ফলের বাজারে নিজের চোখে দেখেছি অামাদের বাড়িতে যে অবহেলিত ভাবে যে লংগান জন্মে তা সবচেয়ে উন্নত জাত অার অামাদের ঢাকা জেলার দোহার গ্রামে এমন কোন বাড়ী নেই যেখানে দুই একটা উন্নত লংগান গাছ নাই
আমি কয়েকদিন আগে উনার নার্সারিতে গিয়েছিলাম পিংপং লংগান চারার দাম ৩৫০০ টাকা। এক থেকে দেড় ফিটের ছোট্ট একটি চারা দেখে পছন্দ হবে না কারো, পরে আর চারা কিনে আনিনি ওনাদের কাছ থেকে।
এই ফলগুলো কবে যে স্যার সারা বাংলাদেশের মানুষ চিনবে খাবে তাড়াতাড়ি সরিয়ে দেন স্যার স্যার 50 100 বছর পরেও কেউ না কেউ আপনার নাম একদিন মনে করবে যে বাংলাদেশের ফল এনেছিল খুব ভালো থাকবেন আপনাকে এমনিও দেখতে খুব সুন্দর দোয়া রইল আলহামদুলিল্লাহ
Host Brother (Journalist) You always Interrupt while he is giving the information, u don't give a chance to Finish the sentence, so we missed the Full information, please take care of this next time ....
স্যার আপনাকে অসেষ ধন্ন বাদ লংগানের ভিডিওটির জন্ন। আমার মনের আসা আপনি পুরুন করেছেন।আমি দোটো লংগানের চারা কিনেছি কামরুজ্জামান স্যার এর কাছ থেকে।দোয়া করবেন আমি জেন সফল হতে পারি।
গত সপ্তাহে ইউটিউব এ দেখলাম আর আজ বাংলাদেশে.... ভাবা যায়...!😊 বঙ্গবন্ধু ঠিকই বলেছিলেন.... বাঙ্গালীদের কেউ দাবায় রাখতে পারবে না..... ধন্যবাদ স্যার এত সুন্দর একটা ফল বাংলাদেশে আনার জন্য এবং মাশরুর স্যারকেও ধন্যবাদ এত সুন্দর একটা ফলের সাথে আমাদেরকে পরিচিত করেদেবার জন্য 💜
That person, Kamruzzam Sir is my spiritual idol. I just want to follow his footsteps and cultivate as many fruit verients as possible in our beautiful Motherland Bangladesh.
ঘুরে ফিরে জনাব কামরুজ্জামান, আর কি দেশে কি কোনো কৃষি বিজ্ঞানী নেই। আর ওনার বাগানে হলেই যে সফল চাষ বলা যায় তা নয়, সারা দেশে ছড়িয়ে দিতে হবে। আমরা অনেক পিছিয়ে আছি এই বিষয়গুলোতে।
সারাদেশে সরকারী হর্টিকালচার সেন্টারের মাধ্যমে এর সম্প্রসারণ করার উদ্যোগ নেয়া হয়েছে। এখন কি আর করার এই কামরুজ্জামান স্যার ই এইসব ব্যতিক্রম ফল গাছে ফল ধরাতে সক্ষম হচ্ছে......এই লংগান আর একটা জায়গায় আছে কিনা জানা নেই। গাছ বিক্রি কত টাকায় বিক্রি করছে না করছে সে বিষয়ে কোন ধারণা নেই।
@@KrishiBioscope আমার কথা ও সেই জায়গায়, এই সমস্ত এক্সোটিক ফলের চাষ আমাদের দেশে আরো বহু আগেই সমপ্রসারণের দরকার ছিল আমরা এত পিছিয়ে কেন , পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ড ভিয়েতনাম মালয়েশিয়া ভুটান এদিক দিয়ে অনেক অনেক আগে আমাদের থেকে। আমাদের দেশে কি ভালো ভালো কৃষি বিশ্ববিদ্যালয় নেই সেখান থেকে ছাত্ররা পড়ে বের হচ্ছে ,তাদের কি দেশের প্রয়োজনে এই বিষয়গুলো নিয়ে কাজ করা উচিত ছিল না?
Longan (Ashfol) eta amar Dadar amol theke amader barite dore.....ekhon ayekhane dekhtechi shofol vabe bd te chas hocche ekhon...eta to age thekei bd te available
এই কামারুজাম্মানের একটা ভিডিও দেখেছিলাম খুব সম্ভবত বাংলার কৃষি বলে একটা ইউটিউব চ্যানেলে, যেখানে বিলিম্বি বলে একটা ফল দেখাচ্ছিল। সেটা নিয়ে একটা ভিডিও করুন।
যোগাযোগ- 01711313964 , এস এম কামরুজ্জামান স্যার
স্যার লংগান কি চট্টগ্রামে হবে? যদি হয় তাহলে স্যার ১০০ চারার দাম কত পড়বে জানালে উপকৃত হব।ধন্যবাদ
আসসালামু আলাইকুম সার আমার ১০ টি চারাগাছ চাই।আমি কলবের চারা কিবাবে পাব সার,,,,,
স্যারের নাম্বার বন্ধ, পাওয়া যাচ্ছে না
ভাই উনার কাছে তো গাছের চারা অনেক দাম। গত কয়েক দিন আগে একটা করোসল এবং পার্সিমন ক্রয় করেছি।
@@Hossain450 vai koto kore kinsen? Amio sunsi onk dam
আপনার অনুষ্ঠান , উপস্থাপনা ভালো লাগে। দিন দিন কৃষি নিয়ে আপনার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ুক এই কামনা করি
লংগান চাষে সফলতা এবং বাংলাদেশের লংগান চাষ হচ্ছে এখন জেনে অনেক ভালো লাগলো
আলহামদুলিল্লাহ ভালো লাগলো প্রতিবেদন টি দেখে খুবই সুন্দর প্রতিবেদন করে কৃষি বায়স্কোপ চ্যানেলটি, কৃষি তে অবদান রাখার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমি কুমিল্লা থেকে বলছি।
আপনার উপস্থাপনা অনেক ভালো লাগে। আপনার কৃষি বিষয়ে ছড়িয়ে পড়ুক সারাদেশে।।
স্যার, অাপনার এই প্রোগ্রাম অনেক ভালো লাগে। ফলের প্রতি অনেক ভালোবাসা। এ যেন প্রকৃতির প্রতিও অন্যরকম ভালোবাসা। অাপনার ব্যক্তিত্ব ও অাচরনও পজিটিভ এবং ভালো লাগে।
সালাম নিবেন স্যার,,, আমি আপনার প্রতিটি ভিডিও দেখি। আপনার মতো একজন সৃজনশীল কৃষিবিদের হাত ধরে এগিয়ে যাক প্রতিটা কৃষক। দেশের উৎপাদন বৃদ্ধ হোক।
Thanx dear...
একদম ঠিক বলেছেন MD AZIZ dada
তালহা জুবায়ের স্যার, এসএম কামরুজ্জামান স্যারের জন্য অন্তর থেকে দোয়া ও ভালোবাসা! আমাদের এই সমস্যা জর্জরিত দেশে কিছু মানুষ নিরবে নিভৃতে যুগান্তকারী কিছু কাজ করে চলে যার প্রভাব হয় সদূর প্রসারী! আপনারা দুজন তেমনি দেশের উপকারে যুগান্তকারী কাজ করে চলেছেন! আপনারাই আমাদের দেশের সত্যিকারের জাতীয় বীর! আপনাদের দুজনের সুস্বাস্থ্য ও নেক হায়াত, উত্তোরত্তর সফলতা কামনা করি!
তালহা স্যার আপনাকে আর মেহেদি স্যারকে আমার খুব ভালো লাগে ।সবচেয়ে ভালো লাগে আপনাদের কথাগুলো, খুব সুন্দর ।
অসাধারণ।স্যারের তুলনা নাই।লংগান খেয়েছি কাতারে অনেক বার।দাম অনেক বেশি থাকে সব সময়।১৮ থেকে ২৪ রিয়ার কেজি।
আমি west bengal (ভারতের) এর বাসিন্দা, আপনার ভিডিওগুলো নিয়মিত দেখি , খুবই ভালো লাগে।
মাশাল্লাহ প্রিয় ভাই আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করেছেন। খুবই সুস্বাদু একটি ফল এটি। জাজাকাল্লাহ খাইরান
আপনার কথা বলার ধরনটা খুব সুন্দর ।
Sir 's choice has always been amazing 👌👌👌👌👌👌👌👌👌👌.
If I am not wrong, you are really a truly and great plant lover .thanks
My two favourite inspired idol in one frame again. They are doing very important role for our country.. Allah bless them.. Thanks.
Thanx dear Shuvo
@@KrishiBioscope You are Wel come sir..
আপনার খাওয়া দেখে যাদের জিভে জল আসে তারাই মন্তব্য করে।ধন্যবাদ আপনাকে, আপনার ভিডিও দেখা অনেক অনুপ্রেরণা পাই।
ha ha ha
ভাই আপনার ভয়েসটা অনেক সুন্দর। উপস্থাপনা ওঅনেক সুন্দর।
স্যার অাপনার জন্য অনেক কিছু জানতে পারছি, ধন্যবাদ
অসাধারণ স্যার আপনার ভিডিও গুলো দেখার জন্যে সব সময় আসায় থাকি নতুন নতুন ভিডিও ❤❤❤❤
5000tk 1ps just business
আসসালামুয়ালাইকুম ভাইয়া আপনি আমাকে কৃষি বিষয়ে তথ্য দেন আমার কাছে অনেক ভালো লাগে
ভাইয়া আপনার কথাগুলো খুব ভালো লাগে আপনাকে ও খুব ভালো লাগে দোয়া করি এগিয়ে যান
স্যার আমি একজন ভারতবাসী, আমি আপনার চ্যানেল বহুদিন ধরে দেখি। স্যার আমি এই নঙ্গান ফলটি দেখে খুব আগ্রহী হয়েছি এবং আমি চাই এরকম একটি গাছ নিজ বাড়িতে লাগাতে। স্যার আপনি যদি আমাকে এরকম একটি নঙ্গান এর চারা পাঠাতে পারেন তো খুব ভালো হয়। আপনার Reply অপেক্ষায় থাকবো.
স্যার আপনার অনুষ্ঠান প্রায় সময় দেখি, খুব ভাল লাগে ।
Apnar khawa khubi valo lage khawar jonnoi Dekhi bujha jai je vitore kmn upor ta kmn onno der montobbe kosto niben na 😊😊😊😊😊😊
Sir আপনার অনেক video দেখেছি ।খুব ভালো লাগে ।
আলহামদুলিল্লাহ, আমি অনেক খেয়েছি. অনেক সুস্বাদু এবং মিষ্টি
আমি যে খেলাম টক
Sir , প্রথমেই বলি দারুন সুন্দর ভিডিও,, আমি কোলকাতার মানুষ,, আমরা গাছপালা খুবই পছন্দ করি ,, আমার কাছে উপরি
পাওনা হলো এই ফল সমেত গাছটি,, ছাদে করা সম্ভব,
এবং এর স্বাদ ।।
Sir , একটা অনুরোধ ছিল , আমি কি একটি চারা আমার ছাদে রোপণ করার জন্য মূল্য দিয়ে পেতে পারি ।।
কোলকাতা , বালিগঞ্জ
উনার কাছে চারার মূল্য এতো বেশি যে সেটা দিয়ে বানিজ্যিক বিস্তার অসম্ভব।
গবেষণা সরকারি টাকায়। আর ব্যবসা নিজের জন্য! দারুণ। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
একজনের কমেন্ট দেখলাম তার কাছে নাকি ৬০০০ টাকা চাওয়া হয়েছে একটি চারা।
@@Nondon... কামরুজ্জামান স্যার সরকারি চাকরি করেন না। উনি ব্যক্তিগতভাবে 6 লাখ টাকা চাইলে চাইতে পারেন। সরকারি মুল্য তালিকা না থাকায় যা ইচ্ছে তাই করা যায়। ধৈর্য ধরুন। করোনা পরিস্থিতি ঠিক হলে বেসরকারি পর্যায়ে আরো আমদানীকারক নিয়ে আসলে দাম কমে যাবে। জোবায়ের মাশরুর স্যার শুধুমাত্র লংগান চাষে আগ্রহী তুলতে চাইছেন মাত্র।
আমি ভারতে থাকি আমি আপনার সমস্ত ভিডিও দেখি সত্যি আমি আপনার ভিডিও দেখে খুব আনন্দ পাই কিন্তুু আমি গাছ গুলি কিনতে পারবো না জেনে খুব দুঃখ পাই 😢😢😢।আমার কাছে এমনিতে এতো টাকা নেই তার উপর বাংলা দেশ থেকে আনা। আমি ও সার এর মতো বাগান কোরতে চাই যদিও আমি সাধারণ গাছ নিয়ে বাড়িতে পরীক্ষা করি কিন্তুু যদি গাছ গুলি পেতাম।
আলহামদুলিল্লাহ, আমি এই লঙ্গানের চাষ শুরু করছি, , আমাদের এখানে এটাকে পেয়াচফল বলা হয়, আমাদের এখানে এগুলোর অনেক চাহিদা, এবং, প্রতিটা বারিতে এক গাছ কম পক্ষে আছেই।
আমাদের এখানে পাইকারি ১০০ থেকে ৪০০ টাকা কেজি বিক্রি হয়।
চমৎকার প্রতিবেদন
এই ফল বাংলাদেশে হয় জানতাম না!😮
অনেক ধন্যবাদ সুন্দর ভিডিওটির জন্য!😊😊
আমার ছাদেও হয়েছে
আমার বাসায় আছে
একমত
@@hossainnumanvlog4044 আপনার কাছে কোন জাতটা বেস্ট?
মাশাল্লাহ্ অনেক সুন্দর ।
এটা আমি ইন্ডিয়াতে খেয়েছি এটা খেতে অনেক সুস্বাদু
অনেক সুন্দর উপস্থাপনা স্যার
অসাধারণ স্যার ধন্যবাদ আপনাকে অনেক অনেক নতুন নতুন ভিডিও আরো চাই
খুব ভালো লাগলো
আল্লাহ আমাদের সকল কৃষক কে কবুল করুন
Thank you so much sharing your video very kind of you❤🤲🤲🤲
বাংলাদেশের ফলের বাগানের রাজা --" কামরুল" sir 🙏🙏🙏🙏
Our main Goal is to show the world how beautiful Bangladesh is; we will target Bengali culture, village life of Bangladesh, things BD Fish & Fishing Life.
অসাধারন, অনেক ভালো লাগলো, ধন্যবাদ স্যার
চারা কোথায় পাব??
sir apnar hat dhore onek bedeshi fruit bangladeshe ashesay..
apnake ar jonno dhonnobad
অামি সিঙ্গাপুর সহ কয়েকটি দেশের ফলের বাজারে নিজের চোখে দেখেছি অামাদের বাড়িতে যে অবহেলিত ভাবে যে লংগান জন্মে তা সবচেয়ে উন্নত জাত অার অামাদের ঢাকা জেলার দোহার গ্রামে এমন কোন বাড়ী নেই যেখানে দুই একটা উন্নত লংগান গাছ নাই
অসাধারণ লাগছে স্যার
অসম্ভব সুন্দর।।।।কিভাবে চারা পাবো দাদা।।।।ভালো থাকবেন দাদা।।।।
সৌরভ
বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়
Agula bangladesher onek grame asw, aguloke jongli lichu bole, khub mishti
আমি কয়েকদিন আগে উনার নার্সারিতে গিয়েছিলাম পিংপং লংগান চারার দাম ৩৫০০ টাকা। এক থেকে দেড় ফিটের ছোট্ট একটি চারা দেখে পছন্দ হবে না কারো, পরে আর চারা কিনে আনিনি ওনাদের কাছ থেকে।
Both of you are great agriculturist.In W..Bengal there is no devoted agricultural expert like you.Regularly I watch Krisi Bioscope.Thanks a lot .
Aasfol. R long gan eki gach ki?
Rangpur a ki rambutan foll hoy ata Niya akta video banaiyn to vai..amra bagn korta chaci rngpur a
Sir ami akjon nurseryman apnar upasthapon sob somoy i dekhi apni ki india te gach dite parben????
Accha ey longan fruit eyta ki same fruit ja kath lichu ba pichfol name e dhaka and dohar e ekti khub e poricito fol?
Nice fruits sir its is very testy
Kamali sar varat p banga apnar kachthake ghachnite chi kivabe janao
আমাদের ঢাকা জেলায় দোহার উপজেলায় প্রতি বাড়িতেই এ ফল গাছ আছে এটার নাম এখানে বলা হয় পিয়াছ ফল।
আমাদের দোহার ও নবাবগঞ্জ প্রেত্তেক বাড়িতে ই আছে
আমাদের গ্রামেও আছে লংগান ফল এবার অনেক ধরেও ছিল খেয়েছি খুব ভালো খেতে
আপু কোথায় আছে লংগান গাছ?
কোথায় এইটা
এই ফলগুলো কবে যে স্যার সারা বাংলাদেশের মানুষ চিনবে খাবে তাড়াতাড়ি সরিয়ে দেন স্যার স্যার 50 100 বছর পরেও কেউ না কেউ আপনার নাম একদিন মনে করবে যে বাংলাদেশের ফল এনেছিল খুব ভালো থাকবেন আপনাকে এমনিও দেখতে খুব সুন্দর দোয়া রইল আলহামদুলিল্লাহ
কামরুল স্যার আমাদের রাজশাহীর গর্ব।।।
দালাল না হয় একটা চারার দাম ৫০০০ টাকা চায় দেশোতোবোদ নাই।
Host Brother (Journalist) You always Interrupt while he is giving the information, u don't give a chance to Finish the sentence, so we missed the Full information, please take care of this next time ....
Assalamualaikum brother I subscribed to your channel, what an amazing video! 😊❤
আমার খুব পছন্দ স্যার। তবে আমার এলাকা বি বাগড়িয়া, এখানে এইগাছ বাচাতে পারিনাই।আমার অনুরোধ, নিচে লিচুগাছ উপরে লঙার দিলে ভাল হত ।
আমার খুব প্রিয় ফল।অনেকদিন ঘরে রাখলেও পঁচন ধরেনা।লিচুতে পঁচন ধরে তাড়াতাড়ি।
স্যার আপনাকে অসেষ ধন্ন বাদ লংগানের ভিডিওটির জন্ন। আমার মনের আসা আপনি পুরুন করেছেন।আমি দোটো লংগানের চারা কিনেছি কামরুজ্জামান স্যার এর কাছ থেকে।দোয়া করবেন আমি জেন সফল হতে পারি।
আমার কিছু চারা কিনার ইচ্ছা আছে। উনি দাম কত করে রাখেন?
৫০০০ হাজার করে ভাই
Неделю назад с фрукта семенами посадила.Просто интерес❤
গত সপ্তাহে ইউটিউব এ দেখলাম
আর আজ বাংলাদেশে.... ভাবা যায়...!😊
বঙ্গবন্ধু ঠিকই বলেছিলেন.... বাঙ্গালীদের কেউ দাবায় রাখতে পারবে না.....
ধন্যবাদ স্যার এত সুন্দর একটা ফল বাংলাদেশে আনার জন্য এবং মাশরুর স্যারকেও ধন্যবাদ এত সুন্দর একটা ফলের সাথে আমাদেরকে পরিচিত করেদেবার জন্য 💜
চিরতরুণ কামরুজ্জামান স্যার, ইনশাআল্লাহ একবার দেখা করব।
ধন্যবাদ আপনাকে ।
স্যার আপনা চ্যানেল এর নিয়মিত দর্শক আপনার আপডেট ভিডিও গুলো আমি নিয়মিত দেখি। এই লংগান চারা কোথায় পাওয়া যাবে জানাবেন?
Thanks beautiful vedeo.
জারা লেবু ও সাতকরা নিয়ে একটি ভিডিও দেখাবেন।
Mashallah...
That person, Kamruzzam Sir is my spiritual idol. I just want to follow his footsteps and cultivate as many fruit verients as possible in our beautiful Motherland Bangladesh.
5000tk 1ps kono kotha aita? aita kemon service hoylo?
ধন্যবাদ স্যার আপনাকে
এই ফলটার নাম মালেশিয়া ও ইন্দোনেশিয়ায় মাতা কুচিং অর্থাৎ বিড়ালের চোখ খাইতে খুব মিঠা এবং স্বাধযুক্ত।
খবিস্যা কথা।
বাংলাদেশে আসলে আপনার সাথ্ব দেখা হবে ইনশাআল্লাহ
I am very pleased about that.
আসসালামুয়ালাইকুম স্যার
সিডলেছ পারসিমন নিয়ে একটা ভিডিও করেন।
আমাদের চির রঙ্গীন কামরুজ্জামান স্যার। আল্লাহ তায়ালা স্যারকে হায়াতে ত্যায়ইবা দান করুন।
ধন্যবাদ ।
মালাএশিয়া তে প্রচুর খেয়েছি, ফলন এর থেকে বেশি, তবে কামরুজ্জামান স্যারের ফল টা অনেক বড়।
আপনার কাছে একটা প্রশ্ন পিংপং বাদে কোন লংগান উচ্চ ফলনশীল জাত?? বীজ ছোট এবং মাংস বেশি হবে কোন জাতে??
স্যার অনেক অনেক ধন্যবাদ
Via pulasan fruit niya video koren
এটা কোন জাতের দয়া করে জানাবেন 🙏🙏...reply er আশায় রইলাম
Nice 👌👌👏👏
আসসালামুয়ালাইকুম স্যার
এখন গাছের দাম কতো? লংগান চাষিদের হাতে তুলে দিতে কতো বছর সময় লাগবে?
স্যার আপনার নিকট বিদেশি অনেক ধরনের গছ আছে কিন্তু কিভাবে চারা পাওয়া যাবে? দয়া করে জানাবেন।
ঘুরে ফিরে জনাব কামরুজ্জামান, আর কি দেশে কি কোনো কৃষি বিজ্ঞানী নেই। আর ওনার বাগানে হলেই যে সফল চাষ বলা যায় তা নয়, সারা দেশে ছড়িয়ে দিতে হবে। আমরা অনেক পিছিয়ে আছি এই বিষয়গুলোতে।
উনার কাছে চারার অনেক দাম।
@@Hossain450 মনোপলি ব্যাবসা বানাইয়া রাখছে
সারাদেশে সরকারী হর্টিকালচার সেন্টারের মাধ্যমে এর সম্প্রসারণ করার উদ্যোগ নেয়া হয়েছে। এখন কি আর করার এই কামরুজ্জামান স্যার ই এইসব ব্যতিক্রম ফল গাছে ফল ধরাতে সক্ষম হচ্ছে......এই লংগান আর একটা জায়গায় আছে কিনা জানা নেই।
গাছ বিক্রি কত টাকায় বিক্রি করছে না করছে সে বিষয়ে কোন ধারণা নেই।
@@KrishiBioscope আমার কথা ও সেই জায়গায়, এই সমস্ত এক্সোটিক ফলের চাষ আমাদের দেশে আরো বহু আগেই সমপ্রসারণের দরকার ছিল আমরা এত পিছিয়ে কেন , পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ড ভিয়েতনাম মালয়েশিয়া ভুটান এদিক দিয়ে অনেক অনেক আগে আমাদের থেকে। আমাদের দেশে কি ভালো ভালো কৃষি বিশ্ববিদ্যালয় নেই সেখান থেকে ছাত্ররা পড়ে বের হচ্ছে ,তাদের কি দেশের প্রয়োজনে এই বিষয়গুলো নিয়ে কাজ করা উচিত ছিল না?
আমি গাছটি কিনতে ইচ্ছুক....
গাছের দাম কত বললে ভালো হয়?
Great
talha viya,apna-k khata dakla moja lage.
আসসালামু আলাইকুম স্যার। আমি বীজ থেকে চারা তৈরি করেছি ১বছর বয়স। ফল আসতে কত বছর লাগবে??? আর গাছের গোড়ায় কি দিলে তারাতাড়ি ফল আসবে???
Longan (Ashfol) eta amar Dadar amol theke amader barite dore.....ekhon ayekhane dekhtechi shofol vabe bd te chas hocche ekhon...eta to age thekei bd te available
আমার একটি লংগান গাছ আছে, যার বয়স ১৭ বছর। চার বছর ধরে ভালোই ফল পাচ্ছি।
অসাধারণ!!!
देख कर अच्छा लगा
Good
মাশাল্লাহ অনেক সুন্দর ভাই
এই কামারুজাম্মানের একটা ভিডিও দেখেছিলাম খুব সম্ভবত বাংলার কৃষি বলে একটা ইউটিউব চ্যানেলে, যেখানে বিলিম্বি বলে একটা ফল দেখাচ্ছিল। সেটা নিয়ে একটা ভিডিও করুন।
বেলম্বো নামের একটা ফল গাছ ছিলো আমাদের কিন্তু অনেক টক ছিলো।গত বছর কেটে ফেলছি।
@@shaiketfarhed4025 বিলিম্বি টকই হয়।
বিদেশী থেকে লংগান থেকে বাংলাদেশীটা অনেক বড় মনে হচ্ছে।
Amra boli kat kicu,amader onk boro gach cilo.nana,nani mara jabar por kete felce
Via yellow rambutan niya video koren please 🥺