এই গানটি যখন শুনতে থাকি তখনই আমি বুঝতে পারি আমি আমার বাংলাকে কতটা ভালবাসি এবং কতটা ভালোবাসা উচিত। একটা গানের মধ্য দিয়েই প্রতুল মুখোপাধ্যায় আমাদের মাঝে অমর হয়ে থাকবেন।
আমি ঈশ্বরকে ধন্যবাদ দেই আমার প্রিয় ভাষা বাংলা ভাষার জন্য। যে ভাষাতে আমি আনন্দ পাই, যে ভাষা আমার মনের ভাষা , প্রাণের ভাষা । প্রত্যেক বাংলা ভাষাভাষী ভাই বোনেদের জন্য রইল আমার শুভেচ্ছা। ধন্যবাদ।♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏
সামনে বসে যারা শুনেছেন তারা ভাগ্যবান। যারা বিদেশে বসে শুনছেন, তাদের বলছি, উনি আজও ছোট ছোট প্রেক্ষাগৃহে গান গেয়ে যান, বাংলার জন্য। বিদেশে বসে ওনার গান শুনে চোখ দিয়ে ঝরঝর করে জল পর্যন্ত পড়েছে, ফিরে এসে ওনার প্রত্যয় দেখে অবাক হয়েছি - তখন বুঝেছি - গানটার আসল মানে।
আজ ২১ শে ফেব্রুয়ারী, বাংলাকে অনুভব করছি আপনার এই সুন্দর মিষ্টি কণ্ঠে বাংলার গান দিয়ে। সত্যিই আজকের দিনে আপনার এই গানটি বাংলা কি তা আমাকে অনুভব করিয়েছে। স্যার আপনি আমাকে কাঁদিয়ে দিয়েছেন। স্যালুট আপনাকে 🫡
আজ ৮ই ফাল্গুন তথা ২১ এ ফেব্রুয়ারি ২০২৪ ।। সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং সম্মান জানাই। এরই সাথে আপনার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা। আমাদের এতো সুন্দর উপহার দেওয়ার জন্য আমরা আপনার প্রতি চির কৃতজ্ঞ।❤❤ (প্রতুল মুখোপাধ্যায়)
"আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকার আমি সব দেখে শুনে ক্ষেপে গিয়ে করি বাংলায় চিতকার" বাংলা আমাদের অহংকার। সকল বাঙালিদের বলি বাংলা কে অবজ্ঞা করবেন না দয়া করে। আজকাল সবাই শুধু বাংলা কে এড়িয়ে যেতে চাইছে। আসুন আমরা এই ভাষা দিবসে প্রতিজ্ঞা করি, যতটা পারি বাংলায় কথা বলব, বাংলা গান শুনব, বাংলা ছবি দেখব, বাংলা মিডিয়াম এ পড়ব, বাংলাতে চিকিতসা করাব আর বাঙলাতেই থাকব।আমরা বাঙালিরাই পারি বাংলা কে এগিয়ে নিয়ে যেতে।
আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়াভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবনানন্দ বাংলা প্রাণের সুখ, আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আহা হাহা . আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকার, আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলা আমার দৃপ্ত স্লোগান ক্ষিপ্ত তীর ধনুক, আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আহা হাহা . আমি বাংলায় ভালবাসি, আমি বাংলাকে ভালোবাসি আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায় মেশে তেরো নদী সাত সাগরের জল গঙ্গায়, পদ্মায়। বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আহা হাহা .
আমি বাংলায় গান গাই Lyrics by Mahmuduzzaman Babu | Pratul Mukhopadhyay আমি বাংলায় গান গাই আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়াভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলাই আমার জীবনানন্দ বাংলা প্রাণের সুখ আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ | বাংলাই আমার জীবনানন্দ বাংলা প্রাণের সুখ আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ | আহা হাহা আহা হাহা আহা হা হা আহা হা হা আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলা আমার দৃপ্ত স্লোগান ক্ষিপ্ত তীর ধনুক, আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ | বাংলা আমার দৃপ্ত স্লোগান ক্ষিপ্ত তীর ধনুক, আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ | আহা হাহা আহা হাহা আহা হা হা আহা হা হা আমি বাংলায় ভালবাসি, আমি বাংলাকে ভালবাসি আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি বাংলায় ভালবাসি, আমি বাংলাকে ভালবাসি আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা’কিছু মহান বরণ করেছি বিনয় শ্রদ্ধায় মেশে তেরো নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায় বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ | বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ | আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়াভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলাই আমার জীবনানন্দ বাংলা প্রাণের সুখ আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ | বাংলাই আমার জীবনানন্দ বাংলা প্রাণের সুখ আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ | আহা হাহা আহা হাহা আহা হা হা আশা করি অনেকেই গাইতে পারবে আহা হা হা
বাংলাকে কতটা ভালবাসি বলতে পারবনা, তবে বাংলা ছাড়া অন্য কোন ভাসাকে মাতৃভাসা্র মর্যাদা ও প্রনাম জানাতে পারবোনা । পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর ও মধুর ভাষা আমার বংলা।
আমি বাংলায় কাঁদি , বাংলায় রুঠি, বাংলায় মিঠে হাসি ; .........আমি বাংলায় চলি , বাংলায় বলি , বাংলায় ভালবাসি । বাংলা আমার গরীব মাতা , বাংলাই কুঁড়ে ঘর ; বাংলায় প্রথম মাকে ডেকেছি , বাংলাই স্বরা- স্বর । বাংলা আমার গীতাঞ্জলি , বাংলা অগ্নিবীণা ; বাংলাই আমার পথের পাঁচালী শুভ্র কাশ বনা । বাংলাই আমার গীতা- কোরআন , বাংলা স্বর্গ - বেহেশ্ত ; বাংলায় আমার জীবন - যাপন , বাংলায় হবে শেষ । বাংলা আমার তৃষ্ণার জল , বাংলা প্রাণের শ্বাস ; বাংলায় যেন বার বার আসি এইতো মনের আশ ।
*আমি বাংলায় গান গাই (Lyrics)* আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই, আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই.. আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়াভরা পথে হেঁটেছি এতটা দূর.. বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রানের সুর আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ, বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রানের সুর আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ.. আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই, আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই.. আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার আমি সব দেখে শুনে ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার.. বাংলাই আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ, বাংলাই আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ.. আমি বাংলায় ভালবাসি, আমি বাংলাকে ভালবাসি আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি, আমি বাংলায় ভালবাসি, আমি বাংলাকে ভালবাসি আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি.. আমি যা কিছু মহান বরণ করেছি, বিনম্র শ্রদ্ধায় মেশে তেরো নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায়, আমি যা কিছু মহান বরণ করেছি, বিনম্র শ্রদ্ধায় মেশে তেরো নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায়.. বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ, বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ.. আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই আমি, আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই, আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই আমি, আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই.. আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়াভরা পথে হেঁটেছি এতটা দূর, আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়াভরা পথে হেঁটেছি এতটা দূর.. বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রানের সুর আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ, বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রানের সুর আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ..
আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়াভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলা আমার জীবনানন্দ বাংলা প্রাণের সুখ আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ বাংলা আমার জীবনানন্দ বাংলা প্রাণের সুখ আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ আমি বাংলায় কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকার আমি সব দেখে শুনে ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার বাংলা আমার দৃপ্ত স্লোগান ক্ষিপ্ত তীর ধনুক আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ বাংলা আমার দৃপ্ত স্লোগান ক্ষিপ্ত তীর ধনুক আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ আমি বাংলায় ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায় মেশে তেরো নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায় বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়াভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলা আমার জীবনানন্দ বাংলা প্রাণের সুখ আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ
আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়াভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবনানন্দ বাংলা প্রাণের সুখ, আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আহা হাহা .. আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকার, আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলা আমার দৃপ্ত স্লোগান ক্ষিপ্ত তীর ধনুক, আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আহা হাহা .. আমি বাংলায় ভালবাসি, আমি বাংলাকে ভালোবাসি আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায় মেশে তেরো নদী সাত সাগরের জল গঙ্গায়, পদ্মায়। বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আহা হাহা ..
এই গানটি প্রতিটি বাঙালি প্রতিদিন একবার শুনলেই আমাদের ভাষা দিবস সার্থক🙏🙏
Onar gaan samne theke sunechi...takhon bujhini...aaj bujhi ami katota bhagyoboti ❤
এই গানটি যখন শুনতে থাকি তখনই আমি বুঝতে পারি আমি আমার বাংলাকে কতটা ভালবাসি এবং কতটা ভালোবাসা উচিত। একটা গানের মধ্য দিয়েই প্রতুল মুখোপাধ্যায় আমাদের মাঝে অমর হয়ে থাকবেন।
আমি ঈশ্বরকে ধন্যবাদ দেই আমার প্রিয় ভাষা বাংলা ভাষার জন্য। যে ভাষাতে আমি আনন্দ পাই, যে ভাষা আমার মনের ভাষা , প্রাণের ভাষা । প্রত্যেক বাংলা ভাষাভাষী ভাই বোনেদের জন্য রইল আমার শুভেচ্ছা। ধন্যবাদ।♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏
সামনে বসে যারা শুনেছেন তারা ভাগ্যবান। যারা বিদেশে বসে শুনছেন, তাদের বলছি, উনি আজও ছোট ছোট প্রেক্ষাগৃহে গান গেয়ে যান, বাংলার জন্য। বিদেশে বসে ওনার গান শুনে চোখ দিয়ে ঝরঝর করে জল পর্যন্ত পড়েছে, ফিরে এসে ওনার প্রত্যয় দেখে অবাক হয়েছি - তখন বুঝেছি - গানটার আসল মানে।
😢😢😢😢😢
কোটি প্রণাম জানাই এমন মহা শিল্পীকে ।
আমার ৮ বছরের ছেলে এই গানটা শুনতে খুব ভালবাসে। প্রতুল স্যার এত অপূর্ব আবেগ ভরে গেয়েছেন যে বলার নয়! সহস্র প্রণাম জানাই ওনাকে!
বাংলা আমার মাতৃভাষা এটাই আমার গর্ব। 💐🇮🇳🙏👍
Yes I am wanting
অপূর্ব, চোখে জল এসে গেল❤
আজ ২১ শে ফেব্রুয়ারী, বাংলাকে অনুভব করছি আপনার এই সুন্দর মিষ্টি কণ্ঠে বাংলার গান দিয়ে। সত্যিই আজকের দিনে আপনার এই গানটি বাংলা কি তা আমাকে অনুভব করিয়েছে। স্যার আপনি আমাকে কাঁদিয়ে দিয়েছেন।
স্যালুট আপনাকে 🫡
বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক ... ♥
আমি গর্বিত বাঙালি। জীবনে কোন গান শুনে এত শিহরণ হয়নি, যা এই গান শুনে হয়।
আজ ৮ই ফাল্গুন তথা ২১ এ ফেব্রুয়ারি ২০২৪ ।।
সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং সম্মান জানাই।
এরই সাথে আপনার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা।
আমাদের এতো সুন্দর উপহার দেওয়ার জন্য আমরা আপনার প্রতি চির কৃতজ্ঞ।❤❤
(প্রতুল মুখোপাধ্যায়)
Ara sab kothay chilo West Bengal culture pray sash hatath ae gan suna bhalo ladcha
Asadharon!!! Proud to be a bengali...
আহা কি আবেগ জড়ানো সুর!
অমর সৃষ্টি! আবেগে ভরপুর, আমার বাংলা আমার ভাষা।
"আমি বাংলায় মাতি উল্লাসে
করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে ক্ষেপে গিয়ে
করি বাংলায় চিতকার"
বাংলা আমাদের অহংকার। সকল বাঙালিদের বলি বাংলা কে অবজ্ঞা করবেন না দয়া করে। আজকাল সবাই শুধু বাংলা কে এড়িয়ে যেতে চাইছে। আসুন আমরা এই ভাষা দিবসে প্রতিজ্ঞা করি, যতটা পারি বাংলায় কথা বলব, বাংলা গান শুনব, বাংলা ছবি দেখব, বাংলা মিডিয়াম এ পড়ব, বাংলাতে চিকিতসা করাব আর বাঙলাতেই থাকব।আমরা বাঙালিরাই পারি বাংলা কে এগিয়ে নিয়ে যেতে।
আমার বাংলা, আমার ভাষা, আপামর বাঙালীর প্রাণের ভাষা❤
“..........আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি”
Excellent. Vasha nei kichu bolar.
মন ভোরে গেল।
People everywhere speaking Bangla ..take love
অসাধারন
❤ excellent
Khub sundor
আমি বাংলায় গান গাই,
আমি বাংলার গান গাই,
আমি আমার আমিকে চিরদিন
এই বাংলায় খুঁজে পাই।
আমি বাংলায় দেখি স্বপ্ন,
আমি বাংলায় বাঁধি সুর
আমি এই বাংলার মায়াভরা পথে
হেঁটেছি এতটা দূর।
বাংলা আমার জীবনানন্দ
বাংলা প্রাণের সুখ,
আমি একবার দেখি, বারবার দেখি,
দেখি বাংলার মুখ। আহা হাহা .
আমি বাংলায় কথা কই,
আমি বাংলার কথা কই
আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি,
বাংলায় জেগে রই।
আমি বাংলায় মাতি উল্লাসে
করি বাংলায় হাহাকার,
আমি সব দেখে শুনে খেপে গিয়ে
করি বাংলায় চিৎকার।
বাংলা আমার দৃপ্ত স্লোগান
ক্ষিপ্ত তীর ধনুক,
আমি একবার দেখি, বারবার দেখি,
দেখি বাংলার মুখ। আহা হাহা .
আমি বাংলায় ভালবাসি,
আমি বাংলাকে ভালোবাসি
আমি তারি হাত ধরে সারা পৃথিবীর
মানুষের কাছে আসি।
আমি যা কিছু মহান বরণ করেছি
বিনম্র শ্রদ্ধায়
মেশে তেরো নদী সাত সাগরের জল
গঙ্গায়, পদ্মায়।
বাংলা আমার তৃষ্ণার জল
তৃপ্ত শেষ চুমুক
আমি একবার দেখি, বারবার দেখি,
দেখি বাংলার মুখ। আহা হাহা .
🎈🎎🎏❤
❤
, অপূর্ব 🙏 মোদের গরব মোদের আশা, আ-মরি বাংলা ভাষা 🙏🙏🙏❤️❤️🌹🌹
আমার ভাষা আমার গর্ব 🇮🇳
Darun geyechen Sir... Respect 🙏🙏🙏
Jodi abar manush hoye jonmai, tahole jeno bangali hoyei jonmai...❤️.
সেলাম
@Game n Tech আমি এসব মানি না. বাঙালি মানেই আমার ভাই, আপনজন. তিনি বিশ্বের যেখানেই থাকুন না কেন.
@Game n Tech আমিও তাই বিশ্বাস করি. নতুন বছরের শুভেচ্ছা রইলো.ভালো থাকবেন.
Etoi bhalo je choker jol bandha manlo na..
আমি বাংলায় গান গাই Lyrics by Mahmuduzzaman Babu | Pratul Mukhopadhyay
আমি বাংলায় গান গাই
আমি বাংলায় গান গাই,
আমি বাংলার গান গাই,
আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই।
আমি বাংলায় গান গাই,
আমি বাংলার গান গাই,
আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই।
আমি বাংলায় দেখি স্বপ্ন,
আমি বাংলায় বাঁধি সুর
আমি এই বাংলার মায়াভরা পথে হেঁটেছি এতটা দূর।
বাংলাই আমার জীবনানন্দ
বাংলা প্রাণের সুখ
আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ |
বাংলাই আমার জীবনানন্দ
বাংলা প্রাণের সুখ
আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ |
আহা হাহা আহা হাহা আহা হা হা আহা হা হা
আমি বাংলায় কথা কই,
আমি বাংলার কথা কই
আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই।
আমি বাংলায় কথা কই,
আমি বাংলার কথা কই
আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই।
আমি বাংলায় মাতি উল্লাসে,
করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার।
বাংলা আমার দৃপ্ত স্লোগান ক্ষিপ্ত তীর ধনুক,
আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ |
বাংলা আমার দৃপ্ত স্লোগান ক্ষিপ্ত তীর ধনুক,
আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ |
আহা হাহা আহা হাহা আহা হা হা আহা হা হা
আমি বাংলায় ভালবাসি,
আমি বাংলাকে ভালবাসি
আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি।
আমি বাংলায় ভালবাসি,
আমি বাংলাকে ভালবাসি
আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি।
আমি যা’কিছু মহান বরণ করেছি বিনয় শ্রদ্ধায়
মেশে তেরো নদী সাত সাগরের জল
গঙ্গায় পদ্মায়
বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক
আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ |
বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক
আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ |
আমি বাংলায় গান গাই,
আমি বাংলার গান গাই,
আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই।
আমি বাংলায় গান গাই,
আমি বাংলার গান গাই,
আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই।
আমি বাংলায় দেখি স্বপ্ন,
আমি বাংলায় বাঁধি সুর
আমি এই বাংলার মায়াভরা পথে হেঁটেছি এতটা দূর।
বাংলাই আমার জীবনানন্দ
বাংলা প্রাণের সুখ
আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ |
বাংলাই আমার জীবনানন্দ
বাংলা প্রাণের সুখ
আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ |
আহা হাহা আহা হাহা আহা হা হা
আশা করি অনেকেই গাইতে পারবে আহা হা হা
দারুণ
অপূর্ব 🙏 মোদের গরব মোদের আশা, আ-মরি বাংলা ভাষা।🙏🙏🙏🙏🙏❤️❤️🌹🌹🎧💞🎧🎵💐❤️
আমি গর্বিত বাঙালি
জয় বাংলা 🙏
"Wonderful" 🙏🙏🙏🙏🙏
বাংলাকে কতটা ভালবাসি বলতে পারবনা, তবে বাংলা ছাড়া অন্য কোন ভাসাকে মাতৃভাসা্র মর্যাদা ও প্রনাম জানাতে পারবোনা । পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর ও মধুর ভাষা আমার বংলা।
Wonderful! ❤️
আহা।
শুধু মুগ্ধতা 🙏❤🤪
আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই ❤
So nice !
Apurba❤
Great 🙏
Awesome
kaafi achha geet aur suruli aawaj suni
Very nice song 🙏🙏🙏
আমি বাংলায় কাঁদি , বাংলায় রুঠি, বাংলায় মিঠে হাসি ; .........আমি বাংলায় চলি , বাংলায় বলি , বাংলায় ভালবাসি । বাংলা আমার গরীব মাতা , বাংলাই কুঁড়ে ঘর ; বাংলায় প্রথম মাকে ডেকেছি , বাংলাই স্বরা- স্বর । বাংলা আমার গীতাঞ্জলি , বাংলা অগ্নিবীণা ; বাংলাই আমার পথের পাঁচালী শুভ্র কাশ বনা । বাংলাই আমার গীতা- কোরআন , বাংলা স্বর্গ - বেহেশ্ত ; বাংলায় আমার জীবন - যাপন , বাংলায় হবে শেষ । বাংলা আমার তৃষ্ণার জল , বাংলা প্রাণের শ্বাস ; বাংলায় যেন বার বার আসি এইতো মনের আশ ।
ফাজিল
"রুঠি" হিন্দি শব্দ, বাংলায় "রাগ" বলি আমরা
Ek number fajil
😊😊😊😊😊a😊😊😊
Good
I ❤️you bangla
Great 👍
কতবার যে শুনেছি ইয়ত্তা নেই।
Very nice song 😀😭🙏🙏👍👍🙏🇮🇳🇮🇳
Ami Bangla e Kotha koi ....
❤
❤️❤️❤️❤️ Oo bangla
*আমি বাংলায় গান গাই (Lyrics)*
আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই
আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই,
আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই
আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই..
আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর
আমি এই বাংলার মায়াভরা পথে হেঁটেছি এতটা দূর..
বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রানের সুর
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ,
বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রানের সুর
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ..
আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই
আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই,
আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই
আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই..
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার..
বাংলাই আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ,
বাংলাই আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ..
আমি বাংলায় ভালবাসি, আমি বাংলাকে ভালবাসি
আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি,
আমি বাংলায় ভালবাসি, আমি বাংলাকে ভালবাসি
আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি..
আমি যা কিছু মহান বরণ করেছি, বিনম্র শ্রদ্ধায়
মেশে তেরো নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায়,
আমি যা কিছু মহান বরণ করেছি, বিনম্র শ্রদ্ধায়
মেশে তেরো নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায়..
বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ,
বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ..
আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই
আমি, আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই,
আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই
আমি, আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই..
আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর
আমি এই বাংলার মায়াভরা পথে হেঁটেছি এতটা দূর,
আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর
আমি এই বাংলার মায়াভরা পথে হেঁটেছি এতটা দূর..
বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রানের সুর
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ,
বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রানের সুর
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ..
AZ
❤️❤️❤️❤️
🙏🏼 !👌👌
❤️
🙏🙏🙏
Apoorba
আমি বাংলায় গান গাই
আমি বাংলার গান গাই
আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই
আমি বাংলায় গান গাই
আমি বাংলার গান গাই
আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই
আমি বাংলায় দেখি স্বপ্ন
আমি বাংলায় বাঁধি সুর
আমি এই বাংলার মায়াভরা পথে হেঁটেছি এতটা দূর
বাংলা আমার জীবনানন্দ
বাংলা প্রাণের সুখ
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ
বাংলা আমার জীবনানন্দ
বাংলা প্রাণের সুখ
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ
আমি বাংলায় কথা কই
আমি বাংলার কথা কই
আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই
আমি বাংলায় মাতি উল্লাসে
করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার
বাংলা আমার দৃপ্ত স্লোগান
ক্ষিপ্ত তীর ধনুক
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ
বাংলা আমার দৃপ্ত স্লোগান
ক্ষিপ্ত তীর ধনুক
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ
আমি বাংলায় ভালোবাসি
আমি বাংলাকে ভালোবাসি
আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি
আমি যা কিছু মহান বরণ করেছি
বিনম্র শ্রদ্ধায়
মেশে তেরো নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায়
বাংলা আমার তৃষ্ণার জল
তৃপ্ত শেষ চুমুক
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ
বাংলা আমার তৃষ্ণার জল
তৃপ্ত শেষ চুমুক
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ
আমি বাংলায় গান গাই
আমি বাংলার গান গাই
আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই
আমি বাংলায় দেখি স্বপ্ন
আমি বাংলায় বাঁধি সুর
আমি এই বাংলার মায়াভরা পথে হেঁটেছি এতটা দূর
বাংলা আমার জীবনানন্দ
বাংলা প্রাণের সুখ
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ
❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🤗
আমি বাংলায় গান গাই,
আমি বাংলার গান গাই,
আমি আমার আমিকে চিরদিন
এই বাংলায় খুঁজে পাই।
আমি বাংলায় দেখি স্বপ্ন,
আমি বাংলায় বাঁধি সুর
আমি এই বাংলার মায়াভরা পথে
হেঁটেছি এতটা দূর।
বাংলা আমার জীবনানন্দ
বাংলা প্রাণের সুখ,
আমি একবার দেখি, বারবার দেখি,
দেখি বাংলার মুখ। আহা হাহা ..
আমি বাংলায় কথা কই,
আমি বাংলার কথা কই
আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি,
বাংলায় জেগে রই।
আমি বাংলায় মাতি উল্লাসে
করি বাংলায় হাহাকার,
আমি সব দেখে শুনে খেপে গিয়ে
করি বাংলায় চিৎকার।
বাংলা আমার দৃপ্ত স্লোগান
ক্ষিপ্ত তীর ধনুক,
আমি একবার দেখি, বারবার দেখি,
দেখি বাংলার মুখ। আহা হাহা ..
আমি বাংলায় ভালবাসি,
আমি বাংলাকে ভালোবাসি
আমি তারি হাত ধরে সারা পৃথিবীর
মানুষের কাছে আসি।
আমি যা কিছু মহান বরণ করেছি
বিনম্র শ্রদ্ধায়
মেশে তেরো নদী সাত সাগরের জল
গঙ্গায়, পদ্মায়।
বাংলা আমার তৃষ্ণার জল
তৃপ্ত শেষ চুমুক
আমি একবার দেখি, বারবার দেখি,
দেখি বাংলার মুখ। আহা হাহা ..