সত্যিই অসাধারণ,,,খুব গর্ব হয় বাঙালি বলে।এ মধুর বাংলা ভাষায় লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়,মানিক বন্দ্যোপাধ্যায়,কাজী নজরুল ইসলাম,রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ গুণী লেখক।বাংলা সাহিত্যে ডুবে একটা জীবন অনায়াসেই কাঁটিয়ে দেয়া যাবে বলে মনে করি....
এমন করে বোধহয় বিভূতিভূষণই পারেন লিখতে.... বড বেদনার, হৃদয়গ্রাহী। কিন্তু এই অতিমারীর সময় এই লেখা তো আরো বিষন্ন করে তুলবে.... একটু মজার প্রাণোচ্ছল কিছু পডুন ভাই।
না। লেখক প্রদত্ত নাম জানতে চাই। অনুভব নয়। তাছাড়া অর্থ ও সম্পর্কও আলাদা। দাদু হল মায়ের বাবা, আর ঠাকুরদাদা বাবার বাবা। সকল বাঙালিই এটা জানি। দ্বিতীয়তঃ মুখে বলা কথা আর লেখা আলাদা হলে পাঠক বা শ্রোতাদের বই খুঁজতেও অসুবিধা হবে।
যত শুনি তত আশ্চর্য হই। বিভিন্ন চরিত্রের বিচিত্র অনুভূতি কি করে কণ্ঠে এত সুন্দর ফুটিয়ে তোলেন?আপনার জন্য অনেক মমতা আর শুভেচ্ছা রইলো।
সত্যিই অসাধারণ,,,খুব গর্ব হয় বাঙালি বলে।এ মধুর বাংলা ভাষায় লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়,মানিক বন্দ্যোপাধ্যায়,কাজী নজরুল ইসলাম,রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ গুণী লেখক।বাংলা সাহিত্যে ডুবে একটা জীবন অনায়াসেই কাঁটিয়ে দেয়া যাবে বলে মনে করি....
নিয়তির নিষ্ঠুর পরিহাস।মনটা বড়ো ভারী হয়ে গেল গল্পটা শুনে।
খুব মনগ্রাহী গল্প। বয়স্ক মানুষদের অসহায়ত্ত খুব সুন্দর ফুটে উঠেছে। পাঠ খুব ভালো।
ভীষণভাবে মন ছুঁয়ে যাওয়া একটি গল্প। আপনার পাঠগুণে তা আরও প্রাঞ্জল হয়ে উঠেছে ।
শরৎচন্দ্রের দত্তা আপনার কণ্ঠে শুনতে চাই
গল্পটা এত চমৎকার, আর উপরি পাওনা আপনার অসাধারণ বাচনভঙ্গি। এতদিন ধরে শুনি তাও অবাক লাগে আমার! ঠাকুরদা, বাবা, মার প্রতিটা চরিত্রের সংলাপ বলার ঢং আলাদা আলাদা, আর কী চমৎকার ভাবে খাপ খেয়ে যায় আপনার কণ্ঠে! ❤️
অসাধারণ একটা মন ছুয়ে যাওয়া গল্পঃ আর তেমনই প্রশংসনীয় আপনার বিভিন্ন চরিত্র কে নিজের পঠন এ ফুটিয়ে তোলা ধন্যবাদ ভালো থাকবেন
খুব ভালো লাগলো ভাই। অভিনয় ও সুন্দর। এই ভুলে যাওয়া অসুখ টা র নাম হল ডিমেনশিয়া। তখন তো এর চিকিৎসা ছিল না। আজ আছে। বড় অসহায় এরা👌
আমার বাবা আমাকে মানুষ করেছে। মা চলে যাওয়ার পর বলেছিল "এখন থেকে আমি ই তোমার বাবা আমি ই তোমার মা" গল্পঃ টা তাকে পাঠালাম।
Apurbo ,golpo balar dhorone chokher samne choritro gulo jeno murto hoe uthlo , dhonnobad 👌
অপূর্ব গল্পকথন। সত্যি দু চোখ জলে ভরে গেলো শেষটায়।
গল্পটা ভালো লাগলো। বর্তমানে এইরকম পিতৃ মাতৃ ভক্ত সন্তান দেখা যায়না। কর্মক্ষমতা ও আর্থিক ক্ষমতা হারিয়ে গেলে
খুব ভালো লাগলো ।চোখ দুটো জলে ভরে গেল ।এরাম সন্তান যেন ঘর ঘর হয়।
আহা,, হৃদয় ছুঁয়ে যায় বিভূতিভূষণের গল্প
অসাধারণ গল্প টা আর অসাধারণ আপনার বাচনভঙ্গিমা। ভালো থাকবেন।
খুব মনগ্রাহী গল্প। পাঠ খুব ভালো।
ছোটবেলায় একটা বই উপহার পেয়েছিলাম, বিভূতিভূষণের কিশোর রচনা সম্ভার। তখন গল্পগুলো পড়তে খুব ভালো লাগত। এত বছর পর আবার শুনলে বা পড়লে আরও ভালো লাগে।
It reminds me of my grandmother. So much similar incidents
Thanks Kollol Vaiya For Audiobook ❤
গল্পটা যে কতোটা বাস্তব তা বলা বাহুল্য।
মনে হয় ঘটনা গুলো চোখের সামনে দেখছি, এমন অদ্ভুত বলার ভঙ্গি ।
অনেকদিন আগে পড়া গল্প, আবার শুনলাম, খুব হৃদয় ছোঁয়া গল্প।
Ashadharon
Wow onk sundor.
Besh Valo laglo..😊😊
Asamanno kahini
I love my grandfather
Sheshe kanna pelo...nice narration..
অসাধারণ
kal rate ami sunechi,, khuuub valo legeche story ta 💛
Touched.
সব শেষে মন টা খারাপ হয়ে গেল ।
Golpo ta khub shundor kintu oshomapto. Karon thakur dadar kiholo ta r janaholona.
সুন্দর একটা গল্প:")
খুব সুন্দর !!
বড়ো মন খারাপ করা
😍😍😍😍😍
এটা আমার প্রিয় গল্প 👌🧡
Mon ta khub kharap hoye gelo.
বিভূতিভূষণ er golpo uponnas apnar golay khub e valo lage
Asadharon
Cokh vije gelo
Okay
Darun
🙏
ভালো লাগলো
😭😭😭😭🙏
😄😄
খুব কষ্ট হয় গল্প টা পড়লে বা শুনলে
কেঁদে ফেলেছি আমি....
এমন করে বোধহয় বিভূতিভূষণই পারেন লিখতে.... বড বেদনার, হৃদয়গ্রাহী। কিন্তু এই অতিমারীর সময় এই লেখা তো আরো বিষন্ন করে তুলবে.... একটু মজার প্রাণোচ্ছল কিছু পডুন ভাই।
বুকটা বডড্ মোচড় দিয়ে উঠল।
Amar thamma k mone porlo kichu korte pari na 🙂
দাদু না কী ঠাকুরদাদা..... কোন্ টা নাম? পরিষ্কার হল না।
দুজন ই তো দাদু। আদরের। ফারাক কোথায়?
না। লেখক প্রদত্ত নাম জানতে চাই। অনুভব নয়। তাছাড়া অর্থ ও সম্পর্কও আলাদা। দাদু হল মায়ের বাবা, আর ঠাকুরদাদা বাবার বাবা। সকল বাঙালিই এটা জানি।
দ্বিতীয়তঃ মুখে বলা কথা আর লেখা আলাদা হলে পাঠক বা শ্রোতাদের বই খুঁজতেও অসুবিধা হবে।
অসাধারণ