আশিকের গাওয়া সব চেয়ে জনপ্রিয় গান।বন্ধুরে কই পাব I Ashik I Shah Abdul Karim I Bangla Folk Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 2,1 тыс.

  • @bipuldas9342
    @bipuldas9342 Год назад +8

    সাধে সাধে ঠেকছি পাঁন্দে গো... সখী দিলামমম ষোল আনা... আহাহ্

  • @MonirMonir-iq7yy
    @MonirMonir-iq7yy 2 года назад +21

    কি বলিয়া প্রশংসা করবো ভাষা খুঁজে পাই না, গানের কথা ও সুর আশিক ভাই সহ সব মিলিয়ে অতুলনীয় পাখিটাকে ধন্যবাদ ❤️🥀💞

  • @shahersamu6013
    @shahersamu6013 Год назад +11

    শাহ আবদুল করিম খুব বড় মাপের সাধক ও গায়ক। কিন্তু তার গান গুলো আগের চেয়ে বর্তমান সময়ে অর্থাৎ আশিকরা যখন গেয়েছেন, তখনই বেশি জনপ্রিয়তা অর্জন করেছে।

  • @kaziabdulmotin8219
    @kaziabdulmotin8219 11 месяцев назад +6

    সত্যি কত সুন্দর গোছানো সাজানো কথা দিয়ে শাহ আব্দুল করিম সাহেবের গান খানা তৈরি যতবার শুনি হৃদয় ভরে যায়❤️ আশিক ভাইয়ের গলায় সুরের মাধুর্য দিয়ে ফুটিয়ে তুলছে

  • @susantasamaddar6344
    @susantasamaddar6344 2 года назад +19

    শাহ্ আব্দুল করিমের অসাধারণ এই গান, মধুর সুরে গেয়েছেন আশিক ভাই। বারবার শুনে ও অরুচি হয়না। অভিনন্দন জানাই শিল্পীকে। শ্রদ্ধা জানাই বাউল সম্রাটকে।

  • @mah_kawsar
    @mah_kawsar 3 года назад +441

    কত সুন্দর কথা, 'আমি গানটাকে জনপ্রিয় করিনি, গানটা আমকে জনপ্রিয় করেছে' এবং এটাই সত্যি। নোবেল হলে হয়ত বলত, 'আমার জন্য মানুষ আব্দুল করিমকে চেনে'। কারো গান ব্যবহার করলে মূল লেখক ও গায়কের প্রতি শ্রদ্ধা থাকাটাই আদবের লক্ষণ।

  • @mohiuddin6447
    @mohiuddin6447 3 года назад +130

    আপনার ভদ্রতা দেখে মুগ্ধ হয়ে গেলাম। এভাবে সিনিয়রকে সম্মান দিয়ে বলা "আমি এই গানকে নই, বরং গানটা আমাকে জনপ্রিয় করেছে"। এই উক্তিই প্রমাণ করে আপনি কতোটা ভদ্র ও গুরুভক্ত।

    • @rinanayan8062
      @rinanayan8062 2 года назад +5

      ঠিক বলচেন ভাই অসাধারণ যুক্তি ধন্যবাদ

    • @swpandas9224
      @swpandas9224 2 года назад +1

      Rina Thank YOU

    • @mohammedmuzammilhaque9074
      @mohammedmuzammilhaque9074 2 года назад

      @@rinanayan8062 qaà£~~ sirf Aashiq Aashiq Ka album

    • @ahsanmia
      @ahsanmia 7 месяцев назад

      😭😭😭😭😭

    • @ahsanmia
      @ahsanmia 7 месяцев назад

      😭😭😭

  • @shahinrahman3668
    @shahinrahman3668 3 года назад +3

    গানটা যে আমার কত ভালো লাগে তা বলে বোঝাতে পারবো না। আর জনাব আশিকের কন্ঠে গানটা যেনো মধুময় গান হয়ে ধরা দিয়েছে।আমি গানটা কতবার যে শুনেছি আর গুন গুন করে গেয়েছি তা গুনে শেষ করতে পারবো না।বলা যায় গানটার জন্যই আমি জনাব আশিক কে আমার গুরু মানলাম। এতো সুন্দর গায়কি আমি আর কোন শিল্পির গলায় পাই নাই। যদি কখনও সুযোগ হয় গুরুর পায়ের ধুলো নিতে পারলে ধন্য হবো।অনেকে ভাবছেন আমি বাড়িয়ে বলছি।সত্যি বলছি একটুও বাড়িয়ে বলছি না। ভালোবাসার থেকে বলছি।ভালো থাকবেন গুরু…

  • @স্বপ্নযাত্রা-ন৫ণ

    আজিবন হৃদয়ে থাকবে এ গান,,শাহ আব্দুল করিম,, গুরু

  • @mohammadali2987
    @mohammadali2987 4 года назад +42

    গানটা শুনলে চোখে পানি চলে আসে, মোনটা হালকা হয়ে যায়। সত্যি প্রানের বন্ধুরে একবার হারালে আর পাওয়া যায় না।

  • @bis200
    @bis200 10 месяцев назад +1

    আশিক ভাই নিঃসন্দেহে বাংলাদেশের একজন প্রতিভাবান গুনী শিল্পী!
    আশিক ভাইয়ের সু-স্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করি সর্বক্ষণ❤🇧🇩

  • @bipulkhan7714
    @bipulkhan7714 3 года назад +29

    শাহ আবদুল করিম আমাদের মাঝে নেই কিন্তু ইনার রেখে যাওয়া কিছু গান আমাদেরকে মনে করে দেয় দোয়া রইল শাহ আবদুল করিমের জন্য

  • @priobangla467
    @priobangla467 3 года назад +7

    এই গানটি উনি বাংলাদেশ বেতারে শিল্পি বাছাই পর্বে গেয়েছিলেন মনে হয়। তখনি প্রথম গানটি শুনেছিলাম। গানের কিছু শুর মনে ছিল কিন্তু গানের কথা মনে ছিল না তারপর অনেক মনে মনে খুজেছি। বেশ কিছু বছর পর উনার গলায় সেই গানটি প্রথম বারের চাইতে আরও অসাধারন লেগেছিল।

  • @MdRobin-fv9nk
    @MdRobin-fv9nk Год назад +8

    আশিক ভাই বর্তমান যুগের একজন পরিচ্ছন্ন ও মেধাবী শিল্পী।

  • @Jahidul510
    @Jahidul510 3 года назад +2

    আশিক ভাইয়া আমার নানি বাড়ি মাদারীপুর শিবচরে , অনেক ভালো আপনার গান ,শুভেচ্ছা আপনার জন্য। সেই সাথে শাহা আব্দুল করিম ভাইকে ও

  • @mdmushahawlader7290
    @mdmushahawlader7290 5 лет назад +8

    অসাধারণ গান আমার প্রাণ প্রিয় শিল্পী আসিক ভাই তবে আপনাকে দেখার খুব ইচ্ছে ছিলো কিন্তু আজ দাউদকান্দি উপজেলায় আপনাকে দেখে সেই ইচ্ছে টা পুরন হলো অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য

  • @alaminhossain328
    @alaminhossain328 Год назад +20

    2k23 এসেও এই গানটা শুনেছেন তারা একটা লাইক দিয়ে যান,,🥰

    • @sohrafmd
      @sohrafmd 5 месяцев назад +1

      ১৪/০৭/২০২৪

  • @eliassarker5334
    @eliassarker5334 Год назад +4

    আশিকের মাধ্যমে এই গানের সন্ধান আমরা পেয়েছি। ❤❤ লাভ ইউ ব্র...

  • @shamimbabo6144
    @shamimbabo6144 3 года назад +9

    আশিক ভাই আমার পক্ষ থেকে জানাই অভিনন্দন।
    দোয়া রইল,,,,,,,

  • @mohammedgolamfarouque
    @mohammedgolamfarouque 4 года назад +1

    অধিক ভাই
    Always WELCOME TO INDIA

  • @rabiulawal143
    @rabiulawal143 3 года назад

    Moner kotha gula surer maddhome prokash 💞💞💞💝💝💝🥰🥰😍

  • @kanizfatema8958
    @kanizfatema8958 2 года назад +3

    অসাধারণ গান, কমেন্টটা পরবর্তী প্রজন্মের জন্য রেখে গেলাম

  • @bgbmehedi
    @bgbmehedi 4 года назад +49

    আশিক তোমার সুর শুনলেই পরান জুড়িয়ে যায় 😍ভালবাসা অবিরাম 🥰🥰

  • @mohammadalishikdar8672
    @mohammadalishikdar8672 3 года назад +7

    আমার খুব প্রিয় একটি গান এই গান দিয়েই আশিক ভাইয়া আপনার বক্ত হয়েছি... অসাধারণ চমৎকার কন্ঠ আপনার..মায়াবী ভাইয়া।

  • @muklechmuklech8391
    @muklechmuklech8391 4 года назад

    Vai khub valo lage ata amar onek prio songs

  • @buluchowdhurymusic4892
    @buluchowdhurymusic4892 4 года назад +1

    বাহ্ বাহ্ বাহ্ বাহ্ অসাধারণ অসাধারণ ❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤🌹🌹🌹🌹

  • @burningheart2447
    @burningheart2447 4 года назад +29

    শাহ্ আবদুল করিম।।। বাংলার অত্যন্ত গুণী মনস্তাত্ত্বিক শিল্পী ছিলেন।।। আহা,,,তার গানগুলো শুনলে পরাণটা জুড়ায় যায়।।।।

  • @shamimaraakterkobita6644
    @shamimaraakterkobita6644 6 лет назад +5

    আমি আপনার বড় ভক্ত

  • @mdariyankhan5082
    @mdariyankhan5082 4 года назад

    vaiya upnar gan sunle ami jeno kothai hariya jai.mone hoi sara din upnar gan suni.

  • @RajuRaj-hx9sk
    @RajuRaj-hx9sk 3 года назад +51

    2021 কে কে শুনছেন এই গানটা 💜💜💜

    • @beautybegum8782
      @beautybegum8782 3 года назад

      Me

    • @familycontrol2734
      @familycontrol2734 3 года назад

      খুঁজে পাইনা

    • @MrKhan-er3lq
      @MrKhan-er3lq 3 года назад

      গানটা যেন অন্তর জুরিয়ে যায়।তুমি বেচেথাক চিরকাল।

    • @rubelislam5653
      @rubelislam5653 3 года назад

      Ami

    • @arifak3110
      @arifak3110 3 года назад +1

      আমি

  • @alamgirkabir2910
    @alamgirkabir2910 6 лет назад +48

    এমন হৃদয়ছোঁয়া গান! শ্রদ্ধা-ভালোবাসা তাঁদের জন্য যাঁরা মাটির মানুষের এই অমর কথামালা ছড়িয়ে দিতে অবদান রেখে চলেছেন।

    • @mdzillurrahman8857
      @mdzillurrahman8857 5 лет назад

      কি বলব আশিক ভাই আপনার গান জত শুনি ততই ভাল লাগে।

  • @SohelRana-eh2oz
    @SohelRana-eh2oz 5 лет назад +95

    প্রেম হচ্ছে একটা সুন্দর সম্পর্ক!
    যেখানে থাকবে না কোনো চাওয়া পাওয়া,
    থাকবে না কোন স্বার্থ;
    থাকবে শুধু অফুরান্ত ভালোবাসা!

  • @mujiburrahman468
    @mujiburrahman468 4 года назад

    এগিয়ে যাওয় আশিক ভাই

  • @rupamdeb4702
    @rupamdeb4702 2 года назад +1

    Ashik vai Amar favourite song...kob valo takio ashik vai happy new year ❣️💕❤️❤️❤️💕❤️💕

  • @kmhassan5757
    @kmhassan5757 6 лет назад +9

    আমি এই গান গুলো যতই শুনি ততোই হতভম্ব হয়ে যায়। এতো মায়া ভরা গান সুর এক কথায় অসাধারণ....

  • @kshamarani3983
    @kshamarani3983 3 года назад +7

    এতো মধুর কন্ঠ!দীর্ঘ জীবি হউন। এভাবে মধুর কন্ঠে গান শুনায়ে যাবেন।

  • @MdMonir-bp3ns
    @MdMonir-bp3ns Год назад +7

    আশিক ভাই আমাদের হবিগঞ্জের ছেলে আমাদের হবিগঞ্জের গর্ব ❤️❤️ভালবাসা অবিরাম প্রিয় বড় ভাই।

    • @almankobir1959
      @almankobir1959 Год назад +1

      আমাদের সুনামগঞ্জের ছেলে

    • @mahimm3559
      @mahimm3559 9 месяцев назад

      সারা বাংলাদেশের গর্ব❤️❤️❤️

  • @mahide48
    @mahide48 Год назад +1

    লোকজ সঙ্গীতের হারিয়ে যাওয়া স্বাধ আবারও ফিরে পেলাম যেন। অসাধারণ আশিক ভাই❤❤❤Full of Classical flavour

  • @GodHelpful
    @GodHelpful 3 года назад

    Khub sundor gan shune valo laglo.dhonnobad ashik vai.

  • @maruf265
    @maruf265 6 лет назад +33

    গানটা কত বার শুনেছি তা নিজেই ভুলে গেছি, যত শুনি ততবার ই কোথায় হারিয়ে যাই,,,, ধন্যবাদ আশিক ভাইকে।

  • @visainput
    @visainput 6 лет назад +203

    ওস্তাদ আব্দলুল করিম ছাড়া এত হৃদয় কাড়া সুর আর এত সুন্দর সহজ সরল কথার গান বানানো কার পক্ষে সম্ভব তা জানিনা...বাউল দের বাউল....শাহ আব্দুল করিম

  • @Jowelrana630
    @Jowelrana630 5 лет назад +3

    এমন কলিজা কাটা বিচ্ছেদ গান শুনলে আমার প্রিয় জন হারাবার কথাটা অনেক মনে পড়ে

  • @MdRaj-hq3jn
    @MdRaj-hq3jn 10 месяцев назад +1

    আমার পছন্দের গান ভাই অনেক অনেক অভিনন্দন আপনাকে এই ধরনের গানের জন্য আশিক ভাই❤❤❤2024

  • @ashimkar6384
    @ashimkar6384 3 месяца назад +1

    আশিক ভাইয়ের কথা শুনে আমি মুগ্ধ কি সুন্দর একটা কথা গানটা আমাকে জনপ্রিয় করেছে আমি গানটাকে জনপ্রিয় করিনি আমার খুব পছন্দের একটা গান 2024 এ যে শুনবে একটা লাইক করে দিয়ে যাও যত বদ লাইক করবে ততবার আমি শুনবো গানটা

  • @Tx.Tasmim778
    @Tx.Tasmim778 2 года назад +4

    আমার জিবনটা এমন কখনো রোমান্টিক গান সুনতে ইচ্ছা করেনা। এসব গান আমার খুব খুব পছন্দের।

  • @WafidHasanAshrafi789
    @WafidHasanAshrafi789 4 года назад +6

    আহ কলিজার ভাই এমন কন্ঠ আর বাংলায় পাইলাম নাহ দুয়া রইলো ভাইয়া আমারো আশা শিল্পি হউয়ার চেস্টা চালাচ্ছি সুধু মাত্র আপনার গান এবং আপনাকে ফলো করে দুয়া করবেন আমার জন্নে💙💜💚💛💙💙

  • @ruhullaskar370
    @ruhullaskar370 3 года назад +6

    আমি ভারত থেকে এই গানটা সবসময়ই শোনি

  • @fatemaaktarpopy
    @fatemaaktarpopy Год назад +2

    ❤❤❤❤❤❤ আমার খুব প্রিয় একটা গান।এতো সুন্দর এর প্রতিটি কথা মন ভালো হয়ে যায়।❤❤❤

  • @hrhasrat244
    @hrhasrat244 Год назад +2

    আব্দুল করিমকে আল্লাহ এত মেধা দিয়েছিলেন তা তার গানগুলো শুনলে বুঝা যায়

  • @helalchowdhury445
    @helalchowdhury445 3 года назад +15

    গানটা অনেক সুন্দর ,,,
    তার মধ্যে বাঁশি সুর টা আরো কঠিন করে তুলছে।

  • @hamidulislam8133
    @hamidulislam8133 3 года назад +3

    কি অসাধারণ গান, মন ভালো হয়ে গেলো, মাত্র একটি গান শুনে বাহ

  • @ontormiya2845
    @ontormiya2845 2 года назад +7

    ২০৫০ সালের জন্য কমেন্ট করে লেখে গেলাম 🥰 গানটা ঝত শুনি ততই ভালো লাগে 🥰 My favourite song আশিক ভাই

  • @evasmum1667
    @evasmum1667 2 года назад +1

    tumar gaan gulo shunte shunte tumar premei pore gelam, eto sundor kore tumi gaan gaao mon chuye jaay... valobasha roilo🇮🇳

  • @sksarifuddin3060
    @sksarifuddin3060 3 года назад

    Khub sundor..

  • @rafiqulislamrafiqulislam8387
    @rafiqulislamrafiqulislam8387 4 года назад +14

    দূর প্রবাসে থেকে গানটি প্রতিদিন শুনি।খুব কষ্টের গান।সত্যিই অসধারন গান

  • @MagicofMelody
    @MagicofMelody 4 года назад +17

    বন্ধুরে কই পাবো সখি গো
    সখি আমারে বলো না?
    আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝেনা
    সাধে সাধে ঠেকছি ফাঁদে গো
    সখি দিলাম ষোল আনা
    আমার প্রাণ-পাখি উড়ে যেতে চায় আর ধৈর্য মানে না
    আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝেনা
    কী আগুন জ্বালাইলো বন্ধে গো
    সখি নিভাইলে নিভে না
    জল ঢালিলে দ্বিগুণ জ্বলে উপায় কি বলো না?
    আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝেনা
    বাউল আব্দুল করিম বলে সখি
    অন্তরের বেদনা
    সোনার বরণ রূপের কিরণ
    না দেখলে বাঁচিনা
    বন্ধুরে কই পাবো সখি গো
    সখি আমারে বলো না?
    আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝেনা

  • @ruhullaskar370
    @ruhullaskar370 3 года назад +5

    ভাই জান আমি ভারত থেকে আপনার গান গুলো সবসময়ই শোনি ও আপনার জন্য দোয়া ও করি।

  • @dkoviroy4456
    @dkoviroy4456 Год назад +2

    প্রজন্মের পর প্রজন্ম আসবে যাবে.. কিন্তু এই গান গুলোর জনপ্রিয়তা একই ভাবে থেকে যাবে আজীবন!

  • @uzzalmiah7791
    @uzzalmiah7791 4 года назад

    Sotti vaya monta jourya galo.osadharon gan.agiya Jan vaya Doha valobasa rohilo

  • @MdHelal-uo2jr
    @MdHelal-uo2jr 4 года назад +8

    কোন না কোন ভাবে গাইত ঠিকই।কিন্তু তোমরি মতো এই প্রজন্মের কেউ নাই।তুমি একমাত্র।।

  • @jakariahasan9454
    @jakariahasan9454 6 лет назад +6

    ভাই তোর গান শুনলে মনে হয় প্রবাসে থেকেও দেশে আছি।তোর মংগল কামনা করি।

  • @sajjadtalabatinfo8762
    @sajjadtalabatinfo8762 4 года назад +5

    আশিক ভাই আমাদের হবিগঞ্জের গর্ব!

  • @f.rahman1295
    @f.rahman1295 5 лет назад

    Baiya apni atto sundor kore gan guli gan jeno apnr gane sobar mon ta bose jy

    • @f.rahman1295
      @f.rahman1295 5 лет назад

      Kub balo lage Baiya apnr gan sunte😘

  • @intaj774
    @intaj774 2 года назад +1

    এই গানটি মহারাজার কন্ঠে বেশ সুন্দর হয়েছে

  • @Mdjewelhussin
    @Mdjewelhussin Год назад +4

    সত্যি আশিক ভায়ের গান গুলো অনেক সুন্দর ❤❤❤❤

  • @md.sabbirahmedmunna3526
    @md.sabbirahmedmunna3526 2 года назад +4

    জীবন থাকতে কি তাকে ভুলতে পারবো,,,মনে হয় না,,,,,অনেক মিস করি তোমায়,,, 🤦‍♂️

  • @rakibhasan7136
    @rakibhasan7136 4 года назад +4

    এই গানটা আমি অডিও শুনছিলাম প্রথমে ।অনেক বছর আগে,,।
    তখন জানতাম না এই গানটা আপনি গাইছেন।
    অসাধারন গান করেন আপনি ভাই,,

  • @KaziRowsonaraPapia
    @KaziRowsonaraPapia Год назад +1

    বিউটিফুল অনেক ভালো লাগে এ-ই গান শুনতে পুরোনো দিনের কথা মনে পরে জায় তখন মনকে বুজাইতে পারিনাক

  • @aminulakondo2326
    @aminulakondo2326 7 месяцев назад +2

    ভালোবাসা অবিরাম প্রিয় শিল্পী ♥️♥️♥️

  • @akashrahman.mati.9498
    @akashrahman.mati.9498 3 года назад +3

    অসাধারণ। আপনার সব গান গুলে ই আমার ভালো লাগে। ধন্যবাদ আপনাকে ।

  • @localadventurer3743
    @localadventurer3743 4 года назад +3

    এক কথায় অসাধারণ। বারবার শুনতে মন চাইতেছে

  • @imtiazarman7147
    @imtiazarman7147 3 года назад +5

    অসাধারণ ভাই 🥀🖤❤️

  • @10milon
    @10milon 3 месяца назад +1

    valo vai

  • @MdKhan-tx7je
    @MdKhan-tx7je 4 года назад +4

    আশিক ভাই ভালবাসা অবিরাম, দুবাই থেকে, চট্রগ্রাম।

  • @dinajpur24
    @dinajpur24 4 года назад +3

    শাহ আব্দুল করিমের গানের জন্যই আল্লাহ্ বুঝি এতো সুন্দর কণ্ঠ দিয়েছে আশিক ভাইয়ের গলায়
    এককথায় অসাধারণ বর্তমান যুগে দ্বিতীয় শাহ্ আব্দুল করিম ফোক যুবরাজ আশিক ভাই

  • @howling-2778
    @howling-2778 5 лет назад +16

    আশিকের সবগুলো গান আমার মন ছুয়ে যায়, অনেক অনেক ভাল লাগে।

  • @anishyoutubebanglachanalka8578
    @anishyoutubebanglachanalka8578 4 года назад

    আমি সবসময় বিরহের গান পছন্দ তবে মনির খানে,, এরপর অন্যান্য ,,,,,,

  • @SaraswatiBag-ml5im
    @SaraswatiBag-ml5im 8 месяцев назад +2

    তুমি কেমন করে গান করো হে গুণী,আমি অবাক হয়ে শুনি,শুধু শুনি

    • @KamalVai-w9h
      @KamalVai-w9h 8 месяцев назад

      Ami almost 10 yrs pore sunchi kono Bangladesh er song ❤❤❤❤❤
      Krn Probashi hober por suna hoi na aii sob song

  • @md.robinkhan7102
    @md.robinkhan7102 4 года назад +4

    চমৎকার গান

  • @mdjuhir1830
    @mdjuhir1830 Год назад +8

    এই গানটা,আমাকে পাগল করে

  • @ayshasultana4398
    @ayshasultana4398 4 года назад +5

    আপনার গানের গলা সুন্দর। রেওয়াজের জন্য আরো সময় দেয়া দরকার। আপনার গানের গলা যেন হারিয়ে না যায়।

  • @ShantaNath-b6k
    @ShantaNath-b6k 3 месяца назад

    অসাধারণ ,খুব সুন্দর গান আপনার গলার স্বর অনেক দরদ ভরা, মন বলছে বার বার শুনি। ধন্যবাদ ❤❤❤❤

  • @anwarmediasylhet1228
    @anwarmediasylhet1228 3 года назад +1

    কোব সুন্দর হয়েছে চালিয়ে যান শুভ কামনা রহিলো।

  • @mdjamalhossain9885
    @mdjamalhossain9885 4 года назад +6

    অসাধারণ সুর
    আশিক ভাই আপনার এ গান আমাদের মাঝে অমর হয়ে থাকবে

    • @monirmadbor6786
      @monirmadbor6786 2 года назад

      খুব সুন্দর ছিলো গানটা

  • @mozahidmoon7943
    @mozahidmoon7943 5 лет назад +98

    আশিক ভাই গানটা যতই শুনি ততই বুকের মাঝখানে হিট লাগে।ভালবাসা অবিরাম 💚💛💜

  • @MdRasel-dj6my
    @MdRasel-dj6my 5 лет назад +17

    এ আগুন আর সেই আগুন নয়,
    হৃদয়ে ভিতর যে আগুন জলে
    সেই আগুন মৃত্যু আগে শেষ হবে না।

  • @MdAkashMondol-ez7wv
    @MdAkashMondol-ez7wv Месяц назад +1

    এখন রাত ৩.৪০ বাজে গানটা শুনতেছি

  • @mdmanikbipare7006
    @mdmanikbipare7006 3 года назад +1

    gaanta amar prio vai 1soptate 3bar soni

  • @wedexlimited5005
    @wedexlimited5005 4 года назад +4

    খুব সুন্দর করে গান গাইছেন ভাই

  • @arifhossen8855
    @arifhossen8855 2 года назад +3

    আমার বন্ধু আমাকে ভালোবাসা শিখা আমাকে কষ্ট দিয়ে চলে গেছে তবুও দোয়া করছি বন্ধু আমার ভালো থাকে যেন

  • @ysuwdawnlodhaipaly542
    @ysuwdawnlodhaipaly542 Год назад +2

    Asolo ai gantier tulona hoyna osadarun

  • @ShaDat-ql5bc
    @ShaDat-ql5bc 8 месяцев назад +1

    অনেক সুন্দর হয়েছে গানটি

  • @mohammudsheiksalem5662
    @mohammudsheiksalem5662 5 лет назад +11

    😎😎আপনার গান গুলো শুনলে নিজেকে আর ঠিক রাখতে পারি ভাই। আপনাকে আমার খুবই ভালো লাগে।😍😍

  • @md.rabioul5267
    @md.rabioul5267 2 года назад +3

    আজকে 15_8_22 তারিখ গানটা আবার শুনলাম।
    পরবর্তী প্রজনমে যারা আসবে তারা এই কমেন্ট গুলো দেখে বুঝতে পারবে গান গুলো কতটা জনপ্রিয় ছিল আমাদের সময়।

  • @m.a.bashar2779
    @m.a.bashar2779 3 года назад +3

    আপনি আমার অনেক প্রিয় শিল্পী। তাই আপনাকে অনেক ধন্যবাদ ও অভিনন্দন।

  • @mdshakilislam2350
    @mdshakilislam2350 2 года назад +2

    বাই,আমি একটা ধুরচিন্তার বিতরে ছিলাম তখনি আপনার গানের কথা মনে পড়েজায় তখন গানটা সুুনে মন বালোহয়ে জায়,,

  • @mdrajaul3694
    @mdrajaul3694 4 года назад

    অনেক সুন্দর অাসিক ভাই

  • @sujoysujoy87
    @sujoysujoy87 6 лет назад +16

    গানগুলো শুনে খুব আনন্দ পাই, সময়টা ভালো কাটে

  • @stjahangiralamalam466
    @stjahangiralamalam466 4 года назад +15

    ,, গানটা অনেক অাগে থেকেই শুনে অাসছি,, ভালো লাগে অনেক,, ধন্যবাদ অাশিক ভাই,,গানের প্রতিটা শুর একদম কলিজায় লাগে.....

  • @tusharahamed1319
    @tusharahamed1319 5 лет назад

    Vai khub sundor gan...