সত্যিই মনে হচ্ছিল যেন সিনেমা দেখছি। এ গল্প ব্যোমকেশের থেকে কম কিছু নয়। টানটান উত্তেজনার ব্লকব্লাস্টার সিনেমা হয়ে যাবে । সোনা , হীরা , আরও কত বহুমূল্য রত্নখচিত আমাদের বাংলার সাহিত্য ভান্ডার ।
বলতে লজ্জা নেই আমি এই গল্পটা শোনার আগে অবধি এমন গুণী লেখককে চিনতামই না তবে শোনার পর আরো এনার লেখা পড়ার ইচ্ছে রইলো । Sunday Suspense একটা নতুন উচ্চতা পেল এই গল্প পাঠের মধ্যে ।
ruclips.net/video/E5YnIYsCj00/видео.html একটি ছোট প্রচেষ্টা করেছি আপনাদের নতুন কিছু গল্প শোনানোর, অনুরোধ রইলো একবার গল্পটি শুনবেন। যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে পারেন আর আমাদের কাজ ভালো লাগলে subscribe করে bell icon টা press করতে পারেন যাতে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন পান সবথেকে প্রথমে ruclips.net/video/E5YnIYsCj00/видео.html
অসাধারণ উপস্থাপনা👌👌👌 কাকতালীয়ভাবে কেষ্টপুর, কেষ্টপুরের খাল, খালের পাশের পুলিশ ফাঁড়ি যেটা পরবর্তীকালে টোল অফিস তারপরে আবার পুলিশ ফাঁড়ি এবং বর্তমানে ক্লাবে পরিণত হয়েছে আর তার পাশে বটগাছের অস্তিত্ব এখনো বর্তমান এবং এখানে জন্মসূত্রে আমার বাসস্থান ঘটনাটা গল্প না সত্যি আমি জানিনা তবে লেখাটা অসাধারণ টানটান উত্তেজনা খুব মন জয় করার মত একটা অনুষ্ঠান উপস্থাপন করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ👏👏👏,,,,, যে সময় কার কথা বলা হয়েছে শেষ সময় আমার জন্ম হয়নি তবে ঠাকুরমা দাদুদের কাছে গল্প শুনেছি এখন কার কেষ্টপুর, তখনকার দিনের একটা গন্ডগ্রামই ছিল,,,
অসাধারণ!!নিঃসন্দেহে টেক্কা দিতে পারে টলিউড তথা বলিউডের যেকোনো নামী-দামী থ্রিলারকে..শুনতে শুনতে পুরো গল্পটা চোখের সামনে ভেসে উঠছিল,কল্পনাতীত কল্পনাশক্তি...👌👌
গায়ে কাঁটা দিচ্ছে, গল্প বলা এমন একটা অসাধারন শৈল্পিক নান্দনিকতায় উত্তীর্ণ করা যায়, এ একমাত্র mirchi team এর পক্ষেই সম্ভব, সকল কে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা
Subhashish mukhopadhyay ke aro Sunday suspense e sunte chai....he is one of the most talented actor in west bengal ,tollywood, in recent times....he deserves meaty roles in radio and cinemas and serials .
সত্যি যদি এটি কোনোদিন বাংলা সিনেমায় রূপান্তর হয় তা হবে বাংলা সিনেমার এই ঘোর কলিযুগে এক অমূল্য রত্ন সত্যিই রোমাঞ্চিত করে দিল মনটা চোখের সামনে সব যেনো ভেসে উঠলো মির্চির জন্য ❤️💙
শোনার আগেই লাইক দিয়েছি, এতটাই ভরসা আছে মির্চির উপর। আর শুনে তো কোনো কথাই নেই। সত্যি, একমাত্র মির্চি টিম এর পক্ষেই সম্ভব এতো সুন্দর গল্প কে আরো সুন্দর ভাবে উপস্থাপন করা। অনেক ধন্যবাদ। ক্ষিদে আরো বেড়ে গেল
Probably I am THE only listener who read this story in Shuktara. আমি আর দিদি কাড়াকাড়ি করে এই গল্পটা ধারাবাহিক ভাবে শুকতারায় পড়েছিলাম। আজ এই বুড়ো বয়সে আবার সেই ছোটবেলায় ফিরে গেলাম। রেডিও মির্চী কে অসংখ্য ধন্যবাদ 🙏
For those who don't know, Dastar Angti was published as a serial in Shuktara magazine in early '70s. It's an outstanding thriller written by Sudhindranath Raha, under the pseudo name of Alak Ghosh. Unfortunately, this novel has never been released as a book by Deb Sahitya Kutir. But, I managed to get the full novel from a scanned PDF copy from a blog which has painstakingly scanned all parts from old Shuktara issues and uploaded it. This novel is therefore extremely rare to locate. I hope Mirchi FM team recognize the original uploader and give him due credit who made it available the story to us.
Aveek Babu Great to know about Shuktara.I was fan of Shuktara. In our joint family all cousins used to fight whou will get it fast. Could you please tell me where I may get the pdf. I will be extremely thankful to you. Regards
অসাধারণ গল্প, সত্যি ভাবতে অবাক লাগে যে এনার মতো এমন গুণী লেখকের গল্প এখনো অতটা বিখ্যাত নয়। ওনার সাহিত্যবোধ, শব্দচয়ন, চরিত্র গঠনের ক্ষমতা অতুলনীয়; তার সাথে আছে রোমাঞ্চকর পটসৃষ্টি। কেবল একটাই দুঃখ ইনি তেমন খ্যাতি পেলেন না।
Not Bad . প্রথমে ভেবেছিলাম কেমন হবে 🤔 কিন্তু শুনতে শুনতে কমেন্ট করছি। অসাধারণ লাগছে গল্পটা । টানটান উত্তেজনা 😲 দস্তার আংটি 💍Superhit 👌 অনির্বাণ back again চরিত্রের সঙ্গে দারুন মানানসই। Wellcome সুভাশিষ বাবু।🙏
Business এ একটা কথা বলে- " If you are not innovative with time, you shall die as well as your brand shall die." Sunday Suspense- টিম এর ক্ষেত্রে কথাটা সবচেয়ে বেশি প্রযোজ্য এখন মনে হচ্ছে। এরা কোন কিছুর বিনিময়েই Sunday Suspense মরতে দেবে না। শ্রোতাদের মনের মণিকোঠায় থাকবে বছরের পর বছর। রাতের পর রাত, আমরা শুধু শুনতেই থাকব আমরা এমন মজার মজার গল্প। এই গল্প শুনবে আমাদের সন্তান, তাদের সন্তান, তাদের সন্তান... এমনইভাবে চলতে থাকবে Sunday Suspense-এর পথচলা আরও ১০০, ১০০০+ বছর। এরকম নতুন নতুন গল্প আর নতুনভাবে উপস্থাপনা আর বলা- কেবল Sunday Suspense থেকেই সম্ভব। অনেক অনেক অনেক ভালো লাগলো। ফেলুদা, ব্যোমকেশ, কিরিটি, শারলক ছাড়াও আর অনেক নতুন লেখকের গল্পও যে অনেক সুন্দর করে বলা যায়, Sunday Suspense তার প্রমাণ। Sunday Suspense কোনদিনও হারিয়ে যাবে না, কখনও না।
ধন্যবাদ এমন গুণী লেখক কে এই অসাধারণ উদ্যোগের মাধ্যমে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। সানডে সাসপেন্স যা শোনালো এই গল্প নিয়ে তা বড় বড় হলি-বলি ব্লকবাস্টারকেও হার মানাতে পারে। হ্যাটস অফ টিম সানডে সাসপেন্স ❤️
ওহহ কি গল্প শোনালেন দাদা।। টান টান পুরো দু ঘন্টা। আমি কনকাল টা দেখে কদিন থেকে রেকমেন্ডেশন avoid করছিলাম।।দারুন দারুন। সিনেমা না এটা নিয়ে একটা ওয়েব সিরিজ হোক।অনির্বাণ, শাস্বত।
@@priyangshusarkar7640 re apni bokar moto kotha bol6en.... golpo ta valo kore sunun... commissioner er ka6e gie permission koralo...dn se bebostha kore dilo... case ta khub serious, oporadhira dangerous tai tader dhorar jonno upor mohol theke helicopter bebostha kora holo ... Golpo gulo mon die sune take bu6te sikhun...aekta situation er samne pi6one ki ho66e setao bu6te sikhun.... Tobe to positive comments korben ...na hole sudhu negativity asbe
@@soumibhattacharya7614 apni mone hoy raj chakobortyr movie bese dekhen Tai apnar matha ta gache Aj obdhi kokhono sunecen police helicopter use korece kono criminal dhorar jonno Helicopter thake defence system er kache Age valo vabe sob kichu janun Na jene bokar moto kotha bolben na Police er kache helicopter jotoshob 🤪 Samanno ak47 thake na police er kache Abar helicopter 🥱
বোমকেশ বক্সীর গোয়েন্দা গল্প ছাড়া এতো সুন্দর গল্প হতে পারে তা ভাবায় যায় না। তবে সবচেয়ে বড় কথা মির্চি টীম ছাড়া এত সুন্দর উপস্থাপন অসম্ভব অনেক অনেক ধন্যবাদ আপনাদের টীম কে
আমি একজন বাংলা ছাত্রী।। আমিও সাহিত্য সমন্ধে এত কিছু আছে নিয়ে চর্চা করিনি।। কিন্তু আপনাদের sunday suspense গল্পে এত সাহিত্য রয়েছ যা আমাকে মগ্ধু করে দেয়।।আরো অনেক জানতে ইচ্ছে করে।। অনেক ধন্যবাদ আপনাদের কে ❤️❤️
অনবদ্য অসাধারণ গল্প। প্রতিটা দৃশ্য মনে হয় চোঁখের সামনে উঠে আসছে। সাসপেন্স ভর্তি এক অপূর্ব সৃষ্টি বাংলাতেও যে সম্ভব তার একটি অভূতপূর্ব উদাহরণ এই রোমাঞ্চকর গল্পটি। আলোক ঘোষ ধন্যবাদ দিতেই হয়, ধন্যবাদ সান্ডে সাসপেন্স (মির্চি বাংলা)💜💜💜
কি অসাধারণ থ্রিল! 🔥🔥🔥 আফসোস যে আগে অলোক ঘোষের নামও শুনেছিলাম না! বাংলা সাহিত্যে এতো ভালো গল্প থাকতে তুলনামূলক ভাবে মানসম্মত মুভির আসলেই অভাব। শুভাশীষ মুখোপাধ্যায় ও অনির্বান ভট্টাচার্য থাকায় আরো ভালো লাগলো, একদম পারফেক্ট..আর খোক্ষসের ভুমিকা তো জাস্ট 👏🔥। অনেক ভালোবাসা মিরচি বাংলা কে।
এরপর ও কি করে south ফিল্ম নকল করতে হয় কে জানে। বাংলার ভান্ডারে এত রোমহর্ষক কাহানি থাকতে !!!! আর মিরচির জন্য বাংলা সাহিত্যে সম্পর্কে জানলাম, অসংখ্য ধন্যবাদ আপনাদের,মাঝে কোনো add ছিল না।
anirban er voice ta just 💯💯💖 kichu din age dekha hoyechilo 'cha'- er dokane.. thik sei voice e.. dokandar er kach theke "dada ekta cha din toh" vari golay cha chaile.... vuleo vola jay na sei din💖
অসংখ্য ধন্যবাদ টিম মিরচি বাংলা কে এরকম একটা সুন্দর গল্প উপস্থাপন করার জন্য,"দস্তার আংটি "এটা নিয়ে একটা সিনেমা তৈরি হলে কেমন হয়?????? সব মিলিয়ে প্রচুর সাসপেন্স এবং রোমাঞ্চিত এবং শিহরিত হয়ে গেলাম....... Hats off to you to Sunday suspense..….....
Witter ER Nam prothom sunlam ..vebechilam sunbo na ..kintu radio mirchir upor vorosa korei Sona suru korlam ..r ses na Kore thama gelo na ...just darun ..
অনেকদিন পর একটা below standard গল্প শুললাম, Sunday Suspense এর সব গল্প শোনা কিন্তু এরকম মানের গল্প খুবই কম শুনেছি, ভূতের গল্প হোক, তাও মান ঠিক থাকে, আশা করি বিচার করবেন, #A_Die_hard_fan💓
যশোর থেকে শুনছি।খুব মন দিয়ে শুনতে হয়। তাই গভীর রাতে শুনি।কানে ইয়ারফোনটা গুঁজে দিয়ে পড়ে থাকি। অনেক আগে থেকে সানডে সাসপেন্স শুনি। আগে ওয়াপসিপ থেকে নামাতাম,এখন ইউটিউবে শুনি। তবে অনুভূতি-ভালোবাসা একটুও পাল্টায় নি।
Mirchi Deep ei story ta path korechilo facebook live e (jodio puroto hoeni, duto chhoto episode hoechilo 15-20 mins kore jotota mone porche amar), but ashadharon legeche amar, darun romanchokar....Darun jombe kalke...
অসাধারণ। চমৎকার। সিনেমার শেষ অংশ টি বারবার শোনার মতো। ৫ বছরের মধ্যে অন্যতম সেরা গল্প। আপনারাই পারেন গল্প কে জীবন্ত করে তুলতে। অধীর আগ্রহের সাথে অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।
সত্যি কথা বলতে প্রথমে আমি ভেবেছিলাম যে গল্পটা হয়তো হয়তো খুব আহামরি হবেনা কিন্তু সোনার পর বুঝলাম ইটা কোনো দিকে ফেলুদা বা ব্যোমকেশ এর থেকে কম না. মির্চি বাংলা কে অনুরোধ করবো যেন এরকম অচেনা রাইটার এর সুন্দর সুন্দর গল্প গুলো আপলোড করুন . আর হা অনির্বান দার ভয়েস ওই বেপারে কিছু বলার নাই .
Best part is I was born in the same place as the writer but born in abroad so never knew. Awesome. Also you guys are helping a lot for my learning bangali language perfectly
অসাধারণ। কি ভাবে ১.৪৩ ঘণ্টা কেটে গালো বুঝতেই পারলাম না। অবাক লাগছে বাংলায় এত ভালো ভালো গল্প আছে। একজন নতুন লেখকের সন্ধান পেলাম। টিম সানডে সাসপেন্স কে ধন্যবাদ এরকম একটা দারুন গল্প কে বেতার রুপ দেওয়ার জন্য। ভবিষ্যৎ এ এরকম আরও গল্পের আশায় থাকলাম।
অনির্বাণ ভট্টাচার্য এবং শুভাশিস মুখোপাধ্যায় এর কন্ঠে আজ সানডে সাসপেন্স জমে ক্ষীর 😍❤️ ধন্যবাদ Radio Mirchi কে এমন সুন্দর একটা গল্প উপহার দেওয়ার জন্য রবিবারটা আরও জমে গেল 😍😊
সত্যিই মনে হচ্ছিল যেন সিনেমা দেখছি।
এ গল্প ব্যোমকেশের থেকে কম কিছু নয়।
টানটান উত্তেজনার ব্লকব্লাস্টার সিনেমা হয়ে যাবে । সোনা , হীরা , আরও কত বহুমূল্য রত্নখচিত আমাদের বাংলার সাহিত্য ভান্ডার ।
বলতে লজ্জা নেই আমি এই গল্পটা শোনার আগে অবধি এমন গুণী লেখককে চিনতামই না তবে শোনার পর আরো এনার লেখা পড়ার ইচ্ছে রইলো । Sunday Suspense একটা নতুন উচ্চতা পেল এই গল্প পাঠের মধ্যে ।
Super
ruclips.net/video/E5YnIYsCj00/видео.html
একটি ছোট প্রচেষ্টা করেছি আপনাদের নতুন কিছু গল্প শোনানোর, অনুরোধ রইলো একবার গল্পটি শুনবেন। যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে পারেন আর আমাদের কাজ ভালো লাগলে subscribe করে bell icon টা press করতে পারেন যাতে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন পান সবথেকে প্রথমে
ruclips.net/video/E5YnIYsCj00/видео.html
Sotti..abdok thik kotha..ae lekhoker aro goplo porbar abong sombar icha roelo
Khb sundor akta golpo sunlm onk din por
আমিও শুনিনি। সমৃদ্ধ হলাম।
ওরে বাবা, শুনতে শুনতে রোম খাড়া হয়ে উঠল,
চোখ বুজে চরম উৎকণ্ঠা নিয়ে শুনছিলাম।
যেন সিনেমা দেখছিলাম।
ধন্যবাদ রেডিও মির্চি টিমকে।
অলোক ঘোষের প্রতি রইল অনেক শ্রদ্ধা।
দাদা আমারও তাই অবস্থা ♥️♥️♥️
@@abhijitbairagi8759 হ্যাঁ একেবারে রুদ্ধশ্বাস,ওই আদিগঙ্গার সময় থেকে বাকিটা সবচেয়ে রোমহর্ষক লাগছিল
সত্যি বলতে এত বছর শোনা হয়নি গল্পটা চার বছর হয়ে গেছে আজ শুনলাম অপূর্ব লাগলো।❤❤❤❤❤❤
সত্যিই অভিভূত , নেশা লেগে গেছে। একবার শুনে মন ভরে না। শোধ ,ভোগ , সায়াক আমানের গল্পঃ, দারোগা প্রিয়নাথ, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ , ইনারা সত্যি আমাদের গর্ব।
ভাবতে অবাক লাগে বাংলা সাহিত্যের এত এত ভালো গল্প থাকা সত্ত্বেও আজ বাংলা সিনেমার এই অবস্থা। এত এক অসাধারণ সিনেমার বেতার-রূপ শুনলাম মনে হলো।
Satti tai
Yes man.. that story totally awesome like a cinema story
Bangalira bangla chobi dheke na
ধ্রুব সত্য কথা
Akdm vai
এই গল্পে লেখক যা কল্পনা এবং দক্ষতা দেখিয়েছে তা আমার ধারণার বাইরে।
আমি লেখকে হৃদয় অন্তর থেকে শ্রদ্ধা জানায় ।
Ekdom ata niye akta short story movie kora jai.feluda,bomkesh charao je koto sundor golpo thakte pare ta jana gelo....
Tanmoy Tech একদম এই গল্পের মধ্যে সব গুণেই আছে একটি সিনেমার দরকার ।আমি খুশি হবে যদি বড় পর্দায় কিউ আনে।
ভূতের _ভয়ংকর গল্প👇 নিশ্চিত ভয় _পাবেন
ruclips.net/video/WkDygrkE_Bg/видео.html
পিশাচিনীর _রক্ত _পিপাসা 👇রোমাঞ্চকর _ভুতের গল্প👇
ruclips.net/video/llRlOdni5Tw/видео.html
রোমান্টিক_ এবং_ ভূতের 👇গল্প _অসাধারণ_ গল্প👇
ruclips.net/video/RKr0_8UrtAY/видео.html
গল্প _গুলো_ কেমন_ লেগেছে _আপনাদের _মূল্যবান_ কমেন্ট করে_ আমাকে _জানাবেনআর_ যদি গল্প _গুলা ভালো লাগে _আমার চ্যানেলটি _সাবস্ক্রাইব করে_ পাশে থাকুন🙏🙏
🙏🙏Please subscribe my channel 🙏🙏
হা
Bapok sotti kono kotha hobena😎😎
shotti bolte ei 4 bochor e ami ei "Doshtar angti" golpo take 10 bar sune niyechi tao bar bar shunte ichhe kore
Oshadharon ekti Golpo
অসাধারণ উপস্থাপনা👌👌👌 কাকতালীয়ভাবে কেষ্টপুর, কেষ্টপুরের খাল, খালের পাশের পুলিশ ফাঁড়ি যেটা পরবর্তীকালে টোল অফিস তারপরে আবার পুলিশ ফাঁড়ি এবং বর্তমানে ক্লাবে পরিণত হয়েছে আর তার পাশে বটগাছের অস্তিত্ব এখনো বর্তমান এবং এখানে জন্মসূত্রে আমার বাসস্থান ঘটনাটা গল্প না সত্যি আমি জানিনা তবে লেখাটা অসাধারণ টানটান উত্তেজনা খুব মন জয় করার মত একটা অনুষ্ঠান উপস্থাপন করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ👏👏👏,,,,, যে সময় কার কথা বলা হয়েছে শেষ সময় আমার জন্ম হয়নি তবে ঠাকুরমা দাদুদের কাছে গল্প শুনেছি এখন কার কেষ্টপুর, তখনকার দিনের একটা গন্ডগ্রামই ছিল,,,
Eta kon kastopur ??????
Kothay kestopur ?
ভালো উপমা তবে, এ কেষ্টপুরের পাশ দিয়ে কানা দামোদর প্রবাহিত হচ্ছে।
Konodin ghurte asbo tomader kesto pur e
আমি বাংলাদেশের খুলনা জেলার বাসিন্দা আমাদের খুলনা জেলায় যে এতো বড় লেখক ছিল আগে জানতাম না।ধন্যবাদ আপনাদের এমন একজন লেখকের গল্প শোনানোর জন্য 🌹🌹
দীপ দা এই গল্পটা তার ফেইসবুকে বলা শুরু করেছিল কিন্তু শেষ করেনি ।
সেই থেকে গল্পটা খুঁজে বেড়াচ্ছিলাম।
এতদিন পর শান্তি 😍😍😍😍
হটাৎ করেই RUclips recommend করলো এই গল্পটা ! Just wow !
কণ্ঠে অনির্বাণ, শুভাশিস , জগন্নাথ বসুর সঙ্গে মীর দা সহ অন্যান্যরা ❤️❤️
একই আকাশে নক্ষত্রদের সমাবেশ ❤️❤️
@@ujjalpanja579
Ll
@@ujjalpanja579
L
@@ujjalpanja579
L
@@ujjalpanja579
L
L
Bengali industry marvel holo Sunday suspence . Dastar angti deserve to be a movie. New heights of Bengali literature.
অসাধারণ!!নিঃসন্দেহে টেক্কা দিতে পারে টলিউড তথা বলিউডের যেকোনো নামী-দামী থ্রিলারকে..শুনতে শুনতে পুরো গল্পটা চোখের সামনে ভেসে উঠছিল,কল্পনাতীত কল্পনাশক্তি...👌👌
Yes
👍
Good story & beautiful presentation
Yes
এই লেখক কে আমি কুর্ণিশ জানাই,,,, উফফ সত্যি একদারুন গল্প শুনলাম প্রতিটি ঘটনা কানো চোখের মধ্যে ভেসে উঠছিল
Sotti kotha dada
ei লেখকের আরো গল্প শুনতে চাই
An perfect thriller story
আমি তো মুভি দেখতে চাই
রবিবার মানেই মাংস, ভাত। আর সানডে সাসপেন্স। সেই ছোট্ট বেলা থেকে তাড়াতাড়ি স্নান করে 12 থেকে রেডিও চালিয়ে বসে পরা সবাই মিলে। এক দারুণ আনন্দ। ✌️😍। মীর দা, দীপ দা ইজ 🙏।।
k
গায়ে কাঁটা দিচ্ছে, গল্প বলা এমন একটা অসাধারন শৈল্পিক নান্দনিকতায় উত্তীর্ণ করা যায়, এ একমাত্র mirchi team এর পক্ষেই সম্ভব, সকল কে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা
তিন বছর পর আবার শুনতে এলাম গল্পটা। এই গল্প টা যতবার ই শুনি না কেন কখনোই পুরনো হয়না আই গল্পটা। অনবদ্য।। ♥️
Subhashish mukhopadhyay ke aro Sunday suspense e sunte chai....he is one of the most talented actor in west bengal ,tollywood, in recent times....he deserves meaty roles in radio and cinemas and serials .
Sunday Suspense এ Dr.Munshir Diary তে ও উনি অনবদ্য অভিনয় করেছেন ۔অসাধারণ ۔
Subhasis babu akashvani te onek natok korechen past a, eta notun kichu noi
মুগ্ধ হয়ে শুনছি ,
এমন গলার আওয়াজ ,তার উপরে এমন গা ছমছমে গল্প , আজ রবিবার জমজমাট 💘💘💘💘💘u Sunday suspense
রাত্রিবেলা শুনলে আরো ভালো হতো
🔥🔥🔥🔥🔥🔥আমি কথা খুজে পাচ্ছিনা কীভাবে প্রশংসা করি আর কাকেই বা ছাড়ি!! লেখক, মিরচি বাংলা দল সবাই একথায় excellent!
সত্যি যদি এটি কোনোদিন বাংলা সিনেমায় রূপান্তর হয়
তা হবে বাংলা সিনেমার এই ঘোর কলিযুগে এক অমূল্য রত্ন
সত্যিই রোমাঞ্চিত করে দিল মনটা
চোখের সামনে সব যেনো ভেসে উঠলো মির্চির জন্য
❤️💙
শোনার আগেই লাইক দিয়েছি, এতটাই ভরসা আছে মির্চির উপর। আর শুনে তো কোনো কথাই নেই। সত্যি, একমাত্র মির্চি টিম এর পক্ষেই সম্ভব এতো সুন্দর গল্প কে আরো সুন্দর ভাবে উপস্থাপন করা। অনেক ধন্যবাদ। ক্ষিদে আরো বেড়ে গেল
Background music gulo osadharon...jar jonno galpo ta sune mone hochhe j sob chok er samne dhekte pachhi.... Hat's of to Richard..
Probably I am THE only listener who read this story in Shuktara.
আমি আর দিদি কাড়াকাড়ি করে এই গল্পটা ধারাবাহিক ভাবে শুকতারায় পড়েছিলাম। আজ এই বুড়ো বয়সে আবার সেই ছোটবেলায় ফিরে গেলাম।
রেডিও মির্চী কে অসংখ্য ধন্যবাদ 🙏
What is the main theme of the story?
Horror or something else?
@@soumyadeepghosh3562 - Pure detective story of that era when Police department used to work diligently and Police-criminal Nexus was unheard of
@@subrataraychaudhury6797 thanks
For those who don't know, Dastar Angti was published as a serial in Shuktara magazine in early '70s. It's an outstanding thriller written by Sudhindranath Raha, under the pseudo name of Alak Ghosh. Unfortunately, this novel has never been released as a book by Deb Sahitya Kutir. But, I managed to get the full novel from a scanned PDF copy from a blog which has painstakingly scanned all parts from old Shuktara issues and uploaded it. This novel is therefore extremely rare to locate. I hope Mirchi FM team recognize the original uploader and give him due credit who made it available the story to us.
Can you please share the link of the blog from where you get the PDF?
used to wait eagerly during that time - it was great thriller indeed.
Aveek Babu
Great to know about Shuktara.I was fan of Shuktara.
In our joint family all cousins used to fight whou will get it fast.
Could you please tell me where I may get the pdf.
I will be extremely thankful to you.
Regards
Why does Bengali cinema copy South movies? They have so rich literature, they can easily make a hit movie out of this story...😊
😊😊ং
কি অসাধারণ উপস্থাপনা। চরিত্র গুলি শুনুন। সব গুণী শিল্পী দের উপস্থাপনায় একদম জীবন্ত একটা পর্ব হলো. সানডে সাসপেন্স অসাধারণ। ...
বাংলা সাহিত্যের থ্রিলার জগতের একজন অসাধারণ লেখকের সাথে আমাদের পরিচয় করিয়ে দেয়ার জন্য sunday suspense টিমকে জানাই আন্তরিক ধন্যবাদ ।
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
এই নিয়ে আমি গল্পটা 5বার শুনছি। যতবারই শুনি তত বারই মনটা ভালো হয়ে যায় ।।
Lo poo
রবিবার মানে সানডে সাসপেন্স , আর সানডে সাসপেন্স মানে , চোখ বুজে সিনেমা দেখা! মীর, দ্বীপ ,অগ্নি, সোমক ,ইন্দ্রানী এনাদেরকে অনেক ধন্যবাদ !
Really
Deep spelling ta thikbhabe likhun..it's দীপ
শুনতে শুনতে গায়ের রক্ত গরম হয়ে গেল। লেখক কে কুর্নিশ এবং 'SUNDAY SUSPENSE' ke অনেক ধন্যবাদ এই রকম একটা গল্পঃ পরিবেশন কর বার জন্য।🙏🙏🙏
অসাধারণ গল্প, সত্যি ভাবতে অবাক লাগে যে এনার মতো এমন গুণী লেখকের গল্প এখনো অতটা বিখ্যাত নয়। ওনার সাহিত্যবোধ, শব্দচয়ন, চরিত্র গঠনের ক্ষমতা অতুলনীয়; তার সাথে আছে রোমাঞ্চকর পটসৃষ্টি। কেবল একটাই দুঃখ ইনি তেমন খ্যাতি পেলেন না।
বলতে লজ্জা নেই এই লেখকের কোনো গল্প আগে পড়িনি,আবার ভাবতে ভালো লাগছে এরম গুণী মানুষের সাথে একদিনে জন্মদিন আমার। ধন্যবাদ Mirchi team
অসাধারণ...আর অনির্বাণ কে শুনতে পেয়ে তো কান টায় ভীষণ আরাম লাগে.....
আর হরিস পাকড়াসী - শুভাশীষ মুখোপাধ্যায়। সব মিলিয়ে অসাধারণ। 🙏
@@Dipak_487 ekdom
Not Bad . প্রথমে ভেবেছিলাম কেমন হবে 🤔 কিন্তু শুনতে শুনতে কমেন্ট করছি। অসাধারণ লাগছে গল্পটা । টানটান উত্তেজনা 😲 দস্তার আংটি 💍Superhit 👌
অনির্বাণ back again চরিত্রের সঙ্গে দারুন মানানসই। Wellcome সুভাশিষ বাবু।🙏
যারা dislike করেছেন সেই সমস্ত অতৃপ্ত আত্মাদের উদ্দেশে...ভগবান ওনাদের শান্তি দিন, positivity দিন আর ভাষাটাকে ভালোবাসতে শেখান।
😁😝😂🤣 একশো ভাগ সহমত
😀😂😂
Ekmot
Debasish debnath r apnake 'positivity' banan sekhak😉
ওরা সব মতি হাজরার লোক
গতকাল রাতে আমি পুরো শুনলাম।অসাধারণ বললে কম বলা হয়।দুর্দান্ত গল্প।অসংখ্য ধন্যবাদ পুরো Sunday SUSPENCE team ke।🙏🙏🙏🙏🙏
Business এ একটা কথা বলে- " If you are not innovative with time, you shall die as well as your brand shall die." Sunday Suspense- টিম এর ক্ষেত্রে কথাটা সবচেয়ে বেশি প্রযোজ্য এখন মনে হচ্ছে। এরা কোন কিছুর বিনিময়েই Sunday Suspense মরতে দেবে না। শ্রোতাদের মনের মণিকোঠায় থাকবে বছরের পর বছর। রাতের পর রাত, আমরা শুধু শুনতেই থাকব আমরা এমন মজার মজার গল্প। এই গল্প শুনবে আমাদের সন্তান, তাদের সন্তান, তাদের সন্তান... এমনইভাবে চলতে থাকবে Sunday Suspense-এর পথচলা আরও ১০০, ১০০০+ বছর। এরকম নতুন নতুন গল্প আর নতুনভাবে উপস্থাপনা আর বলা- কেবল Sunday Suspense থেকেই সম্ভব। অনেক অনেক অনেক ভালো লাগলো। ফেলুদা, ব্যোমকেশ, কিরিটি, শারলক ছাড়াও আর অনেক নতুন লেখকের গল্পও যে অনেক সুন্দর করে বলা যায়, Sunday Suspense তার প্রমাণ। Sunday Suspense কোনদিনও হারিয়ে যাবে না, কখনও না।
কী দারুণ! কী দারুণ!
কী অসম্ভব উত্তেজনা।
লেখক কে ধন্যবাদ আর গল্প পাঠকদের ও ধন্যবাদ।
ধন্যবাদ এমন গুণী লেখক কে এই অসাধারণ উদ্যোগের মাধ্যমে পরিচয় করিয়ে দেওয়ার জন্য।
সানডে সাসপেন্স যা শোনালো এই গল্প নিয়ে তা বড় বড় হলি-বলি ব্লকবাস্টারকেও হার মানাতে পারে। হ্যাটস অফ টিম সানডে সাসপেন্স ❤️
ওহহ কি গল্প শোনালেন দাদা।। টান টান পুরো দু ঘন্টা। আমি কনকাল টা দেখে কদিন থেকে রেকমেন্ডেশন avoid করছিলাম।।দারুন দারুন। সিনেমা না এটা নিয়ে একটা ওয়েব সিরিজ হোক।অনির্বাণ, শাস্বত।
দারুন|| কী লজ্জা জে এই লেখকের কোনো রচনা আগে পড়ীনী৷ কত কম জানি আমরা| Mirchi Bangla কে অনেক ধন্যবাদ| এনার আরো গল্প দেবেন please.
Bekar golpo
Police er kache helicopter thake aj obdhi suni ni
@@priyangshusarkar7640 apni khub sombhoboto ki6u ta pi6one pore a6en...r ta na hole valo kore golpo ta sonen ni...ebong bo6enoni...
@@soumibhattacharya7614 tobe apni ektu bujhea din na
Apni to mone hocche sob janta
Kon police station a helicopter thake seta aktu bolben
@@priyangshusarkar7640 re apni bokar moto kotha bol6en.... golpo ta valo kore sunun... commissioner er ka6e gie permission koralo...dn se bebostha kore dilo... case ta khub serious, oporadhira dangerous tai tader dhorar jonno upor mohol theke helicopter bebostha kora holo ...
Golpo gulo mon die sune take bu6te sikhun...aekta situation er samne pi6one ki ho66e setao bu6te sikhun....
Tobe to positive comments korben ...na hole sudhu negativity asbe
@@soumibhattacharya7614 apni mone hoy raj chakobortyr movie bese dekhen
Tai apnar matha ta gache
Aj obdhi kokhono sunecen police helicopter use korece kono criminal dhorar jonno
Helicopter thake defence system er kache
Age valo vabe sob kichu janun
Na jene bokar moto kotha bolben na
Police er kache helicopter jotoshob 🤪
Samanno ak47 thake na police er kache
Abar helicopter 🥱
বোমকেশ বক্সীর গোয়েন্দা গল্প ছাড়া এতো সুন্দর গল্প হতে পারে তা ভাবায় যায় না। তবে সবচেয়ে বড় কথা মির্চি টীম ছাড়া এত সুন্দর উপস্থাপন অসম্ভব অনেক অনেক ধন্যবাদ আপনাদের টীম কে
আমি একজন বাংলা ছাত্রী।। আমিও সাহিত্য সমন্ধে এত কিছু আছে নিয়ে চর্চা করিনি।। কিন্তু আপনাদের sunday suspense গল্পে এত সাহিত্য রয়েছ যা আমাকে মগ্ধু করে দেয়।।আরো অনেক জানতে ইচ্ছে করে।।
অনেক ধন্যবাদ আপনাদের কে ❤️❤️
অনবদ্য অসাধারণ গল্প। প্রতিটা দৃশ্য মনে হয় চোঁখের সামনে উঠে আসছে। সাসপেন্স ভর্তি এক অপূর্ব সৃষ্টি বাংলাতেও যে সম্ভব তার একটি অভূতপূর্ব উদাহরণ এই রোমাঞ্চকর গল্পটি। আলোক ঘোষ ধন্যবাদ দিতেই হয়, ধন্যবাদ সান্ডে সাসপেন্স (মির্চি বাংলা)💜💜💜
কি অসাধারণ থ্রিল! 🔥🔥🔥 আফসোস যে আগে অলোক ঘোষের নামও শুনেছিলাম না! বাংলা সাহিত্যে এতো ভালো গল্প থাকতে তুলনামূলক ভাবে মানসম্মত মুভির আসলেই অভাব। শুভাশীষ মুখোপাধ্যায় ও অনির্বান ভট্টাচার্য থাকায় আরো ভালো লাগলো, একদম পারফেক্ট..আর খোক্ষসের ভুমিকা তো জাস্ট 👏🔥। অনেক ভালোবাসা মিরচি বাংলা কে।
village of stories made by Mir the great
এরপর ও কি করে south ফিল্ম নকল করতে হয় কে জানে। বাংলার ভান্ডারে এত রোমহর্ষক কাহানি থাকতে !!!!
আর মিরচির জন্য বাংলা সাহিত্যে সম্পর্কে জানলাম, অসংখ্য ধন্যবাদ আপনাদের,মাঝে কোনো add ছিল না।
Akdm akmot apnar sathe
Ei golpo gulo niye keno je cinema banayena
৪ বছর বাদে আবার শুনলাম। ভীষন ভালো লাগলো❤❤❤
anirban er voice ta just 💯💯💖
kichu din age dekha hoyechilo 'cha'- er dokane..
thik sei voice e.. dokandar er kach theke "dada ekta cha din toh" vari golay cha chaile.... vuleo vola jay na sei din💖
আমি রোজ অপেক্ষা করে থাকি রবিবারে জন্য কারণ Sunday Suspense শোনার জন্য। আর সবাই কে জানাই Happy Republic Day
অনির্বান ভট্টাচার্য.... শুভাশীষ মুখোপাধ্যায় ... Radio te aj চাঁদের হাট। 😍
সে আবার নতুন করে বলতে হয় । জমে ক্ষীর
Hahahaha Mirchi Bangla bole kotha 😎😎
@@Gyaan_Puran_Tathya তোমার কেমন লেগেছে দস্তার আংটি???
Bapok na lagle kiser Sunday suspense. Tao abar Anirban Bhattacharya r sathe😄😄
Ki thik bollam to
Thank you Mirchi Bangla for bringing this story to us. আমার মতো অনেকেই হয়ত এই গল্পটা আগে শোনেননি বা পড়েননি। তাই, অসংখ্য ধন্যবাদ।
গল্পের শুরু টাতে ভাবতেই পারিনি গল্পটা এত রমাঞ্চকর হয়ে উঠবে, সত্যই অসাধারন, বাংলাদেশ থেকে undaySuspense এর একজন নিয়মিত স্রোতা।
অসংখ্য ধন্যবাদ টিম মিরচি বাংলা কে এরকম একটা সুন্দর গল্প উপস্থাপন করার জন্য,"দস্তার আংটি "এটা নিয়ে একটা সিনেমা তৈরি হলে কেমন হয়?????? সব মিলিয়ে প্রচুর সাসপেন্স এবং রোমাঞ্চিত এবং শিহরিত হয়ে গেলাম....... Hats off to you to Sunday suspense..….....
Sunday suspense এর একটি অনবদ্য উপস্থাপনা। বাংলা সাহিত্যে বিশ্বের যেকোনো সাহিত্যের থেকে কম কিছু নেই।খুঁজে বের করার জন্য sunday suspense কে ধন্যবাদ।
নতুন এক লেখকের এরকম সাসপেন্স এভাবে শিহরিত করলো । ভালো লাগলো ।বেশ ভালো লাগলো ।
শুরু থেকে শেষ - টানটান উত্তেজনা নিয়ে এক অনবদ্য রোমাঞ্চকর গল্প। গল্পপাঠের ঝুলিতে 'সুধীন্দ্রনাথ রাহা'(আলোক ঘোষ - ছদ্মনামের পিছনে আসল নাম) যোগ হলেন।
Witter ER Nam prothom sunlam ..vebechilam sunbo na ..kintu radio mirchir upor vorosa korei Sona suru korlam ..r ses na Kore thama gelo na ...just darun ..
অসাধারণ গল্প। নিখুঁত একটি চিত্রনাট্যের সাথে একটি ঠাস বুনোট web series হতে পারে। ❤
There will always be some people who have the sole purpose of disliking amazing content.
It's high time, we learn to ignore them now.
ভূতের _ভয়ংকর গল্প👇 নিশ্চিত ভয় _পাবেন
ruclips.net/video/WkDygrkE_Bg/видео.html
পিশাচিনীর _রক্ত _পিপাসা 👇রোমাঞ্চকর _ভুতের গল্প👇
ruclips.net/video/llRlOdni5Tw/видео.html
রোমান্টিক_ এবং_ ভূতের 👇গল্প _অসাধারণ_ গল্প👇
ruclips.net/video/RKr0_8UrtAY/видео.html
গল্প _গুলো_ কেমন_ লেগেছে _আপনাদের _মূল্যবান_ কমেন্ট করে_ আমাকে _জানাবেনআর_ যদি গল্প _গুলা ভালো লাগে _আমার চ্যানেলটি _সাবস্ক্রাইব করে_ পাশে থাকুন🙏🙏
🙏🙏Please subscribe my channel 🙏🙏
রাজ চক্কতির "অরিজিনাল" বাংলা সিনেমার যুগে মির্চি বেঁচে থাক, বাংলার actual spice টা বাঁচিয়ে রাখার জন্য।
ভূতের _ভয়ংকর গল্প👇 নিশ্চিত ভয় _পাবেন
ruclips.net/video/WkDygrkE_Bg/видео.html
পিশাচিনীর _রক্ত _পিপাসা 👇রোমাঞ্চকর _ভুতের গল্প👇
ruclips.net/video/llRlOdni5Tw/видео.html
রোমান্টিক_ এবং_ ভূতের 👇গল্প _অসাধারণ_ গল্প👇
ruclips.net/video/RKr0_8UrtAY/видео.html
গল্প _গুলো_ কেমন_ লেগেছে _আপনাদের _মূল্যবান_ কমেন্ট করে_ আমাকে _জানাবেনআর_ যদি গল্প _গুলা ভালো লাগে _আমার চ্যানেলটি _সাবস্ক্রাইব করে_ পাশে থাকুন🙏🙏
🙏🙏Please subscribe my channel 🙏🙏
বলেন কি
absolutely right
Raj chakroborty r cinema khub akta kharap noi ar apni akti makal.@#$£
@@debdasbanerjee3241 আপনার ভাষা আপনার সম্পর্কে অনেক কথা বলছে আমি আর বললাম না।
অসাধারণ গল্প। ইংরেজি thriller কে টেক্কা দিতে পারে। সেই অঙ্গে দুর্দান্ত উপস্থাপনা। Hats off... SS।
অনেকদিন পর একটা below standard গল্প শুললাম, Sunday Suspense এর সব গল্প শোনা কিন্তু এরকম মানের গল্প খুবই কম শুনেছি, ভূতের গল্প হোক, তাও মান ঠিক থাকে, আশা করি বিচার করবেন, #A_Die_hard_fan💓
যশোর থেকে শুনছি।খুব মন দিয়ে শুনতে হয়। তাই গভীর রাতে শুনি।কানে ইয়ারফোনটা গুঁজে দিয়ে পড়ে থাকি। অনেক আগে থেকে সানডে সাসপেন্স শুনি। আগে ওয়াপসিপ থেকে নামাতাম,এখন ইউটিউবে শুনি। তবে অনুভূতি-ভালোবাসা একটুও পাল্টায় নি।
অসাধারণ সত্যিই এরকম গল্প নিয়ে যদি বাংলা সিনেমা তৈরি হতো তাহলে বাংলা সিনেমা আজ অন্য জায়গায় থাকতো❤️
Kichhu chai ni ami ajibon sera Sunday suspense chara...
Ami o tader i dole eki golpo barbar sone jara...😍😍😍❣️❣️❣️
Anirban er nam sunlai mone hoy ai ganta mone hoy
Mirchi Deep ei story ta path korechilo facebook live e (jodio puroto hoeni, duto chhoto episode hoechilo 15-20 mins kore jotota mone porche amar), but ashadharon legeche amar, darun romanchokar....Darun jombe kalke...
এই প্রথম বার সানডে সাসপেন্সএ হেলিকপ্টার, তাও আবার জোড়া 🚁🚁,
দারুণ লাগলো গল্পটি ❤️🙏
Kom kore 10 bar golpo ta sunechi tarpor valo lage 1 of best sunday suspense story of all time.
সত্যি অসাধারণ গল্প । গল্পটির উপরে সিনেমা করা উচিত । লেখক কে কুর্নিশ জানাই । ❤❤❤
অসাধারণ। চমৎকার। সিনেমার শেষ অংশ টি বারবার শোনার মতো।
৫ বছরের মধ্যে অন্যতম সেরা গল্প।
আপনারাই পারেন গল্প কে জীবন্ত করে তুলতে।
অধীর আগ্রহের সাথে অপেক্ষায় রইলাম।
ধন্যবাদ।
এটা গল্প সিনেমা নয়
@@sohamdey1416 sir sunday suspense team ato valo kore poribeson koren je golpo kokhon cinema hye jai.
আমার বন্ধু ! ভুল শিকার করুন । যেটা সত্য সেটা মানুন
@@sohamdey1416 achaaa sir
RJ somak and Anirban bhattacharya was just mind blowing ......also thanks to the Sunday suspense team for ur fabulous work
Thanks to all members of Mirchi team,ato sundor ekbar golpo upohar deoar jnno..
❤️
সত্যি কথা বলতে প্রথমে আমি ভেবেছিলাম যে গল্পটা হয়তো হয়তো খুব আহামরি হবেনা কিন্তু সোনার পর বুঝলাম ইটা কোনো দিকে ফেলুদা বা ব্যোমকেশ এর থেকে কম না. মির্চি বাংলা কে অনুরোধ করবো যেন এরকম অচেনা রাইটার এর সুন্দর সুন্দর গল্প গুলো আপলোড করুন . আর হা অনির্বান দার ভয়েস ওই বেপারে কিছু বলার নাই .
Ahh ki aram! Bhoot sunte sunte kaan e chhata pore gechhilo. Goenda golpo o Sunday suspense shonay, seta vultei bosechhilam..😍
Ajj k niye aye golpo ta ami 21 bar sunlam ajjo 1st bar er moto e lage
অসাধারণ, অনবদ্য, অদ্বিতীয়। Highly talented writer.
Mone holo cinema dekhchi😍 golpo uposthapona, sound, presentation uff !! Sera 🥰😍
One of the best audio stories from Sunday Suspense. Gripping and well executed.
Best part is I was born in the same place as the writer but born in abroad so never knew. Awesome.
Also you guys are helping a lot for my learning bangali language perfectly
দারুণ movie হবে এই গল্প টা নিয়ে যদি সব্যসাচী আর parambrata হয় তো কথাই নেই acting নিয়ে superb choice team Sunday suspense
অতুলনীয় কাজ করছ Team Mirchi. প্রতিটা চরিত্র চোখের সামনে তুলে ধরো।
বাহ্বা তো লেখকের প্রাপ্যই তার সাথে সেলাম জানাই তোমাদের vocal আর গল্প নির্বাচনকে।
একদম অসাধারণ, অনেকদিন পর এইরকম অসাধারণ গল্প শুনলাম। ধন্যবাদ রেডিও মিরচি, লাভ ফ্রম বাংলাদেশ।
Asadharon laglo...eirakam golpo e maan baray Sunday Suspense er...
Shobai asadharon...kintu amar jonno ei golper prokrito hero "Khokkosh"... 😀
Best story till now. ❤️ Please bring these types of stories.
Eta golpo noy ETA chilo jomjomaate cinema ❤️🔥
I agree
অনির্বাণের গলার স্বর শুনতে বড়ো ভালোলাগে। ওনাকে সান্ডে সাসপেন্সে আনার জন্য অসংখ্য ধন্যবাদ।
অনবদ্য....অনেক দিন পর এতো thrilling একটা গল্প শুনলাম....গায়ে কাটা দিচ্ছিল....mirchi team love u
একে বলে Perfect Detective Story!!!👌👍👏
অসাধারণ। কি ভাবে ১.৪৩ ঘণ্টা কেটে গালো বুঝতেই পারলাম না। অবাক লাগছে বাংলায় এত ভালো ভালো গল্প আছে। একজন নতুন লেখকের সন্ধান পেলাম। টিম সানডে সাসপেন্স কে ধন্যবাদ এরকম একটা দারুন গল্প কে বেতার রুপ দেওয়ার জন্য। ভবিষ্যৎ এ এরকম আরও গল্পের আশায় থাকলাম।
হৈ হৈ ব্যাপার পুরো... টান টান উত্তেজনা আর অ্যাকশন প্যাকড সানডে সাসপেন্স 😍😍😍👌🏻👌🏻👌🏻
অসম্ভব সুন্দর রোমহর্ষক একটা থ্রিলার গল্প শুনলাম। Hats off sunday suspence team❤️❤️
অনেক দিন পর এত ভালো একটা গল্প শুনলাম । অসাধারণ ❤
সব এক সে বাড়্কর এক রথী মহারথীদের ভিড়... মুগ্ধ হয়ে গেলাম গল্পের বুননে এবং অবশ্যই গলার কাজে... ❤❤❤
এক বছর পর দ্বিতীয় বার আবার শুনতে আসলাম।
অনির্বাণ ভট্টাচার্য এবং শুভাশিস মুখোপাধ্যায় এর কন্ঠে আজ সানডে সাসপেন্স জমে ক্ষীর 😍❤️ ধন্যবাদ Radio Mirchi কে এমন সুন্দর একটা গল্প উপহার দেওয়ার জন্য রবিবারটা আরও জমে গেল 😍😊
Dear can you translate your comment what you wrote
Hindi or English.
@Sandip Dutta Anirban Da nehalchand,jasoda pal,Moti Hajra character e r Subhasish Babu Harish pakrasi character e
Sarlok byomkesh r feluda Chara j ato interesting galpo hote pare ata janachilona
Excellent
আজকে চাঁদের হাট। দারুণ লাগছে গল্পটা। অসাধারণ হয়েছে। অনবদ্য সৃষ্টি করলে তোমরা। 🙏❤️❤️❤️❤️এই গল্প হাজারবার শুনলেও পুরনো হবে না। দারুণ।
ভূতের _ভয়ংকর গল্প👇 নিশ্চিত ভয় _পাবেন
ruclips.net/video/WkDygrkE_Bg/видео.html
পিশাচিনীর _রক্ত _পিপাসা 👇রোমাঞ্চকর _ভুতের গল্প👇
ruclips.net/video/llRlOdni5Tw/видео.html
রোমান্টিক_ এবং_ ভূতের 👇গল্প _অসাধারণ_ গল্প👇
ruclips.net/video/RKr0_8UrtAY/видео.html
গল্প _গুলো_ কেমন_ লেগেছে _আপনাদের _মূল্যবান_ কমেন্ট করে_ আমাকে _জানাবেনআর_ যদি গল্প _গুলা ভালো লাগে _আমার চ্যানেলটি _সাবস্ক্রাইব করে_ পাশে থাকুন🙏🙏
🙏🙏Please subscribe my channel 🙏🙏
Jno ekta cinema hall thke bar holam ❤️❤️❤️❤️❤️....very very thanks for Team Sunday suspense...
Choker samne cinema holo.. Sudu kan die sunlam. Anabadya upostapana.. Thanks mirchi..