আমার পাখির মাত্র ১ মাস হইছে। কিন্তু ওর পালক পুরোপুরি গজানোর আগেই ঝরে পড়ে যাচ্ছে। লেজের পালক পুরো খসে গেছে। শরীর চুলকাইলেই পালক ঝরে যায়। আর ধরলে বেশিরভাগ সময় চিৎকার দিয়ে ওঠে। মনে হয় যেন সারা শরীরে ব্যাথা। এখন কী করণীয়?
ভাইয়া আমার পাখি ডিমে তা দিচ্ছে । পাখির পেটের দিকের সব পালক ঝরে গেছে এবং প্রায় সময় গা চুলকায় 😢 কি করতে পারি একটু বলবেন প্লিজ। আবার ডিম দেওয়ার পর থেকে তেমন খায় না অনেক শুকিয়ে গেছে 😢
মল্টিং এর মাধ্যমে জিংক, ক্যালসিয়াম ও ভিটামিন বি কমপ্লেক্স দিন। এবং মাইটস্ সমস্যার জন্য নিমপাতা সেদ্ধ পানি বা কাঁচা নিম পাতা খেতে দিন অথবা acimec 1% লিকুইড ১ লিঃ পানিতে ১ মিলি মিশিয়ে গোসলের জন্য দিন, গোসল না করলে স্প্রে করে দিতে পারেন তবে ঠান্ডা যেন না লাগে লক্ষ্য রাখুন, এজন্য রোদের দিন ব্যবহার করতে পারেন। অন্যথায় ভেট ডক্টর দেখাতে পারেন।
nim patar pani diye gosol koranor pore pakhi nijer sorir jokhon khota khoti korbe tokhon sei teto pani pakhir pete gele ki kono problem hobena?ans please?
ভাই আমার পাখি গুলো শরীল চুলকায় কিন্তু এতো চুলকায় না মানে কমই চুলকায় কিন্তু ভাই অনেক পসম পড়ে কিন্তু মাইটস পোকা দেখা যাচ্ছে না কিন্তু চুলকায় আর পসম পড়ে বক্সে বড় বেবি তাই বের ও করছিনা আর ভাই খাবার খাওয়া কেন জানি কমায় দিছে?😊
পাখি মল্টিং করলে এমন টা করে। আবার পাখার গোড়ায় মাইটস্ হলেও এমন করে। কখনও কখনও স্ট্রেসে পড়লে এমন করে। সম্ভব হলে পাখিটিকে উড়াড় জায়গা দিন, ফল, শাক সবজি ও ব্যালেন্স ডায়েট দিন। গোসল করার ব্যবস্থা করবেন। কামড়ানোর জন্য তাকে কিছু দিবেন। অবশ্যই ৩/৪ মাস পরপর ভেট ডক্টর দেখান।
পারলে ACV ব্যবহারে আগে পারলে acimec 1% দিয়ে স্প্রে করে দিন পাখির গায়ে পরিমান ২মিলি ১ লি পানিতে ১ দিন পর ১ দিন এভাবে ৩ দিন। (acv হচ্ছে ৫মিলি ১ লি পানিতে)
Help me!! Ivermec ওষুধ পানিতে মিশিয়ে স্প্রে করে সব জাগায় দিয়েছি তবুও পাখি গা চুলকায় পরে পরিমানের থেকে বেশি দিছি তাও এমন।টানা দুই দিন দিলাম এর আগে এক সপ্তাহে ২ দিন। এখন কি করব..???
পাখি হয়তো মল্টিং করছে। পাখির খাঁচা পরিস্কার রাখুন, পুষ্টিকর খাবার দিন সেই গোসল করান এবং ভিটামিন ও ক্যালসিয়াম দিন ১ লিঃ পানিতে ২ ml calcium & 1ml vitamin দিন। নিমপাতা সেদ্ধ পানি এবং পানিতে acv দিয়ে গোসল করান আলাদা আলাদা দিন। পাখি স্বাভাবিক ভাবেও তাদের শরীর চুলকায়।
@@BirdStoryChannelপ্রতিদিন খাচা পরিষ্কার করি তাও। আর ভিটামিন ক্যালসিয়াম এক সাথে মিশিয়ে দিব???? আর আমার একটি পাখি পায়ে ফোরার মত হয়েছে আর একটি পায়ের হাঁটুতে চাপ খাওয়ার মত হয়ে আছে আমি এখন এই না দেখে কিনেছিলাম এখন ফোরা আর হাটু ফোলা চাপ লাগার মত এই পা উচু করে রাখে এই সমস্যা কি করে ঠিক করবো? আর ২টি এক সাথে দিব??
আপনি calcium, vitamin এর সাথে 1 ml zinc মিশিয়ে ৭ দিবেন। চুলকানি বেশি মনে হলে এসিমেক ১% ৩ মিলি ১ লিঃ পানিতে মিশিয়ে সপ্তাহে ৩ দিন ১ মাস স্প্রে করে দিবেন খাবার ও পানি সরিয়ে।
এসিমেক টা ব্যবহার করার ক্ষেএে, আমার ২ জোড়া পাখির হাড়িতে ডিম আছে,আর যে পাখিটা শরির চুলকায় ঐ পাখিটা সবার নিচের খাচায় আছে, এসিমেক স্পে করলে কি অন্য পাখিদের ডিমের কোন সমস্যা হতে পারে?
help me bro আমার বাজিগর পাখির পালক চুলকাইয়া উঠিয়ে ফেলতেছে,আমি Ectonil-Vat powder দিয়ে স্প্রে করছি কিন্তু তারপর একই অবস্থা কি করবো একটু বলবেন?প্রচুর পালক তুলে ফেলতেছে
Amar cocatail ar palok pore jacche ki korbo
স্বাভাবিক হলে জিংক দিন। আর মাইটস এর কারনে হলে Acimec 1% দিয়ে গোছল করানোর ব্যবস্থা করে দিন।
What is SEV ?what u said?
It’s ACV -- Apple Cider Vinegar
🧡🧡🧡
Assalamualaikum bhaiya. Bhaiya Amar akta yellow collar Lovebirds er mathar posom kome jacche eta ki koronio
ওয়ালাইকুম আসসালাম, জিংক দিন। মাইটস্ সমস্যা কিনা, লক্ষ্য করুন, হলে Acimac1% দিতে হবে। ভিডিও আছে দেখে নিতে পারেন।
আমার পাখির মাত্র ১ মাস হইছে। কিন্তু ওর পালক পুরোপুরি গজানোর আগেই ঝরে পড়ে যাচ্ছে। লেজের পালক পুরো খসে গেছে। শরীর চুলকাইলেই পালক ঝরে যায়। আর ধরলে বেশিরভাগ সময় চিৎকার দিয়ে ওঠে। মনে হয় যেন সারা শরীরে ব্যাথা। এখন কী করণীয়?
পাখির পালক ঝড়ে পড়লে শরির ব্যাথা থাকে।
পাখিকে ক্যালসিয়াম ও ভিটামিন বি কমপ্লেক্স দিন।
মাঝে মাঝে acv দিন পানিতে এতে পাখি গোছল করবে।
@@BirdStoryChannel ধন্যবাদ
ভাই আমার পাখি টা ডিম পারছে কিন্তু পালক পরে জায় পতিদিন অনেক বেসি কি করনিও ভাই প্লিজ বলবেন
ক্যালসিয়াম ও জিংক আলাদা আলাদা করে ৭ দিবেন ১ মিলি ঔষধ ১ লিঃ পানিতে গুলিয়ে।
পাখির শরীরে মাইটস্ আছে কিনা চেক করুন, থাকলে Acemic 1% ব্যবহার করুন
Via vitamin and calcium r nam bolben please
পাখির দোকানে গিয়ে খোজ করুন পেয়ে যাবেন ইনশাআল্লাহ
ভাইয়া আমার পাখি ডিমে তা দিচ্ছে । পাখির পেটের দিকের সব পালক ঝরে গেছে এবং প্রায় সময় গা চুলকায় 😢 কি করতে পারি একটু বলবেন প্লিজ। আবার ডিম দেওয়ার পর থেকে তেমন খায় না অনেক শুকিয়ে গেছে 😢
পাখিতে গোছল করতে দিন এবং গোছলের পানিতে Acimec1% দিন, ১ লি পানিতে ২ মিলি। পাখিকে ক্যালসিয়াম, লিভার টনিক ও জিংক দিন পানি বা সফটফুডের সাথে।
pakhir ki kokhno allergy hoy?
Dust alarzi hoy?
Vai pakhi k ki kokhno fexo human syrup dwa jay? Vaia kindle apnr number ta dibn? Kichu kotha janar cilo
ভাই আমার একটা ময়না পাখি আমার পাখি ও ঠোট দিয়ে পশম তুলে ফেলেছে পুরো মাথা টাক হয়ে গেছে
পাখির ক্যালসিয়াম বা ভিটামিন বি এর সমস্যা হতে পারে । মল্টিং হতে পারে। মাইটস্ সমস্যা হতে পারে।
@@BirdStoryChannel এজন্য কি খাবার বা ঔষধ দিব?
মল্টিং এর মাধ্যমে জিংক, ক্যালসিয়াম ও ভিটামিন বি কমপ্লেক্স দিন। এবং মাইটস্ সমস্যার জন্য নিমপাতা সেদ্ধ পানি বা কাঁচা নিম পাতা খেতে দিন অথবা acimec 1% লিকুইড ১ লিঃ পানিতে ১ মিলি মিশিয়ে গোসলের জন্য দিন, গোসল না করলে স্প্রে করে দিতে পারেন তবে ঠান্ডা যেন না লাগে লক্ষ্য রাখুন, এজন্য রোদের দিন ব্যবহার করতে পারেন।
অন্যথায় ভেট ডক্টর দেখাতে পারেন।
@@BirdStoryChannel ধন্যবাদ ভাই
@sumaiyamahzabinmou5232 you welcome
nim patar pani diye gosol koranor pore pakhi nijer sorir jokhon khota khoti korbe tokhon sei teto pani pakhir pete gele ki kono problem hobena?ans please?
সমস্যা নেই বরং ভালো হয়।
টিয়াপাখির গায়ে কি ঔষধ দেবো যদি একটু বলেন তাহলে খুব ভালো হয় ঔষধি নাম কি বলেন ভাই শুধু চুলকায় পাখিটা
Acemic 1% ব্যবহার করতে পারেন। ব্যবহার বিধি জেনে নিবেন।
ACB ki bhaiya?
ACV -- Apple cinder vinegar
ভাই আমার পাখি গুলো শরীল চুলকায় কিন্তু এতো চুলকায় না মানে কমই চুলকায় কিন্তু ভাই অনেক পসম পড়ে কিন্তু মাইটস পোকা দেখা যাচ্ছে না কিন্তু চুলকায় আর পসম পড়ে বক্সে বড় বেবি তাই বের ও করছিনা আর ভাই খাবার খাওয়া কেন জানি কমায় দিছে?😊
acimec 1% ২ মিলি ঔষধ ১ লিঃ পানিতে মিশিয়ে গোসল করান, ১৪ দিন পর সেম ভাবে। ঔষধ ব্যবহারের পর ২ দিন livertonic দিবেন ১ লি পানিতে ১ মিলি ঔষধ।
Medicine golo koi pabo ?
পাখির দোকানে
Bhaiya Amr Ekta umbrella cockatoo bird ache . O or feather bhenge feltese . Mane fly korar feather gula . Ki korbo ektu help korle bhalo hoto .
পাখি মল্টিং করলে এমন টা করে। আবার পাখার গোড়ায় মাইটস্ হলেও এমন করে। কখনও কখনও স্ট্রেসে পড়লে এমন করে।
সম্ভব হলে পাখিটিকে উড়াড় জায়গা দিন, ফল, শাক সবজি ও ব্যালেন্স ডায়েট দিন। গোসল করার ব্যবস্থা করবেন। কামড়ানোর জন্য তাকে কিছু দিবেন। অবশ্যই ৩/৪ মাস পরপর ভেট ডক্টর দেখান।
ভাইয়া আমার একটি ময়না পাখি আছে সব সময় শরীর চুলকায় কি করবো ভাইয়া আমাকে জানাবেন
নিয়মিত গোছল দিন এবং পানিতে নিমপাতা সেদ্ধ বা acv দিন।
ভাই আমার পাখি হাড়িতে ডিমের চারপাশে তার পাখনা গুলা ছিড়ে রাখছে।এটার সলিউশনটা কি.
কি পাখি
ভাই আমার পাখিটা অন্য পাখির তুলনায় অনেক বেশি গা চুলকাই, আর শরীর টা অনেক বেশি ঝাকি দেই
Acimec 1% দিয়ে গোসল করান।
১ লিঃ পানিতে ১ মিলি ঔষধ মিশিয়ে নিন। ১দিন।
ভাইয়া এসিভি কি খেতে দিতে হবে নাকি গোসল করাতে হবে?
এক্ষেত্রে গোসল।
আমার পাখিগুলো খুব গা মুখ পা চুলকায়, এক্ষেত্রে এসিভি দিয়ে কিভাবে গোসল করাব একটু বলে দিন ভাইয়া, কতটুকু পরিমান দিতে হবে।
পারলে ACV ব্যবহারে আগে পারলে acimec 1% দিয়ে স্প্রে করে দিন পাখির গায়ে পরিমান ২মিলি ১ লি পানিতে ১ দিন পর ১ দিন এভাবে ৩ দিন।
(acv হচ্ছে ৫মিলি ১ লি পানিতে)
এসিভি কতদিন পরপর গোসল করাতে হবে ভাইয়া?
মাসে দুই বার
Help me!!
Ivermec ওষুধ পানিতে মিশিয়ে স্প্রে করে সব জাগায় দিয়েছি তবুও পাখি গা চুলকায় পরে পরিমানের থেকে বেশি দিছি তাও এমন।টানা দুই দিন দিলাম এর আগে এক সপ্তাহে ২ দিন। এখন কি করব..???
পাখি হয়তো মল্টিং করছে। পাখির খাঁচা পরিস্কার রাখুন, পুষ্টিকর খাবার দিন সেই গোসল করান এবং ভিটামিন ও ক্যালসিয়াম দিন ১ লিঃ পানিতে ২ ml calcium & 1ml vitamin দিন।
নিমপাতা সেদ্ধ পানি এবং পানিতে acv দিয়ে গোসল করান আলাদা আলাদা দিন।
পাখি স্বাভাবিক ভাবেও তাদের শরীর চুলকায়।
@@BirdStoryChannelপ্রতিদিন খাচা পরিষ্কার করি তাও। আর ভিটামিন ক্যালসিয়াম এক সাথে মিশিয়ে দিব???? আর আমার একটি পাখি পায়ে ফোরার মত হয়েছে আর একটি পায়ের হাঁটুতে চাপ খাওয়ার মত হয়ে আছে আমি এখন এই না দেখে কিনেছিলাম এখন ফোরা আর হাটু ফোলা চাপ লাগার মত এই পা উচু করে রাখে এই সমস্যা কি করে ঠিক করবো? আর ২টি এক সাথে দিব??
আপনি calcium, vitamin এর সাথে 1 ml zinc মিশিয়ে ৭ দিবেন।
চুলকানি বেশি মনে হলে এসিমেক ১% ৩ মিলি ১ লিঃ পানিতে মিশিয়ে সপ্তাহে ৩ দিন ১ মাস স্প্রে করে দিবেন খাবার ও পানি সরিয়ে।
@@BirdStoryChannelThank you so much..কাল থেকে দিব
দাদা সাদা তিল পাখিকে দেয়া যাবে
এসিমেক টা ব্যবহার করার ক্ষেএে, আমার ২ জোড়া পাখির হাড়িতে ডিম আছে,আর যে পাখিটা শরির চুলকায় ঐ পাখিটা সবার নিচের খাচায় আছে, এসিমেক স্পে করলে কি অন্য পাখিদের ডিমের কোন সমস্যা হতে পারে?
না সমস্যা হবে না।
help me bro
আমার বাজিগর পাখির পালক চুলকাইয়া উঠিয়ে ফেলতেছে,আমি Ectonil-Vat powder দিয়ে স্প্রে করছি কিন্তু তারপর একই অবস্থা কি করবো একটু বলবেন?প্রচুর পালক তুলে ফেলতেছে
আপনি Acimec 1% (Ivermactin) ১লিঃ পানিতে ২মিলিঃ মিশিয়ে সপ্তাহে ২-৩দিন স্প্রে করে দিন। পরিষ্কার পরিছন্নতা বজায় রাখুন।
Vai ki vabe gosol korya bo
হালকা স্প্রে করে
আমার পাখির পালক ফেলে না কিন্তু চুলকায়
Acimec 1% ১ লিঃ পানিতে ২মিলি ঔষধ দিয়ে গোছল করতে দিন বা স্প্রে করে দিন সপ্তাহে ২ দিন।
Nice
তাহলে কি ভাই আমার পাখির শরীরে উকুন হয়েছে বুঝবো কিভাবে