Smartphone Buying Guide for 2024 | নতুন ফোন কেনার সময় ঠকে যাবেন না

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2024

Комментарии • 574

  • @MdFoysal-vy5kv
    @MdFoysal-vy5kv 11 месяцев назад +45

    দাদা আপনি যে উপদেশগুলো দিলেন বা কথাগুলো বললেন সেগুলো সত্যিই কাজের। কেউই এগুলো বলে না।আজকের ভিডিও দেখে ভালো ফোন কেনা আরো সহজ হয়ে গেলো। love from বাঙালি ❤❤

  • @mohammadshahidulislamshahid
    @mohammadshahidulislamshahid 11 месяцев назад +17

    আজকের টপিক খুব প্রয়োজনীয় হবে স্মার্ট ফোন কেনার ক্ষেত্রে। খুব সুন্দর ভাবে আপনি প্রতিটি দিক তুলে ধরেছেন। সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। যদিও আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরলে সবাই উপকৃত হতো। যেমন সাউন্ড ও কল কোয়ালিটি। ভবিষ্যতে আপনার সুন্দর উপস্থাপনায় আরও নিত্য নতুন বিষয় জানতে পারবো এই আশাকরি। নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। একজন ক্ষুদ্র বাঙালির পক্ষ থেকে ধন্যবাদ।

  • @sujansamaddar256
    @sujansamaddar256 11 месяцев назад +8

    মান্দাতা আমলের একটা ফোন চালাই সামর্থ না্ই নতুন কেনার তার পর ও mb ভরে দেখি নতুন কোন চমন নিয়ে কোন কোন ফোন বের হলো। সবার প্রথমেই আপনার চ্যানেল টা খুজে ভিডিও দেখি। বিশ্বাসের একটা যায়গা দাদা আপনি। love from bangle

  • @bedonerbelavumi3041
    @bedonerbelavumi3041 11 месяцев назад +15

    ভাই,আপনি যে বিষয় গুলো ফোনের ব্যাপারে বললেন। এগুলো আমাদের পক্ষে বুঝা সম্ভব না।কারণ,আপনারা যারা ফোন নিয়ে ঘাটাঘাটি করেন অর্থাৎ ইউটিবাররা আছেন,আপনাদের মতো আমরা ফোন নিয়ে আপনাদের মতো দেখা সম্ভব না।আমরা ফোন কিনে থাকি হয়তো বছরে একটা।কিংবা দুই বছর পর একটা।তাই আমাদের যদি ভালই চান আপনারা তাহলে সরাসরি বলে দিবেন,যে বেশি দামে এই ফোনটা নেওয়া ভালো হবে।মিড বাজেটে এই ফোনটা,লো বাজেটে এই ফোনটা নিলে আপনারা ঠোকবেন না।তার পর না হয় যার যার সাধ্য অনুযায়ী সেই ফোনটা কিনবে। আপনাদের কথা অনুযায়ী যদি কেউ ফোন টা কিনে, তারা অন্ততঃ ঠকার হাত থেকে বেঁচে গেলো। আপনাদের সবার জন্য শুভ কামনা রইলো।

  • @mosharrofbinhashmotullah9750
    @mosharrofbinhashmotullah9750 11 месяцев назад +7

    জ্বি জনাব আমরা আপনার কাছে এরকম ভিডিও সব সময় চাই, মানবতার পক্ষে মানুষের পক্ষে থাকবেন সব সময়। কোম্পানি মানুষকে ঠকায় মুখোশ উন্মোচন করতেই থাকবেন ধন্যবাদ

  • @Sakibul.Bashar779
    @Sakibul.Bashar779 11 месяцев назад +7

    আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কথা বলেছেন 🇧🇩🇧🇩🥹🥹🥹🍂🍂🍂🍂🍂

  • @ranjanhazra4041
    @ranjanhazra4041 10 месяцев назад +1

    আপনার video, phone র অ আ ক খ না জানা ব্যক্তিকে শিক্ষিত করে তোলার চেষ্টা করে..... এটা really praiseworthy 🙏🙏🙏🙏

  • @arifmahmud3977
    @arifmahmud3977 11 месяцев назад +6

    যদিও আগামী ২ বছরে ফোন কিনব কিনা ঠিক নাই। কিন্তু আপনার ভিডিও দেখা অন্য আলাপ।🎉🎉🎉

  • @DhruboModak
    @DhruboModak 11 месяцев назад +13

    পরবর্তী video টার বেশি অপেক্ষায় থাকলাম।
    আমি phone কিনবো না, কিন্তু দেখতে জানতে ভালো লাগে 💖

  • @ImranHossain-cj9qo
    @ImranHossain-cj9qo 11 месяцев назад +2

    দাদা এখন সবথেকে বড় সমস্যা হয়েছে একটা দামি ফোনে। সফটওয়্যার আপডেট দেওয়ার সাথে সাথে যে কোন একটা সমস্যা হয় ক্যামেরা চলে যায় তা না হলে টাচে কাজ করে না তা না হলে 😅চার্জিং সমস্যা চার্জ 50 পার্সেন্ট ওঠে তারপরে আর ওঠে না। গ্রীন লাইন ইস্যু এর থেকে পরিত্রান পাওয়ার কোন উপায় নাই

  • @subhomoyghosh789
    @subhomoyghosh789 11 месяцев назад +2

    আপনার ভিডিও খুব ভাললাগে। কথা বলার থেকেও কথা বলার ধরণই মূল কথা। কতটা ইনফরমেশন দিলেন সেটা বড় কথা অবশ্যই, তারচেয়ে বড় কথা কতটা কতটা নিশ্চিন্ত হয়ে। শ্রোতা তো বক্তার নিশ্চয়তা নিয়েই আরোহণ করে।

  • @adittoybhoumik-2562
    @adittoybhoumik-2562 11 месяцев назад +3

    একটা প্রশ্ন ছিল দাদা, স্মার্টফোনে বিশেষ করে আইফোন ২ টা লেন্স থাকলে বলা হয় যে সেটা ৩ লেন্স এর ম্যাক্স সিরিজের মতো ভালো Portrait Photo তুলতে পারেনা। তাহলে প্রশ্ন হচ্ছে DSLR Camera তে একটা লেন্স দিয়েও এতো সুন্দর Portrait Photo তুলে কিভাবে?

  • @sabirulislampappu3785
    @sabirulislampappu3785 10 месяцев назад +4

    আগামী ভিডিওর জন্য অপেক্ষায় রইলাম ❤❤
    ধন্যবাদ ❤❤

  • @kabirchy7504
    @kabirchy7504 11 месяцев назад +2

    প্রথম কমেন্ট-
    একটা বিষয়ের উপরে কনটেন্ট বানাবেন, অথবা প্রশ্নত্তর পর্ব করবেন অথবা, কমেন্টের ডিটেল রিপ্লে দিবেন, আশা করি।
    ভবিষ্যৎ এ এমন কোন সিস্টেম বের হবে? যেখানে এন্ড্রয়েড ও উইন্ডোজ একসাথে যেটা ইচ্ছে সেটা ব্যবহার করা যাবে? বিশেষ করে কোন টেবলেটের মতো ডিভাইস বা ফোন। বর্তমানে পিসিতে এপের মাধ্যেমে করা যায়। বাট এটা থার্ড পার্টি ওয়ে ডিরেক্ট করা যাবে এমন কোন সম্ভাবনা আছে কি?

  • @parvej.69
    @parvej.69 11 месяцев назад +2

    দাদা আপনি যখন ভিডিও বানান তার ১ বছর আগে থেকে টেকনোলজি নিয়ে গবেষণা করতাম, এখন আপনার লেভেলেই জ্ঞান হয়েছে, আপনার যখন ৩ হাজার সাবস্ক্রাইবার তখন থেকেই রেগুলার দেখছি?

  • @shahjalalsabuz8610
    @shahjalalsabuz8610 11 месяцев назад +1

    খুবই সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ধন্যবাদ দাদা বাংলাদেশ থেকে

  • @ledaludado8660
    @ledaludado8660 11 месяцев назад +1

    Dadar kothagulo khub valo lage, ekebare sadharon manusher moner kotha.

  • @BellaHazra
    @BellaHazra 11 месяцев назад +2

    দাদা,আমি ওলা/উবার চালাই, তাই ট্রিপ রিকোয়েস্টগুলো দ্রুত প্রসেস হয়ে একসেপ্ট করাটা জরুরী।
    40000 থেকে 50000 রুপিতে কোন ফোনটা বেস্ট হবে। । প্লিজ উত্তর দেবেন।

  • @robinkhan6896
    @robinkhan6896 10 месяцев назад

    ভাইয়া, বেশকিছু খুটিনাটি বিষয় জানলাম। এই বছর আমার বাংলাদেশি টাকায় ২৫০০০৳ এর মধ্যে ফোন কেনার ইচ্ছা আছে সেটা অফিসিয়াল/ আনঅফিসিয়াল যাই হোক। আপনার তথ্যগুলো খুব কাজে লাগবে। এই বাজেটে xiaomi/ vivoর মধ্যে কোন ফোনটি কেনা বেস্ট হবে?

  • @engr.zakirul
    @engr.zakirul 11 месяцев назад +2

    Dada, 10-15k er moddhe ekta phone suggest korun. Slim, Display r battery priority diye. Love u daada from BD.

  • @saswatab79
    @saswatab79 5 месяцев назад +1

    Khub bhalo kichu tips dilen apnar bolar style sotti khub sundor. Video te kichu jorurir bishoy baad theke gelo.
    Phoner call quality ba network reception kemon? Bhulle hobena amra sobai phone call r jonno byabohar kori.
    Phoner sound quality kemon? Phoner speaker quality kemon? Wired and wireless headphones diye sunle music quality kemon? Ei jinish gulo aajkal onek youtuber ra cover korena.

  • @MdAshad-dv3kk
    @MdAshad-dv3kk 11 месяцев назад +2

    Samsung Gallery f54 vs Samsung Gallery f62,, কোন টা ভালো হবে প্লিজ জানাবেন ভাইয়া ❤

  • @ktanvir2
    @ktanvir2 11 месяцев назад +2

    *ভিডিওর বিষয়টা দারুন! অনবদ্য ভালবাসা।💚💚*

  • @Mewhamja334
    @Mewhamja334 11 месяцев назад +2

    Emon informative video er jonnoi Dadah k eto bhalo lage❤

  • @toufiqmahmud1313
    @toufiqmahmud1313 11 месяцев назад +1

    Ami redmi note 7pro user ..bolte gelee ekta best phone use kori eai budget e...abr ekta phone kinbo vabche... ekta valo packed er wt korche

  • @kawshikriju1215
    @kawshikriju1215 11 месяцев назад +3

    Redmi note 13 pro plus & Iqoo z7 pro .. 2 tar e price kasa kasi Bangladesh e pray. ( around 35k)
    Konta nile valo hobe??
    Take love from Bangladesh ❤

  • @dsdidar9662
    @dsdidar9662 11 месяцев назад

    আসসালামু আলাইকুম ভাইয়া আমি ফাস্ট টাইম আপনার একটা ভিডিওতে কমেন্ট করতেছি আর আপনার ভিডিও গুলো খুব সুন্দর খুব সুন্দর করে আপনি বুঝাইতে পারেন আমার একটা সাজেশন দরকার ত্রিশ হাজার টাকা বাজেটের ভিতরে কোন ফোনটা আমি নিতে পারি যা প্রসেসর ও ক্যামেরা মোটামুটি ভালই হবে সুন্দর একটা পরামর্শ দিবেন আশা করি ❤❤

  • @mdmarufhossen5871
    @mdmarufhossen5871 11 месяцев назад +1

    অনেক গুরুত্বপূর্ণ ভিডিও😊

  • @subhomayroykarmokar1824
    @subhomayroykarmokar1824 11 месяцев назад

    Darun laglo,Onek kichu jante parlam.....Porer Video tar jonno wait kore thaklm....❤❤❤❤

  • @BijoyDas-gq7jx
    @BijoyDas-gq7jx 11 месяцев назад +3

    দাদা আমি india থেকে বলছি যে one+open আর OPPO find n3 দুটোই কি আলাদা ফোন নাকি one+open নতুন নামে OPPO find n3 নামে লঞ্চ হল love from bangala

  • @usersujon69
    @usersujon69 11 месяцев назад +1

    cpu throttling app এর কাজ কি?
    এই অ্যাপসটা কিভাবে ব্যবহার করে?
    এই অ্যাপসটা দিয়ে ফোনের কি কি সুবিধা ও অসুবিধা বোঝা যাই?
    একটু প্র্যাকটিক্যাল এর মাধ্যমে দেখানো যাবে?

  • @leonsheikh-
    @leonsheikh- 11 месяцев назад +2

    দাদা google pixel জাপানি ভেরিয়েন্ট US ভেরিয়েন্ট এর ভিতর পার্থক্য কি আশা করি উত্তরটা দিবেন❤ আমি মালয়েশিয়া থেকে আপনার ভিডিওটি দেখতেছি
    যদি আপনি উত্তরটা দেন তাহলে আমি খুব উপকৃত হইতাম কারণ আমি একটা মোবাইল কিনব গুগল পিক্সেল এইখানে দুই রকমের মোবাইল পাওয়া যায় us ভেরিয়েন্ট জাপানি ভেরিয়েন্ট

  • @mahbubulalamapu7924
    @mahbubulalamapu7924 11 месяцев назад

    আমি আপনার Realme 2 pro ফোনের রিভিউ দেখেছি, এখনও আপনার ভিডিও নিয়মিত দেখছি, আমি এক্সপার্ট মোটামুটি। বর্তমান সময়ে Samsung galaxy F22 use করছি, অসংখ্য ধন্যবাদ দাদা এমন একটি ভিডিও আমাদের উপহার দেওয়ার জন্য।

  • @nityanandadebnath3034
    @nityanandadebnath3034 8 месяцев назад +1

    নমষ্কার দাদা, আমি বাংলাদেশ থেকে বলছি দাদা আমি ইন্ডিয়া থেকে একটি ফোন নিতে চাই ইন্ডিয়ান ৩০ থেকে ৪০ হাজার টাকার মধ্যে। যদি ২-৩ টা ফোন সাজেস্ট করতেন খুবই উপকার হতো। ভালো থাকবেন সবসময়।।

  • @ms.shahin7378
    @ms.shahin7378 11 месяцев назад +1

    এরকম ভিডিও মাঝে মধ্যে একদিন দিলে অনেক ভালো হয় Love from bangali❤❤

  • @Panu-y4y
    @Panu-y4y 10 месяцев назад +1

    আমি samsung a34 (unofficial ) কিনতে চাই ভিডিও বলে ভালো আসে এখন এই ফোনটা নেওয়া কি ভালো হবে যদি দয়া জানাবেন

  • @anshumanbose8912
    @anshumanbose8912 11 месяцев назад +1

    ধন্যবাদ, ❤
    অপেক্ষায় রইলাম ❤

  • @monimonirkk520nicesong9
    @monimonirkk520nicesong9 11 месяцев назад +1

    দাদা ২০২৪ সালে গিয়ে স্যামস্যং a34. আর iq z 7 pro কোনটা ভালো হবে ডে টু ইউজ

  • @Vc.u
    @Vc.u 11 месяцев назад +3

    07:06 to 07:11 time porjonto example ta darun chilo 😂

  • @Piyas.K-391
    @Piyas.K-391 11 месяцев назад +1

    Dada Samsung er S series er por, kon series valo hobe, A, F& M konta Better hobe, ektu janaben dada please 🥺

  • @mdtarikul3141
    @mdtarikul3141 11 месяцев назад +2

    দাদা,
    Huawei এর UI কতো নাম্বারে থাকবে??
    Honer এর UI কতো নাম্বারে থাকবে??
    জানাবেন.....❤❤❤❤❤

  • @smhafijurrahman8345
    @smhafijurrahman8345 11 месяцев назад +2

    এমন ইনফরমেটিভ ভিডিও চাই।❤❤
    লাভ ফ্রম বাঙালি।💝🥰

  • @ALAMINHOSSAIN0805
    @ALAMINHOSSAIN0805 11 месяцев назад +1

    দাদা এই নিয়ে দ্বিতীয় বার কমেন্ট করলাম কোন উত্তর পাইনি। দেখতে অনেক সুন্দর বলে নুবিয়ার একটি মোবাইল ফোন কিনতে চেয়েছিলাম যা বাংলাদেশী টাকায় ৩৫ হাজার থেকে ৫৫ হাজার টাকার মধ্যে আইপি রেটিং সহ দুর্ধর্ষ ক্যামেরা ও পারফরম্যান্স ভাল হতে হবে।এই বাজেটে যদি অন্য কোন কোম্পানির ভালো ডিভাইস পাওয়া যায় তবে সেটাও বলতে পারেন।কোন মোবাইল ফোনটি কিনব যদি এ নিয়ে একটি ভিডিও বানাতেন তবে খুশি হতাম। প্লিজ আশা করি উত্তরটি দেবেন সেই সাথে একটি ভিডিও বানাবেন, লাভ ফ্রম হবিগঞ্জ,সিলেট,বাংলাদেশ।

  • @hbasifhbasif1937
    @hbasifhbasif1937 11 месяцев назад +8

    আজকে আরও অনেক কিছু জানতে পারলাম 😊❤😊 ভালোবাসা অবিরাম দাদা ❤❤❤

  • @mdshahinalam6961
    @mdshahinalam6961 11 месяцев назад +2

    Dada.. Honor 9xb / Honor 90 pro konta Bhalo hobe? Honor companyr phone valo hobe na onno companyr phon kena valo hobe asa kori janaben plz❤❤ 1:11

  • @Porom1Bakti2-ln7yg
    @Porom1Bakti2-ln7yg 11 месяцев назад +1

    ধন্যবাদ আপনাকে। নতুন নতুন তথ্য উন্মোচিত করার জন্য।
    বাংলাদেশ থেকে ভালোবাসা অবিরাম 😂

  • @gopalroy8521
    @gopalroy8521 11 месяцев назад +2

    ধন্যবাদ দাদা 🙏পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় রইলাম

  • @normal-yt99
    @normal-yt99 11 месяцев назад +1

    Dada amer OnePlus 10r 150 w .4500mh better. back up 6h + dai valo ??

  • @neyamulislam549
    @neyamulislam549 11 месяцев назад +2

    ভিডিও দেখে মনে হইলো একটা লাইভ ক্লাস। ❤❤❤❤❤❤❤❤❤

  • @gautamdey4351
    @gautamdey4351 8 месяцев назад

    আমি normal user। gaming requirements নেই। Within Rs15000. durability, safety, security wise কোন smartphone ভাল জানাবেন।

  • @illegaldream
    @illegaldream 11 месяцев назад

    Apnar video onek dekhi but kokhono comment kora hoyna. Dada informative video. Love from Bangladesh. Waiting for the next video 😊😊

  • @morsalinsakura1193
    @morsalinsakura1193 11 месяцев назад +1

    দাদা,xaimeo 14 prro নিয়ে একটা ভিডীও বানান ❤❤❤❤❤❤

  • @sksanjay0.137
    @sksanjay0.137 11 месяцев назад +2

    25 ke iqoo z7 Pro 5G নেওয়া ভালো হবে নাকি নানিও ভালো হবে দাদা❤ প্লিজ পরের ভিডিওতে বলে দিবেন❤❤❤❤❤❤❤❤

  • @NAIMIslam-en6vz
    @NAIMIslam-en6vz 11 месяцев назад +5

    ভাইয়া ৩০ হাজার থেকে ৪০ হাজার টাকার মথ্যে কোন মোবাইল টি নিলে ভালো হবে আপনার মতামত দিয়ে একটা ভিডিও চাই ☺️

    • @IqbalHusain-oy9tr
      @IqbalHusain-oy9tr 8 месяцев назад

      জী আমি চাই এই ভিডিও টা

  • @sumanghorai3699
    @sumanghorai3699 11 месяцев назад +1

    অভ্র দা 25000 -- 20000 মধ্যে ভালো ফোন কি আছে? একটু বলবেন প্লিজ দাদা।

  • @arifmikat3992
    @arifmikat3992 11 месяцев назад +1

    Dada ami chittagong bangladesh theke bolchi .Recently ami iphone 15 max kinechi , but shobai boltese heavy gaming korle naki battery health onk kome jai taratari, shekhetre ki heavy gaming korbo na?

  • @mohshinuzzamanhelal7849
    @mohshinuzzamanhelal7849 11 месяцев назад

    অনেক অনেক ধন্যবাদ। সৌদি আরব থেকে...

  • @Siam_Khondoker
    @Siam_Khondoker 10 месяцев назад

    দাদা আপনার ভিডিও সেই ২০২০ সাল থেকে দেখছি এবং আগামীতেও ইনশা আল্লাহ দেখবো।বলতেই হয়,দিন যতো যাচ্ছে ভিডিও কোয়ালিটি এবং কন্টেন্ট গুলো আরো সুন্দর হচ্ছে।এখন তো অনেক অনেক সাবস্ক্রাইবারও হয়ে গেছে।দোয়া করি আরো এগিয়ে যান।সবারই কম বেশি কমেন্টর উত্তর দেন ভালোই লাগে।তাই আমিও একটু করলাম আরকি😌😌।প্রশ্নটা হচ্ছে Samsung A55 কি মার্কেটে আসবে।যদি আসে কবে আসবে এবং কেমন ফিচার নিয়ে আসবে জানলে একটু বলেবেন। আপনার প্রতি বাংলাদেশে থেকে দোয়া ও ভালোবাসা রইলো।
    🥰🥰🇧🇩🇧🇩🥰🥰

  • @JoyantoSarda
    @JoyantoSarda 11 месяцев назад +2

    বাংলাদেশ থেকে আপনার জন্য ভালোবাসা
    10000 টাকার নিচে কোন ফোন ভালো
    .আমি কি Moto g32 মোবাইল কিনব?
    আমার জন্য কোন ফোন ভালো হবে দয়া করে বলুন

  • @baborvlogs
    @baborvlogs 11 месяцев назад

    দাদা আপনি কেমন আছেন। আমি একটা বিষয় জানতে চাচ্ছি যে আমি ডুবাতে থাকি। একটি ফোন নিতে চাচ্ছি samg a54 অথবা nothing 1 এর মধ্যে কোন টা ভালো হবে।

  • @FahimAhmed-pc8ro
    @FahimAhmed-pc8ro 10 месяцев назад +1

    Iqoo z7 Pro vs A54/A34 which one is better? Why? I want to buy but all are same price 32-34k range, I'm confused. A34 notch display, A54 boring processor, z7 software... I've no idea vaia.. Any other options please tell me 😀

  • @nakshipolly5666
    @nakshipolly5666 10 месяцев назад

    মিডিয়াম বাজেটে ভিডিও+ পারফর্মেন্স ভাল, এমন একটা মোবাইলের নাম বলুন?
    বর্তমানে আমি Sumsung s20fe ব্যবহার করি। আপনার পরামর্শে Sumsung s20fe কিনেছিলাম মোবাইলটির ভিডিও + পারফর্মেন্স সত্যিই অসাধারণ। বাংলাদেশ ঝিনাইদহ থেকে ধন্যবাদ দাদাকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য।❤

  • @AKASH.244
    @AKASH.244 11 месяцев назад +3

    আসলে,দাদা নিজের পছন্দ মতো ফোন মার্কেটে পাওয়া যায় না অন্তত ৩০-৪০ k বাজেটে।
    তাই কিছু না কিছু মন না মানলেও মেনে নিতে হয়।

  • @human_rights_activist
    @human_rights_activist 11 месяцев назад +3

    দাদা ল্যাপটপ এর প্রসেসর নিয়ে ভিডিও চাই

  • @mdsamiullah7838
    @mdsamiullah7838 11 месяцев назад +1

    Taratari deben ami akta pH Nebo kintu very confuse ki pH Nebo list a acha OnePlus 12, vivo x100, iphone 15

  • @Rahaman_Official
    @Rahaman_Official 10 месяцев назад +1

    দাদা আমি আপনার পুরোনো দর্শক এবং ফ্যান
    আর আমি আগে আপনার ভিডিও দেখতাম আবার এখন দেখছি আমার প্রশ্ন হল
    আমি Redmi note 9 pro মোবাইল ব্যবহার করছি কার কেমন লাগে জানিনা তবে এই মোবাইলটা আমার খুবই ভালো লাগে যেমন ক্যামেরা ব্যাটারি
    তবে মোবাইল চেঞ্জ করতে হবে আমি ইনস্টাগ্রামে শর্ট ভিডিও পোস্ট করি RUclips এ ভিডিও পোস্ট করি এখন আমি 20000 টাকার মধ্যে কোন মোবাইল নিলে ভালো হবে যেমন ক্যামেরা ব্যাটারি এবং বিভিন্ন জিনিস
    Moto g54 অথবা কোনটা নেবো বলবেন প্লিজ দাদা
    Love From Murshidabad

  • @mrinalmondal5464
    @mrinalmondal5464 Месяц назад

    Moto edge 50 fusion,,,, 4k vdo dekha ba 4k vdo recording. Kono somossa hobe????

  • @AshrafZonebd
    @AshrafZonebd 11 месяцев назад +1

    Thanks bro.. Love form Bangladesh ❤️

  • @abdulnurshakil1673
    @abdulnurshakil1673 11 месяцев назад +1

    ZTE Nobia ফোন গুলা কেমন ক্যামেরা কি আসলেই ভালো?

  • @SohelMondal-kr7fi
    @SohelMondal-kr7fi 2 месяца назад

    দাদা vivo t3 & Samsung galaxy m35 5g মধ্যে কোনটা ভালো হবে ???

  • @rasmikareact00
    @rasmikareact00 11 месяцев назад +1

    Dada iqoo z7 Pro lava Agni 2 realmi 11 pro moto edge 40 neo konta nebo love from bangla

  • @vishon30
    @vishon30 11 месяцев назад +1

    efs1
    128 gb
    Software
    Os
    Display
    Ppi
    Hdr
    Camera
    Bettary
    Fast charging
    Aluminum frame
    Glass protection

  • @RatonHasan-n6w
    @RatonHasan-n6w 11 месяцев назад +2

    এখন কি redmi note 13 pro plus ফোন কিনা ঠিক হবে? লাভ ফ্রোম বাংলাদেশ

  • @SazzadurRahmanAyan
    @SazzadurRahmanAyan 11 месяцев назад +3

    waiting for next video. Lots of love from Bangladesh. ❤

  • @rahatrahman8780
    @rahatrahman8780 11 месяцев назад

    আগামী তে কি meizu 21 নিয়ে কিছু বলবেন ?
    🇧🇩 থেকে লিখছি

  • @zahidhasan5677
    @zahidhasan5677 11 месяцев назад +2

    দাদা Honor X9b ফোনের রিভিউ চাই
    Love from Bangladesh

  • @bdispkhulna
    @bdispkhulna 11 месяцев назад +1

    amr dakha best tech informative video dada

  • @YtrewqYuio
    @YtrewqYuio 9 месяцев назад

    আমি একটি মোবাইল কিনতে চাই
    এখন আপনার কথা ভালোলগার কারণে আপনার থেকে Advice নিতে ইচ্ছে করছে ।
    যদি আপনি আমাকে বলে দিতেন তাহলে উপকৃত হতাম যে কি ফোন কিনলে ভালো হবে ।
    আমার বাজেট পয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ।
    প্লিজ দয়া করে বলবেন কিন্তু ।
    আমি আপনার রিপ্লাইয়ের অপেক্ষায় থাকব ।

  • @rahatulislam6432
    @rahatulislam6432 11 месяцев назад

    আমার প্রিয় একটি চ্যানেল! ❤

  • @pritueditzcreation6941
    @pritueditzcreation6941 11 месяцев назад

    দাদা এই টাইম e কি IQOO Z7 S নেওয়া ঠিক হবে?......HALDIA থেকে

  • @FoodMade980
    @FoodMade980 11 месяцев назад +2

    Vai Dynamic Amoled ki sudhu Samsung phone er e ache?onno kuno companyr phone er ei Dynamic Amoled screen nei.❤valobasa Bangladesh teke.

  • @msrobin5408
    @msrobin5408 11 месяцев назад

    দাদা vivo y17s 6/128 অফিশিয়াল নাকি redmi note 12 4g 6/64 আনঅফিশিয়াল কোনটা ভালো হবে জানাবেন প্লিজ বাংলাদেশ থেকে বলছি

  • @soumitrabar9691
    @soumitrabar9691 11 месяцев назад +1

    Dada Mediatek vs Snapdragon which is best processor

  • @yeasinarafathyeasinarafath2059
    @yeasinarafathyeasinarafath2059 11 месяцев назад +1

    দাদা ৪০০০০হাজার বাজেটএ বাংলাদেশ। কোন ফোন গুলো সেরা এবং কি? পুরাতন নেওয়া ঠিক হবে এই বাজেটএ না কি নতুন ফোন এ বেস্ট হবে এমন একটা বিডিও নিয়ে আসার অনুরোধ রইলো।

  • @smmisbah6811
    @smmisbah6811 11 месяцев назад

    দাদা ১২প্রো মাক্স কোন কালারটা বেস্ট হবে একটু জানাবে।

  • @mintusorkar8752
    @mintusorkar8752 11 месяцев назад +2

    Thanks for good advice❤❤❤

  • @shakibislam2004
    @shakibislam2004 10 месяцев назад +1

    dada ami Bangladesh take bolteci ami 12 pro max used korteci akn ami cacci ai phn ta bikkri kore used s23 ultra nite cacci , akn amar kotha hoccea 12 pro max ta bad diya s23 ultra neoa ta ki tik hbe ,. Plz help me plz plz

  • @shopnorajbangladesh9708
    @shopnorajbangladesh9708 11 месяцев назад +2

    আইকো ১২ অসাধারণ ফোন সবাই কিনুন অনেক দিন ভাল চলবে

  • @mmasudrana5662
    @mmasudrana5662 8 месяцев назад

    ভাইয়া আলহামদুলিল্লাহ আপনাদের ভিডিও থেকে অনেক,প্রয়োজনীয় তথ্য পেয়ে থাকি যা আমাদের খুবই কাজে আসে,যা বলে শেষ হবে না •ভাইয়া আমি একটি মোবাইল কিনবো ইনশাআল্লাহ ৩০ হাজার 💸 মধ্যে কিন্তু সমস্যা হচ্ছে আমি কাজের প্রয়োজনে অফিসের বাহিরে থাকতে হয়, বেশ রোদ ও গরমের মাঝে
    তাই আপনার পরামর্শ চাচ্ছি কেমন ফোন কিনবো মুচকি হাসি 😊 আমার প্রথম পছন্দ স্যামসাং গ্যালাক্সি ,দয়া করে পরামর্শ দেবেন ইনশাআল্লাহ আপনার জন্য অফুরন্ত 🤲💖

  • @MdRahat-rw3be
    @MdRahat-rw3be 11 месяцев назад

    ২৪ সালের শেষের দিকে s23 place নেওয়া টাকি ঠিক হবে আমার কাছে এর সব কিছু ঠিক মনে হয়েছে কিন্তু একটা জিনিস ছারা display regulation 1080 HD Plus এতে যদি 1440 থাকতে মানে 2 k

  • @pb_pritam
    @pb_pritam 11 месяцев назад +2

    LAVA Storm 5G ফোনের আনবক্সিং & ফাস্ট রিভিউ ভিডিও কি আসবে না???

  • @SABBiR7x-s8m
    @SABBiR7x-s8m Месяц назад

    দাদা আমি Samsung Galaxy f55 ফোন নিতে চাচ্ছি কেমন হবে জানাবেন প্লিজ,

  • @shahinhassan515
    @shahinhassan515 11 месяцев назад +1

    Dada Redmi note 13 pro plus phone ti niye akta review dbn ASHA kori.
    Love from Bangladesh ❤❤❤

  • @anubhabkar7283
    @anubhabkar7283 10 месяцев назад +1

    দাদা আপনার ভিডিও দেখতে খুপ ভালো লাগে।❤❤

  • @sujandhar9670
    @sujandhar9670 11 месяцев назад +1

    dada 15k rupi er modhe konta nile valo hobe

  • @abdfazer5571
    @abdfazer5571 11 месяцев назад

    Magic os kemon perform kore? kemon experience paoa jabe?

  • @riju_Bara
    @riju_Bara 11 месяцев назад +1

    দাদা আমি vivo y200 নেবো কেমেরা 64আরালাইট পসেশার sd 4Gen 1 ঠের দিন ব্যেটরি হবে কি 😊 rs 21,999

  • @saifulpiyada2783
    @saifulpiyada2783 7 месяцев назад

    MD Saiful West Bengal
    Dada galaxy A55. Ki sotty valo hoby

  • @avisheksaha8734
    @avisheksaha8734 11 месяцев назад +5

    অভ্র দা, IMEI নাম্বার দিয়ে কিভাবে বুঝতে পারবো যে ফোন টা কবে তৈরি, প্রথম open করা, used নাকি Unused ইত্যাদি? এটা নিয়ে একটা short video বানান অথবা প্রশ্নোত্তর পর্বে দেখিয়ে দিয়েন।
    কিছুদিন আগে তো Android 4(Kitkat) বন্ধ হয়ে গেল। এবার তো Android 5(lollipop) এর পালা। এটা বন্ধ হলে কি হবে? আমার এই ফোনটার Android version 5.1 . Device Huawei Y3(2017).

    • @AtoZCART
      @AtoZCART 11 месяцев назад

      আমি তো 2017 তে ph যেটা কিনেছিলাম সেটা android 8 আছে.. আপনি ওল্ড ph কিনেছেন সেটা তো কিছু করার নেই... 5g নিয়ে নাও আর আনলিমিটেড ইউজ করো... দেখবে কেমন ভালো লাগে

    • @avisheksaha8734
      @avisheksaha8734 11 месяцев назад

      @@AtoZCART আমি Old নেই নাই। বরং এটার দামই ছিল ৬৫০০ টাকা । এজন্য update পাই নাই। যা পাওয়ারও কথা না। তাই এ অবস্থা। Huawei lover❤️

  • @asifmia692
    @asifmia692 11 месяцев назад

    Samsung Galaxy f62 তে কি ধরনের স্টোরেস দেওয়া আছে