আমি একটি কোম্পানিতে executive procurement হিসাবে আছি ৪/৫ মাস ধরে। আমি জব চুইচ করব এক্সপেরিয়েন্স নিয়ে নাকি স্টে করব। কোন ডিসিশন টা আমার জন্য ভাল হবে? আর চুইচ করলে সেলারি রেঞ্জ ক্যামন হবে?
জব পাল্টালে অব্যশই ভালো স্যালরি পাবেন। কিন্তু procurement এর জবগুলোয় experience, negotiation skill and connection যত ভালো করতে পারবেন, তত বেশী ভালো range এর স্যালারি আশা করতে পারেন। আমি বলব, যদি বর্তমান জবে শেখার অপরচুনিটি বেশী থাকে তাহলে আগে ভালো করে এই স্কিলগুলো আয়ত্ত করে নেন। আর খুব ঘন ঘনও চাকরি পরিবর্তন করা উচিত নয়, যদি না ওয়ার্ক এনভায়রনমেন্ট একেবারে বাজে হয়।
টেক্সটাইলে প্রকিউরমেন্ট অনেক গুরুত্বপূর্ণ। তাই আমি মনে করি প্রতিযোগী মার্কেটে টিকে থাকতে হলে আপনাকে নেগোসিয়েশন করে ক্রয় করতে পারলেই প্রফিট ম্যাক্সিমাইজ করতে পারবেন।
এইটা নির্ভর করে জব পজিশনের উপর। যেমন, জবটা কি এন্ট্রি লেভেল, নাকি স্পেশালিষ্ট। একজন স্পেশালিষ্ট হিসেবে বাংলাদেশ প্রকিউরমেন্টে স্যালারি ৬০k-70k হতে পারে, আবার আপনি যদি একেবারে অভিজ্ঞ লোক হোন সেটা আরো অনেক বেশী হতে পারে। আর এন্ট্রি লেভেল আসলে কোম্পানি সাইজ আর রেপুটেশন এর উপরও নির্ভর করে।
চমৎকার আলোচনা ।ধন্যবাদ আপনাকে
ধন্যবাদ
চমৎকার এনালাইসিস৷ ❤️
ধন্যবাদ
Thank you for your valuable discussion.
You are welcome
Thank you very much for details explained👍
ধন্যবাদ
আঞ্চলিক সেলস অফিসে, সেলস অফিসার ভালো হবে নাকি হেড অফিসের আন্ডারব সাব অফিসে প্রকিওরম্যান্ট অফিসার ভালো হবে?
স্যরি পুরো প্রশ্ন বুঝতে পারিনি। আপনি কি জানতে চাচ্ছেন, সেলস অফিসারের বিষয়ে, নাকি প্রকিউরমেন্ট অফিসারের বিষয়ে।
আমি একটি কোম্পানিতে executive procurement হিসাবে আছি ৪/৫ মাস ধরে।
আমি জব চুইচ করব এক্সপেরিয়েন্স নিয়ে নাকি স্টে করব।
কোন ডিসিশন টা আমার জন্য ভাল হবে?
আর চুইচ করলে সেলারি রেঞ্জ ক্যামন হবে?
জব পাল্টালে অব্যশই ভালো স্যালরি পাবেন। কিন্তু procurement এর জবগুলোয় experience, negotiation skill and connection যত ভালো করতে পারবেন, তত বেশী ভালো range এর স্যালারি আশা করতে পারেন। আমি বলব, যদি বর্তমান জবে শেখার অপরচুনিটি বেশী থাকে তাহলে আগে ভালো করে এই স্কিলগুলো আয়ত্ত করে নেন। আর খুব ঘন ঘনও চাকরি পরিবর্তন করা উচিত নয়, যদি না ওয়ার্ক এনভায়রনমেন্ট একেবারে বাজে হয়।
taxtile e ai Department e future kmn
টেক্সটাইলে প্রকিউরমেন্ট অনেক গুরুত্বপূর্ণ। তাই আমি মনে করি প্রতিযোগী মার্কেটে টিকে থাকতে হলে আপনাকে নেগোসিয়েশন করে ক্রয় করতে পারলেই প্রফিট ম্যাক্সিমাইজ করতে পারবেন।
এই প্রকিউরমেন্ট এ জব করলে স্যালারি কেমন হয়ে থাকে, এসিআই তে দেখলাম নিয়োগ দিছে
এইটা নির্ভর করে জব পজিশনের উপর। যেমন, জবটা কি এন্ট্রি লেভেল, নাকি স্পেশালিষ্ট। একজন স্পেশালিষ্ট হিসেবে বাংলাদেশ প্রকিউরমেন্টে স্যালারি ৬০k-70k হতে পারে, আবার আপনি যদি একেবারে অভিজ্ঞ লোক হোন সেটা আরো অনেক বেশী হতে পারে। আর এন্ট্রি লেভেল আসলে কোম্পানি সাইজ আর রেপুটেশন এর উপরও নির্ভর করে।