অনেকেরই প্রশ্ন থাকে স্মার্ট ফোন দিয়ে ফ্রিল্যান্সিং করা যাবে কিনা ? উত্তর হল : যাবে আবার যাবে না । বুঝিয়ে বলছি । মোবাইল দিয়ে যা যা করা যাবে: ১. ফাইভার এপস দিয়ে ফাইভার একাউন্ট ম্যানেজম্যান্ট ২. বায়ারের সাথে ফাইভারে চ্যাটিং ৩. কাজ পাওয়া ৪. জমা দেয়া ৫. পেমেন্ট ট্রান্সফার করা ৬. কাজ শিখা অর্থাৎ মোবইল দিয়ে আপনি আমাদের ভিডিও টিউটোরিয়ালগুলো দেখতে পারবেন । ৭. আমাদের জুম লাইভ ক্লাসে সংযুক্ত হতে পারবেন । ক্লাস করতে পারবেন যা করা যাবে না : ১. প্রফেশনাল কাজগুলো মোবাইল দিয়ে করাটা খুবই অসুবিধাজনক । যে কোজ আপনি কম্পিউটার দিয়ে ১ঘন্টায় করে ফেলতে পারবেন সেই কাজ মোবাইল দিয়ে করতে আপনার কমপক্ষে ৫ ঘন্টা সময় লাগবে । তাহলে সমাধান কি : এখন শুধুমাত্র মোবাইল দিয়ে আমাদের ভিডিও ক্লাসগুলো দেখুন, কাজ শিখতে থাকুন । কিছু কাজ শিখার পর যখন আপনার কনফিডেন্স আসবে যে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন তখন একটি পুরাতন ল্যাপটপ বা ডেক্সটপ কিনে ফেলুন । মাত্র ১০ হাজার টাকার ভিতরে আপনি পুরাতন ল্যাপটপ পাবেন । যেটা দিয়ে আপনি খুব ভালভাবে ফ্রিল্যান্সিং এর কাজগুলো করতে পারবেন । ফেসবুক, বিক্রয়ডটকম বা সরাসরি পুরাতন ল্যাপটপের দোকানে খোঁজ করুন । অথবা মাত্র ৫ হাজার টাকায় পুরাতন ডেক্সটপ কম্পিউটার পাবেন । খুব মনযোগ দিয়ে কাজ করতে থাকুন । ইনশাল্লাহ মাত্র ২ মাসের ইনকাম দিয়ে আপনি ঝকঝকে ব্রান্ড নিউ ল্যাপটপ কিনতে পারবেন । শুভকামনা এবং দোয়া আপনার জন্য । বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। আমাদের প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন এ ওয়েবসাইট এর লিংক দেওয়া আছে।
Thx sir
স্যার আমি কাজ শিখতে চাই
Thanks
ভাই পুরোপুরি ভিডিও নাদিয়া ফালতু মি কইরা মানুষকে প্যাকেজ ওকে দেন না বুঝছেন
video যদি দেন তাহলে সব দিবেন। মাধ্যে শেষ করলে কোন videos দেওয়ার দরকার নাই
আরে গান্জা খোর এটাতো পার্ট ২
অনেক পরব আছে দেখে নিন খারাপ মন্তব্য করবেন না
Thanks
Mobile hobe
অনেকেরই প্রশ্ন থাকে স্মার্ট ফোন দিয়ে ফ্রিল্যান্সিং করা যাবে কিনা ?
উত্তর হল : যাবে আবার যাবে না । বুঝিয়ে বলছি ।
মোবাইল দিয়ে যা যা করা যাবে:
১. ফাইভার এপস দিয়ে ফাইভার একাউন্ট ম্যানেজম্যান্ট
২. বায়ারের সাথে ফাইভারে চ্যাটিং
৩. কাজ পাওয়া
৪. জমা দেয়া
৫. পেমেন্ট ট্রান্সফার করা
৬. কাজ শিখা অর্থাৎ মোবইল দিয়ে আপনি আমাদের ভিডিও টিউটোরিয়ালগুলো দেখতে পারবেন ।
৭. আমাদের জুম লাইভ ক্লাসে সংযুক্ত হতে পারবেন । ক্লাস করতে পারবেন
যা করা যাবে না :
১. প্রফেশনাল কাজগুলো মোবাইল দিয়ে করাটা খুবই অসুবিধাজনক । যে কোজ আপনি কম্পিউটার দিয়ে ১ঘন্টায় করে ফেলতে পারবেন সেই কাজ মোবাইল দিয়ে করতে আপনার কমপক্ষে ৫ ঘন্টা সময় লাগবে ।
তাহলে সমাধান কি :
এখন শুধুমাত্র মোবাইল দিয়ে আমাদের ভিডিও ক্লাসগুলো দেখুন, কাজ শিখতে থাকুন ।
কিছু কাজ শিখার পর যখন আপনার কনফিডেন্স আসবে যে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন তখন একটি পুরাতন ল্যাপটপ বা ডেক্সটপ কিনে ফেলুন ।
মাত্র ১০ হাজার টাকার ভিতরে আপনি পুরাতন ল্যাপটপ পাবেন । যেটা দিয়ে আপনি খুব ভালভাবে ফ্রিল্যান্সিং এর কাজগুলো করতে পারবেন । ফেসবুক, বিক্রয়ডটকম বা সরাসরি পুরাতন ল্যাপটপের দোকানে খোঁজ করুন ।
অথবা মাত্র ৫ হাজার টাকায় পুরাতন ডেক্সটপ কম্পিউটার পাবেন ।
খুব মনযোগ দিয়ে কাজ করতে থাকুন । ইনশাল্লাহ মাত্র ২ মাসের ইনকাম দিয়ে আপনি ঝকঝকে ব্রান্ড নিউ ল্যাপটপ কিনতে পারবেন ।
শুভকামনা এবং দোয়া আপনার জন্য ।
বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।
আমাদের প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন এ ওয়েবসাইট এর লিংক দেওয়া আছে।
@@JamalSir স্যার আমি আপনার video প্রায় ৮ মাস ধরে দেখছি কিন্তু আমার laptop কেনার মতো taka হচ্ছে না যদি একটু সাহায্য করেন mobile দিয়ে কাজ করা জন্য।
@@JamalSir my best favourite man যে মানুষের জন্য সাহায্য করে তাকে সাহায্য করার লোক অভাব থাকবে না
@@Income120 apni mobile dea korte thakun aktu kosto hobe but lege thakun in sha Allah hobe