বাংলাদেশের রাষ্ট্রপতি হতে হলে কী কী যোগ্যতা থাকা দরকার? | BBC Bangla
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- #BBCBangla
বাংলাদেশে চলতি বছরের এপ্রিলে শেষ হতে যাচ্ছে বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদের মেয়াদকাল। দেশের সংবিধান অনুযায়ী, কেউই দুই বারের বেশি রাষ্ট্রপতি হতে পারেন না। রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার আগে ৯০ থেকে ৬০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করতে হয়। নতুন রাষ্ট্রপতি শিগগিরই নির্বাচিত হতে যাচ্ছেন। কিন্তু রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য কী কী যোগ্যতা থাকতে হয়? চলুন দেখা যাক।
*******************************************
বিবিসি নিউজ বাংলার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম।
এখানে আপনি দেখতে পাবেন দেশ ও দেশের বাইরের সমসাময়িক গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে বস্তুনিষ্ঠ ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন, বিবিসি নিউজ বাংলার টিভি অনুষ্ঠান প্রবাহ, ক্লিক এবং বাংলাদেশ ট্রেন্ডিং-এর সকল পর্ব।
নিয়মিত ভিডিও আপডেট পেতে এবং অনুষ্ঠান দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না!
আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:
ওয়েবসাইট: www.bbc.co.uk/...
ফেসবুক: / bbcbengaliservice
টুইটার: / bbcbangla
#BBCBangla #BBCBanglaNews #বিবিসি #বিবিসিবাংলা #BBCNews
*******************************************
বিচি থাকা যাবে না-এটাই একমাত্র যোগ্যতা।
ঠিক
😁🤣
হাহাহা লাভ ইট।
🤣🤣🤣🤣
কি বলেন ভাই😐
তাহলে কি রাষ্ট্রপতি আব্দুল হামিদ এর বিচি ছিল না😑😑😑
এমন গৃহপালিত রাষ্ট্রপতির প্রয়োজন নেই। যারা দেশ নয় শুধু দলের হয়ে কাজ করে 🙏
Right ❤
R8
❤️❤️
@@saifabdullahprince a q tip
আমাদের দেশের রাষ্ট্রপতি মানেই পুতুল। এরচেয়ে পদটা খালি থাকা ভালো, এতে করে কিছু টাকা বেঁচে যাবে।
কিছু না
অনেক টাকা বাঁচবে
right
Right
Ekmot
আমার দেখার মতো একজন প্রিয় মানুষ দেখছি সেরাদের সেরা রাষ্ট্রপতি ছিলেন শাহবুদ্দিন আহমেদ ছিলেন উনি ছিলেন যোগ্যা রাষ্ট্রপতি
রাষ্টপতি ২ বার ঠিক প্রধানমন্ত্রী ও ২ বারের নিয়ম করা উচিৎ ছিল। এটা এই দেশের জন্য খুবই ভালো হতো।
হবে না বলে লাভ নাই।
@ImSomrat কেমন
এমন টা হলে দেশ টা আসলেই সোনার বাংলাদেশ হতে খুব বেশিদিন সময় লাগতো না।
রাইট
মামলা থেকে মুক্তি দেওয়া ছারা বাংলা দেশের রাষ্ট্রপ্রতি র খমতা। তেমন চখে পরে না।
এটি একটি অপদার্থের পদ
যে হলো প্রধানমন্ত্রীর কুলুর বলদ
১০০% সঠিক কথা বলেছেন হত্যাআওয়ামী লীগ করবে তাকে মাফ দেওয়া ক্ষমা করা
আপনাকে জানতে হবে বাংলাদেশের সংবিধান রাষ্ট্রপতি কেন্দ্রিক নয়। প্রধানমন্ত্রীর হাতেই ক্ষমতা থাকে।
তাও আবার দলীয় লোক ছাড়া দিতে পারে না
Temon kicu'e lage na...BBC mone hoi jane na,janle ai rokom program korto na.
Just 'joy bangla,joy bongubondu' ata bole league korle e howa jai.
Likha pora akto motamoti thakle r thakai k
যাক প্রতি দিনই নতুন নতুন জিনিস শিখতাছি।
আজও শিখলাম বাংলাদেশের একজন রাষ্ট্রপতি আছে।
খুব ভালো
এইসব
ভুয়া
ভিত্তিহীন
গুগব।
গুজবে কান দিবেন না।
বাংলাদেশে কোন রাস্ট্রপতি নেই
@@hurayragang4270 ha ha ha
প্রধানমন্ত্রী ও যেন দুবারের বেশি ক্ষমতায় না থাকতে পারে এটা আইন করা হোক।
আবাল 🥴🥴🥴
@@mohammedsaif2.0 ছাগল
চরম লেভেলের আবাল🤣
@@mohammedsaif2.0 আমি মনে করি তোমরা চরম লেভেলের আবাল,
আমি কিসের ভিত্তিতে কথাটা বলেছি,রাগে ক্ষোভে নাকি আবেগে সেটা না ভেবেই তোমরা,আবাল বলেছো,তাই তোমরাই আবাল।আর কখনো কোনকিছুই কোন বেক্তিকে বা তার সম্পর্কে, না জেনে তাকে মন্দ বলা খারাপ বলা বাজে মন্তব্য করা,
এটা হলো বড় মুর্খতার পরিচয়।তাই তোমরা আবাল না শুধু মুর্খ ও বটে,ওকে
@@bdnewsportal3605 আমি মনে করি তোমরা চরম লেভেলের আবাল,
আমি কিসের ভিত্তিতে কথাটা বলেছি,রাগে ক্ষোভে নাকি আবেগে সেটা না ভেবেই তোমরা,আবাল বলেছো,তাই তোমরাই আবাল।আর কখনো কোনকিছুই কোন বেক্তিকে বা তার সম্পর্কে, না জেনে তাকে মন্দ বলা খারাপ বলা বাজে মন্তব্য করা,
এটা হলো বড় মুর্খতার পরিচয়।তাই তোমরা আবাল না শুধু মুর্খ ও বটে,ওকে
ঘন ঘন বিদেশ ভ্রমন চিকিৎসা ও দেশের কষ্টার্জিত ডলার ধ্বংস করাই আসল যোগ্যতা
Right
দিদি ঠিক বলেছেন
রাষ্ট্রপ্রতি এমন একজন হবেন, যার অস্তিত্ব সবাই দেখতে পাবে কিন্তু ক্ষমতা কেউ দেখতে পারবে না,ওনি এমন একজন হবেন যিনি কর্তার ইচ্ছায় কর্ম করিবেন।
😀😀😀
সহমত
শরীর আছে প্রাণ নেই এমন যোগ্যতা থাকতেই হবে আর কোন কিছুর প্রয়োজন হবে না
😀😀😀
@@coffeebaristha4638
শুধুমাত্র একটি যোগ্যতা প্রয়োজন
সেটা হল দলীয় আনুগত্য
মামলা থেকে মুক্তি ও বিশ্ববিদ্যালের সম্বর্ধনা অনুষ্টান ছাড়া রাষ্ট্রপতি কাজ দেখিনা 😐💔
y ww3
মানুষের বানানো সংবিধান কখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারেনা।
শুধু মাত্র ধর্মীয় সংবিধানে পারে শান্তি প্রতিষ্ঠা করতে। 💙🇧🇩🇧🇩💙
আল কুরআন ছাড়া সংবিধান হলেই পথভ্রষ্ট
অনুগ্রহ করে পরিস্থিতি দুইটি নিয়ে একটু ভেবে দেখুন সত্যি কি ''শান্তি প্রতিষ্ঠা'' আর সংবিধানের প্রকৃতি একক সূত্রে বাঁধা থাকে কি না।
এক, বর্তমানে ইরানে ও আফগানিস্তানে ''ধর্মীয় সংবিধান'' চালু আছে (যেমনটা তারা নিজেরাই দাবি করছেন) এবং অদূরভবিষ্যতে হয়ত ইসরায়েলও তেমনটা চালু হবে, তবে সে দেশগুলিতে ''শান্তি প্রতিষ্ঠা'' কতখানি হয়েছে?
দুই, অন্যদিকে ভুটানে একটা ''রাজতান্ত্রিক সংবিধান'' চালু আছে তবু ভুটান পৃথিবীর সবচেয়ে শান্তি পূর্ণ (ও সুখী) দেশগুলির একটি বলে গণ্য হচ্ছে।
@@farhadfaisal9410 আপনার কথা সত্যি নয়,ইরান ও আফগানিস্তানে কোরআনের আইন ১০০% নয়। শাসকরা নিজেদের মত চাপিয়ে দিয়ে, সবাইকে বুজানো হচ্ছে কোরআনের শাসন প্রতিষ্ঠা করা হচ্ছে।
@@mr.shahin935 অনুগ্রহ করে আমার মন্তব্যটা একটু মনোযোগ দিয়ে পড়ুন!
তাহলে বুঝবেন যে তারা নিজেরাই দাবী করেন তাদের দেশে তারাই ''ধর্মীয় সংবিধান'' প্রতিষ্ঠা করেছেন। আর আপনার মতে তা যদি ১০০% না হয় তবে তাদের সাথে কোনটা ১০০% হয় তা নিয়ে আলোচনা করে হয়ত নিশ্চিত হতে পারেন!
@@farhadfaisal9410 রাজনৈতিক ইতিহাস দিকে তাকান, ক্ষমতা জন্য মমতা দিদি মুসলমানদের পক্ষে কথা বলে, বাংলাদেশে শেখ হাসিনা হিন্দুদের পক্ষে কথা বলে ক্ষমতা জন্য ধর্মের জন্য নয়। আপনি বুঝতে চেষ্টা করুন, নিজেরা দাবি করলেই কি সত্য হিসেবে তাদের কথা মেনে নিতে হবে।
মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ অনেক ভালো মানুষ এটা আমরা সাধারণ জনগণ সবাই জানি।।
কিন্তু ও বাংলাদেশের সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে তার তেমন কোন বক্তব্য আমরা শুনতে পাইনি এটাই আমাদের বড় আফসোস......
ওরা হচ্ছে জ্ঞান পাপী। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে
সরকার একদিকে মন্ত্রী নিয়ে এমন কথা আছে, আবার তাদের মধ্য ও বেশি কথা আছে, বলে ও দিয়ে বক্তব্য দেয়।
আর একদিকে অর্থ মন্তী, প্রধান বিচারপতি ও রাষ্ট্র পতি, দুদকরা করা ও কথা নেই। এমন তাদের মত যাদের করে,
তাদেরকে দেখায় বলবে কি জ্ঞান নাই।
এমন দোষ মনের ভাব দেখানো, এসব বিশ্বের কাফের, সয়তান বশের!
রাষ্ট্র প্রধানের কথা মতো যে চলতে পারবে, সে রাষ্ট্রপতি হতে পারবে এটাই বর্তমান অবস্থা।
রাষ্ট্রপতি হতে কোন যোগ্যতা লাগে না শুধু কবর জিয়ারত এবং খুনিদেরকে মাফ করতে জানতে হয়॥
খুনিদের কি করবে তাহা পুতুলকে আগে থেকে জানিয়ে দেয়া থাকে।
এই আইন প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও প্রযোজ্য করা উচিত
ধন্যবাদ মুন্নি আক্তার।
অনেক দিন পর আপনার প্রতিবেদন দেখলাম।
পরবর্তী প্রতিবেদন খুব শীঘ্রই নিয়ে আসবেন
শুধু রাষ্ট্রপতি নয়, কোন জালেম যেনো দুইবারের বেশি জুলুমের সুযোগ না পাই।
😃😀😄😄
সেরা কমেন্ট
রাষ্ট্রপতি হিসেবে সবচাইতে ভালো মানুষ সবচাইতে জনদরদি ছিলেন তিনি।
এটা কিন্তু সত্য।
মানুষটি ভাল বাট চাইলেও কিছু করতে পারছেন না!
শুধু জায়গা মতো তৈল মর্দন করতে পারলেই এবং পুতুলের মতো চাবি দেওয়ার পর ঘুরতে পারলেই বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়া যায়😁🤩
সঠিক।
এটা আর নতুন কি.....
সংবিধানের এটা আনা জরুরি যে যে কেউ সরকার দুই বছরের উপরে থাকতে পারবে না।
রাষ্ট্রপতি হতে হলে যোগ্যতা থাকতে যথা :-১। জৌকারী করে জনগণকে হাসাতে হবে,২। কোন কিছু দেখেও না দেখার ভান করতে হবে, ৩। নিজেকে নিজে নিজেই পুতুল সাজতে হবে। ৪। যোগতা কোন রকম ক্লাশ ওয়ান থেকে এল এল বি হলেই হবে। কারণ জনসমর্থন করলেই সবই সম্ভব ।
জনগনের ভোটে নির্বাচিত হয়ে আসাই এখন যোগ্যতার সবচেয়ে বড় মাপকাঠি হওয়া উচিত।
ভোটের অধিকার আছে? 😭😭😭
এক জন ই রাস্ট প্রতি ছিলেন পৃথিবিতে জার নাম এমন কেউ নাই যে জানেনা।
এবং তার সচ্ছতা সবার জানা তিনি হলেন।
মোহাম্মাদ সাল্লাললাহু আলাইহি ওয়াসছাল্লাম।
রাষ্ট্রপতি আবদুল হামিদ একজন সম্মানিত ব্যক্তি তবে উনি দেশের গনতান্ত্রিক কাজে খুব কম কাজ করে গেছেন
উনি চাইলে দেশে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা, আইনের সঠিক ব্যবহার ও জাতীয় নিরাপত্তার জন্য অনেক কিছু করতে পারতেন
এক কথায় কোনো মানুষ যখন রোবটে পরিণত হয় বয়সের শেষ প্রান্তে,ঠিক তখনই এমন রাজনৈতিক ব্যক্তি রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা অর্জন করেন...!!!
দেশের যে পরিস্হিতি 😢তাই এবার, রাস্ট্র পতি হিসাবে হিরো আলমকে চাই🎉
Owah...Nice...Osadharon..😁😁😁
দেশ অনুযায়ী হিরো আলম এ পারফেক্ট
ধন্যবাদ বিবিসি কে এমন সুন্দর অনেক তথ্য দেওয়ার জন্য।
শিক্ষনীয় ভিডিও। ধন্যবাদ বিবিসি বাংলাকে।
রাষ্ট্রপতি হতে যোগ্যতার তালিকায় শিক্ষাগত যোগ্যতার বিষয়টি থাকা এখন সময়ের দাবি
আশাকরি ভবিষ্যতে'র রাষ্ট্রপতি আরো শক্তিসালি এবং যোগ্য ব্যক্তি আসবে! ইনশাআল্লাহ
যে সবচেয়ে বেশি চাটতে পারবে জায়গা মত তার যোগ্যতা বেশি।😊
আজকের খবর পড়া খুব সুন্দর হয়েছে
একমাত্র যোগ্যতা লাগে অর্থমন্ত্রী আইনমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী শিক্ষামন্ত্রী হতেই
সংসদ সদস্য হতে গেলে কি কি যোগ্যতা লাগে
আইন বিষয়ে যার জ্ঞান আছে তাকে নিয়োগ দেওয়া উচিত।
শেখ হাসিনাকে যে সময় দিতে পারবে সেই রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা রাখে
এমন রাষ্ট্রপতির দরকার নাই যে পুতুল হয়ে থাকবে। সংবিধানে রাষ্ট্রপতির যথাযথ সম্মান এবং ক্ষমতা দিতে হবে।
নখদন্তহীন বাঘ। ক্ষমতার ভারসাম্য আনা দরকার।
দন্তহীন বাঘ হলেও তো হোত, ইহা তাহাও নয়। ইহা ফর শো A dall.
@@vatulmollah8390 সংবিধান তাকে সেটাই বানিয়ে রাখছে
ধন্যবাদ জানাই মুন্নী আপুর কাছে এ-ই ধরনে র তথ্য জানানোর জন্য।
আপানদের ভিডিও তে দয়া করে ইংলিশ সাব টাইটেল দিয়ে দিবেন । তাহলে ইংলিশ অনুশীলন অনেক সহজ হয়ে যায় ।
হে গোটা সৃষ্টি পরিবারের একমাত্র সার্বভৌমত্বের অধিকারী সর্বশক্তিমান আল্লাহ পাক রাব্বুল আলামিন, আপনার নিজ অনুগ্রহে গোটা সৃষ্টি পরিবারের প্রতিটি প্রাণের জন্য পরিপূর্ণরূপে সত্য, সুন্দর, ন্যায় ও শান্তির পৃথিবী প্রতিষ্ঠা করুন,দুনিয়া ও আখিরাতে চূড়ান্ত কল্যাণ দান করুন.....আসুন সবাই বলি..... (আমিন)
সংবিধানের মূল ক্রমিকগুলোকে 'ধারা' নয়, 'অনুচ্ছেদ' বলে। ধন্যবাদ!
Thank you BBC for this report
প্রধানমন্ত্রীকে প্রতিদিন তৈলমর্দন করাই রাষ্ট্রপতি হওয়ার একমাত্র যোগ্যতা।
100%🤪
এখানে শিক্ষাগত যোগ্যতা মূল্যহীন ,thanks
বাংলাদেশের মতো দেশে রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী হতে কোন যোগ্যতার প্রয়োজন হয়না চাইলে হিরো আলমও হতে পারে রাষ্ট্রপতি।
তুই পাগল
গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন
রাষ্ট্রপতি যতবার মন চায় ততবার হোক, কিন্তু প্রধানমন্ত্রী দুইবারের বেশি যাতে না হতে পারে সে জন্য আইন করা উচিত।
বাংলাদেশের রাষ্ট্রপতি একটা খেলনা ছাড়া আর কিছুই নয়।
বাংলাদেশে'র সকল কারাবন্দী আলেমদের অবিলম্বে মুক্তি দাবি জানায়! 👍
খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে জানলাম। বিস্তারিত তুলে ধরার জন্য ধন্যবাদ।
-শামীম উদ্দিন শ্যামল, কৃষ্ণপুর, বড়গাছিহাট, ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ।
অলিখিত: যোগ্যতা একটাই তৎকালীন সরকারের চাটুকার হতে হবে ।
এটা কেমন ভোট?
এর থেকে ভাল যে দল ক্ষমতায় আছে সে যাকে রাষ্ট্রপতি বানাইবে সেই রাষ্ট্রপতি হয়ে যাবে সংসদে ভোট নামক নাটক করার দরকার নাই।
অসাধারণ তথ্য
রাষ্ট্রপতি হওয়ার জন্য কি কোন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই??
এই জন্যই আমাদের দেশের এই অবস্থা।
ইঞ্জিনিয়ার হতে শিক্ষার প্রয়োজন হয়।
ডাক্তার হতে শিক্ষার প্রয়োজন হয়। সবক্ষেত্রেই শিক্ষার প্রয়োজন হয়।
কিন্তু একটি দেশ পরিচালনায় কেন দেশ পরিচালনা বিষয়ে শিক্ষার যোগ্যতা বিবেচনা করা হয় না???
Qualification required to be able to make joke at convocation Hall and make every one laugh 🤣🤣🤣😂😂😂
🤣🤣
Yeah, adult jokes about Indian actresses.
সংবাদ পাঠক কে দারুন লাগলো... অনেক ক্ষেত্রে মনোযোগ সংবাদ পাঠিকার আছেই ছিলো
এমন ক্ষমতাধর রাষ্ট্রপতি থাকার থেকে না থাকাই আমি ভালো মনে করি
আব্দুল হামিদ বাংলাদেশের অন্যতম ভালো মানুষ। আমার প্রিয় একজন ব্যক্তিত্ব
আব্দুল হামিদ বাংলাদেশের অন্যতম টাউট।
আপনি মনে হয় তার নারীপ্রীতির খবর রাখেন না?
@@samet1595 "নারী প্রীতি" না। বলেন "মাগি প্রীতি"।
আমিও একদিন রাষ্ট্রপ্রতি হব ইনশাআল্লাহ 🥰🥰🥰🥰
হিরো আলম আগামীতে হতে পারবেন ?
Bokasoda🤣
আমার দেখা সেরা অযোগ্য রাস্ট্রপতি
আপনাদের কাছে ভুল ইনফো আশা করা যায় না।২০১১ সালে ১৫ তম সংশোধনী,১২ তম নয়।অযোগ্য লোকজন যখন যোগ্যদের স্থান দখল করে......
তিনি এমন একজন্য রাষ্ট্রপতি যার কনো খমোতা নাই
আমাদের রাষ্টপতি মহোদয় অনেক ভালো মানুষ ছিল এরকম মানুষ পাওয়া যাবে না
আপনি যদি কোন অন্যায়ের প্রতিবাদ না করে শুধু সুবিধাটুকু নেন , তেল মারেন তাহলে দেখবেন আপনিও ভালো মানুষ হয়ে গেছেন!
ধন্যবাদ বি বি সি বাংলাকে
কুরআন ও নবীর আদশ ছাড়া কোন আদশবান নেতা হওয়া যায় না।
ধন্যবাদ বিবিসি বাংলা।
ধন্যবাদ মুন্নী আক্তার সুন্দর করে খবর উপস্হাপন করার জন্য।
রাষ্ট্রপতি সম্পর্কে অজানা তথ্য প্রদান করার জন্য।
সংসদ সদস্য হওয়ার পরে হিরো আলমের সকল যোগ্যতা আছে তা-ই চিন্তায় আছি।
আমার একজন প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তি
আবদুল হামিদ সাহেব
আল্লাহ উনাকে হায়াতে খিজিরি দান করুন
আমীন
স্বচ্ছ ও সাবলীল ভাবে -- সংবিধান অনুসারে রাষ্ট্রপতি হতে হলে কি যোগ্যতা থাকতে হবে এবং রাষ্ট্রপতির কি ক্ষমতা আছে তা -- জানানর জন্য ধন্যবাদ।
রাস্ট্রপতির না থাকাই ভালো। সংশোধনী নতুন আইন করছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এক কথাই। আমরা কোন দেশে আছি রে আল্লাহ। পৃথিবীর কোন দেশের সাথে বাংলাদেশের মিল পাওয়া যায় না।
যোগ্যতা বলে কিছু কি আদৌ আছে নাকি রাজনৈতিক দলের সবুজ সিগনাল ই যথেষ্ট ??
অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর খবর ওপাহার দেয়ার জন্য
এই রাষ্ট্র পতি জাতির জন্য কোন অবধান রাখতে পারেন নাই।
❤ ধন্যবাদ। বি বি সি কে।
বাংলাদেশের রাস্ট্রপতি হতে কোন যোগ্যতার দরকার নাই। তিনি হবেন প্রধানমন্ত্রীর একজন পুতুল।
ধন্যবাদ বিবিসি
দলীয় আর খুব ভাল কৌতুক জানতে হয়, প্রিয়াংকার প্রতি বিশেষ আকর্ষণ থাকতে হয়🤣
😆😆
আমার চোখে দেখা একজন ভালো মানুষ
দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এমন নিয়ম বাস্তবায়ন চাই।
গুরুত্বপূর্ণ তথ্য।
প্রথম যোগ্যতা নিজেকে একজন অথর্ব ব্যক্তি হিসাবে গণ্য করতে হবে।
😄😄
একদিন যোগ্যতার বলে রাষ্ট্রপতি হবো ইনশাআল্লাহ।🥰🥰🥰
Dream 🤗🤗
বাংলাদেশের "প্রধানমন্ত্রী শাসিত সরকারের" থেকেও "রাষ্ট্রপতি শাসিত সরকার" বেশি প্রয়োজন। যেসব দেশে এই বিষয়টি অ্যাডাপ্ট করেছে সে দেশে উন্নতির শিখরে পৌঁছে গিয়েছে।
স্যার আল্লাহু আপনাকে সুস্থো রাখুন
কোনো যোগ্যতা লাগে না, শুধু প্রধানমন্ত্রী র চামচামি করলেই হবে😍😍love you president
আপনার লুক আজ খুব সুন্দর হয়েছে ।
বাংলাদেশের প্রেক্ষাপটে যোগ্য রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ ❤️❤️❤️❤️
abal
🐐🐐🐐🐐🐐🐐🐐
বালের যোগ্য
একটা ভালো রাষ্ট্রপতি সারা জীবন রাষ্ট্রপতি হয়ে থাকতে পারে আমরা একজন ভালো রাষ্ট্রপতি হারিয়ে ফেলছি। 😔
সবার আগে তাকে অবশ্যই খুবই ভাল মানের তেলভাজ হতেই হবে
রাষ্ট্রপতি হতে চাই তাই এই ভিডিওটি দেখতে আসলাম,
তবে তথাকথিত আইন না মেনে মানব কল্যাণে কাজ করতে চাই।
Thanks BBC bangla news
আমি জানিনা কেনো রাষ্ট্রপতি হলেই তাকে আচার্যের সম্মান দেওয়া হয়৷ এরা কোন যগ্যতসয় এই পদবী হোল্ড করে আমার তা জনতে ইচ্ছে করে । দেশ দিন দিন ধর্মান্ধতার দিকে ধাবিত হচ্ছ আর এরা প্রশ্নাতীতভাবে এমন সম্মান নিয়ে ঘুরছে৷ মানুষের মননে, সমাজের বিবেগ পরিবর্তনে, দর্শনে ভূমিকা নাই এমন রাষ্ট্রপতিকে এই সম্মান থেকে বনচিত রাখা উচিত।
BBC bush house selected rightly my dear daughter munni as their member of staff I pray for glorious success in future career as media personality
Wow that's awesome ☺️
মুন্নি আপা আমি আপনার খবরের প্রেমে পড়ে গেছে আমি সবসময় আপনার খবর পড়া দেখি
রাষ্ট্রপতি যেই হোক সুযোগ্য হওয়া চায়
Inshallah
Right is always right.
Corrupted people must be punished inshallah
bbc banglai news should telecast again... or it's live news can be started on youtube. Because BBC news is our heart for long time since 1971. We have mist it.
মুন্নী আক্তারের উপস্থাপনা অনেক সুন্দর,,,,,,