গ্যাপে গ্যাপে ফল হারভেস্ট করা সম্ভব যে জাতের ড্রাগন। কৃষি ভাই।

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • দেশে উৎপাদিত ড্রাগন প্রায় একই সময় পেঁকে যাওয়ায় বাজারে বেশ চাপ পড়ে। ফলে ড্রাগনের বাজার দর কমে যায়। তাই কৃষকরা এখন বিভিন্ন জাতের ড্রাগন খুঁজছে যে জাত গুলো বর্তমানে চাষকৃত ড্রাগন বাজারে আসার কয়েক দিন পর যাতে সে ড্রাগন গুলো পাঁকে। তাহলে সব সময় বাজারে ড্রাগন থাকবে এবং চাষীরাও বাজার দর ভালো পাবে। দেশের অনেকে বিভিন্ন জাত নিয়ে কাজ করছেন। হয়তো খুব দ্রুতই জাতগুলো খুঁজে পাবে আমাদের ড্রাগন চাষীরা।

Комментарии • 2

  • @shyamasagriculture942
    @shyamasagriculture942 2 месяца назад +1

    ড্রাগনের সার ব্যবস্থা নিয়ে ভিডিও দেন

  • @monsterhunter5144
    @monsterhunter5144 2 месяца назад +1

    ভাই, ড্রাগন নিয়ে ভিডিও আর বানায়েন না। ১৫০ টাকা কেজিও সেল হয়না। আর এসব জাত আর সেসব জাত যে জাতই হোক সবই পাইকার দের কাছে ১০০ টাকার মাল। অন্য কিছু নিয়ে ভিডিও বানান দয়া করে। ড্রাগনের ফিউচার নাই।