আজ অঞ্জনদা আমাদের মধ্যে নেই। উনি আমার বন্ধু ছিলেন, উনার কাছে বাঙালি জাতির অনেক ঋণ। সবচেয়ে ভালো লাগে উনার শিল্পী নির্বাচন। বিশেষ করে শিশুশিল্পীদের খুঁজে বার করা। এই ছায়াছবিতে সব শিল্পীদের অভিনয় মন ছুঁয়ে গেছে। রঞ্জিত মল্লিক, তাপস পাল, সন্ধ্যা রায়,কালী ব্যানার্জী সত্যিই চিত্রজগতের অমুল্য সম্পদ। এইরকম ছবি আর হবে না। সৌমিত্র ব্যানার্জীর মতো খলনায়ক আর জন্মাবে না। অল্পবয়সেই অনিয়মিত জীবনধারণের জন্য পরপারে চলে গেলেন।
অনবদ্য, অসামান্য তাপস স্যার। তেমনই অসাধারণ রঞ্জিত মল্লিক স্যার। দুজনেরই কারোর সাথে কারোর তুলনা চলে না। দুজনেই নিজ নিজ চরিত্রে উজ্জ্বল, প্রাণবন্ত। আর সবার উপরে যাঁর কথা না বললেই নয়, তিঁনি হলেন আমাদের সকলের প্রিয় অঞ্জন চৌধুরী স্যার। বাংলা সিনেমার অলংকার। সমস্ত কালজয়ী বাংলা সিনেমার জনক।
আজ অঞ্জনদা আমাদের মধ্যে নেই। উনি আমার বন্ধু ছিলেন, উনার কাছে বাঙালি জাতির অনেক ঋণ। সবচেয়ে ভালো লাগে উনার শিল্পী নির্বাচন। বিশেষ করে শিশুশিল্পীদের খুঁজে বার করা। এই ছায়াছবিতে সব শিল্পীদের অভিনয় মন ছুঁয়ে গেছে। রঞ্জিত মল্লিক, তাপস পাল, সন্ধ্যা রায়,কালী ব্যানার্জী সত্যিই চিত্রজগতের অমুল্য সম্পদ। এইরকম ছবি আর হবে না। সৌমিত্র ব্যানার্জীর মতো খলনায়ক আর জন্মাবে না। অল্পবয়সেই অনিয়মিত জীবনধারণের জন্য পরপারে চলে গেলেন।
অনবদ্য, অসামান্য তাপস স্যার। তেমনই অসাধারণ রঞ্জিত মল্লিক স্যার। দুজনেরই কারোর সাথে কারোর তুলনা চলে না। দুজনেই নিজ নিজ চরিত্রে উজ্জ্বল, প্রাণবন্ত।
আর সবার উপরে যাঁর কথা না বললেই নয়, তিঁনি হলেন আমাদের সকলের প্রিয় অঞ্জন চৌধুরী স্যার। বাংলা সিনেমার অলংকার। সমস্ত কালজয়ী বাংলা সিনেমার জনক।
Awesome...fabulas..
❤❤❤🎉🎉🎉🎉
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Tapasda is best
Bangla cinema manuskea sikha dei
😢