সাইলেজ খাইয়ে খামারের খরচ অর্ধেক কমিয়েছি How can decreased cow firm coasting

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের নয়নশ্রী গ্রামের বন্ধু এগ্রোর মালিক সোহেল রানা বলেন, আগে গরুরে ঘাস খাওয়াতাম। জমি থেকে ঘাস কেটে আনতে আনতে আনতে আমাদের চার রাখালের সময় চলে যেত। আমরা নিজেরাও ঘাস কেটে দিতাম। কিন্তু কোন লাভ হতো না।লোকসানেরর উপর লোকসান হত।
    একপর্যায়ে আমরা খামার বন্ধ করার সিদ্ধান্ত নেই। সেই আলোকে প্রায় সবগুলো গরু বিক্রি করে দেই। এমন সময় জানতে পারি, সাইলেজ খাইয়ে গরুকে সহজেই মোটাতাজা ও রোগ ব্যাধি মুক্ত রাখা যায়।
    তখন থেকে জমিতে ভুট্টা চাষ করে নিজেই ভুট্টার সাইলেজ বানানো শুরু করি। প্রথম প্রথম না বুঝার কারণে আমার অনেক ঘাস নষ্ট হয়েছে। পরবর্তীতে আমি সুন্দর মত সাইলেন্স বানাতে শিখেছি।
    এরপর থেকে আমি সাইলেজ খাওয়ানো শুরু করি। এতে আমার গরুর অনেক পরিবর্তন দেখতে পাই। খরচ অনেক কমে যায়। আগে গরুকে প্রতিদিন ডাক্তার দেখানো হতো। সাইলেজ খাওয়ানোর পর থেকে আমার গরুর কোন চিকিৎসক লাগছেনা।

Комментарии • 5

  • @helloturjoy
    @helloturjoy 2 года назад

    একটা গরু দিনে কত কেজি সাইলেন্স খায়

  • @Md.Abu1997
    @Md.Abu1997 2 года назад

    সাইলেজ কত করে বিক্রি করেন, নাম্বার টা দিয়েন

  • @AsrafulKomol
    @AsrafulKomol 2 года назад

    এটা কি ঘাসের সাইলেজ না ভুট্টার সাইলেজ?

  • @alaminislamalaminislam9999
    @alaminislamalaminislam9999 7 месяцев назад

    আগে কথা বলতে শিখেন