রমজানের মাসের আগেই আমি ধুমপান করা ছেড়ে দিছি।। সবাই দোয়া করবেন।।৷ আর জারা এখনও ধুমপান করেন তাদের বলবো ধুমপান করা ছেড়ে দিন।। সাব্বির ভাইকে ধন্যবাদ এত সুন্দর করে বুঝানোর জন্য
@@tapaskantikar2531 ভাই চেষ্টা আর মন কে শক্ত করলে পারবেন আমি ৫-৬ বছর একটানা খাইতাম মাত্র একদিন এ ছেড়ে দিছি এই ভিডিও টা দেখে।। আল্লাহ আপনার উপর রহমত নাজিল করুন। আমিন
ভাই একদম ঠিক বলেছেন আমি অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছি শেষবার আর চেষ্টা করিনাই সোজা জায়নামাজ বিছিয়ে দুই রাকাত নফল নামাজে মধ্যে আল্লাহর সাহায্য চেয়েছি আর আল্লাহ আমাকে সাহায্য করেছে আলহামদুলিল্লাহ আমি এখন খুব ভালো আছি।।
একটা সময় এমন কোনো নেশাদ্রব্য নেই যে আমি করিনি,আল্লাহর রহমতে সব ছেড়ে শুধু সিগারেট টা ধরে ছিলাম, এই ভিডিও টা দেখার পরে থেকে সকল কমেন্ট কারিকে,কথা দিলাম আজ থেকে সিগারেট ও ফরমাট করে দিলাম সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমিন,,,,,,
অসংখ্য ধন্যবাদ। ধূমপান ছেড়ে দিলে যে আবারও আগের মতো সুস্থতা ফিরে পাওয়া যায়। এটা একটা শুভ সংবাদ। এটার জন্য আমার মতো অনেকে ধূমপান ছেড়ে দেওয়ার চেষ্টা করার আগ্রহ এবং মনোবল ফিরে পাবে।
আল্লাহর অশেষ রহমতে আজকে চার বছর হলো ধূমপান ছেড়ে দিয়েছি কিন্তু আমার নাকের গন্ধ আর মুখের স্বাদ ফিরে আসে না এখন পর্যন্তআল্লাহর উপর ভরসা রাখি ইনশাআল্লাহ একদিন সবকিছু ঠিক হয়ে যাবে সবাই আমার জন্য দোয়া করবেন
আমি ক্রিস্টালমেথে এডিক্টেড। আপনার দেয়া তথ্যানুযায়ী সিলিয়া গুলি সুন্দর মতো তার কাজ করে চলছে আর আমার অস্বস্তি বাড়িয়েই চলছে।এই মুহুর্ত থেকে ইংশা আল্লাহ সর্বপ্রকার ধুমপান ত্যাগ করলাম।আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমার জন্য কাজটা সহজ করে দিন।সবাই কাইন্ডলি দোয়া করবেন।
কফ জমার বিষয়টা অনেকটা ভালো লাগলো, আল্লাহু আকবার, চিন্তাভাবনা করে দেখেন আল্লাহ আমাদের কিভাবে সৃষ্টি করেন, বাহিরে কোন কিছু ফুসফুসে গেলে কফের সাথে সেগুলো বেড়িয়ে আসে, সুবহানাল্লাহ ❤️
প্রথম কথা হলো, আল্লাহর কাছে দোয়া করছি সাব্বির আহমেদ ভাইকে যেনো এই ভালো কাজের জন্য উত্তম প্রতিদান দেন। কেনোনা বুদ্ধিমান ব্যক্তিদের জন্য এটা একটা উত্তম ভিডিও ধুমপান ছাড়ার জন্য।
খুব ভাল ভিডিও বানিয়েছেন। অনেক মানুষের উপকারে লাগবে, অবশ্যই তারা যদি নিজের হিত চায়। আমি নিশ্চিত আপনার এই ভিডিও দেখার পর অনেকেই ধূমপান ছেড়ে দেবে , ও অর্থ , স্বাস্থ দুটোই বাঁচাবে। অনেক ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া আগে যখন জানতাম না এর ব্যাপারে তখন তো আমি সিগারেট খেয়ে যেতাম। প্রায় দুই সপ্তাহ হয়ে গিয়েছে আমার সিগারেট খাওয়ার নেশা টা ছেড়ে দিয়েছি ❤️
প্রতি কথার সাথে আমার আব্বু সাথে মিল পাওয়া যায়। ধন্যবাদ এরকম সচেতন মূলক ভিডিও দেওয়ার জন্য৷ আমি অবশ্যই এই ভিডিও শেয়ার করে দিছি আব্বু কাছে। এই ভিডিও দেখে হয়তো ধুমপান করা ছেড়ে দেয়😢।
আমি জীবনে কখনো আর ধূমপান করবো না ইনশাআল্লাহ। আমি তওবা করলাম। আর ফুসফুসের কার্যক্ষমতা বাড়ানোর জন্য কোনো মেডিসিন সাজেস্ট করবেন কি। সাব্বির ভাইয়ের এই জনগণের খেদমতটুকু আল্লাহ যেন কবুল করেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে 💞💞
আপনার এই বিডিও দেখার পরে আমি দীর্ঘ ১১ বছরের বদ অভ্যাসটা গত ২৮-৪-২৩ তারিখ হতে আজ ৩০-৫-২৩ তারিখ ১ মাস ১ দিন হলো ধুমপান পুরোপুরি ছেড়ে দিছি, আলহামদুলিল্লাহ। এতে করে আমার শরীরে আমি যে পরিবর্তন লক্ষ্য করছি তা আপনার বিডিওতে বলা প্রত্যকটি কথার সাথে আমি মিল খুঁজে পেয়েছি। সর্বপরি আপনার জন্য প্রাণ খুলে দোয়া করছি আল্লাহ পাক আপনাকে নেক হায়াত দান করুক এবং আমার দৃষ্টি খুলে দেবার জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি ভাই, অনেক অনেক ভালোবাসা নিবেন ভাই💚💚
আল্লাহ হায়াত বারিয়ে দেক এই কথাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ অনেক ভালো লেগেছে আমি 12 13 বছর ধরে ধূমপান তবে আপনার এগুলো শুনে ধূমপান থেকে বিরত থাকার চেষ্টা করব
আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে আল্লাহ আমাকে এই বাজে ধূমপান থেকে দূরে রেখেছেন আলহামদুলিল্লাহ! আমার অনেক বন্ধুবান্ধব ১৬/১৭ বয়স যখন তখন দেখতাম ওরা রেগুলার ধূমপান করতো এখনো করে। বন্ধু মহলের বাহিরেও অনেকের সাথেও মেলামেশা করেছি কিন্তু কখনো ধূমপান করিনি।
চার মাস হলো সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি,সিগারেট খাওয়ার জন্য আমি কুয়েত থেকে চলে গেছিলাম,এক লাখ বিশ হাজার টাকা বেতন পাইতাম,বুকের ভিতর অনেক খারাপ লাগতো এসির ভিতর থাকতে পারতাম না,এখন আবার সৌদি আরব আসছি,সবাই আমার জন্য দোয়া করবেন,আর যারা সিগারেট খান বাঁচতে চাইলে সিগারেট খাওয়া ছেড়ে দিন।
Before lecturing atfirst you should ask govt not to promote drugs, alcohol...bcz ample amount of revenue generate from drugs which going to govt account so don't give lecture in u tube
it's a helpful content.... Thanks bro.... I have been smoking at 10 years....but i have a no good suggest at the previous time.... At the present time i have a good suggestion from you..... Thanks bro... I will try abroad to smoke quickly...... It’s a possible as soon as.....
ধন্যবাদ আপনার গবেষণার জন্য। আপনার কাছে একটি রিকোয়েস্ট আছে তা হলো ভেইপিং নিয়ে তেমন কোনো গবেষণা নেই, বেশিরভাগই একে না জেনে খারাপ বলবে কিংবা অপরপক্ষ বলবে এরচে ভাল আর কিছুই নেই। বাস্তবিকভাবে এর ফলাফল কিংবা সিগারেট এর সাথে তুলনায় কি রকম জানতে পারলে অনেক বড় একটা কমিউনিটি খুব উপকৃত হবে। ধন্যবাদ আবারও
শুকরিয়া প্রিয় ভাই,, আমি একজন ওমান প্রবাসি বছর খানেক আগে হঠাৎ শ্বাস নিতে কষ্ট হতো ডাক্তারের কাছে গেলাম ডাক্তার বলল আমার নাকি এজমা বা হাপানি হইছে,, কিছু ঔষধ দিলো খেলাম একটু ভাল লাগলো,, এমন করে চলতে থাকে দু বছর ঔষধ খেলে ভাল লাগে। পাইলস জনিত কারনে ছুটিতে দেশে গেলাম পাইলসের অপারেশন করার জন্য কিছু টেস্ট দিলো ইসিজেতে দেখলো আমার হার্টে সমস্যা। হার্টের ডাক্তার দেখালাম আরেক টা টেস্ট দিলো,, রিপোর্ট এ দেখলো হার্টে ৪০% আরেক টা ১৯% ব্লক আছে,,ডাক্তার রিপোর্ট দেখে ঔষধ দিলো চলবে বলছে যত দিন বেচে থাকি,, এমন্ত অবস্থায় আমার ছুটি শেষ তাই আবার কর্মস্তানে চলে আসছি।কথা হল ভাত বা রুটি একটু বেশি খেলে বা আগের মত খেলে শ্বাস নিতে কষ্ট হয়,, যদি পরিমানের কম খাই তাহলে সুস্থ কোন খারাপ বা বুকে চাপ বা শ্বাস নিতে কষ্ট হয় না। আর ধুমপান ছেড়ে দিছি ডাক্তারের পরামর্শে মাঝে মাঝে সপ্তাহে দু একটা খাই,, আজ থেকে সেটাও বন্ধ করে দিলাম আপনার ভিডিও দেখে।
I stopped smoking from 27/4/22 , till date I have not touch the cigarette but I didn't see any improve especially smell is not improve as though I have been suffering from cold and running nose and evening that could be the causes, my prostrate operation has taken place at R.N Tagore hospital on that time I promised to give up this. It was a miracle for me not taking a cigarette from that day. Your knowledge and representation was an unique. Keep it up in this tune. God bless you, Kolkata.
ভাইয়া এত সুন্দর করে বুঝাইছেন খুব ভালো লাগলো।আমি ধুমপান ছারছি ৬ মাস হলো কিন্তু শ্বাস এর সমস্যাটা এখনো অনেক আছে।৩০ সেকেন্ড ও ভারী কাজ হাটা বা দৌড়ানো কোনটাই করতে পারিনা।এর জন্য কি কোন মেডিসিন নিতে হবে কি?আর মেডিসিন নিলে কোন মেডিসিন নিব প্লিজ একটু জানাবেন।
ভাইরে সারাজীবন জানলাম ধূমপান ফুসফুস সমস্যা হয়।কিন্তু আমার বাবা ১২/১৪ বছর থেকে নিয়মিত ধূমপান করে এখন তাঁর বয়স ৮০+ বছর! মিরাকল হল এখন অবধি আমার বাবা কোন সমস্যা ছাড়াই সুস্থ আছে।আশ্চর্য হল আমার বাবার শারীরিক অবস্থা আমার থেকেও ভালো যেমন ব্লাডপ্রেশার অন্যান্য সবকিছু আমার থেকেও ভালো।তবে আমি কখনও সিগারেট খায় নাই।এটা কি বলবেন! আমার বউ ডাক্তার সেও আশ্চর্য এটা দেখে।
Sir আপনার সবগুলো ভিডিও আমি দেখি আলহামদুলিল্লাহ আপনার কাজ থেকে অনেক কিছু জানা যায়। আমার একটা অনুরোধ আপনি যদি নিম পাতা নিয়ে একটা ভিডিও দিতেন খুব উপক্রিত হতাম কারণ, একদিন আমার সারা শরীরে প্রচন্ড চুলকানি উটলো পরে অনেকে বলে যে নিম পাতা কাচা অথবা শুকিয়ে গুরো করে প্রতিদিন সকাল বিকেল খেলে এই এ্যালার্জি থাকবে না। আমি তাই করি । কিন্তু আমি বেশ কিছুদিন আগে একটা ইউটিউব এ ভিডিও দেখি ভিডিও তে ইউটিউবার বলেছে যে বেশিদিন খেলে নাকি চোঁখের জ্যোতি নষ্ট হয়ে যায় কথাটা কতটুকু সথ্য । plz আপনি যদি একটু বিশ্লেষণ করে একটা ভিডিও যদি দিতেন খুব উপক্রিত হতাম ।
Dear Sabbir Ahmed, I am looking for a suitable place to test metal zinc dust. Do you have any information about where this testing is done in Bangladesh and if it is possible to contact them? I would greatly appreciate it if you could provide me with any information you have on this matter. Thank you
Thanks for your text, but unfortunately I am not aware of any such activities in BD. You may consider to contact any chemical safety organisations over there.
দারুন উপকারী ভিডিও। কিন্তু আমি অনেক বার চেষ্টা করেও ছাড়তে পারিনি। খুব বেশি হলে তিন দিন ধূমপান থেকে দূরে থেকেছি। চতুর্থ দিন আর নিজেকে আটকাতে পারিনি। দয়া করে একটা উপায় বলুন যাতে পুরোপুরি ধূমপান ছাড়তে পারি 🙏🙏🙏
আলহামদুলিল্লাহ আমি ৭ মাস হয়ে গেছে ধুম পান ছেড়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আর আপনার কথা শুনে খুব ভালো লাগছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ❤❤❤❤, আপনি যে প্রব্লেম এর কথা বলছেন, আমার তেমন টাই হয়েছে, এখন আমার গলার মধ্যে কি যেনো একটা বেধে আছে তবে মাঝে মদ্ধে পরিস্কার হয়ে যাজ্জছে, আমি ডক্টর দেখাইছি ডক্টর নাক কান গলা বিশেষজ্ঞ দেখিয়েছি, এখন আমি একটু আগের থেকে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, এখন আমি কনো ধুম পান এর গন্ধে সজ্জ করতে পারি না, আমি সবাই কে বলবো আপনারা সবাই ধুম পান ছেড়ে দিন, দেখবেন কতো টা ভালো লাগছে, সেই সাথে আমার বেগম কে ও ধন্যবাদ, প্রিয় মানুষ আমার পাশে আছে তাই আমি ধুম পান ছেড়ে দিয়েছি তার এক কথায় ধুম পান ছেড়ে দিয়েছি, ❤❤❤❤❤❤❤❤❤
হাতে সিগারেট নিয়ে ভিডিওটা দেখছিলাম! সিগারেট শেষ করতে পারলাম না! দোয়া করবেন সবাই যেন ছেড়ে দিতে পারি।❤🙏
আল্লাহ বলেন,
নিজেদের ধ্বংস ডেকে এনো না কিংবা তোমরা পরস্পরকে হত্যা করো না, নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু।
[Qur'an 4: 29]
Nicotex try koren
Apni akon kan?
❤
আপনার জন্য দুয়া করলে কোন কাজে আসবে না নিজে ভালো হন আগে
তাবলীগে যাওয়ার পর আলহামদুলিল্লাহ ধুমপান ছেড়েছি। আজকে প্রায় ১০ বৎসর হয়ে গেল। আল্লাহ অনেক ভালো রাখছেন
Vai Amyo
Alhamdulillah vai apner jonno dua roiro but ami akhono carte parlam na carar cesta kortachi but ami portachi na 😢
রমজানের মাসের আগেই আমি ধুমপান করা ছেড়ে দিছি।। সবাই দোয়া করবেন।।৷ আর জারা এখনও ধুমপান করেন তাদের বলবো ধুমপান করা ছেড়ে দিন।। সাব্বির ভাইকে ধন্যবাদ এত সুন্দর করে বুঝানোর জন্য
ভাইরে সিগারেট আমাকে ছাড়েনা 😂😂 ও আমাকে এতো ভালোবেসে পেলেছে😭😭😭
@@tapaskantikar2531 ভাই চেষ্টা আর মন কে শক্ত করলে পারবেন আমি ৫-৬ বছর একটানা খাইতাম মাত্র একদিন এ ছেড়ে দিছি এই ভিডিও টা দেখে।। আল্লাহ আপনার উপর রহমত নাজিল করুন। আমিন
আল্লাহ বলেন,
নিজেদের ধ্বংস ডেকে এনো না কিংবা তোমরা পরস্পরকে হত্যা করো না, নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু।"
[Qur'an 4: 29]
Vaia apni khubi Valo akta video dekhalen . Onek dhonnobad
যেই মুহূর্ত থেকে ভিডিওটা দেখলাম সেই মুহূর্তেই সিগারেট খাওয়া ছেড়ে দিলাম দোয়া করবেন সবাই যাতে সিগারেট না খেয়ে থাকতে পারি আল্লাহ যেন কবুল করেন😢
Amin
Akon ki obosta
Kaccen naki seriously cede dicen
ভাই ছারতে পারছেন?
Parsen sarte?
Sarchen?
আলহামদুলিল্লাহ আমি কোনদিন ধুমপান করিনি।আল্লাহ এটা থেকে আমাকে দুরে রেখেছেন। শুকরিয়া আল্লাহর কাছে।
Amio
আলহামদুলিল্লাহ ।
আমিও
❤❤❤
যদিও আমি ধুমপায়ী না। তার পরেও লেকচারটা আমার খুব ভাল লেগেছে। স্যারকে অনেক অনেক ধন্যবাদ।
সরাসরি আল্লাহর রহমত না আসলে কোন বদ অভ্যাস ছাডা সম্ভব না - এক বছর হতে চললো ধুমপান ছেডেছি আলহামদুলিল্লাহ
আমি ছাড়তে চাই
Ameo drug +smoke dotoi sere dieaci 4.5 years holo😊😊😊😊😊😊....doa koren Vai...
ভাই একদম ঠিক বলেছেন
আমি অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছি শেষবার আর চেষ্টা করিনাই সোজা জায়নামাজ বিছিয়ে দুই রাকাত নফল নামাজে মধ্যে আল্লাহর সাহায্য চেয়েছি আর আল্লাহ আমাকে সাহায্য করেছে আলহামদুলিল্লাহ আমি এখন খুব ভালো আছি।।
Ajke 26 din cigarette khaina inshallah r kuno din dumpan korbo na ai confident ache
@@ABNewstimeBD
দুই রাকাত নফল নামাজ আদায় করেন তিনি মাফ করে দিবেন যিনি সব কিছুর মালিক।।
ইচ্ছা থাকলেও এটা ছেড়ে দেওয়া সহজ নয়।তবে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আমার উপর রয়েছে তাই আমি পেরেছি আজ ২+ বছর হলো🙏
মজা করেও কোনো দিন খাবেন না। খুব ভাল করেছেন।
আল্লাহ বলেন,
নিজেদের ধ্বংস ডেকে এনো না কিংবা তোমরা পরস্পরকে হত্যা করো না, নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু।
[Qur'an 4: 29]
একটা সময় এমন কোনো নেশাদ্রব্য নেই যে আমি করিনি,আল্লাহর রহমতে সব ছেড়ে শুধু সিগারেট টা ধরে ছিলাম, এই ভিডিও টা দেখার পরে থেকে সকল কমেন্ট কারিকে,কথা দিলাম আজ থেকে সিগারেট ও ফরমাট করে দিলাম সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমিন,,,,,,
৩ মাস তো পার হইলো, ধুমপান ছেড়ে দেয়া কি হইছিলো..? বুকে হাত দিয়ে সত্য বলবেন আশা করি।
😂😅@@aronnoakon3428
৪ মাস হয়ে গেলো ভাই ধুমপান ছাড়ছেন কী
এখন কি অবস্থা ভাই
অসংখ্য ধন্যবাদ। ধূমপান ছেড়ে দিলে যে আবারও আগের মতো সুস্থতা ফিরে পাওয়া যায়। এটা একটা শুভ সংবাদ। এটার জন্য আমার মতো অনেকে ধূমপান ছেড়ে দেওয়ার চেষ্টা করার আগ্রহ এবং মনোবল ফিরে পাবে।
সুবহান আল্লাহ, আমার রব আমাদের কি অসাধারণ ভাবে সৃষ্টি করেছেন।
কি চমৎকারভাবে আল্লাহ সুবহানা তায়ালা আমাদের সৃষ্টি করেছেন,,,, আলহামদুলিল্লাহ।
আল্লাহ বলেন,
নিজেদের ধ্বংস ডেকে এনো না কিংবা তোমরা পরস্পরকে হত্যা করো না, নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু।
[Qur'an 4: 29]
আপনাদের এমন কন্টেন্ট এর কারনেই অনলাইন প্লাটফর্ম এত শক্তিশালী। ধন্যবাদ ভাই।
আলহামদুলিল্লাহ। আপনার এই ভিডিও থেকে অসংখ্য মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ একমাস হলো ধূমপান করা ছেড়ে দিয়েছি।
সবাই আমার জন্য দোয়া করবেন
Channel টা তো দেখলাম একটা ছোট্ট মেয়ের।
যাই হোক, যিনিই comment করেছেন কেমন আছেন এখন?
@@rdd7603 আমি মেয়ের বাবা।
আলহামদুলিল্লাহ এখন অনেক ফ্রেশ অনুভব করি
কিভাবে ছেড়ে দিলেন 🤔? আমি তো এত কিছু করেও পানি না 😥
@@unknowntwo3973 ভাই আল্লাহর নামে ছাড়ার নিয়ত করেন। পারবেন ইন-শা-আল্লাহ...
Good job
ভিডিওটা আমি দেরিতে দেখলেও
৮ বছর ধুমপান করার পর আলহামদুলিল্লাহ আজ ৩ বছর চলছে ধুমপান ছেড়েছি ভাই। আল্লাহর কাছে লাখো শুকরিয়া,, আল্লাহ আমাকে মুক্তি দিসে🤲
আল্লাহ আপনার কৃতজ্ঞতা ও মাহাত্ম্য বর্ণনা করতে আমরা অক্ষম।
আল্লাহর অশেষ রহমতে আজকে চার বছর হলো ধূমপান ছেড়ে দিয়েছি কিন্তু আমার নাকের গন্ধ আর মুখের স্বাদ ফিরে আসে না এখন পর্যন্তআল্লাহর উপর ভরসা রাখি ইনশাআল্লাহ একদিন সবকিছু ঠিক হয়ে যাবে সবাই আমার জন্য দোয়া করবেন
আমি ক্রিস্টালমেথে এডিক্টেড। আপনার দেয়া তথ্যানুযায়ী সিলিয়া গুলি সুন্দর মতো তার কাজ করে চলছে আর আমার অস্বস্তি বাড়িয়েই চলছে।এই মুহুর্ত থেকে ইংশা আল্লাহ সর্বপ্রকার ধুমপান ত্যাগ করলাম।আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমার জন্য কাজটা সহজ করে দিন।সবাই কাইন্ডলি দোয়া করবেন।
আলহামদুলিল্লাহ। রমযান মাসের আগেই মহান আল্লাহর রহমতে ছেড়ে দিয়েছি।
হে আল্লাহ আপনি আমাকে ধূমপান ছাড়ার তৌফিক দান করুন সারা জীবনের জন্য! যে মানুষটি এটা নিয়ে গবেষণা করেছে তাকে সারাজীবনের জন্য সুস্থতা দান করুন!
আল্লাহর রহমতে ১১ মাস ১৮ দিন হলো সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি, আগের থেকে অনেক সুস্থতা অনুভব করি, সবাই আমার জন্য দোয়া করবেন ❤
আল্লাহ বলেন,
নিজেদের ধ্বংস ডেকে এনো না কিংবা তোমরা পরস্পরকে হত্যা করো না, নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু।"
(Qur'an 4: 29)
কফ জমার বিষয়টা অনেকটা ভালো লাগলো, আল্লাহু আকবার, চিন্তাভাবনা করে দেখেন আল্লাহ আমাদের কিভাবে সৃষ্টি করেন, বাহিরে কোন কিছু ফুসফুসে গেলে কফের সাথে সেগুলো বেড়িয়ে আসে, সুবহানাল্লাহ ❤️
এইটা প্রাকৃতিক ভাবেই সৃষ্টি হয়েছে। যারা কিছুই জানে না তারা "সব আল্লাহ জানে" বলে আল্লার ঘাড়ে কৃতিত্ব চাপায় দেয়।
@@Ex-Muslim_Neontumi ki muslim naki ??
আল্লাহ পাক আপনাকে আর আপনার পরিবারের সবাইকে নেক হায়াত দান করুক,আমিন🙏
প্রথম কথা হলো, আল্লাহর কাছে দোয়া করছি সাব্বির আহমেদ ভাইকে যেনো এই ভালো কাজের জন্য উত্তম প্রতিদান দেন।
কেনোনা বুদ্ধিমান ব্যক্তিদের জন্য এটা একটা উত্তম ভিডিও ধুমপান ছাড়ার জন্য।
আলহামদুলিল্লাহ,,,,৪ বছর রানিং ধুমপান ছেড়ে দিছি এখন আমি নিজেকে অনেক সুস্থ আর ফুরফুরে লাগে ,,,,,,
ধন্যবাদ ভাই খুবই যুগোপযোগী একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আধুনিকতার নামে যারা ধূমপান করে, তারা যদি একটু বুঝে তাইলে হয়
Horlicks e ki ase eta niye ekta expreiment koren.
আল্লাহ বলেন,
নিজেদের ধ্বংস ডেকে এনো না কিংবা তোমরা পরস্পরকে হত্যা করো না, নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু।
(Qur'an 4: 29)
খুব ভাল ভিডিও বানিয়েছেন। অনেক মানুষের উপকারে লাগবে, অবশ্যই তারা যদি নিজের হিত চায়। আমি নিশ্চিত আপনার এই ভিডিও দেখার পর অনেকেই ধূমপান ছেড়ে দেবে , ও অর্থ , স্বাস্থ দুটোই বাঁচাবে। অনেক ধন্যবাদ।
আলহামদুলিল্লাহ!।
অনেক সুন্দর কন্টেন্ট!! ❤
মানুষ পারে সব কিছু। আলহামদুলিল্লাহ আমি ইনশাআল্লাহ ধুমপান ছেড়ে দিবো। ভিডিও টা দেখে খুব ভালো হলো।
ধন্যবাদ ভাইয়া আগে যখন জানতাম না এর ব্যাপারে তখন তো আমি সিগারেট খেয়ে যেতাম। প্রায় দুই সপ্তাহ হয়ে গিয়েছে আমার সিগারেট খাওয়ার নেশা টা ছেড়ে দিয়েছি ❤️
যদিও আমি ধূমপায়ী না কিন্তু পরিবারের একজন ধুমপান করে, অনেক চেষ্টা করতেছি তাকে ধুমপান ছাড়ানোর, লেকচার টা অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ স্যার আপনাকে
আল্লাহ তায়ালার কি অপরুপ সৃষ্টি 🥰🥰🥰
Ma shaa ALLAH....Most valuable research......We are really proud of you....May ALLAH (SWT) grant you highest in the world and afterlife... Ameen....
এটা দেখে টেনশনে বিড়ি খাইতে হলো আরও ২ টা 😓😓
আল্লাহ মহান আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছেন মাসায়াল্লাহ
অনেক ধুমপায়ী এই ভিডিও দেখে উপকৃত হয়েছেন, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন, আমিন।
ধন্যবাদ, এমন একটি ভিডিও দেওয়ার জন্য।
যারা পান, চুন ও জদ্দা খায় তাদের নিয়ে ভিডিও বানান।🙏
প্রতি কথার সাথে আমার আব্বু সাথে মিল পাওয়া যায়। ধন্যবাদ এরকম সচেতন মূলক ভিডিও দেওয়ার জন্য৷ আমি অবশ্যই এই ভিডিও শেয়ার করে দিছি আব্বু কাছে। এই ভিডিও দেখে হয়তো ধুমপান করা ছেড়ে দেয়😢।
আমি জীবনে কখনো আর ধূমপান করবো না ইনশাআল্লাহ। আমি তওবা করলাম। আর ফুসফুসের কার্যক্ষমতা বাড়ানোর জন্য কোনো মেডিসিন সাজেস্ট করবেন কি।
সাব্বির ভাইয়ের এই জনগণের খেদমতটুকু আল্লাহ যেন কবুল করেন।
অসংখ্য ধন্যবাদ আপনাকে 💞💞
মেডিসিন নয় শ্বাসের ব্যায়াম করুন।
আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? আপনার এই ভিডিও দেখে আমার পরিবার খুব সতর্ক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ 😊😊
ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে বুঝিয়ে আলোচনা করার জন্য ❤
Hi
আলহামদুলিল্লাহ। ধুমপান ছাড়তে সক্ষম হয়েছি প্রায় এক বছর হলো।
ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে বুঝিয়ে বলার জন্য।
এত খারাপ জিনিস আবার টয়লেটে বসেও পান করে।
আপনার এই বিডিও দেখার পরে আমি দীর্ঘ ১১ বছরের বদ অভ্যাসটা গত ২৮-৪-২৩ তারিখ হতে আজ ৩০-৫-২৩ তারিখ ১ মাস ১ দিন হলো ধুমপান পুরোপুরি ছেড়ে দিছি, আলহামদুলিল্লাহ। এতে করে আমার শরীরে আমি যে পরিবর্তন লক্ষ্য করছি তা আপনার বিডিওতে বলা প্রত্যকটি কথার সাথে আমি মিল খুঁজে পেয়েছি। সর্বপরি আপনার জন্য প্রাণ খুলে দোয়া করছি আল্লাহ পাক আপনাকে নেক হায়াত দান করুক এবং আমার দৃষ্টি খুলে দেবার জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি ভাই, অনেক অনেক ভালোবাসা নিবেন ভাই💚💚
MashAllah! আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ।
আল্লাহ হায়াত বারিয়ে দেক এই কথাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ অনেক ভালো লেগেছে আমি 12 13 বছর ধরে ধূমপান তবে আপনার এগুলো শুনে ধূমপান থেকে বিরত থাকার চেষ্টা করব
আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে আল্লাহ আমাকে এই বাজে ধূমপান থেকে দূরে রেখেছেন আলহামদুলিল্লাহ! আমার অনেক বন্ধুবান্ধব ১৬/১৭ বয়স যখন তখন দেখতাম ওরা রেগুলার ধূমপান করতো এখনো করে। বন্ধু মহলের বাহিরেও অনেকের সাথেও মেলামেশা করেছি কিন্তু কখনো ধূমপান করিনি।
সমাজ ও পরিবেশের মহৎ একটি উপকার করলেন। এবং সুন্দর ভবিষ্যতে পাবে শিশুরা।
আর শুভকামনা রইলো তাদের জন্য যারা ভিডিওটি দেখে ধূমপান ত্যাগ করবেন।🤞🤞
আলহামদুলিল্লাহ আজ প্রায় চার মাস ধূমপান ছেড়েছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। যতদিন বাঁচি যেন ধূমপান না করতে হয় আল্লাহ যেন সেই তৌফিক দান করে। আমিন।
অনেক ধন্যবাদ, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান প্রদান করুন।
that's why I never smoke...
thank you for your kind information.
one day I will become like you.
pray for me 🤲
thank you sir.
চার মাস হলো সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি,সিগারেট খাওয়ার জন্য আমি কুয়েত থেকে চলে গেছিলাম,এক লাখ বিশ হাজার টাকা বেতন পাইতাম,বুকের ভিতর অনেক খারাপ লাগতো এসির ভিতর থাকতে পারতাম না,এখন আবার সৌদি আরব আসছি,সবাই আমার জন্য দোয়া করবেন,আর যারা সিগারেট খান বাঁচতে চাইলে সিগারেট খাওয়া ছেড়ে দিন।
ছেড়ে দিয়েছি আলহামদুলিল্লাহ...
আল্লাহ আমাকে সারাজীবন এই বদঅভ্যাস থেকে বাচার তৌফিক দান করুক,আমিন
এই ভিডিওটা দেখার শুরুতেই
একটা ধুমপান করে নিলাম।
Good 👍
আমি ছেড়ে দিছি আপনি যেমন টা বলছেন ঠিক সেই গুলো আমার সাথে হচ্ছে❤
❤very helpful lecture not only for smoker's but also for other people who don't like to smoke also.❤❤
😊
😊😊
Before lecturing atfirst you should ask govt not to promote drugs, alcohol...bcz ample amount of revenue generate from drugs which going to govt account so don't give lecture in u tube
লে লড়া,এখানে সব্বাই দেখি বিগত মাসখানেকের ভিতরেই ধুমপান ছেড়ে দিয়েছে,ভিডিওতে আলোচনা হাফেজ হওয়ার প্রক্রিয়া বর্ননা করলে,গত রমজানেই আমরা সবাই হাফেজ হয়েছি,আলহামদুলিল্লাহ।।
আলহামদুলিল্লাহ 29 দিন হলো ছেড়ে দিচ্ছি। ছাড়ার পর 20 দিন পাগল ছিলাম ।সবাই দোয়া করবেন
আমার মাথা কাজ করছেনা ,,৫৮ দিন আজকে থেকে
🤣🤣🤣🤣
কমেন্টে কি লিখবো বুঝতে পারছি না খুবই একটা সুন্দর পরামর্শ।
আলহামদুলিল্লাহ আমাদের ধূমপান মুক্ত পরিবার।
দারুণ একটি ভিডিও। মানুষের ভিতরে লাগার মতো উপস্হাপন ❤
Thank you so much for letting me know about the factors after quiting smoking.
আলহামদুলিল্লাহ আপনাকে ধন্যবাদ স্যার ❤❤❤
ধন্যবাদ স্যার যারা পান খাই
তাদের কি অবস্থা হবে😮
এই নিয়ে একটি ভিডিও চাই ,,,
আপনার এই কন্টেন্ট দিয়ে সমাজ অনেক উপকৃত হবে।❤
ধুমপান ছেড়ে দিছি পাচ মাস হয় আলহামদুলিল্লাহ মাদক খাবো না আর জীবনে 😢😢
Ameo Vai drug nitam r smoke to ciloy now 4.5 years sob bad dieaci.....😊😊😊😊now happy
@@ayeanfunzone6082 👍👍💪💪🤟🤟❤️❤️🤲
Apnar ai video ta dekhe onnk kichu shikhte parlam...akhn aktu smoke kore office er kaj gula shuru korbo..thank you
আল্লাহ বলেন,
নিজেদের ধ্বংস ডেকে এনো না কিংবা তোমরা পরস্পরকে হত্যা করো না, নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু।"
[Qur'an 4: 29]
আলহামদুলিল্লাহ! ১ম রোযা থেকে এই বদ অভ্যাস থেকে বিরত আছি।আল্লাহর অশেষ রহমত আর নিজের তিব্র ইচ্ছা থাকলে সবই সম্ভব। সবার কাছে দোয়া চাই🤲
ধন্যবাদ ভাইয়া । ধূমপান সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য ।
আমার বয়স ২১,,,,জিবনে কোন দিন ধুমপান করিনায় ইনশাআল্লাহ
ভাই ভুল করে ও খাবেন না
Inshallah vaiya ajke theke trying korbo 🙂 dowa korben Amar jonno sobai onk Valo Ekta video tnquu vaiya 😇♥️
it's a helpful content.... Thanks bro.... I have been smoking at 10 years....but i have a no good suggest at the previous time.... At the present time i have a good suggestion from you..... Thanks bro... I will try abroad to smoke quickly...... It’s a possible as soon as.....
Very Helpful ❤ভাইয়া অনেক try করছি কিন্তু ছাড়তে পারি না, প্লিজ একটু বলবেন কি খেলে ধূমপান ছাড়তে পারবো
আলহামদুলিল্লাহ ১০ দিন ধরে খাইনা।
আল্লাহ বাকি জন্ম জেনো আর না খাওয়া,।সবাই দোয়া করবেন আমার জন্য
ধন্যবাদ আপনার গবেষণার জন্য। আপনার কাছে একটি রিকোয়েস্ট আছে তা হলো ভেইপিং নিয়ে তেমন কোনো গবেষণা নেই, বেশিরভাগই একে না জেনে খারাপ বলবে কিংবা অপরপক্ষ বলবে এরচে ভাল আর কিছুই নেই। বাস্তবিকভাবে এর ফলাফল কিংবা সিগারেট এর সাথে তুলনায় কি রকম জানতে পারলে অনেক বড় একটা কমিউনিটি খুব উপকৃত হবে।
ধন্যবাদ আবারও
শুকরিয়া প্রিয় ভাই,,
আমি একজন ওমান প্রবাসি
বছর খানেক আগে হঠাৎ শ্বাস নিতে কষ্ট হতো ডাক্তারের কাছে গেলাম ডাক্তার বলল আমার নাকি এজমা বা হাপানি হইছে,, কিছু ঔষধ দিলো খেলাম একটু ভাল লাগলো,, এমন করে চলতে থাকে দু বছর ঔষধ খেলে ভাল লাগে। পাইলস জনিত কারনে ছুটিতে দেশে গেলাম পাইলসের অপারেশন করার জন্য কিছু টেস্ট দিলো ইসিজেতে দেখলো আমার হার্টে সমস্যা। হার্টের ডাক্তার দেখালাম আরেক টা টেস্ট দিলো,, রিপোর্ট এ দেখলো হার্টে ৪০% আরেক টা ১৯% ব্লক আছে,,ডাক্তার রিপোর্ট দেখে ঔষধ দিলো চলবে বলছে যত দিন বেচে থাকি,, এমন্ত অবস্থায় আমার ছুটি শেষ তাই আবার কর্মস্তানে চলে আসছি।কথা হল ভাত বা রুটি একটু বেশি খেলে বা আগের মত খেলে শ্বাস নিতে কষ্ট হয়,, যদি পরিমানের কম খাই তাহলে সুস্থ কোন খারাপ বা বুকে চাপ বা শ্বাস নিতে কষ্ট হয় না।
আর ধুমপান ছেড়ে দিছি ডাক্তারের পরামর্শে
মাঝে মাঝে সপ্তাহে দু একটা খাই,, আজ থেকে সেটাও বন্ধ করে দিলাম আপনার ভিডিও দেখে।
আপনার বয়স কতো হয়েছে ভাই?
@@azadisworld
আমার বয়স ৪৫ মত হবে
@@mdjoynal4763 আচ্ছা ভাই! এখন থেকে সচেতন হয়ে যান!
I stopped smoking from 27/4/22 , till date I have not touch the cigarette but I didn't see any improve especially smell is not improve as though I have been suffering from cold and running nose and evening that could be the causes, my prostrate operation has taken place at R.N Tagore hospital on that time I promised to give up this. It was a miracle for me not taking a cigarette from that day. Your knowledge and representation was an unique. Keep it up in this tune. God bless you, Kolkata.
আলহামদুলিল্লাহ কখোনো ধুমপান করিনি
আমিও ছাড়ার পথে।আগে ৮/১০টা,এখন ২/৩ টা। দামও বেড়েছে অনেক। সবমিলিয়ে ছেড়ে দিচ্ছি ইনশা আল্লাহ
আজ থেকে ইনশাআল্লাহ ধুম পান করবো না,, আল্লাহ তুমি সাহায্য করো আমাক
খুবই উপকারী বার্তা।
কিন্তু একজন ধূমপায়ী হিসেবে জীবনে বহুবার ধূমপান ছেড়েছি আবার শুরুও করেছি।
আজ আবার প্রতিজ্ঞা করলাম।
দেখি কতদিন পারি!!!
সিগারেট টানতে টানতে আপনার ভিডিও টা খুব মনোযোগ সহকারে দেখলাম😢😂😂😢
ছেড়ে দিন ভাই আপনি দেখবেন ভালো লাগবে
@@shujonislam57 😥💔🖤
😂😂
@@shujonislam57 ভাই 10 বছর ধরে চেষ্টা করতে আছি পার আছি না ইনশাআল্লাহ চেষ্টা করতে করব
ইনশাআল্লাহ ছেড়ে দিলাম সবাই দোয়া করবেন
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
if you mentioned smoking causes brain stroke that would have been great :)
Onk onk dowa roilo apnar jonno.
হস্তমৈথুন নিয়ে কিছু বলেন
ভাইয়া এত সুন্দর করে বুঝাইছেন খুব ভালো লাগলো।আমি ধুমপান ছারছি ৬ মাস হলো কিন্তু শ্বাস এর সমস্যাটা এখনো অনেক আছে।৩০ সেকেন্ড ও ভারী কাজ হাটা বা দৌড়ানো কোনটাই করতে পারিনা।এর জন্য কি কোন মেডিসিন নিতে হবে কি?আর মেডিসিন নিলে কোন মেডিসিন নিব প্লিজ একটু জানাবেন।
জারা এইগুলো জানার পরও খায়, তাদের কি বলা যায়, আমার মনে হয়, ফুসফুসের মতো সমোসসা তাদের ব্রেনেও আছে,😅😅
হুরু মিয়া... আমার দাদার বয়স ছিল ১০২😂 হাত কোনদিন খালি দেখিনাই😄
@@nillakash9776 আপনি না হয় ১৫০ বছরই বাঁচলেন! কিন্তু যদি বিভিন্ন রোগ হয়ে ভুগায় তখন বুঝবেন কুফল কি জিনিস!
ভাইরে সারাজীবন জানলাম ধূমপান ফুসফুস সমস্যা হয়।কিন্তু আমার বাবা ১২/১৪ বছর থেকে নিয়মিত ধূমপান করে এখন তাঁর বয়স ৮০+ বছর! মিরাকল হল এখন অবধি আমার বাবা কোন সমস্যা ছাড়াই সুস্থ আছে।আশ্চর্য হল আমার বাবার শারীরিক অবস্থা আমার থেকেও ভালো যেমন ব্লাডপ্রেশার অন্যান্য সবকিছু আমার থেকেও ভালো।তবে আমি কখনও সিগারেট খায় নাই।এটা কি বলবেন! আমার বউ ডাক্তার সেও আশ্চর্য এটা দেখে।
সিগারেট খেলে করুনা ভাল হয়?
তাই নাকি
Sir আপনার সবগুলো ভিডিও আমি দেখি আলহামদুলিল্লাহ আপনার কাজ থেকে অনেক কিছু জানা যায়। আমার একটা অনুরোধ আপনি যদি নিম পাতা নিয়ে একটা ভিডিও দিতেন খুব উপক্রিত হতাম কারণ, একদিন আমার সারা শরীরে প্রচন্ড চুলকানি উটলো পরে অনেকে বলে যে নিম পাতা কাচা অথবা শুকিয়ে গুরো করে প্রতিদিন সকাল বিকেল খেলে এই এ্যালার্জি থাকবে না। আমি তাই করি । কিন্তু আমি বেশ কিছুদিন আগে একটা ইউটিউব এ ভিডিও দেখি ভিডিও তে ইউটিউবার বলেছে যে বেশিদিন খেলে নাকি চোঁখের জ্যোতি নষ্ট হয়ে যায় কথাটা কতটুকু সথ্য । plz আপনি যদি একটু বিশ্লেষণ করে একটা ভিডিও যদি দিতেন খুব উপক্রিত হতাম ।
Dear Sabbir Ahmed,
I am looking for a suitable place to test metal zinc dust. Do you have any information about where this testing is done in Bangladesh and if it is possible to contact them?
I would greatly appreciate it if you could provide me with any information you have on this matter.
Thank you
Thanks for your text, but unfortunately I am not aware of any such activities in BD. You may consider to contact any chemical safety organisations over there.
অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই, আপনার সবচেয়ে উপকারী ভিডিও গুলোর মধ্যে এটা একটা
↓ 👍 আজ থেকে ধুমপান কে না বলুন! ❤
আলহামদুলিল্লাহ, আমি কখনোই ধুমপান করি নাই, আর করবও না কখনো ইনশাআল্লাহ
Allah amaderke hedayet and hefajot karouk, amin.
আপনার ভিডিও অনেক কার্যকরী এবং অনেক ভালো আমরা সাপোর্ট করব আপনি এগিয়ে যান
ধূমপান ছেড়েছি আজকে দুদিন হলো।সবাই দোয়া করবেন যাতে আর কখনো এই বিষ মুখে না নেই।
দারুন উপকারী ভিডিও। কিন্তু আমি অনেক বার চেষ্টা করেও ছাড়তে পারিনি। খুব বেশি হলে তিন দিন ধূমপান থেকে দূরে থেকেছি। চতুর্থ দিন আর নিজেকে আটকাতে পারিনি। দয়া করে একটা উপায় বলুন যাতে পুরোপুরি ধূমপান ছাড়তে পারি 🙏🙏🙏
প্রথমবার যখন ভিডিওটি দেখেছিলাম তখন আমি একজন অধুমপায়ী ছিলাম।
কিন্তু আজ বহুদিন পর ভিডিওটি দেখছি একজন চেইন স্মোকার অবস্থায়। 🥲
আলহামদুলিল্লাহ আমি ৭ মাস হয়ে গেছে ধুম পান ছেড়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আর আপনার কথা শুনে খুব ভালো লাগছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ❤❤❤❤, আপনি যে প্রব্লেম এর কথা বলছেন, আমার তেমন টাই হয়েছে, এখন আমার গলার মধ্যে কি যেনো একটা বেধে আছে তবে মাঝে মদ্ধে পরিস্কার হয়ে যাজ্জছে, আমি ডক্টর দেখাইছি ডক্টর নাক কান গলা বিশেষজ্ঞ দেখিয়েছি, এখন আমি একটু আগের থেকে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, এখন আমি কনো ধুম পান এর গন্ধে সজ্জ করতে পারি না, আমি সবাই কে বলবো আপনারা সবাই ধুম পান ছেড়ে দিন, দেখবেন কতো টা ভালো লাগছে, সেই সাথে আমার বেগম কে ও ধন্যবাদ, প্রিয় মানুষ আমার পাশে আছে তাই আমি ধুম পান ছেড়ে দিয়েছি তার এক কথায় ধুম পান ছেড়ে দিয়েছি, ❤❤❤❤❤❤❤❤❤
অনেক ধন্যবাদ আপনাকে, সুন্দর ভাবে বুঝানোর জন্য