ভালোমানের গ্যাস ওভেন | গ্যাস ওভেনের দাম | Professional Gas Oven | 4 burner gas oven | Gas oven price

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024

Комментарии • 1,3 тыс.

  • @rayhanrabbi7953
    @rayhanrabbi7953 4 года назад +106

    ভালো লাগলো, সত্যি অসাধারন একটা প্রডাক্ট। বিদেশে দামটা একটু কম থাকলেও দেশে কিন্তু এর চেয়ে অনেক বেশি দাম। তাছাড়া বিদেশ থেকে প্রডাক্ট কিনলে যদি একবার নষ্ট হয়েযায় সেটা ফেলে দেওয়া ছাডা আর কিছু করার থাকেনা। দেশে আবার একটা বিষয় ভালো আছে যে, প্রডাক্টগুলো কিনলে হঠাৎ যদি নষ্টও হয় তখন সারিয়ে নেওয়া যায়। অন্তত তখন টাকাটা বেচে যায়। আমার অনেক অভিজ্ঞতা আছে। বিদেশ থেকে প্রডাক্ট এনে ব্যবহার করার পর যেগুলো নষ্ট হয়েগেছে সেগুলো ফেলে দেওয়া ছাড়া আর কিছু করার ছিলোনা।
    আসলে কি, বাহির থেকে কোনো জিনিজ বৈধভাবে দেশে আনতে গেলে ট্যাক্স দিয়ে বাসা পর্যন্ত পৌঁছাতে এবং মিস্ত্রি দিয়ে সেট করতে করতে অনেক বেশি খরচ পড়ে যায়। যেমন ধরুন এই প্রডাক্টটা বিদেশে ৩০ হাজার থেকে ৪০ হাজার টাকার মধ্যে কিনলেন। এখন এটা বৈধভাবে (ট্যাক্স দিয়ে) দেশে পাঠাতে আপনার মিনিমাম ১০ হাজার থেকে ১৫ হাজার লগবে। এরপর ঢাকা থেকে গ্রামের বাড়ি পাঠাতে এবং ফিটিং করতে ও অন্যন্য খরচ সহ ৫ থেকে ৭ হাজার খরচ হয়ে যাবে। এখন হিসাব করলে দেখা যাবে ৫০ থেকে ৬০ হাজার এমনিতেই চলে যাবে। এবার আসুন বাংলাদেশে প্রাকৃতিক ও আশেপাশের অবস্থার কথা।(প্রডাক্ট আনার সময় যদি বেঙ্গে যায় সে বিষয়ে নাই আসলাম) দেখাযাবে গ্যাস ভালোভাবে উঠছেনা কিংবা কারেন্ট এর সমস্যা হচ্ছে কিংবা অন্যকিছু। কেননয় এই ধরনের প্রডাক্টগুলো ভিন্ন ভিন্ন দেশের জন্য ভিন্ন ভিন্ন কোয়ালিটি এবং ভিন্ন ভিন্ন ম্যানুয়াল হয়ে থাকে।
    যাইহক অনেক কথাই বলে ফেল্লাম। দয়াকরে কেউ দুংখ পাবেন না।
    সব মানুষের হিতাহিত জ্ঞান-বুদ্ধি আছে এবং অনেক কিছুই জানে ও বোঝে। আমার এমনটা মনে হলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম।
    কারন আমরা সবাই কষ্ট করে টাকা ইনকাম করি। তাই টাকাটা যাতে সঠিক ভাবে ব্যবহার করতে পারি, আল্লাহ্ যেন আমাদের এমন তৌফিক দান করে।
    সবাইকে অসংখ্য ধন্যবাদ

    • @DnStorebd
      @DnStorebd  4 года назад +7

      Rayhan Rabbi,
      আপনার এতো সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। আশাকরি আমাদের সাথেই থাকবেন

    • @partytase1233
      @partytase1233 4 года назад +3

      আমি বলি নাই সারবেছিং করে দেব বলেছি কিনা যাই আর এ গুলো যে কেউ ফিট করে দিতে পারবে একটা বা দুই টা লত লাগানু এ ছাড়া আর কি আছে বলেন

    • @partytase1233
      @partytase1233 4 года назад +5

      আমি এখানে ৫ বছর জাবত এ কাজ ঐ করছি আর দান্দা বাজি কম করেন আর দেশের মানুষকে বলছি সুন্দর হলেই এত টাকা না সুধুই মিথ্যাচার করে পাবলিকের পখেট ফাকা করা আর কিছু না

    • @partytase1233
      @partytase1233 4 года назад +4

      আমি এখান থেকে কারগু করলে হয়ত কেজি ১০ টাক নিবে আর এগুলোতে এখানে টেক্স নেয় না

    • @lopiss204
      @lopiss204 4 года назад +1

      নাইচ

  • @tanzirulislam7174
    @tanzirulislam7174 4 года назад +18

    ভাই আপনার তুলনা হয়না অসাধারন একটা জিনিস দেখালেন খুব সুন্দর,,

    • @DnStorebd
      @DnStorebd  4 года назад +1

      safayet hossain,
      আপনার সুন্দর প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ। আশাকরি আমাদের সাথেই থাকবেন

    • @ajbobpop6749
      @ajbobpop6749 4 года назад

      খেত

  • @tamanna97
    @tamanna97 4 года назад +4

    মাশা আল্লাহ
    অনেক সুন্দর লাগলো
    আলহামদুলিল্লাহ
    আমি কিনবো অনেকদিন ধরে ভাবতেছি
    এটার রান্নাবান্না কেক গ্রিল যাবতীয় যা কিছু যায় সবই জানা আছে শুধু কিনাটা বাকী,আল্লাহ বাচাইলে কিনে নেবো কিছুদিনের মাঝেই
    ইনশা আল্লাহ
    অনেক ধন্যবাদ সম্মানিত ভাইয়া

    • @DnStorebd
      @DnStorebd  4 года назад +1

      R0KAIYA ISLAM,
      আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আশাকরি আপনি আমাদের দোকানে আসবেন। আপনি চাইলে আমাদের দোকানে আসতে পারেন। আমাদের দোকানের ঠিকানা: দোকানের নাম: DN STORE( ডি এন স্টোর), দোকান নাম্বার: ২১-২২-২৩ ( প্রথম তলা ), নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ( বিশ্বাস বিল্ডার্স ), নিউ মার্কেট, ঢাকা-১২০৫।আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন: দয়াকরে কল করুন: +880255161638 অথবা +8801681440688

    • @tamanna97
      @tamanna97 4 года назад

      @@DnStorebd
      ইনশা আল্লাহ
      #জাযাকাল্লাহু খায়ের

    • @smlaru9305
      @smlaru9305 4 года назад

      @@DnStorebd একটা ফোন দিবেন প্লিজ

    • @smlaru9305
      @smlaru9305 4 года назад

      ০১৭১৪৮৮৪৩৩২

    • @rahimaakter149
      @rahimaakter149 4 года назад

      আসসালামুয়ালাইকুম। Siemens এর চুলা ও গ্যাস ওভেন কিনেছি কিন্তু ইউস গাইড বই টা আরবীতে লেখা। তাই কিভাবে গ্যাস ওভেন ইউস করতে হয় জানি না।গ্যাস ওভেন ইউস করা জানালে , উপকৃত হবো। ধন্যবাদ

  • @ballgamesd797
    @ballgamesd797 4 года назад +3

    অনেক ভালো লাগলো, এতো সুন্দর একটা প্রডাক্ট দেখালেন। ভালো লাগলো।

    • @DnStorebd
      @DnStorebd  4 года назад

      B All Games D,
      আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ

  • @meherunnessa8370
    @meherunnessa8370 4 года назад +1

    Kub valo sula amader sula gula erokom ,amra jani kibabe babohar kora jai ,sula ta .just wow

  • @imamhossain9494
    @imamhossain9494 4 года назад +6

    এটা আমরা ব্যবহার করছি সৌদিতে খুবই ভালো রান্না করতে অনেক সুবিধা

    • @DnStorebd
      @DnStorebd  4 года назад +1

      Imam hossain,
      আপনার মন্তব্য শেয়ার করার জন্য ধন্যবাদ। আশাকরি আমাদের সাথেই থাকবেন

  • @mdsabbirhossain7427
    @mdsabbirhossain7427 4 года назад +1

    অসাধারন একটা প্রডাক্ট। দেখতে যেমন ভালো মনে হচ্ছে এর কোয়ালিটিও ভালো হবে।

    • @DnStorebd
      @DnStorebd  4 года назад

      Md Sabbir Hossain,
      ধন্যবাদ

  • @themaskaraltd9235
    @themaskaraltd9235 4 года назад +2

    গ্যাস ওভেন খুব সুন্দর একটা জিনিস অনেক ভালো মানের আপনার ভিডিওটা ভালো হয়েছে ভালো থাকবেন আবার দেখা হবে

    • @DnStorebd
      @DnStorebd  4 года назад +1

      THE MASKARA LTD,
      আশাকরি আমাদের দোকানে আসবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

  • @mdismael3679
    @mdismael3679 4 года назад +9

    খুব সুন্দর হাই কোয়ালিটি পন্য,যদিও দাম বেশী তবে সামনে ধীরে ধীরে দাম কমে যাবে

    • @DnStorebd
      @DnStorebd  4 года назад +1

      Md Ismael,
      আপনার মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ

  • @joshimshiakh2388
    @joshimshiakh2388 3 года назад

    ইটালি প্রবাসী। আসলে অসাধারণ একটি প্রডাক্ট, দেশে একটু দাম বেশি হলো, আমাদের এখনে একটুই কমই ,

    • @DnStorebd
      @DnStorebd  3 года назад

      আপনার মতামতের জন্য ধন্যবাদ

  • @fariyasiddiq7987
    @fariyasiddiq7987 4 года назад +3

    আমি সৌদি আরব থেকে দেখতে চি ধন্যবাদ আপনাকে দেশে আসলে ইনশাল্লাহ আপনার দোকানে আসব

    • @DnStorebd
      @DnStorebd  4 года назад

      panna siddiq,
      আশাকরি আমাদের দোকানে আসবেন।

  • @nasmaakter1757
    @nasmaakter1757 3 года назад

    এই ওভেন গোলা সত্যিই খুব ভালো আমি ছয়দি আছি তবে দেশে গেলে আমি একটা কিনে নিবো এই ওভেনে কেক বানাতে খুব ভালো হয় ধন্যবাদ ভাইয়া

    • @DnStorebd
      @DnStorebd  3 года назад

      ধন্যবাদ আপনার মুল্যবান মতামত এর জন্যে ❤️

  • @mayaakter9984
    @mayaakter9984 4 года назад +18

    রমজান ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমিও এই চুল আর একটাই খুজতাছিলাম আমি একজন প্রবাসী সৌদি আরব প্রবাসী

    • @DnStorebd
      @DnStorebd  4 года назад +1

      আশাকরি প্রডাক্টটি আপনার ভালো লেগেছে । আর যদি প্রডাক্টটি ভালো লাগে, আপনি চাইলে প্রডাক্টটি নিতে পারেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

    • @মাহিআনআহমদ
      @মাহিআনআহমদ 4 года назад

      The magic round about this property je romzan uncle

    • @মাহিআনআহমদ
      @মাহিআনআহমদ 4 года назад

      😨😨😨😨😨😨😨😨😲😲😲😱😱😱😱😲😲😲⏰⏰⏰⏰ ♒♒♒♒ to get the

  • @Mizanur_Bhuiyan
    @Mizanur_Bhuiyan 4 года назад +1

    You doing good job. Don't care about what other people said. You just go ahead. Thank you.

  • @moruombegum9245
    @moruombegum9245 4 года назад +26

    ভাই দাম টা একটু বেশি হয়ে গেলো আমি লেবানন প্রবাসী লেবাননে এর দাম 300 ডলার মানে বাংলা 25 হাজার টাকা তারপর ও ভালো লাগলো যে আমাদের দেশে এ সব গুলো পাওয়া যাচ্ছে ধন্যবাদ আপনাকে,,,,

    • @DnStorebd
      @DnStorebd  4 года назад +2

      Moruom Begum,
      দেখুন, দেশ আর বিদেশ অনেক হিসাব-নিকাশ। শুধু শুধু এরুপ মন্তব্য করে লাভ কি। আপনি যদি বিদেশে ভালো মানের একটা ফোন কিনতে যান সেটার দাম নিশ্চই বাংলাদেশের চেয়ে অনেক কম দামে হবে। আবার যাদি বাংলাদেশি ভালোমানের কোনো জামা-কাপড় বিদেশে কিনতে যান সেক্ষেত্রে বাংলাদেশে যেটা ৫০০-১০০০ টাকার মধ্যে পাওয়া যায় সেটা বিদেশে ২০০০- ৫০০০ টাকায় কিনতে হয়। তো সে ক্ষেত্রে কি বলবেন। দেখুন এক একটা প্রডাক্ট এক এক দেশের উপযোগী করে তৈরি করা হয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সঠিক তথ্য জানতে দয়াকরে কল করুন: +880255161638 অথবা +8801681440688

    • @ururanium8471
      @ururanium8471 4 года назад

      ঠিক বলছেন ভাইয়া

    • @হৃদয়েবাংলাদেশ-প৩চ
  • @aishaa6687
    @aishaa6687 4 года назад +2

    ধন‍্যবাদ ভাইয়া আমি ও খুজতেছিলাম।

    • @DnStorebd
      @DnStorebd  3 года назад

      প্রোডাক্ট সম্পর্কে সঠিক তথ্য জানতে দয়া করে কল করুন : 0255161638 (সকাল 10 টা থেকে সন্ধ্যা 10 টা পর্যন্ত) অথবা 01681440688 ও 01719439533 অথবা আপনি চাইলে আমাদের ফেসবুকে সরাসরি যুক্ত হতে পারেন: m.me/dnstorebd

  • @honor7859
    @honor7859 4 года назад +3

    ভাইয়া আমি এইটাতে কাজ করি সব সময় অসাধারণ একটা জিনিস দেখালে এই গুলায় কেক থেকে রান্না সব কিছুই এক সাথে করা জাই কোন সমোস্যা হয় নাই,আমরা উপরে রান্না বসায়আর নিচে চুলার মতো কেক ছমোচা করি

    • @DnStorebd
      @DnStorebd  4 года назад

      Hon Or,
      আপনার সুন্দর প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ। আশাকরি আমাদের সাথেই থাকবেন

    • @mroppo6761
      @mroppo6761 3 года назад

      @@DnStorebd গ্যাস খরচটা কি রকম হয়

  • @newwork6719
    @newwork6719 4 года назад +1

    Oshadaron akta product. Valo lakglo..

    • @DnStorebd
      @DnStorebd  4 года назад

      New Work,
      Thanks a lot.

  • @_MD_FAHIM
    @_MD_FAHIM 4 года назад +7

    ধন্যবাদ ভাই। ভাই ওভেন কিসের মাধ্যমে চলবে গ্যাস নাকি ইলেক্ট্রিসিটির মাধ্যমে। জানাবেন ভাই।

    • @DnStorebd
      @DnStorebd  4 года назад +1

      md fahim,
      আপনার সুন্দর প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ।
      গ্যাস এর মাধ্যমে, তবে এটাতে ইলেক্ট্রিসিটির প্রয়োজন রয়েছে।

    • @tahmidahnafshawon5101
      @tahmidahnafshawon5101 4 года назад

      burner - gas
      oven - electric

  • @lailabegum6958
    @lailabegum6958 4 года назад

    Thanks vai ato sundor kora bujanor jono

  • @rskibulislam9240
    @rskibulislam9240 3 года назад +3

    Inshaallah ami o nibo

    • @DnStorebd
      @DnStorebd  3 года назад

      আপনার আগ্রহের জন্য ধন্যবাদ। আশাকরি প্রডাক্টটি নিবেন। প্রোডাক্ট সম্পর্কে সঠিক তথ্য জানতে দয়া করে কল করুন : 0255161638 (সকাল 10 টা থেকে সন্ধ্যা 8 টা পর্যন্ত) অথবা 01681440688 ও 01719439533 অথবা আপনি চাইলে আমাদের ফেসবুকে সরাসরি যুক্ত হতে পারেন: m.me/dnstorebd
      অথবা
      শো-রুমের ঠিকানা: g.page/dnstoremap

  • @MdSalam-it6zz
    @MdSalam-it6zz 3 года назад

    Vai apnar kotha onak sondor

    • @DnStorebd
      @DnStorebd  3 года назад

      ধন্যবাদ আপনার মুল্যবান মতামত এর জন্যে ❤️

  • @mdhakim4002
    @mdhakim4002 Год назад +3

    ভাই দেশের ভাইরে এগুলার অভাব নেই আর বাহিরে ওটার দাম মাত্র ১২০০০ টাকা

  • @jewelvlogitaly2298
    @jewelvlogitaly2298 4 года назад

    ভাইয়ের প্রেজেন্ট খুব ভালো লাগলো, thanks

  • @afsanavlogwithsoudiarabia9498
    @afsanavlogwithsoudiarabia9498 4 года назад +4

    আমি সৌদিতে ইউস করতেছি দাম প্রায় ৩০০০০ ত্রিশ হাজার টাকা বাংলাদেশী !

    • @DnStorebd
      @DnStorebd  4 года назад +1

      জান্নাত আফসানা,
      😱😱😱😱

    • @AnisurRahman-br5db
      @AnisurRahman-br5db 4 года назад

      Apni mone hoi paghol 3000 taka😝😝😝

    • @ayeshaabdhulbasith2326
      @ayeshaabdhulbasith2326 4 года назад +1

      3000টাকা না রিয়েল আমি ও একটা বেবহার করি বাঙ্গলাদেশি 60000 টাকা

  • @tanishatasnia1721
    @tanishatasnia1721 4 года назад +2

    Ami o bebohar kore 5 ta Hari bosate pare ek date. Ami Italy probase .Valo laglo ji ekhon Bangladeshi o ache .thanyou .

    • @DnStorebd
      @DnStorebd  4 года назад

      Tahamina Akter,
      Thanks for your lovely feedback.

  • @RubelAhmed-wn9bz
    @RubelAhmed-wn9bz 4 года назад +6

    দুবাইয়ে আমি এই চার ভার্নারের গ্যাস ওভেন ইউজ করি, এটি খুব কমফোর্টেবল,, আপনার নিঃসন্দেহে ইউজ করতে পারেন,,
    তবে দাম টা আকাশ ছোয়া, ৪০/৪২ হাজার হলে ঠিক আছে,, ধন্যবাদ

    • @DnStorebd
      @DnStorebd  4 года назад +1

      Rubel Ahmed,
      আপনার মতামত শেয়ার করার জন্য ধন্যবাদদেখুন, দেশ আর বিদেশ অনেক হিসাব-নিকাশ। শুধু শুধু এরুপ মন্তব্য করে লাভ কি। আপনি যদি বিদেশে ভালো মানের একটা ফোন কিনতে যান সেটার দাম নিশ্চই বাংলাদেশের চেয়ে অনেক কম দামে হবে। আবার যাদি বাংলাদেশি ভালোমানের কোনো জামা-কাপড় বিদেশে কিনতে যান সেক্ষেত্রে বাংলাদেশে যেটা ৫০০-১০০০ টাকার মধ্যে পাওয়া যায় সেটা বিদেশে ২০০০- ৫০০০ টাকায় কিনতে হয়। তো সে ক্ষেত্রে কি বলবেন। দেখুন এক একটা প্রডাক্ট এক এক দেশের উপযোগী করে তৈরি করা হয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সঠিক তথ্য জানতে দয়াকরে কল করুন: +880255161638 অথবা +8801681440688

  • @shamsulhoque4668
    @shamsulhoque4668 4 года назад +2

    দেখে বালো লাগলো

    • @DnStorebd
      @DnStorebd  4 года назад

      shamsul hoque,
      ধন্যবাদ

  • @ishratsatter5628
    @ishratsatter5628 4 года назад +3

    ভাই কিছু মনে করবেন না বলতেছি,যে উপসতাপক কথা বলে, তাকে বদলান, উনি কথাই বলতে পারে না ঠীক মত, বেশি লম্বা সময় নেয়, বিরক্ত লাগে অনেক, তখন আর আপনাদের অনুস্ঠান দেখতে ধৈর্য্য লাগে না, মন চায় না শময় নস্ট করি দেখার জন্য

    • @DnStorebd
      @DnStorebd  4 года назад

      Ishrat satter,
      আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। আমরা আপনার মতামতটি বিবেচনায় আনব। আশাকরি দূতই এর সমাধান হবে। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি আমাদের ভিডিওর মান আরো কিভাবে উন্নত করা যায়। যাতে আপনারা ভিডিওগুলো দেখতে সাচ্ছন্দবোধ করেন। আশাকরি আপনার মন্তব্য আমাদের সামনের ‍দিনগুলোর কাজ আরো উন্নত করতে সহায়তা করবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

    • @shovosokalbd.2110
      @shovosokalbd.2110 4 года назад +1

      সত্যি ! বিরক্ত লাগছে ! সম্ভবত উনি ময়মনসিংহের . ঐখানকার লোকেরা এভাবে টেনে টেনে কথা বলে

    • @DnStorebd
      @DnStorebd  4 года назад +1

      মন্তব্যের জন্য ধন্যবাদ

  • @kkkk5235
    @kkkk5235 4 года назад

    ভাই জান আপনাকে ধন্যবাদ। ৫৯ হাজার টাকা আপনার ওভেনের দাম। বহু দাম আমি কুয়েত থেকে ঠিক এই ওভেন নিয়েছি। বাংলাদেশের টাকা হিসেবে কিনেছিলাম ৩৫ হাজার ।

    • @DnStorebd
      @DnStorebd  4 года назад

      Kk Kk,
      আপনার মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ

  • @BangladeshiPannaLondonVlogger
    @BangladeshiPannaLondonVlogger 4 года назад +5

    আসসালামুয়ালাইকুম আপনি ভিডিওটি অনেক ভালো লেগেছে আশা করি আমার চ্যানেলটা ঘুরে যাবেন

    • @DnStorebd
      @DnStorebd  4 года назад

      Bangladeshi Panna London Vlogger,
      ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

  • @hasansikder5192
    @hasansikder5192 3 года назад

    . চমৎকার একটি ওব‌Ben

  • @shahriarmahmudshovo4245
    @shahriarmahmudshovo4245 4 года назад +3

    recently vai dam gulo ektu beshi e mone hocche apnar dokaner,
    ami hand mixer dekhe geci ek rokom dam
    jauar por rakhlen beshi dam

    • @DnStorebd
      @DnStorebd  4 года назад

      Shahriar Mahmud Shovo,
      আমরা সব সময় একদম কম দামে প্রডাক্টগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করি। কিন্তু যখনি প্রডাক্টগুলোর দাম বেড়েযায় তখন আমাদের আর কিছু করার থাকেনা । তবে আমরা সর্বদা কমদামে প্রদাক্টগুলো আপনাদের দিতে আগ্রহি। আশাকরি আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ

  • @ismatarashabnam835
    @ismatarashabnam835 4 года назад +2

    You are honest, you’re doing business so you have to tell what you can do and can’t.

  • @MasudRana-pr7ws
    @MasudRana-pr7ws 4 года назад +7

    অন্য দেশের তুলনায় এদেশে ১০ গুন ট্যাক্স তাই দাম দ্বিগুন

  • @shojonmiah565
    @shojonmiah565 4 года назад +1

    আমার অনেক প্রিয় এই চোলাটা ধন্যবাদ

    • @DnStorebd
      @DnStorebd  4 года назад

      Shojonআমিন Miah,
      আপনার মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ। আশাকরি আমাদের সাথেই থাকবেন

  • @ممتازه-س2ج
    @ممتازه-س2ج 4 года назад +4

    ভাইয়া এটা সম্পর্কে আমরা জানি কিভাবে ব্যবহার করতে হয় আপনার দাম টা বলে দেন কি পরিমান দন্ত পূর্ব আপনাকে অনেক অনেক ধন্যবাদ জিনিসটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ

    • @DnStorebd
      @DnStorebd  4 года назад

      ممتاز ه ,
      আপনার মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ। আশাকরি আমাদের সাথেই থকবেন

    • @boshryrabeya5555
      @boshryrabeya5555 4 года назад

      How to use the oven? For baking nd grilling which part should be fired top or bottom?

  • @NourNour-hr9md
    @NourNour-hr9md 3 года назад +1

    আমি বাহিরে থাকি আপনাকে অনেক অনেক ধন্যবাদ

  • @sathisofik2426
    @sathisofik2426 4 года назад +3

    Nice collection viya,but price akto base

    • @DnStorebd
      @DnStorebd  4 года назад

      Sathi Sofik,
      দামটা একটু বেশি মনে হলেও প্রডাক্টটি কিন্তু সত্যি অসাধারন। গুনগত মানেরদিক থেকে প্রডাক্টটি অনেক উন্নত। সঠিক তথ্য জানতে দয়াকরে কল করুন: +880255161638 অথবা +8801681440688

  • @mdhumayoin4350
    @mdhumayoin4350 3 года назад

    ভাই হাপনার কথা খুব সুন্দর

    • @DnStorebd
      @DnStorebd  3 года назад

      আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ। আশাকরি আমাদের সাথেই থাকবেন

  • @yeasinarafat6916
    @yeasinarafat6916 4 года назад +2

    ভাই আপনাদের দামটা অতিরিক্ত হয়ে গেছে,,, আমি সৌদি আরব থাকি ৫টা রান্নার মুখ দাম আরও অনেক বড় কিন্তু এতো দাম না,,,আপনি এটার দাম পরিবর্তন করেন

    • @DnStorebd
      @DnStorebd  4 года назад

      Yeasin Arafat,
      আপনার মন্তব্য প্রদান করার জন্য ধন্যবাদ। আপনি যেখানে কমদাম পাবেন সেখান থেকেই কিনুুর, আমাদের কোনো আপত্তি নেই । তবে আপনার যেনে রাখা ভালো হবে প্রডাক্ট এর কোয়ালেটি এবং এর সার্ভিস কেমন দিবে সে সম্পর্কে জানা ।
      দেশ আর বিদেশ অনেক হিসাব-নিকাশ। শুধু শুধু এরুপ মন্তব্য করে লাভ কি। আপনি যদি বিদেশে ভালো মানের একটা ফোন কিনতে যান সেটার দাম নিশ্চই বাংলাদেশের চেয়ে অনেক কম দামে হবে। আবার যাদি বাংলাদেশি ভালোমানের কোনো জামা-কাপড় বিদেশে কিনতে যান সেক্ষেত্রে বাংলাদেশে যেটা ৫০০-১০০০ টাকার মধ্যে পাওয়া যায় সেটা বিদেশে ২০০০- ৫০০০ টাকায় কিনতে হয়। তো সে ক্ষেত্রে কি বলবেন। দেখুন এক একটা প্রডাক্ট এক এক দেশের উপযোগী করে তৈরি করা হয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সঠিক তথ্য জানতে দয়াকরে কল করুন: +880255161638 অথবা +8801681440688

  • @Rashed37
    @Rashed37 4 месяца назад

    আসসালামু আলাইকুম। এই মুহুর্তে স্টকে আছে কি? প্রাইস কতো পড়বে? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা জানাবেন কি? যতদূর জানি এটাতে নীচে পায়া লাগাতে হয়। কিন্তু পায়া ফিক্স না করা হলে সমস্যা হবে কি?

  • @md.nazmulislammilky8080
    @md.nazmulislammilky8080 4 года назад +5

    if this Gas supported Oven, then why does it need the Electric line? would you please confirm me about this?

    • @DnStorebd
      @DnStorebd  3 года назад

      প্রোডাক্ট সম্পর্কে সঠিক তথ্য জানতে দয়া করে কল করুন :(সকাল 10 টা থেকে সন্ধ্যা 10 টা পর্যন্ত) 01681440688 , 01719439533 (Imo) , 01851083947 এই নাম্বারে অথবা আপনি চাইলে আমাদের ফেসবুকে সরাসরি যুক্ত হতে পারেন: m.me/dnstorebd

  • @raselbadhon8818
    @raselbadhon8818 4 года назад +1

    ভাই আপনার ভিডিও গুলা ভালো লাগে....?

    • @DnStorebd
      @DnStorebd  4 года назад

      আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ। আশাকরি আমাদের সাথেই থাকবেন

  • @amarsansar811
    @amarsansar811 4 года назад +7

    ভাইয়া আমি দেশের বাহিরে থাকি সবসময় ব্যবহার করি সব জানি বাংলাদেশ কথায় পাওয়া যাবে জানতাম না এখন জেনে নিলাম দেশে এসে নিব

    • @DnStorebd
      @DnStorebd  4 года назад

      Liza Islam,
      আশাকরি দেশে আসলে আমাদরে দোকানে আসবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

  • @mamunhamja1541
    @mamunhamja1541 4 года назад +2

    Khub I sundor

  • @bilalchoudhuryjahin1964
    @bilalchoudhuryjahin1964 4 года назад +3

    ভাই আমি এই দরনের চুলার সম্পুর্ণ কাজ যানি, আপনাদের যদি কোন লোকের প্রয়োজন হয় জানাবেন।

    • @DnStorebd
      @DnStorebd  4 года назад

      Mukta Masum,
      আপনার মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ

    • @noorkabir3993
      @noorkabir3993 4 года назад

      apnar mobaile.no.din

  • @alal5647
    @alal5647 3 года назад +1

    ভাইয়া আমি একজন প্রবাসী বোন ধন্যবাদ

  • @sawnkhan8791
    @sawnkhan8791 4 года назад +5

    ভাই আমি কুয়েত থাকি এইটার দাম আছে বাংলাদেশি টাকা 24000 হাজার ছেম এই কমপানি

    • @DnStorebd
      @DnStorebd  4 года назад +2

      Uzzal Khan,
      দেখুন, দেশ আর বিদেশ অনেক হিসাব-নিকাশ। শুধু শুধু এরুপ মন্তব্য করে লাভ কি। আপনি যদি বিদেশে ভালো মানের একটা ফোন কিনতে যান সেটার দাম নিশ্চই বাংলাদেশের চেয়ে অনেক কম দামে হবে। আবার যাদি বাংলাদেশি ভালোমানের কোনো জামা-কাপড় বিদেশে কিনতে যান সেক্ষেত্রে বাংলাদেশে যেটা ৫০০-১০০০ টাকার মধ্যে পাওয়া যায় সেটা বিদেশে ২০০০- ৫০০০ টাকায় কিনতে হয়। তো সে ক্ষেত্রে কি বলবেন। দেখুন এক একটা প্রডাক্ট এক এক দেশের উপযোগী করে তৈরি করা হয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সঠিক তথ্য জানতে দয়াকরে কল করুন: +880255161638 অথবা +8801681440688

  • @zsaazass8286
    @zsaazass8286 2 года назад +1

    অনেক সুন্দর চুলা

  • @tanzirulislam7174
    @tanzirulislam7174 4 года назад +5

    miyayo একটা রুটি মেকার দেখান আমি কিনতে চাই,

    • @DnStorebd
      @DnStorebd  4 года назад

      safayet hossain,
      আশাকরি সামনের কোনো ভিডিওতে দেখানো হবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

  • @lutfourrahman8315
    @lutfourrahman8315 3 года назад

    অনেক সুন্দর।

    • @DnStorebd
      @DnStorebd  3 года назад

      ধন্যবাদ

  • @rumaruma7686
    @rumaruma7686 4 года назад +3

    আমি জানি এই গেসের চুলাতে কি ভাবে রান্না করতে হয়

    • @DnStorebd
      @DnStorebd  4 года назад

      Ruma Ruma,
      আপনার মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ

  • @muhammadrasel9467
    @muhammadrasel9467 4 года назад

    অসাধারণ ভাই

    • @DnStorebd
      @DnStorebd  3 года назад

      আমাদের সাথেই থাকুন
      ধন্যবাদ

  • @hossainnirob4101
    @hossainnirob4101 4 года назад +2

    যে ভাই বলছেন বিদেশে নষ্ট হলে পেলে দেওয়া হয় সারানো যায়না এটা আপনার ভুল ধারনা।

    • @DnStorebd
      @DnStorebd  4 года назад

      hossain Nirob,
      আপনার মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ

    • @প্রবাসকাহিনী-ভ৩ণ
      @প্রবাসকাহিনী-ভ৩ণ 4 года назад

      ভাই এই চুলা ইতালিতে ২৫০-৩০০ইউরো। বাংলাদেশী টাকায় ২৪০০০-২৮০০০ টাকা

  • @RaeoAlalniy
    @RaeoAlalniy 4 года назад +1

    অকেন সুন্দর হয়ছে খুব সহজ ব্যাহার করা যায়

    • @DnStorebd
      @DnStorebd  4 года назад

      Raeo1440 Alalniy,
      আপনার সুন্দর প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ। আশাকরি আমাদের সাথেই থাকবেন

  • @germanbanglavlog900
    @germanbanglavlog900 4 года назад +3

    ami aro 7 bocor age kine feleci

    • @DnStorebd
      @DnStorebd  4 года назад

      GermanBangla Vlog,
      Thanks for your lovely response. Hopefully you'll be with us

  • @helenakteronu3619
    @helenakteronu3619 4 года назад

    Khub valo laglo

    • @DnStorebd
      @DnStorebd  3 года назад

      ধন্যবাদ আপনার মুল্যবান মতামত এর জন্যে

  • @basharab7572
    @basharab7572 4 года назад +3

    আমি কুযেতে থাকি কুযেত এই অভেনের দাম 10 হাজার টাকা বেশি না সেই তুলনায় ছয গুন দাম কি করে হয় টেক্স ব্যাট দিয়ে 20 বা 25 হাজার হতে পারে বুঝলাম না

    • @DnStorebd
      @DnStorebd  4 года назад

      Bashar Ab,
      আমাদের কাছে কমদামি প্রডাক্টও আছে। আপনি চাইলে নিতে পারেন।
      দামটা একটু বেশি মনে হলেও প্রডাক্টটি কিন্তু সত্যি অসাধারন। গুনগত মানেরদিক থেকে প্রডাক্টটি অনেক উন্নত। সঠিক তথ্য জানতে দয়াকরে কল করুন: +880255161638 অথবা +8801681440688

    • @mohammedalam1775
      @mohammedalam1775 4 года назад

      Maybe not. This kind of ovens in our USA 🇺🇸 300 to 500 dollars, depends of quality. But little bit more in my country Bangladesh.Because of tax. In future price will be down, like freezer. 👍🏻🇺🇸. Thanks

    • @tahmidahnafshawon5101
      @tahmidahnafshawon5101 4 года назад

      ভাই এর থেকে ভাল আপনি কুয়েত থেকে বিমানের মাধমে বাংলাদেশ এ পাঠিয়ে দেন। জাপানি চুলার অভাব নাই কুয়েতে।দাম অল্প।আমার ভাই অনেক চুলা পাঠিয়েছে আল্গানাম থেকে কিনে।নিজে কারগো করে গেরান্টি সহকারে।আপনি চাইলে এই নাম্বারে যুগাজুক করতে পারেন। +96598077653 ( এশিয়ান কারগো )

    • @basharab7572
      @basharab7572 4 года назад

      আমি জানি আপনাকে ধন্যবাদ

  • @mdamin6357
    @mdamin6357 4 года назад

    ধ্যন বাদ ভাই ভালো লাগলো।

  • @sathikhan8535
    @sathikhan8535 4 года назад +2

    আমার খুব প্রিয় ধন্যবাদ আপনাকে

    • @DnStorebd
      @DnStorebd  4 года назад

      Sathi khan,
      আপনার সুন্দর প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ।

  • @mistymamoni7030
    @mistymamoni7030 3 года назад

    খুব সুন্দর।।।

    • @DnStorebd
      @DnStorebd  3 года назад

      ধন্যবাদ

  • @bdvloggerafsanasharmin437
    @bdvloggerafsanasharmin437 4 года назад +2

    দেখে ভালো লেগেছে তোমার ভিডিওটি সত্যি অসাধারণ সুন্দর একসাথে 4 টি হাড়িতে রান্না করা যাবে বাংলাদেশে কোথায় পাব সেটা বল ভালো লেগেছে তাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করেছি আশা করছি তুমিও আমার ঘরে এসে ভিডিও দেখে একটি ভিডিও রিলেটেড লেটার দিয়ে আমাকে আপন করবে

    • @DnStorebd
      @DnStorebd  4 года назад +1

      Bangladeshi vlogger Afsana sharmin,
      আপনার মন্তব্য শেয়ার করার জন্য ধন্যবাদ। আশাকরি আমাদের সাথেই থাকবেন

  • @Tipusultan-es8nv
    @Tipusultan-es8nv 4 года назад +2

    ভাই, সালাম। আমি টিপু জর্জিয়া থেকে। খুব ভাল দেখালেন, কিন্তু জানালেননা যে এই ৪ বার্নার ব্যবহার করতে গেলে আমাদের দেশে কি পরিমান ন্যাচারাল গ্যাস ব্যয় হবে। সেটা সামর্থের মধ্যে কিনা? আমি ঢাকার বাইরের জন্য পাঠাতে চাই।

    • @DnStorebd
      @DnStorebd  4 года назад

      Tipu sultan,
      সঠিক তথ্য জানতে দয়াকরে কল করুন: +880255161638 অথবা +8801681440688

  • @rayattasbih33045
    @rayattasbih33045 Месяц назад

    আসসালামু আলাইকুম, এই ওভেনে কি শুধু রান্নাই করা যাবে? খাবার গরম করার সিস্টেম কি নেই?

  • @meherajkarima2539
    @meherajkarima2539 Год назад

    ভাই এই চুলা টা বিদেশে এবেল এবেল কিন্তু যে আমাদের বাংলাদেশে পাওয়া যাচ্ছে সেইটা শুনে খুশি হলাম

  • @msmmithu5610
    @msmmithu5610 3 года назад

    দোকানের মালিকের ব্যাবহার ভালো,,,আশাকরি আমি দেশে আসলে একটা নিব,,।।।

    • @DnStorebd
      @DnStorebd  3 года назад

      ধন্যবাদ আপনার মুল্যবান মতামত এর জন্যে ❤️

  • @eshanikhan8788
    @eshanikhan8788 3 года назад

    Amar 2 ft by 2 ft 4 burner lagbe jeta.. Niche gass na electric hobe.. & ekta system ache.. Gass open thakle 3/5 second por autocratic gass ber howa off hoea jay.. Ai system ta lagbe.. Ami use kori erokom.. But desher baire theke chula a a o ek rough jodio price kom pore... Apnar post ta dekhe valo laglo.. Please can YOU manage...

    • @DnStorebd
      @DnStorebd  3 года назад

      প্রোডাক্ট সম্পর্কে সঠিক তথ্য জানতে দয়া করে কল করুন :(সকাল 10 টা থেকে সন্ধ্যা 10 টা পর্যন্ত) 01681440688 , 01719439533 , 01851083947 এই নাম্বারে
      অথবা আপনি চাইলে আমাদের ফেসবুকে সরাসরি যুক্ত হতে পারেন: m.me/dnstorebd

  • @rabiulkwt4028
    @rabiulkwt4028 4 года назад +1

    Ramzan sir apnar kotha gula onek Balo Laglo amar akta oven Chular dorkar ache tobe dam beshi mone hoy ami Kuwait thaki apni Jei ta dekhailen 4chula 5chula ache kina Janiben dam koto Ei video Dewyar Jonnye apnake onek onek donnyo bad shuvo kamona rohilo

    • @DnStorebd
      @DnStorebd  4 года назад

      Rabiul Kwt,
      Thanks for your lovely feedback.

  • @alponamukta1031
    @alponamukta1031 3 года назад

    অসাধারণ। ওয়াও

    • @DnStorebd
      @DnStorebd  3 года назад

      ধন্যবাদ ❤

  • @kantastricksandtips2253
    @kantastricksandtips2253 4 года назад

    চুলাটি পছন্দ হয়েছে।

    • @DnStorebd
      @DnStorebd  3 года назад

      ধন্যবাদ আপনার মুল্যবান মতামত এর জন্যে ❤️

  • @jjmtmm751
    @jjmtmm751 3 года назад +1

    নাইছ ভাই

  • @nasrinsultana8605
    @nasrinsultana8605 4 года назад +1

    রমজান ভাই, আপনি খুব সহজ, সরল মানুষ.
    খুব ভাল লাগে

    • @DnStorebd
      @DnStorebd  4 года назад

      nasrin sultana,
      আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

  • @jannatbehesth4608
    @jannatbehesth4608 4 года назад

    Asshalamu alaikum oyarahomatulahi oyabarahatu Aponi kemon achen right osadharon

    • @DnStorebd
      @DnStorebd  4 года назад

      Jannat Behesth,
      ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
      জি ভালো

  • @amarvubon1772
    @amarvubon1772 3 года назад +1

    Vaiya amara to natural gas er bill double cula 975 taka .ai culae jokhon line ta dibo tahole bill ki beshi dite hobay ba officially kono problem hobay ?

    • @DnStorebd
      @DnStorebd  3 года назад

      এই বিয়য়ে আপনি প্রশাসন থেকে অনুমতি নিতে পারেন। প্রোডাক্ট সম্পর্কে সঠিক তথ্য জানতে দয়া করে কল করুন : 0255161638 (সকাল 10 টা থেকে সন্ধ্যা 8 টা পর্যন্ত) অথবা 01681440688 ও 01719439533 অথবা আপনি চাইলে আমাদের ফেসবুকে সরাসরি যুক্ত হতে পারেন: m.me/dnstorebd
      অথবা
      শো-রুমের ঠিকানা: g.page/dnstoremap

  • @samsusam5586
    @samsusam5586 4 года назад +1

    খুব সুন্দর

  • @আয়শাআক্তার-ছ৩চ

    ভাই আপনাকে হাজার হাজার ধন্যবাদ, আমি সৌদি আরব প্রবাসী, ভাই আমার অনেকদিনের শখ ছিল এরকম একটা চুলা দেশে নেওয়ার, কিন্তু কিনার চাইতে নেওয়ার খরচ টা অনেক বেশি, এই কারণে চুলাটা নেওয়া হয় নাই, এরকম একটা চুল যে বাংলাদেশে পাব সেটা কল্পনাও করি নাই, ভাই ইনশাআল্লাহ আমি খুব শিগগিরই দেশে যাই আপনার কাছ থেকে চুলাটা কিনবো, আমার দেশের টাকা দেশেই থাকে।

    • @DnStorebd
      @DnStorebd  4 года назад

      123456 1234567,
      আশাকরি আমাদের দোকানে আসবেন এবং আমাদের প্রডাক্টগুলো দেখবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

  • @taniabigum1092
    @taniabigum1092 4 года назад +1

    আপনাকে ধন্যবাদ

    • @DnStorebd
      @DnStorebd  4 года назад

      tania bigum,
      আপনাকেও অসংখ্য ধন্যবাদ

    • @taniabigum1092
      @taniabigum1092 4 года назад

      আপনাকে অনেক ধন্যবাদ ভিডিওটা করার জন্য কিন্তু চলার দামটা অনেক বেশি এতে দাম না আরে কম

  • @sabinass630
    @sabinass630 4 года назад +1

    ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ

    • @DnStorebd
      @DnStorebd  4 года назад

      Sabina Ss,
      আপনার সুন্দর প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ

  • @jhuniabegum2582
    @jhuniabegum2582 4 года назад +1

    আমার মনের মতো একটা চুলা ধন্যবাদ ভাইয়া দাম বেশি আর কম হয়না

    • @DnStorebd
      @DnStorebd  4 года назад

      jhunia begum,
      যেকোনো তথ্য জানতে কল করুন: +880255161638 অথবা +8801681440688

  • @rubinakhatun915
    @rubinakhatun915 4 года назад

    Khub sundor

    • @DnStorebd
      @DnStorebd  3 года назад

      ধন্যবাদ আপনার মুল্যবান মতামত এর জন্যে

  • @habibmiah3749
    @habibmiah3749 3 года назад

    সিলিন্ডার দারা কি বেবহার করা যাবে
    ,,আর,,৩৫লিটার সিলিন্ডারে কত ঘন্টা চালানু যাবে,,আপনার পন্যটা আমার খুব ভাল লাগতেছে,, আমি সিলেট থেকে জানতে চাই,,
    price dusn't mettar

    • @DnStorebd
      @DnStorebd  3 года назад

      প্রোডাক্ট সম্পর্কে সঠিক তথ্য জানতে দয়া করে কল করুন : 01681440688 ও 01719439533 (সকাল 10 টা থেকে সন্ধ্যা 8 টা পর্যন্ত) অথবা আপনি চাইলে আমাদের ফেসবুকে সরাসরি যুক্ত হতে পারেন: m.me/dnstorebd
      অথবা
      শো-রুমের ঠিকানা: g.page/dnstoremap

  • @harsumsyl
    @harsumsyl 4 года назад

    Very good. I will buy it shortly ..

  • @শরাবানতহুরা
    @শরাবানতহুরা 3 года назад +1

    এইটাতে কি খাবার গরম করা যাবে ? শুধু বেকিং নাতো?

    • @DnStorebd
      @DnStorebd  3 года назад +1

      প্রোডাক্ট সম্পর্কে সঠিক তথ্য জানতে দয়া করে কল করুন : 01681440688 ও 01719439533 (সকাল 10 টা থেকে সন্ধ্যা 8 টা পর্যন্ত) অথবা আপনি চাইলে আমাদের ফেসবুকে সরাসরি যুক্ত হতে পারেন: m.me/dnstorebd
      অথবা
      শো-রুমের ঠিকানা: g.page/dnstoremap

  • @malashahalam8223
    @malashahalam8223 4 года назад

    ভালো লাগেছে

    • @DnStorebd
      @DnStorebd  3 года назад

      ধন্যবাদ

  • @pannabegob3112
    @pannabegob3112 3 года назад

    ভাইয়া প্রবাসী আছি পতিদিন রান্না করি আমার খুব পছন্দ

    • @DnStorebd
      @DnStorebd  3 года назад

      ধন্যবাদ

  • @bangladash8802
    @bangladash8802 4 года назад

    Waw Verygood video

    • @DnStorebd
      @DnStorebd  3 года назад

      ধন্যবাদ আপনার মুল্যবান মতামত এর জন্যে

  • @MohdAbdullah-z5x
    @MohdAbdullah-z5x 11 месяцев назад

    ভাই ৫ বার্নার এর গুলা নাই কি? এবং দাম কত পড়বে।কোথায় পাওয়া যাবে জানাবেন কি?

  • @ayshaakterrima2673
    @ayshaakterrima2673 4 года назад +1

    Via apner akhana ki manual juicer , vacuum flask paya jaba

    • @DnStorebd
      @DnStorebd  4 года назад +1

      Aysha akter Rima,
      জি পাওয়া যাবে। সঠিক তথ্য জানতে দয়াকরে কল করুন: +880255161638 অথবা +8801681440688

  • @faridauddin6615
    @faridauddin6615 4 года назад

    Eta onek valo ami ranna koresi chni

    • @DnStorebd
      @DnStorebd  3 года назад

      ধন্যবাদ আপনার মুল্যবান মতামত এর জন্যে

  • @sultanarajiarakhi4299
    @sultanarajiarakhi4299 4 года назад +2

    Very beautiful product

    • @DnStorebd
      @DnStorebd  4 года назад

      sultanarajia rakhi,
      Thanks for your lovely feedback.

  • @sajemon7800
    @sajemon7800 4 года назад +2

    ভালো লগলো, এতো সুন্দর একটা প্রডাক্ট দেখে।

    • @DnStorebd
      @DnStorebd  4 года назад

      sajemon,
      ধন্যবাদ

  • @sabbirmon
    @sabbirmon 4 года назад +1

    এতো সুন্দর একটা প্রডাক্ট। ভালো লাগলো। আশাকরি দেখা হবে।

    • @DnStorebd
      @DnStorebd  4 года назад

      Sabbir Mon,
      আপনার মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ

  • @zaraislam9194
    @zaraislam9194 4 года назад

    Veson sundor

    • @DnStorebd
      @DnStorebd  4 года назад

      Zara Islam,
      সঠিক তথ্য জানতে দয়াকরে কল করুন: +880255161638 অথবা +8801681440688

  • @mohammadshanu774
    @mohammadshanu774 4 года назад +1

    ধন্যবাদ ভাই আপনাকে

    • @DnStorebd
      @DnStorebd  4 года назад

      MOHAMMAD SHANU,
      আপনার সুন্দর প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ।

  • @shahadatHossain-mg6wf
    @shahadatHossain-mg6wf 4 года назад

    Very nice

  • @AbdulHalim-bx2vi
    @AbdulHalim-bx2vi 3 года назад

    ভাইজান,কিছু মনে করবেন না ইতালিতে এই চুলা গুলো সব চেয়ে নিম্ন মানের চুলা, যার দাম হচ্ছে বাংলা টাকায় পনের থেকে আঠারো হাজার টাকা,কিন্তু বড় অবাক লাগে যখন বাংলাদেশের মত একটা গরিব দেশে এই চুলার দাম শুনি ৫৯০০০/-টাকা।

    • @DnStorebd
      @DnStorebd  3 года назад

      আপনার সবসময় চেষ্টা করি প্রোডাক্ট এর গুনগত মান বজায় রেখে আপনাদের সঠিক মুল্যে পন্যটি দেয়ার । ধন্যবাদ ।

  • @MdHasan-ry8sh
    @MdHasan-ry8sh 2 года назад +1

    আমরা একটা নতুন ওভেন এনেচি,,কিন্তু ওভেনের বেতরে আগুন দেওয়ার পর যখন চাবিটা ছেড়ে দি,সাথে সাথে আগুনটাও নিবে যায়,,এটা কি ওভেনের সমস্যা নাকি আমাদের সমস্যা??

    • @DnStorebd
      @DnStorebd  2 года назад

      প্রোডাক্ট সম্পর্কে সঠিক তথ্য জানতে দয়া করে কল করুন : 01681440688 ও 01719439533 (সকাল 10 টা থেকে সন্ধ্যা 8 টা পর্যন্ত) অথবা আপনি চাইলে আমাদের ফেসবুকে সরাসরি যুক্ত হতে পারেন: m.me/dnstorebd
      অথবা
      শো-রুমের ঠিকানা: g.page/dnstoremap

  • @sharminakhtermitu1722
    @sharminakhtermitu1722 4 года назад

    এটাতে ইলেকট্রিক আর গ্যাসলাইন দুইটা একসাথেই ব্যবহার করতে হবে ?

    • @DnStorebd
      @DnStorebd  4 года назад

      প্রোডাক্ট সম্পর্কে সঠিক তথ্য জানতে দয়া করে কল করুন : 0255161638 (সকাল 10 টা থেকে সন্ধ্যা 8 টা পর্যন্ত) অথবা 01681440688 ও 01719439533 অথবা আপনি চাইলে আমাদের ফেসবুকে সরাসরি যুক্ত হতে পারেন: m.me/dnstorebd

  • @VlogvideoandHasel
    @VlogvideoandHasel 3 года назад

    মাশাল্লাহ অসাধারণ

    • @DnStorebd
      @DnStorebd  3 года назад

      ধন্যবাদ আপনার মুল্যবান মতামত এর জন্যে ❤️