ছারছীনা মরহুম হুজুরকে স্বপ্নে দেখার ঘটনায় অঝোরে কাঁদলেন সবাই । মুফতী আসাদুল্লাহ সাইফী

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии • 1

  • @HasanHossain-f3y
    @HasanHossain-f3y 2 месяца назад +1

    জীবনে দুইবার সাক্ষাৎ পাইছি। অনেক চেষ্টার পরে। এমন মানুষ খুঁজে আর পাইনা এখন। দিনের প্রতি , নবীর উম্মতের প্রতি এতো দরদ এতো দায়িত্বশীল মানুষ কই। হুজুরের কথার মধ্যে এমন কিছুর উপস্থিতি আমি লক্ষ করতাম যে বিষয়টি এমন, নবীর একটা উম্মতও যেনো জাহান্নামে না যায় , তাহলে সে যেনো ব্যার্থ হয়ে গেছে। সফল হতে হলে যা যা করা দরকার সেই চেষ্টা করে গেছেন জীবন ভর। কয়েক হাজার মাদ্রাসা প্রতিষ্ঠা করে ফেলেছেন, হাজার হাজার নবীর ওয়ারিশ আলেম বানিয়ে জমিনে ছেড়ে দিয়েছেন তিনটা মিশন দিয়ে। এক, নবীর মহব্বত মানুষের অন্তরে জাগ্রত করা, দুই,ইসলাম ইমান বিনষ্টকারী দাজ্জালুনা কাজ্জাবুনদের প্রতিহত । তিন, ইসলামের সুশীতল বানী মানুষের মধ্যে ছড়িয়ে দেয়া।এতো দরদি মানুষ কোথায় পাই জগতে।