ডঃ খলিলুর রহমান সাহেবের মত মেধাবী, আনর্জাতিক কূটনীতি বিষয়ে অভিজ্ঞ এবং সত্যনিষ্ঠ ব্যক্তিকে শীঘ্রই বর্তমান ছাত্রজনতার বিপ্লবী সরকারে গুরুত্বপূর্ণ বলিষ্ঠ ভূমিকায় দেখতে চাই।
তুলনা করছি না,দাদার কিছুটা মিল আছে কবি নজরুলের সাথে,বৈবাহিক জিবন থেকে শুরু করে অনেকাংশে,বাংলাদেশের জন মানুষের আশার জায়গা পৌছতে গুরুতো পূন ভুমিকা পালন করেন তাহলে বাংগালি ইতিহাসে বাংলাদেশের জন মানুষের রিদয়ে গভীর শোধার সহিত চির সরনীয় হয়ে থাকবেন বলে আমি ব্যকতিগত ভাবে মনে করি পকখানতরে মুজিব, হাসিনার মতো করলে তার পরিনতি
পিনাকি দাদা বাংলাদেশের ফ্যাসিবাদ পতন আন্দোলনের ১ নম্বর অগ্রণী ভূমিকা পালন করছিলেন আপনাকে ১৮ কোটি মানুষের পক্ষ থেকে আমরা প্রবাসীদের পক্ষ থেকেও সশ্রদ্ধ সালাম ও শুভেচ্ছা ❤❤❤❤❤❤❤
এতো সুন্দর সাবলীল বিশ্লেষণ করলেন উনি মুগ্ধ হয়ে শুনলাম এবং অনেক কিছু জানতে এবং বুঝতে পারলাম। উনার কাছে থেকে আরো কিছু জানতে চাই। কৃতজ্ঞতা এবং ধন্যবাদ স্যার কে।
Vai jan pinaki dhruv rathi era mote e Islam k valobashe na era apnader dharmik agroho k kaje lagie utube die poisha kamachche jodi Islam k Valobasto to ora uae ba Arab jeto na ki France Germany
আলহামদুলিল্লাহ দেশের উপকারের কথা আমাদের বড়ো ভাই খলিলুর রহমানকে বার বার অনুরোধ ডক্টর ইউনুছ সাহেবের কাছে খলিলুর রহমান ভাই কে একটি দায়িত্ব দিয়ে দেশ ও দশের উপকার করার জন্য শুভ আকাংকিত আমাদের এই আশা এবং পততাশা করছি
আমি এনাকে অসম্মান করছিনা।কিন্তু এখন যে কেউ আলোচনা করলেই তাকে উপদেষ্টা বানানোর এই আবেগ কেন দেখান??দেশে প্রেসার গ্রুপ প্রয়োজন আছে,বিরোধী গঠনমুলক সমালোচনা দরকার আছে,সবাই যদি উপদেষ্টা হয় তাহলে তাদের গঠনমুলক সমালোচনা করবে কে???বেশি আবেগ ভাল না আসলে।
পিনাকি দাদা বাংলাদেশের ফ্যাসিবাদ পতন আন্দোলনের ১ নম্বর অগ্রণী ভূমিকা পালন করছিলেন আপনাকে ১৮ কোটি মানুষের পক্ষ থেকে আমরা প্রবাসীদের পক্ষ থেকেও সশ্রদ্ধ সালাম ও শুভেচ্ছা
ডঃ মাহমুদুর রহমান একজন সাচ্চা দেশপ্রেমিক.... আওয়ামী ফ্যাসিবাদীর বিরুদ্ধে নাম্বার ওয়ান যোদ্ধা ডঃ মাহমুদুর রহমান.... উনি এমন একজন ব্যক্তি যাকে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, ডঃ কনক সারোয়ার সবাই উনাকে রিয়েল হিরো ভাবে
Vai jan. Pinaki,Dhruv Rathi era holo borno hindu r khub tikhno buddhi wala era, era kintu dharmik gorami mote e valobashena, r era tai vishon muslim biddeshi bhetore, tai to era eder shongshar Europe a peteche era kintu parto u.a.e ba saudi te Seattle hote kintu jai Europe.Pinaki, dhruv aro du tinte ache jara muslim der dhormo Prem k hatiar banie utube er maddhome poisa kamacche
পিনাকীদাদা কে অনেক অনেক ধন্যবাদ l ড : ইউনুস সরকারের উচিৎ সময় থাকতে সকলের মতামতের গুরুত্য দেয়া এবং দেশের গুরুত্যপূর্ণ জায়গা গুলিতে সঠিক মানুষ কে নিয়োগ দেয়া
বাংলাদেশের ভিতরে অস্থিতিশীল করার রিসার্চ ইনস্টিটিউট হলো জগন্নাথ হল। বর্তমানে এই জগন্নাথ হল দেশ অস্থিতিশীল করার পাহাড়ি, লীগ ও হিন্দু সম্প্রদায়গনের প্রধান কার্যালয় ।
ড. খলিলুর রহমান এর গভীর wisdom, সার্বিক অভিজ্ঞতা, কথা বলার কায়দা এত শ্রুতি মধুর এবং পরিষ্কার, সর্বোপরি সহজ ভাষায় বলার যে technique শুনে অভিভূত হয়েছি। যে আলোচনা আজকে হয়েছে তাতে অসঙ্গ সংবাদ জানতে পারলাম। শ্রধেয় স্যারকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে অনুরোধ আপনার অভিজ্ঞতাকে বাংলাদেশের জন্য কাজ করবেন এ আশা করবো। ধন্যবাদ আপনাকে সময় দেয়ার জন্য।
বাংলাদেশের ভিতরে অস্থিতিশীল করার রিসার্চ ইনস্টিটিউট হলো জগন্নাথ হল। বর্তমানে এই জগন্নাথ হল দেশ অস্থিতিশীল করার পাহাড়ি, লীগ ও হিন্দু সম্প্রদায়গনের প্রধান কার্যালয় ।
সুন্দর, সাবলীল ও স্পষ্ট ভাষায় যে আলোচনা শুনছি এটা চলমান থাক। ড. খলিলুর রহমানের মতো আরো যত জাতীয় সম্পদ আছেন তাদের থেকেও দিক নির্দেশনা ও গঠনমূলক আলোচনা শুনতে চাই পিনাকী দা। ধন্যবাদ ড. খলিলুর রহমান স্যারকে ও পিনাকী দাদাকে। ড. খলিলুর রহমান স্যারদের মতো বিজ্ঞ এবং দেশের প্রকৃত কৃতী সন্তান যারা আছেন আল্লাহ তাদের দীর্ঘায়ু দান করুন।
চব্বিশ বিপ্লবের অগ্রসৈনিক ডাঃপিনাকি ভট্টাচার্য ও ড.খলিলুর রহমান স্যারকে সশ্রদ্ধ সালাম। ড.খলিলুর রহমান স্যারের সাথে এক বার কথা হয়েছিল বহু বছর পূর্বে সম্ভবত সংসদ ভবন এরিয়ায় তার বাসায়। আমি এখনো ভুলিনি। অনেকের কাছে এখনো আমি ওনার কথা বলি।আমার দৃষ্টিতে উনি মানুষকে মানুষের মর্যাদা, দেশকে দেশের মর্যাদা দিতে এবং নিতে জানেন।আপনাদের দু'জনের মেধা এবং প্রজ্ঞা দেশের কাজে লাগাতে পারলে ভাল হতো।আমি মনে হয় বোঝাতে পারিনি। আপনাদের মেধা ও প্রজ্ঞা এখনো দেশের কাজেই ব্যায় করছেন। আমি বলতে চাচ্ছি, সরাসরি সম্পৃক্ততার কথা।বগুড়ার মানুষ হয়েও আমার বরিশাল অঞ্চলের ভাষা সুন্দর ভাবে রপ্ত করার জন্য ডাঃ পিনাকী দা'কে আর এক বার ধন্যবাদ।
আমাদের দেশে অনেক মেধাবী মানুষ সত যুগ্য ব্যাক্তি আছেন এদের মধ্যে ডঃ খলিলুর রহমান সাহেবকে সদস্য করার জন্য অনুরুধ জানাচ্ছি। পিনাকী দাদাকে অভিনন্দন। দেশ ও জনগনের জন্য অফুরন্ত ভালোবাসা ভোলার নয়। ❤
দাদা,আমি কোনো প্রকার নেশা করিনি।শুনেছি কোনো কিছুর নেশায় কাউকে একবার পেয়ে বসলে সেটা নাকি ছাড়া কষ্ট সাধ্য।আপনার প্রতিটা এপিসোড আমার কাছে নেশার চেয়েও বেশি। ড:খলিল সাহেবকে যুক্ত করে নেশা আরো বাড়িয়ে দিয়েছেন। এমনিতেই আপনাকে আমরা মনেকরি আমাদের ২৪এর স্বাধীনতার মূল কারিগর। আমাদের স্বাধীনতাকে সমুন্নত রাখার জন্য আপনি আরো ভূমিকা রাখবেন এটাই আমাদের প্রত্যাশা।
বাংলাদেশের ভিতরে অস্থিতিশীল করার রিসার্চ ইনস্টিটিউট হলো জগন্নাথ হল। বর্তমানে এই জগন্নাথ হল দেশ অস্থিতিশীল করার পাহাড়ি, লীগ ও হিন্দু সম্প্রদায়গনের প্রধান কার্যালয় ।
ড. খলিলুর রহমানকে আগত নির্বাচিত সরকার গঠনের পরে উনাকে পররাষ্ট্র মন্ত্রির পদে বসানো আমার মতে অতীব জরুরী। উনার অভিজ্ঞতা কাজে লাগানো আমাদের নেহাতেই প্রয়োজন এবং দরকার।
ড. খলিলুর রহমান সাহেবের জ্ঞানগর্ভ আলোচনাটি মনযোগ সহকারে শুনলাম। উনারমত বিচক্ষণ ও মেধাবী ব্যাক্তির পরামর্শ ও সহযোগিতা আজ এবং আগামীর রাষ্ট্র পরিচালনায় ভীষণ দরকার।
বাংলাদেশের ভিতরে অস্থিতিশীল করার রিসার্চ ইনস্টিটিউট হলো জগন্নাথ হল। বর্তমানে এই জগন্নাথ হল দেশ অস্থিতিশীল করার পাহাড়ি, লীগ ও হিন্দু সম্প্রদায়গনের প্রধান কার্যালয় ।
অনেক অনেক ধন্যবাদ দাদা। যে যে বিষয়গুলো আমাদের জানা ছিল না, সেগুলো আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আরো ধন্যবাদ জানাই, সম্মানিত অতিথি কে, তার মাধ্যমে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবগত হলাম। আশা করি সামনের দিনগুলোতে আরো এই ধরনের আলাপ-আলোচনা আপনার কাছ থেকে শুনতে পারবো। এবং বিশ্ব বরেন্দ্র, খ্যাতিসম্পন্ন মানুষজন বা ব্যক্তিবর্গের দেখা পাবো এবং তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারবো। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। এবং হৃদয়ের অন্তস্থল থেকে অবিরাম সম্মান প্রদর্শন করছি।
শ্রদ্ধেয় ড , ইউনূস সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি ! ভারত বাংলাদেশের গণতান্ত্রের জন্য বড় হুমকি এই বিষয়ে জাতিসংঘের ভাষণে বিস্তারিত তুলে ধরার জন্য আপনা কে বিষেশ ভাবে অনুরোধ জানাচ্ছি ❤🎉
দাদা আপনাকে আরো শ্রদ্ধেয় ভালবাস স্যালুট জানাই আজকে এমন একজন ব্যক্তিকে উপস্থিত করার জন্য। জ্ঞান শেখার কোন শেষ নেই আজ ওনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারলাম শুনতে পারলাম
আজকের আলোচনা আমি মনপ্রান দিয়ে উপভোগ করেছি।আমার এতো ভালো লেগেছে বুঝাতে পারছি না।অনেক কিছুই জেনেছি শিখেছি।শ্রদ্দ্যেয় "খলিল উর রহমান স্যারের বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা কথা খুব ভালো লেগেছে,স্যারে কথার ফাকে হাসি আমাকে খুব মুগ্ধ করেছে। পিনাকী দাদা সহ দুজনকে ধন্যবাদ!
সত্য, এজন্য তাদের গ্রুপটাকে অবসরে পাঠিয়ে বেকার তরুণদের অগ্রাধিকার দেয়া দরকার। একজন বেকার কম টাকায় চলতে সক্ষম সততার সাথে। এটা ইকোনোমিতে বড় ভূমিকা রাখবে
এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। ড.ইউনূস নিজেও একজন বিজ্ঞ মানুষ। আজকের আলোচনার মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পরামর্শগুলো উঠে এসেছে, ড.ইউনূস স্যার বিষয়গুলো বিবেচনায় নিবেন এই প্রত্যাশা রইল। দেশপ্রেমিক পিনাকী দা এবং ড.খলিলুর রহমান কে অশেষ ধন্যবাদ।
@@CopperCondenser আমীন শব্দের অর্থ জানেন😂? ভিন্ন ধর্মের মানুষের ক্ষেত্রে আমীন বলা যাবেনা, এমন নির্দেশ আল-ক্বুরআ-ন এর কোন্ সূরার কোন্ আয়াতে রয়েছে??? আপনাদের মত Conservative মানুষ গুলোর কারণেই ভিন্নধর্মীয় মানুষরা আমাদের ধর্মের এত Negative দিক খুঁজে বের করার সুযোগ পায়!! দয়া করে পড়াশোনা করে, জ্ঞান অর্জন করুন এবং তারপর কথা বলুন🙏🏼! مجيد=মাজীদ আরবী শব্দ এবং আল্লাহর নিরব্বই নামের এক নাম মাজীদ। অথচ এরাবীয়ান খ্রীষ্টানদের নামও মাজীদ রাখা হয় (প্রচূর)। আপনাদের ধারনা হচ্ছে: *আরবী ইসলামের এবং মুসলমানদের বাপ-দাদার ভাষা। সুতরাং আরবী কেবলমাত্র Islamist's জন্য ব্যবহার হওয়া চাই। মনে রাখবেন যে, সব ভাষাতেই সবার অধিকার রয়েছে। (আমীন শব্দের অর্থ হচ্ছে: "এমনই যেন হয়")। পিনাকী ভিন্ন ধর্মের বলে, কেউ একজন তাঁর জন্য প্রার্থনা করলে সেটা কবুল করার জন্য "আমীন" বলা যাবে না? আল্লাহ কি শুধুমাত্র মুসলমানদের জন্য😂💔? আল্লাহ কি ভিন্ন ধর্মের মানুষের রাজ্জাক নন্?
Thank you Pinaki Da,এই ধরনে topics নিয়ে এই সমসত important দেশ প্রেমিক বিজ্ঞ persons দের নিয়ে আলোচনার ব্যাবস্থা করার জন্য। উনাদেরকে দেশর জন্য direct involve করানো উচিত।
অতি সুন্দরভাবে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন স্যার। অবশ্যই পরিবর্তন আসবে সবকিছুতেই তবে একটু সময় লাগবে। একটি দেশের আইনশৃঙ্খলা ব্যাবস্থার উপরে দেশের শান্তি ডিপেন্ডেন্ট করে ।
ডাঃ খলিলুর রহমান স্যার সুন্দর গঠন মূলক পরামর্শ দিয়েছেন। ভারতের সাথে আমাদের সম্পর্ক অবশ্যই সাম্যের ভিত্তিতে হতে হবে। ভারতকে অবশ্যই স্বাধীন বাংলাদেশ হিসেবে প্রাপ্য ন্যায্য সম্মান প্রদান করতে হবে।
ডক্টর পিনাকী ভট্টাচার্য, রাজনৈতিক আপনার মত বিচক্ষণ, সাহসী, বিশ্লেষক এবং দেশপ্রেমিক খুবই প্রয়োজন। এদেশের জনগণ ও ছাত্র জনতার আপনার আসার ব্যবস্থা করে দেওয়া জন্য আহ্বান জানাচ্ছি।🫡🇧🇩
বাংলাদেশের ভিতরে অস্থিতিশীল করার রিসার্চ ইনস্টিটিউট হলো জগন্নাথ হল। বর্তমানে এই জগন্নাথ হল দেশ অস্থিতিশীল করার পাহাড়ি, লীগ ও হিন্দু সম্প্রদায়গনের প্রধান কার্যালয় ।
ডঃ খলিলুর রহমান সাহেবের মত মেধাবী, আনর্জাতিক কূটনীতি বিষয়ে অভিজ্ঞ এবং সত্যনিষ্ঠ ব্যক্তিকে শীঘ্রই বর্তমান ছাত্রজনতার বিপ্লবী সরকারে গুরুত্বপূর্ণ বলিষ্ঠ ভূমিকায় দেখতে চাই।
বাংলাদেশের ভিতরে অস্থিতিশীল করার রিসার্চ ইনস্টিটিউট হলো জগন্নাথ হল। বর্তমানে এই জগন্নাথ হল দেশ অস্থিতিশীল করার পাহাড়ি, লীগ ও হিন্দু সম্প্রদায়গনের প্রধান কার্যালয় ।
খলিল স্যারের প্রথম ইন্টারভিউ দেখলাম, স্যারের সাবলীল আলোচনায় মুগ্ধ হয়েছি। এই এপিসোড থেকে অনেক কিছু জানলাম, বুঝলাম। স্যারের আরও আলোচনা শুনতে চাই। স্যারকে ধন্যবাদ।
পিনাকি দাদা বাংলাদেশের ফ্যাসিবাদ পতন আন্দোলনের ১ নম্বর অগ্রণী ভূমিকা পালন করছিলেন আপনাকে ১৮ কোটি মানুষের পক্ষ থেকে আমরা প্রবাসীদের পক্ষ থেকেও সশ্রদ্ধ সালাম ও শুভেচ্ছা ❤❤❤❤❤❤❤ ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করা হোক দাদা কে কে একমত🤚
আমরা বাংলাদেশী আমাদের হৃদয় আকাশের মতো বিশাল আমরা মালুদের মতো ছোট লোক নই যেহেতু পশ্চিম বঙ্গের লোকেরা আমাদের মাতৃভাষায় কথা বলে, ধর্ম ছাড়া বাকি কৃষ্টি কালচার একই তাই আমি আমার ভাইদের মনে কষ্ট দিতে চাইনা যদিও তারা কালী নামক দুষ্ট জ্বীনের পূজারী যা তাদের অনেকেই জানেনা ।
দাদা একমন একজন ব্যক্তিকে নিয়ে আসলেন। নতুন প্রজন্ম হয়তো উনার সম্পর্কে তেমন জানেন না। আমিও জানতাম না। তবে উনার আলোচনা শুনে বুঝলাম উনি খুবই অভিজ্ঞতাসম্পন্ন মানুষ। দেশের জন্য উনাকে কাজে লাগানো দরকার।
আমি দাদার মাধ্যমে জনাব খলিলুর রহমান স্যারকে সবিনয় অনুরোধ করছি এই মূহুর্তে আপনি আপনার মেধা দিয়ে দেশের ক্রান্তিলগ্নে দেশের এবং আমাদের মত অসহায় মানুষের জন্য ছাত্রজনতার সরকারের হয়ে কাজ করার।
@@TanimaAhmed সমস্যা টা ওখানে নয়, এতদিন বুড়ি মা কেন বকবক করছিল? বলতে পারতো দেশের চাহিদা পূরণ এবং দেশের অর্থনীতির কথা বিবেচনা করে ইলিশ রফতানি হবে। কিন্তু তিনি নাকি ইন্ডিয়ান বর্ডার ই ক্রস করতে দেবে না, তাহলে এখন কেন?
It's acceptable to export products if it boosts our economy. We should focus on our needs before exporting. The present situation is not favorable, resulting in hurt feelings.
আজ ড.খলিল সাহেবের কথা শোনে বুঝলাম উনি একজন ভাল কুটনিতীক।উনাকে বিপ্লবোত্তর অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা হিসাবে পেলে খুবই ভাল হতো।যদি কোনদিন সুযোগ হয় আমি রিকুয়েস্ট করবো উনাকে পররাষ্ট্র উপদেষ্টা হিসাবে নিয়োগ দিতে।যোগ্য লোক যোগ্য স্থানে থাকলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়।
আসলে দেশের পরিস্থিতি কেমন যেনো গুলাটে লাগতেছে....... এক দিকে মারামারি আরেক দিকে জিনিস পত্রের দাম আকাশ ছোয়া...... এই অবস্থা চলতে থাকলে ইউনূস সরকার বেশি দিন টিকতে পারবে না..... সুতরাং এই বিষয় গুলো নিয়ে বিশ্লষণ মূলক আলোচনা চাই
ডঃ খলিলুর রহমান সাহেবের মত মেধাবী, আনর্জাতিক কূটনীতি বিষয়ে অভিজ্ঞ এবং সত্যনিষ্ঠ ব্যক্তিকে শীঘ্রই বর্তমান ছাত্রজনতার বিপ্লবী সরকারে গুরুত্বপূর্ণ বলিষ্ঠ ভূমিকায় দেখতে চাই।
এ সকল লোক রাষ্ট্রের এ্যাসেট। তার বাচনভঙ্গি, আলোচনা খুবই ভালো লাগছে। মহান আল্লাহ পাক স্যারের নেক হায়াত দান করুন।
তুলনা করছি না,দাদার কিছুটা মিল আছে কবি নজরুলের সাথে,বৈবাহিক জিবন থেকে শুরু করে অনেকাংশে,বাংলাদেশের জন মানুষের আশার জায়গা পৌছতে গুরুতো পূন ভুমিকা পালন করেন তাহলে বাংগালি ইতিহাসে বাংলাদেশের জন মানুষের রিদয়ে গভীর শোধার সহিত চির সরনীয় হয়ে থাকবেন বলে আমি ব্যকতিগত ভাবে মনে করি পকখানতরে মুজিব, হাসিনার মতো করলে তার পরিনতি
সহমত!!
সহমত
এটাই তো ট্র্যাজেডি, এরকম গুণী লোকদের সাধারণত: ডাকা হয় না।
পিনাকি দাদা বাংলাদেশের ফ্যাসিবাদ পতন আন্দোলনের ১ নম্বর অগ্রণী ভূমিকা পালন করছিলেন আপনাকে ১৮ কোটি মানুষের পক্ষ থেকে আমরা প্রবাসীদের পক্ষ থেকেও সশ্রদ্ধ সালাম ও শুভেচ্ছা ❤❤❤❤❤❤❤
আওয়ামীলীগ বাদ দিবেন না?
Right
দাদা বাংলাদেশের একজন অঘোষিত উপদেষ্টা। তাঁর দীর্ঘ সুস্হ জীবনের দোআ রইলো॥
❤❤❤❤❤❤❤❤❤❤
আল্লাহর পরে দাদা ২আছেন
এতো সুন্দর সাবলীল বিশ্লেষণ করলেন উনি মুগ্ধ হয়ে শুনলাম এবং অনেক কিছু জানতে এবং বুঝতে পারলাম। উনার কাছে থেকে আরো কিছু জানতে চাই। কৃতজ্ঞতা এবং ধন্যবাদ স্যার কে।
Vai jan pinaki dhruv rathi era mote e Islam k valobashe na era apnader dharmik agroho k kaje lagie utube die poisha kamachche jodi Islam k Valobasto to ora uae ba Arab jeto na ki France Germany
ড.ইউনুস সাহেবের প্রতি সবিনয় অনুরোধ করছি, জনাব খলিলুর রহমানকে উপদেষ্টা পরিষদের সদস্য করুন।
I doubt if he has the enough courage to tell the truth openly.
আলহামদুলিল্লাহ দেশের উপকারের কথা আমাদের বড়ো ভাই খলিলুর রহমানকে বার বার অনুরোধ ডক্টর ইউনুছ সাহেবের কাছে খলিলুর রহমান ভাই কে একটি দায়িত্ব দিয়ে দেশ ও দশের উপকার করার জন্য শুভ আকাংকিত আমাদের এই আশা এবং পততাশা করছি
১০০% রাইট
উনি অবসরে চলে গেছেন
আমি এনাকে অসম্মান করছিনা।কিন্তু এখন যে কেউ আলোচনা করলেই তাকে উপদেষ্টা বানানোর এই আবেগ কেন দেখান??দেশে প্রেসার গ্রুপ প্রয়োজন আছে,বিরোধী গঠনমুলক সমালোচনা দরকার আছে,সবাই যদি উপদেষ্টা হয় তাহলে তাদের গঠনমুলক সমালোচনা করবে কে???বেশি আবেগ ভাল না আসলে।
পিনাকি দাদা বাংলাদেশের ফ্যাসিবাদ পতন আন্দোলনের ১ নম্বর অগ্রণী ভূমিকা পালন করছিলেন আপনাকে ১৮ কোটি মানুষের পক্ষ থেকে আমরা প্রবাসীদের পক্ষ থেকেও সশ্রদ্ধ সালাম ও শুভেচ্ছা
কিন্তু কেউ তাকে দেশে ফেরাতে কোন উদ্যোগ নিচ্ছে না।কত অকৃতজ্ঞ জাতি আমরা!
ডঃ মাহমুদুর রহমান একজন সাচ্চা দেশপ্রেমিক.... আওয়ামী ফ্যাসিবাদীর বিরুদ্ধে নাম্বার ওয়ান যোদ্ধা ডঃ মাহমুদুর রহমান.... উনি এমন একজন ব্যক্তি যাকে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, ডঃ কনক সারোয়ার সবাই উনাকে রিয়েল হিরো ভাবে
Salam dada❤
ডঃ খলিলুর রহমান স্যার এবং পিনাকি দাদার প্রতিটা আলোচনায় আমরা নতুন করে স্বপ্ন বুনতে শিখি। দেশ মাতৃকার গর্বিত এই সন্তানগুলো দীর্ঘজীবি হউন♥️♥️✌️✌️
Vai jan. Pinaki,Dhruv Rathi era holo borno hindu r khub tikhno buddhi wala era, era kintu dharmik gorami mote e valobashena, r era tai vishon muslim biddeshi bhetore, tai to era eder shongshar Europe a peteche era kintu parto u.a.e ba saudi te Seattle hote kintu jai Europe.Pinaki, dhruv aro du tinte ache jara muslim der dhormo Prem k hatiar banie utube er maddhome poisa kamacche
পিনাকীদাদা কে অনেক অনেক ধন্যবাদ l ড : ইউনুস সরকারের উচিৎ সময় থাকতে সকলের মতামতের গুরুত্য দেয়া এবং দেশের গুরুত্যপূর্ণ জায়গা গুলিতে সঠিক মানুষ কে নিয়োগ দেয়া
ঠিক বলেছেন
সহমত
ধন্যবাদ পিনাকী দা,, আপনি দ্বিতীয় স্বাধীনতার অন্যতম পৃষ্ঠপোষক, আপনি দীর্ঘজীবী হোন ❤❤🇧🇩🇧🇩
বাংলাদেশের ভিতরে অস্থিতিশীল করার রিসার্চ ইনস্টিটিউট হলো জগন্নাথ হল। বর্তমানে এই জগন্নাথ হল দেশ অস্থিতিশীল করার পাহাড়ি, লীগ ও হিন্দু সম্প্রদায়গনের প্রধান কার্যালয় ।
স্বাধীন দেশ নাকি আবার স্বাধীনতা অর্জন করেছে যারা বলেছেন তাঁরাই কুশিক্ষিত মেধাবী কুলাংগার
মন্ত্রমুগ্ধের মতো এই বিজ্ঞ স্যারে কথা গুলা শুনলাম। পিনাকী দা কে ধন্যবাদ এমন গুণী মানুষের কথা শুনানোর জন্য
খুবই জ্ঞানগর্ভ আলোচনা। চমৎকার বিশ্লেষণ। খলিল ভাই আপনাকে ধন্যবাদ। দাদাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনা।আপনার জন্য ভালবাসা নিরন্তর।
সুন্দর একটা আলোচনা।বড় ভাইকে আগের এপিসোডে দেখেছি। এবারও দেখলাম। দারুন একজন মানুষ। শ্রদ্ধা রইল। ❤
ড. খলিলুর রহমান এর গভীর wisdom, সার্বিক অভিজ্ঞতা, কথা বলার কায়দা এত শ্রুতি মধুর এবং পরিষ্কার, সর্বোপরি সহজ ভাষায় বলার যে technique শুনে অভিভূত হয়েছি। যে আলোচনা আজকে হয়েছে তাতে অসঙ্গ সংবাদ জানতে পারলাম। শ্রধেয় স্যারকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে অনুরোধ আপনার অভিজ্ঞতাকে বাংলাদেশের জন্য কাজ করবেন এ আশা করবো। ধন্যবাদ আপনাকে সময় দেয়ার জন্য।
খুবই জ্ঞানগর্ভ আলোচনা। চমৎকার বিশ্লেষণ। খলিল ভাই আপনাকে ধন্যবাদ ....
ধন্যবাদ পিনাকী দা,, আপনি দ্বিতীয় স্বাধীনতার অন্যতম পৃষ্ঠপোষক, আপনি দীর্ঘজীবী হোন
বাংলাদেশের ভিতরে অস্থিতিশীল করার রিসার্চ ইনস্টিটিউট হলো জগন্নাথ হল। বর্তমানে এই জগন্নাথ হল দেশ অস্থিতিশীল করার পাহাড়ি, লীগ ও হিন্দু সম্প্রদায়গনের প্রধান কার্যালয় ।
অসাধারন আলোচনা। অনেক অজানা বিষয় জানলাম ডক্টর খলিলুর রহমানের কাছ থেকে।
আমি এই প্রথম ডঃ খলিলুর রহমানের আলোচনা শুনলাম।
মুখের বাচনভঙ্গি অসাধারণ।❤❤❤❤❤❤❤
Excellent talk-show ❤❤
সুন্দর, সাবলীল ও স্পষ্ট ভাষায় যে আলোচনা শুনছি এটা চলমান থাক। ড. খলিলুর রহমানের মতো আরো যত জাতীয় সম্পদ আছেন তাদের থেকেও দিক নির্দেশনা ও গঠনমূলক আলোচনা শুনতে চাই পিনাকী দা। ধন্যবাদ ড. খলিলুর রহমান স্যারকে ও পিনাকী দাদাকে। ড. খলিলুর রহমান স্যারদের মতো বিজ্ঞ এবং দেশের প্রকৃত কৃতী সন্তান যারা আছেন আল্লাহ তাদের দীর্ঘায়ু দান করুন।
❤❤❤❤❤ আমীন ❤❤❤❤❤
চব্বিশ বিপ্লবের অগ্রসৈনিক ডাঃপিনাকি ভট্টাচার্য ও ড.খলিলুর রহমান স্যারকে সশ্রদ্ধ সালাম। ড.খলিলুর রহমান স্যারের সাথে এক বার কথা হয়েছিল বহু বছর পূর্বে সম্ভবত সংসদ ভবন এরিয়ায় তার বাসায়। আমি এখনো ভুলিনি। অনেকের কাছে এখনো আমি ওনার কথা বলি।আমার দৃষ্টিতে উনি মানুষকে মানুষের মর্যাদা, দেশকে দেশের মর্যাদা দিতে এবং নিতে জানেন।আপনাদের দু'জনের মেধা এবং প্রজ্ঞা দেশের কাজে লাগাতে পারলে ভাল হতো।আমি মনে হয় বোঝাতে পারিনি। আপনাদের মেধা ও প্রজ্ঞা এখনো দেশের কাজেই ব্যায় করছেন। আমি বলতে চাচ্ছি, সরাসরি সম্পৃক্ততার কথা।বগুড়ার মানুষ হয়েও আমার বরিশাল অঞ্চলের ভাষা সুন্দর ভাবে রপ্ত করার জন্য ডাঃ পিনাকী দা'কে আর এক বার ধন্যবাদ।
জনাব খলিলুর রহমানের আলোচনা শুনে আবাক এবং আবেগাপ্লুত হয়েছি।এতো নিখুন এবং এমন সোনার মানুষ আমার দেশের,ভাবতে হৃদয় শীতল হয়।শ্রদ্ধা এবং ভালোবাসা আবিরাম...
শ্রদ্ধা অবিরাম।
ধন্যবাদ
শ্রদ্ধা এবং সম্মান উনার প্রতি।
আমাদের দেশে অনেক মেধাবী মানুষ সত যুগ্য ব্যাক্তি আছেন এদের মধ্যে ডঃ খলিলুর রহমান সাহেবকে সদস্য করার জন্য অনুরুধ জানাচ্ছি। পিনাকী দাদাকে অভিনন্দন। দেশ ও জনগনের জন্য অফুরন্ত ভালোবাসা ভোলার নয়। ❤
দাদা,আমি কোনো প্রকার নেশা করিনি।শুনেছি কোনো কিছুর নেশায় কাউকে একবার পেয়ে বসলে সেটা নাকি ছাড়া কষ্ট সাধ্য।আপনার প্রতিটা এপিসোড আমার কাছে নেশার চেয়েও বেশি। ড:খলিল সাহেবকে যুক্ত করে নেশা আরো বাড়িয়ে দিয়েছেন। এমনিতেই আপনাকে আমরা মনেকরি আমাদের ২৪এর স্বাধীনতার মূল কারিগর। আমাদের স্বাধীনতাকে সমুন্নত রাখার জন্য আপনি আরো ভূমিকা রাখবেন এটাই আমাদের প্রত্যাশা।
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊
❤❤
Me to
😀🤍
❤Right❤
ইন্ডিয়া মুক্ত বাংলাদেশ দেখতে চাই ইনশাআল্লাহ, শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ দেখতে চাই ইনশাআল্লাহ, ইনকিলাব জিন্দাবাদ ইনশাআল্লাহ, 🇧🇩❤️🇵🇸💪✊✊✊✊
ইলিশ দিয়ে ইন্ডিয়া মুক্ত করতেছেন। 😂
ইলিশ তো বাঙালীর প্রিয় মাছ। আমরা বাংলাদেশীরা অন্যদের মতো নই। @@feelsongs2614
আল্লাহ তোর কথা শুনেছে,,ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলতে দম লেগে যায় কি না দেখিস
❤
❤
দেশ ও জাতির স্বার্থে এরকম জ্ঞানি ও মেধাবী ভাইদের কাজে লাগাতে হবে। আল্লাহর কাছে শুকরিয়া যে আমাদের দেশ সিকিম হওয়ার পুর্বেই আবার স্বাধীন হয়েছে।
Sikkim er manusjon toder theke onek valo ache..
দাদা আপনার প্রতিবেদনের অপেক্ষায় থাকি। আমাদের দেশের অহংকার, আমাদের গর্ব শ্রদ্ধেয় পিনাকী দাদা। আমরা আপনাকে অনেক অনেক ভালোবাসি আর শ্রদ্ধা করি
সহমত
@@zakeraakhter5113 ধন্যবাদ
ডক্টর খলিলুর রহমানকে অশেষ ধন্যবাদ। বাংলাদেশে তাঁর মত একজন যোগ্য নেতার
আশু প্রয়োজন।
বাংলাদেশের ভিতরে অস্থিতিশীল করার রিসার্চ ইনস্টিটিউট হলো জগন্নাথ হল। বর্তমানে এই জগন্নাথ হল দেশ অস্থিতিশীল করার পাহাড়ি, লীগ ও হিন্দু সম্প্রদায়গনের প্রধান কার্যালয় ।
ড. খলিলুর রহমানকে আগত নির্বাচিত সরকার গঠনের পরে উনাকে পররাষ্ট্র মন্ত্রির পদে বসানো আমার মতে অতীব জরুরী। উনার অভিজ্ঞতা কাজে লাগানো আমাদের নেহাতেই প্রয়োজন এবং দরকার।
আমরা এমন সরকার চাই যারা সকল সংকট থেকে দেশকে মুকত করতে পারবে আর এগিয়ে নিতে পারবে।ধন্যবাদ আপনাদের।
আলহামদুলিল্লাহ
ডাঃ খলিল বাংলাদেশর গর্ব
এবং পিনাকী সাবেক কে জানাই অন্তরের অন্তঃস্থলে থেকে অভিনন্দন ❤
দাদা আপনাকে খুব ভালোবাসি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা ❤️❤️
খুবই সুন্দর আলোচনা করার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ..... ❤❤❤
ড. খলিলুর রহমান সাহেবের জ্ঞানগর্ভ আলোচনাটি মনযোগ সহকারে শুনলাম। উনারমত বিচক্ষণ ও মেধাবী ব্যাক্তির পরামর্শ ও সহযোগিতা আজ এবং আগামীর রাষ্ট্র পরিচালনায় ভীষণ দরকার।
বাংলাদেশের ভিতরে অস্থিতিশীল করার রিসার্চ ইনস্টিটিউট হলো জগন্নাথ হল। বর্তমানে এই জগন্নাথ হল দেশ অস্থিতিশীল করার পাহাড়ি, লীগ ও হিন্দু সম্প্রদায়গনের প্রধান কার্যালয় ।
ড খলিল অত্যন্ত ভালো বলেন, ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ দাদা। যে যে বিষয়গুলো আমাদের জানা ছিল না, সেগুলো আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আরো ধন্যবাদ জানাই, সম্মানিত অতিথি কে, তার মাধ্যমে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবগত হলাম। আশা করি সামনের দিনগুলোতে আরো এই ধরনের আলাপ-আলোচনা আপনার কাছ থেকে শুনতে পারবো। এবং বিশ্ব বরেন্দ্র, খ্যাতিসম্পন্ন মানুষজন বা ব্যক্তিবর্গের দেখা পাবো এবং তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারবো। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। এবং হৃদয়ের অন্তস্থল থেকে অবিরাম সম্মান প্রদর্শন করছি।
দাদা আপনাকে অনেক ধন্যবাদ যে এই রকম এক জন ব্যাকত্তির সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য
দাদা ধন্যবাদ দিয়ে ছোট করবনা।ইউনুছ সরকারের উচিত এই মুহূর্তে ওনাদের সন্মানের দিয়ে দেশের উচ্ছ জায়গাই বসানো।যার যার ডিগ্রি অনুযায়ী ❤❤❤
বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কে পরিবর্তন করে এই ডঃ খলিল কে নিয়োগ দেওয়া হোক।
স্যার আমি এর প্রত্যক্ষ দর্শী। আমি কুয়েত থেকে এই প্রোগ্রাম দেখছি, অত্যন্ত শিক্ষণীয় ও গুরুত্ব পূর্ণ আলোচনা.
ডঃখলিল স্যারকে অসংখ্য ধন্যবাদ
জিবনে কখনো টক শো দেখি না আবার এতক্ষণ আলাপ শুনি না শুধু পিনাকি দাদার আপডেট গুলো দেখি ও বক্তব্য গুলো শুনি
দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ডঃ খলিলুর রহমানকে আবার আনার জন্য। আশা করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আপনার এই অনুষ্ঠান দেখছেন।
ধন্যবাদ ডক্টর খলিলুর রহমান স্যার। আপনার মূল্যবান অনেক ভালো লাগলো। আমরা বাঙালিরা চাই আমার বাংলাদেশের সাথে বিশ্বের সকল দেশ সরাসরি ডিল করুক।
শ্রদ্ধেয় ড , ইউনূস সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি !
ভারত বাংলাদেশের গণতান্ত্রের জন্য বড় হুমকি এই বিষয়ে জাতিসংঘের ভাষণে বিস্তারিত তুলে ধরার জন্য আপনা কে বিষেশ ভাবে অনুরোধ জানাচ্ছি ❤🎉
এখন কি গনতন্ত্রের জন্য হুমকি না?
দাদা আপনাকে আরো শ্রদ্ধেয় ভালবাস স্যালুট জানাই আজকে এমন একজন ব্যক্তিকে উপস্থিত করার জন্য। জ্ঞান শেখার কোন শেষ নেই আজ ওনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারলাম শুনতে পারলাম
আলহামদুলিল্লাহ
নিশ্চয় আমাদের সামনে উত্তম সময় আসছে।আল্লাহ বলেছেন হে আমার বান্দারা তোমরা আমার রহমত হতে নিরাশ হয়োনা।
আল্লাহুমা আমিন।
Aameen
আজকের আলোচনা আমি মনপ্রান দিয়ে উপভোগ করেছি।আমার এতো ভালো লেগেছে বুঝাতে পারছি না।অনেক কিছুই জেনেছি শিখেছি।শ্রদ্দ্যেয় "খলিল উর রহমান স্যারের বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা কথা খুব ভালো লেগেছে,স্যারে কথার ফাকে হাসি আমাকে খুব মুগ্ধ করেছে।
পিনাকী দাদা সহ দুজনকে ধন্যবাদ!
ডাঃ খলিলুর রহমান স্যারকে আমাদের দেশের ইতিবাচক কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে। অবশ্যই তাঁর মেধা এবং অভিজ্ঞতাকে আমাদের কাজে লাগাতে হবে 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
ধন্যবাদ দাদা। আমাদের তিন পারবত্য জেলার সারবিক অবস্থা নিয়ে একটা এপিসোড চাই।
বাংলাদেশের একটা স্বাধীন পররাষ্ট্র নীতি চাই। এটা এখন সময়ের দাবী।
যারা ৩০/৪০ হাজার টাকা বেতন পেতো, আর মাসে ২/৩ লাখ টাকা খরচ করতো, তাদের পক্ষে নতুন বাংলাদেশটা মেনে নেয়া বড়ই কষ্টকর!!
Exactly..subidhabhogi ra notun bangladesh mante parche na.
সত্য, এজন্য তাদের গ্রুপটাকে অবসরে পাঠিয়ে বেকার তরুণদের অগ্রাধিকার দেয়া দরকার। একজন বেকার কম টাকায় চলতে সক্ষম সততার সাথে। এটা ইকোনোমিতে বড় ভূমিকা রাখবে
শতভাগ সত্য মন্তব্য করেছেন!❤
❤❤❤❤@@sxw_hint9089
@@sxw_hint9089❤❤❤❤
এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। ড.ইউনূস নিজেও একজন বিজ্ঞ মানুষ। আজকের আলোচনার মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পরামর্শগুলো উঠে এসেছে, ড.ইউনূস স্যার বিষয়গুলো বিবেচনায় নিবেন এই প্রত্যাশা রইল। দেশপ্রেমিক পিনাকী দা এবং ড.খলিলুর রহমান কে অশেষ ধন্যবাদ।
দাদার প্রায় অনুষ্ঠান অসাধারণ হয়ে থাকে।❤❤❤
ড.রহমান ও উনার মত অভিজ্ঞ ব্যাক্তিরা সরকার সরাসরি চাক বা চাক,জাতির প্রয়োজনে স্ব প্রনোদিত হয়ে পরামর্শ ও সহায়তা প্রদানে এগিয়ে আসার বিনীত অনুরোধ জানাচ্ছি।
Zazakallahu Khair to India with Hasina! Insha Allah!! Ameen!!!
আপনাদের মতো বীর দেশপ্রেমিক এ দেশের প্রতিটা ঘরে ঘরে জন্ম নিক। আল্লাহপাক আপনাদের দীর্ঘ সুস্থ হায়াত দান করুণ , আমিন।
আমীন, সুম্মা আমীন 🤲❤️
কারে কি কওন পিনাকী দাদা তো মালায়ন😅😅উনি আমিনের উপযুক্ত কিভাবে
@@CopperCondenser আমীন শব্দের অর্থ জানেন😂?
ভিন্ন ধর্মের মানুষের ক্ষেত্রে আমীন বলা যাবেনা, এমন নির্দেশ আল-ক্বুরআ-ন এর কোন্ সূরার কোন্ আয়াতে রয়েছে???
আপনাদের মত Conservative মানুষ গুলোর কারণেই ভিন্নধর্মীয় মানুষরা আমাদের ধর্মের এত Negative দিক খুঁজে বের করার সুযোগ পায়!!
দয়া করে পড়াশোনা করে, জ্ঞান অর্জন করুন এবং তারপর কথা বলুন🙏🏼! مجيد=মাজীদ আরবী শব্দ এবং আল্লাহর নিরব্বই নামের এক নাম মাজীদ। অথচ এরাবীয়ান খ্রীষ্টানদের নামও মাজীদ রাখা হয় (প্রচূর)।
আপনাদের ধারনা হচ্ছে: *আরবী ইসলামের এবং মুসলমানদের বাপ-দাদার ভাষা। সুতরাং আরবী কেবলমাত্র Islamist's জন্য ব্যবহার হওয়া চাই।
মনে রাখবেন যে, সব ভাষাতেই সবার অধিকার রয়েছে।
(আমীন শব্দের অর্থ হচ্ছে: "এমনই যেন হয়")। পিনাকী ভিন্ন ধর্মের বলে, কেউ একজন তাঁর জন্য প্রার্থনা করলে সেটা কবুল করার জন্য "আমীন" বলা যাবে না? আল্লাহ কি শুধুমাত্র মুসলমানদের জন্য😂💔?
আল্লাহ কি ভিন্ন ধর্মের মানুষের রাজ্জাক নন্?
@@CopperCondenser এই মন্তব্যে highlight করলেন কোন্ ভাষাবিদ মহাপন্ডিত?
খুবই জ্ঞানগর্ভ আলোচনা। চমৎকার বিশ্লেষণ। খলিল ভাই আপনাকে ধন্যবাদ। দাদাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনা।আপনার জন্য ভালবাসা নিরন্তর।
Thank you Pinaki Da,এই ধরনে topics নিয়ে এই সমসত important দেশ প্রেমিক বিজ্ঞ persons দের নিয়ে আলোচনার ব্যাবস্থা করার জন্য। উনাদেরকে দেশর জন্য direct involve করানো উচিত।
অতি সুন্দরভাবে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন স্যার। অবশ্যই পরিবর্তন আসবে সবকিছুতেই তবে একটু সময় লাগবে।
একটি দেশের আইনশৃঙ্খলা ব্যাবস্থার উপরে দেশের শান্তি ডিপেন্ডেন্ট করে ।
দাদা উপদেষ্টাদের কে নিয়ে আরো কিছু বলা উচিত দাদা। এরকম হাই প্রোফাইলের কিছু লোককে উপদেষ্টা নিয়ক করানোর জন্য অনুরোধ করা হোক।
"নিয়োগ"
খলিল সাহেব আসলেই খুব প্রানবন্ত ও চমৎকার। আল্লাহ উনাকে আর আপনাকে হেফাজত করুন।
বাংলাদেশের উন্নয়ন এ অতিথি স্যার ভূমিকা রাখার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি, সেসঙ্গে অবশ্যই পিনাকী দা-কেও।
অসাধারণ, মনোমুগ্ধকর আলোচনা, অনেক ধন্যবাদ❤️❤️❤️
ডাঃ খলিলুর রহমান স্যার সুন্দর গঠন মূলক পরামর্শ দিয়েছেন। ভারতের সাথে আমাদের সম্পর্ক অবশ্যই সাম্যের ভিত্তিতে হতে হবে। ভারতকে অবশ্যই স্বাধীন বাংলাদেশ হিসেবে প্রাপ্য ন্যায্য সম্মান প্রদান করতে হবে।
অসাধারণ আলোচনা মনোমুগ্ধ হয়ে শুনলাম জানলাম অনেক কিছু। শুভ কামনা উভয়ের জন্য। ভালোবাসা অবিরাম।
ডঃখলিলুর রহমান সাহেবকে জানাই অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ ❤
ভারতে ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা করা হোক আমার সাথে কে কে একমত
দেশের ১৬ কোটি মানুষ চায় ইলিশ ভারতে রপ্তানি বন্ধ করা হউক।
পূজাতে ইলিশ দেওয়া উচিত
Ji vhai sohomot
সহমত প্রকাশ করছি
ইলিশের বদলে আপা
অসম্ভব প্রাণোচ্ছল আলোচনা , দু'জনাকেই ধন্যবাদ।
ডক্টর পিনাকী ভট্টাচার্য, রাজনৈতিক আপনার মত বিচক্ষণ, সাহসী, বিশ্লেষক এবং দেশপ্রেমিক খুবই প্রয়োজন। এদেশের জনগণ ও ছাত্র জনতার আপনার আসার ব্যবস্থা করে দেওয়া জন্য আহ্বান জানাচ্ছি।🫡🇧🇩
ডা. পিনাকী ভট্টাচার্য শ্রদ্ধেয় ড.খলিলুর রহমান আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
অসাধারণ আলোচনা। যাযাক আল্লাহ খায়ের।।।
খলিল সাহেব এর কথা গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান এবং উঁচু মানের উনাকে বিপ্লবী ধন্যবাদ।।
বাংলাদেশের ভিতরে অস্থিতিশীল করার রিসার্চ ইনস্টিটিউট হলো জগন্নাথ হল। বর্তমানে এই জগন্নাথ হল দেশ অস্থিতিশীল করার পাহাড়ি, লীগ ও হিন্দু সম্প্রদায়গনের প্রধান কার্যালয় ।
ডঃ খলিলুর রহমান সাহেবের মত মেধাবী, আনর্জাতিক কূটনীতি বিষয়ে অভিজ্ঞ এবং সত্যনিষ্ঠ ব্যক্তিকে শীঘ্রই বর্তমান ছাত্রজনতার বিপ্লবী সরকারে গুরুত্বপূর্ণ বলিষ্ঠ ভূমিকায় দেখতে চাই।
বাংলাদেশের ভিতরে অস্থিতিশীল করার রিসার্চ ইনস্টিটিউট হলো জগন্নাথ হল। বর্তমানে এই জগন্নাথ হল দেশ অস্থিতিশীল করার পাহাড়ি, লীগ ও হিন্দু সম্প্রদায়গনের প্রধান কার্যালয় ।
ভারতে ইলিশ রপ্তানি বন্ধ হোক
কে কে একমত
Ete bharater ki khati karbi
@@SubrataMukherjee-h6n Eta Ki Bangla Na Hindi?
বন্ধ করবে কেন বন্ধ করলে চোরাচালান শুরু হবে দেশ রাজ্বস্য থেকে বঞ্চিত হবে।
Agree
রপ্তানি হলে সমস্যা কি ভালো দামে বিক্রি করে বিদেশি মুদ্রা বাংলা দেশের জন্য এখন খুবই বেশি প্রয়োজন।
দেশে শান্তি ফিরুক এটাই চাই🌹
খলিল স্যারের প্রথম ইন্টারভিউ দেখলাম, স্যারের সাবলীল আলোচনায় মুগ্ধ হয়েছি। এই এপিসোড থেকে অনেক কিছু জানলাম, বুঝলাম। স্যারের আরও আলোচনা শুনতে চাই। স্যারকে ধন্যবাদ।
ভাই পার্বত্য তিন জেলা সম্পর্কে যে ঘটনা ঘটে যাচ্ছে সে বিষয়ে আপনি আপনি একটি ভিডিও বানিয়ে দেবেন।"অনুগ্রহপূর্বক "
এই বিষয়ে সচেতন বাঙ্গালীদের দৃষ্টি আকর্ষণ করছি।
পিনাকি 32:07 ডা: আর কি বলবেন,বলবেন হাসিনার প্রেতাত্বারা এসব ঘটাচ্ছে।
আমি মনে প্রাণে বিশ্বাস করি পিনাকি দাদা এবং ডঃ খলিল সাহেব অনেক কিছু করতে পারবেন দেশের জন্য এবং দেশের মানুষের জন্য। দোয়া ও শুভকামনা রইল দাদা।
খুব গুরুত্বপূর্ণ আলোচনা,ধন্যবাদ দ,জনকে।আলোচনা অব্যাহত রাখার অনুরোধ রইলো।
পিনাকি দাদা বাংলাদেশের ফ্যাসিবাদ পতন আন্দোলনের ১ নম্বর অগ্রণী ভূমিকা পালন করছিলেন আপনাকে ১৮ কোটি মানুষের পক্ষ থেকে আমরা প্রবাসীদের পক্ষ থেকেও সশ্রদ্ধ সালাম ও শুভেচ্ছা ❤❤❤❤❤❤❤
ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করা হোক দাদা
কে কে একমত🤚
১৮ কোটির মধ্যে আওয়ামী লীগের জনগন বাদ দিবেন না।
ডা.পিনাকী দাদা + ড.খলিলুর রহমান best talkshow ever!
আমরা চাই ডঃইউনুস সাহেব বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতি নিয়ে যেনো আলোচনা করেন,
সুদের বেপারী কি করে আদার জাহাজের খবর রাখবে 😅😅
@@CopperCondenser চা বিক্রি করে তো আর নোবেলজয়ী হোননি।
@@khadijatanni4071 হালাল হারামের পার্থক্য কি বুঝেন?কুশিক্ষিত মেধাবী হলে বুঝে আসার কথা না
@@khadijatanni4071 হালাল হারামের পার্থক্য কি বুঝে ন?কুশিক্ষিত মেধাবী হলে বুঝে আসার কথা না 🕵️♀️
@@khadijatanni4071 হালাল হারামের পার্থক্য কি বুঝে ন?
স্বাধীন বাংলাদেশের পিনাকি দাদা আপনাকে বাংলাদেশের মানুষ স্বাগতম জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে
খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দাদাকে অসংখ্য ধন্যবাদ। খলিল ভাইকেও ধন্যবাদ মূল্যবান অভিজ্ঞতা শেয়ার করার জন্য🌹
আসসালামুয়ালাইকুম খলিলুল রহমান সাহেবের জাতির বাংলাদেশের উপদেষ্টা বানানো হোক ❤ ডঃ ইউনুস সাহেব লোক খুজে পায় না বাংলাদেশ
খলিলুর রহমানের বক্তব্য এবং ওনার মেধার প্রাধান্য দিতে হবে। অসাধারণ লেগেছে।
পিনাকি দদাকে ধন্যবাদ জানায় খলিলুর রহমানকে আবিষ্কার করার জন্য।
দাদা আপনার ফিরে আসার অপেক্ষায় আপনার প্রিয় মানুষগুলো।
অনেক কিছুই জানলাম। ধন্যবাদ দাদা ও স্যার খলিলুর রহমান।❤❤❤❤❤❤❤❤❤❤
ডঃ খলিলুর রহমান এবং পিনাকীর আলোচনা বাংলাদেশের জন্য পথ প্রদর্শক।
ভারতে ইলিশ রপ্তানি বন্ধ হোক।
আমার সাথে কে কে একমত লাইক দিন।
সহমত
বর্ডারে নজর রাখতে হবে
Ek mot na .. karon amra nejjotar vittite export kortei pari
আমরা বাংলাদেশী আমাদের হৃদয় আকাশের মতো বিশাল আমরা মালুদের মতো ছোট লোক নই যেহেতু পশ্চিম বঙ্গের লোকেরা আমাদের মাতৃভাষায় কথা বলে, ধর্ম ছাড়া বাকি কৃষ্টি কালচার একই তাই আমি আমার ভাইদের মনে কষ্ট দিতে চাইনা যদিও তারা কালী নামক দুষ্ট জ্বীনের পূজারী যা তাদের অনেকেই জানেনা ।
আমি
দাদা একমন একজন ব্যক্তিকে নিয়ে আসলেন। নতুন প্রজন্ম হয়তো উনার সম্পর্কে তেমন জানেন না। আমিও জানতাম না। তবে উনার আলোচনা শুনে বুঝলাম উনি খুবই অভিজ্ঞতাসম্পন্ন মানুষ। দেশের জন্য উনাকে কাজে লাগানো দরকার।
নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে কে কে ছুটে আসোছো লাভ রিয়েক্ট করো
❤
🤣🤣🤣🤣🤣🤣🤣
ঠিক যেভাবে মালিক ডাকলে কুকুরছানারা ছুটে আসে 😍
@@proletariat_2024ওহ তাই তুমিও ছুটে আসছো??😂😂
@@rezaulislam4570 নাহ আমি জাতিসংঘ ইউনুস লিখে সার্চ দিছিলাম, আমি তো আপনাদের মত উনার মুরিদ না
আমি দাদার মাধ্যমে জনাব খলিলুর রহমান স্যারকে সবিনয় অনুরোধ করছি এই মূহুর্তে আপনি আপনার মেধা দিয়ে দেশের ক্রান্তিলগ্নে দেশের এবং আমাদের মত অসহায় মানুষের জন্য ছাত্রজনতার সরকারের হয়ে কাজ করার।
ধন্যবাদ উভয় কে।
অনেক সুন্দর আলোচনা ধন্যবাদ উভয়কে
কাঁঠাল রানী , হাসু বু, জয় বাংলা কে
ভিন্নভাবে, অন্যভাবে জন্ম দেওয়ার জন্য
ইতিহাসের পাতায় অনন্য হয়ে থাকবেন
শুভকামনা ও অফুরন্ত ভালোবাসা রইল❤
ড. খলিলুর রহমান স্যার আফনার ভয়েসটা খুবই চমৎকার।
এ কন্ঠে কবিতা আবৃত্তি খুবই ভালো শুনাবে।
এটা কি, এই ধরনের হ্যাংলা আব্দার কিংবা ফালতু মন্তব্যের ফ্ল্যাট ফর্ম 😂😂😂😂?
আলোচনা/বিশ্লেষণ গুলো অনেক তথ্য সমৃধ, অনেক কিছু জানতে পারলাম। এমন আলোচনা/বিশ্লেষণ আমাদের সঠিক তথ্য জানতে সহযোগিতা করবে। আশা করছি এটা চলমান থাকবে।
এমন একজন কূটনীতিক অভিজ্ঞ মানুষ বাংলাদেশের গর্ব। আলোচনা খুব ভালো লেগেছে।
দাদা আপনাদের মূল্যবান আলোচনায় অনেক বিষয় জানলাম বুঝলাম। আপনাকে এবং ড. খলিলুর রহমান ভাইকে অনেক অনেক ধন্যবাদ । আপনাদের দীর্ঘায়ু কামনা করছি।
উভয় প্রাজ্ঞ ব্যক্তিকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভাল থাকুন, দেশের জন্য কাজ করে যান এই দোয়াই করি।
ভারতে ইলিশ রপ্তানি বন্ধ হোক।
আমার সাথে কে কে একমত লাইক দিন।
৩০০০ টন রফতানি হচ্ছে
রপ্তানি করলে সমস্যা কি উপহার তো দিচ্ছে না।ভারত আমাদের দেশ থেকে রেমিট্যান্স নিচ্ছে আমরা কেন তাদের কাছ থেকে রেমিট্যান্স আনবো না।
@@TanimaAhmed সমস্যা টা ওখানে নয়, এতদিন বুড়ি মা কেন বকবক করছিল?
বলতে পারতো দেশের চাহিদা পূরণ এবং দেশের অর্থনীতির কথা বিবেচনা করে ইলিশ রফতানি হবে।
কিন্তু তিনি নাকি ইন্ডিয়ান বর্ডার ই ক্রস করতে দেবে না, তাহলে এখন কেন?
@@Mkbmostafiz700ইলিশ মাছ কবে খেয়েছি মনে করতে পারছি না।
It's acceptable to export products if it boosts our economy. We should focus on our needs before exporting. The present situation is not favorable, resulting in hurt feelings.
অপূর্ব সহজ সুন্দর ভষায় এত হৃদয়গ্রাহী ভাষা !! বাংগালী আর কিভাবে বুঝতে চাও। সালাম ও শুভেচ্ছা শ্রদ্ধেয় ড.খলিলুর রহমান। সেই সংগে ধন্যবাদ বন্ধু পিনাকীকে।
জাতিসংঘে ভারতের ক্রমাগত বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে নাগ গলানোর বিষয়টি উত্থাপন করা উচিত
I commend you from the bottom of my heart for your very wonderful discussion with Dr. Khalilur Rahman.
আজ ড.খলিল সাহেবের কথা শোনে বুঝলাম উনি একজন ভাল কুটনিতীক।উনাকে বিপ্লবোত্তর অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা হিসাবে পেলে খুবই ভাল হতো।যদি কোনদিন সুযোগ হয় আমি রিকুয়েস্ট করবো উনাকে পররাষ্ট্র উপদেষ্টা হিসাবে নিয়োগ দিতে।যোগ্য লোক যোগ্য স্থানে থাকলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়।
আসলে দেশের পরিস্থিতি কেমন যেনো গুলাটে লাগতেছে....... এক দিকে মারামারি আরেক দিকে জিনিস পত্রের দাম আকাশ ছোয়া...... এই অবস্থা চলতে থাকলে ইউনূস সরকার বেশি দিন টিকতে পারবে না..... সুতরাং এই বিষয় গুলো নিয়ে বিশ্লষণ মূলক আলোচনা চাই