আমি ইন্ডিয়ান হয়ে বলছি, ইন্ডিয়ার নাটক/সিরিয়াল সংসার ভাঙতে শেখায় আর বাংলাদেশের নাটক সংসার গড়তে শেখায়। আসলেই বাংলাদেশের নাটক থেকে অনেক কিছু শেখা যায় ❤️❤️❤️🙏
আমার বয়স ৭৩ বছর। আমি একজন ভারতীয়,কলকাতাবাসী। সত্যি কথা বলতে, কিছুদিন যাবৎ আমি আপনাদের বাংলাদেশের টিভি চ্যানেলের নাটক দেখতে আরম্ভ করেছি। যতই দেখছি তত ই অবাক হয়ে যাচ্ছি। কি সাবলীলভাবে আপনারা কাজ করে যাচ্ছেন। যেমন গল্প, তেমনি অভিনয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে যদি ধরি তা হলো পরিচ্ছন্ন তা। আর আমাদের দেশে সিরিয়ালে যেমন পচা গল্প তেমন তার পচা অভিনয়। নাটকের সমস্ত কলা কুশলীদের জানাই আন্তরিক ধন্যবাদ আর অভিনন্দন। সবাই ভালো থাকুন আর এই ভাবে কাজ করে যান।
আমি ও ভারতীয় হয়ে বলছি আগের মন্তব্য কারিদের সঙ্গে আমি সম্পূর্ণ একত। অসাধারণ একটি প্রতিবেদন দেখলাম ।আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন ।
সৌদি আরব থেকে বসে বসে নাটকটা দেখলাম আজকে আসলে ভাই নাটকের মধ্যে অনেক কিছু শিক্ষার আছে নিজের পায়ে নিজে দাঁড়ানোটা এত সহজ না আমি ধন্যবাদ জানাই এই নাটকের পরিচালককে এবং সকল অভিনেতা এবং অভিনেত্রীদেরকে তারাই নাটকের মাধ্যমে আমাদেরকে অনেক কিছু শিখিয়েছেন আসলেই মানুষের জীবনে এরকম অনেক কিছুই বাস্তব ঘটে যায় ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমারে কমেন্টটার মধ্য যদি কোন ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সকলেই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আমি দীর্ঘ ১৪ বছর কলকাতার Film Industry এর সাথে যুক্ত আছি, অনেক National এবং International Awards পেয়েছি, তবুও বলবো - বাংলাদেশের এই সুন্দর সুন্দর Short Film গুলো থেকে সত্যি আমাদের অনেক কিছু শেখার আছে, অসাধারণ সুন্দর Direction এবং Acting, ভালোবাসা রইলো আমাদের কলকাতা, ভারত থেকে Love for "Ziaul Faruq Apurba" and "Tasnia Farin"
টাকা এমন একটা জিনিস যেটা উড়ানো খুব ইজি বাট ইনকাম করাটা খুব কঠিন। আজকে যাদের বাপের বিপুল পরিমাণ টাকা আছে তাদের জন্য জ্বলন্ত উদাহরণ এই নাটকটা। 🖤 এই নাটকটা নিশ্চিয় পুরষ্কারের দাবীদার। ❣️
এক বা দুই যুগ আগেও এরকম সুন্দর সুন্দর নাটক হতো যা ছিল যথেষ্ট শালীন। কাপড়, ভাষা সবই শালীন। এখন যুগের সাথে তাল মিলাতে গিয়ে আমরা আঞ্চলিক ভাষাও যুক্ত করছি। সত্যি বলতে এগুলোই ভালো নাটক আমার কাছে যা শিক্ষনীয় ও শালীন। তাই আপনার সাথে একমত। মিস পারমিতা মানুষ মাত্রই ভুল, কেউই আমরা পারফেক্ট নই। উনি হয়তো ভুল করেছেন তা আরও গুছিয়ে বললে হয়তো বেটার হতো। ডোন্ট মাইন্ড।
@@solaimanmiah4 ভাই আমার মনের ভাব প্রকাশ করলাম।নাটক দেখে যা বুঝেছি তাই বললাম।এখন যদি আপনার সাথে মিলে যায় । এখানে আমার কি করার।যারা নিয়মিত বাংলা নাটক দেখে তারা সবাই এই টাই বুঝবে
নাটক "নতুন করে শুরু"দেখে মুগ্ধ হলাম! এত বাস্তবতা কে নাটকে বাস্তব রূপ দিতে শিল্পীদের অভিনয়টাও এত বাস্তব ভাবা যায় না! স্যালুট জানাই নাটকের টিমকে।আমি ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার শিলিগুড়ি থেকে বলছি। বাংলাদেশ নাটকের দিক থেকে অনেক এগিয়ে আছে ।এ কথা স্বীকার করতেই হয়।প্রায়ই দেখে থাকি বিভিন্ন নাটক এবং শেয়ার ও করি। এই নাটকটি শিক্ষনীয় অবশ্যই। সাধারণ গল্প হয়ে উঠেছে অসাধারণ! ভালো লাগাটুকু মন্তব্যের মাধ্যমে জানালাম। 🙏🙏
আমি একজন ভারতীয়। আপনাদের নাটকের নিয়মিত দর্শক। চাতক পাখির মত অপেক্ষায় থাকি এই রকম কোন গল্পের জন্য। স্টার জলসা, জি বাংলার সিরিয়ালের গল্পের থেকে এগুলো অনেক ভাল।
আমি ভারতীয়, আপনাদের কাজ দেখতে দেখতে আপনাদের ভক্ত হয়ে গেছি। আমি নিজেও একজন নৃত্য শিল্পী এবং অভিনেতা ( তবে ছিলাম এখন আমার সৃজনশীলতা আমার বুটিকের Designer হিসেবেই সীমিত)। আপনাদের কাজ দেখে আবার ইচ্ছে করে। আপনাদের জন্য অফুরান ভালোবাসা আর শুভেচ্ছা নিরন্তর 🌹🌹❤️❤️
ছোটবেলায় যখন বাংলা ছবি দেখতাম তখন কিছু কিছু ছবি দেখে কান্না করেছিলাম 18 .20 বছর আগের কথা বলতেছি নাটকটা দেখার পরে অঝোরে চোখের পানি ঝরলো আশা করি নাটকটা 2022 এর এক নম্বর স্থানে থাকবে 💚🙏🏻
ভারতীয় ভাইবোনদের কমেন্টসগুলো যখন পড়ি গর্বে বুকটা ভরে উঠে, মাথা উঁচু করে চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করে ইয়েস আমি একজন বাংলাদেশী সালাম ভারতীয় ভাইবোনদের সার্থক আমাদের নাটক এর কলাকুশলী ❤️❤️❤️
একজন ভারতীয় হিসেবে বলছি, বাংলাদেশের যত নাটক দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি আর নিজেকে হারিয়ে ফেলছি সেইসব চরিত্রে। বিশেষ ভাবে অপূর্ব দার ফ্যান হয়ে গেছি👌👍👍👍
বাংলাদেশের নাটক বাস্তবতা সাথে মিলে যায় এবং সমাজের জন্য সুন্দর একটি মেসেজ থাকে তাই দুই বাংলায় এখন বাংলা নাটকের জয় জয়কার চলছে,আমি হিন্দি সিনেমা, সিরিয়াল দেখে ছেড়ে দিয়েছি দুই বছর হলো শুধু বাংলা আর বাংলা নাটক।
আমি ভারতীয় হয়ে বলছি, বাংলাদেশের নাটক সব চেয়ে উঁচু মানের,,,,,এই নাটক গুলি দেখলে যেনো জীবনের আসল মানে গুলি আমরা উপলব্ধি করতে পারি,,,, নাটকের প্রতিটা লাইন এ কিছু না কিছু শিখতে পারি,,,,, সত্যি অনেক অনেক অনেক সস্রদ্ধ প্রণাম আপনাদের,,,, আপনাদের দেখে বাকি সকলের শেখা উচিত কি করে গল্প লিখতে হয়, আর কি করে অভিনয় করতে হয়,,,,,কতটা আন্তরিক,,,,,আর, অপূর্ব sir, আপনার তুলনা আপনি নিজেই,,,,,
@@shahmahmudnikkon594 duto hindi cinema hoechilo. Maya ar Asli Nakli.tobe dutri nayak chilo Dev Anand. E golpora baje vabe tar theke lift kora hoeche.amar kharap laglo Dev er film Kothakar apurbo korche.
কোলকাতা থেকে বলছি , নাটকে অপূর্ব থাকা মানেই অন্যরকম ভালোলাগার একটা কিছু , The king of romance কিনা ! খুব ভালো লাগলো । পরবর্তীটার জন্য অপেক্ষা এই আর কি ।
পুরো কমেন্ট বক্স ঘুরে দেখলাম বেশির ভাগই ভারতীয় মানুষ বাংলাদেশের নাটকের প্রশংসায় পঞ্চমুখ ...সবাইকেই জানাই অনেক অনেক ভালোবাসা ❤ ও অভিনন্দন ....যাই হোক নিজেকে বাংলাদেশি বলে proud Feel হচ্ছে😊😊
আমি অনেক কিছু লিখতে চাইছিলাম , কিন্তু আমাদের ভারত থেকেই সবাই এত সুন্দর করে প্রশংসা করলেন , তাতে আমি নিজে আর কি বলে প্রশংসা করবো বুঝতে পারছি না। সত্যিই অসাধারন ....
দাউস কখনও জান্নাতে যাবে নাঃ ====================== আপনি কি আপনার স্ত্রীকে বেপর্দা চলাচলে কোন বাঁধা প্রদান করেন না? আপনার মা বোন বুকে ও মাথায় ওরনা নেয় না পেট-পিঠ দেখিয়ে রাস্তায় বের হয়, আপনি কিছুই বলেন না? আপনি তো দেখছি কাপুরুষ! আপনি কি দাউস চিনেন? চিনেন না? আপনি নিজেই যে দাউস সেটা কি জানেন? দাউস বলা হয় ঐ ব্যক্তিকে, যে তার স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা অশ্লীল কাজ বা ব্যভিচার করলে সে ভাল মনে করে গ্রহণ করে অথবা প্রতিবাদ না করে চুপ থাকে। দাউস ব্যক্তি যে জান্নাতে যাবে না সেটা কি জানেন? নিচের হাদীসটি পড়ুন- عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يدخلون الجنة : العاق لوالديه ، والديوث ، ورجلة النساء -আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ) থেকে বর্ণীত। তিনি বলেন, রসুলুল্লাহ ﷺ বলেন, তিন ব্যক্তি জান্নাতে যাবে না- ✔ মাতা-পিতার অবাধ্যকারী। ✔ দাইউস এবং ✔ পুরুষের সাদৃশ্য অবলম্বনকারী মহিলা। [হাকেম, কিতাবুল জামে আসসগীর লি আলবানী, ৩য় খন্ড, হা/৩০৫৮] আলোচ্য হাদিসটির ব্যাখ্যা অনেক অর্থবহ। মুল বিষয় হল বেপর্দা ও অশ্লীলতা। আমাদের সমাজে দুই ধরনের দাউস দেখা যায়। ■ ঘরের অভ্যান্তরের দাউসঃ যেমন- ================= ✔ যে নিজে নামাজ পড়ে কিন্তু ছেলে-মেয়েদের সালাত, হিজাব পালন করতে উৎসাহ দেয় না, এই শিক্ষাও দেয় না। এই ব্যাপারে কোন আদেশ-ই করেনা। ✔ ঘরে সিনেমা, সিরিয়াল, গান-বাজনা চলে, এর কোন প্রতিবাদ করে না; পারলে নিজেই এগুলোর ব্যবস্থা করে দেয়। মাসে মাসে ডিস বিল দেয়, ইন্টারনেট বিল দেয় অথচ এই গুলোর মাধ্যমে যে অশ্লীলতা আসে সেটা সে কিছুই মনে করে না। ✔ স্ত্রী, মেয়ে এবং তার অধীনস্ত দাসী পর্দা-বিহীন,খোলা-মেলা ভাবে বাইরে যায় কিন্তু অভিভাবক এতে কিছুই মনে করে না। ✔ তার ছেলে অথবা মেয়ে বিবাহপূর্ব হারাম প্রেমে লিপ্ত কিন্তু সেটা এটাকে ম্যাচিওরিটি মনে করে। ■ ঘরের বাইরের দাউস: যেমন- ======================== ✔যে পুরুষেরা নারীদেরকে টাকার লোভ দেখিয়ে বা ফাঁদে ফেলে খারাপ কাজে লিপ্ত করায় যেমন পেপার, ম্যাগাজিন, পোষ্টারে, পন্যের মডলের পাশে, বিজ্ঞাপনে নগ্ন নারীর নগ্য ছবি ছেপে বিলবোর্ডে টানিয়ে দেয়। ✔ যে নাটক-সিনেমাতে নারীদেরকে রুচিহীনভাবে উপস্থাপন করা। আশ্চর্যের ব্যপার হচ্ছে- এই সমস্ত নষ্ট চরিত্রের লোকগুলোই বর্তমান সমাজে সাহিত্যিক, নাট্যকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজ, বুদ্ধিজীবি ইত্যাদি ট্যাগ পেয়ে থাকেন। বড়ই অদ্ভুদ এই মুসলীম সমাজ!....
বাস্তবতা বড় কঠিন। যা এই নাটকে তুলে ধরা হয়েছে। এবং অনেক শিক্ষনীয় নাটক টা। মধ্যবিত্ত ফ্যামিলিতে যারা বড় হয় একমাত্র তারাই এই নাটকের মানে টা বুঝতে পারবে যে বাস্তব জীবনের পৃথিবীটা কতটা কঠিন।
আমি পশ্চিমবঙ্গের একজন সাধারণ মানুষ হয়ে বলছি, ধন্যবাদ আপনাদের কে এত সুন্দর সুন্দর ভাবে নাটক পরিবেশন এর জন্য, মনের মধ্যে কোথায় যেন একটা সুন্দর পবিত্রতা র অনুভূতি অনুভব করি। কিন্তু আমাদের এ দেশের সিরিয়াল গুলো সামাজিক অবক্ষয়ের উদাহরণ। সব্বাইকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে মনে মনে ঈশ্বরের কাছে বলি যে এভাবেই আমাদের মাতিয়ে রাখুন।💐💐💐💐💐
আমি ইন্ডিয়া থেকে পুলক বলছি.বেশি কথা বলব না শুধু একটাই কথা বলছি ইন্ডিয়ার নাটক দেখলে গায়ে জ্বর আসে বাট আজ বুঝলাম একটা সেরা বাংলা নাটক কাকে বলে.আমি নিয়মিত দেখব এবার থেকে.অনেক শুভেচ্ছা রইল.
বাংলা নাটকের এক উজ্জ্বল নক্ষত্রের নাম অপূর্ব রোমান্টিক, স্যাড সকল বিষয়ের অভিনয়ে তিনি এক পারদর্শী অভিনেতা তার কথা বলার স্টাইল দৃষ্টি ভঙ্গি একদম বাস্তব জীবনের মতো এক কথায় তাহার সাথে অন্য কারো তুলনা চলে না ✌️🥀🥀
নাটকটিতে অনেক কিছু শেখার আছে।অনেক কিছু নতুন করে শেখার আগ্রহ বাড়বে,,পরিবারের প্রতি দায়িত্ব , কর্তব্য এগুলো শেখার আগ্রহ বাড়বে।। তাই,,,এসময়ে আমাদের কে এত সুন্দর একটি নাটক উপহার দেওয়ায় পরিচালক কে ধন্যবাদ 💖💖💝💝💖
দাউস কখনও জান্নাতে যাবে নাঃ ====================== আপনি কি আপনার স্ত্রীকে বেপর্দা চলাচলে কোন বাঁধা প্রদান করেন না? আপনার মা বোন বুকে ও মাথায় ওরনা নেয় না পেট-পিঠ দেখিয়ে রাস্তায় বের হয়, আপনি কিছুই বলেন না? আপনি তো দেখছি কাপুরুষ! আপনি কি দাউস চিনেন? চিনেন না? আপনি নিজেই যে দাউস সেটা কি জানেন? দাউস বলা হয় ঐ ব্যক্তিকে, যে তার স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা অশ্লীল কাজ বা ব্যভিচার করলে সে ভাল মনে করে গ্রহণ করে অথবা প্রতিবাদ না করে চুপ থাকে। দাউস ব্যক্তি যে জান্নাতে যাবে না সেটা কি জানেন? নিচের হাদীসটি পড়ুন- عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يدخلون الجنة : العاق لوالديه ، والديوث ، ورجلة النساء -আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ) থেকে বর্ণীত। তিনি বলেন, রসুলুল্লাহ ﷺ বলেন, তিন ব্যক্তি জান্নাতে যাবে না- ✔ মাতা-পিতার অবাধ্যকারী। ✔ দাইউস এবং ✔ পুরুষের সাদৃশ্য অবলম্বনকারী মহিলা। [হাকেম, কিতাবুল জামে আসসগীর লি আলবানী, ৩য় খন্ড, হা/৩০৫৮] আলোচ্য হাদিসটির ব্যাখ্যা অনেক অর্থবহ। মুল বিষয় হল বেপর্দা ও অশ্লীলতা। আমাদের সমাজে দুই ধরনের দাউস দেখা যায়। ■ ঘরের অভ্যান্তরের দাউসঃ যেমন- ================= ✔ যে নিজে নামাজ পড়ে কিন্তু ছেলে-মেয়েদের সালাত, হিজাব পালন করতে উৎসাহ দেয় না, এই শিক্ষাও দেয় না। এই ব্যাপারে কোন আদেশ-ই করেনা। ✔ ঘরে সিনেমা, সিরিয়াল, গান-বাজনা চলে, এর কোন প্রতিবাদ করে না; পারলে নিজেই এগুলোর ব্যবস্থা করে দেয়। মাসে মাসে ডিস বিল দেয়, ইন্টারনেট বিল দেয় অথচ এই গুলোর মাধ্যমে যে অশ্লীলতা আসে সেটা সে কিছুই মনে করে না। ✔ স্ত্রী, মেয়ে এবং তার অধীনস্ত দাসী পর্দা-বিহীন,খোলা-মেলা ভাবে বাইরে যায় কিন্তু অভিভাবক এতে কিছুই মনে করে না। ✔ তার ছেলে অথবা মেয়ে বিবাহপূর্ব হারাম প্রেমে লিপ্ত কিন্তু সেটা এটাকে ম্যাচিওরিটি মনে করে। ■ ঘরের বাইরের দাউস: যেমন- ======================== ✔যে পুরুষেরা নারীদেরকে টাকার লোভ দেখিয়ে বা ফাঁদে ফেলে খারাপ কাজে লিপ্ত করায় যেমন পেপার, ম্যাগাজিন, পোষ্টারে, পন্যের মডলের পাশে, বিজ্ঞাপনে নগ্ন নারীর নগ্য ছবি ছেপে বিলবোর্ডে টানিয়ে দেয়। ✔ যে নাটক-সিনেমাতে নারীদেরকে রুচিহীনভাবে উপস্থাপন করা। আশ্চর্যের ব্যপার হচ্ছে- এই সমস্ত নষ্ট চরিত্রের লোকগুলোই বর্তমান সমাজে সাহিত্যিক, নাট্যকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজ, বুদ্ধিজীবি ইত্যাদি ট্যাগ পেয়ে থাকেন। বড়ই অদ্ভুদ এই মুসলীম সমাজ!....
বাংলাদেশের নাটকে অভিনয়ে মূল বিষয়কেই উপস্থাপন করে পরিবেশন করেন। আমার মনে হয় আমি *"বাংলাদেশের নাটকের "* নেশায় পরেছি। খু--------ব ভালো লাগে। আপনারা ভালো থাকবেন।
পোশাক-পরিচ্ছদ, আচার-আচরণ, জীবন ধারা ও মূল্যবোধে বাংলাদেশের সাংস্কৃতি সমুন্নত রেখে এতো সুন্দর ও পরিচ্ছন্ন এই নাটকের জন্য পরিচালক সহ সকল কলাকুশলীদের অনেক ধন্যবাদ। অপুর্ব আসলেই অপুর্ব। তাহসিনা ফারিনকেও অনেক ভালো লেগেছে।
বাংলাদেশের সিনেমা ইন্ড্রস্টি ধ্বংস হয়েছে বলিউড কে Follow করতে যেয়ে।অথচ ২০০০ সালের আগেও বাংলাদেশের সিনেমা হল দর্শকে ঠাসা থাকতো। এখন Bollywood এর অবস্থা খারাপ হচ্ছে অত্যাধিক পশ্চিমা সংস্কৃতি Follow করার কারনে।নিজের সংস্কৃতির সাথে যখন দর্শক ম্যাচ না করতে পারবে তখন ই দর্শক কমতে থাকবে।
নাটক টা যেমন ছিলো সুন্দর, সাবলীল, তেমনি শিক্ষনীয়। এতো সুন্দর অভিনয়,,, এতো সুন্দর গল্প সত্যিই প্রশংসনীয়। পুরুষ মানেই প্রতিষ্ঠিত হতে হবে। আর প্রতিষ্ঠিত হতে হলে প্রয়োজন অক্লান্ত পরিশ্রম ।
কিভাবে সম্ভব জানিনা,, মনে হচ্ছিল বাস্তব জীবনের কোনো একটা পরিবারের দৃশ্য গুলো দেখছিলাম,, ননস্টপ দুইবার দেখেছি,, তারপর তৃপ্তি মিটেনি,, ধন্যবাদ পরিচালক ভাইকে এমন সুন্দর একটা নাটক উপহার দেয়ার জন্য
অসাধারণ এই নাটক ! বাংলাদেশের এই প্রজন্মের নাটকের অভিনেতা ও অভিনেত্রী সমেত পরিচালক রা অনেক ক্রিয়েটিভ , আমি ভালোবাসি বাংলাদেশী নাটক দেখতে , জিয়ারুল হক অপূর্ব ও তাসনিয়া ফারহিন আমার খুবই প্রিয় অভিনেতা ও অভিনেত্রী ।
আর বড় বড় বিজ্ঞানী, ইঞ্জিনিয়ারদের জন্য আজ এত সুন্দর একটা আধুনিক জীবন পেয়েছেন। স্মার্টফোনে নাটক দেখতে পেরেছেন। বুঝিনা, একটা নাটকের কমেন্ট বক্সে ধর্মীয় কমেন্ট কেন ?!
Ki sundor bisheshon gulo bebohar korechhen bhai... Shalinota.... Sotti kono ashalin scene nei....amar eto bhalo legechhe natok ta ki bolbo .... Sobari bhalo legechhe.. Kharap lagar kono scope i deyni keu...... Millions er folok keno achieve korlona janina.... Boss I hate you theke eta beshi deserving chhilo...
অপূর্ব, হঠাৎ ইউটিউবে চোখে পড়ে গেল, তারপর পথে হলো দেরি ও দেখলাম, আমাদের দুখ্যের কারণ কি জানেন, আমরা একই ভাষা, সংস্কৃতি মানুষ হয়েও কতো দূরে, বাংলা দেশের কোনো টিভি চ্যানেল ও পায়না। আবারও বলি... অপূর্ব।
স্টার জলসার সিন্ডিকেট ব্যবসায়িরা রাজনৈতিক ভাবে আমাদের বাংলাদেশের চ্যানেল আপনাদের ভারতে আসতে দেয়না।তবে পারসোনাল ডিস ডিভাইস ইউস করে বাংলাদেশের চ্যানেল দেখতে পারেন
আমি ভারতের ছেলে কিন্তু আমি নাটক দেখলাম কুয়েত থেকে। এই নাটক টা দেখলে নিজেকে ১টা বরো হওয়ার লোখখে পৌঁছাতে ইচ্ছে করে।নিজেকে ১টা মানুষ হোতে ইচ্ছে করে। ধন্যবাদ সবাইকে জারা এই নাটক টা তৈরী করেছে।
আমার দেখা এ যাবৎ কালের সেরা নাটক। শেখার অনেক কিছু আছে। যারা অভিনয় করেছেন তাদের কাহকে আমি বলবো না যে উনি পাচ,উনি সাত,উনি নয় পেয়েছেন, সবাইকে আমি দশে দশ দিতে চাই। জীবন ধর্মী নাটক। এক কথায় অসাধারন।
বাংলাদেশ, নাটক, আমার জন্ম ভূমি, বর্তমান ভারতীয়, পারবোনা সেই বাংলা, আমার সোনার বাংলা আমি তোমায় ভালো বাসি। অপূর্ব, পাশাপাশি সবাই ভালো থাকি। আরও সুন্দর এই রকম অল্প সময়ের নাটক দুই দেশকে নূতন পথ দেখার অপেক্ষায় আছি। 🎉
আমি আবার আর একটা নাটক দেখলাম"শেষ থেকে শুরু"চমৎকার নাটক এবং তার অভিনয়। প্রযোজক এবং পরিচালককে ধন্যবাদ জানাই, এই রকম একটি সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য। আমি পশ্চিমবঙ্গ থেকে নাটকটি দেখলাম । এই নাটকের সঙ্গে যারা জড়িত তাদের প্রত্যেককে আমার শুভেচ্ছা।🙏
মাশা আল্লাহ।অত্যন্ত সুন্দর ও শিক্ষণীয়। এমন শিক্ষণীয় নাটক নির্মাণ হওয়াই উচিত। যাতে রয়েছে অত্যন্ত শিক্ষণীয় ও সামাজিক একাত্মতা পোষণ এবং নিরাপত্তার অটুট বন্ধন। ইনশা আল্লাহ।
প্লিজ এমন স্টোরি নিয়ে ছোট গল্প বানিয়ে কষ্ট দিয়েননা। মনের সাধ মেটেনা, তৃপ্তি আসেনা, প্লিজ পার্ট ২ চাই অতি সত্তর। অনেক শিক্ষণীয় একটা স্টোরি ❤️it. From india. Love you both.
আমি প্রত্যেকের প্রেমে পরে গেছি । ভারতে শুধু বিয়োগান্ত ও অবাস্তব সিরিয়ালদেখতে দেখতে হাপিয়ে উঠছিলাম । আজ প্রাণ ভোরে নিঃশ্বাস নিলাম । তোমরা সবাই খুব খুব ভাল থেকো
পুরোটা নাটক স্কিপ করা ছাড়া দেখেছি, আমাদের দেশে এতো ভালো ভালো শিল্পী রয়েছে তা ভাবতেই গর্বিত হয়ে যাই। অনেক অনেক ভালোবাসা ও শ্রদ্ধা রইল এমন শিল্পীদের প্রতি। ❤️❤️❤️🥰
কি অসাধারণ গল্প..! নিঃসন্দেহে এটা এই ঈদের সেরা নাটক। সত্যি বলছি, নাটকটা দেখে মন ছুঁয়ে গেলো। সময়টা বৃথা যায়নি। এই নাটকের সাথে জড়িত সবাইকে ধন্যবাদ এত সুন্দর একটা নাটক উপহার দেয়ার জন্য।❤️❤️❤️
টানা তিন বছর চাকরি করার পর ৪ মাস চাকরি ছাড়া ছিলাম।সেই ৪ মাস বুঝেছিলাম টাকা কি জিনিস।পরে অনেক কষ্টে একটা চাকরি মেনেজ করেছি।অনেক অভিজ্ঞতা হয়েছে সেই ৪ মাসে।
সবার ক্ষেত্রে এমন নাহ, আমারা যৌথ পরিবারের সদস্য, আমি টানা ১০ বছর চাকরি করেছি, হঠাৎ করে ব্যক্তিগত ঝামেলার কারণে চাকরী ছেড়ে দিয়ে, বাড়িতে প্রায় ৯/১০ মাস একিবারে বেকার ছিলাম, বউ বাচ্চা নিয়ে।কিন্তুু কোনোদিন কেউ কোনোকিছু বলেনি, পড়ে একটা সময় দেশের বাহিরে চলে এসেছি।
👍 অসাধারণ একটি কাহিনী। অসাধারণ অভিনয়। 0% নোংরামি, 100% বিশুদ্ধতায় ভরা আপনাদের প্রয়াস👍 আমি ভারতীয় হয়ে বলছি কলকাতার অপদার্থ সিরিয়াল পরিচালক গুলোর আপনাদের দেখে শেখা উচিৎ।👍
Fantastic presentation, I am from Kolkata, আমার এতো ভালো লেগেছে নাটকটি যে ভাষায় প্রকাশ করতে পড়ছি। সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা। সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং অবশ্যই আনন্দে থাকুন। ঈশ্বরের আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক এই প্রার্থনা করি। আমাদের কলকাতার টিভি সিরিয়ালের প্রতিটি অনুষ্ঠান এতো একঘেয়ে লাগে যে আমরা মূল ধারা সংস্কৃতির মূল ধারা থেকে অনেক আগেই বিচ্ছিন্ন হয়ে গেছি। আপনাদের পরিবেশিত প্রতিটি মুহূর্ত আমার মনের মণিকোঠায় লালিত পালিত হয়ে থাকবে।
আমি ইন্ডিয়ান হয়ে বলছি, ইন্ডিয়ার নাটক/সিরিয়াল সংসার ভাঙতে শেখায় আর বাংলাদেশের নাটক সংসার গড়তে শেখায়। আসলেই বাংলাদেশের নাটক থেকে অনেক কিছু শেখা যায় ❤️❤️❤️🙏
Right 👍👍👍👍
নাটকটির 2য় পর্ব দেখতে চাই
ধন্যবাদ
মিথ্যা বাদী
বাংলাদেশ বলে কথা 🥰
আমার বয়স ৭৩ বছর। আমি একজন ভারতীয়,কলকাতাবাসী। সত্যি কথা বলতে, কিছুদিন যাবৎ আমি আপনাদের বাংলাদেশের টিভি চ্যানেলের নাটক দেখতে আরম্ভ করেছি। যতই দেখছি তত ই অবাক হয়ে যাচ্ছি। কি সাবলীলভাবে আপনারা কাজ করে যাচ্ছেন। যেমন গল্প, তেমনি অভিনয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে যদি ধরি তা হলো পরিচ্ছন্ন তা। আর আমাদের দেশে সিরিয়ালে যেমন পচা গল্প তেমন তার পচা অভিনয়। নাটকের সমস্ত কলা কুশলীদের জানাই আন্তরিক ধন্যবাদ আর অভিনন্দন। সবাই ভালো থাকুন আর এই ভাবে কাজ করে যান।
আপনি এই ম্যাসেজ টা হিন্দিতে লিখে ইন্ডিয়ার সবাইকে দেখার সুযোগ করে দেন
Jotoi hok bharat mahan
RUclips e type korun: bangla natok violin/elomelo sobder jolsiri/kohen kobi vutnath/sopne dekha rajkonna/chader chondrobindu nei/laise fita/panjabiwala/pan supari/showrov. Series dekhben? Type korun: bangla natok house full/dadar desher jamai/sakin sarisuri/alta sundori/tal misri hawai mithai/mike/tomar duai balo achi maa. Music? Type korun: bangla song by romesh das/fokir saheb. Thanks.
আপনাকে ও অসংখ্য অসংখ্য ধন্যবাদ ❤❤❤❤❤।
Thank you
আমি ও ভারতীয় হয়ে বলছি আগের মন্তব্য কারিদের সঙ্গে আমি সম্পূর্ণ একত। অসাধারণ একটি প্রতিবেদন দেখলাম ।আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন ।
Hi
আপনাদের কমেন্ট দেখে আসলে অনেক ভাল লাগল,রিদয়টা শীতল হয়ে গেল সত্যিকারঅর্থে সাদাকে সাদা আর কালোকে কালো বলাটাই হয়া চাই আমাদের ব্যাক্তিগত উক্তি
সৌদি আরব থেকে বসে বসে নাটকটা দেখলাম আজকে আসলে ভাই নাটকের মধ্যে অনেক কিছু শিক্ষার আছে নিজের পায়ে নিজে দাঁড়ানোটা এত সহজ না আমি ধন্যবাদ জানাই এই নাটকের পরিচালককে এবং সকল অভিনেতা এবং অভিনেত্রীদেরকে তারাই নাটকের মাধ্যমে আমাদেরকে অনেক কিছু শিখিয়েছেন আসলেই মানুষের জীবনে এরকম অনেক কিছুই বাস্তব ঘটে যায় ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমারে কমেন্টটার মধ্য যদি কোন ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সকলেই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
সত্যি এই নাটকের কিছু কথা আমার হৃদয়ে দাগ কেটেছে। যেমন " বাপের টাকা নষ্ট করাটা সহজ কিন্তু পরিশ্রম করে উপার্জন করাটা কঠিন। "🥰🥀💕
সকল ভারতীয় বন্ধুদের ধন্যবাদ তারা বাংলাদেশের নাটকগুলো দেখে অনেক ভালো ভালো উপস্থাপন করার জন্য।
আমি দীর্ঘ ১৪ বছর কলকাতার Film Industry এর সাথে যুক্ত আছি, অনেক National এবং International Awards পেয়েছি, তবুও বলবো -
বাংলাদেশের এই সুন্দর সুন্দর Short Film গুলো থেকে সত্যি আমাদের অনেক কিছু শেখার আছে,
অসাধারণ সুন্দর Direction এবং Acting, ভালোবাসা রইলো আমাদের কলকাতা, ভারত থেকে
Love for "Ziaul Faruq Apurba" and "Tasnia Farin"
সঠিক
@@aniketkon oo
Thank you so much 💖
অনেক ণালো
অনেক অনেক ভালো
টাকা এমন একটা জিনিস যেটা উড়ানো খুব ইজি বাট ইনকাম করাটা খুব কঠিন। আজকে যাদের বাপের বিপুল পরিমাণ টাকা আছে তাদের জন্য জ্বলন্ত উদাহরণ এই নাটকটা। 🖤
এই নাটকটা নিশ্চিয় পুরষ্কারের দাবীদার। ❣️
অতুলনীয় অভিনয় ও নাটক। অনেক শিক্ষা পেলাম। আন্তরিক শ্রদ্ধা ও সম্মান বাংলাদেশ কে। মনোজ ভট্টাচার্য্য, পশ্চিমবঙ্গ।
❤❤❤
বাবার হোটেল থেকে বের হলেই বুঝা যায়,,,, দুনিয়া টা কতো কঠিন,,,,,অসম্ভব শিক্ষা মূলক একটা নাটক ছিলো,,,,,,অপুর্ব ও ফারিন অসাধারণ অভিনয় করেছেন এই নাটকে।
Hm
ঠিক বলেছেন একদম বাস্তব কথা
অনেক ভালো লাগছে
Sohomot poson korchi...
Hmmm
পুরো নাটকটাই ছিল শিক্ষনীয়, সব থেকে বেশি ভালো লাগছে পোষাকের সানিলতা, নাটক তো এমনই হওয়া চাই, পরিবারের সবাই মিলে দেখে যেনো কিছু শিখতে পারি
শব্দটার বানান হবে "শালীনতা" হবে। যখন কোনো কিছু নিয়ে একটা মন্তব্য করবেন, নিজের লেখার দিকটাও দেখবেন ।
ঠিক বলছেন ভাই।।
এক বা দুই যুগ আগেও এরকম সুন্দর সুন্দর নাটক হতো যা ছিল যথেষ্ট শালীন। কাপড়, ভাষা সবই শালীন। এখন যুগের সাথে তাল মিলাতে গিয়ে আমরা আঞ্চলিক ভাষাও যুক্ত করছি। সত্যি বলতে এগুলোই ভালো নাটক আমার কাছে যা শিক্ষনীয় ও শালীন। তাই আপনার সাথে একমত।
মিস পারমিতা মানুষ মাত্রই ভুল, কেউই আমরা পারফেক্ট নই। উনি হয়তো ভুল করেছেন তা আরও গুছিয়ে বললে হয়তো বেটার হতো। ডোন্ট মাইন্ড।
Akdom
আপনি আপনার নিজের টা দেখেন😅😅😅😅😅😅😅@@paramitasen4422
টাকা খরচ করা সহজ। কিন্তু টাকা 💸 ইনকাম করা অনেক কঠিন। এইটাই নাটকের মূল উদ্দেশ্য। অসাধারণ একটি গল্প
সেটা গাধারাও বোঝে
Vai copy kora
@@solaimanmiah4 ভাই আমার মনের ভাব প্রকাশ করলাম।নাটক দেখে যা বুঝেছি তাই বললাম।এখন যদি আপনার সাথে মিলে যায় । এখানে আমার কি করার।যারা নিয়মিত বাংলা নাটক দেখে তারা সবাই এই টাই বুঝবে
Bangladesh er natok o ses vai era sob natok ekhon south india theke copy kore
নাটক "নতুন করে শুরু"দেখে মুগ্ধ হলাম! এত বাস্তবতা কে নাটকে বাস্তব রূপ দিতে শিল্পীদের অভিনয়টাও এত বাস্তব ভাবা যায় না! স্যালুট জানাই নাটকের টিমকে।আমি ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার শিলিগুড়ি থেকে বলছি। বাংলাদেশ নাটকের দিক থেকে অনেক এগিয়ে আছে ।এ কথা স্বীকার করতেই হয়।প্রায়ই দেখে থাকি বিভিন্ন নাটক এবং শেয়ার ও করি। এই নাটকটি শিক্ষনীয় অবশ্যই। সাধারণ গল্প হয়ে উঠেছে অসাধারণ! ভালো লাগাটুকু মন্তব্যের মাধ্যমে জানালাম। 🙏🙏
ধন্যবাদ আপনাকে বাংলাদেশের নাটকের প্রাংশসা করার জন্য ।
hi
আমি ইন্ডিয়া থেকে বলতেছি, নাটকটা আরও যদি 1 ঘন্টা হতো তবুও মন ভরতো না,সত্যিই অসাধারণ একটি নাটক,অনেক অনেক অনেক ভালোবাসা রইলো ইন্ডিয়া থেকে 🇮🇳🇮🇳
ইন্ডিয়া সবসময় এইভাবেই বাংলাদেশের পাশে থাকুক
আপনি একজন ভালো মনের মানুষ।
বেটা ইন্ডিয়া কথা হুনলে বাল ঝরে যায়
Thank you
Khob valo natok 😘
আমি একজন ভারতীয়। আপনাদের নাটকের নিয়মিত দর্শক। চাতক পাখির মত অপেক্ষায় থাকি এই রকম কোন গল্পের জন্য। স্টার জলসা, জি বাংলার সিরিয়ালের গল্পের থেকে এগুলো অনেক ভাল।
বর্তমান সময়ের সামাজিক অবক্ষয়গুলো নিয়ে এরকম আরো নাটক হওয়া দরকার যাতে সমাজকে নাড়া দিতে পারে। নাটকের সব কলাকুশলীদের জানাই সাধুবাদ।
ইয়েসসসস্ ইউ আর রাইট ।
❤
আমি ভারতীয়, আপনাদের কাজ দেখতে দেখতে আপনাদের ভক্ত হয়ে গেছি। আমি নিজেও একজন নৃত্য শিল্পী এবং অভিনেতা ( তবে ছিলাম এখন আমার সৃজনশীলতা আমার বুটিকের Designer হিসেবেই সীমিত)। আপনাদের কাজ দেখে আবার ইচ্ছে করে। আপনাদের জন্য অফুরান ভালোবাসা আর শুভেচ্ছা নিরন্তর 🌹🌹❤️❤️
Thanks
ছোটবেলায় যখন বাংলা ছবি দেখতাম তখন কিছু কিছু ছবি দেখে কান্না করেছিলাম 18 .20 বছর আগের কথা বলতেছি নাটকটা দেখার পরে অঝোরে চোখের পানি ঝরলো আশা করি নাটকটা 2022 এর এক নম্বর স্থানে থাকবে 💚🙏🏻
ভারতীয় ভাইবোনদের কমেন্টসগুলো যখন পড়ি গর্বে বুকটা ভরে উঠে, মাথা উঁচু করে চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করে ইয়েস আমি একজন বাংলাদেশী সালাম ভারতীয় ভাইবোনদের সার্থক আমাদের নাটক এর কলাকুশলী ❤️❤️❤️
তুই কি ভারতীয় পোডাক।ইন্ডিয়ার নাম শুনলে গা জলে
চোখে তেল দিয়ে কান্দেন ভাই
বাঙালি হিসেবে আপনাদের নিয়া gorbo. Jodio ami bharotio
❤
একজন ভারতীয় হিসেবে বলছি, বাংলাদেশের যত নাটক দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি আর নিজেকে হারিয়ে ফেলছি সেইসব চরিত্রে।
বিশেষ ভাবে অপূর্ব দার ফ্যান হয়ে গেছি👌👍👍👍
বাংলাদেশের নাটক বাস্তবতা সাথে মিলে যায় এবং সমাজের জন্য সুন্দর একটি মেসেজ থাকে তাই দুই বাংলায় এখন বাংলা নাটকের জয় জয়কার চলছে,আমি হিন্দি সিনেমা, সিরিয়াল দেখে ছেড়ে দিয়েছি দুই বছর হলো শুধু বাংলা আর বাংলা নাটক।
Bangladesher naatok asadhsran lage, shalinata rekhe eto sundar abhinay.....
hmm.thik volcen vaiya💗💗
thik volcen vaiya💗💗
Amiu Indian but ekhon sudhu bangladesh er natokei khuje khuje dekhi..osadharon❤
আমি ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা থেকে দেখছি আপনাদের আপনাদের এই নাটকগুলো যতবার দেখি ততবারই দেখতে মন চায় সত্যিই অসাধারণ এক দারুন নাটক।
সত্যি নাটকটা অনেক সুন্দর এবং অনেক শিক্ষণীয়। অপূর্ব বাইকে এই ধরনের নাটক গুলা মানায়। নাটকটা দেখে অনেক কষ্ট লাগলো। অর্থ উপার্জন করা আসলে অনেক কঠিন।
আমি ভারতীয় হয়ে বলছি, বাংলাদেশের নাটক সব চেয়ে উঁচু মানের,,,,,এই নাটক গুলি দেখলে যেনো জীবনের আসল মানে গুলি আমরা উপলব্ধি করতে পারি,,,, নাটকের প্রতিটা লাইন এ কিছু না কিছু শিখতে পারি,,,,, সত্যি অনেক অনেক অনেক সস্রদ্ধ প্রণাম আপনাদের,,,, আপনাদের দেখে বাকি সকলের শেখা উচিত কি করে গল্প লিখতে হয়, আর কি করে অভিনয় করতে হয়,,,,,কতটা আন্তরিক,,,,,আর, অপূর্ব sir, আপনার তুলনা আপনি নিজেই,,,,,
RUclips e type korun: bangla natok violin/elomelo sobder jolsiri/kohen kobi vutnath/sopne dekha rajkonna/chader chondrobindu nei/laise fita/panjabiwala/pan supari/showrov. Series dekhben? Type korun: bangla natok house full/dadar desher jamai/sakin sarisuri/alta sundori/tal misri hawai mithai/mike/tomar duai balo achi maa. Music? Type korun: bangla song by romesh das/fokir saheb. Thanks.
এমন শিক্ষনীয় নাটক আমাদের দেশেই সম্ভব। আপনাদের সিরিয়াল দেখলে মানুষ নষ্ট হয়ে যায়। তারপরেও আসক্তির কারনে দেখে।
@@chapalsahaকাউকে সম্মান করুন আপত্তি নেই কিন্তু অসম্মানিত করলে আপনিও একদা অপমানিত হতে পারেন, তা সহ্য করা কষ্টকর হবে।।
@@shahmahmudnikkon594 duto hindi cinema hoechilo. Maya ar Asli Nakli.tobe dutri nayak chilo Dev Anand. E golpora baje vabe tar theke lift kora hoeche.amar kharap laglo Dev er film Kothakar apurbo korche.
কোলকাতা থেকে বলছি , নাটকে অপূর্ব থাকা মানেই অন্যরকম ভালোলাগার একটা কিছু , The king of romance কিনা ! খুব ভালো লাগলো । পরবর্তীটার জন্য অপেক্ষা এই আর কি ।
It's really good
নাটকটি নাটক না হয়ে টেলিফিল্ম বা সিনেমার পর্যায়ে হলে পূর্ণ তৃপ্তি পেতাম।
এতো সুন্দর মনোমুগ্ধকর হয়েছে যে ক্ষুধা থেকেই গেলো 😢
Right vai
আমার মনের কথা বলছেন ভাই
কনসেপট টা দক্ষিণী তারকা নানীর সিনেমা থেকে নেওয়া।
True
সেম
পুরো কমেন্ট বক্স ঘুরে দেখলাম বেশির ভাগই ভারতীয় মানুষ বাংলাদেশের নাটকের প্রশংসায় পঞ্চমুখ ...সবাইকেই জানাই অনেক অনেক ভালোবাসা ❤ ও অভিনন্দন ....যাই হোক নিজেকে বাংলাদেশি বলে proud Feel হচ্ছে😊😊
আমি অনেক কিছু লিখতে চাইছিলাম , কিন্তু আমাদের ভারত থেকেই সবাই এত সুন্দর করে প্রশংসা করলেন , তাতে আমি নিজে আর কি বলে প্রশংসা করবো বুঝতে পারছি না। সত্যিই অসাধারন ....
দাউস কখনও জান্নাতে যাবে নাঃ
======================
আপনি কি আপনার স্ত্রীকে বেপর্দা চলাচলে কোন বাঁধা প্রদান করেন না?
আপনার মা বোন বুকে ও মাথায় ওরনা নেয় না পেট-পিঠ দেখিয়ে রাস্তায় বের হয়, আপনি কিছুই বলেন না?
আপনি তো দেখছি কাপুরুষ!
আপনি কি দাউস চিনেন?
চিনেন না?
আপনি নিজেই যে দাউস সেটা কি জানেন?
দাউস বলা হয় ঐ ব্যক্তিকে, যে তার স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা অশ্লীল কাজ বা ব্যভিচার করলে সে ভাল মনে করে গ্রহণ করে অথবা প্রতিবাদ না করে চুপ থাকে।
দাউস ব্যক্তি যে জান্নাতে যাবে না সেটা কি জানেন? নিচের হাদীসটি পড়ুন-
عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يدخلون الجنة : العاق لوالديه ، والديوث ، ورجلة النساء
-আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ) থেকে বর্ণীত। তিনি বলেন, রসুলুল্লাহ ﷺ বলেন,
তিন ব্যক্তি জান্নাতে যাবে না-
✔ মাতা-পিতার অবাধ্যকারী।
✔ দাইউস এবং
✔ পুরুষের সাদৃশ্য অবলম্বনকারী মহিলা।
[হাকেম, কিতাবুল জামে আসসগীর লি আলবানী, ৩য় খন্ড, হা/৩০৫৮]
আলোচ্য হাদিসটির ব্যাখ্যা অনেক অর্থবহ। মুল বিষয় হল বেপর্দা ও অশ্লীলতা।
আমাদের সমাজে দুই ধরনের দাউস দেখা যায়।
■ ঘরের অভ্যান্তরের দাউসঃ যেমন-
=================
✔ যে নিজে নামাজ পড়ে কিন্তু ছেলে-মেয়েদের সালাত, হিজাব পালন করতে উৎসাহ দেয় না, এই শিক্ষাও দেয় না। এই ব্যাপারে কোন আদেশ-ই করেনা।
✔ ঘরে সিনেমা, সিরিয়াল, গান-বাজনা চলে, এর কোন প্রতিবাদ করে না; পারলে নিজেই এগুলোর ব্যবস্থা করে দেয়। মাসে মাসে ডিস বিল দেয়, ইন্টারনেট বিল দেয় অথচ এই গুলোর মাধ্যমে যে অশ্লীলতা আসে সেটা সে কিছুই মনে করে না।
✔ স্ত্রী, মেয়ে এবং তার অধীনস্ত দাসী পর্দা-বিহীন,খোলা-মেলা ভাবে বাইরে যায় কিন্তু অভিভাবক এতে কিছুই মনে করে না।
✔ তার ছেলে অথবা মেয়ে বিবাহপূর্ব হারাম প্রেমে লিপ্ত কিন্তু সেটা এটাকে ম্যাচিওরিটি মনে করে।
■ ঘরের বাইরের দাউস: যেমন-
========================
✔যে পুরুষেরা নারীদেরকে টাকার লোভ দেখিয়ে বা ফাঁদে ফেলে খারাপ কাজে লিপ্ত করায় যেমন পেপার, ম্যাগাজিন, পোষ্টারে, পন্যের মডলের পাশে, বিজ্ঞাপনে নগ্ন নারীর নগ্য ছবি ছেপে বিলবোর্ডে টানিয়ে দেয়।
✔ যে নাটক-সিনেমাতে নারীদেরকে রুচিহীনভাবে উপস্থাপন করা।
আশ্চর্যের ব্যপার হচ্ছে- এই সমস্ত নষ্ট চরিত্রের লোকগুলোই বর্তমান সমাজে সাহিত্যিক, নাট্যকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজ, বুদ্ধিজীবি ইত্যাদি ট্যাগ পেয়ে থাকেন।
বড়ই অদ্ভুদ এই মুসলীম সমাজ!....
tnx
অর্থাৎ অপনার মনের কথা আগেই সব্বাই কইয়া ফালাইছে তাই আপনার কিছু বলার নাই, এইতো...??? ফাঁকিবাজি, অলস...
Apni moteo India theke nah
K.....
এরকম কাহিনীর নাটক এখন বিলুপ্তির পথে 😢
অথচ আমাদের চাহিদা ই এই টাইপের গল্প 💕
এই নাটক টা আমার জীবন পালটে দিয়েছে,ধন্যবাদ পরিচালক, অভিনেতা সকল টিমকে।💜💜
কিভাবে?
@@sukhiaktar6592 kmn acn??
@@sajibsheikh4896 🤣🤣🤣🤣🤣🤣
Ki kren
Sate pas wakto namaj dowa poren.....
হৃদয়ের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই এস আর মজুমদার, তাসনিয়া ফারিন, জিয়াউল অপূর্ব এত সুন্দর একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য
অপুর্বর শেষ ডায়লগ গুলো হৃদয় ছুয়ে যাবার মত। আমার এক মুহুর্তের জন্য মনে হয় নি যে এটা একটি নাটকের ডায়লগ ছিল? এক কথায় অসাধারণ।।
100% shathik natoker shesh scene. Both tasnia and zfapurba are wonderful. Never felt that this is a drama.
"নতুন করে শুরু" সবার নাটকটি কেমন লেগেছে মতামত জানান৷
😍😍😍
@@RtvDrama ❤
khob valo via,, but ekta request,, amra ager natok golor moto family drama dekhte chai,, jekhane maa, baba, vi, bon, daroyan, kajer meye, kaka, vabi sobai thakbe
অসাধারণ🌸
ভাই অসম্ভব সুন্দর লাগছে নাটকটা আর অনেক কিছু শিখে গেছি??
দারুণ এক শিক্ষণীয় নাটক। নাটকের মূল শিক্ষা : ' টাকা খরচ করা সহজ, কিন্তু আয় করা কঠিন'। অপূর্ব আর তাসনিয়া ফারিণ এর অভিনয় খুব ভালো।
khub valo natok.Assam theke.
এই নিয়ে 25 বার দেখলাম নাটকটা ভিতরটা একদম শীতল হয়ে যায় অপূর্ব ভাইয়া এবং তাসনিয়া ফারিন আপু অসাধারণ অসাধারণ❤❤❤
বাস্তবতা বড় কঠিন। যা এই নাটকে তুলে ধরা হয়েছে। এবং অনেক শিক্ষনীয় নাটক টা। মধ্যবিত্ত ফ্যামিলিতে যারা বড় হয় একমাত্র তারাই এই নাটকের মানে টা বুঝতে পারবে যে বাস্তব জীবনের পৃথিবীটা কতটা কঠিন।
আমি পশ্চিমবঙ্গের একজন সাধারণ মানুষ হয়ে বলছি, ধন্যবাদ আপনাদের কে এত সুন্দর সুন্দর ভাবে নাটক পরিবেশন এর জন্য, মনের মধ্যে কোথায় যেন একটা সুন্দর পবিত্রতা র অনুভূতি অনুভব করি। কিন্তু আমাদের এ দেশের সিরিয়াল গুলো সামাজিক অবক্ষয়ের উদাহরণ। সব্বাইকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে মনে মনে ঈশ্বরের কাছে বলি যে এভাবেই আমাদের মাতিয়ে রাখুন।💐💐💐💐💐
এইসব সিরিয়াল বন্ধ হবে কবে?
বাংলাদেশের নাটকই আমাদের আনন্দের জায়গা
তোরা নেংটি তোদের পরিবর্তন কখনোই হবে না...
এই জন্যই মৃত্যুর পর তোরা ডিরেক্ট জাহান্নামে যাবি...
@@robinkumar8618 drfrf
Ekdom sothik bolechen
অপূর্ব দার ভক্ত কে কে আছেন গোটা বাংলাদেশে👍👍
আমি ইন্ডিয়ান হয়েও ওনার একজন বড় ফ্যান❤️❤️👆👆
ami
apurbor natok khub valo lage
@@RAFIQULISLAM-tm6sj ধন্যবাদ❤️❤️
I am big fan of Apurba. He is Vry handsome man.
আমি
আমি
ইদানিং আমি নাটকের প্রেমে পরেগেছি এত ভালো নাটক আমার মনে হয় পৃথিবীর সেরা নাটক বাংলাদেশের নাটক ,
নাটক দেখতেছিলাম,,, শেষ হওয়ার পর চিন্তা করতেছি এত তাড়াতাড়ি কেন নাটক টা শেষ হয়ে গেলো,,,, মন জয় করে নেওয়ার অনেক নাটকগুলোর মধ্যে এটাও একটা ছিল,,,,
আসলেই
আমি ইন্ডিয়া থেকে পুলক বলছি.বেশি কথা বলব না শুধু একটাই কথা বলছি ইন্ডিয়ার নাটক দেখলে গায়ে জ্বর আসে বাট আজ বুঝলাম একটা সেরা বাংলা নাটক কাকে বলে.আমি নিয়মিত দেখব এবার থেকে.অনেক শুভেচ্ছা রইল.
Right bro
❤❤
Yes Indeed.. Arup from India(Kolkata)
হেললো
Hmmm
নাটকের
মূল শিক্ষা :টাকা খরচ করা সহজ কিন্তু টাকা আয় করা খুবই কঠিন।।।
হুম সত্যি তোমার নাটক অসাধারণ I am proud of my approval 🥰🥰🥰🥰🥰🥰
Right information of this drama
@@jillurali7986 Hmm amio
আরো অনেক কিছু আছে। পরিবারের প্রতি responsibility, another help,hardworker & love
❤❤
অসাধারণ। অপূর্ব মেহজাবিন দেখে অভ্যস্ত চোখে ফারিন কেও ভালো লাগছে। দারুন অভিনয় করেছেন উনি এখানে।
Farin onk Valo ovinoy korece😅
প্রেম কাহিনী বাদ দিয়ে এইরকম জীবনমুখী নাটক আরো বেশিই দেখতে চাই।
Khub sundor..
Same to you........ Prem story amr, o, vlo lage na...................ami apnr sathe akmot......❣️❣️❣️
@@sheikhsidratulmuntaha7947 love/ emotional notok dekhle aro nijer khoti Hoy ........pore SEI prio manusher kotha mone pore . kharap lage.. upset lage
Akdom ❤️❤️👌👌
Right
অসাধারণ লেগেছে...আমি ইন্ডিয়াতে থেকেও সবসময় বাংলাদেশের নাটক দেখি। এত সুন্দর ঘটনা আর অভিনয়, মুগ্ধ হয়ে যাই।
RUclips e type korun: bangla natok violin/elomelo sobder jolsiri/kohen kobi vutnath/sopne dekha rajkonna/chader chondrobindu nei/laise fita/panjabiwala/pan supari/showrov/talpatar shepai. Series dekhben? Type korun: bangla natok house full/dadar desher jamai/sakin sarisuri/alta sundori/tal misri hawai mithai/mike/tomar duai balo achi maa. Music? Type korun: bangla song by romesh das/fokir saheb. Thanks..
সেরা নাটক শেখার আছে
বাংলা নাটকের এক উজ্জ্বল নক্ষত্রের নাম
অপূর্ব
রোমান্টিক, স্যাড সকল বিষয়ের
অভিনয়ে তিনি এক পারদর্শী অভিনেতা
তার কথা বলার স্টাইল
দৃষ্টি ভঙ্গি একদম বাস্তব জীবনের মতো
এক কথায় তাহার সাথে
অন্য কারো তুলনা চলে না ✌️🥀🥀
তাকে শুধু রোমান্টিক আর স্যাড চরিত্রেই মানায়
সব চরিত্রে মানায় না
farhan is the boss
Very very nice aprbo bro
Afran nisho is great.. ❤️
@@saifulhamza5067 aprbo vai is vest
অপূর্ব !এত দিনে ভাল একটা নাটক দেখলাম । ভাষা ও অভিনয়ে সমৃদ্ধ ❤❤❤❤
তাসনিয়া ফারিণ এর জন্য শুভকামনা, এই মেয়েটার অভিনয়ের প্রতিভা দেখে আমি রীতিমত মুগ্ধ। আপনার জন্য শুভকামনা রইল।
নাটকটিতে অনেক কিছু শেখার আছে।অনেক কিছু নতুন করে শেখার আগ্রহ বাড়বে,,পরিবারের প্রতি দায়িত্ব , কর্তব্য এগুলো শেখার আগ্রহ বাড়বে।। তাই,,,এসময়ে আমাদের কে এত সুন্দর একটি নাটক উপহার দেওয়ায় পরিচালক কে ধন্যবাদ 💖💖💝💝💖
দাউস কখনও জান্নাতে যাবে নাঃ
======================
আপনি কি আপনার স্ত্রীকে বেপর্দা চলাচলে কোন বাঁধা প্রদান করেন না?
আপনার মা বোন বুকে ও মাথায় ওরনা নেয় না পেট-পিঠ দেখিয়ে রাস্তায় বের হয়, আপনি কিছুই বলেন না?
আপনি তো দেখছি কাপুরুষ!
আপনি কি দাউস চিনেন?
চিনেন না?
আপনি নিজেই যে দাউস সেটা কি জানেন?
দাউস বলা হয় ঐ ব্যক্তিকে, যে তার স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা অশ্লীল কাজ বা ব্যভিচার করলে সে ভাল মনে করে গ্রহণ করে অথবা প্রতিবাদ না করে চুপ থাকে।
দাউস ব্যক্তি যে জান্নাতে যাবে না সেটা কি জানেন? নিচের হাদীসটি পড়ুন-
عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يدخلون الجنة : العاق لوالديه ، والديوث ، ورجلة النساء
-আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ) থেকে বর্ণীত। তিনি বলেন, রসুলুল্লাহ ﷺ বলেন,
তিন ব্যক্তি জান্নাতে যাবে না-
✔ মাতা-পিতার অবাধ্যকারী।
✔ দাইউস এবং
✔ পুরুষের সাদৃশ্য অবলম্বনকারী মহিলা।
[হাকেম, কিতাবুল জামে আসসগীর লি আলবানী, ৩য় খন্ড, হা/৩০৫৮]
আলোচ্য হাদিসটির ব্যাখ্যা অনেক অর্থবহ। মুল বিষয় হল বেপর্দা ও অশ্লীলতা।
আমাদের সমাজে দুই ধরনের দাউস দেখা যায়।
■ ঘরের অভ্যান্তরের দাউসঃ যেমন-
=================
✔ যে নিজে নামাজ পড়ে কিন্তু ছেলে-মেয়েদের সালাত, হিজাব পালন করতে উৎসাহ দেয় না, এই শিক্ষাও দেয় না। এই ব্যাপারে কোন আদেশ-ই করেনা।
✔ ঘরে সিনেমা, সিরিয়াল, গান-বাজনা চলে, এর কোন প্রতিবাদ করে না; পারলে নিজেই এগুলোর ব্যবস্থা করে দেয়। মাসে মাসে ডিস বিল দেয়, ইন্টারনেট বিল দেয় অথচ এই গুলোর মাধ্যমে যে অশ্লীলতা আসে সেটা সে কিছুই মনে করে না।
✔ স্ত্রী, মেয়ে এবং তার অধীনস্ত দাসী পর্দা-বিহীন,খোলা-মেলা ভাবে বাইরে যায় কিন্তু অভিভাবক এতে কিছুই মনে করে না।
✔ তার ছেলে অথবা মেয়ে বিবাহপূর্ব হারাম প্রেমে লিপ্ত কিন্তু সেটা এটাকে ম্যাচিওরিটি মনে করে।
■ ঘরের বাইরের দাউস: যেমন-
========================
✔যে পুরুষেরা নারীদেরকে টাকার লোভ দেখিয়ে বা ফাঁদে ফেলে খারাপ কাজে লিপ্ত করায় যেমন পেপার, ম্যাগাজিন, পোষ্টারে, পন্যের মডলের পাশে, বিজ্ঞাপনে নগ্ন নারীর নগ্য ছবি ছেপে বিলবোর্ডে টানিয়ে দেয়।
✔ যে নাটক-সিনেমাতে নারীদেরকে রুচিহীনভাবে উপস্থাপন করা।
আশ্চর্যের ব্যপার হচ্ছে- এই সমস্ত নষ্ট চরিত্রের লোকগুলোই বর্তমান সমাজে সাহিত্যিক, নাট্যকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজ, বুদ্ধিজীবি ইত্যাদি ট্যাগ পেয়ে থাকেন।
বড়ই অদ্ভুদ এই মুসলীম সমাজ!....
kintu bhalobasar bohiprokash tar somoy thik chilo na , jehetu onar mane nayikar bhai mrittusojjay ...
এই প্রথম বাংলাদেশের নাটক দেখলাম আর বুঝলাম কেন সবাই এখন বাংলা নাটক গুলোর প্রেমে পড়ে যাচ্ছে। আমিও এখন তাদেরই একজন
আমি বাংলাদেশী হয়ে ধন্য
ধন্যবাদ
বাংলাদেশের নাটকে অভিনয়ে মূল বিষয়কেই উপস্থাপন করে পরিবেশন করেন।
আমার মনে হয় আমি *"বাংলাদেশের নাটকের "* নেশায় পরেছি। খু--------ব ভালো লাগে। আপনারা
ভালো থাকবেন।
Thank you for your sentiments.
বাংলাদেশের নাটক মানেই সেরা আর সুন্দর
সত্যি বলছি নাটকটি এতো বাস্তব যে কি বলবো। এভাবেই বাংলাদেশ এগিয়ে যাবে একদিন। এটা আমার বিশ্বাস। ❤❤❤❤❤
অসাধারণ অভিনয়ের দখল, যে কোনো সাবলিল চরিত্র কে ফুটিয়ে তোলার নামই হলো অপূর্ব ভাই।ভীষণ ভালো লাগলো নাটকটি।কলকাতা থেকে।
পোশাক-পরিচ্ছদ, আচার-আচরণ, জীবন ধারা ও মূল্যবোধে বাংলাদেশের সাংস্কৃতি সমুন্নত রেখে এতো সুন্দর ও পরিচ্ছন্ন এই নাটকের জন্য পরিচালক সহ সকল কলাকুশলীদের অনেক ধন্যবাদ। অপুর্ব আসলেই অপুর্ব। তাহসিনা ফারিনকেও অনেক ভালো লেগেছে।
বাংলাদেশের সিনেমা ইন্ড্রস্টি ধ্বংস হয়েছে বলিউড কে Follow করতে যেয়ে।অথচ ২০০০ সালের আগেও বাংলাদেশের সিনেমা হল দর্শকে ঠাসা থাকতো।
এখন Bollywood এর অবস্থা খারাপ হচ্ছে অত্যাধিক পশ্চিমা সংস্কৃতি Follow করার কারনে।নিজের সংস্কৃতির সাথে যখন দর্শক ম্যাচ না করতে পারবে তখন ই দর্শক কমতে থাকবে।
নাটকের মূল শিক্ষা হল, টাকা খরচ করা খুব সহজ, আর উপার্জন করা খুব কঠিন 😩🥀
R8
সঠিক ভাই
Ha thik valo besh
নাটক টা যেমন ছিলো সুন্দর, সাবলীল, তেমনি শিক্ষনীয়।
এতো সুন্দর অভিনয়,,, এতো সুন্দর গল্প সত্যিই প্রশংসনীয়।
পুরুষ মানেই প্রতিষ্ঠিত হতে হবে।
আর প্রতিষ্ঠিত হতে হলে প্রয়োজন অক্লান্ত পরিশ্রম ।
সত্যি এই নাটকের কিছু কথা আমার হৃদয়ে দাগ কেটেছে। যেমন" বাপের টাকা নষ্ট করাটা সহজ কিন্তু পরিশ্রম করে উপার্জন করাটা কঠিন ❤🥰💞❤❣️
অসাধারণ!
বাংলাদেশের নাটকের যে মায়া, সেটা ভারতের নাটকে নেই।এমন প্রানবন্ত অভিনয় বাংলাদেশের আর্টিস্ট রাই পারে।
ইন্ডিয়া থেকে ভালোবাসা 😁😍
Absolutely right👉
আসাধারন নাটক ♥
ভারতীয় পাঁঠারা সব চলে এসেছে।
Kisu bangladeshi ache jara politics vloi korte pare
Sob khane sob jaigay
শিক্ষা নিয় নাটক অসাধারন
কিভাবে সম্ভব জানিনা,, মনে হচ্ছিল বাস্তব জীবনের কোনো একটা পরিবারের দৃশ্য গুলো দেখছিলাম,, ননস্টপ দুইবার দেখেছি,, তারপর তৃপ্তি মিটেনি,, ধন্যবাদ পরিচালক ভাইকে এমন সুন্দর একটা নাটক উপহার দেয়ার জন্য
In all respect it is a good motivational natak.we want such standards natok more.
কলকাতার সিরিয়াল ৪ বছরে যতটুকু না তুলে ধরে ,বাংলাদেশের নাটক ৪০ মিনিটে তার থেকে বেশী ফুটিয়ে তোলে ,,❤
Akdom thik
Excellent comments
It is right.
Apni tik bolecen thanks
Apni amar sate contact korte parin
অসাধারণ এই নাটক ! বাংলাদেশের এই প্রজন্মের নাটকের অভিনেতা ও অভিনেত্রী সমেত পরিচালক রা অনেক ক্রিয়েটিভ , আমি ভালোবাসি বাংলাদেশী নাটক দেখতে , জিয়ারুল হক অপূর্ব ও তাসনিয়া ফারহিন আমার খুবই প্রিয় অভিনেতা ও অভিনেত্রী ।
আমার দেখা এই ঈদের সেরা নাটক,,
মূল কথা হলো টাকা খরচ করা খুবই সহজ কিন্তু টাকা ইনকাম করা খুবই কঠিন🥀🤔
শ্রেষ্ঠ নবী পেয়েছি ❤️
শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি ❤️
শ্রেষ্ঠ কিতাব পেয়েছি ❤️
আলহামদুলিল্লাহ ❤️
তাই তো নাটক দেখছেন। বাটপার।
আর বড় বড় বিজ্ঞানী, ইঞ্জিনিয়ারদের জন্য আজ এত সুন্দর একটা আধুনিক জীবন পেয়েছেন। স্মার্টফোনে নাটক দেখতে পেরেছেন।
বুঝিনা, একটা নাটকের কমেন্ট বক্সে ধর্মীয় কমেন্ট কেন ?!
Sob kisu jokon paiso tokon anonde natok dekte aiso
@@sfahim7874 এখানে বাটপারির কি হলো? শালার বেয়াদব
Radical mad
শালীনতা, মামবতা, ভদ্রতা, জীবনযুদ্ধ, ভালোবাসা পত্যেকটা কানায় কানায় পরিপূর্ণ নাটকটি তে।
অসাধারণ,
ভালোবাসা অফুরন্ত ভারত থেকে 😊❤️
কেমন আছেন
❤️❤️❤️
Ki sundor bisheshon gulo bebohar korechhen bhai... Shalinota.... Sotti kono ashalin scene nei....amar eto bhalo legechhe natok ta ki bolbo .... Sobari bhalo legechhe.. Kharap lagar kono scope i deyni keu...... Millions er folok keno achieve korlona janina.... Boss I hate you theke eta beshi deserving chhilo...
অসাধারণ
অপূর্ব, হঠাৎ ইউটিউবে চোখে পড়ে গেল, তারপর পথে হলো দেরি ও দেখলাম, আমাদের দুখ্যের কারণ কি জানেন, আমরা একই ভাষা, সংস্কৃতি মানুষ হয়েও কতো দূরে, বাংলা দেশের কোনো টিভি চ্যানেল ও পায়না। আবারও বলি... অপূর্ব।
স্টার জলসার সিন্ডিকেট ব্যবসায়িরা রাজনৈতিক ভাবে আমাদের বাংলাদেশের চ্যানেল আপনাদের ভারতে আসতে দেয়না।তবে পারসোনাল ডিস ডিভাইস ইউস করে বাংলাদেশের চ্যানেল দেখতে পারেন
স্যার, আপনার ছেলে মানুষ হয়ে ঘরে ফিরতে চাচ্ছে। খুব ছোট্ট একটা ডাইলগ অথচ মন ছুয়ে গেলো💝
ফ্রিজে পানি রাখতে যেমন পানি ঠান্ডা হয় তেমনি কোরআন তেলাওয়াত করলে ও কলিজা ঠান্ডা হয় সুবহানাল্লা
মাশাআল্লাহ অসাধারণ কমেন্ট,,, ❤️❤️
হাস্যকর
ভাই আপনি এখানে কেন। শয়তান
আমি ভারতের ছেলে কিন্তু আমি নাটক দেখলাম কুয়েত থেকে। এই নাটক টা দেখলে নিজেকে ১টা বরো হওয়ার লোখখে পৌঁছাতে ইচ্ছে করে।নিজেকে ১টা মানুষ হোতে ইচ্ছে করে। ধন্যবাদ সবাইকে জারা এই নাটক টা তৈরী করেছে।
আমিও কই থেকে বলছি ভাই। আমি বাংলাদেশী।
Love you Bandhu
অসাধারণ
মন ছুয়ে গেল নাটক টা দেখে জীবন পাল্টে দেওয়ার মতো অভিনয় সকল অভিনেতা ও পরিচালককে অসংখ্য ধন্যবাদ ❤❤❤❤
দুর্দান্ত সুন্দর লাগলো, তাসনিয়া ফারিনের অভিনয় দেখে মুগ্ধ হয়ে গেলাম.... কলকাতা থেকে 😍😍😍
আমরা গর্বিত। আমার দেশের নাটক নৈতিক চরিত্র সর্বোত্তম বিষয় গুলো তুলে ধরে। সত্যিই নাটকের চরিত্র গুলো সমাজের মানুষের জীবনের সঙ্গে অনেক মিল।
I am from Nepal ,I can understand Bengali language .its really touch the heart and related real life. ❤❤❤❤❤❤❤
Oh really, you understand language of bangla,how is possible.
🥺🥺🥺
😲😲❤️❤️
OK thanks for watch
Thanks
অসাধারণ একটা নাটক,, এই নাটক থেকে আমাদের শিখার মতো অনেক কিছু আছে❤😢
নাটকের মুল বিষয়বস্তু আর পাঁচটা নাটকের মত না। খুবই সুন্দর। মনে হচ্ছিলো এই নাটক যেন শেষ না হউক। খুবই ভালো, বাংলা নাটক এগিয়ে যাক।🌼✌️
আমার দেখা এ যাবৎ কালের সেরা নাটক। শেখার অনেক কিছু আছে। যারা অভিনয় করেছেন তাদের কাহকে আমি বলবো না যে উনি পাচ,উনি সাত,উনি নয় পেয়েছেন, সবাইকে আমি দশে দশ দিতে চাই। জীবন ধর্মী নাটক। এক কথায় অসাধারন।
বাস্তবের সাথে পুরোপুরি মিল রেখে করা হয়েছে । বারবার মনে হচ্ছিল নাটকটি যেন শেষ না হয়😢 খুবই ভালো একটা নাটক ❤
Onk sundor akta ntok.
right 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
2 7
বাংলাদেশ, নাটক, আমার জন্ম ভূমি, বর্তমান ভারতীয়, পারবোনা সেই বাংলা, আমার সোনার বাংলা আমি তোমায় ভালো বাসি। অপূর্ব, পাশাপাশি সবাই ভালো থাকি। আরও সুন্দর এই রকম অল্প সময়ের নাটক দুই দেশকে নূতন পথ দেখার অপেক্ষায় আছি। 🎉
আমি ভারতের, ।🇮🇳 কলকাতা থেকে দেখছি বাংলাদেশের নাটক খুবই ভালো লাগে 👌👌👌
Tnx❤❤
ভাইয়া আপনি ভারোতিয়া
আমি আবার আর একটা নাটক দেখলাম"শেষ থেকে শুরু"চমৎকার নাটক এবং তার অভিনয়। প্রযোজক এবং পরিচালককে ধন্যবাদ জানাই, এই রকম একটি সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য। আমি পশ্চিমবঙ্গ থেকে নাটকটি দেখলাম । এই নাটকের সঙ্গে যারা জড়িত তাদের প্রত্যেককে আমার শুভেচ্ছা।🙏
RUclips e type korun: bangla natok violin/elomelo sobder jolsiri/kohen kobi vutnath/sopne dekha rajkonna/chader chondrobindu nei/laise fita/panjabiwala/pan supari/showrov. Series dekhben? Type korun: bangla natok house full/dadar desher jamai/sakin sarisuri/alta sundori/tal misri hawai mithai/mike/tomar duai balo achi maa. Music? Type korun: bangla song by romesh das/fokir saheb. Thanks..
মাশা আল্লাহ।অত্যন্ত সুন্দর ও শিক্ষণীয়। এমন শিক্ষণীয় নাটক নির্মাণ হওয়াই উচিত। যাতে রয়েছে অত্যন্ত শিক্ষণীয় ও সামাজিক একাত্মতা পোষণ এবং নিরাপত্তার অটুট বন্ধন। ইনশা আল্লাহ।
আমি একজন ভারতীয় কিন্তু বাংলাদেশের নাটক আমার প্রানবন্ত করে তোলে। কি অসাধারণ গল্প ও অভিনয় । আমি চোখের জল ধরে রাখতে পারি না
নাটকের শেষ দৃশ্য টা এতো আবেগময় সময় ছিলে এতো ভালো লাগছিলো বলে বুঝাতে পারবো না।কখন য়েনো চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে নিরবে।আমি নিজেও জানি না।নতুন করে শূরূ টু এর অপেক্ষায় থাকলাম।ভালোবাসা সবার জন্য।
প্লিজ এমন স্টোরি নিয়ে ছোট গল্প বানিয়ে কষ্ট দিয়েননা। মনের সাধ মেটেনা, তৃপ্তি আসেনা, প্লিজ পার্ট ২ চাই অতি সত্তর। অনেক শিক্ষণীয় একটা স্টোরি ❤️it. From india. Love you both.
আমি এপার বাংলা থেকে 🇮🇳
আপনাদের নাটক গুলো সত্যিই , অনেক কিছু শিখিয়ে দেয়, অনেক ভালোবাসা আপনাদের জন্য ❤️❤️❤️
সেই একটা বাস্তব জীবনের নাটক।
ধন্যবাদ পরিচালক কে, এর বাস্তব জীবনের নাটক এর মত, সকল ইয়ং পোলা পানের দেখা উচিত।
আমি কোনো নাটকে প্রথম মন্তব্য করবো।
অত্যন্ত শিক্ষনীয় একটা নাটক ছিলো।
আবেগ, বাস্তবতা, প্রীতি, স্নেহ,প্রেম, ভালোবাসা সমস্তটা নিয়ে। খুবই ভালো লেগেছে🦋❤️
বার বার মনে হচ্ছিল নাটকটা যেন শেষ না হয় ☺️☺️
Correct bolsen
Hmm akdom
Yes
রাইট
r8 tai
আমি প্রত্যেকের প্রেমে পরে গেছি ।
ভারতে শুধু বিয়োগান্ত ও অবাস্তব সিরিয়ালদেখতে দেখতে হাপিয়ে উঠছিলাম । আজ প্রাণ ভোরে নিঃশ্বাস নিলাম ।
তোমরা সবাই খুব খুব ভাল থেকো
সিনেমা টা খুব ভালো লাগলো। মন ভালো হয়ে গেলো। অনেক কিছু শিখতে পারলাম 🥺 কিভাবে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে নিজের টাকায় ইনকাম করে বাঁচতে হয় সেটাও শিখলাম 🥺
RUclips e type korun: bangla natok violin/elomelo sobder jolsiri/kohen kobi vutnath/sopne dekha rajkonna/chader chondrobindu nei/laise fita/panjabiwala/pan supari/showrov. Series dekhben? Type korun: bangla natok house full/dadar desher jamai/sakin sarisuri/alta sundori/tal misri hawai mithai/mike/tomar duai balo achi maa. Music? Type korun: bangla song by romesh das/fokir saheb. Thanks..
কে কে আমার মত নাটকের পাগল।
আমি
পুরোটা নাটক স্কিপ করা ছাড়া দেখেছি, আমাদের দেশে এতো ভালো ভালো শিল্পী রয়েছে তা ভাবতেই গর্বিত হয়ে যাই। অনেক অনেক ভালোবাসা ও শ্রদ্ধা রইল এমন শিল্পীদের প্রতি। ❤️❤️❤️🥰
RUclips e type korun: bangla natok violin/elomelo sobder jolsiri/kohen kobi vutnath/sopne dekha rajkonna/chader chondrobindu nei/laise fita/panjabiwala/pan supari/showrov. Series dekhben? Type korun: bangla natok house full/dadar desher jamai/sakin sarisuri/alta sundori/tal misri hawai mithai/mike/tomar duai balo achi maa. Music? Type korun: bangla song by romesh das/fokir saheb. Thanks..
এই নাটকের মত হুবহু ছিল আমার জীবনটা,টাকা খরচ করার চেয়ে টাকা ইনকাম করাটা যে কত কষ্টের যে ইনকাম করে সে বুঝতে পারে।এই নাটক থেকে সবার অনেক কিছু শিখার আছে?
আমাদের দেশে হইত হলিউড-বলিউড নেই তবে আমরা গর্ব করে বলতে পারি হলিউড বলিউড থেকেও আমাদের বড় কিছু আছে আর সেটা হল আমাদের দেশের নাটক যা সত্যিই অসাধারণ। 🥰🥰🥰
Best Acting of Tasnia Farin in the Year.
নাটকের সমস্ত সময় ধরে সত্যি বলতে ফারিন কোন অভিনয় করেনি, বাস্তবতাকে ফুটিয়ে তুলেছে!!
ধন্যবাদ ফারিন।
কি অসাধারণ গল্প..! নিঃসন্দেহে এটা এই ঈদের সেরা নাটক। সত্যি বলছি, নাটকটা দেখে মন ছুঁয়ে গেলো। সময়টা বৃথা যায়নি। এই নাটকের সাথে জড়িত সবাইকে ধন্যবাদ এত সুন্দর একটা নাটক উপহার দেয়ার জন্য।❤️❤️❤️
বাংলাদেশের নাটকের চাহিদা বাড়ছে ভারতের বাংলাভাষী দর্শকদের মাঝে।
বাস্তবতা কে তুলে ধরার জন্য ধন্যবাদ, প্রতিটি ছেলের এই নাটকটি দেখা উচিত বলে মনে হচ্ছে
বাস্তব অভিজ্ঞতা থেকে,বলছি ,অসাধারণ একটি নাটক দেখলাম ❤❤❤❤❤tnx Rtv কে ,অবিরাম ভালোবাসা রইলো
টানা তিন বছর চাকরি করার পর ৪ মাস চাকরি ছাড়া ছিলাম।সেই ৪ মাস বুঝেছিলাম টাকা কি জিনিস।পরে অনেক কষ্টে একটা চাকরি মেনেজ করেছি।অনেক অভিজ্ঞতা হয়েছে সেই ৪ মাসে।
সবার ক্ষেত্রে এমন নাহ, আমারা যৌথ পরিবারের সদস্য, আমি টানা ১০ বছর চাকরি করেছি, হঠাৎ করে ব্যক্তিগত ঝামেলার কারণে চাকরী ছেড়ে দিয়ে, বাড়িতে প্রায় ৯/১০ মাস একিবারে বেকার ছিলাম, বউ বাচ্চা নিয়ে।কিন্তুু কোনোদিন কেউ কোনোকিছু বলেনি, পড়ে একটা সময় দেশের বাহিরে চলে এসেছি।
same problem
Right
বাপের হোটেল থেকে বের হয়ে আসলে বুঝা যায় দুনিয়া কতো কঠিন,,, খুব মিস করি ♥️ বাবাকে,,,
এটিই আসল কথা।
👍 অসাধারণ একটি কাহিনী। অসাধারণ অভিনয়। 0% নোংরামি, 100% বিশুদ্ধতায় ভরা আপনাদের প্রয়াস👍
আমি ভারতীয় হয়ে বলছি কলকাতার অপদার্থ সিরিয়াল পরিচালক গুলোর আপনাদের দেখে শেখা উচিৎ।👍
Ekdom thik
Sotti tai
ঠিক.. Ekhane 3 te 4 te বিয়ে..জঘন্য
RUclips e type korun: bangla natok violin/elomelo sobder jolsiri/kohen kobi vutnath/sopne dekha rajkonna/chader chondrobindu nei/laise fita/panjabiwala/pan supari/showrov. Series dekhben? Type korun: bangla natok house full/dadar desher jamai/sakin sarisuri/alta sundori/tal misri hawai mithai/mike/tomar duai balo achi maa. Music? Type korun: bangla song by romesh das/fokir saheb. Thanks..
@@indiradebnath2615 RUclips e type korun: bangla natok violin/elomelo sobder jolsiri/kohen kobi vutnath/sopne dekha rajkonna/chader chondrobindu nei/laise fita/panjabiwala/pan supari/showrov. Series dekhben? Type korun: bangla natok house full/dadar desher jamai/sakin sarisuri/alta sundori/tal misri hawai mithai/mike/tomar duai balo achi maa. Music? Type korun: bangla song by romesh das/fokir saheb. Thanks..
Fantastic presentation,
I am from Kolkata,
আমার এতো ভালো লেগেছে নাটকটি যে ভাষায় প্রকাশ করতে পড়ছি। সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা। সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং অবশ্যই আনন্দে থাকুন।
ঈশ্বরের আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক এই প্রার্থনা করি।
আমাদের কলকাতার টিভি সিরিয়ালের প্রতিটি অনুষ্ঠান এতো একঘেয়ে লাগে যে আমরা মূল ধারা সংস্কৃতির মূল ধারা থেকে অনেক আগেই বিচ্ছিন্ন হয়ে গেছি।
আপনাদের পরিবেশিত প্রতিটি মুহূর্ত আমার মনের মণিকোঠায় লালিত পালিত হয়ে থাকবে।
এবার ইদের এইটাই বোধহয় সব থেকে ভালো নাটক। দারুন সুন্দর গল্প, দারুন সুন্দর অভিনয়। ❤️
অপূর্ব বেটা আর তাসনিয়া ফারিন্ দুই জনের অভিনয় অসাধারণ আমি অপূর্ব বেটাকে খুব ভালো বাসি কলকাতা থেকে
বাংলাদেশ বেড়াতে আসিয়েন 💖
অভিনন্দন দাওয়াত রইল বাংলাদেশ থেকে।
যখন কর্মজীবনে পা রেখেছি তখন ই বুজেছি বাহিরের জগৎ কতটা কঠিন,
পরিবার থেকে নানা অজুহাত দেখিয়ে কতটাকা অপচয় করেছি তা এখন বুজতেছি,,😥😥😥
দুনিয়াতে আমার নেশা বলতে,,,, বাংলাদেশের নাটক ও শর্ট ফিল্ম,,,❤❤❤❤