আকিকা দেওয়ার নিয়ম- ছেলেদের ২টা মেয়েদের ১টা কেন ?❓┇মাওলানা মমতাজুল ইসলাম┇Maulana Momtazul Islam

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • আকিকা হলো ইসলামী শরীয়তে সন্তানের জন্মের পর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য নির্দিষ্ট পশু কোরবানি দেওয়ার একটি সুন্নাত। ছেলে সন্তানের জন্য দুটি এবং মেয়ে সন্তানের জন্য একটি পশু কোরবানি দেওয়ার নিয়ম সুন্নাতে এসেছে। কুরআনে সরাসরি আকিকার ব্যাপারে আলোচনা করা না হলেও হাদিসে স্পষ্ট নির্দেশনা পাওয়া যায়।
    আকিকার হাদিস
    ১. **সুনান তিরমিজি**: আবদুল্লাহ ইবনে আমর (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, "প্রতিটি ছেলে সন্তানের জন্য আকিকা রয়েছে। তার পক্ষ থেকে দুইটি সমপরিমাণ ছাগল যবাই করা হবে এবং মেয়ে সন্তানের জন্য একটি ছাগল।" (তিরমিজি: ১৫১৫)
    ২. **সহীহ বুখারি**: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, "ছেলের জন্য দুইটি এবং মেয়ের জন্য একটি ছাগল।" (বুখারি: ৫৪৭২)
    কেন ছেলেদের জন্য দুইটি আর মেয়েদের জন্য একটি?
    এই পার্থক্যের মূল কারণ হলো ইসলামী শরিয়তে ছেলেদের এবং মেয়েদের দায়িত্বে কিছু পার্থক্য রয়েছে। ছেলেরা পরিবারের দায়িত্ব বহন করে থাকে এবং তাদের উপার্জনের মাধ্যমে পরিবারকে সাহায্য করার বিধান রয়েছে। এজন্য ছেলেদের আকিকায় দুটি পশু কোরবানি করে বেশি আনন্দ প্রকাশ করা হয়। অন্যদিকে, মেয়েদের ক্ষেত্রে একটিই নির্ধারিত হয়েছে।
    এটা আল্লাহ তাআলার ইচ্ছা এবং রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সুন্নাত। শরীয়তে এর যথাযথ অনুসরণ করাই আমাদের কর্তব্য।

Комментарии • 1

  • @makkarulhoque1608
    @makkarulhoque1608 9 дней назад +2

    সলুয়া মাদ্রাসা জালসা কবে। আমি জানতে চাই।