খুবই ভালো লাগছে ভিডিও দেখে আমার ও যাইতে ইচ্ছা করছে ইন্সল্লাহ যাবো আর আপনি কোন কেমেরা দিয়ে ভিডিও করছেন কোন কম্পানি আর মডেল কত খুবই সুন্দর ভাবে ভিডিও উপস্থাপন করছেন মনে হয় প্রফেশনাল
ভাই আপনাদের ব্লগিংটা চমৎকার হয়েছে। 5 দিনের জন্য কুরবানী ঈদের সময় কাশ্মীরে যাওয়ার প্ল্যান আছে। এই অল্প সময়ে কোন কোন জায়গা গুলো অবশ্যই ঘোরা উচিত? সব জায়গাগুলো না দেখলেও চলবে। চারজনের জন্য আনুমানিক কত টাকা খরচ পড়বে? (লো বাজেট ট্রিপ) । যদি একটু আইডিয়া দিতেন খুবই উপকৃত হতাম।
সর্বমোট পাঁচ দিনে যদি ঘুরতে হয় তাহলে তো খরচটা একটু বাড়বে যেহেতু এয়ারে যাতায়াত করতে হবে। সময় হাতে থাকলে বাস ট্রেনে যাতায়াত করলে খরচ অনেক কম পড়ে। আমার আমার মতে শ্রীনগরে তিন রাত এবং পেহেল গ্রামে ২ রাত থাকতে হবে আপনাদের, এবং শ্রীনগর থেকে গুলমার্গ ডে টুর করে আসতে হবে, সানমার্গ যাওয়াটা এভয়েড করতে পারেন। এটাই ভাল হয়।
আমাদের মোট খরচ হয়েছে দুইজনের ১,১০,০০০ রুপি, দুইজনের জন্য। বরফ দেখতে চাইলে ডিসেম্বর ফেব্রুয়ারি মাসে যাবেন আর সুন্দর কাশ্মীর দেখতে চাইলে আমাদের মত সামার টাইমে যাবেন ,কিন্তু সামারে খরচ বেশি হবে মাথায় রাখতে হবে।
Kashmir a nirdisto jayga theke oder chart onujai car rent nite hoy naki ami amar iccha moto nite parbo? Jmn bollen je 8jon ar jonno ja vara 2 jon ar jonno oh same. Tahole ki taxi te 8 jon boste pare? R sob any taxi ar vara e ki same hoy?
চার্ট অনুযায়ী যেসব জায়গায় ঘুরার জন্য গাড়ি নিবেন আপনার ওইসব জায়গাতেই ঘুরতে হবে, নিজের ইচ্ছামত ঘোরাঘুরি করতে পারবেন না। এবং সম্পূর্ণ গাড়িটা ভাড়া করতে হবে, আপনি যদি টাটা সুমো গাড়ি ভাড়া করেন সেক্ষেত্রে ৮ থেকে ১০ জন একই গাড়িতে বসতে পারবেন, আমরা দুইজন ছিলাম, আমাদের সাথে আরও লোক থাকলে সবাই মিলে গাড়িতে করে ঘুরতে পারতাম একই খরচ এ। সব গাড়ির ভাড়া সেইম না কোয়ালিটি গাড়ির মডেল ও ধরন অনুযায়ী চার্টে বিভিন্ন গাড়ির জন্য বিভিন্ন ভাড়া ঠিক করা আছে।
এয়ারে যাতায়াত করলে কোন সমস্যা হয় না, ল্যান্ড পোর্ট ইউজ করলে সে ক্ষেত্রে ওরা টাকা খাওয়ার জন্য ঝামেলা করতে পারে। সাধারণত পার্সোনাল ব্যবহারের জন্য ড্রোন সাথে ক্যারি করা যায় । শহরের এরিয়ার বাইরে ফ্লাই করলে কোন সমস্যা নেই, আমাদের কোন প্রবলেম হয় নাই।
ওয়ালাইকুম আসসালাম আপু। আমরা গিয়েছিলাম গত বছর মে মাসে। ঢাকা শ্রীনগর ঢাকা টিকেট এর দাম পড়েছিল ৩৪ হাজার টাকা করে এক একজনের। এখন গেলে ৩০ হাজারের আশেপাশে পেয়ে যাবেন।
আসসালামু আলাইকুম ভাইয়া আমি আমার হাসবেন্ড ও আমার ২০ মাসের বাচ্চাসহ এই মাসের ২৭/২৮ তারিখ যেতে চাচ্ছি কাশ্মীরে ঘুরতে,,,এখন যাওয়া কি ঠিক হবে? ওখানে কি বেশি শীত? এখন গেলে আপেল বাগান সহ সব গুলো সুন্দর জায়গা কি দেখা যাবে? নাকি আরও কিছু দিন পর যেতে হবে,,একটু জানাবেন প্লিজ প্লিজ।
ঢাকা কলকাতা ঢাকা ট্রেন ভাড়া ৪৫০০ টাকা, কলকাতা টু জম্মু তাই যাওয়া আসার ট্রেন ভাড়া ৩০০০ টাকা। ঢাকা শ্রীনগর ঢাকা এয়ার টিকেট পড়বে ৩০ হাজারে এর আশেপাশে।
chandanbarir সাথে হিন্দু ধর্মের কোন সম্পর্ক নেই । প্রাকৃতিক সৌন্দর্যর জন্যেই মানুষ যায় । আরু ভ্যালি বলছেন যেটাকে সেটা আরু গ্রাম, আসল আরু ভ্যালি আরো ওপরে হেঁটে যেতে হয় । video করলে সব কিছু জেনে করবেন plz, কোন মাসে গিয়েছিলেন?
@@TravelTa2020একদমই নয়, অমরনাথ যাত্রার সাথে অবশ্যই ধর্ম বা পুণ্যের লোভ আছে , আবার অনেকে প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্যেও যায়, বিশেষ করে যারা ট্রেক করতে ভালবাসে ।ভারতে এরকম ট্রেক রুট আছে অনেক আছে, যেখানে হয়তো কোন একটা ছোট মন্দির বা গুরদোয়ারা আছে কিন্তু যারা যায় মূলত সৌন্দর্য উপভোগ করার জন্যেই যায়, একই ভাবে চন্দনবাড়ি ঘুরতে যাওয়ার সাথে অমরনাথের কোন প্রত্যক্ষ সম্পর্ক নেই । এরকম কোটি কোটি হিন্দু পাবেন,যারা চন্দনবাড়ি গেলেও অমরনাথ জীবনে যান নি । যাই হোক, আপনি কবে গিয়েছিলেন,সেটা জানতে পারলাম না । video র ছবিগুলো বেশ ভাল লেগেছে ।
অল্প সময়ে দারুন ভাবে তুলে ধরেছেন ভাই। সেই ভাই সেই৷
অসংখ্য ধন্যবাদ ভাই, আমাদের সাথেই থাকুন।
You are a very good person sir love from india , ei rokom ei thakben sorboda ❤️
Thanks a lot 🙏
Rellay so nice share🇧🇩🇧🇩🇧🇩🌹🌹
ধন্যবাদ ভাই আপনাকে 😊
খুব সুন্দর জায়গা,, আপনার ভিডিও টা অনেক সুন্দর,,, 🎉
ধন্যবাদ আপনাকে
অনেক সুন্দর লাগলো ভাই,অসাধারণ ❤️❤️
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই
মনে হচ্ছিলো আপনাদের সাথে আমিও ঘুরতেছিলাম। আহা! দুটি পর্বই খুব ভালো লাগলো
অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের ভিডিওটি দেখার জন্য। আশা করি আমাদের সাথে থাকবেন।
bhai onek bhalo laglo apnar video ta 😊😊
Thank you so much bhai
Onk vlo laglo eid pore plan korte si jawar apnar mota mot ta diven bai 🫡🫡
বেশ ভালো ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ ভাই
ধন্যবাদ, খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। মনে হচ্ছিল আপনার সাথে পহেলগাম, শ্রনগর ঘুরে পাহাড় নদী ঝর্ণা দেখছি
আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন।
Bhai masha Allah khub bhalo laglo apnar video
অসংখ্য ধন্যবাদ ভাইয়া
খুবই ভালো লাগলো ভাই । আরও adventure ভিডিও দিবেন ইনশা আল্লাহ 🖤
সামনে ১২ দিনের সমগ্র থাইল্যান্ড ট্যুর আসছে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন
আমাদের কি সাদ্দ্য আছে যাওয়ার,
তাই ভিডিও দেখাই মনকে শান্তনা দিলাম😢
প্রাকৃতিক দৃশ্য ও ভিডিও কোয়ালিটি মাশা আল্লাহ মনোমুগ্ধকর। পুরোটা ভয়েস অভার না করে ক্যামেরার সামনে কিছু সময় এক্সপেরিয়েন্স শেয়ার করলে ভালো হতো।
আপনার মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ , ভবিষ্যতে চেষ্টা করব আরও ভালো করার।
Assalamu alaikum vya.
আপনার এই ভিডিওতে আপনি কি ক্যামেরা ব্যাবহার করেছেন একটু বলবেন? আমার খুব ভালো লেগেছে।
মাশাআল্লাহ
watching from china....... thank you via and vabhi
Thanks for watching ❤️
আমি কলকাতায় থাকি। দুইবার কাশ্মীর গেছি, জানুয়ারী আর নভেম্বর মাসে। তোমাদের ভিডিও খুব ভাল লাগল। তোমরা আমার নিশ্চয় ভারতে আসবে। ভাল থেকো
কলকাতা আমাদের প্রিয় শহর, খুব শীঘ্রই আবার আসবো কলকাতা।
ভাই পুরো কাশ্মীর ঘুরতে মোট কত টাকা লাগতে পারে?
ঘোড়া ভাড়া অনেক বেশি নিয়ে ফেলেছে🤦♂️ বিমান ভাড়া কি আসা যাওয়া ১৭০০০? পুরো ভিডিও অসাধারন হয়েছে ভাই…ধন্যবাদ❤
Nice place
👍
খুবই ভালো লাগছে
ভিডিও দেখে আমার ও যাইতে ইচ্ছা করছে ইন্সল্লাহ যাবো
আর আপনি কোন কেমেরা দিয়ে ভিডিও করছেন কোন কম্পানি আর মডেল কত
খুবই সুন্দর ভাবে ভিডিও উপস্থাপন করছেন মনে হয় প্রফেশনাল
Device used: GoPro hero 8 black, OnePlus 7t, OnePlus 9, dij mini 2.
কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।
Excellent ..............
আপনাকে অসংখ্য ধন্যবাদ
Beautiful
Thank you so much
ALHAMDULILYA....
Thanks sir
জুলাইয়ের প্রথম সপ্তাহে যাবো ইনশাআল্লাহ। একটা ট্যুর প্ল্যান দিলে কৃতজ্ঞ থাকবো।
আমাদের টুর প্ল্যানটা ফলো করতে পারেন ডেসক্রিপশনে দেওয়া রয়েছে
Gondola ride er ticket offline e kivabe katbo??ar pahelgham e hotel booking kivabe korechen??
অফলাইনে কাটতে চাইলে লোকাল টুরএজেন্টের সাথে যোগাযোগ করতে হবে। আর হোটেল বাংলাদেশ থেকে বুক করে যেতে পারবেন MakeMyTrip / Agoda/ booking.comএর মাধ্যমে।
❤❤
বিমান টিকেট কত ভাই??
ভাই আপনাদের ব্লগিংটা চমৎকার হয়েছে। 5 দিনের জন্য কুরবানী ঈদের সময় কাশ্মীরে যাওয়ার প্ল্যান আছে। এই অল্প সময়ে কোন কোন জায়গা গুলো অবশ্যই ঘোরা উচিত? সব জায়গাগুলো না দেখলেও চলবে। চারজনের জন্য আনুমানিক কত টাকা খরচ পড়বে? (লো বাজেট ট্রিপ) । যদি একটু আইডিয়া দিতেন খুবই উপকৃত হতাম।
সর্বমোট পাঁচ দিনে যদি ঘুরতে হয় তাহলে তো খরচটা একটু বাড়বে যেহেতু এয়ারে যাতায়াত করতে হবে। সময় হাতে থাকলে বাস ট্রেনে যাতায়াত করলে খরচ অনেক কম পড়ে। আমার আমার মতে শ্রীনগরে তিন রাত এবং পেহেল গ্রামে ২ রাত থাকতে হবে আপনাদের, এবং শ্রীনগর থেকে গুলমার্গ ডে টুর করে আসতে হবে, সানমার্গ যাওয়াটা এভয়েড করতে পারেন। এটাই ভাল হয়।
BYE ROAD GELE 60K INDIAN RUPE HOLEI HOBE ❤
vaiya apnara kon month e travel korecilen kindly reply kore!
May
Vai ki sunaylen 40k ekjoner khoroc
Mot koto taka khoroc hoylo viya r kon somoy gele sob theke vlo hobe please reply
আমাদের মোট খরচ হয়েছে দুইজনের ১,১০,০০০ রুপি, দুইজনের জন্য। বরফ দেখতে চাইলে ডিসেম্বর ফেব্রুয়ারি মাসে যাবেন আর সুন্দর কাশ্মীর দেখতে চাইলে আমাদের মত সামার টাইমে যাবেন ,কিন্তু সামারে খরচ বেশি হবে মাথায় রাখতে হবে।
NICE
Thank you 😊
Kashmir a nirdisto jayga theke oder chart onujai car rent nite hoy naki ami amar iccha moto nite parbo? Jmn bollen je 8jon ar jonno ja vara 2 jon ar jonno oh same. Tahole ki taxi te 8 jon boste pare? R sob any taxi ar vara e ki same hoy?
চার্ট অনুযায়ী যেসব জায়গায় ঘুরার জন্য গাড়ি নিবেন আপনার ওইসব জায়গাতেই ঘুরতে হবে, নিজের ইচ্ছামত ঘোরাঘুরি করতে পারবেন না। এবং সম্পূর্ণ গাড়িটা ভাড়া করতে হবে, আপনি যদি টাটা সুমো গাড়ি ভাড়া করেন সেক্ষেত্রে ৮ থেকে ১০ জন একই গাড়িতে বসতে পারবেন, আমরা দুইজন ছিলাম, আমাদের সাথে আরও লোক থাকলে সবাই মিলে গাড়িতে করে ঘুরতে পারতাম একই খরচ এ। সব গাড়ির ভাড়া সেইম না কোয়ালিটি গাড়ির মডেল ও ধরন অনুযায়ী চার্টে বিভিন্ন গাড়ির জন্য বিভিন্ন ভাড়া ঠিক করা আছে।
3/4 sit ar taxi r 8/10 sit ar sumo car ar price ki same?
সমু গাড়ির ভাড়া অন্যসব গাড়ি থেকে কম
vaiya apni kon mashe giyechhilen?
May mashe vaiya
Apnara kon month a gesen vai?
May
Bhai drone niye gelen je.. Airport a jamela kore na? India and Bangladesh. Jodi share korten. R Kashmir drone urale prblm kire na?
এয়ারে যাতায়াত করলে কোন সমস্যা হয় না, ল্যান্ড পোর্ট ইউজ করলে সে ক্ষেত্রে ওরা টাকা খাওয়ার জন্য ঝামেলা করতে পারে। সাধারণত পার্সোনাল ব্যবহারের জন্য ড্রোন সাথে ক্যারি করা যায় । শহরের এরিয়ার বাইরে ফ্লাই করলে কোন সমস্যা নেই, আমাদের কোন প্রবলেম হয় নাই।
আসসালামু আলাইকুম, আপনারা কোন মাসে গিয়েছিলেন কাশ্মীর?আর ভাইয়া ঢাকা কাশ্মীর ঢাকা এয়ার প্রাইস ২৭০০০ কি পার পারসন? মানে ২ জন মিলেয়ে ৫৪০০০ হাজার টাকা?
ওয়ালাইকুম আসসালাম আপু। আমরা গিয়েছিলাম গত বছর মে মাসে। ঢাকা শ্রীনগর ঢাকা টিকেট এর দাম পড়েছিল ৩৪ হাজার টাকা করে এক একজনের। এখন গেলে ৩০ হাজারের আশেপাশে পেয়ে যাবেন।
@@TravelTa2020 অনেক ধন্যবাদ ভাইয়া।অনেক শুভকামনা।
Apnara Kon somoy giyesilen?
May
@@TravelTa2020 vaiya one more thing, amra jodi by-road 6 Jon jai ta hole ki 22,000 tk ar modde possible naki besi lagbe?
প্রোপার প্ল্যানিং করে গেলে ইনশাল্লাহ হয়ে যাবে। তারপরেও ব্যাকআপ নিয়ে যান।
june-july gele kmn hobe Kashmir?
tokhn ki beshi gorom thakbe?
গরম থাকবে না বৃষ্টি থাকতে পারে
Camera device ki?
GoPro hero 8 black, OnePlus 9, OnePlus 7T, DJI mini 2.
May month a temperature Kmn take vhaya🙆♂️
আমাদের জানুয়ারি মাসের চেয়ে শীত একটু বেশি
Can i carry drone in kasmir tour? Any issues
I didn't find any issue
Is it allowed to carry drone?
ভাই ঢাকা কাশ্মীর ঢাকা বিমান ভাড়া 27000 ।বলেছেন এই 27000 কি জন প্রতি।
আমাদের জন প্রতি ২৭ হাজার রুপি খরচ হয়েছে ঢাকা কাশ্মীর ঢাকা ফ্লাইটে।
ভাইয়া এই ভিডিটা কোন মাসে অথাত তারিখটা বলবেন কি
মে মাসের ১৯ থেকে ২৬ তারিখে
আপনার ফেইস কম দেখা গেল পরে ফেইস দেখাবে তবে ভাল লাগলো ভিডিও টা
ধন্যবাদ
Apnara kon somoy gechilen?
End of may
আসসালামু আলাইকুম
ভাইয়া আমি আমার হাসবেন্ড ও আমার ২০ মাসের বাচ্চাসহ এই মাসের ২৭/২৮ তারিখ যেতে চাচ্ছি কাশ্মীরে ঘুরতে,,,এখন যাওয়া কি ঠিক হবে? ওখানে কি বেশি শীত? এখন গেলে আপেল বাগান সহ সব গুলো সুন্দর জায়গা কি দেখা যাবে? নাকি আরও কিছু দিন পর যেতে হবে,,একটু জানাবেন প্লিজ প্লিজ।
ওয়ালাইকুম আসসালাম, শ্রীনগরে এখন টেম্পারেচার মাইনাস এর নিচে চলছে। আপনি নিজেই বুঝতে পারছেন এত শীতে বেবি নিয়ে যাওয়া ঠিক হবে কিনা।
By road a gele Kashmir ghurte koto din lage?
7 din kashmir a tour +Jawa asha 5 din, total 12 din 🥴
Kon month e gisiln?
May
ভাই বাইক নিয়ে যাওয়ার কোন উপায় আছে কি ,, প্লিজ বইলেন ভাই ,, দেশে থেকে বাইক নিয়ে যাওয়ার কোন উপায় আছে কি ,,
আপনারা কোন মাসে গিয়েছিলেন??
মে মাসের শেষের দিকে
উচ্চতার জন্য শারীরিক কোন সমস্যা হয়না? অক্সিজেন লেভেল কমে যায় না?
তেমন সমস্যা হয় না, খুব বেশি উঁচু না
ভ্রমণে কি খাচ্ছেন তা সংযুক্ত করতে পারেন
এরপরের ভিডিওগুলোতে অবশ্যই করবো। আপনার মতামতের জন্য অশেষ ধন্যবাদ।
Koto tk hoila Kashmir ghora jabe
আট জনের গ্রুপ এ বাই রোডে সাত দিন ঘুরতে ২৫ থেকে ৩০ হাজার টাকা লাগবে
ভাইয়া ঢাকা থেকে কোলকাতা পরে কাশ্মীর ১ সপ্তাহে কত খরচ হতে পারে,, ৪ জন, ট্রেনে কত আর বিমানে কত খরচ হতে পারে?
ঢাকা কলকাতা ঢাকা ট্রেন ভাড়া ৪৫০০ টাকা, কলকাতা টু জম্মু তাই যাওয়া আসার ট্রেন ভাড়া ৩০০০ টাকা। ঢাকা শ্রীনগর ঢাকা এয়ার টিকেট পড়বে ৩০ হাজারে এর আশেপাশে।
ভাই আপনার সাথে কন্টাক করার প্রয়োজন। ফোন নাম্বার টা দেন
🥰😍
আপনার ড্রোন ক্যামেরা টার দাম কত?
50000tk
Sikkim e tour den
ভিসা নেওয়া আছে যে কোন সময় চলে যাব
ভাই যদি ফ্যামিলি নিয়ে আসি ১০ বা ১২ কিংবা ১৫ বা ১৬ জন কেমন খরচ পড়বে টোটাল একটু জানাবেন ভাই প্লিজ ভাই ,, একদম বাংলাদেশ থেকে ,,
যাতায়াত খরচ বাদে জনপ্রতি ১২- ১৫ হাজার টাকা করে লাগতে পারে।
ভিসা পাসপোর্ট বানিয়ে ঢাকা থেকে কলকাতা আসবেন ফ্লাইট এ, বন্দে ভারত ট্রেন এ চাপবেন পৌঁছে যাবেন ১৫ থেকে ২০ হাজার এর মধ্যে সহজে হয়ে যাবে
যদি কখন গ্রুপ নিয়ে যান তবে আমাকে সাথে রাখলে কৃতজ্ঞ থাকবো
আমরা তো সাধারণত গ্রুপ ট্যুর দেই না, হাজব্যান্ড ওয়াইফ দুইজনে মিলে ঘুড়ি। তারপরও মাথায় থাকলো।
বাই রোডে গেলে ২ জনের জন্য মোট কত টাকা খরচ হবে??
বাই রোড বাজেট ট্রাভেলে দুইজনের জন্য মোট ৭০ হাজার রূপীর বেশি খরচ হবে না আশা করছি
এটা কোন মাস ছিল
May
ভাইয়া টাকা কিভাবে নিয়ে যাবো
ডলার অথবা ইন্ডিয়ান রুপি নিয়ে যেতে পারেন। বাংলাদেশী ঢাকা কাশ্মীরে এক্সচেঞ্জ করা যায় না।
chandanbarir সাথে হিন্দু ধর্মের কোন সম্পর্ক নেই । প্রাকৃতিক সৌন্দর্যর জন্যেই মানুষ যায় । আরু ভ্যালি বলছেন যেটাকে সেটা আরু গ্রাম, আসল আরু ভ্যালি আরো ওপরে হেঁটে যেতে হয় । video করলে সব কিছু জেনে করবেন plz, কোন মাসে গিয়েছিলেন?
আপনি কি বলতে চাচ্ছেন অমরনাথ যাত্রায় মানুষ প্রাকৃতিক সৌন্দর্য এর জন্য যায়? হিন্দু ধর্মের কোন সম্পর্ক নেই?
@@TravelTa2020একদমই নয়, অমরনাথ যাত্রার সাথে অবশ্যই ধর্ম বা পুণ্যের লোভ আছে , আবার অনেকে প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্যেও যায়, বিশেষ করে যারা ট্রেক করতে ভালবাসে ।ভারতে এরকম ট্রেক রুট আছে অনেক আছে, যেখানে হয়তো কোন একটা ছোট মন্দির বা গুরদোয়ারা আছে কিন্তু যারা যায় মূলত সৌন্দর্য উপভোগ করার জন্যেই যায়, একই ভাবে চন্দনবাড়ি ঘুরতে যাওয়ার সাথে অমরনাথের কোন প্রত্যক্ষ সম্পর্ক নেই । এরকম কোটি কোটি হিন্দু পাবেন,যারা চন্দনবাড়ি গেলেও অমরনাথ জীবনে যান নি ।
যাই হোক, আপনি কবে গিয়েছিলেন,সেটা জানতে পারলাম না । video র ছবিগুলো বেশ ভাল লেগেছে ।
আমরা গত বছর মে মাসে গিয়েছিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
@@dsaikat4334ভালো মানুষ হন ভাই ,সবাই কি মক্কা মদিনা যেতে পারে ? টাকার উপর নির্ভর করে ভাই 👈
কল্পনা হবে ভাই,, কপ্লনা না।....
আগে তো খেয়াল করিনি ! ধন্যবাদ ভাই
কাশ্মীরে ঘুরার বেস্ট সিজন কোনটা?
মার্চ থেকে মে মাস পর্যন্ত