আসল চুন্নি হলো কওমি মাদ্রাসার শিক্ষক, ছাত্ররা এবং যারা এদের অনুসরণ করি। সব চুন্না আমরা পালন করি।যে মন ডিলা কূলোপ, মিসওয়াক,পাগড়ি, জুব্বা, দাড়ি।সব পাওয়া জাই। তারাই আসল চুন্নি। আর তোমরা নাম দারি চুন্নি সালা শয়তানের দল। গানজা কোরের দল
Marhaba sonny alemder gojol Very beutiful ami amar baba md abul kashem amar awolad Md Mahmud Hasan Fatema Khatun Md Noor Hossain muksud sonny al kadri comilla
ওই বেদাতীরা,ভনডরা,জারজ,সনতানরা,রাসুলের শান মানের জন্য কোন কোররআন হাদীস লাগেনা।রাসুলকে আল্লাহ পাক সারাজাহানের সবকিছুজানলে ওয়ালা ও রহমত হিসেবে পাঠিয়েছেন।
বিসমিল্লাহির রহমানের রাহিম (দরুদ শরীফ ভুলে যাওয়া মানে বেহেস্তের পথ ভুলে যাওয়া) عَنْ جَابِرِ بْنِ زَيْدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم: "مَنْ نَسِيَ الصَّلَاةَ عَلَيَّ خَطئ طَرِيقَ الْجَنَّةِ" হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম বলেছেন "আমার প্রতি দরুদ পড়া ভুলে গিয়েছে সে বেহেস্তের পথ ভুল করেছে" __________________________ সূত্র: উপরোক্ত সহি হাদিসটি হযরত ইবনে কাথির রাহিমাল্লাহ (যিনি ৭০১ হিজরীতে জন্মগ্রহণ করেছেন ) তিনি তাঁর পবিত্র কুরআনের তাফসীরে আরবী ভাষা উল্লেখ করেছেন। মিলাদে আরেকটি পর্ব রয়েছে পবিত্র কোরআনের বাণী আলোচনা করা যার মাধ্যমে আল্লাহর স্মরণ হয় ঈমানের বৃদ্ধি সাধন হয়! পবিত্র কোরআনের বাণী বর্ণনার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহব্বত আলোচনা করার পাশাপাশি আমাদের ঈমান বৃদ্ধিতে তা পবিত্র কোরআন তেলাওয়াত শ্রবণ করা আমাদের ঈমান বৃদ্ধির সহায়ক বলেও কোরআনে বর্ণিত। আল্লাহ নিজেই তাঁর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি তাঁর প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দরুদ এবং সালাম পাঠ করেন এবং পবিত্র কোরআনের সূরা আহযাবের 56 নম্বর আয়াতে আল্লাহ সমস্ত বিশ্বাসী মানুষ এবং জিন এবং সৃষ্টিকে স্মরণ করিয়ে দেন নির্দেশ দেন যেন আমরা তাঁর প্রতি দরুদ প্রেরণ করি এবং তাঁকে সালাম এর মত সালাম দেই অর্থাৎ আদবের সাথে সালাম প্রদান করি। بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما পবিত্র কোরআনে তো বলা হয়নি তোমরা বসে বসে উপরোক্ত আদেশ প্রতিপালন করো! দাঁড়িয়ে সালাম দেওয়া বৈধ এবং যুক্তিযুক্ত! তবে যদি কারো স্বাস্থ্যগত সমস্যা থাকে দাঁড়াতে না পারার কারণ থেকে থাকে তাহলে আল্লাহতালা তো সবই দেখেন! সবই শুনেন! সবই বোঝেন! সুতরাং স্বাস্থ্যগত কারণে না দাঁড়াতে পারলে অবশ্যই তা ত্রুটিযুক্ত হবে না! আল্লাহ তো অবশ্যই রহমানুর রহিম রহিম ان الله عليم بذات الصدور সেই সূত্রে দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মকালীন পটভূমি পর্যালোচনা করে পবিত্র মুহূর্তে ফেরেশতারা দাঁড়িয়ে যেভাবে সম্মান প্রদর্শন করেছিলেন! সেই রেফারেন্সে এ ফেরেশতাদের অনুসরণ-অনুকরণ আমাদের জন্য প্রযোজ্য হবে! এটাই তো স্বাভাবিক সংস্কৃতি! স্বয়ং মা জননীমহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম কালীন পবিত্র মুহূর্তে হযরত আমিনা আলাইহি ওয়াসাল্লাম যে নূর প্রত্যক্ষ করেছিলেন যা জগৎময় ছড়িয়ে ছিল। আমরা সেই ফেরেশতাদের সুন্নত অর্থাৎ মিলাদে কিয়াম দাঁড়িয়ে সালাম প্রদান করি। যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর নিকট আগমনকারী সাহাবীদের গোত্রের এক সরদার এর সম্মানেও স্বয়ং নিজেই দাঁড়িয়ে ছিলেন এবং সাহাবীদেরকে আদেশ করেছিলেন: كومو الى سعيد كم এ বিষয়ে ইবনে কাথিরের তাফসির সুরা আহযাব দ্রষ্টব্য ! পড়াশোনার গভীরতা যার যত কম হবে সে মূর্খতায় ততবেশি গড়াগড়ি খাবে! কারণ শয়তান মূর্খদের নিয়ে খেলে! "Satan plays with the ignorant!" বুখারী শরীফে বর্ণিত মৃত লাশের সম্মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের একাধিক হাদিস রয়েছে। এমনকি যখন মৃত লাশের সম্মানে দাঁড়িয়ে ছিলেন সেই লাশটি বহনের দৃশ্য তাঁর পবিত্র দৃষ্টির বাইরে না যাওয়া পর্যন্ত তিনি দাঁড়িয়েই ছিলেন! যদিও তাঁকে বলা হয়েছিল যে তা " মুসলিম ব্যক্তির লাশ " নয়! কিন্তু আল্লাহর নবীজি দাঁড়িয়েই সম্মান প্রদর্শন করেছিলেন! তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উম্মতে মুহাম্মদীর জন্য শক্তিশালী হাদিস ভিত্তিক রেফারেন্সের দালিলিক প্রমাণে দাঁড়িয়ে সালাম প্রদান করা মিলাদ অনুষ্ঠানের একটি পবিত্রতম এবং মহব্বতের মুহূর্ত! মিলাদের আরেকটি পর্ব রয়েছে জীবিত মৃত সকলের জন্য সওয়াব রেছানী সহ দোয়া অর্থাৎ হাত তুলে সবাই মিলে আল্লাহর কাছে মোনাজাত করা! এছাড়াও তবারক বিতরনের মত অর্থাৎ ধনী-নির্ধন গরিব মিসকিন ক্ষুধার্ত মানুষদেরকে, সকল পর্যায়ের উপস্থিত ব্যক্তিবর্গ কে আপ্যায়ন করা যা ইসলামের সর্বাধিক উত্তম আমলের একটি যা সহি বুখারী শরীফের রেফারেন্স থেকে উদ্ধৃত! প্রশ্ন করা হয়েছিল ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটি? উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ক্ষুধার্ত কে খাওয়ানো অর্থাৎ মানুষকে খাওয়ানো গরিব মিসকিন খাওয়ানো এবং পরিচিত অথবা অপরিচিত ব্যক্তিকে সালাম প্রদান করা! 'সিরাতুল মুস্তাকিম' সবসময়ই একটি হবে ৭২ ফেরকা হবেনা!
D.Golam r.. আসসালামুয়ালাইকুম স্যার আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক খুব ভালো লাগল আপনার এই গুরুত্বপূর্ণ কমেন্ট গুলো পড়ে আর আপনার প্রতি অনুরোধ আরও বেশি বেশি কমেন্ট করবেন এই রকম যাতে আমাদের মত মানুষ কিছু শিখতে পারে {স্যালুট আপনাকে স্যার }💖💖💖
উয়াবিরা ছুন্নিদের গজল গাওয়ার কারন হলও তারা বলে নবী বাচাবে কেমনে নবী তরাবে কেমনে বিয়াক্কওলের দলরা জানে না নবীজে হাসওরের ময়দানে মানুষ নফছি নফছি পানি পানি করবে ওই দিন নবীজি সাফায়েত করবেন আমাদের বাচাবেন তরাইবেন উয়াবিরা বুজেনা
আহলে সুন্নাত ওয়াল জামায়াত জিন্দাবাদ। ✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳ ভন্ড সুন্নি নিপাত যাক ❎❎❎❎❎❎❎❎ আল্লাহ পাক বলেন وَقُلْ جَاء الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا বলুনঃ সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। [সূরা বনী-ইসরাঈল ১৭:৮১] আল্লাহ পাক আরো বলেন- “বরং আমি সত্যকে মিথ্যার উপর নিক্ষেপ করি, অতঃপর সত্য মিথ্যার মস্তক চুর্ণ-বিচূর্ণ করে দেয়, অতঃপর মিথ্যা তৎক্ষণাৎ নিশ্চিহ্ন হয়ে যায়। তোমরা যা বলছ, তার জন্যে তোমাদের দুর্ভোগ"। [সূরা আল আম্বিয়া ১৮] ❎নিজের পিতামাতা কে লানতকারী মোনাফেক নিপাত যাক। ❎❎❎❎❎❎❎❎❎❎❎❎❎ ❎ বিখ্যাত ভন্ডদের জবান বন্দী ↔️↔️↔️↔️↔️↔️↔️↔️↔️↔️ 🔥গালাগালি করা সাধুদের পরিচয় আর ঠিকানা দিলেন খাটপূজারী আলাউদ্দিন আটরশি ruclips.net/video/OWppT4s3vz4/видео.html 🔥নক্সেবন্ধীর জবান বন্ধী ৪থ স্ত্রীর সাথে। ruclips.net/video/dUhorYdYFig/видео.html 🔥নক্সেবন্ধীর জবান বন্ধী শাশুড়ের সাথে ruclips.net/video/S9dXPFJjIDI/видео.html 🔥বেপর্দা নারীর মাঝে আবুল কালাম বয়ানী ruclips.net/video/DPlmaUoIBhE/видео.html 🔥শফিউল আলম নিজামী বনাম নুরী ruclips.net/video/p3xMCwF7ejM/видео.html 👉✔রাসুল (সাঃ) ১৪০০ বছর আগে পিতা মাতা কে লানতকারী পরিচয় দিয়েছেন। আবদুল্লাহ ইবনু ‘আমর (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেন, নবী ﷺ বলেছেনঃ “কবিরা গুনাহসমূহের মধ্যে সবচেয়ে বড় হল নিজের পিতা-মাতাকে লানত করা। জিজ্ঞাস করা হলো: হে আল্লাহর রাসুল (সা)! আপন পিতা-মাতাকে কোনো লোক কিভাবে লানত করতে পারে? তিনি বললেন: সে অন্যের পিতাকে গালি দেয়, তখন সে তার পিতাকে গালি দেয় এবং সে অন্যের মাকে গালি দেয়, তখন সে তার মাকে গালি দেয়।” বুখারী পর্ব ৭৮ঃ /অধ্যায় ৪ হাঃ ৫৯৭৩ 👉✔ রাসুল (সাঃ) হাদীসে ১৪০০ বছর আগে মোনাফেকের পরিচয় দিয়েছেন ❎ অশ্লীল গালিগালাজ মুনাফিকির আরো একটি বৈশিষ্ট্য। আবদুল্লাহ ইবনু ‘আমর (রাযি.) হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ চারটি স্বভাব যার মধ্যে বিদ্যমান সে হচ্ছে খাঁটি মুনাফিক। যার মধ্যে এর কোন একটি স্বভাব থাকবে, তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যায়। 🔴১. আমানত রাখা হলে খিয়ানত করে, 🔴২. কথা বললে মিথ্যা বলে, 🔴৩. অঙ্গীকার করলে ভঙ্গ করে, এবং 🔴৪. বিবাদে লিপ্ত হলে অশ্লীলভাবে গালাগালি দেয়। সহিহ বুখারী, হাদিস নং ৩৪ ➖➖➖➖➖➖➖➖➖➖ ❎খাটপৃজারী আলাউদ্দিন জিহাদির কোরআন তেলওয়াত ruclips.net/video/gwXvA3oliQ0/видео.html ❎ভন্ড আটরশির দরবারে খাটপৃজা ruclips.net/video/CaC3SWYVMKs/видео.html ❎ইমাম হাসেমীর মাজার নিয়ে ওসমান গণি সালেহী ruclips.net/video/qodgqGy_tVA/видео.html ❎জেব্রা সুন্নি আর শিয়া ইমাম হায়াতের মাহফিল নারী পুরুষ একসাথে আজব মিলাদ কিয়াম ruclips.net/video/pZwOzpbhFqA/видео.html ☝️মাজার নিয়ে বাস্তব সংগীত ruclips.net/video/lmuCTh0zOQo/видео.html ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ ⚄❎ভারতীয় এ উপমহাদেশী একটি ফেরকা হল “বেরলবি রেজবী ফেরকা”। চট্টগ্রাম ষোলশহরে জামেয়া আহমদিয়া সুন্নিয়া (আলীয়া মাদরাসা) উক্ত ফেরকারই প্রতিনিধিত্ব করে থাকে। এদের মতবাদের নাম রেজভি মতবাদ। রেজভি মতবাদের অনুসারী বলেই নামের শেষাংশে “রেজভি” শব্দ স্থান পায়। 👉এদেরই কেউ "বাংলার আলা হযরত", কেউ "ইমাম হায়াত" সেজে এদেশে নতুন নতুন ফিতনার উৎপাদন করে চলেছে। তার অনুসারীরাই "মছলকে রেজভী", "মছলকে রেজাখানী" বা "মছলকে আলা হযরত" নামে নিজেদের পরিচয় দেন। ⚃রেজবী পীর আহমদ রেজাখাঁর মাজারের গম্বুজের রং জেব্রা ক্রসিং মতো। তাই আলা হযরত অনুসারীরা নিজেদের পোস্টার, ব্যানার, পতাকা এমনকি মসজিদের গম্বুজে জেব্রাক্রসিং-এর মতো জেব্রা চিহ্ন ব্যবহার করে। 👉তাই তাদের আরেক নাম "জেব্রা সুন্নী"। 👉ব্যক্তি পূজায় লিপ্ত জেব্রা সুন্নীরা ❎❎❎❎❎❎❎❎❎❎❎❎ ⛔ আহমদ রেজাখান ফাজেলে বৈরলবির এক কিতাব নিয়ে সেরা ফাজলামি ruclips.net/video/xEh83BGUpdo/видео.html ⛔ মসলক পূজারীদের কবলে আহমদ রেজাখানের মসলক ruclips.net/video/e-BEpYSlrOQ/видео.html ➖➖➖➖➖➖➖ ✔এই সত্য জানার পরেও অনেকে সত্যের পথে আসবে না। আল্লাহ্ পাক বলেন- صُمٌّۢ بُكْمٌ عُمْىٌ فَهُمْ لَا يَرْجِعُونَ তারা বধির, মূক, অন্ধ; কাজেই তারা (হিদায়াতের দিকে) ফিরে আসবে না। সূরা আল বাকারা- ১৮ ⚅ ইবনে আব্বাস বলেন, এর অর্থ, তারা হেদায়াত শুনতে পায় না, দেখতে পায় না এবং তা বোঝতেও পারে না। অন্য বর্ণনায় এসেছে, তারা কল্যাণ শুনতে পায় না, দেখতে পায় না এবং বোঝতেও পারে না। সুতরাং তারা হেদায়াতের দিকে ফিরে আসবে না, কল্যাণের দিকেও নয়। ফলে তারা যেটার উপর রয়েছে সেটার উপরই থাকবে। সুতরাং নাজাত বা মুক্তি তাদের নসীবে জুটবে না। কাতাদাহ বলেন, তারা তাওবাহ করবে না এবং উপদেশও গ্রহণ করবে না। [আত-তাফসীরুস সহীহ]
আমি বাঁশখালী থানার নাগরিক।আসহাবুদদীন ও আলমগীর ভাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এগিয়ে যান। আল্লাহ তাআলা আপনাদের সহায় হোন। আমীন।
অসংখ্য ধন্যবাদ
❤, আমরা আছি আসহাব উদ্দিন এর সাথে চালিয়ে যান আল্লাহর শক্তি দিয়ে
আলহামদুলিল্লাহ আহেলেসুননাত ওয়াল জামাত জিন্দবাদ
মারহাবা ইয়া রাসুল আললা
ধন্যবাদ
মারহাবা!!!
সুন্নীয়ত জিন্দাবাদ!!
অসাধারণ ডেলিভারি।
সুন্নিরা সেরা।
ধন্যবাদ
আলহামদুলিল্লাহ, সুন্নিরা কোন দিন কারো কাজ থেকে শিক্ষা নে না, শিক্ষা দিয়ে আসে তা আর একটা প্রমান,,,,
ধন্যবাদ
এইল্লা আবাল ক্যান ভাই
আসহাব উদ্দিন আল্ আজাদ কে ধন্যবাদ জানাছি আমি আশরাফুল আজিজ সৌদি আরব থেকে
আমিন
মাশাল্লাহ মাশাল্লাহ মারহাবা মারহাবা আমিন আমিন ।
ভা
ধন্যবাদ
মাশাআল্লাহ আলমগীর ভাইয়ের পরিবেশনা খুব চমৎকার
সব সুন্নি এক হও অাবেদন জানাই
ধন্যবাদ
মারহাবা আহেল সুন্নাত ওয়ালজামাত
ধন্যবাদ
সালাম আমার সুন্নি জসমাতের প্রতি
ধন্যবাদ
আমারও 🧡💟💚🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
হেফাজত ভাই ধন্যবাদ ধন্যবাদ
আমিন
নবীজির গোলাম দের সালাম
ঐ বেদাতি ভন্ড। নবীর গুলাম হয় কেমন করে। গুলাম হয় আল্লাহর। সবাই আল্লাহর গুলাম। নবীর অনুসারী হয়। গুলাম হয় না।
আসল চুন্নি হলো কওমি মাদ্রাসার শিক্ষক, ছাত্ররা এবং যারা এদের অনুসরণ করি। সব চুন্না আমরা পালন করি।যে মন ডিলা কূলোপ, মিসওয়াক,পাগড়ি, জুব্বা, দাড়ি।সব পাওয়া জাই। তারাই আসল চুন্নি। আর তোমরা নাম দারি চুন্নি সালা শয়তানের দল। গানজা কোরের দল
না'উজুবিল্লাহ। আমরা হলাম আল্লাহর গোলাম। শিরক থেকে বেচে থাক বেটা, মরলে বুঝবি।
আতাউল ভাই সেই রকম বাশ দিলেন।
এই বাশ একদম ঐতিহাসিক বাশ।
Thank you! Cheers!
বাশ কিয়েরে বলে বুজো
আতাউল বারিতো কিছুই জানেনা
সেরা সুন্নীরা😍😍👌👌👌👌👌
ধন্যবাদ
ধন্যবাদ আতাওল হুজুর
ধন্যবাদ
ওয়াহাবিরা কো জায়গায়, পরাজিত হয় না,
আমি লাইক কমেন্ট শেয়ার করলাম
ধন্যবাদ
মাশাআললাহ
Thank you! Cheers!
মাশাল্লাহ আতাউল বারী ভাই এগিয়ে যান
আমিন
সুননিরা এক নামবারে আছে, মারহাবা সুন্নি জামাত, ওহাবিদে পরাজয় হল,
ধন্যবাদ
আরে এটা তো মোনাজারার শুরুতে একটা অংস মাত্র শেষে দেখলে দেখলে বুঝবেন আতাউল্লাহকে নোনা পানি দিয়ে ধুয়ে দিছেন
ভালোবাসার এক নাম আলমগীর বিন কবির
ভাই আমি ছুন্মি মাশাআল্লাহ
ধন্যবাদ
সুন্নি নবীজির দল আললাহ রাসুলুল্লাহ হক আললাহ আকবর চমতকার
ধন্যবাদ
এইটা দেখে আবার পুরো অনুষ্ঠান খুঁজে বের করে দেখলাম,আতাউল বারী মনে হয় আর জীবনেও কওমিদের সাথে বাহাসে যাওয়ার সাহস করবে না
Thanks a lot
বহাসে না বসার হবে মনে হয়
আমি নিজে কে নিজে ধন্ন মনে করি কারণ আমি এক জন সুন্নি পরিবারের ছেলে...।
ধন্যবাদ
এই মুনাজারা মাহফিল আরো বড় পরিসরে করা দরকার
মাশাআল্লাহ
Thank you! Cheers!
Marhaba .ahle Sunnah jindabad.
আলহামদুলিললা আমি আমার পরিবারের সবাই আহালে সুন্নত ওয়াল জামায়াত
তোদের পরিবারে সবাই গাঁজা কোর।
জুর করে আওয়াজ দিতে বলতছে
সালামুআলাইকুম আহলে সুন্নাত ওয়াল জামাতের সহিত ভাইদের কে অসংখ্য ধন্যবাদ ওয়াহাবীদের কেজি দোলায় দিয়েছো বেশি খুশি হইলাম ন
আহালে সুন্নাত আলজামাত
ধন্যবাদ
আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 💕💕❤️❤️❤️🥰🥰🥰
আলমগীর তুমি সোনা
Thank you! Cheers!
আহেল সুন্নত ওয়ালা জামাত জিন্দবাদ❤
Oabi oabi oabi oabi oabi 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
মাশাল্লাহ আতাউল বারী।
হেফাজত ইসলাম জিন্দাবাদ
ধন্যবাদ
Masha Allah, hujure waj Onek kichu buja gelo
Thanks
আহালে সুন্নাত ওয়াল জামাত,জিন্দাবাদ।মারহাবা।ইয়া রসূলুল্লাহ্
ধন্যবাদ
সুবাহান আললাহ
আললাহু আকবাৱ
Thank you! Cheers!
আতাউল ভাই সেরা হয়চে
ধন্যবাদ
মাশাআল্লাহ আতাউল বারী।
আলমগীর ভাই জিন্দাবাদ
ধন্যবাদ
আতাউল এক ড়িলা পাশে আরেক ড়িলা।
Thanks a lot
আসহাব উদ্দিন আল আজাদ জিন্দাবাদ ❤❤❤
আলমগীর ভাই আসহাব উদ্দিন ভাই জিন্দাবাদ
ধন্যবাদ
Ohabira ekdom ses hoye gece..lojja sorom nai tarattun...so tnx ataul bari
ধন্যবাদ
জিন্দাবাদ সুন্নি জামাত
ধন্যবাদ
আহলে সুন্নাত ওয়াল জামাত মারহাবা মারহাবা
ধন্যবাদ
Marhaba sonny alemder gojol Very beutiful ami amar baba md abul kashem amar awolad Md Mahmud Hasan Fatema Khatun Md Noor Hossain muksud sonny al kadri comilla
ধন্যবাদ
ওই নার লাল পাখিটা দেখে মনে হয় মাজারের খাদেম
ভাই কিরকম বাঁশ দিল কোরআন এবং হাদিস থেকে একটা সঠিক উত্তর দিতে পারেনি
ওই বেদাতীরা,ভনডরা,জারজ,সনতানরা,রাসুলের শান মানের জন্য কোন কোররআন হাদীস লাগেনা।রাসুলকে আল্লাহ পাক সারাজাহানের সবকিছুজানলে ওয়ালা ও রহমত হিসেবে পাঠিয়েছেন।
Thank you! Cheers!
আসহাব উদ্দিন সেরা
Thanks a lot
মানুষ হবার আগে ভালো মনের মানুষ হন
Mash Allaha ahla sonnt wal jamat Byers Doha Kate ame Oman pabase
❤❤
কওমিরা জিন্দাবাদ
ধন্যবাদ
মোজাম্বিক থেকে....
ধন্যবাদ
Ohabi hangla kore kmn
আমি আহলে সুন্নাত উয়াল জামাত
আতাউল বারী একটা জিনিস
Thank you! Cheers!
সুন্নি জামাত জিন্দাবাদ
ধন্যবাদ
বিসমিল্লাহির রহমানের রাহিম
(দরুদ শরীফ ভুলে যাওয়া মানে বেহেস্তের পথ ভুলে যাওয়া)
عَنْ جَابِرِ بْنِ زَيْدٍ،
عَنِ ابْنِ عَبَّاسٍ
قَالَ:
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم:
"مَنْ نَسِيَ الصَّلَاةَ عَلَيَّ
خَطئ طَرِيقَ الْجَنَّةِ"
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম বলেছেন
"আমার প্রতি দরুদ পড়া ভুলে গিয়েছে সে বেহেস্তের পথ ভুল করেছে"
__________________________
সূত্র:
উপরোক্ত সহি হাদিসটি হযরত ইবনে কাথির রাহিমাল্লাহ
(যিনি ৭০১ হিজরীতে জন্মগ্রহণ করেছেন ) তিনি তাঁর পবিত্র কুরআনের তাফসীরে আরবী ভাষা উল্লেখ করেছেন।
মিলাদে আরেকটি পর্ব রয়েছে পবিত্র কোরআনের বাণী আলোচনা করা যার মাধ্যমে আল্লাহর স্মরণ হয় ঈমানের বৃদ্ধি সাধন হয়!
পবিত্র কোরআনের বাণী বর্ণনার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহব্বত আলোচনা করার পাশাপাশি আমাদের ঈমান বৃদ্ধিতে তা পবিত্র কোরআন তেলাওয়াত শ্রবণ করা আমাদের ঈমান বৃদ্ধির সহায়ক বলেও কোরআনে বর্ণিত।
আল্লাহ নিজেই তাঁর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি তাঁর প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দরুদ এবং সালাম পাঠ করেন এবং পবিত্র কোরআনের সূরা আহযাবের 56 নম্বর আয়াতে আল্লাহ সমস্ত বিশ্বাসী মানুষ এবং জিন এবং সৃষ্টিকে স্মরণ করিয়ে দেন নির্দেশ দেন যেন আমরা তাঁর প্রতি দরুদ প্রেরণ করি এবং তাঁকে সালাম এর মত সালাম দেই অর্থাৎ আদবের সাথে সালাম প্রদান করি।
بسم الله الرحمن الرحيم
ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما
পবিত্র কোরআনে তো বলা হয়নি তোমরা বসে বসে উপরোক্ত আদেশ প্রতিপালন করো! দাঁড়িয়ে সালাম দেওয়া বৈধ এবং যুক্তিযুক্ত!
তবে যদি কারো স্বাস্থ্যগত সমস্যা থাকে দাঁড়াতে না পারার কারণ থেকে থাকে তাহলে আল্লাহতালা তো সবই দেখেন! সবই শুনেন! সবই বোঝেন!
সুতরাং স্বাস্থ্যগত কারণে না দাঁড়াতে পারলে অবশ্যই তা ত্রুটিযুক্ত হবে না!
আল্লাহ তো অবশ্যই রহমানুর রহিম রহিম
ان الله عليم بذات الصدور
সেই সূত্রে দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মকালীন পটভূমি পর্যালোচনা করে পবিত্র মুহূর্তে ফেরেশতারা দাঁড়িয়ে যেভাবে সম্মান প্রদর্শন করেছিলেন!
সেই রেফারেন্সে এ ফেরেশতাদের অনুসরণ-অনুকরণ আমাদের জন্য প্রযোজ্য হবে! এটাই তো স্বাভাবিক সংস্কৃতি!
স্বয়ং মা জননীমহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম কালীন পবিত্র মুহূর্তে হযরত আমিনা আলাইহি ওয়াসাল্লাম যে নূর প্রত্যক্ষ করেছিলেন যা জগৎময় ছড়িয়ে ছিল। আমরা সেই ফেরেশতাদের সুন্নত অর্থাৎ মিলাদে কিয়াম দাঁড়িয়ে সালাম প্রদান করি। যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর নিকট আগমনকারী সাহাবীদের গোত্রের এক সরদার এর সম্মানেও স্বয়ং নিজেই দাঁড়িয়ে ছিলেন এবং সাহাবীদেরকে আদেশ করেছিলেন: كومو الى سعيد كم
এ বিষয়ে ইবনে কাথিরের তাফসির সুরা আহযাব দ্রষ্টব্য ! পড়াশোনার গভীরতা যার যত কম হবে সে মূর্খতায় ততবেশি গড়াগড়ি খাবে! কারণ শয়তান মূর্খদের নিয়ে খেলে!
"Satan plays with the ignorant!"
বুখারী শরীফে বর্ণিত মৃত লাশের সম্মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের একাধিক হাদিস রয়েছে। এমনকি যখন মৃত লাশের সম্মানে দাঁড়িয়ে ছিলেন সেই লাশটি বহনের দৃশ্য তাঁর পবিত্র দৃষ্টির বাইরে না যাওয়া পর্যন্ত তিনি দাঁড়িয়েই ছিলেন! যদিও তাঁকে বলা হয়েছিল যে তা " মুসলিম ব্যক্তির লাশ " নয়! কিন্তু আল্লাহর নবীজি দাঁড়িয়েই সম্মান প্রদর্শন করেছিলেন! তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উম্মতে মুহাম্মদীর জন্য শক্তিশালী হাদিস ভিত্তিক রেফারেন্সের দালিলিক প্রমাণে দাঁড়িয়ে সালাম প্রদান করা মিলাদ অনুষ্ঠানের একটি পবিত্রতম এবং মহব্বতের মুহূর্ত!
মিলাদের আরেকটি পর্ব রয়েছে জীবিত মৃত সকলের জন্য সওয়াব রেছানী সহ দোয়া অর্থাৎ হাত তুলে সবাই মিলে আল্লাহর কাছে মোনাজাত করা!
এছাড়াও তবারক বিতরনের মত অর্থাৎ ধনী-নির্ধন গরিব মিসকিন ক্ষুধার্ত মানুষদেরকে, সকল পর্যায়ের উপস্থিত ব্যক্তিবর্গ কে আপ্যায়ন করা যা ইসলামের সর্বাধিক উত্তম আমলের একটি যা সহি বুখারী শরীফের রেফারেন্স থেকে উদ্ধৃত!
প্রশ্ন করা হয়েছিল ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটি? উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ক্ষুধার্ত কে খাওয়ানো অর্থাৎ মানুষকে খাওয়ানো গরিব মিসকিন খাওয়ানো এবং পরিচিত অথবা অপরিচিত ব্যক্তিকে সালাম প্রদান করা! 'সিরাতুল মুস্তাকিম' সবসময়ই একটি হবে ৭২ ফেরকা হবেনা!
D.Golam r.. আসসালামুয়ালাইকুম স্যার আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক খুব ভালো লাগল আপনার এই গুরুত্বপূর্ণ কমেন্ট গুলো পড়ে আর আপনার প্রতি অনুরোধ আরও বেশি বেশি কমেন্ট করবেন এই রকম যাতে আমাদের মত মানুষ কিছু শিখতে পারে {স্যালুট আপনাকে স্যার }💖💖💖
ধন্যবাদ
মাশাল্লাহ অসাধারণ
আমার নূর নবীজী সঃ এর পক্ষে থাকার জন্য স্যালুট স্যার আপনাকে
@@tasifalam5901 মাশাআল্লাহ খুব সুন্দর কমেন্ট
Jatrapala valoy jomche
ধন্যবাদ
আসহাব উদ্দিন,, জিন্দাবাদ
ধন্যবাদ
আতাউল বারী পারে নাই।আমি ছিলাম এই মোশায়েরাই।বাশখালী সরলরেখা হয়েছিল।
Thank you! Cheers!
ভাই অই মাহফিলে আমিও ছিলাম.উহাবিরা আতাউল বারির সাথে পারে নাই
তুই ভন্ড
আমরাও ছিলাম, শালা ভন্ড বেগুনির দালাল,সত্য বলতে গায়ে ফুসকা পড়ে?
Thank you! Cheers!
আসহাব উদ্দিন আজাদী জিন্দাবাদ,,,,,,
অসংখ্য ধন্যবাদ
আললাহু আকবাৱ
ৱাইট
Thank you! Cheers!
সাবাস আতাউল বারী
Thanks
ওহাবীরা গজল যেটা গাইছে এটা তো সুন্নীদের গাওয়া।
উয়াবিরা ছুন্নিদের গজল গাওয়ার কারন হলও তারা বলে নবী বাচাবে কেমনে নবী তরাবে কেমনে বিয়াক্কওলের দলরা জানে না নবীজে হাসওরের ময়দানে মানুষ নফছি নফছি পানি পানি করবে ওই দিন নবীজি সাফায়েত করবেন আমাদের বাচাবেন তরাইবেন উয়াবিরা বুজেনা
Salute sir salute
Thank you! Cheers!
দীক্ষার জানাই ওদেরকে
সুন্দর দৃশ্য
Masa allah
কওমি জিন্দাবাদ
আমিন
Allah sokol Sunni Alemder nek haiat dan korok Amin.Jotodin bahas hobe In Sha Allah Sunni ra jitbe.
ধন্যবাদ
আতাউল ভাই জিন্দাবাদ বিজয়ের পতাকা উড়াও
Thanks
আলমগীর কবির খান,, আর,,আসহাব উদ্দিন আজাদী জন্য উৎসাহ দিন
অসংখ্য ধন্যবাদ
চমৎকার জবাব
আহলে সুন্নাত ওয়াল জামায়াত জিন্দাবাদ।
✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳
ভন্ড সুন্নি নিপাত যাক
❎❎❎❎❎❎❎❎
আল্লাহ পাক বলেন
وَقُلْ جَاء الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا
বলুনঃ সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল।
[সূরা বনী-ইসরাঈল ১৭:৮১]
আল্লাহ পাক আরো বলেন-
“বরং আমি সত্যকে মিথ্যার উপর নিক্ষেপ করি, অতঃপর সত্য মিথ্যার মস্তক চুর্ণ-বিচূর্ণ করে দেয়, অতঃপর মিথ্যা তৎক্ষণাৎ নিশ্চিহ্ন হয়ে যায়। তোমরা যা বলছ, তার জন্যে তোমাদের দুর্ভোগ"।
[সূরা আল আম্বিয়া ১৮]
❎নিজের পিতামাতা কে লানতকারী মোনাফেক নিপাত যাক।
❎❎❎❎❎❎❎❎❎❎❎❎❎
❎ বিখ্যাত ভন্ডদের জবান বন্দী
↔️↔️↔️↔️↔️↔️↔️↔️↔️↔️
🔥গালাগালি করা সাধুদের পরিচয় আর ঠিকানা দিলেন খাটপূজারী আলাউদ্দিন আটরশি
ruclips.net/video/OWppT4s3vz4/видео.html
🔥নক্সেবন্ধীর জবান বন্ধী ৪থ স্ত্রীর সাথে।
ruclips.net/video/dUhorYdYFig/видео.html
🔥নক্সেবন্ধীর জবান বন্ধী শাশুড়ের সাথে
ruclips.net/video/S9dXPFJjIDI/видео.html
🔥বেপর্দা নারীর মাঝে আবুল কালাম বয়ানী
ruclips.net/video/DPlmaUoIBhE/видео.html
🔥শফিউল আলম নিজামী বনাম নুরী
ruclips.net/video/p3xMCwF7ejM/видео.html
👉✔রাসুল (সাঃ) ১৪০০ বছর আগে পিতা মাতা কে লানতকারী পরিচয় দিয়েছেন।
আবদুল্লাহ ইবনু ‘আমর (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেন, নবী ﷺ বলেছেনঃ
“কবিরা গুনাহসমূহের মধ্যে সবচেয়ে বড় হল নিজের পিতা-মাতাকে লানত করা। জিজ্ঞাস করা হলো: হে আল্লাহর রাসুল (সা)! আপন পিতা-মাতাকে কোনো লোক কিভাবে লানত করতে পারে?
তিনি বললেন: সে অন্যের পিতাকে গালি দেয়, তখন সে তার পিতাকে গালি দেয় এবং সে অন্যের মাকে গালি দেয়, তখন সে তার মাকে গালি দেয়।”
বুখারী পর্ব ৭৮ঃ /অধ্যায় ৪ হাঃ ৫৯৭৩
👉✔ রাসুল (সাঃ) হাদীসে ১৪০০ বছর আগে মোনাফেকের পরিচয় দিয়েছেন
❎ অশ্লীল গালিগালাজ মুনাফিকির আরো একটি বৈশিষ্ট্য।
আবদুল্লাহ ইবনু ‘আমর (রাযি.) হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ
চারটি স্বভাব যার মধ্যে বিদ্যমান সে হচ্ছে খাঁটি মুনাফিক। যার মধ্যে এর কোন একটি স্বভাব থাকবে, তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যায়।
🔴১. আমানত রাখা হলে খিয়ানত করে,
🔴২. কথা বললে মিথ্যা বলে,
🔴৩. অঙ্গীকার করলে ভঙ্গ করে, এবং
🔴৪. বিবাদে লিপ্ত হলে অশ্লীলভাবে গালাগালি দেয়।
সহিহ বুখারী, হাদিস নং ৩৪
➖➖➖➖➖➖➖➖➖➖
❎খাটপৃজারী আলাউদ্দিন জিহাদির কোরআন তেলওয়াত
ruclips.net/video/gwXvA3oliQ0/видео.html
❎ভন্ড আটরশির দরবারে খাটপৃজা
ruclips.net/video/CaC3SWYVMKs/видео.html
❎ইমাম হাসেমীর মাজার নিয়ে ওসমান গণি সালেহী
ruclips.net/video/qodgqGy_tVA/видео.html
❎জেব্রা সুন্নি আর শিয়া ইমাম হায়াতের মাহফিল নারী পুরুষ একসাথে আজব মিলাদ কিয়াম
ruclips.net/video/pZwOzpbhFqA/видео.html
☝️মাজার নিয়ে বাস্তব সংগীত
ruclips.net/video/lmuCTh0zOQo/видео.html
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
⚄❎ভারতীয় এ উপমহাদেশী একটি ফেরকা হল “বেরলবি রেজবী ফেরকা”। চট্টগ্রাম ষোলশহরে জামেয়া আহমদিয়া সুন্নিয়া (আলীয়া মাদরাসা) উক্ত ফেরকারই প্রতিনিধিত্ব করে থাকে। এদের মতবাদের নাম রেজভি মতবাদ। রেজভি মতবাদের অনুসারী বলেই নামের শেষাংশে “রেজভি” শব্দ স্থান পায়।
👉এদেরই কেউ "বাংলার আলা হযরত", কেউ "ইমাম হায়াত" সেজে এদেশে নতুন নতুন ফিতনার উৎপাদন করে চলেছে।
তার অনুসারীরাই "মছলকে রেজভী", "মছলকে রেজাখানী" বা "মছলকে আলা হযরত" নামে নিজেদের পরিচয় দেন।
⚃রেজবী পীর আহমদ রেজাখাঁর মাজারের গম্বুজের রং জেব্রা ক্রসিং মতো। তাই আলা হযরত অনুসারীরা নিজেদের পোস্টার, ব্যানার, পতাকা এমনকি মসজিদের গম্বুজে জেব্রাক্রসিং-এর মতো জেব্রা চিহ্ন ব্যবহার করে।
👉তাই তাদের আরেক নাম "জেব্রা সুন্নী"।
👉ব্যক্তি পূজায় লিপ্ত জেব্রা সুন্নীরা
❎❎❎❎❎❎❎❎❎❎❎❎
⛔ আহমদ রেজাখান ফাজেলে বৈরলবির এক কিতাব নিয়ে সেরা ফাজলামি
ruclips.net/video/xEh83BGUpdo/видео.html
⛔ মসলক পূজারীদের কবলে আহমদ রেজাখানের মসলক
ruclips.net/video/e-BEpYSlrOQ/видео.html
➖➖➖➖➖➖➖
✔এই সত্য জানার পরেও অনেকে সত্যের পথে আসবে না।
আল্লাহ্ পাক বলেন-
صُمٌّۢ بُكْمٌ عُمْىٌ فَهُمْ لَا يَرْجِعُونَ
তারা বধির, মূক, অন্ধ; কাজেই তারা (হিদায়াতের দিকে) ফিরে আসবে না।
সূরা আল বাকারা- ১৮
⚅ ইবনে আব্বাস বলেন, এর অর্থ, তারা হেদায়াত শুনতে পায় না, দেখতে পায় না এবং তা বোঝতেও পারে না। অন্য বর্ণনায় এসেছে, তারা কল্যাণ শুনতে পায় না, দেখতে পায় না এবং বোঝতেও পারে না। সুতরাং তারা হেদায়াতের দিকে ফিরে আসবে না, কল্যাণের দিকেও নয়। ফলে তারা যেটার উপর রয়েছে সেটার উপরই থাকবে। সুতরাং নাজাত বা মুক্তি তাদের নসীবে জুটবে না। কাতাদাহ বলেন, তারা তাওবাহ করবে না এবং উপদেশও গ্রহণ করবে না।
[আত-তাফসীরুস সহীহ]
ধন্যবাদ
Marhaba
আমিন
Sera ataul bari
Thanks
নামধারী সুন্নিদের নেই কোন কুরআন হাদিসের দলিল,
আলমগীর ভাই জিন্দাবাদ
ধন্যবাদ
Ataul bari sei sei hoice
ধন্যবাদ
সাহশ তাকলে মুনাজারে জামান হাফেস আজিজুল হক আল মাদানির সথে কর ওনি একাই একশ আমিন
মোঃ আলমগীর ভাই জিন্দবাদ
ধন্যবাদ
ভাই...
পুরা মোনাজারা কই।
?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????//
ধন্যবাদ
চি চি চি চি...ওহাবীরা হেরে গেছে
ধন্যবাদ
হেরে নাই ভাই পুরা মোনাজারা এইখানে ওরা আপনার যদি সময় থাকে পুরা মোনাজারা দেখে নিয়েন ভাই
ataul vai sara
ধন্যবাদ
সুন্নিরা ডিলা
Thanks
হেফাজতে ইসলাম জিন্দাবাদ
আতাউল বারী সেরা
ধন্যবাদ
আলমগীর আর আসহাব জিন্দাবাদ
ধন্যবাদ
জি আমি কওমি
আমিন
এখানে কিছু কিছু ইডিট হইছে
Sunnider sate amr rasul ase
সহমত
ধন্যবাদ
আপনারা যখন মাযহাবের বিষয় নিয়ে কথা হয় আপনাদের নির্দিষ্ট যে কোন একটা জায়গা দেন তখন আপনারা আসেন না বিভিন্ন প্রবলেম দেখান