এক কেজি পেঁয়াজে ৩১ টাকা লাভ করে জরিমানা গুনলেন ৫০ হাজার। Consumer Rights। যায়যায়দিন

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии • 595

  • @dramabuzz-YT
    @dramabuzz-YT Месяц назад +94

    জেল দেওয়া ছাড়া ঠিক হবে না।
    এই সকল ব্যাক্তি।

  • @sayeedshawkat3936
    @sayeedshawkat3936 Месяц назад +56

    কিসের পঞ্চাশ হাজার টাকা জরিমানা।জেল দেন এদেরকে জেল দেন জেল দেন।

  • @ParvezShadath-xh6mx
    @ParvezShadath-xh6mx Месяц назад +16

    উনি নিজেই বেপারী , চালাকি করে সবাই কমিশন এজেন্ট বলে দাবি করে ।।।
    এদিকে , লাভ ওদিকে লাভ ।।সবই লাভ ।।।
    মাঝখানে জনগণ শেষ ।।।।

  • @mnnasimmolla7616
    @mnnasimmolla7616 Месяц назад +22

    এদের জরিমানা নয় এদের জেল দেওয়া লাগবে, না হলে এই টাকা ই আবার ভোক্তার কাছ থেকে নিবে

  • @MdNasim-vv9hg
    @MdNasim-vv9hg Месяц назад +39

    এই ম্যাজিস্ট্রেটের কোন ভোল্টেজ নেই এত কথা না বলে পাঁচ বছরের জেল ৫ লক্ষ জরিপানা

    • @gsmhasan2044
      @gsmhasan2044 Месяц назад +1

      ঘুষ খায় এইজন্য এমন করে।
      নাহলে চিন্তা করেন ব্যাপার টা,
      প্রতিদিন একলক্ষ 156000 টাকা ভুল করে বেশি দাম নেয়,পড়ে ওখান থেকে 50000 টাকা ঘুষ দেয় মানুষকে দেখানোর জন্য।
      তারপর দিনশেষে 1,06000 টাকা ইনকাম ।
      আর আমি 160 টাকা করে পিঁয়াজ কিনি 😄

    • @AhasanulHaqueBappy
      @AhasanulHaqueBappy Месяц назад

      ​@@gsmhasan2044 তোমার মত দাত ভাঙা গণিতবিদ চো ভো দাই রা এমন বলতে পারে।

    • @mdhasan8282
      @mdhasan8282 Месяц назад

      ​ appreciate kora sikh. Tara try kortase. Bangali Jodi Nije Valo hoito taile to ar ei gula Korte hoito na. Ekta ojat

    • @Liveronaldofangepage
      @Liveronaldofangepage Месяц назад

      ​@@gsmhasan2044sagolll voktar aine age pore ai pore kotha bolll

    • @logicman24
      @logicman24 Месяц назад

      @@gsmhasan2044 Mia, desher aien somporke janen? 2/3 hajar taka sodho jorimana korar niom. 50 hajar kun hisabe korse ke jane! aghe desher vangachura Aien tik kora dorkar.

  • @mjparvaz
    @mjparvaz Месяц назад +63

    ৫ বছরের জেল দেন সোজা হয়ে যাবে।

  • @shihabbm9717
    @shihabbm9717 Месяц назад +2

    ৪.১৫ তে "স্যার ও স্যার' বলাটা দারুণ ছিল..সেই মজা পাইছি

  • @md.abdulmajid9964
    @md.abdulmajid9964 Месяц назад +11

    প্রতিটি বাজারে একসাথে অভিযান পরিচালনা করতে হবে এজন্য ভোক্তা অধিদপ্তরের লোকবল বৃদ্ধি করা প্রয়োজন।

  • @mabatenakand5441
    @mabatenakand5441 Месяц назад +4

    এদেরকে কঠোর শাস্তি মুলক ব্যবস্থার আওতায় আনার আহবান জানাচ্ছি।

  • @jaformahmud1
    @jaformahmud1 Месяц назад +8

    জরিমানা করে লাভ নেই পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হোক

  • @EfikbhjFjjjdjkkfx
    @EfikbhjFjjjdjkkfx Месяц назад +5

    ধন্যবাদ সার কে।

  • @MdBashir-f4p
    @MdBashir-f4p Месяц назад +6

    এই রকম অফিসার প্রতি জেলায় একজন করে দরকার।

  • @DrRakibuzzamanKhan
    @DrRakibuzzamanKhan Месяц назад +4

    কয়েকটা কঠিন শাস্তি দিলে সব সোজা হয়ে যেতো। কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তির অভাব

  • @MD.Sakilkhan-bp9fd
    @MD.Sakilkhan-bp9fd Месяц назад +8

    ছয় মাসের রিমান্ডে দিয়ে দিন তাইলে ঠিক হবে ।

  • @Italy-s1u
    @Italy-s1u Месяц назад

    স্যালুট স্যার ।

  • @Md.HabiburRahman-s8j
    @Md.HabiburRahman-s8j Месяц назад +5

    ভোক্তা অধিকার সংরক্ষনের এই অফিসার কে জানাই হাজারো সালাম। যিনি অপরাধীকে খুজে বের করে জনগণের অধিকার প্রতিষ্ঠা করেন।

  • @azamuddin3868
    @azamuddin3868 Месяц назад +5

    এদের লাইসেন্স বাতিল করে দেন তাহলে ঠিক হবে

  • @arifhossian1263
    @arifhossian1263 Месяц назад +9

    50000 জরিপানা দিলে ব্যবসায়ীর কি হবে কিছুই তো হবে না এক ঘন্টায় তারা কামাই নিয়ে

  • @ZiaulHoqueRatul
    @ZiaulHoqueRatul Месяц назад +2

    এই অফিসার কর্মকর্তার আরো কঠোর সিদ্ধান্ত জানানো উচিত, উনি যদি শক্ত পদক্ষেপ না নিতে পারে তাহলে দায়িত্ব যেন ছেড়ে দেয়

  • @MDMaynuddinMDMaynuddin-rc4vc
    @MDMaynuddinMDMaynuddin-rc4vc Месяц назад +3

    1 লাখ, 50,000,টাকা জরিমানা করলে ওরা দুই দিনের মধ্যে এই টাকা কামিয়ে ফেলবে এরকম জরিমানা করে ওদেরকে ঠেকানো যাবে না।। জরিমানার পাশাপাশি জেল দিতে হবে ওদেরকে।

  • @WineBd-i6o
    @WineBd-i6o Месяц назад

    ভোক্তা অধিকার অফিসারের সংখ্যা আরো বৃদ্ধি করা দরকার।তাহলে সিন্ডিকেট অনেক কমে যাবে। আমরা শুধু মিডিয়াতে অল্প কিছু সংখক ভোক্তা অফিসার দেখতে পাই। আপনাকে ধন্যবাদ সিন্ডিকেট জরিমানা করার জন্য

  • @razibahmed-w4b
    @razibahmed-w4b Месяц назад +1

    Gd job

  • @mdmdsagor5951
    @mdmdsagor5951 Месяц назад +4

    ভাই এদের কাছে অনেক টাকা জরিমানা করে কোনো লাভ নেই এদের কে জেলে দেয়া দরকার

  • @NowsinJahan-zm7mf
    @NowsinJahan-zm7mf Месяц назад +7

    স্যার আপনাকে অনেক ধন্যবাদ ওনাকে 5.00000 টাকা জরিমানা এবং আপনার বাম পাশে লাল দারি ওয়ালা লোকটি কে 5 বছরের জেল দিলে আরো ভাল লাগতো

  • @fahimcreativezone9552
    @fahimcreativezone9552 Месяц назад

    বাজার মনিটরিং প্রতিনিয়ত অব্যাহত রাখা দরকার খুবই ভালো উদ্যোগ

  • @marfotali8514
    @marfotali8514 Месяц назад

    এই রকম নায়ক সারা দেশের প্রতিটা এলাকায় প্রতিদিন অভিনয় করা দরকার কারণ ভিলেনের সংখ্যা অগুনিত এক নায়ক দিয়ে কাম হচ্ছে না

  • @mijankhan4390
    @mijankhan4390 Месяц назад +8

    কি একটা অবস্থা,, দেশজুড়ে জোরালো পদক্ষেপ নিতে হবে

  • @MdKabir-ly6yw
    @MdKabir-ly6yw Месяц назад +2

    এদের ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হোক। চোরের ব্যাবসা করার দরকার নেই।

  • @raseltalukder2525
    @raseltalukder2525 Месяц назад

    Thank you sir❤❤❤❤❤

  • @arafatamin4521
    @arafatamin4521 Месяц назад +1

    জাতীয় ভোক্তা অধিকারের লোকবল এত কম কেন?? দেশে ত বেকারের অভাব নেই। কয়েক হাজার ভোক্তা অধিকারের কর্মকর্তা চাই দেশের বাজার স্থিতিশীল রাখার জন্য। এতে দেশের বেকারদের কর্মস্থানও হলো। ভোক্তারাও সন্তুষ্ট হলো।

  • @rumenahmed667
    @rumenahmed667 Месяц назад

    লাষ্ট এর কথা খুবই মজা পাইছি।সাবাস স্যার। ব্যাপারীকে ফোন দিন

  • @tasrifibneahmad5243
    @tasrifibneahmad5243 Месяц назад

    Excellent

  • @AhmedGofur-t8y
    @AhmedGofur-t8y Месяц назад

    প্রতি জেলা ও থানা এবং গ্রামের বাজারে এই ভাবে মনিটর করলে ভালো হতো

  • @mabatenakand5441
    @mabatenakand5441 Месяц назад

    জব্বার স্যারের মত অফিসারকে দিয়ে সারাদেশে অভিযান চালানোর আহ্বান জানাচ্ছি।

  • @ibrahimjoy737
    @ibrahimjoy737 Месяц назад

    She is a Cool Man

  • @weldlightacademy8536
    @weldlightacademy8536 Месяц назад +1

    জরিমানার অর্থ টিসিবি কে দেওয়া হোক। বিসিবির মাধ্যমে বেশি বেশি পন্য আমদানি করে দেশের সব জায়গায় জনগণের মাঝে বিতরন করা হোক। টিসিবিকে বেসরকারি প্রতিষ্ঠান এর সাথে প্রতিযোগিতা করে পণ্য সরবরাহ করতে হবে। বিসিবির ডিলার অবশ্যই ভালো লোকদের দিতে হবে।

  • @sahabuddinbk1sahabuddin743
    @sahabuddinbk1sahabuddin743 Месяц назад

    এ ম্যাজিস্টেট কে অব্যহতি দেওয়া প্রয়োজন। ওনার সতর্কতা মুলক জরিমানা শুনতে শুনতে দেশের জনগণ শেষ হয়ে যাচ্ছে। যতদিন সতর্কতামূলক জরিমানা শেষ হবে না। ততদিন ব্যবসায়িকরা ঠিক হবে না। এদেকে জেলে দেইনা কেনো। উনিও কি এদের থেকে কমিশন নেয়?

  • @mdnizambepary8039
    @mdnizambepary8039 Месяц назад +1

    আপনারা জরিমানা আদায় করে সাধারণ জনগনের ভোগান্তি চরমে পৌঁছে দিয়েছেন, জরিমানা নয় এদের প্রতিষ্ঠান বন্ধ করতে হবে

  • @sheronamcomes
    @sheronamcomes Месяц назад

    জরিমানা দেখানো অভিযান মানি না।তাদের যাবত জীবন কারাদন্ড চাই

  • @JumaAkter-wo4rz
    @JumaAkter-wo4rz Месяц назад

    ছেলুট স্যর আপনাকে

  • @shafiulAlam17
    @shafiulAlam17 Месяц назад +2

    জরিমানা + low price এ আপনারা বিক্রি করে দেন

  • @mdsumonsks3625
    @mdsumonsks3625 Месяц назад

    ভাই আমাদের কিশোরগঞ্জের মুল হশরের মাঝে কাচারি বাজরে সকল সবজি,, চাল ইত্যাদির বাজার খুব চড়া মুল্যে বিক্রয় করা হয়া এখানে অভিজান দেওয়া দরকার।

  • @0TheStoicJourney_official
    @0TheStoicJourney_official Месяц назад

    টাংগাইলের মধুপুরে আসেন এখানে অনেক ছিন্ডিগেট

  • @tapuHassan
    @tapuHassan Месяц назад +1

    শুধুমাত্র ঢাকাতেই অভিযান চলছে, যশোরের বাজারের অবস্থাও আগুন।

  • @BismillaSk-u8h
    @BismillaSk-u8h Месяц назад

    ❤ nice bismilla indian

  • @MdJhirulIslamJohir
    @MdJhirulIslamJohir Месяц назад

    এদেরকে কঠিনভাবে শাস্তি দেন

  • @arabikhan6886
    @arabikhan6886 Месяц назад +1

    একদিনের টাকা ও জরিমানা করতে পারননি।

  • @abdullahbd411
    @abdullahbd411 Месяц назад +1

    এদেকে জরিমানা না করে জেল দিন আর এদের ব্যবসা বন্ধ করে দিন

  • @sujitghosh1818
    @sujitghosh1818 Месяц назад

    এই একই সমস্যা দেখছি ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ। চাষিরা সঠিক মূল্য পান না অথচ ভোক্তাদের অধিক মূল্যে জিনিস ক্রয় করতে হয়। মধ্যেখান থেকে আরতদার নামক ব্যবসায়ীরা অধিক লাভ রেখে বাজার দর বাড়িয়ে দেন। সিন্ডিকেট নামক এই দানবদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করা উচিত।

  • @abdullahalmamun2126
    @abdullahalmamun2126 Месяц назад

    এদেরকে জরিমানা না করে সরাসরি কমপক্ষে এক বছর জেল দেওয়া উচিত।

  • @mdmainuddin2566
    @mdmainuddin2566 Месяц назад

    এদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হোক।

  • @MdRipon-s6p
    @MdRipon-s6p Месяц назад

    স্যার এমন জরিমানা করেন যাতে ব্যবসার পুঁজি তাদের আর না থাকে নতুন করে ঘর বাড়ি বিক্রি করে যখন কষ্ট করে টাকা যোগায় ব্যবসা করব তখনই গরিবের মান মর্যাদা বুঝ ১০ লাখ টাকা বা পাঁচ লাখ টাকা জরিমানা পাঁচ বছরের জেল কমপক্ষে খালি একজনের ভয়ে সারা দেশ সোজা হয়ে যাবে

  • @xtradnan1612
    @xtradnan1612 Месяц назад

    এরা যে পরিমাণ টাকা বেশি বিক্রি করতেছে তা নির্ধারণ পূর্বক কমপক্ষে তার তিনগুণ পরিমাণ জরিমানা করা প্রয়োজন এবং যারা অভিজান চলার সময় এসকল অসৎ ব্যবসায়ীদের পক্ষে কথা বলবে তাদের সরাসরি জেলে পাঠাতে হবে। ম্যাজিস্ট্রেট সাহেবকে আরোও কঠর হতে হবে। যদি এ সংক্রান্ত আইন সংশোধণ করার প্রয়োজন পরে তাহলে তা দ্রুত করতে হবে। চিন্তা করে দেখেন সরকার দেশের জিনগণের কথা চিন্তা করে শুল্ক শূন্য করে দিচ্ছে আর অসৎ ব্যবসায়ীরা খুশি হয়ে আরোও বেশি পরিমাণ মুনাফা করতেছে। দেশের ১৮ কোটি জনগণ এদের কাছে জিম্মি।

  • @parvezvai4392
    @parvezvai4392 Месяц назад

    একে দ্রুত আইনের আওতায় আনা হোক

  • @Baby121-i9p
    @Baby121-i9p Месяц назад

    Boss❤

  • @MdFaiz-pm2sn
    @MdFaiz-pm2sn Месяц назад

    এসব ব্যবসায়ীদের নৈতিকতা আর কবে ফিরে আসবে?

  • @anukulrozario4902
    @anukulrozario4902 Месяц назад +1

    জেল দেয়া হোক।এভাবে ঠিক হবে না।তবে এদের পরিবার পরিজন বুঝবে কি করে টাকা উপার্জন করে।বৈধ না অবৈধ কাজ করে।

  • @MdRana-sk3nu
    @MdRana-sk3nu Месяц назад

    স্যার এভাবে দূরে চালিয়ে যান, আমার মনে হয় বাংলাদেশে আর মানুষ,খানার অভাবে মরতে হবে না, ও সাদুর ব্যবসায়ীদেরকে আপনারা ছাড়া জনগণ কিছুই করতে পারবেনা

  • @mdnihalamtipsofficial2415
    @mdnihalamtipsofficial2415 Месяц назад +1

    প্রত্যেক আড়ৎদার ক্রেতার কাছ থেকে আড়ৎদারি নেই শ'তে ১০ টাকা হাজারে ১০০ টাকা

  • @sabbirkhan7862
    @sabbirkhan7862 Месяц назад

    সর্বোচ্চ এক লক্ষ টাকা জরিমানা করা উচিত ছিল, এরকম ব্যবসায়ীদের কারণে আজ আমরা অতিষ্ঠ,

  • @confidencefurniture
    @confidencefurniture Месяц назад

    আমাদের বাড্ডা পাইকারি বাজারে ইন্ডিয়ান আলু বিক্রি হচ্ছে ৭০ টাকা

  • @rezastudent5140
    @rezastudent5140 24 дня назад

    এই লোকের 50 লাখ টাকা জরিমানা উচিত এই লোক কোটি কোটি টাকার মালিক অবৈধভাবে

  • @shamsulhoda3890
    @shamsulhoda3890 Месяц назад

    জরিমানা এত কম করলে সিন্ডিকেট ভাঙবে না। জরিমানার পরিমাণ আরো বাড়াতে হবে

  • @Poran598
    @Poran598 Месяц назад +2

    পাঁচ লাখ দশ লাখ করে জরিমানা করেন। সবগুলা মাল নিলামে উঠিয়ে দেন আমদানি যত টাকা দিয়ে করা হয়েছে ততো টাকা দিয়ে নিলামে উঠায় দেন দোকান সিলগালা করবেন 👍👍

  • @AminulIslam-ig3cq
    @AminulIslam-ig3cq Месяц назад +1

    এই সমস্ত চোরদের শুধু জরিমানা করে লাভ নেই। জেলে না গেলে এরা শুধরানোর না

  • @mdali6893
    @mdali6893 Месяц назад

    জেল ছাড়া কোন দিন বন্ধ করা সম্ভব হবে না।

  • @ShaparanHossen-t4b
    @ShaparanHossen-t4b Месяц назад

    স্যার ২০ লক্ষ টাকা করে জরিমানার আইন জারি করা দরকার

  • @Bangladeshtrainbyasadull-np5zq
    @Bangladeshtrainbyasadull-np5zq Месяц назад

    এই অফিসারের মত সারা বাংলাদেশে ২৪ ঘন্টা নজরদারি রাখা হোক

  • @muhammadshawnbepari8813
    @muhammadshawnbepari8813 13 дней назад

    অসাধু ব্যবসায়িক। ওনাদের সম্পদের হিসাব নেওয়া দরকার।

  • @muhammadullah9913
    @muhammadullah9913 Месяц назад

    প্রতি কেজিতে ৩১ টাকা লাভ হলে যদি উনি ১০ হাজার কেজি বিক্রি করে থাকেন তাহলে লাভ হয় ৩ লক্ষ ১০ হাজার। আর আপনি জরিমানা করলেন ৫০ হাজার। তাহলে তো অসাধু অসাধুই থেকে যাবে সাধু হবে না। জরিমানা করতে হবে এমন যাতে বাড়ির ভিটা বিক্রি করে টাকা দিতে হয়।

  • @mehedihasanmiki3409
    @mehedihasanmiki3409 Месяц назад

    সাবাস

  • @masumiqbal2622
    @masumiqbal2622 Месяц назад +1

    ৩১ টাকা মানে? প্রতি কেজি ৩১ টাকা।৫০ হাজার তো কম।

  • @TofailAhamed-x5y
    @TofailAhamed-x5y Месяц назад +1

    সেনাবাহিনী দিয়ে হকি স্টিক দিয়ে পিডান 😡😡😡

  • @raihanmahmud552
    @raihanmahmud552 Месяц назад

    ভোক্তা অধিকার কে অভিযান করার ট্রেনিং দেওয়া হোক কারণ এই ধরনের অভিযান তাদের কারো উৎসাহিত করে সিন্ডিকেট করার জন্য

  • @RAJONDASRAJONDAS-r3f
    @RAJONDASRAJONDAS-r3f Месяц назад

    👉👉দেশ জয় বাংলা হয়ে গেছে সব সিন্ডিকেট

  • @BAPPI776
    @BAPPI776 Месяц назад

    ওদের কে ৫০ কোটি টাকা জরিমানা কারা দরকার। এই ওফিসারকেও জরিমানা কারা উচিত উনি কিভাবে পারলো এতোকম জরিমানা করতে।

  • @yousufabu7674
    @yousufabu7674 Месяц назад

    আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ একে পাঁচ বছরের জেল আর 20 লক্ষ টাকা জরিমানা করা
    উচিত ছিল

  • @AbdulKader-hv5mq
    @AbdulKader-hv5mq Месяц назад +1

    চোর চোর মহা চোর মৃত্যুর ভয় নেই ওনি অমর।

  • @প্রতিফলন-ঝ৭চ
    @প্রতিফলন-ঝ৭চ Месяц назад

    হাতে কামাইছে 50 কোটি টাকা আর জরিমানা যদি 50 হাজার টাকা দেয় 50 লাখ টাকা জরিমানা দিলেও তার গায়ে লাগবে না,,, সে আবার এই কাজ করবে
    এদের স্থাবর-অস্থাবর সকল সম্পত্তি জব্দ করা হোক

  • @GMJahangirAlam-sq1qp
    @GMJahangirAlam-sq1qp Месяц назад

    জেল ছাড়া জরিমানাতে কোন লাভ নাই

  • @SohidulIslam-qi4ng
    @SohidulIslam-qi4ng Месяц назад

    এদের কে জরিমানা করা ঠিক হবে না এদের কে জেল দেওয়া হোক তাহলে আর কোন ব্যক্তি এই ধরনের অপকর্মের সাথে জড়িত হবে না।

  • @KamalUddin-xh2fn
    @KamalUddin-xh2fn Месяц назад

    কার্যকরী ভূমিকা নিয়ে বাজারে নামুন,না হয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাবে না,যাবে না,যাবে না!

  • @Poran598
    @Poran598 Месяц назад +1

    সবগুলা মাল নিলামে উঠিয়ে দেন আমদানি যত টাকা দিয়ে করা হয়েছে ততো টাকা দিয়ে নিলামে উঠায় দেন দোকান সিলগালা করবেন 👍👍

  • @KayumKhan-w9f
    @KayumKhan-w9f Месяц назад

    জরিপনা না করে আইনের আওতায় আনা হোক

  • @mrinti920
    @mrinti920 Месяц назад

    বাংলা ওয়াশ অভিনয়

  • @an8244
    @an8244 Месяц назад +1

    ফালতু অভিজান করে কিছু হবে না।সোজা জেল।

  • @Ripa71
    @Ripa71 Месяц назад

    আবার দাম বাড়িয়ে ঐ টাকা উঠিয়ে নেবে। দাম আরও বাড়বে।

  • @sabitfuegom166
    @sabitfuegom166 Месяц назад

    এসব তো টিভি মোবাইলে সারা বছরে অনেক দেখছি বাজারে তো কোন কার্যকরি কোন ভুমিকা পাইনা আমরা।বাচ্চাকে চকলেট দিয়া কান্না থামানোর মত।এখন বাজারে গেলে অনেক অনেক শাক সবজি কিন্তু কোন কিছুই দাম কমেনি এখন তো উতপাদনে কমতি নাই তাহলে বছরের এমন সময়েও এতো দাম কেন?আমরা আর কবে একটু স্বস্তিতে শাক সবজি কিনতে পারবো?

  • @AlimHosen-y7q
    @AlimHosen-y7q Месяц назад

    ৫০ লাখ টাকা জরিমানা ও পাঁচ বছরের জেল দিলে ঠিক হতো, এত কম শাস্তি দিলে কেউ আইন মানব না

  • @shadathossain9561
    @shadathossain9561 Месяц назад +2

    জরিমানায় কোন কাজ তো হচ্ছে না । সরাসরি জেল দিয়ে দেন।

  • @AhmedKhan-tt7cr
    @AhmedKhan-tt7cr Месяц назад

    আমার খুব কষ্ট লাগলো, আমি যত মানুষ দেখলাম এই সিন্ডিকেটের সাথে জড়িত , তার ৯০% এর বেশী মানুষের মুখে দাড়ি।
    আমার প্রশ্ন, এই মুখের দাড়ি দিয়ে কি হবে বলবেন, কোনো হুজুররা ?

  • @SiSagor-ye7wc
    @SiSagor-ye7wc Месяц назад +1

    লাভ করে ১০ লাক্ষ জরিমানা করা হয় ৫০০০০ হাজার জীবন ও সম্ভব নয় পতিরোধ করা

  • @Jabed-Hossain-t1p
    @Jabed-Hossain-t1p Месяц назад

    নিবাহী স্যারকে অনেক ধন্যবাদ।সব সময় ভোক্তার স্যারারা ভাল কাজ করে।আমরা আশাবাদি দেশ ভালই দিকে যাবে।

  • @SalimKhan-tu3yl
    @SalimKhan-tu3yl Месяц назад

    ওনার জরিমানা করা হয়না এত কম টাকা জরিমানা করলে কোন কাজের কাজই হবেনা।

  • @md.badalsarkar5943
    @md.badalsarkar5943 Месяц назад

    কোনো কমিশন এজেন্ট থাকবে না।নগদ কিংবা বাকিতে সরাসরি ক্রয়/ বিক্রয় করতে হবে।

  • @dobirmirza7740
    @dobirmirza7740 Месяц назад +3

    এসব জরিমানা করে এদের ঠিক করা যাবে না,,,,আর জরিমানা করলে তো আমাদের কোনো লাভ হচ্ছে না, কিন্তু টাকা তো আমাদের পকেট থেকে যাচ্ছে।

    • @yaadansari6473
      @yaadansari6473 Месяц назад

      জেল কেন দিবে ভাই? অপরাধ বেশি হলে জায়গায় ক্রসফায়ার করুক, দেশের সব ব্যবসায়ী টাইট

  • @sirajulhaque3423
    @sirajulhaque3423 Месяц назад

    কাউকেই ছাড় দেওয়া ঠিক হবে না, যত লাম্বা দাড়ি থাকুক না কেন। ইসলাম ধর্ম শান্তি ধর্ম, বাজার সিন্ডিকেট কারীদের কে কমপক্ষে পাচ বছর জেলে রাখা উচিত

  • @vjits4002
    @vjits4002 Месяц назад

    ভাই এইভাবে হবেনা এইসব চোর দের লাইসেন্স বাতিল করে দেন আর তালা ঝুলিয়ে দেন সাথে ৫ লক্ষ টাকা জরিমানা এবং ৬ মাসের জেল দিয়ে দেন। যদি ঠিক না হয় তাহলে বইলেন। জাস্ট দেখেন একবার এই নিয়ম টা করেন প্লিজ। আমরা ভোক্তাদের বিনীত অনুরোধ 🙏

  • @mdshafiqul1334
    @mdshafiqul1334 Месяц назад +1

    এই বিচার যৌক্তিক হলোনা। কারন, সে সতের/আঠারো বছর থেকে এই একই কাজ করে আসছে। তার পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা করা উচিত ছিল।

  • @ফিরেদেখা-ছ৫ল
    @ফিরেদেখা-ছ৫ল Месяц назад

    প্রকাশ্য শাস্তির ব্যবস্থা করতে হবে।
    যাতে করে অন্যেরা দেখে এটা শিক্ষা নিতে পারে।
    এদের নাটকীয় জরিমানা সাধারণ মানুষের হয়রানি বাড়ায়।
    ২২/১১/২৪ শ্যামবাজার আলুর পাইকারি দোকানগুলোতে চাট লাগানো ৪০-৪৫ টাকা আজব বিষয় হলো ৬৫-৭০টাকার কমে কোন দোকান দার বিক্রি করেনা।